পছন্দ | জমিয়ে রাখুন | পুনঃপ্রচার |
#লক্ষ্মী
#মহুয়া দাশগুপ্ত
কোজাগরী রাত আর জ্যোৎস্নায় মাখামাখি
আকাশের জাগরণপালা দেখতে দেখতে
যে মেয়ে লক্ষ্মীমন্ত কড়ি নিয়ে খেলতে বসে—
সে একেবারে বিপন্ন রেখার ধারে !
ধানের ছড়া, আলতা ,সিঁদুর আর
রাঙা শাড়ির পুটুলিতে জড়ভরত লক্ষ্মীমেয়ে
ভিতরে ভিতরে রাগে গরগর করে,
মুখে রা কাড়ে না!
বুকভরা অভিমান উপচে পড়ে,
যেন গোলাভরা ধান!
অথচ, মন্ত্রে মন্ত্রে যেই চক্ষুদান হয়—
অমনি সে দেবীর তকমা এঁটে মুখে হাসি টানে।
রাতদুপুরে পাশার গুটি নিয়ে
হাজির হয় গৃহস্থের ঘরে,
কো জাগরি , কো জাগরি বলতেই হয় তাকে।
অথচ লক্ষ্মী মেয়ের জন্য কেই বা রাত জাগে?
কারো ঘরে পিদিম জ্বলে না,
কারো মনে ঝলমল করে না তার মুখ!
লক্ষ্মীমন্ত মেয়ের পাশার চালটি মোক্ষম,
জিতলে মুক্তি, হারলে অচলা বাঁধন!
হেমন্তের চাঁদ ঠোঁট বেঁকিয়ে হাসে!
আকাশে ডানা মেলে দুগ্ধধবল পোষমানা পাখি!
অতীতের কড়ি আর চালের আলপনা জানে,
লক্ষ্মী মেয়েদের জেতা হয় না কোনোদিন!
পছন্দ | জমিয়ে রাখুন | গ্রাহক | পুনঃপ্রচার |