এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাঙর - আরেকটা নন্দীগ্রাম?

    s
    অন্যান্য | ১৮ জানুয়ারি ২০১৭ | ৪৬৫৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PM | 113.219.45.251 | ১৮ জানুয়ারি ২০১৭ ২১:১৬726908
  • "Name: pi

    IP Address : 174.100.177.10 (*) Date:18 Jan 2017 -- 02:31 PM

    আজ মিছিল আছে তো।

    আপনি যাচ্ছেন ? "

    মানে ? অপর্না, সাওলী, ব্রাত্য , নচি , কাকদাদু সব্বাই আছে সে মিছিলে? তাহলে ছুটি নিয়েও যাবো... কিন্তু ওদের পুরোনো স্পন্সরেরা তো হক্কোলে জেলে--- বিনে পয়্সায় ওনারা যাবেন কি ?? ঃ(
  • PM | 113.219.45.251 | ১৮ জানুয়ারি ২০১৭ ২১:১৭726909
  • গুরুতে ব্যানার লাগবে না ? বহুত না ইন্সাফী ঃ)
  • pi | 192.66.170.190 | ১৮ জানুয়ারি ২০১৭ ২১:৫৫726910
  • ওহো, আপনি কারুর মারা যাবার ইস্যুতে কারুর পিছনে লাগার জন্যে যান বা যান না, এমনি নিজে মনে হলে না ? ওহ।

    এনিওয়ে, আপ্নাদের সাথে এই নিয়ে তর্ক করতে বেশ বাজে লাগে। নানা কারণে। তাই ওটা বহুদিন ছেড়ে দিয়েছি। যাখুশি বলে প্রোভোক করে যাবার চেষ্টা করে দেখতে পারেন। পণ্ডশ্রমে আপত্তি না থাকলে।
  • PT | 213.110.242.20 | ১৮ জানুয়ারি ২০১৭ ২২:২৬726911
  • ওঃ! তার মানে অপর্না, সাওলী, ব্রাত্য , নচি , কাকদাদু এরা কেউ আসে নি! পোতুল দা? তিনিও না? কবীর সুমন কোন নতুন গান বাঁধেন নি এখনো?
    অথবা সদ্য তিনো সুবোধ, শীল? কেউ নেই? নেই, কেউ নেই?
  • s | 77.59.61.153 | ১৮ জানুয়ারি ২০১৭ ২৩:২৫726912
  • সবই তো বুঝলাম, কিন্তু সিপিয়ুম কি কচ্চে? পাঁচিলে বসে তো পায়ে ঝিঁ ঝিঁ ধরে গেল। এমন সুবর্ণ সুযোগ, মঞ্চ টঞ্চ তৈরি করতে শুরু করুক। ডেকরেটর্সদের সঙ্গে কথা বলুক।
  • PT | 213.110.242.20 | ১৮ জানুয়ারি ২০১৭ ২৩:৩৪726913
  • কেন সিপিএম কেন? ওরা তো ধান্দাবাজ রাজনৈতিক দল। বাংলার চিন্তাশীল মননের এট্টু আস্বাদ পাই আগে!! এট্টু হোক্কলরব, এট্টু হাত্তালি দিয়ে রাজপথে রবীন্দ্রসংগীত......
  • sm | 57.15.199.53 | ১৮ জানুয়ারি ২০১৭ ২৩:৪৪726914
  • পিটির দেখছি অন্তরে গোবিন্দ নাচছে।বলি সিপুএম এর কি বুজি কম পড়িয়াছে?দু চারটে স্যাম্পেল কে ছেড়ে দিলেই তো ল্যাঠা চুকে যায়।আগে তো বুজিদের ছড়া ছড়ি ছিল সিপুএ ম এর।
    এর পর রয়েছে বাংলার মেরুদন্ড! তাদের দলবল ই বা কি গেলো?
    তা আজকের অকুপাই সল্ট লেক র কি খপর বলতে পারেন?
    টিভি দেখি নাই কো আজকে।
  • PT | 213.110.242.20 | ১৮ জানুয়ারি ২০১৭ ২৩:৫৫726915
  • না কোন গোবিন্দ নাচেনি। দুটো মৃতদেহ নিয়ে গোবিন্দ নাচানোর মত শব্দ ব্যবহার করার মত নোংরা মানসিকতা আমার নেই।
    আমার খুব লজ্জা করছে - বাঙালী হয়ে বাঙালীর ভন্ডামি প্রত্যক্ষ করে। যে ভন্ডরা কাকের গায়ে ময়ূরপুচ্ছ লাগিয়ে, অবাস্তব জমি নীতিকে তোল্লাই দিয়ে ক্ষমতার পরিবর্তন ঘটিয়েছিল এই দুজনের মৃত্যুর জন্যে তারা দায়ী।
    আশাকরি সেই ভন্ড গুলোর বাকি জীবন ঘৃণার অন্ধকারেই কাটাবে।
  • sm | 57.15.199.53 | ১৯ জানুয়ারি ২০১৭ ০০:০৫726916
  • আমার তো মনে হয় আপনি সমানে কোথায় গেলো বুজি/সুজি বলে তির্যক উক্তি করে চলেছেন।সমাধানের কোনো রাস্তা বা উপায় বাতলান নি। এটাও এক ধরণের ঘোলা জলে মাছ ধরা।
    বঙ্গের রাজনীতি ভীষণ নোংরা ও পঙ্কিল।সুতরাং এখানে আমরা ভালো আর ওরা খারাপ এই জিনিস টা ধোঁপে থেকে না। কারণ পুলিশের গুলি চালানোর ঘটনা বাম আমলে একবার হয়নি,বার বার হয়েছে।
  • PT | 213.110.242.20 | ১৯ জানুয়ারি ২০১৭ ০০:১৩726918
  • কিন্তু আপনিই প্রথম "গোবিন্দ নেচেছে" জাতীয় কদর্য উক্তি করলেন। ৎইনোদের কাছে আমার কোনকালে কোন প্রত্যাশাও ছিল না।
    আমার নিন্দা বাক্য ভন্ড বুজীদের উদ্দেশ্যে উচ্চারিত। আর আমি কোন মাছও ধরিনি। ঐ ভন্ডরাই গত কয়েক বছরে টাকা-(অ)সন্মান ইত্যাদি হাতিয়ে নিয়ে এখন মুখে সেলোটেপ লাগিয়ে বসে আছে।
  • sm | 57.15.199.53 | ১৯ জানুয়ারি ২০১৭ ০০:২৭726919
  • আমি তো দেখলাম আহের পোস্টে হাততালি,রবীন্দ্র সংগীত,আস্বাদ এসব শব্দ বন্ধ ইউজ করলেন।সুতরাং।।
    প্রসঙ্গত আমি ভাঙ্গড় নিয়ে বিশেষ পোস্ট করি ই নি।
  • PT | 213.110.242.20 | ১৯ জানুয়ারি ২০১৭ ০০:৩২726920
  • সেগুলো ঐ ভন্ডদের উদ্দেশ্যেই উচ্চারিত।
    সকলে আবার সব কিছু বোঝে না। দুটো লোক মারা যাওয়ায় অন্যের "অন্তরে গোবিন্দ নেচেছে" জাতীয় কদর্য প্রত্যাশা যে করে তার সঙ্গে তক্ক নাহয় আপাততঃ বন্ধই থাক।
  • sm | 57.15.199.53 | ১৯ জানুয়ারি ২০১৭ ০০:৩৮726921
  • আপনি ই তো লিখলেন রবীন্দ্র সংগীত;হাততালি ইত্যাদির আস্বাদ পেতে চান। সেই আস্বাদ কথাটি র ওপর ভিত্তি করেই লেখক হয়েছে।
  • T | 229.75.11.86 | ১৯ জানুয়ারি ২০১৭ ০৬:০৩726922
  • এই হাইভোল্টেজ লাইন নিয়ে মাইরী যাচ্ছেতাই হচ্ছে। কিছু নিরীহ এসেফসিক্স সার্কিট ব্রেকার...পিনাকীদা একটু নকু ব্রাদারহুডকে বোঝাতে পারে তো।
  • কুজাত | 193.82.199.156 | ১৯ জানুয়ারি ২০১৭ ০৭:৪৪726923
  • আর অতি বামেরা ঘোলা জলে মাছ ধরছে। সরকারের উচিত সব্কটাকে ধরে জেলে দেওয়া।
  • s | 108.209.202.160 | ১৯ জানুয়ারি ২০১৭ ০৭:৪৮726924
  • ইয়ে মানে প্রশ্ন হচ্ছে যে, যারা পুলিশের নকল উর্দ্দি পরতে পারে তারা খমোকা হাওয়াই চটি/চপ্পল পরে অ্যাকশনে নামছে কেন? একজোড়া বুটজুতো কেন জোগাড় করতে পারছে না?
  • s | 108.209.202.160 | ১৯ জানুয়ারি ২০১৭ ০৭:৫৬726925
  • এখানেও অবরোধ। এই শুয়োরের বাচ্চাটা গাড়ী চাপা দিয়ে ৭ জনকে মেরেছে, তার মধ্যে ৩ টে স্কুলছাত্রী ছিল।
  • dc | 120.227.242.67 | ১৯ জানুয়ারি ২০১৭ ০৮:২২726929
  • এদিকে জল্লিকাট্টু নিয়ে কি ধুন্ধুমার চলছে! শান্তশিষ্ট তামিলরা, রাজনীতির ধারেকাছেও যারা থাকে না, তারা সবাই মিলে ষাঁড় খেদানো নিয়ে কি খেপে উঠেছে! যার সাথে কথা বলছি সেই বলছে জল্লিকাট্টু নাকি কিছুতেই বন্ধ হতে দেবে না। আন্না, চিন্নাম্মা, ভাইকো সবাই এই ইস্যুতে এক। বোঝো কান্ড!
  • h | 212.142.75.105 | ১৯ জানুয়ারি ২০১৭ ০৮:২২726927
  • আরাবুল এর ল্যান্ড ব্যাণ্ক দ্যাখা যাচ্ছে সরকারের ল্যান্ড ব্যাণ্ক এর থেকে বড়
  • h | 212.142.75.105 | ১৯ জানুয়ারি ২০১৭ ০৮:২২726926
  • আরাবুল এর ল্যান্ড ব্যাণ্ক দ্যাখা যাচ্ছে সরকারের ল্যান্ড ব্যাণ্ক এর থেকে বড়
  • Ekak | 53.224.129.48 | ১৯ জানুয়ারি ২০১৭ ০৮:৩৩726930
  • জাল্লিকাট্টু নিয়ে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে । পেটাবললো অমনি জাল্লিকাট্টু বন্ধ । এটা বুল ফাইটিং নয় । পশুকে আক্রমণ করা হয়না । তারপরেও , যদি পশুদের উপর ক্রুয়েলটির প্রশ্ন আসে সেটা মানুষকে বোঝানো আগে দরকার । কিছুই না করে দুমদাম জাল্লিকাট্টু বন্ধ । এর মধ্যে আবার ফেমিনিস্টরা বলছেন জাল্লিকাট্টু তে শক্তির প্রদর্শন হয় তাই এটা প্যাট্রিয়ার্কি । পুরো মেখেচুকে বিশাল ক্যাও !!
  • dc | 120.227.242.67 | ১৯ জানুয়ারি ২০১৭ ০৮:৩৮726931
  • তা বটে :d তবে যাই বলুন, তামিলরা যে এতো প্রোটেস্ট করতে পারে তাই জানতাম না! এমনকি কাবেরীর জল নিয়েও এতো জল ঘোলা হয়নি। তামিলনাড়ুতে এখন বেশ ভালো খরা চলছে এবার বেশী বৃষ্টি হয়নি বলে, সেসব নিয়ে তেমন কোন খবর দেখছিনা। কিন্তু মেরিনা বিচের আশেপাশের অঞ্চল মানুষে ছয়লাপ হয়ে গেছে। আজ আবার কলেজ বন্ধ, তাই আরো ভিড় হবে।
  • T | 165.69.191.254 | ১৯ জানুয়ারি ২০১৭ ০৮:৪০726932
  • কিন্তু টইটাতে জাল্লিকাট্টু নিয়ে নয়। আলাদা টই খুললেই তো হয়। টই বেলাইন করার ইচ্ছে নিয়ে অবান্তর প্রসঙ্গ আমদানি করলে অবশ্য আলাদা কথা।
  • Ekak | 53.224.129.48 | ১৯ জানুয়ারি ২০১৭ ০৮:৪৪726933
  • সংস্কৃতিতে হাত পড়লে তামিল রা সাংঘাতিক । পশুদের প্রতি হিংসা তামিল সংস্কৃতির অঙ্গ নয় । প্রকাশ্যে বলির প্রচলন নেই । জাল্লিকাট্টু নিয়ে কোর্টের রায় সংস্কৃতি পরিমার্জনের রাস্তা নয় । বুল ফাইট আর জল্লিকাট্টু মিলিয়ে দেওয়ার এই গপ্পোটা আমিও সমর্থন করিনা ।
  • Ekak | 53.224.129.48 | ১৯ জানুয়ারি ২০১৭ ০৮:৪৭726934
  • তা ঠিক । তবে উন্নয়ন মানে তো শুধু কারখানা নয় । সামাজিক - ব্যবসায়ীক সমস্ত দিক থেকেই উন্নয়ন আনতে গিয়ে সরকার বাধা পাচ্ছে এবং সেটা ডিপ্লোম্যাটিক ওয়েতে কন্ট্রোল করতে ব্যর্থ হচ্ছে । এটা রাজনৈতিক ব্যর্থতা । যাগ্গে এই তই তে নো মোর জল্লিকাট্টু ।
  • dc | 120.227.242.67 | ১৯ জানুয়ারি ২০১৭ ০৮:৫০726935
  • হুঁ তামিলরা নিজেদের সংস্কৃতি নিয়ে খুব সেনসিটিভ, সে তো অবশ্যই। তবে জল্লিকাট্টু আমি নিজে কখনো দেখিনি, তাই অত্যাচার করা হয় কিনা বলতে পারব না। কমন সেন্স থেকে মনে হয় ষাঁড় খেপানোর জন্য কিছুটা তো করা হয়ই, নাহলে তো হুড়োহুড়িই হবেনা। আমি পার্সোনালি বুলফাইট, জল্লিকাট্টু এই সবেরই বিরুদ্ধে। তবে কিনা আমি একা চাইলে আর কি হবে, দ্যাশের লোক যা চাইবে তাই হবে।
  • dc | 120.227.242.67 | ১৯ জানুয়ারি ২০১৭ ০৮:৫২726936
  • হ্যাঁ রাজনৈতিক, সোশ্যাল ব্যর্থতা। যাই হোক।
  • h | 212.142.75.105 | ১৯ জানুয়ারি ২০১৭ ০৮:৫৩726937
  • মুসলমানরা পাড়ায় পেটা ঢুকলে ভালো আর তামিল পাড়ায় ঢুকলে খারাপ।ঃ-))))
  • PT | 213.110.242.8 | ১৯ জানুয়ারি ২০১৭ ০৮:৫৫726940
  • এই অলীকবাবুরা নাকি তিনোদের পুরনো বন্ধু?
    "তারও আগে ২০০৭ সালে তৃণমূলের সিঙ্গুর আন্দোলনের সময়ে এই সংগঠন সেই আন্দোলনকে সমর্থন করেছিল ৷ এদের অনেক সদস্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না মঞ্চে গিয়েছিলেন ৷ গোয়েন্দাদের কাছে খবর , সিঙ্গুর আন্দোলন চলার সময়েই দক্ষিণ ২৪ পরগনার এক প্রভাবশালী তৃণমূল নেতার কথায় বেহালায় একটি প্রতিবাদ সভায় বক্তব্য পেশ করেন অলীক ৷"
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=29054&boxid=153733926
  • Abhyu | 85.137.10.223 | ১৯ জানুয়ারি ২০১৭ ০৮:৫৫726938

  • দিব্যি ক্রুয়েল। এককের পিঠে ঐ রকম করে চেপে দেখুন না এককও তখন বাপ বাপ করে ক্রুয়েল বলবে :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন