এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • MJAL (মনে যা আসে লেখো )

    একক
    অন্যান্য | ০৮ মে ২০১৫ | ২৬৩৪৮ বার পঠিত | রেটিং ৫ (৩ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | 116.51.24.222 | ০২ অক্টোবর ২০১৫ ২২:৫৮677732
  • অনেক অনেক ভুত দেখিচি জীবনে।

    আমার খুব পরিচিত একটি ভুত সেলফি তুলতে খুব ভালোবাসে। কিন্তু সে কন্ধকাটা বলে সেলফি খুব ভালো আসে না। নইলে দেখিয়ে দিতেম।
  • Atoz | 161.141.84.176 | ০২ অক্টোবর ২০১৫ ২৩:১২677733
  • ওদের চোখনাকমুখ সব পেটের উপরে, ভালো সেলফি ই তো আসার কথা! ঃ-)
  • dd | 116.51.24.222 | ০২ অক্টোবর ২০১৫ ২৩:১৪677734
  • তাইলে কি কবন্ধো? সেই যে,মুন্ডু টুন্ডু নেই।
  • TB | 118.171.130.186 | ০২ অক্টোবর ২০১৫ ২৩:১৫677735
  • এটা একটা গভীর সমস্যা বটে!

    স্বগতোক্তিঃ সেলফি তোলা আবিষ্কার করলে কে, কে জানে। সে বেটা মরে ভুত হলে সমস্যার সমাধান হয়।
  • Atoz | 161.141.84.176 | ০২ অক্টোবর ২০১৫ ২৩:২২677736
  • মুন্ডু নেই বলেই তো পেটের উপরে চোখমুখ কান।
    আরে রামায়ণে এরকম এক কবন্ধ ছিল না? রাম যাকে মেরে দিলেন, সে ভারী সুন্দর দিব্যরূপ ধারণ করে সগ্গে চলে গেল?
  • abantika | 11.39.39.236 | ১২ অক্টোবর ২০১৫ ০৪:২২677737
  • দিদুনকে মনে পড়ে... এই অন্ধকারের ক্রমে আলো হয়ে ওঠা... এত সুর... এত স্বর... এত উদযাপন... বেঁধে বেঁধে থাকা... মনে পড়ে
  • san | 113.240.238.246 | ১২ ডিসেম্বর ২০১৫ ২০:০৭677738
  • ভেরি ভেরি দেরি হয়ে গেছে।
  • dd | ১২ ডিসেম্বর ২০১৫ ২২:০৬677739
  • একবার আন ডু বাটোন দে মা,ঘুড়ে আসি।
  • pi | 24.139.209.3 | ১২ ডিসেম্বর ২০১৫ ২২:২৮677740
  • MJATLN
  • dd | ১২ ডিসেম্বর ২০১৫ ২৩:২২677742
  • হয় মোক্ষ নয় এ টি এম। একবার ইসপার উসপার কিছু হয়ে যাক। কাঁহাতক আর ................
  • pj | 116.221.154.43 | ১৫ ডিসেম্বর ২০১৫ ১০:৩২677743
  • প্রাক নব্বই এর এক নির্জন বিকেল. আমার বাড়ির সামনের রাস্তা সরানোর জন্যে পিচ খুঁড়ে ফেলা হয়েছে. লাল ইটের টুকরোর ওপরে রোলার চালানো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে জিগ্গেস করলাম,
    "বাবা, সব এত ফাঁকা কেন?"
    "কারফিউ চলছে"

    এর মানে বুঝতে পেরেছিলাম অনেক পরে যখন এই ছবির সাথে মিলে গেছিল কালো রঙের এক ভাঙ্গা গম্বুজের ওপর পতাকা হাতে সমর্থকদের ছবি. আর সঙ্গে নচিকেতার "এই বেশ ভালো আছি"
  • dd | ৩১ ডিসেম্বর ২০১৫ ২৩:১৪677744
  • এইখানেই লিখে রাখি। শিলালেখ কোথায় পাবো?

    দেখুন, কারুর জন্মোদিন বা বিবাহো বার্ষিকী বা অন্নপ্রাসনে আমি কোনো শুভেচ্ছা দি না। এটা কোনো মরাল ইস্যু নয়। যাস' কাউকে দিতে ভুলি যাবো, অমনি তার কোমোল সেন্টিমেন্টে ঠাঁই করে লেগে যাবে - তাজ্জন্নে সবাইকেই বাদ্দেই।ঝেঁটিয়ে।

    ২০১৬'র রেজোলিউশন। ঐ রকমই করে যাবো । তবে একটা কম্যুনাল শুভেচ্ছা এখানে লিখে রেখে গেলেম। যার যেটা পসন্দো, খুঁটে নিয়ে নেবেন। ইটি সেল্ফ সার্ভিস।

    *আপনেকে দিলেম এক খাবলা আকাশ, দু চামচ অতলান্তিক সাগোর, আর এক মুঠো বসন্তো বাতাস,এক চামোচ বেনাড্রিল

    * আপনের জন্য শরোতের সাদা মেঘ(দিশি),একটি আদেখলা ধ্রুব তারা, এক খাবলা ফুটফুটে জোছনা আর মুন স্ক্রীন ক্রীম

    *কোন্নোগড় হিলটনের তিনদিন তিন রাতের প্রেসিডেন্সিয়াল সুইটের গিফট কুপোন, এক বাটী সুগন্ধী হীরে, পিকাসোর পার্সোনাল ধোবার খাতা একটি

    *মেবাক এক্ষলেরো গাড়ীর ভিতরে হীরে বসানো সোনার থালায় একটি ন্যাবেঞ্চুষ, স্টার ওয়ারের পরের এপিসোডের ফার্স ডে ফার্স শোএর জন্য ভাড়া করা একটি হল, যে কোনো পছন্দের পোল্টিসিয়ানকে ঠাঁই করে চড় মারার অনুমতি

    *নানা রঙের মোমবাতি, ছেঁড়া ঝোলা,দুটি কাফ লজেন্স,চুল উষ্কোখুষ্কো করার হ্যান্ড হেল্ড মেশিন

    *দুটো সুমো কুস্তীগীর,একটি কাকাতুয়া,একটি গোলাপী ছাতা,

    *এক জোড়া হাই হীল খড়ম,এক পাটী বাঁধানো দাঁত(অব কোর্স আন ইউজড),এক জোড়া মিউজিকাল বেগনে রোদ চশমা

    পার্মুটেশন কম্বিনেশনও চলিবে।

    ব্যাস।আমার দায়িত্ব শেষ।
  • | ৩১ ডিসেম্বর ২০১৫ ২৩:১৮677745
  • কেউ একটা বরফচুড়ো পাহাড় দেয় না ভেউউ ভেউউ
  • dd | ৩১ ডিসেম্বর ২০১৫ ২৩:২৬677746
  • কোন্নগড় হিলটনের উত্তুরের জালনা খুলে তাকালেই তো সাক্ষাত কাঞ্চনজংঘা। প্রাইভেট হেলিকপ্টারে করে কতোক্ষনই বা লাগবে ? ও তো গিফট কুপনে ইন্ক্লুড করেই দেছি।
  • sosen | 34.49.119.28 | ৩১ ডিসেম্বর ২০১৫ ২৩:৫৩677747
  • সিন্দবাদের দৈত্য। ঘাড় থেকে নামেনা।
  • dd | ০১ জানুয়ারি ২০১৬ ০০:০১677748
  • স্পন্ডিলাইটিসও নয়।

    ঘাড়ে সেঁটে থাকে।
  • Du | 183.74.29.248 | ০১ জানুয়ারি ২০১৬ ০০:১০677749
  • আরে আমার এক বসের ছিল ঘাড়ে ব্যথা। সে কইতো, তার বাড়ির সকলে তার ঘাড়েই উঠে বসে থাকে, তা ব্যথা না হয়ে আর কি হবে। সেই থেকে আমি আর কারোকে ঘাড়ে উঠতে দি~ই না। ফলে ঘাড়ে ব্যথা নেই কিন্তু হাতে অসম্ভব ব্যথা। সারাক্ষণ ঘাড়ে ওঠা ঠেকাতে ঠেকাতেই বোধহয়।
  • sinfaut | 74.233.173.198 | ০১ জানুয়ারি ২০১৬ ০৮:২৩677750
  • ঃ-))
  • 00. | 183.62.205.206 | ০১ জানুয়ারি ২০১৬ ০৮:২৭677751
  • যারা মুনে থাকে বা থাকবে, তাদের কি আর্থ স্ক্রীন ক্রীম লাগবে?
    একটা কোম্পানি খুলি তাহলে বানাবার জন্য।
  • ranjan roy | 24.99.166.172 | ০১ জানুয়ারি ২০১৬ ১১:০৭677754
  • কালকে কয়েক্ঘন্টা ধরে একটা বাচ্চাদের জন্যে গল্পলেখার বৃথা চেষ্টা করতে করতে "গিরতে পড়তে" আমার বেজায় মাথা ধরে গেল।
    রাত্তির নটা। ভাবলাম একটা সেলুনে গিয়ে দাড়ি কামিয়ে মাথা টিপিয়ে ফিরে এসে কালো কফি খেয়ে আবার চেষ্টা করি।
    তো এই আলোঝলমল বাঁশদ্রোণী বাজার পাড়ায় একটা সেলুন নেই গা! শাড়ির দোকান, খাবারের দোকান, মুদিদোকান, ওষুধের দোকান, খেলনা, ফোটো স্টুডিও সব আছে , নেই শুধু সেলুন। এসি না হোক, যেমন তেমন একটা সেলুন।
    শেষে শোনা গেল সুর্য সেন মেট্রোর দিকে যান, আদিগঙ্গার খাল পেরিয়ে। অনেক হেঁটে শেষে দেখি খালের ধারে নীচুতে একটা সেলুন লেখা বোর্ডের ওপোর নোংরা মত হলুদ বাল্ব টিমটিম করছে। উঁকি দিলাম- গোটা দুই চেয়ার, আর খানকয়েক আয়না--ব্যস। কোন মনিষ্যির নাম গন্ধ নেই।
    বেরিয়ে আসছি তো একটা সিড়িঙ্গে টেকো বেঁটে বক্কেশ্বর পথ আগলে দাঁড়াল। --আসুন , আসুন! চুল না দাড়ি?
    ব্যাজার মুখে গিয়ে বসলাম।
    নাঃ, লোকটির এলেম আছে। ভাল কারিগর। ম্যাসাজের আরামে চোখ বুঁজে এল। এই সব নরসুন্দরেরা সাধারণতঃ ভাল গপ্পি হয় আর পাড়ার গেজেটিয়র। কিন্তু লোকটা মুখ বুঁজে কাজ করছে! ওকে বললাম-- কানের ফুটোয় দু'ফোঁটা জল দিয়ে কান মুড়ে ওই মেশিনটা চালিয়ে দিতে।
    আঃ!
    -- খুব ভাল লাগছে তো স্যার! দেখুন, আপনার সব ক্লান্তি দূর হয়ে যাবে। আপনি বাড়ি ফিরে কালো কফি খেয়ে ভাল করে লিখতে পারবেন।
    --নিশ্চয়ই, সেটা ভেবেই তো আপনার দোকানে আসা। অ্যাঁ, আপনি আমার প্ল্যান জানলেন কী করে?
    --- কেন? যমজরা তো একজন আরেক্জনের মনের কথা, চিন্তাভাবনা সবই বুঝতে পারে।
    --- যমজ? আপনি আমার---?
    --হ্যাঁ, য্মজ ভাই।
    --এটা কি ইয়ার্কি হচ্ছে?
    -- না, না। ছোটবেলায় একটা মেলায়----
    --- কুম্ভমেলায় তো! বুইতে পেরেছি। এবার দক্ষিণা কত বলুন। নিউ ইয়ার্সের রাত। বিদেয় হই।
    --- শুনুন স্যার! কুম্ভমেলায় না। প্রদীপ কুন্ডলিয়ার বানানো বহুতল ধ্বসে পড়ার দিনে। আপনাকে নিয়ে বাবা হাওড়া ময়্দান ছাড়িয়ে মঙ্গলাহাটে সেই যে কাপড় কিনতে গেলেন--আর ফিরলেন না।
    মা আমাকে নিয়ে গেল মাসির বাড়ি। সেখানে বড় হলাম। স্কুলের বেড়া ডিঙিয়ে শেষে এই সেলুন করে পেট চালাচ্ছি। আর আপনি রিটায়ার করে গল্পলেখার নেশায়। আপনার মাথা ভর্তি ঘন চুল আর আমার মস্ত টাক।
    না, না। ভয় পাবেন না। আপনাকে হিংসে করছি না। নইলে এই শুনসান গলিতে দাড়ি কাটতে কাটতে গলায় ক্ষুর চালিয়ে দিতে পারতাম। ম্যাসাজ করতে করতে ঘাড় আর কানের পাশে দুটো রগ এমন টিপে দিতাম যে --।
    ধড়মড়িয়ে জেগে উঠি। বছরের শেষরাত্তির। বাজি ফুটছে চারদিকে।
  • PT | 213.110.243.23 | ০১ জানুয়ারি ২০১৬ ১১:৫৯677755
  • dd
    আপনার 28 Sep 2015 -- 11:11 AM-এর লেখাটি পড়ে (আগে পড়িনি) লীলা মজুমদারের ছোটদের লেখাগুলোর কথা মনে পড়ল। আপনার ভাষার কারিগরি অতি চমৎকার। হো হো করে না হেসে মুচকি হেসে উপভোগ করার যোগ্য। আপনি পুরোদস্তুর শিশু/কিশোর সাহিত্য চর্চা করছেন না কেন?
  • Ekak | 212.62.91.66 | ০১ জানুয়ারি ২০১৬ ১৯:৪৩677756
  • একগাদা কাচাকুচি বাকি ।
  • san | 113.252.218.207 | ০১ জানুয়ারি ২০১৬ ২০:৫৯677757
  • কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রাদলে পাঁচ টাকা পায়।
  • 4z | 79.157.32.154 | ০২ জানুয়ারি ২০১৬ ০০:২৫677758
  • যেটুকু বাকি আছে এবারে সেটাও শেষ হলেই হয়...
  • ? | 193.82.207.156 | ০২ জানুয়ারি ২০১৬ ২০:৪৫677759
  • বর্ষ আসে বর্ষ যায়
    হর্ষ আর আসে না
  • blank | 11.39.38.124 | ০২ জানুয়ারি ২০১৬ ২১:১৪677760
  • এই ট্রেনটা মনে হয় পলতা তেও স্টপেজ দেবে।
  • robu | 11.39.36.236 | ০২ জানুয়ারি ২০১৬ ২২:২৩677761
  • পিটিদাকে ক দেবার সুযোগ খুব বেশি আসেনা। এই তালে দিয়ে গেলাম।
  • r2h | 215.174.22.27 | ০৮ জানুয়ারি ২০১৬ ২১:০২677762
  • অসহ্য বৈদ্যুতিন ছিলিম।

    এই নামে আমি একটা কবিতা লিখবো। তবে ছিলিম কিন্তু ছিলিম নয়, একে তো কাব্যিক স্বাধীনতা, তার ওপর আমি কোদালকে হামেশাই বলি গোলাপ। তাই ছিলিম।
    সাহিত্য-ফাহিত্য লাথি মেরে চলে যাব শুভা এই লাইনটা এক্কেবারে টুকে দেওয়া যেত, কিন্তু একেতো সাহিত্য আবার সাহিত্য নয়, তার ওপর লাথি টাথি আবার পারস্পরিক, তারওপর ধারে কাছে ঘেঁষতে পারলে তবে তো লাথি, কিন্তু সাহিত্য তো আবার সাহিত্য নয়, কোদালও হতে পারে কলিকাও হতে পারে বাটার জুতোও হতে পারে।
  • sinfaut | 127.215.21.231 | ০৮ জানুয়ারি ২০১৬ ২১:৩১677763
  • unbearable electrifying slim? যাও পাখি।
  • I | 192.66.94.64 | ০৮ জানুয়ারি ২০১৬ ২১:৫৮677765
  • mint flavoured moksha এই নামটা খুব পছন্দ হয়েছে।আমার নিজের দেয়া কিন্তু।ব্যাণ্ড খুললে কেমন হয়?কিম্বা যদি উপন্যাস লিখি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন