এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১০৪৯০২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 192.68.28.156 | ২২ জুলাই ২০১৬ ১৬:৫৫666685
  • ছাগল জনতা তো দুটাকা চাল আর বিয়ের পণ দেওয়া কন্যাশ্রীর লোভে তিনোকে জেতাল।
    কিন্তু সংগ্রামী মহিলা বিধায়ক কিসের লোভে তিনোর বিরুদ্ধে কমরেডদের লড়াইয়ের ফলে জিতে শেষে "আমার প্রিয় দিদি" বলে শিবির বদলালেন সে বিষয়ে কবি নীরব।
  • | 55.251.234.124 | ২৩ জুলাই ২০১৬ ১৬:৩৪666686
  • মাধ্যমিক পাশ,
    আইসিডিএস কর্মী,
    কোটিপতি।।।।!!
    এমন একজন মহিলা কি করে বিধানসভা নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ ভোটে সিপিআই(এম)
    প্রার্থী হিসাবে বিবেচিত হল
    সেটা দেখার দায় কি নেতৃত্বের নয়।।।।??
    ওনার নাম যারা বিবেচিত করে আলিমুদ্দিনে
    পাঠিয়েছিলেন, তাঁদের কি স্বার্থ ছিল
    এমন একজন মানুষকে প্রার্থী করার পেছনে
    সেটা দেখার দায় কি নেতৃত্বের নয়।।।।??
    নীচুতলাতেও শুদ্ধিকরণ কতটা হয়েছিল,
    এই যদি তার প্রমাণ হয় তবে
    শুদ্ধিকরণ শব্দটার অর্থ অজানাই থাক।।।।
    থাক এখুনি আবার কেউ বলতেই পারেন
    পার্টির প্রতিনিধিত্ব কমরেড নরোত্তম মন্ডল রা করেন।
    কোন।।।।।।পালী, ।।।।।।জ্জাক রা নয় ।।।।।।।।।।।।।।।।।।।।।
  • PT | 213.110.242.21 | ২৩ জুলাই ২০১৬ ১৯:৫০666687
  • এখানে যাঁরা লেখেন তাঁরা কেউ কেউ একসময়ে মার্ক্সবাদকে আশ্রয় করে প্রভূত তাত্বিকতা ও বিপ্লবের চেষ্টা করেছেন। তাঁরা যদি মার্কসবাদ পরিত্যাগ করতে পারেন তাহলে একদা "সংগ্রামী মহিলা বিধায়ক" কেন সিপিএম ছাড়তে পারবেন না?
  • ranjan roy | 132.162.125.198 | ২৩ জুলাই ২০১৬ ২৩:০১666688
  • কিসের সঙ্গে কিসের তুলনা?
    এপ্রিল মাসে সিপিএম এর কমরেডদের সঙ্গে থেকে সিপিএম এর টিকিটে তিনোর বিরোধিতা করে জেতা এম এল এ একমাসের মধ্যেই "আমার প্রিয় দিদি" করে তিনোতে যোগ দিলেন, বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন নি। যদিও তাঁকে জনগণ ভোট দিয়েছিল তিনোর পক্ষে নয় তিনোর বিরোধিতা করার জন্যে?
    আর আপনি যাদের কথা বলছেন তাঁরা শাসকের কোন পদের জন্যে দলীয় আনুগত্য বদলেছেন?
    মাথাটা একেবারেই গেছে!
  • PT | 213.110.242.7 | ২৩ জুলাই ২০১৬ ২৩:২৬666689
  • সে প্রশ্নের উত্তর তো বিধায়ক দেবেন। আর দেবে ছাগলেরা যারা এ জাতীয় "বিধায়ক" দের পুনর্নির্বাচিত করে আইন সভায় পাঠাবে।
    তাহলে আর কবিকে জিগান কেন?
  • ranjan roy | 132.162.125.198 | ২৩ জুলাই ২০১৬ ২৩:৩৭666690
  • যারা পুনর্নির্বাচিত করবে তারা ছাগল?
    বেশ!

    আর এ জাতীয় "বিধায়ক"দের যারা বিধায়ক পদের জন্যে বেছে বেছে মনোনয়ন দিয়ে পার্টির প্রতীক দিয়ে পাঠিয়েছে এবং যে জনগণ এই বিধায়ককে এবার নির্বাচিত করেছে তারা কোন গোত্রের?
  • PT | 213.110.242.7 | ২৩ জুলাই ২০১৬ ২৩:৫২666691
  • দল কি জ্যোতিষচর্চা করবে নাকি? আপনি এ ব্যাপারে কি শলা দেন?
    আপনেরা জানতেন নাকি যে কিষেণজীর দলের লোকেরা তিনো হয়ে যাবে?
  • ranjan roy | 132.162.125.198 | ২৩ জুলাই ২০১৬ ২৩:৫৭666692
  • চালিয়ে যান ভাই, চালিয়ে যান।
    আর উনি আগেই কোটিপতি হয়েছিলেন এটা কী সত্যি? দল জানতো কীভাবে হয়েছিলেন?

    যদি কিষেণজীর দলের সদস্য হতাম তো ঠিক জানতাম; দলের সদস্য হব ও দলের ভেতরে কি চলছে তা জানব না সে কি হয়?

    কাজেই সিপিএম মনোনয়ন দিলেন অথচ একমাসের মধ্যেই? কেসটা কী?
  • PT | 213.110.242.7 | ২৪ জুলাই ২০১৬ ০০:১৭666693
  • কোটিপতি হলেই নির্বাচনের পরে কেউ দল ছাড়বে এমনটি কোথায় লেখা আছে দাদা?
  • ranjan roy | 132.162.125.198 | ২৪ জুলাই ২০১৬ ০০:৩১666695
  • শ্রমিক শ্রেণীর পার্টির প্রতিনিধি যদি কোটিপতি হয় তো ছাড়বে এটা লেখা আছে খট্টাঙ্গপুরাণে। শুধু ছাড়বে নয় পার্টির টিকিটে জিতে একমাসের মধ্যে ছাড়বে!!
    কিন্তু একজন আইসিডিএস থেকে কোটিপতি হল কী ভাবে সেটা কমিউনিস্ট পার্টি জানবে না? নাকি এটাও জ্যোতিষের আওতায় পড়ে?
    আর যখন নির্বেদ রায় মালা রায় ও আরও কিছু কংগ্রেসির তিনোতে যাওয়ার সময় এই পাতাতেই কেউ কেউ লিখেছিলেন না --ছি ছি, এদের কি আদর্শ বলে কিছু নেই?
    ইন্দিকং থেকে তিনোকং যাওয়া বোঝা গেল কিন্তু লাল থেকে সবুজ?
  • PT | 213.110.242.7 | ২৪ জুলাই ২০১৬ ০০:৪১666696
  • গোলপোস্ট সরাবেন না। কথা হচ্ছিল নির্বাচিত প্রতিনিধির দল বদলানো নিয়ে। সেটা অন্যায় কাজ-বিধায়ক যে দলেরই হোন না কেন। তার সঙ্গে কোটিপতি হওয়া না হওয়ার যোগাযোগ স্থাপনার চেষ্টা কেন করে যাচ্ছেন কে জানে! রেজ্জাক মোল্লা কোটিপতি ছিলেন না।

    নির্বেদ ও মালা রায়ের মত এই বিধায়ক সম্পর্কেও একই কথা বলা যায়। ব্যক্তি কখন, কেন আদর্শচ্যুত হয় সব আগে থেকে বলা যায়-সত্যি?
  • ranjan roy | 132.162.125.198 | ২৪ জুলাই ২০১৬ ০৫:০৪666697
  • ১) "গোলপোস্ট সরাবেন না। কথা হচ্ছিল নির্বাচিত প্রতিনিধির দল বদলানো নিয়ে। সেটা অন্যায় কাজ-বিধায়ক যে দলেরই হোন না কেন।"

    -- লাইনে এসেছেন! এটা এতক্ষণ না বলে কারও মার্কসবাদে আস্থা হারানো বা কিষেণজীর অনুগামীদের তিনোয় যাওয় নিয়ে কথা বলা গোলপোস্ট সরানো নয়? কিষেণজী বা তার চ্যালারা কি ভোটে নির্বাচিত প্রতিনিধি?
    প্রশ্নটা আদৌ ন্যায়-অন্যায়ের নয়। মার্কসবাদী পার্টি কংগ্রেসের মত নয় যে কেউ চাঁদা দিয়ে চাইলেই মেম্বারশিপ পেতে পারে বা ভোটে দাঁড়াতে পারে। তাই সেখান থেকে যখন তখন মন্ত্রী বা বিধায়ক দল পাল্টায় না। আদর্শগত কারণে মতভেদে দল ছেড়ে যাওয়াও একটা পদ্ধতিগত প্রক্রিয়ার পরে হয়। গত তিনবছর বাদ দিলে সিপিএম/সিপিআই থেকে ক'জন বিধায়ক দল ছেড়ে্ছেন?

    ২) "ব্যক্তি কখন, কেন আদর্শচ্যুত হয় সব আগে থেকে বলা যায়-সত্যি?"
    অনেকটা বলা যায়। সইফুদ্দিন, সমীর পতিতুন্ড,রেজ্জাক মোল্লা, লক্ষণ শেঠ-- এরা যে পার্টি ছাড়বেন বোঝাই যাচ্ছিল, আপনি বুঝতে পারেন নি? এমনকি প্রসেনজিত বসু ও তাঁর জে এন ইউ ইউনিটের স্ট্যান্ডও বোঝা যাচ্ছিল।
    কিন্তু দুই বিধায়ক ছায়া দলুই ও এবারের গাজোলের বিধায়কের বোঝা যায় নি।

    এগুলো চিন্তার কথা; ভেতরে ভেতরে পচনের লক্ষণ। এইটুকুই।
  • | 113.50.82.25 | ২৪ জুলাই ২০১৬ ০৭:০০666698
  • সরকারী আইন হোক বা দলীয় অনুশাসন,
    সবই সাধারণ মানুষ বা নীচুতলার কর্মীদের জন্য,
    ওপরতলা শুধু হুকুম করেই খালাস....
    শুদ্ধিকরণের অর্থটাও মূলত তাইই....
    ‪ শুদ্ধিকরণ‬
    ‪ শুদ্ধিকরণ‬
    ‪ শুদ্ধিকরণ‬............হে ...
  • | 113.50.82.25 | ২৪ জুলাই ২০১৬ ০৭:০৪666699
  • দুজন বিধায়ক একদল থেকে অন্য দলে যোগ দিয়েছেন ...
    সমস্যা টা ...........
    এরা দুজনেই বলেছেনঃ
    "বিরোধী দলে থাকলে এলাকার মানুষের উন্নয়ন করা যায় না"
  • | 55.251.234.89 | ২৪ জুলাই ২০১৬ ০৭:২৭666700
  • শুদ্ধিকরণের নামে মুল গল্পের সারমর্মটা এবার
    টের পাওয়া যাচ্ছে,
    যারা নির্বাচনে প্রার্থীর নাম ঠিক করে আলিমুদ্দিনে
    পাঠান, এবার তাঁদের শুদ্ধিকরণের
    সময় এসেছে।

    শুনলাম সি পি এম মালদা জেলা কমিটি, রঞ্জিত বাবু মানে দীপালি দেবীর স্বামী কে, যিনি না কী মালদা জেলা কমিটির সম্পাদক তাকে সরাসরি বহিষ্কার করেছে ...
    উনার বিরুধে না কি দীর্ঘদিন ধরে পার্টিবিরধি কার্যকলাপ এর অভিযোগ ছিল ।
    বেশ মেনে নিলাম উনি ............................................. করে বেড়াতেন তা মশাই এখন খেয়াল পরল এত দিন কোথাই ছিলেন দলের মাথা রা ? না মাথা টার ই ঘুন ধরেছে ।।

    অবশ্য যাকে নিয়ে এত খবর এত ঘটনা , সেই তাঁর সম্বন্ধে দলিয় সিদ্ধান্ত এখনো চোখে পড়েনি।
  • | 55.251.234.89 | ২৪ জুলাই ২০১৬ ০৭:৩৪666701
  • যাক কোটি পতি দের কথা হচ্ছে তাই এটা রইল খুব বেশি দিন কার নই ............

    কালিয়াগঞ্জ ,২২জুলাইঃ কালিয়াগঞ্জ পুরসভা তৃণমূলের দখলে যাওয়ায়,শহরের উন্নয়নে রাজ্য সরকারের তরফে বিশেষ অনুদান মিলবে ৫ কোটি টাকা বলে জানান সদ্য তৃণমূলে যোগদানকারি কার্তিক পাল, এবং তিনি হবেন আগামী দিনে তৃণমূল পরিচালিত কালিয়াগঞ্জ পুরসভার পুরপতি। শহর সাজাতে এই অর্থ খরচ করবেন নতুন পুরপ্রধান। এদিকে অরুন দে সরকার শিবির থেকে আরও এক কাউন্সিলার কার্তিক পালের দিকে ঝুঁকতেই উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুর-প্রধানের পদ নিয়ে দড়ি টানাটানির খেলায় অনেকটা এগিয়ে গেল কার্তিক পাল। ৪ নং ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলার বাবলু বিশ্বাস প্রথমে পুরপতি অরুন দে সরকারের দিকে থাকলেও পড়ে তিনি ভোল পাল্টে কার্তিক পালের দিকে। এরফলে কার্তিক পালের শিবিরে আগেই দুই তৃণমূল কাউন্সিলার মিলিয়ে সংখ্যা দাঁড়ালো ১০ জন।
    বর্তমানে ১৭ ওয়ার্ড বিশিষ্ট কালিয়াগঞ্জ পুরসভার শুক্রবার দলীয় আবস্থা দাঁড়িয়েছে চেয়ারম্যান অরুন দে সরকারের শিবিরে ৬ জন ,কংগ্রেস ছেড়ে তৃণমূলে যাওয়া কার্তিক পালের শিবিরে ১০ জন। এক জন সিপিয়াইএমের কাউন্সিলার।
    এদিকে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো আবেদনে স্বাক্ষর করেননি ৪নং ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলার বাবলু বিশ্বাস। যা নিয়ে অরুন দে সরকার বলেন, “বাবলু বাবু বলেছেন তিনি তাঁর ওয়ার্ডের লোকেদের সাথে কথা বলেই সিদ্ধান্ত নেবেন। কাউন্সিলার বাবলু বিশ্বাস তাঁর সঙ্গেই আছেন বলে দাবি করেন কংগ্রেসি পুরপ্রধান। অন্যদিকে কার্তিক পাল দাবি করেন তাঁর দিকেই আছেন বাবলু বাবু।
    শুক্রবার কলকাতা থেকে টেলিফোনে কার্তিক পাল জানান ,কালিয়াগঞ্জ শহরের উন্নয়নের স্বার্থে বাবলু বাবু তাকে সমর্থন দেবার কথা জানান। এর পাশাপাশি আরও বলেন পুরমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক হয়েছে । কার্তিক পাল কালিয়াগঞ্জ পুরসভার পুরপতি হবেন এবং তাঁর হাত দিয়ে কালিয়াগঞ্জ শহরের উন্নয়নের ঘটাতে রাজ্য সরকারের তরফে বিশেষ অনুদান মিলবে ৫ কোটি টাকা। কালিয়াগঞ্জ শহর সাজাতেই এই অর্থ খরচ ।।।

    http://ddnews24x7.com/%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%AD%E0%A6%BE-%E0%A6%A4%E0%A7%83%E0%A6%A3%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B2/
  • dc | 120.227.239.49 | ২৪ জুলাই ২০১৬ ০৭:৫৮666702
  • মার্কসবাদ ও ছাগোল-মানুষ। সকাল সকাল কি খোরাক রে বাপ :d
  • PT | 213.110.242.23 | ২৪ জুলাই ২০১৬ ০৮:৫৫666703
  • পচন কি শুধু দলে ধরেছে? মানুষ ছাগল হলে সেটা পচনের থেকেও ভয়ংকর।

    তবে শুধু ভোটে দাঁড়ালেই তার পচন নিয়ে আলোচনা করতে হবে আর "কিষেণজী বা তার চ্যালারা .. ভোটে নির্বাচিত প্রতিনিধি" নয় বলে তাদের পচন আড়াল করতে হবে কেন?

    কথা হচ্ছে যে মানুষ এত সহজে বিক্রী হচ্ছে কেন? আলোচনা করলে সেটা নিয়ে করুন-শুধু একটি দল দেখলে সেই প্যথোলজিকাল বিরোধীতার প্রসঙ্গ আসবে।

    আর সুভাষ চক্কোত্তি নাকি দল ছাড়বেন এমন একটা কথা বহুদিন আলোচিত হয়েছিল। কিন্তু তা ঘটেনি। তবে সইফুদ্দিন, সমীর পতিতুন্ডকে এ আলোচনায় না আনাই ভাল। তাঁদের পার্টি ছাড়া আর রেজ্জাকের ডিগবাজীর মধ্যে ফারাকটা ধরতে না পারলে সেটা চিন্তার পচন বলে ধরে নিতে হবে।
  • dc | 120.227.239.49 | ২৪ জুলাই ২০১৬ ০৯:০০666704
  • লি পচা :d
  • sm | 53.251.91.253 | ২৪ জুলাই ২০১৬ ০৯:০১666706
  • বাম আমলে আউশগ্রামের তৎকালীন সিপিএম বিধায়ক কার্তিকচন্দ্র বাগ নিজের, পরিবারের কয়েকজন এবং এক ঘনিষ্ঠের নামে বিপুল পরিমাণ সরকারি জমির পাট্টা করিয়ে নিয়েছিলেন। পাট্টার অধিকারবলে সেই জমি তাঁরা দীর্ঘকাল ধরে ভোগ দখল করে আসছেন। উত্তম রায়চৌধুরি নামে এক স্থানীয় বাসিন্দা বিষয়টি নিয়ে রাজভবনে অভিযোগ জানিয়েছিলেন। তার জেরে তদন্ত এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। এরপর সম্প্রতি কার্তিকচন্দ্র ও তাঁর পরিবারের নামে হাতানো প্রায় ন’বিঘে জমির পাট্টা বাতিলের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। কার্তিকচন্দ্র সিপিএমের টিকিটে আউশগ্রাম কেন্দ্র থেকে তিনবার বিধায়ক হয়েছিলেন। গত ২০১১ তে পরাজিত হয়ে এখন তিনি প্রাক্তন।
    http://bartamanpatrika.com/index.php/news/fullstory/24816
  • sm | 53.251.91.253 | ২৪ জুলাই ২০১৬ ০৯:০৪666707
  • কলকাতায় স্টিং অপারেশন চালানোর আগে ‘নারদ নিউজ’-এর সিইও ম্যাথু স্যামুয়েলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশ কয়েক কোটি টাকা ঢুকেছিল৷ ওই টাকা ম্যাথুর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়েছিলেন এক রাজনৈতিক নেতা৷ নারদ স্টিং কাণ্ডের তদন্তে নেমে এই তথ্যই পেয়েছেন ‘সিট’-এর তদন্তকারী গোয়েন্দারা৷ স্টিং অপারেশনের আগে ওই রাজনৈতিক নেতা কেন ম্যাথু স্যামুয়েলকে এই বিশাল অঙ্কের টাকা দিয়েছিলেন, তাই নিয়ে তদন্ত শুরু করেছেন গোয়েন্দাকর্তারা৷ স্টিং অপারেশন চালানোর আগে ২০১৪ সালে দু’বার কলকাতায় এসেছিলেন ম্যাথু স্যামুয়েল৷ নিজের নাম ও পরিচয় গোপন করে ছিলেন মধ্য ও দক্ষিণ কলকাতার দু’টি হোটেলে৷ নাম-পরিচয় গোপন করার জন্য তিনি ভোটার কার্ড ও ড্রাইভিং লাইসেন্স জাল করেছিলেন৷ কলকাতায় এসে ম্যাথু নজরুল ইসলাম ওরফে বেচু নামে এক চালকের লাক্সারি ট্যাক্সি ব্যবহার করেছিলেন৷ বেচুর সঙ্গে ম্যাথুর পরিচয় করিয়ে দিয়েছিলেন রিপন স্ট্রিটের ব্যবসায়ী তারজাদ আলি মির্জা৷ এই তারজাদের সন্ধানেও তল্লাশি শুরু করেছে পুলিশ৷
    http://sangbadpratidin.in/crores-in-the-bank-account-of-samuel-raises-question/#.V5Q4A6KGOo4
  • dc | 120.227.239.49 | ২৪ জুলাই ২০১৬ ০৯:০৯666708
  • ওদিকে আবার আজকালের নেপথ্য ভাষণেঃ "কংগ্রেস ও সি পি এম–কে গুরুত্ব দিলেন না। দুই দলের দুই বিধায়ককে তুলে নিয়ে দেখালেন, ভাঙা দুই দল আরও ভাঙছে।"

    ভগবান যখন খোরাক দেয়, ছপ্পড় ফাড়কে দেয় :d
  • cm | 127.247.96.29 | ২৪ জুলাই ২০১৬ ১০:৪০666709
  • পিটিদা এই সব টোপে পা দেন কেন?
  • PT | 213.110.242.24 | ২৪ জুলাই ২০১৬ ১১:২০666710
  • পচন তো নানা রকমের হয়। তাত্বিক পচন সব তাই চাইতে দুর্গন্ধ ছ্ড়ায়।
    টোপে পা দিইনি। দুর্গন্ধ সহ্য না করতে পেরে ছ্দ্ম নিরপেক্ষতাকে আনডারলাইন করেছি মাত্র।
  • PM | 233.223.154.188 | ২৪ জুলাই ২০১৬ ১১:৫৪666711
  • রন্জনদার এই ঘ্যান ঘ্যান আর সহ্য হয় না মাইরী------ গত ৫ বছরের রাজনৈতিক বক্তব্যের সারাৎসার----

    ১। দুনিয়ার সবচেয়ে ভালো/ আদর্শ পুর্ণ কাজের প্রাত্যাশা সিপিয়েমের কাছে
    ২। যেহেতু সিপিয়েম সেই প্রত্যাশা পুরন করতে পারে না, তাই দুনিয়ার সব থেকে দুর্নীতি বাজ আর আদর্শ হীন দল

    ৩। যেহেতু তিনো, কং , বিজেপীর কাছে ওনার এরকম কোনো প্রত্যাশা নেই তাই ওদের চুরী, ডাকাতি, নারদা, সারদা সব ফুট নোট হয়েই থাকা উচিত , হাইলাইট করার দরকার নেই কোনো

    ৪। সিপিয়েম ৩৪ বছরে একটাও ভালো কাজ করে নি, যাদের সাথে বিভিন্ন সময় সিপিয়েমের সাথে সম্পর্ক খারাপ হয়েছে--তারা ছাড়া সিপিয়েমে কোনো ভালো/ভদ্র লোক কোনোকালে ছেলো না

    ৫। তিনো জামানায় হক্কলে মোটামুটি ভালৈ আছে, বাম জামানার থেকে তো বটেই

    এই ৫ টা পয়েন্ট সর্ব সম্মত ভাবে মেনে নিয়ে এ পাতায় রন্জনদার গ্যান ঘ্যন থেকে মুক্তি দিন প্লিজ---- উনিও অন্য ইন্টারেস্টিং বিষয়ে মন দিতে পারেন তাহলে --- বাস্তার , স্বপনকুমার, বাংলার তন্ত্র লেখাগুলোর পরের পার্টের জন্য কতোদিন গালে হাত দিয়ে বসে থাকবো ঃ(

    হীরক রানির জন্য রন্জনদা গুরুতে ভীষণ রকম আন্ডার ইউটিলাইস্ড ঃ(
  • cb | 132.170.190.117 | ২৪ জুলাই ২০১৬ ১২:১২666712
  • আরে মিশনের লেখাটা লিখুন না এইসব ছেড়ে। বাস্তার ফাস্তার পরে হবে
  • dc | 120.227.239.49 | ২৪ জুলাই ২০১৬ ১২:১৪666713
  • ওদিকে আবার আজকালের সম্পাদকীয়ঃ

    "বামপন্থীরা প্রধানত তাত্ত্বিক রাজনীতি–দল। সমাজ পরিবর্তনে ব্যক্তিগত পঁুজির বিরুদ্ধে বামপন্থীদের এই তাত্ত্বিক ভিত্তি। মানুষের শ্রমকে যদ্দূর সম্ভব কম খরচায় কিনে ব্যক্তিগত সম্পদ তৈরি করার বিপরীতে নানারকম তত্ত্বে যঁারা বিশ্বাস করেন, তঁাদেরই এখন চলতি ভাষায় বামপন্থী বলা হয়। এই মুহূর্তে এমন একটা ঐতিহাসিক সত্য মনে রাখা বোধহয় সময়োপযোগী ও প্রাসঙ্গিক।"

    পোবোন্দো লেখার সময়ে হোলিয়ার গ্রাউন্ডে উঠে পড়তেই হবে, তত্ত্ব টত্ব নিয়ে লিখতেই হবে, সমাজ পোরিবত্তোন নিয়ে ফাটাতেই হবে, কিন্তু বিধায়ক দল পোরিবত্তোন করলেই কং-সিপিএম-তিনো এক ঘাটের কি যেন :d
  • Kallol | 233.227.34.80 | ২৪ জুলাই ২০১৬ ১২:২২666714
  • একটা বিষয় মেনে নিলেই গোল চুকে যায়। আমরা যে সিপিএম দেখে বড় হয়েছি, সে সিপিএম এখন আশা করাটাই বৃথা। এখন সিপিএম আর পাচটা দলের মতই আর একটা দল, যারা অন্য সব দলের মতই আচরন করে ও করবে।
  • dc | 120.227.239.49 | ২৪ জুলাই ২০১৬ ১২:২৬666715
  • কিন্তু কাগজে পোবোন্দো লেখার সময়ে গম্ভীর ভাবে দাড়ি নেড়ে লিখতে হবে "বামপন্থীরা প্রধানত তাত্ত্বিক রাজনীতি–দল।"
  • sm | 53.251.91.253 | ২৪ জুলাই ২০১৬ ১৩:২৮666717
  • সিপিএম দল হিসাবে কেমন আগের লিংকেই দিয়েছি।ভূমি সংস্কার এর নাম করে নিজেদের মধ্যে পাট্টা ভাগ। স্কুল এ চাকরি তে স্বজন পোষণ আরো কতো কি।
    সাইকেল আর চালে তবু এতো মুখ দেখা দেখির অভিযোগ ওঠেনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন