এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Suvajit | 121.216.67.231 | ২৯ এপ্রিল ২০০৮ ১৫:৫৮672747
  • আরিত্তারা গত ২৪ ঘন্টায় ধপাধপ পোস্ট পড়েছে। তিন পাতা পড়ে তবে এই শেষে পৌঁছালাম। স্যানের ডুগডুগি আর ন্যাড়াদার থালায় অর্কেস্ট্রা জমিয়ে দিয়েছে।
    আম্মো কিছু বলব, আসছি পরে।
  • sinfaut | 66.232.102.157 | ২৯ এপ্রিল ২০০৮ ১৬:২৬672748
  • থালার প্যাঁকটা কেমন নিজের গায়েই লাগেনা?

    শুধু ঐ গোল থালার প্রতীকটা যা পুরুষ হয়ে কিছু করার নেই, কিন্তু বাকি গুলো তো সব সেমসাইড। তাও এটা কেমন কষ্টকল্পিত।

    আর সেটা নিয়েই তো স্যান এত পষ্ট করে কবে থেকে লিখছে। যে বোরখা পরান আর এক্স-রে স্ক্যান করুন, করছে তো সেই পুরুষ। আর তার কাজের মরালিটি ইত্যাদি বিচার করে নারীর গন্ডী বুঝিয়ে দিতে চাইছি।

    মাটির গভীর থেকে খামচি দিয়ে দিয়ে কৌতুক বের করার ক্ষমতাটা প্রশংসনীয় হলেও মাটি কমতেই থাকে, এ দিয়ে কিছু তৈরী হয়না।

    আসল গল্প তো চাহিদা, যোগান, উদ্বৃত্ত, কামড়াকামড়ি আর তার ফলে পুরুষতান্ত্রিক সমাজ। সেসব শ্রী শ্রী রংগম সব থেকে ভালো বলতে পারবে।
  • ip | 69.251.184.3 | ২৯ এপ্রিল ২০০৮ ২০:০৫672749
  • নন্দিতাদেবী, মহিলা দেরুদা, মহিলা নেরুদা দেখা যাচ্ছেনা --থাকলেও তাদের নিয়ে বিশ্ব নেত্য কচ্ছে না, এমনকি ডুগডুগিও বাজাচ্ছেনা- শুধু এইগুলো ই পুরুষতান্ত্রিক সমাজের দোষ ? আরে, আপনি কতোদুর চলে গেছেন, ঘরের থেকেই দোষ ধরা শুরু করুন, কত্তো উদাহরণ, মহিলা ফেলুদা, মহিলা টেনিদা নেই কেনো ইত্যাদি ইত্যাদি।

    দমদি, যেকোনো কিছুকেই যখন exploitation বলে generalized করে দেওয়া যায়/হয়/হচ্ছে, তখন exploitation নিয়ে আলোচনা টাও generalized ভাবেই করা যেতেই পারে , বাস, এইটুকুই বলেছি।
    আর হ্যাঁ, যেখানে বিষয়গুলি related ও সমস্যাও মুলত এক ই, সেখানে একটা নিয়ে কোনো প্রতিবাদ না করলে অন্যটা নিয়েও করা যাবে না, এমন দাবী তো করি নাই, কিন্তু সেটা করলে আমার কিনচিত দ্বিচারিতা মনে হয় এবং সমস্যাটির লঘুকরণ।
    ডি: এই মনে হওয়াটা আমার ই সমস্যা হতে পারে, এবং যে যার মতন সমস্যা নিয়ে ভাবতেই পারেন।
  • rimi | 168.26.191.117 | ২৯ এপ্রিল ২০০৮ ২০:২৫672750
  • :-)))) ঠিক ইপ, ঠিক। মহিলা সত্যান্বেষী অবশ্য আজকাল অল্পবিস্তর আসছেন, যেমন মিতুল কিম্বা গার্গী। কিন্তু এঁরা কেউ ফেলুদা বা ব্যোমকেশের ধারে কাছে না। (কিন্তু কেন?)

    তবে মহিলা টেনিদা বা ঘনাদা সত্যিই নেই। কেন নেই? মহিলারা বড্ডো বেশী সিরিয়াস বলেই কি?
  • Blank | 59.93.207.13 | ২৯ এপ্রিল ২০০৮ ২০:৪৬672751
  • ইয়ে মানে, মহিলা টেনি দা কি হওয়া সম্ভব? বা মহিলা ফেলুদা?
  • kallol | 220.226.209.5 | ২৯ এপ্রিল ২০০৮ ২০:৫৪672752
  • মহিলা ফেলুদা? বলে কি? আগাথা ক্রিস্টির মিস মার্পল, তো ফেলুদার বাবা, মানে, বাবা নয় বাবা নয়, ঠাকুমা।
  • rimi | 168.26.191.117 | ২৯ এপ্রিল ২০০৮ ২০:৫৭672753
  • সেটা কোনো প্রশ্ন নয়। প্রশ্ন আরো গভীর। কেন সম্ভব বা কেন সম্ভব নয়?
  • d | 121.247.67.102 | ২৯ এপ্রিল ২০০৮ ২০:৫৯672755
  • তেমন "দুষ্টু মেয়ে'ই বা কই?

    ইপ, আবারও বলছি কেউ আলোচনা করতেই পারেন। আমার মনে হলে আমি তাতে অংশগ্রহণ করব, না হলে করব না। আর মনে হওয়া? সে যার যার নিজের কাছে। ও নিয়ে আমার কোন বক্তব্য নাই।
  • rimi | 168.26.191.117 | ২৯ এপ্রিল ২০০৮ ২০:৫৯672754
  • কল্লোলবাবু, মিস মার্পল তো ভারতীয় নন। বিদেশে পয়রো বা শার্লক হোমসের ঠাকুমাও আছেন। কিন্তু ভারতে????
  • Blank | 59.93.207.13 | ২৯ এপ্রিল ২০০৮ ২১:০৪672757
  • আরে বাল্যবিবাহ উঠে গেলেও, ভারতে এখনো অ্যাভারেজ মেয়েদের বেশ তাড়াতাড়ি বে থা হয়ে যায় কিনা। আর বে শাদী করে নিলে আর ডিটেকটিভ হওয়া যায় না।
  • rimi | 168.26.191.117 | ২৯ এপ্রিল ২০০৮ ২১:২২672758
  • ঠিকই। শুধু গোয়েন্দাগিরি নয়, সব পেশাতেই মেয়েদের এই কঠিন বাস্তবের মুখোমুখি হতে হয়।

    তবে গল্পে সবই সম্ভব। গার্গী (কার লেখা মনে নেই) বিবাহিতা, গোয়েন্দাগিরি তার পেশা। একটা ব্যপার লক্ষ্য করার মতন, গল্পের বিখ্যাত গোয়েন্দারা সকলেই কিন্তু অবিবাহিত (তা)।
  • d | 121.247.67.102 | ২৯ এপ্রিল ২০০৮ ২১:২৮672759
  • ওটা গোয়েন্দা গল্পের একটা ধারা , হুডানিট গোয়েন্দাদের বৈশিষ্ট্য।
  • Blank | 59.93.210.125 | ২৯ এপ্রিল ২০০৮ ২১:৩৩672760
  • আরে ফেলুদা তোপশের সাথে সারাক্ষন যে ভাবে কথা বলে, সেই ভাবে বউ এর সাথে কথা বল্লে রিয়ালিস্টিক হতো না। আবার ভয়ংকর থ্রিলিং জায়্‌গায় দুটো সাংসারিক কি দাম্পত্য কথা দিলে পাবলিক খচে যেত খুব।
    তাই আর বউ টউ কে রাখা হয় না গপ্পে।
  • Nandita | 131.95.121.107 | ২৯ এপ্রিল ২০০৮ ২১:৩৪672761
  • ব্যোমকেশ বিবাহিত।
  • d | 121.247.67.102 | ২৯ এপ্রিল ২০০৮ ২১:৩৬672762
  • ব্যোমকেশ হুডানিট টাইপের গোয়েন্দা নয়। প্রথমে ছিল, পরে আস্তে আস্তে বদলে জেমস বন্ড টাইপের, রাষ্ট্রশক্তির সহায়ক হয়ে যায়।

    কিন্তু দোহাই এইবারে এই থ্রেডটাকে ছাড়ান দে।
  • rimi | 168.26.191.117 | ২৯ এপ্রিল ২০০৮ ২১:৩৭672765
  • ঠিক ঠিক ঠিক, ব্যোমকেশ শুধু বিবাহিতই নয়, প্রেম করে বিবাহিত। বেজায় বৈপ্লবিক। :-))
  • Blank | 59.93.210.125 | ২৯ এপ্রিল ২০০৮ ২১:৩৭672764
  • তাছারা গোয়েন্দা চরিত্ররা নিজেরাই হয় একটু রহস্যে ঢাকা। সে দুঁপি হোক, বা শার্লক হোমস। সারাক্ষন পাইপ খাচ্ছে, বেহালা বাজাচ্ছে, কোকেনের নেশা, ভবঘুরে টাইপের জীবন। এর সাথে সকালে বাজারের ব্যাগ নিয়ে মাছ কিনতে যাওয়া, আর জামাই ষষ্ঠীর নেমতন্ন ঠিক খাপ খায় না। ভিসুয়ালাইজ করা যায় না।
  • ip | 69.251.184.3 | ২৯ এপ্রিল ২০০৮ ২১:৩৭672763
  • সত্যান্বেষী-সত্যবতী উপাখ্যানগুলি ভুলিলে চলিবে ?
  • Nandita | 131.95.121.107 | ২৯ এপ্রিল ২০০৮ ২১:৩৮672766
  • ইউটানিট কলম্বো বিবাহিত।(কেউ কলম্বো দেখতেন? আমার বেশ ভালো লাগতো সবসময় একই ধরনের সুট পরা শান্তগোছের লোকটাকে )
    আর, ডিটেকটিভ মংক ও বিবাহিত(ছিলো),পরে দুর্ঘটনায় স্ত্রী মারা যায়।

  • Blank | 59.93.210.125 | ২৯ এপ্রিল ২০০৮ ২১:৩৯672769
  • সত্যবতী কিন্তু খুব একটা থাকতো না গল্পে। বেশীর ভাগ সময়ে সত্যবতী পরে থাকতো বাড়িতে, ব্যোমকেশ যেত অজিত কে নিয়ে রহস্যোদ্ধারে। গল্পের শুরু আর শেষ ছারা সত্যবতীর থাকা বা না থাকাটা পাঠকের মাথায় থাকতো কি?
  • wrfr | 168.26.191.117 | ২৯ এপ্রিল ২০০৮ ২১:৩৯672768
  • করা যায় ব্ল্যান্‌ক, বাঙালীরা করতে পারে। যেমন গার্গী আর ব্যোমকেশ।
  • Blank | 59.93.210.125 | ২৯ এপ্রিল ২০০৮ ২১:৪০672770
  • গার্গী কে?
  • Nandita | 131.95.121.107 | ২৯ এপ্রিল ২০০৮ ২১:৪১672771
  • এদের এই আধুনিক ডিটেকটিভ সিরিজগুলোতে সবসময় পুরুষ ও মহিলা পার্টনার দুজনেই প্রায় সমান সমান সক্রিয় দেখা যায়। এটা লক্ষ্যণীয় ব্যাপার।পুরো টিমেই পুরুষ মহিলা প্রায় ৫০-৫০।

  • Nandita | 131.95.121.107 | ২৯ এপ্রিল ২০০৮ ২১:৪৩672772
  • যারা রেগুলার টিভি দ্যাখেন, কন না বাপু বিচার বিশ্লেষণ করে!
  • ip | 69.251.184.3 | ২৯ এপ্রিল ২০০৮ ২১:৪৪672773
  • খুব থাকতো। কলহ করার সময় থাকতো। আর এই উত্তপ্ত কলহ, ফেলুদার চারমিনার কি হোমসের পাইপের ন্যায় বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিতে সাহায্য করতো।

    কিন্তু এগুলি এই টই তে লেখা কি ঠিক হচ্চে?

  • Nandita | 131.95.121.107 | ২৯ এপ্রিল ২০০৮ ২১:৪৫672774
  • গার্গী তপন বাবুর ডিটেকটিভ। তপন বাবুর লেখা বেশ জোলো টাইপের। কাহিনির বুনোট আলগা,খুব জবরজং টাইপ। ঝুলে যাওয়া লেখা পড়তে পড়তে শেষে এসে দেখা যায় এক থিয়েটারোলা নাকি খুন করেছে! অসহ্য টাইপের লেখা!
  • Nandita | 131.95.121.107 | ২৯ এপ্রিল ২০০৮ ২২:১৬672775
  • ইয়াম্মা! কেউ এই সিরিজগুলা দ্যাখেন না?
  • nyara | 67.88.241.3 | ৩০ এপ্রিল ২০০৮ ০১:০৩672776
  • সিনফটের মতন বুদ্ধিমান ছেলেদেরও যদি কি লিখেছি বানান করে তার মানে বলতে হয়, তাহলে চিত্তির।

    যাই হোক, গোদা বাংলায় আমি যা বলতে চইছি সেটা হল স্টিরিওটাইপিং। সমস্যার স্টিরিওটাইপিং, পুরুষের স্টিরিওটাইপিং এমনকি মহিলাদের স্টিরিওটাইপিং। সাবজুগেশন-হ্যানা-ত্যানা জার্গন গেল চল্লিশ বচ্ছর ধরে ফুটানি চালাচ্ছে। ওগুলো দিয়ে আজকাল আর সমস্যার গভীরে যাওয়া যায় না। এগুলো শুধু যে সমস্যার গভীরে না যাওয়া তাই নয়, মনে হয় একধরণের পশ্চারিং। কেননা সৈকত যা লিখেছে - যদিও খুব আড়ে - যদি এইভাবে সমস্যার গ্লোবাল ক্ল্যাসিফিকেশন করে সমাধান করতে চাও, তখন দেখবে চারপাশে লক্ষ লক্ষ জিনিসে ঐ সমস্যা রয়েছে। তখন পাতি কেলিয়ে পড়বে।

    এটার মানে এই নয় যে, ঐ সমস্যাগুলো নেই। এটার মানে এই যে, এ একধরনের কী-ভ্যালু পেয়ার দিয়ে সমস্যার ক্লাসিফিকেশনের চেষ্টা। এরকম একটা ডিকশনারি লেখা খুব সোজা, যা দিয়ে একটা বালখিল্য কম্পিউটার প্রোগ্রাম কিওয়ার্ড দেখে সমস্যার ক্লাসিফিকেশন করে দেবে।

    স্বল্পবাস মহিলা -> সাবজুগেশন
    বিকিনি -> দর্শকাম
    চিয়ার্লিডিং -> পুরুষতান্ত্রিক সমাজ

    এইধরণের ধর-তক্তা-মার-পেরেক পপুলিস্ট পশ্চারিং দুদিন ভাল লাগে, যেমন বাচ্চাদের মুখে শেখানো বুলি দুদিন ভাল লাগে। তারপরে খুব বোর।

    সিউডো ফেমিনিস্ট স্ট্যান্স সম্বন্ধে কিছু বলছি না, যদিও সে নিয়েও অনেককিছু বলা যায়। কিন্তু সেটা আপাতত: আলোচনার বিষয় নয়।
  • san | 220.227.64.98 | ৩০ এপ্রিল ২০০৮ ১১:০২672777
  • ন্যাড়াদাকেও যে কেন বানান করে আবার মানে বলতে হবে :

    বিকিনি পয়েন্টস টু অনলি দর্শকাম , চিয়ারলিডিং পয়েন্টস টু অনলি পুংতন্ত্র - এইটা আমার বক্তব্য ছিলোনা।

    যেটা ছিলো , তা হল দর্শকাম লিডস টু বিকিনি, পুংতন্ত্র লিডস টু চিয়ারলিডিং - লিডস টু মানে আবার অনলি ফ্যাক্টর হুইচ লিডস টু নয়, রাদার ওয়ান ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর । এই ভাবেও বলা যায় , দর্শকাম জিনিসটার অস্তিত্ব না থাকলে বিকিনির 'বহুল' প্রচলন হতো না, এবং পুংতন্ত্র না থাকলে চিয়ারলিডিং এর জন্য নারীশরীর-পুংশরীর ইকুয়ালি ব্যবহৃত হত। এবং আর্যকে লিংক দিয়ে প্রমাণ করতে হত না যে চিয়ারলিডার ছেলেরাও হয় ( মেয়েরা যে হয় এটা কিন্তু লিংক দিয়ে জানাবার দরকার পড়েনা :-)))) ) ।

    আর যাই বলুন, পুং শরীরের আবেদনহীনতা আবার পিকচারে নিয়ে আসবেন না পিলিজ।ঐ ফুটানি চারশো বছর ধরে শুনে শুনে বোর হয়ে গেছি :-))))
  • Arpan | 202.91.136.71 | ৩০ এপ্রিল ২০০৮ ১১:৩৯672779
  • আইপিএলে ছেলে চিয়ারলিডার আছে তো! :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন