এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এলাটিং বেলাটিং সই লো, কালিন্দী বাগানে আইলো.......

    Titir
    অন্যান্য | ২৩ আগস্ট ২০১৬ | ১১৯৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Titir | 138.210.106.129 | ২৩ আগস্ট ২০১৬ ০০:১২719777
  • এই কালিন্দী একটি কুচকুচে কালো রঙের বেড়াল। গায়ের রঙের ভিত্তিতে নামকরণ করেছি বলে বাবুবিবিরা ক্ষমা ঘেন্না করে নেবেন। এই ব্যতিত আর কোন নাম মনে আইলো না। তাকে আমরা কেউ নেমন্তন্ন করি নাই। তবুও সে রবিবারের সক্কালবেলায় কালী আর ধলী দুই ছানা নিয়ে ঘাঁটি গাড়ল সব্জীবাগানে।
    সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ হলো বাগানের দিকের স্লাইডিং ডোরের দরজা খোলা আর ভোরের হিমেল ভেজা ভেজা একটু টাটকা বাতাস খাওয়া। সেদিন ও সেই উদ্দেশ্যে খুলেছি। অমনি চোখ গেল বাগানের দিকে। কালিন্দী আর দুই ছানা লুকোচুরি খেলছে গাছেদের সঙ্গে। সবটা সত্য কথা হলো না। কালিন্দী বসে ছিল গ্যাঁট হয়ে, তার সবুজ মরকত মণির মতো চোখদুটো জ্বলছিল জ্বলজ্বল করে। আর ছানাদুটো এগাছ সে গাছ করে তাদের খেলা চালিয়ে যাচ্ছিল। ফুরফুরে বাতাস আর কচি গাছের পাতা সুড়সুড়ি দিয়ে দিচ্ছিল তাদের গায়ে।

    এই সব দেশে তো কুকুর বেড়াল কেউ রাস্তায় থাকে না। তাদের মালিক থাকে। এমনকি তাদের নামধাম লেখা একখানা লকেট ও থাকে গলায়। এ তাহলে কোথা থেকে উদয় হলো? সেব চিন্তা ভাবনা জলাঞ্জলী দিয়ে সদ্যপ্রাপ্ত আইফোন (এর ও একটু ইতিহাস আছে। আমি মানুষটি খুব প্রাগৈতিহাসিক। বাড়ির ল্যাণ্ডলাইন আর অফিসের ল্যাণ্ডলাইন নিয়ে দিব্যি দিন কেটে যাচ্ছিল। কিন্তু বাধ সাধল মাইয়াদুটি। তাদের মা এমন পুরানো প্রস্তরযুগে পড়ে থাকবে এ তাদের একদম সহ্য হচ্ছিল না) দিয়ে গোটাকয় ছবি তুলে ফেললাম। ছবি তোলা দেখে তাদের কিন্তু খুব একটা হেলদোল হল না। যেমন ছিল তেমন রইল। তবে আনাড়ির হাতে পড়ে ছবি খুব একটা ভালো হলো না। যথাসময়ে সেই সব ছবি পেশ করব আপনাদের দপ্তরে। এই সেই ছবি।
    https://postimg.org/image/5oo6skmcp/

    কালিন্দীকে মাঝখানে রেখে বর্ননা দিই বাগানের। সে যেখানে বসেছিল তার ডানদিকে লাউ আর চাল কুমড়োর মাচা। সময় মেনে সেখানে ফলে গেছে লাউ আর চালকুমড়ো। আর চিংড়ি দিয়ে লাউচিংড়ি আর নারকেল ছোলা দিয়ে চাল কুমড়োর ঘন্ট তরিবৎ করে খাওয়া হয়ে গেছে বেশ কয়েকবার। বেশ কটা সময়্মতো তুলতে না পারার জন্য ভীমের গদা হয়ে গেছে। মাচায় বসে পাকছে । পরের বছর এইগুলো থেকে বীজ সংগ্রহ হবে।
    https://postimg.org/image/pbaoz7q3z/
    মাচায় ওঠার আগে, সবে বেয়ে উঠছে।
    https://postimg.org/image/5lny8i4ux/
    https://postimg.org/image/y7e7m4ibj/
    https://postimg.org/image/y7cvzdr7z/
    https://postimg.org/image/wtnjh48v3/

    এই মাচায় গাছ ওঠার আগে মাচার তলায় ছিল লাল পেঁয়াজ আর ধনেপাতা আর পালংশাক। এরা সব ঠাণ্ডা থাকতে থাকতে হয়ে যায়। বেশী রোদ আর বেশী তাপ পেলে কেমন সাত তাড়াতাড়ি বুড়িয়ে যায়। ফুল চলে আসে গাছে। নরম ঠাণ্ডায় খেয়ে ফেলতে হয় আগেভাগে।
    https://postimg.org/image/uw92z2wfj/
    https://postimg.org/image/sycsadtll/
    https://postimg.org/image/9qc4dceix/
    https://postimg.org/image/t9r9nlddr/

    তাদের মরশুম শেষ হয়ে গেছে। পেঁয়াজ কমসে কম পঁচিশ থেকে তিরিশ কিলো, পাউণ্ডে হবে প্রায় দুগুণ, মানে এই দেশের নিয়ম অনুযায়ী।
    অজস্র পেঁয়াজকলি খেতে খেতে ক্ষান্ত দিয়েছি। কিছু বুড়া হয়ে গাছের সঙ্গে সঙ্গে।
    https://postimg.org/image/412y50abj/
    https://postimg.org/image/z6o2ljt2x/

    ঘরে তুলে রেখে দিয়েছি পেঁয়াজগুলি। দোকান হতে আর কেনা নাই। ঘরেরগুলি দিয়ে কাজ চলছে।

    কালিন্দীর পেছনে আছে ঝিঙে, মিষ্টি কুমড়ো আর সিম।
    https://postimg.org/image/l2ywtmx49/
    https://postimg.org/image/n63q9hklb/

    এই মাচার তলায় হয়েছিল রাশি রাশি লাল রঙের আলু। এই মুলুকে সবাই এর কদর করে। স্বাদে ভালো অন্য আলুর চেয়ে। ঐ আমাদের দেশের চন্দ্রমুখীর মতো এর ও কৌলিন্য আছে। সাদা আলিউর তুলনায় দাম বেশী। তা হয়েছিল মণ খানেকের বেশী।
    https://postimg.org/image/3ovyl5w7t/
    https://postimg.org/image/jx0uzz6k3/
    এই ছবি দেখে আবার ভুল বুঝবেন না। সেই রাশি রাশির ছবি তোলার সময় পাই নি।

    এই মণ খানিক নিয়ে একখানা যাত্রাপালার কথা মনে এল।
    আমি গ্রামে মানুষ। তা সেখানে পালাপার্বনে যাত্রা হত প্রধান বিনোদনের মাধ্যম। সেবারে বোধহয় ভার্গব অপেরা এসেছে যাত্রা করতে। কত সব পালা। তা এক পালায় এক সল্প শিক্ষিত সারাক্ষণ ইংরেজীতে বুলি আওড়ায়। তাকে শিক্ষা দিতে একজন প্রশ্ন করে " বলতো, দশ মণ আলু পচে গেছে। এর ইংরেজী কি হবে?" তা সে বেচারা নাকানি চোবানি খেয়ে উত্তর দিল "টেন মণ্স পটাটো ভেপ্স গোয়িং।" এই বলে একদম পগার পার। তারপর বহুদিন এই কথাটি আমাদের কথা বলার লব্জ্‌ হয়ে গিয়েছিল।

    ও হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি। কালিন্দী তো শুধু এক দু দিনের অতিথি, কিন্তু বাগানে সারাক্ষনের জন্য ঘাঁটি গেড়ে আছেন সেই পাজী পিটারের ভায়রা ভাই। সে যে কবে এসেছে কেউ জানে না। কিন্তু মাঝেমাঝে তার উপস্থিতি টের পাওয়া যায় গাছেদের গোড়া কাটা দেখে।
    তা সেই যে মিষ্টি কুমড়োর কথা বলছিলাম, সেই গাছ মাচায় উঠে বেশ নধর একখানা কুমড়ো ফলিয়েছে। একদিন সকালে দেখা গেল গাছের পাতা ঢলে পড়েছে। কেন হল, কি করে হল দেখতে গিয়ে দেখা গেল সেই পাজী পিটার গোড়া থেকে একদম কেটে দিয়েছে। অত বড় কুমড়োর সদগতি হল পুইঁশাক সহযোগে ইলিশের মাথা দিয়ে। খ্যাটনটা জমে গেছিল সেদিন।
    ঝিঙে হচ্ছে অল্প সল্প, সিম অঢেল। আর কুমড়ো পাকার জন্য রেখে দেওয়া হবে। পরে কাজে লাগবে।
    https://postimg.org/image/wnihzcq21/

    যে গাছের একদম কাছে বসে আছে কালিন্দী মানে তার বামদিকে সেখানে আছে ঢ্যাঁড়স, তার পরে ওলকপি, টমাটো।
    https://postimg.org/image/49p32f5nz/
    https://postimg.org/image/xndepw7dl/
    https://postimg.org/image/lrsh2uagf/
    পরের সারিতে আছে বেল পেপার আর কাঁচা লঙ্কা। বিভিন্ন জাতের লঙ্কা। তাদের নামধাম কুলিজী কুষ্ঠি কিচ্ছু জানি না।
    দরকার মতো তুলে এনে রান্নায় ফেলে দেই।
    https://postimg.org/image/p7eiczwzd/


    এর পরে আছে সবুজ সতেজ পুইঁশাক। তারা লম্বায় না বেড়ে প্রস্থে বাড়ে। তার ফলে প্রচুর শাখাপ্রশাখা হয় একটা গাছ থেকে। যত খুশী খাও। কিন্তু সবচেয়ে প্রিয় পুইঁ মেটুলী। কিন্তু সে আর পাই কই? সে তো হবে সেই শীতকালে। ততদিনে উত্তরের ঠাণ্ডা বাতাস হীম শীতল হাত বুলিয়ে দেবে এদের গায়ে। তাই পুইঁ মেটুলী খাওয়া আমার হয় না । তবে ঘরে তুলে নিয়ে তরিবৎ করে রাখলে কিছুটা দুঃখ ঘোচে। কিন্তু সেই সবে তো বড়ো হ্যাপা।



    এবার আছে বীট আর কলমী শাক। জল কলমী নয় ডাঙার কলমী।


    স্বাদে ও খারাপ নয়। এই সবের পেছনে পশ্চিমদিকে শশার মাচা।

    শশা বড় ক্ষনস্থায়ী। প্রথম দিকে খুব ফলন দেয়। তারপর একদিন ঝুপ করে পাতাগুলো হলুদ হতে শুরু করে।
    https://postimg.org/image/ogk8430th/
    https://postimg.org/image/ibln2z5rt/
    এই বছর এত বেশী হয়েছিল যে গাছের পাতার আড়ালে তাদের দেখতে পাওয়া যায় নি। দেখা মিলল যখন বড় বড় হলুদ বাদামী রঙের ছোট্ট ছোট্ট পাশবালিশ সাইজের হয়েছে।
    পাকা শশা দিয়ে কি বানান যায় বলবেন তো মহায়রা।

    ঘরের এক্দম গায়ের দিকে আছে উচ্ছে-করলা। তার উল্টো দিকে বরবটি।

    https://postimg.org/image/pz7awrqvx/

    দুটো ই ফলছে অঢেল। উচ্ছে সময় মতো তোলা হয় না বলে পেকে ফেটে লাল দাঁত দেখিয়ে দিচ্ছে। কাঁহাতক আর তাদের যত্ন নেওয়া যায়।
    বরবটি আমার খুব পছন্দের সব্জী। আর এই বছর হয়েছেও খুব। নিত্যদিন নানা পদ দুপুরে ও রাতে। এখনো তো হয় নাই ক্লান্ত, তাদের খেতে।

    এই মাচার তলায় ছিল মহার্ঘ লালশাক আর পালং শাক।
    লাকশাক বেশী রোদ সহ্য করতে পারবে না বলে তাদের মাথার উপর সামিয়ানা টাঙানো । তাই এবার অনেকদিন ধরে খাওয়ার সুযোগ ঘটেছে।
    https://postimg.org/image/slssqx5ll/

    আর কি আছে? কেন মুলো, চাইভ্স, বেসিল লিভ্স, বীন্স আর মটরশুটি।
    https://postimg.org/image/434xgc0sv/
    https://postimg.org/image/zberufzqd/
    https://postimg.org/image/lfqabfq8t/
    https://postimg.org/image/708x74glp/

    বেগুণের কথা ভুলে গিয়েছিলাম কি করে কে জানে? সে যে সব মুশ্কিল আসান করে চচ্চড়ি রান্নার সময়। এ ছাড়া মেয়ের জন্মদিনে বোটাশুদ্ধ চারফালি করে বেগুন ভাজা করেছিলাম যে।
    https://postimg.org/image/3q7aob71h/

    এই বছর আর একজন আগন্তুক এসেছে বাগানে। সে হল সুইস চার্ড। ঢলঢলে লম্বা লম্বা পাতা। খেতেও বেশ ভালো।
    https://postimg.org/image/yzr70odal/

    ফুল ও আছে কিছু। বেলী, রজনীগন্ধা, গন্ধরাজ, গাঁদা, জিনিয়া, ডালিয়া।
    https://postimg.org/image/edeuazz1t/
    https://postimg.org/image/mlvsuyfeb/
    https://postimg.org/image/3l0dacbvf/
    https://postimg.org/image/6ofl6bvwp/
    https://postimg.org/image/bgy7jbig9/
    https://postimg.org/image/kvvxahe91/

    পুরো বাগানের কিছু দেওয়ার চেষ্টা করলাম। কিছু ছবির সাইজ বড় হওয়ার জন্য দিতে পারলাম না। যদি কেউ এই ব্যাপারে আলোকপাত করতে পারেন, জানাবেন।
    https://postimg.org/image/lz15s1o01/
  • কুমড়োপটাশ | 198.155.168.109 | ২৩ আগস্ট ২০১৬ ০০:২২719787
  • চমৎকাল বাগান আপনার।
  • Titir | 138.210.106.129 | ২৩ আগস্ট ২০১৬ ০০:২২719786
  • পোষ্টটা ডিলিট করে দিলে ভালো হয়। ছবিগুলো ঠিকঠাক আসে নি।
  • কুমড়োপটাশ | 198.155.168.109 | ২৩ আগস্ট ২০১৬ ০০:২৩719789
  • .jpg ওয়ালা ফোটো লিংক দিন।
  • san | 113.245.14.101 | ২৩ আগস্ট ২০১৬ ০০:২৩719788
  • হমীন অস্ত - ও হমীন অস্ত :-)
  • san | 113.245.14.101 | ২৩ আগস্ট ২০১৬ ০০:২৪719790
  • আমার যদি অমন একখানা বাগান থাকত
  • ঈশান | ২৩ আগস্ট ২০১৬ ০০:৩৭719791
  • ডিলিট করব কেন। সবই তো দেখা যাচ্ছে। কিছু কেবল ক্লিক করে দেখতে হচ্ছে এই যা।
  • Titir | 138.210.106.129 | ২৩ আগস্ট ২০১৬ ০০:৪২719792
  • সবার কি আর ক্লিক করে দেখার ইচ্ছে হবে? আসলে আহাম্মকি করে ফেলেছি আমি। আরো একটু সময় নিয়ে করলে এই ভুলটা হত না।
  • Ekak | 53.224.129.48 | ২৩ আগস্ট ২০১৬ ০১:২৪719793
  • ক্লিক করেই দেখলুম । কালো বিলাই আমার ভারী পছন্দের । আপনি এক্কাজ করতে পারেন । সব ছবিগুলো একটা স্ক্রীন থাম্বনেল হিসেবে নিয়ে প্রিন্টস্ক্রিন করে সেই জেপিজি টা পোস্টইমেজে আপলোড করে , তার জেপিজি স্পিসিফিক লিংক দিয়ে দিন একটা পোস্টে । দিয়ে লিখে দিন : ফুল সাইজ দেখতে চাইলে ওপরের লিংক গুলো থেকে দেখে নিন । যার আগ্রহ হবে ক্লিকিয়ে দেখে নেবে ।
  • cm | 127.247.97.148 | ২৩ আগস্ট ২০১৬ ০২:২০719778
  • সমস্ত ছবিই ক্লিক করে দেখলাম, খাসা বাগান।
  • | 183.24.110.20 | ২৩ আগস্ট ২০১৬ ০৮:১৮719779
  • চমৎকার বাগান আপনার। অনেক যত্ন,পরিশ্রম আর ভালোবাসা দিয়ে এমন সুন্দর একটা বাগান করেছেন। গরমের অল্প কটা দিন,আর তার মধ্যেই এত ফুল,শাকসব্জি! তবে ফলগাছ দেখলাম না কিন্তু!বেড়ার ধার ঘেঁষে কটা আপেল, পিচ আর গোটা দুই আঙুর লতা লাগিয়ে দিলে হয় না?

    অনেক শুভেচ্ছা নেবেন।
  • d | 144.159.168.72 | ২৩ আগস্ট ২০১৬ ০৯:৪৪719780
  • কি সুন্দর বাগান। টাটকা, সতেজ দারুণ।
  • π | ২৩ আগস্ট ২০১৬ ১০:৩৭719781
  • খুব ভাল লাগল।

    পুঁই মেটুলি কী ? আমার পুঁইয়েরা তো তরতরিয়ে লম্বা হয়েছে, যদিও মাচায় ওঠার চাইতে মাটিতে এঁকেবেঁকে এগাছ সেগাছ কাটিয়ে লুকিয়ে চুরিয়ে বাগানে ঘোরাঘুরি করতেই ভালোবাসে তারা। জঙ্গল ঘাঁটাঘুটি করে কান ধরে টেনে বের করতে হয়।
    কিন্তু এদের আগা কেটে ফেললে কি আর মেটুলি পাবো না ?






    এখান থেকে মেটুলি হবে ?

    আর যাদের কেটেই ফেলেছি, তাদের সদ্গতি কীকরে করা যায় ? মাছ খাই না, সব সব্জি দিয়ে ঘ্যাঁটও ভালোলাগে না। বড় বেশি হয়ে যায়, নষ্ট হয়ে যায় ? অন্য কিছু? এমনি শাকের মত করা যায় বা বড়া ?
  • শিবাংশু | ২৩ আগস্ট ২০১৬ ১০:৫৪719782
  • দুরন্ত, চোখ জুড়োনো (মন'ও).....
  • Titir | 138.210.106.129 | ২৫ আগস্ট ২০১৬ ২১:৩৮719783
  • সকলকে অনেক অনেক ধন্যবাদ।
    আর 'ম" আপনি তো খুব বেশী দুরে থাকেন না। সময় করে একবার বাগান পরিদর্শন আর টাটকা শাকসব্জী নিয়ে যেতে পারেন।

    পাই,
    পুঁই শাকের ফুলগুলিকে মেটুলি বলে। নরম নরম খেতে খুব ভালো।
  • SS | 160.148.14.3 | ২৬ আগস্ট ২০১৬ ০০:৫৯719784
  • তিতির,
    খুব সুন্দর বাগান আপনার। দেখে মন ভরে গেল। একটা প্রশ্ন, শিম, মানে আমাদের দেশি শিমকে এখনে কি বলে? কোথায় কিনতে পাওয়া যাবে? এখানে তো খালি শুগার স্ন্যাপ পি দেখি। শিম কখনো দেখিনি। আগাম ধন্যবাদ।
  • SS | 160.148.14.3 | ২৬ আগস্ট ২০১৬ ০১:০৭719785
  • আমি পুঁই শাক সর্ষে বাটা দিয়ে করি। দিব্যি খেতে হয়। পুঁই শাক ছোটো টুকরো করে কেটে এক্টু আলু আর কুমড়ো , অভাবে অ্যাকর্ন বা বাটারনাট স্কোয়াশ, দিয়ে নুন আর হলুদ দিয়ে বসিয়ে দিতে হবে। সেদ্ধ হয়ে গেলে অনেকটা সর্ষে বাটা (আমি দি ট্রেডার জোসের স্টোন গ্রাউন্ড মাস্টার্ড) দিয়ে ভাল করে মিশিয়ে আর একটু রাখতে হয়। সাথে কিছু কুচো চিংড়ি থাকলে তো কথাই নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন