এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • ranjan roy | 192.69.76.251 | ০২ জুন ২০১৬ ০৬:৪৮705261
  • Hee hee Hee!
    ==========
    ফুটেজ খাবার লোভে এ লোকটা কি যে করে সেটা বোঝা দায়,
    আজ যদি বলে লন্ডনে আছি, কাল বলে সেটা পাবনায়।
    গুপ্ত খবর! গুপ্ত খবর! হল্লা মচালো, মাথায় শিং,
    উপরোধে শেষে ঢেকি গিলে বলে সেটা তো আসলে নারদা-স্টিং!
    নারদা ঘটেছে ১৪ মার্চে ,-- আপুনি বলিছু এপ্রিলে?
    ফাটলে "বেলুন" ধরা পরে শেষে ছাড় পেতে চায় কান মূলে !

    ফুটেছে ইমেজ, হয়েছে ড্যামেজ, মরেও মরে না শয়তানি!
    তবুও চেষ্টা, দেখি তো শেষটা,-এনক্রিপশন কারদানি।
    যারা বার খেলো, তারা কি দেখলো সেই খবরের হেডিংটি,'
    ইঞ্জিরি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে তিন অক্ষরে হী-হী হী!
    **********

    সেই গুপ্ত খবর?

    নির্বাচনের আগে সম্ভাব্য কিছু গুরুত্বপূর্ণ ঘটনা যা দিশা বদলে দেবেঃ Hee Hee Hee Hee
    ==============================================
    ১) রাঢ়বাংলার কিছু শাসক দলের নেতা সিপিএম এর সঙ্গে বোঝাপড়ায় আসবেন। উত্তরবঙ্গে ইতিমধ্যে এসে গেছেন।
    ২) দক্ষিণবঙ্গে ঘটনাটি ঘটবে ১০ তারিখের আশে পাশে।
    ৩) শুধু নেতা নয়, নীচের তলার ক্যাডারদের মধ্যে এর ঢেউ ব্যাপকভাবে ছড়াবে।
    ৪) ফলে ভোট দান প্রক্রিয়ায় মিলিট্যান্ট গ্রুপগুলো অ্যাক্টিভ হবে না। নিষ্ক্রিয় থাকবে বা এলাকার বাইরে যাবে।
    ৫) এই প্রক্রিয়াটিকে smooth করতে জোটের নেতারা নাম ধরে ধরে তালিকা পেশ করবেন কমিশনের কাছে। ফলে ওইলোকগুলো অজুহাত পাবে বসে যাওয়ার।
    ৬) এই রণনীতিতে জোট্দল (সিপু-কং) তিনোদের পঞ্চায়েত/লোকসভা নির্বাচনের পরীক্ষিত কৌশলকে ব্যর্থ করবে।

    নোটঃ মহানেত্রী এসব এক্টু দেরিতে টের পেলেন। তাই রাগে ---!

    1
  • pagladashu | 127.194.66.6 | ০২ জুন ২০১৬ ০৭:০৯705262
  • Kanchkola khao? :-)
  • তিনো | 125.112.74.130 | ২১ জুলাই ২০১৬ ১০:১৯705263
  • মার্কিনি সাম্রাজ্যবাদের জুজুতে পরান কাঁদে
    চীন সাগরেতে চুপ ,পা দাও না সেমসাইডের ফাঁদে
    ভিয়েতনামের জন্যে মিছিল, এইবার কেন ঘরে
    ভয় পাও বুঝি চীনা স্পন্সর দাদা যদি রাগ করে
    লালগড় ভুখা কিউবাতে চাল - কমরেড ভ্রাতা সাজি
    অতিচালাকের ভণ্ডামি তব লোকে বুঝে গেছে আজি
  • সিঙ্গুর স্পেশাল | 190.179.142.57 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১১:৪৮705264
  • বিতর্কসভা
    ----------
    সমর্থক :
    হতশ্রান্ত কি বিভ্রান্ত জোট পাকিয়ে জট
    ভোট পেরোলেই নতুন বাণী জোট হয়নি ঘোঁট
    জোট ভাঙলেই সুবিধাবাদী জোট রাখলেও জ্বালা
    (আর) ভোট পেরোলেই আদর্শ ফুস - দলবদলের পালা

    কর্মী :
    ফেসবুক আর টুইটারে কি ভোট টা পাওয়া যায়
    কত প্রশ্নের উত্তর নেই মুখ ঢাকি লজ্জায়
    'তিনো' মহা দুর্নীতিবাজ করলো চুরি পুকুর
    স্ক্যাম নিয়ে ভাই কি মুখ দেখাই কং তো গুরুঠাকুর !
    ভাজপা সঙ্গদোষে তিনোর সেকুলার গায়ে কাদা
    আর দিল্লি - নেলি - মিরাট লোকে ভুলবে কেন দাদা ?
    অনুব্রত শুভেন্দু দের গাজোয়ারির শোকে
    'তপন শুকুর সম্পদ' আজ তাও ভোলেনি লোকে
    লোক ভয়ে চুপ সিন্ডিকেটের জুলুম - গায়ের জোরে
    (তাও) লোক ফেরেনি নন্দীগ্রামের সূর্যোদয়ের ভোরে !

    শরিক :
    দাবিয়ে রেখে আসন ভাগের তত্ত্ব ভোটের আগে
    আজ ও কেন হাত ধরে ওর , পিরিত কীসের জাগে
    তাল মেলাতে হুকুম করে - ইচ্ছে হলে আড়ি
    বললে ওরা হাত মেলাবে, নারাজি যাও বাড়ি !
    মত্ নেবে না কিন্তু দেবে সিদ্ধান্তের দায়
    (হায়) ছোট শরিক ছোটই থাকে প্রসাদ পেলে খায়

    ত্রিপুরা - কেরালা :
    পার্টি লাইন লখন রেখা প্রশ্ন তোলা মানা
    গণতান্ত্রিক কেন্দ্রিকতায় সংশোধনের হানা !
    তৃতীয় ছাগল ছানার দশা হাত ধরেছে বলে
    পার্টি লাইন ভেঙে শেষে নিওলিবারেল কোলে
    বারণ ছিল তাও তন্ময় কং মিছিলে আগে
    (আরে ) 'পথে এবার নামো ' তো গান ,যাও কেন ভাই চেগে ?

    জগমতী :
    সবাই যখন ফল ইন লাইন বাংলা কেন ব্যাঁকা
    (তাই ) বাংলার 'ব্ল্যাকমেল' মানিনা লড়ছি দেখো একা

    বাংলা :
    জগমতী কোন তীর মেরেছে হরিয়ানার মাঠে
    লাইন মেরে লড়েই অন্ধ্র পাঞ্জাবে দল পথে
    হাত ধরে হার হলেই যারা নীতিভ্রষ্ট বলে
    ভুললো তারা মায়া বিভ্রম হয়নি কারাট কালে ?
    পার্টিলাইন নিয়ে ওদের জ্ঞান দেওয়া কি মানায়
    (ওরা ) বাল গোপালের মিছিল করে কেষ্ট তিথির সময়

    পলিটবুড়ো :
    কাজ নেই আর বিতর্কে - এ খুঁড়তে কেঁচো সাপ
    দু নৌকোয় পা দিয়ে চল খুলিস না আর খাপ
    হাত মেলাবি চুপিচুপি আন্দোলনে মানা
    (মানে) যেমনি বেণী তেমনি রবে চুল ভেজাবি না না ।

    জনতা :
    কি হবে আর ভেনেজুয়েলার দুঃখে কৌটো নেড়ে
    দল ডুবেছে পাপের পাঁকে চাষির জমি কেড়ে
    মুখোশ খুলে গেছে ওদের 'ফ্রড' বলেছে কোর্টে
    (হরি) দিন তো গেলো সন্ধে হলো সুজ্জি গেলো পাটে ।
  • Ranjan Roy | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১১:৫৩705265
  • অসাম শালা! অসাম শালা! ঃ))
  • ডান | 190.179.40.61 | ১০ নভেম্বর ২০১৬ ১১:২৬705266
  • মে মাসেতে সূর্য গেলো জুন মাসেতে বার্নি
    এতো প্রচার করেও লোকে বামদিকে আর চায়নি
    হিলারিকেই আঁকড়ে বামের বিপ্লবময় স্তোক
    ট্রাম্প ও জিতে দিলো দাগা - মরার ওপর কোপ
  • Ranjan Roy | ১১ নভেম্বর ২০১৬ ০০:৫১705267
  • মরে গেলেও যায় না ছেড়ে --হোপ! হোপ! হোপ!
  • T | 113.211.20.192 | ১৪ মার্চ ২০১৮ ১৫:৪৭705268
  • মিত্রোঁরা ঘোড়া চেপে বেরিয়েচে লড়তে,
    সব ভাগ জিতে নেব কলজে কী শক্ত,
    ভোগীযোগীমোদীবিষে ডুব দাও ডুব দাও,
    চাই চাষা শ্রমিকের নির্মিত তখ্‌তও।

    মিঁত্রোরা ভেবেছিল বুলুবুলি বাগিচায়,
    প্রতিরোধ থেমে যাবে, অস্তরে মরচে,
    জং ধরা দরোজায় সিঁধকাঠি সম্বল,
    কোন ফাঁকে 'ওঁদ' মেরে দিল বুয়া-ভাতিজায়।
  • T | 113.211.20.192 | ১৪ মার্চ ২০১৮ ১৬:৪৬705269
  • এরে বলি মাওবাদী ওরে বলি নকশাল,
    শহুরে বাঁদুরে রঙ মুন্ডিত বুদ্ধি,
    হেটরূহ ভরসায় শাইনিং ভাইসব
    চর্ব্বিত চর্বণ গর্বিত শুন্ডি।

    ফট করে এ কী হল রুমালের চশমা,
    মুখচুন কালশিটে লিসিসের অ্যানাদার,
    ভোট পাখি দিল ফাঁকি উড়ে গেল যাব্বাঁ_
    আয় প্যাঁক খাবি বল কে আছিস দাবীদার।
  • T | 113.211.20.192 | ১৪ মার্চ ২০১৮ ১৭:২২705271
  • খুব যে তখন বক্তিমেতে পোস্ট গ্র্যাজুয়েট কচ্চিলে
    গেরুয়া আজি গেরুয়া ভজো খোল কত্তাল নাচ্চিলে
    খ্যা খ্যা শব্দ অট্টহাসির চোট্টে আয়না ঝনঝনাত
    এখন বুঝি তিড়িতঙ্ক? যুগ্মভাবে শীত ও তাপ?

    স্তব্ধ যেদিন প্রচুর শিশু গুণছিলে তো পাকিস্তান
    দাঙ্গা হ'ল লোকও মলো শকুন সেজে মাপছিলে
    এখন বুঝি লোকগুলো সব ভেড়ার মতো রপিস্কার,
    খুব যে তখন বক্তিমেতে পোস্ট গ্র্যাজুয়েট কচ্চিলে?

    ঘুরছে বুঝি হেঁইয়ো চাকা উঠছে বুঝি লেনিন ঐ
    গুণতে থাকো দিনগুলি আর সোনার খাঁচার প্রাণপাখি
    এখন বুঝি ভাবছ বসে কেয়া হুয়া অউর কিঁউ হুয়া
    সাবান কলের ন্যাংটো মজুর শুধবে এবার ধারবাকী।
  • T | 113.211.20.192 | ১৪ মার্চ ২০১৮ ১৮:২৩705272
  • শুনছি নাকি গড় হারাতেই কাপড়ে চোপড়ে ত্রস্ত
    ঘরের ভেতর কোতল হাতে সমীক্ষাতে আফশোস,
    ইসকো পুছো উসকো লেয়াও বিস্তারকের শেষ নেই,
    মিনহোয়াইল সড়কিবাঁশের সমনখানা প্রস্তুত।

    সৌরজগত প্রচার ছিল আমাদেরই দেখবেন,
    আনখশির বানরসেনা আইটিসেলে মগ্ন,
    বপুসমান কলসিমহান অক্সিজেনের শর্টেজ,
    কষতে থাকো তাকিয়া হিসেব এবং হোগা উব্বুত।
  • dd | 59.205.218.72 | ১৫ মার্চ ২০১৮ ০৮:৩৭705273
  • মানুষ বনেছে ছাগোল আজিকে
    দিকে দিকে ব্যা ব্যা চিৎকার
    মিডিয়া দানবও পেচুনে লেগেছে
    এখন বলুন জিৎ কার?

    মানুষের চোখ ঘুরাতে ব্যাস্ত
    সিয়া ও সাম্রাজ্যবাদী,
    বুজিরাও খুব মিছিলে মস্ত
    কল্লোল ইতি আদি

    এহ ও বাহ্য আসল কারন,শুনে নিন চুপি চুপি
    ই ভি এম, ঐ ই ভিএমে যতো কন্স্পি ও কার্চুপি।।

    (ব্যাস। লিস্টি খতম। )
  • PT | 213.110.242.25 | ১৫ মার্চ ২০১৮ ২০:৪৪705274
  • পাঁচিলে ঝুলিয়া আমি মনে মনে বলি
    পেন্ডুলাম হয়ে যেন আজীবন দুলি।
    আদেশ করেন যাহা কালীঘাটীজনে
    আমি যেন সেই কাজ করি প্রাণপনে।
    তিনোবাদী মাওব্যথী কোলাকুলি শেষে
    একসাথে থাকি যেন সবে মিলেমিশে।
    তিনোদের সাথে মিশে বিপ্লবী খেলা
    চুপচাপ থাকি রামনবমীর বেলা।
    বাঁদরের বারোহাতি লেজ প্রয়োজনে
    দ্বিচারিতা শব্দটি নাহি আসে মনে।
    সেলোটেপ এঁটে কথা সামলিয়ে রাখি
    অম্বীকেশীরা খাক যত ঝ্যাঁটা-লাথি।
    ব্যগড়া না দিই যেন তিনো প্রশাসনে
    পাঁচিলে ঝুলিয়া এই বলি মনে মনে!!
    (ঋণঃ মদনমোহন তর্কালঙ্কার)
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন