এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বৌ এর চেঁচামেচি শুনলে হেভি দুঃখ হয় দাদা

    bip
    অন্যান্য | ২৭ নভেম্বর ২০১৪ | ৮১৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bip | 83.200.4.3 | ২৭ নভেম্বর ২০১৪ ০৯:১৮651827
  • [( পোষ্টটি পুরুষদের বিবাহিত জীবনের সমস্যা সম্পর্কিত-মহিলাদের জন্য না -তারা পোষ্টটি পড়িয়া দুঃখু পাইতে পারেন। তাই বিধিসম্মত সতর্কীকরন )]

    (১)
    -দাদা একটা ফোন করবেন
    -কেন ?
    -দাদা একবার করুন না আমার রাতের দিকে

    ছেলেটা আমার জুনিয়ার এবং ভক্ত পাঠক। ভারতের টাইম রাত ১১টায় ধরলাম তাকে।

    -দাদা, একটা পারসোনাল প্রবলেমে সাজেশন চাইছি...

    - বলে ফেল। আমি কিন্ত কাট আন্ড ড্রাই সমাধান দিই

    - দাদা একটা হেভি প্রবলেম। বৌ নিয়ে ফেঁসে আছি

    - সে ত বৌমাত্রই গলার ফাঁস-তুমি ব্যতিক্রম কে বললো?

    - না দাদা। আমার মাত্রাটা আলাদা

    -কেন

    -আমার বৌ হেভি শর্ট টেম্পারড দাদা। রাগলে মাথা ঠিক থাকে না

    - কোন হালার বৌ কুল টেম্পারড বলে তোমার মনে হল ?

    - না দাদা। আমার কেসটা আলাদা। একদম আলাদা । বাড়িতে থাকলে মায়ের সাথে বৌএর চেঁচামেচি। হেভিটেনশন । অফিসে কাজ করতে পারি না । বাড়িতে ঘুম হয় না ।

    -তাহলে আলাদা বাসা ভাড়া নিয়ে থাক...

    - থাকতাম ত। সেখানেও সমস্যা। সব সময় চেঁচামেচি। মায়ের কাছে পালিয়ে যেতাম। পালিয়েও নিস্তার নেই । পালালে আরো চেঁচামেচি।

    - সেত সব বৌরাই চেঁচামেচি করে। কিচির মিচির করে। ওটা ওদের ডিপার্টমেন্ট। ওসব সিরিয়াসলি শুনে লাভ নেই -রিয়াক্ট করলে লোকসান বেশী

    - ওভাবে কি থাকা যায়। সংসারে থাকলে বৌ উল্টোপালটা কথা বললে আপনি কি করে চুপ করে বসে থাকবেন

    - যদি বৌ এর কথায় সিরিয়াসলি রিয়াক্ট কর তার পরিনতি ভাবলেই চুপ করে বসে হজম করাই ভাল । সংসারে টিকে থাকার জন্য বাঙালী পুরুষের একটাই স্ট্রাটেজি। কথামৃত। সংসারে সন্নাসীর মতন থাকতে হয় পুরুষকে। বৌ হচ্ছে কামান। তুমি স্টিলের প্লেট। একের পর গোলাগুলি চললেও স্টীলের প্লেটের কিছু হয় না । ধাক্কা খেয়ে ফিরে যাবে। সংসারে সেন্সিটিভ, সেন্টু হয়েছ কি, গেলে। সব যাবে। বৌ এর কথা এক কান দিয়ে শুনে অন্যকান দিয়ে ড্রেনে ফেল। ওটাই সমাধান

    -আমার দাদা অত নির্লিপ্ত হয়ে থাকা সম্ভব না -বৌ এর চেঁচামেচি শুনলে হেভি দুঃখ হয় দাদা ।রাগে ব্রহ্মতালু জ্বলে।

    - তাহলে দুঃখও পাও। আরো বেশী করে পাও। কেও সাধ করে আগুনে হাত দিলে আগুনে হাত পুড়বেই

    -তাহলে আপনি বলছেন বিয়ে করা মানে আগুনে হাত দেওয়া

    -আজ্ঞে না , বিয়ে করাতে অসুবিধা নেই । তবে বিয়ে করার পর কোন পুরুষ যদি মনে করে বৌ তার আশানুরূপ ব্যবহার করবে আর না করলে সে বৌকে যৌত্বিক ব্যবহার করতে বলবে,এবং বৌ সেটা শুনবে , সেটা নিরেট গর্ভতুল্য প্রত্যাশা।

    -তাহলে আমার আশা নেই ?

    -নেই কে বললো? তোমাকে কে বলেছে তোমার মা আর বৌ এর মধ্যে মাথা গলাতে? মেয়েদের মনের তুমি কি বোঝ?

    -কি করবো বলুন ত? দুজনেই ঝগড়া করে সঙ্গে সঙ্গে আমাকে অফিসে ফোন করে, একসাথে। হেভি চাপ মাইরী।

    -সহজ সমাধান। তাদের বলতে দেবে। বলা হয়ে গেলে বলে দেবে -এটা তোমাদের ব্যপার-তোমাদের নিজেদের মেটাতে হবে। নিজে ঢুকবে না । দুনিয়ায় কোন দুই নারী একসাথে থাকতে পারে না -তুমি শালা কে? তাদের ঝগড়ার দ্বায়িত্ব নেওয়ার? যে পুরুষ মেয়েদের ঝামেলার মধ্যে ঢোকে, সংসার জীবনে তার ভবিষ্যত নেই ...।।

    (২)

    -সে দাদা বলা সহজ। কি করে মেনে নিই বলুনত? সব কিছুতেই কি আমি দোষ। সব দোষ আমার মেনে নিই কি করে বলুনত ?

    -সেটা বিয়ের আগে ভাবো নি?

    -মানে?
    -তোমার কি মনে হয় বিবাহিত জীবনটা ইন্ডিয়ান ডেমোক্রাসি? বৌ একটা কিছু বললে, তুমি বিরোধি পার্টির মত বলবে আর পাড়ার জনগন মাই মিডিয়া তা শুনবে ?
    বিবাহিত জীবন হচ্ছে নাৎসি কন্সেট্রেশন ক্যাম্প। বৌ হিটলার, তুমি ইহুদি। তোমার মান ইজ্জত সব কিছু বাইরে। ভেতরে ওটা কন্সসেন্ট্রেশন ক্যাম্প-বাইরের লোকেদের কাছে দেখাবে সে কত বাধ্য !!

    -ওসব মানা সম্ভব নই দাদা, তাই বৌকে বাপের বাড়ি পাঠিয়ে দিলাম। এবার উকিলের নোটিশ পাঠাব!!
    শুধু মেয়েটার জন্য কি করব বুঝতে পারছি না ...

    -বুঝতে পারছ না মানে?? তোমার কি মনে হয় ডিভোর্স করে আরেকটা বিয়ে করলে বাধ্য বৌ পাইবে???

    -না দাদা। এই সব ঝামেলা আর সহ্য হয় না জানেন ত।

    -তা বিয়ে করতে এসেছিলে কেন?

    - কে জানত বলুন ত। বিয়ের পর এই হাল হয়। জানলে কি আর বিয়ে করতাম!!

    -কিন্ত এখন ত বিয়ে মেয়ে সবই হয়ে গেছে। বৌ ছাড়া থাকতে পারলেও মেয়ে ছাড়াত থাকতে পারবে না

    -সেটাই ত সমস্যা দাদা। মেয়েটাকে হেভি মিস করছি জানেন!!

    -সেটাই স্বাভাবিক। বৌ কি ফিরতে চাইছে??

    -সে এখন রাত বারোটা বাজে। ফোন করলে এখুনি ফিরবে!!

    -তাহলে সেটাই কর

    -কি বলেন দাদা-আবার, সেই ঝামেলা। অফিসে বৌর ধমক, মায়ের কান্না। খাওয়া নেই । ঘুম নেই । এই বেশ ভাল আছি কদিন জানেন

    -সেত বৌ ছাড়া সবাই ভাল থাকে। মেয়ে ছারা কিন্ত থাকতে পারবে না । তাকে ফেরাতেই হবে। অলটারনেটিভ নাই। ছেলে মেয়ে হয়ে গেলে অল্টারনেটিভ থাকে না

    - বৌ আবার ফিরলে মারা যাব দাদা। জানেন আমার সুগার, ব্লাড প্রেসার---

    -তার জন্যেত তুমি দায়ী হে-কে বলেছে তোমায় বৌ আর মায়ের ঝগড়ায় কান দিতে। কান দেবে না । যেদিন দুজনে ঝগড়া করবে হোটেলে থাকবে । নইলে বেলুড় মঠ। তাদের ঝগড়া না থামলে ফিরবে না । মেয়েরা নিজেদের মধ্যে ঝগড়া করতে ভালবাসে। তাদেরকে তাদের মত ঝগড়া করতে দাও। সেটাই তাদের স্পেস। তুমি গিয়ে হোটেলে থাক যেদিন ঝগড়া করবে। তবে বৌকে ফেরানোর বদলে, উকিলের কাছে গেলে সমস্যা বাড়বে-কমবে না । দাম্পত্য জীবনে উকিল ঢুকলে, ফাল করে বেড়োবে।

    -ঠিক আছে দাদা। আরেকবার দেখি।
  • ন্যাড়া | 176.137.242.120 | ২৭ নভেম্বর ২০১৪ ০৯:৩১651832
  • জানাবেন।
  • adhuli | 190.148.69.210 | ২৭ নভেম্বর ২০১৪ ০৯:৩৬651833
  • বিপ, আপনাকে সোনার কলম দিলুম। কি নামিয়েছেন দাদা, মনে হলো নিজের বাড়ির ভিডিও দেখছি। আপনাকে মাঝরাতে ফোন করতেই হবে দেখছি।
  • সিকি | ২৭ নভেম্বর ২০১৪ ১০:৫৫651834
  • বিপ কি বড় হলে অনুকূল ঠাকুর হয়ে যাবে?
  • sch | 192.71.182.106 | ২৭ নভেম্বর ২০১৪ ১৪:২০651835
  • এটা কি? প্রবন্ধ/গল্প/ছোটগল্প/নাটিকা মানে কোন ক্যাটিগরিতে ফেলব? নাকি জাস্ট ফেলে দেব।
  • sifon | 127.199.208.34 | ২৭ নভেম্বর ২০১৪ ১৮:১৮651836
  • বউ নামক জীবটিকে নিয়ে সংসারে বড়ই ঝামেলা ।তাকে না যায় ফেলা না যায় গেলা । আর তাকে বোঝা ...........!!!!!!! সে তো বেদম কঠিন ......... তার থেকে কে সি নাগের দশখানা নলচৌবাচ্চার অঙ্ক কষে ফেলা বরং সোজা ।এই জটিলা কুটিলা জীবটিকে নিয়ে যেসকল মহারথীরা নাকানিচোবানি খান তারা কোন পাগলা কুকুরের বিষক্রিয়ায় তাড়িত হয়ে জীবটিকে জীবনে এনেছিলেন সেটি জানার বড়ই বাসনা হয়।এই জটিলা জীবটির প্রতি আকর্ষিত না হবার হাজারো সাবধানবানী শোনার পর ও তারা কেন যে অগ্রসর হন সেটা আমার মোটা মাথায় ঠিক ঢোকে না ।
    আবার এও শুনি বউ না থাকলে নাকি জীবন শুনাশুনা লাগে । কারো কারো তো বৈরাগী হতেও ইচ্ছা করে শুনি ............
  • b | 24.139.196.6 | ২৭ নভেম্বর ২০১৪ ১৮:২৪651837
  • । সক্রেটিস, সক্রেটিস।
  • dc | 11.39.60.177 | ২৭ নভেম্বর ২০১৪ ১৯:৩৩651838
  • আমি আবার হঠাত করে পড়লাম "নতুন বৌ এর চেঁচামেচি শুনলে হেভি দুঃখ হয় দাদা"। ভাবলাম পাড়ায় কেউ নতুন বিয়ে করেই বৌ পেটাতে শুরু করেছে আর বৌটা গেলাম গেলাম করে চেঁচাচ্ছে, সেই শুনে পাড়ার কেউ দুঃখ করে লিখে গেল নাকি।
  • PM | 233.223.159.38 | ২৭ নভেম্বর ২০১৪ ২০:৩৯651839
  • ভাইসব , আমার কেসটা কিন্তু একদম উল্টো।

    আমার বৌ রেগে গিয়ে মোটেই চেচামেচি করে না। বরং বৌ এর চেঁচামেচি শুনলে বুঝি সব ঠিক ঠাক আছে। বৌ এর গলা অনেক্ষন না শুনলে বুঝি কেস জন্ডিস ঃ) ভাবতে চেষ্টা করি যে কি কেলো করেছি সম্প্রতি। কতোবার কারনটা না জেনেই সরি বলেছি ঃ)।
  • rivu | 140.203.154.17 | ২৮ নভেম্বর ২০১৪ ০১:০৬651828
  • আমি যা বুঝলাম, বিপদা কে ফোন নং টা দিয়ে রাখতে হবে। মন খারাপ হলে ভাটানো যাবে। চাই কি সেই নিয়ে আবার গুচতে পোস্ট ও হবে।
    আমার নাহয় বউ নাই, সঙ্গেও নাই দিগন্তেও নাই, তাবলে কি এট্টু কথামৃত পাবনা?
  • bip | 83.200.4.3 | ২৯ নভেম্বর ২০১৪ ১১:৪৭651829
  • আমি এখনো ফুল টাইম ব্যবসায়ী-অবসর নিতে বছর খানেক বাকী। তারপরে আশ্রম খুলছি, সংসারের পাপ তাপ ক্ষয় কামনায়
  • Dr | 85.80.191.128 | ২৯ নভেম্বর ২০১৪ ১২:৪১651830
  • Stress Thermometer aka mood meter কিনে ফেলুন।
    বৌ এর মুড বুঝে খাপ খুলুন
  • আমি কেও নই | 80.192.192.237 | ০৪ ডিসেম্বর ২০১৪ ০৩:১৯651831
  • বৌএর মুড বোঝার জন্য সেন্সর বানানো যেতে পারে। হার্ট সাউন্ড, হর্মোন সিক্রিয়েশন ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন