এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এলিয়েন সম্পর্কে ভাবুন

    o
    অন্যান্য | ০৫ মার্চ ২০২০ | ১৮৯৫ বার পঠিত
  • না, এলিয়েনদের সঙ্গে মানুষজাতির এখনও কোনো কন্ট্যাক্ট হয়নি। শুধুমাত্র এই অজুহাতে চারপাশে আট থেকে আশি বয়সের লোকজনের এলিয়েনকে অবজ্ঞা আর চোখে দেখা যায় না। ইতিহাস থেকে শিক্ষা নেবার কোনো ইচ্ছাই কারোর নেই (এ ব্যাপারে বামফ্রন্ট সরকারের কোনো দোষ নেই মাইরি)। এলিয়েনের সঙ্গে প্রথম দেখা হলে কী ঘটতে পারে তার একটা মডেল আমাদের ইতিহাসে আছে। কলোনি স্থাপন। ইউরোপ থেকে জাহাজে চড়ে যারা বেরিয়েছিল, তারা ঠিক মিষ্টিহাতে করে নতুন নতুন দেশে গিয়ে পৌঁছয়নি। এবার ভেবে দেখুন যখন দুটি গ্রহান্তরের সভ্যতা পরস্পরের সঙ্গে যোগাযোগ স্থাপনের মত উন্নত হবে তখন তাদের অস্ত্রশস্ত্র কত শক্তিশালী। আজ এত বছর পরেও এই গ্রহে ইমিগ্রেশান নিয়ে ঝামেলা বাড়ছে বই কমছে না। এর মধ্যে দুম করে সেটির যন্ত্রে একটি ভিনগ্রহী বেতারতরঙ্গ আছড়ে পড়লে কী করব আমরা? আলাপ করতে ইচ্ছুক হব নাকি এড়িয়ে যাব? বিরাট বড় ডিসিশন। আলাপ করলে কী হতে পারে? কতকগুলি সম্ভাব্য পরিস্থিতি বিচার করা যাক।

    ১) আলাপ করলুম এবং কেলিয়ে পাট পাট করে দিলঃ বিশেষ কিছু করার নেই ক্যালানি ঠেকানোর চেষ্টা করা ছাড়া।
    ২) আলাপ করলুম এবং দারুণ বন্ধু হলুমঃ হাসিমুখে হ্যান্ডশেক করতে করতে বুঝে নিতে হবে পাঞ্জার জোর যাতে পরে ক্যালাতে এলে ঠেকানো যায়।
    ৩) আলাপ করলুম এবং আমরা গিয়ে ওদের কেলিয়ে দিলুমঃ জটিল পরিস্থিতি। প্রথম কথা অন্য গ্রহের প্রাণকে ধ্বংস করা কি বুদ্ধিমানের কাজ হবে? আমরা কি অন্য একটি গ্রহের সঙ্গে কন্ট্যাক্ট হবার পর বুঝতে পারব প্রাণ সৃষ্টি হওয়া ব্যাপারটা কতটা রেয়ার কেস? ভেবে দেখুন প্রথমেই ল্যাব কোট পরা বিজ্ঞানী আদান-প্রদান করে কেউ নিজের গ্রহ সম্পর্কে গোপন তথ্য জানতে দেবে না। আগে এক রাউন্ড ক্যালাকেলি হবে। তো পুরো কেলিয়ে লোপাট করে দেওয়া উচিত হবে না। কিন্তু আমাদের কে আটকাবে? তার জন্য দরকার এলিয়েন রাইটস মুভমেন্ট। আমাদের নিজেদের গ্রহেই এইরকম মুভমেন্ট গড়ে তুলতে হবে।

    এইবার বাস্তবে এরকম আদর্শ সিনারিও হবে না। প্রচুর পলিটিক্যাল গেম চলবে। আমাদের নেশন স্টেট গুলোর মধ্যে কেউ কেউ গোপনে ওদের কোনো কোনো স্টেটের সঙ্গে চুক্তি করবে। প্রচুর বিশ্বাসঘাতকতাও হবে। অন্য গ্রহের সাহায্যে নিজের গ্রহে কেউ কেউ ডিক্টেটর হয়ে বসবে। তার এগেনস্টে আবার রেজিস্ট্যান্স তৈরী হবে। ফলে পুরো ব্যাপারটায় যাতে বাওয়াল কম হয়, সেজন্য আগেভাগে প্রচুর প্রচুর আলোচনা করা দরকার।

    তাছাড়া অলরেডি এলিয়েনবিরোধী প্রপাগান্ডা আমাদের গ্রহে চলছে। নানারকম ভিডিও গেম, সিনেমায় এলিয়েনদের খারাপ দেখানো হয়েছে। এইগুলো মানুষকে এলিয়েনবিদ্বেষী করে তুলছে। আজ বুঝছেন না। যখন কন্ট্যাক্ট হবে তখন আপনি হয়ত টেঁসে যাবেন। কিন্তু আপনার উত্তরপ্রজন্ম আপনাকে হয়ত 'হিউম্যান সুপ্রেমিস্ট' বলে গাল দেবে। তারপর ধরুন অ্যানিম্যালদের আপনি কী চোখে দেখেন। ভেগান দেখলেই হাসি পায় আর গান্ডেপিন্ডে চিকেন গেলেন নিশ্চয়? যে মুরগির সঙ্গে এতদিন গ্রহ শেয়ার করলেন, তাদের সম্পর্কে এতটা অবজ্ঞা। এলিয়েনদের সামনে কীরকম আচরণ করবেন কেউ বলতে পারে? এখানে আবার গন্ডগোল দেখুন। হয়ত ভিনগ্রহে মুরগিরাই বুদ্ধিমান। তখন এলিয়েন কম্যান্ডারের সামনে আপনার তো মুখে মাছি। এইসব অস্বস্তিকর পরিস্থিতি এড়াবার জন্য এখন থেকে ভাবুন। এখানে আলোচনা করুন। এলিয়েন রাইটস নিয়ে সচেতন হোন ও এলিয়েন বিদ্বেষের প্রতিবাদ করুন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | 162.158.118.177 | ০৫ মার্চ ২০২০ ১৬:২৭729838
  • ১নং যদি হয়, তবে আজ বিদ্বেষের প্রতিবাদ করলে কাল কোলাবোরেটর বলতে পারে।
  • PM | 162.158.118.75 | ০৬ মার্চ ২০২০ ০০:৪১729840
  • সৌর জগতের এলিয়েন দের পৃথিবীর নাগরিকত্ব দেবার ক্ষেত্রে প্রায়োরিটি দিলে ব্রম্ভান্ডের রাজা ম্যাগনন ( ম্যানড্রেক খ্যাত) কি আপত্তি করবেন ?
  • Atoz | 162.158.186.155 | ০৬ মার্চ ২০২০ ০০:৪৯729841
  • রাজা না রাজা না, উনি সম্রাট ম্যাগনন, লক্ষ লক্ষ গ্রহের সম্রাট। ঃ-)
  • b | 162.158.158.116 | ০৬ মার্চ ২০২০ ১৮:০৮729844
  • এলিয়েনেরাআর হিউম্যান যদি বিয়ে শাদি করে, তারা কোথায় যাবে?
  • Atoz | 162.158.186.227 | ০৬ মার্চ ২০২০ ২১:২৯729847
  • ড্রেকোরা করেন তো! মানুষরূপ ধারণ করে পৃথিবীর সুন্দরী মহিলাদের কাছে এসে বন্ধু হন, তারপর এক হাঁটু মুড়ে প্রোপোজ করেন। মহিলা রাজি হলে বিয়ে করে নিয়ে চলে যান তাঁদের সিক্রেট পাড়াতে। তাঁরাই পৃথিবী চালান শুনেছি। সেখানে গিয়ে নিজমূর্তি ধারণ করেন। কী সব্বনাশ বলুন তো! দিব্যি সুপুরুষ সুকুমার চেহারার একটা লোক, ঘরে গিয়ে বিশাল এক ঝুঁটি আর পালকওয়ালা ডাইনো হয়ে গিয়ে ঘর্ঘরে গলায় বলে কিনা, "বাঁচলাম। মানুষ সেজে শার্ট প্যান্ট কোট টাই হ্যাট পরে থাকা যে কী যন্ত্রণা! "
    ঃ-)
  • b | 162.158.158.20 | ০৬ মার্চ ২০২০ ২১:৫০729848
  • বিশাল ঝুঁটি প্লাস পালক? এ তো ঘ্যাঁঘাসুর মনে হচ্চে।
  • Atoz | 162.158.186.167 | ০৬ মার্চ ২০২০ ২২:০৯729850
  • তবে? অসুরেরা সব এলিয়েন। সুরেরাও। নাগেরাও। সুপর্ণরাও।
    ঃ-)
  • সে | 162.158.150.93 | ০৭ মার্চ ২০২০ ০০:১৯729857
  • এত বিয়েশাদীর ব্যাপারে ইন্টারেস্ট কি নেমন্ত খাবার লোভে?
    ওগের বিয়েতে খাবারের মেন্যু অন্যরকম।
    স্টার্টার গিরগিটির বড়া দিয়ে রেড ব্লাড
    মেইন কোর্স জেলিফিশের জেলিফিশের স্টেক ও ফ্রেশ কচুরিপানা।
    ডেসার্টে ঝাঁঝির চাটনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন