এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কুমুদির রোমহর্ষক গল্পসমূহ

    Abhyu
    অন্যান্য | ১০ জুলাই ২০১৪ | ২১৪৫০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | 52.104.25.163 | ২৯ জুলাই ২০১৪ ১৯:৩৫647971
  • হেহে আমি আবার রোজ দেখে যাই টই ডুবল কিনা।কিন্তু সেই ১ অগাস্টের আগে লেখা হবেনা।
    আজ- আপিস হইতে আসিয়া স্যুপের পেকেট না পাওন,ফ্রিজরক্ষিত সামান্য মাটন দিয়া পাঁউরুটি খাওন ,অনুতাপে দগ্ধ হওন।তা ছাড়া আগামী কাল বিআইএস মিটিনের ৪৭ পাতা অ্যাজেন্ডা পড়ন।
    ৩০ জুলাই -সন্ধ্যায় পূজার মিটিনে যাওন ফিরিয়া রান্না করন।
    ৩১ জুলাই দুপুরে শ্যমলদার লুরু হইতে প্রত্যাগমন।।
  • কল্লোল | 125.242.177.208 | ২৯ জুলাই ২০১৪ ২০:৩৮647972
  • অই দেকেচো কি হিং ক্ষীই হিং। শ্যামলাল যে লুরুতে সে খপর্টা পজ্জন্তো চেপ্পে রেখেছেলো?
    মাইরী কুমু তুই পাল্লি? জানলে আজই এট্টা ছোট্ট ভাট হয়ে যেতো। এইত্তো আমি আর একক মিলে ক্যামোং সুন্দর ভাট কল্লুম সারাদিন।
  • kumu | 52.104.25.163 | ২৯ জুলাই ২০১৪ ২০:৫৬647973
  • অন্তত দশবার লিখেচি ভাটে,টইতে।
    আপিসের কাজে গেছে ভাট কেংকয়ে হোতো?আর আমাকে ছাড়া????
  • কল্লোল | 125.242.177.208 | ২৯ জুলাই ২০১৪ ২১:২২647974
  • তুই না এলে কিংকোয়া?
    কবে আসবি?
  • kumu | 52.104.25.163 | ২৯ জুলাই ২০১৪ ২১:২৯647975
  • দেখি।সংসারহাঁড়িকুড়িগোরুবাছুরহাঁসমুরগী সব সামলে যাওয়া।আপনাদের মত তো নয় ,বেগ উঠায়া অওর চল পড়া।
  • কল্লোল | 111.59.22.178 | ২৯ জুলাই ২০১৪ ২২:১৭647976
  • ওঃ বেগ। আচ্ছা। বেগ, মানে হিন্দিমে বেগ।
    আমি ভাবলাম কি জানি, সে-ও তো এক বেগে-এর কথা লিখেছিলো। কুমু কি শেষে আমায় অমোন বেগের কথা বল্লে? নাঃ। তাপ্পর, ভেবে দেখলুম, এ বেগ সে বেগ লয়। এ হোলো বেগ, মানে হিন্দিমে বেগ। তা বেশ। আ জাও সারে কুছ সাম্হালকে, বেগ কে সাথ।
  • Abhyu | 107.81.97.76 | ০৩ আগস্ট ২০১৪ ০০:০৯647977
  • গল্প?
  • kumu | 132.161.248.218 | ০৩ আগস্ট ২০১৪ ০০:২৪647978
  • কাল।
  • byaang | 52.104.60.120 | ০৩ আগস্ট ২০১৪ ১৩:৩৩647979
  • ও কুমুদি, কই গেলে?
  • byaang | 52.104.60.120 | ০৩ আগস্ট ২০১৪ ১৪:৫১647981
  • কুমুদি ইইইইইইইইই
  • kumu | 132.161.238.139 | ০৩ আগস্ট ২০১৪ ২২:৪৬647982
  • এই যে আমি।একটা কথা বলে রাখি,এই লেখাগুলো সব সত্যঘটনা আধারিত,তাই এখানটা অমন হলে আরেকটু খুলত,এইসব ভাবনার স্কোপ নাই।

    প্রায় দুই দশক আগেকার এক সোনারোদ পুজোআসছে শরৎসকাল।তখন আকাশ আরো গভীর নীল ছিল,শিউলি তাড়াতাড়ি ও বেশি ফুটত,ক্লাবে প্রচুর মেম্বার ছিল,পুজোর ধুমধাম অনেক বেশী ছিল,নাটকে আবালবৃদ্ধবনিতার প্রবল উৎসাহ ছিল,সর্বোপরি সকলের ওজন ও রক্তচিনি দুইই অনেক কম ছিল।
    যথারীতি প্রচুর গবেষণা,ঝগড়া,দুটি রেজিগনেশন সাবমিশন /সামান্য সাধাসাধির পর প্রত্যাহার করন ইত্যাদির পর "গান্ধারীর আবেদন"বিপুল ভোটে জয়ী হল।ধৃতরাষ্ট্র,দুর্যোধন ইত্যাদি কাষ্টিং হয়ে গেছে,ভানুমতীও রেডী,কেবল গান্ধারী তখনো ফাইনাল হয়নি।
    সেই রোব্বারের সকালে রিহার্সাল শুরু হবে,ঠিক এগারোটায়। আমি ও অর্পিতা (অর্থাৎ দুই সম্ভাব্য গান্ধারী ) ছেলেমেয়েদের ক্যারাটে ক্লাশে পৌঁছে দিয়ে একটু বাজার করতে গেলাম।দুজনেই মনে মনে ছক কষচি কিভাবে অন্যজনের ঘাড়ে কৌরবসম্রাজ্ঞীর গৌরবময় ভূমিকাটি চালান করে দেয়া যায়।
  • byaang | 132.172.192.72 | ০৩ আগস্ট ২০১৪ ২৩:২৭647983
  • ঃ) তারপর তারপর?
  • kumu | 132.161.238.139 | ০৩ আগস্ট ২০১৪ ২৩:৩৭647984
  • নানারকম আশকথাপাশকথা (ছেলেমেয়েদের পড়াশোনা,কর্ত্তাদের অপদার্থতা,কলকাতার তুলনায় দিল্লীতে শাড়ীর ভ্যারাইটি ও কোয়ালিটির অসম্ভব নিম্নমান ইত্যাদি ২)বলতে বলতে আমরা অন্যবাজার সেরে ফলের দোকানের সামনে দাঁড়ালাম।আর সময় নেই, রিহার্সালে যাওয়ার আগেই একটি ফয়সালা হওয়া দরকার।অতএব, আপেল বাছতে বাছতে আমাদের মধ্যে এমত বাক্যালাপ হল-
    "দেখ জয়ন্তী,তোর মত এমন লম্বা চুল(এত বাড়িয়ে বলতে পারে) আর কারো আছে যে সে গান্ধারী সাজবে?আমার এই ছোট চুলে গান্ধারী মানায় কখনো? "
    "চুল দেখে গান্ধারীর পার্ট দিতে হলে দাড়ি দেখে ধৃতরাষ্ট্রর পার্ট দিতে হয়,ব্যানার্জিদা যুধিষ্ঠির সাজছে কেন তবে?"
    "আরে,ব্যানার্জিদা ঐটুকু পার্টই মনে রাখতে পারবে না।ছড়িয়ে একসা করবে।ভেবে দ্যাখ তুই মহারাণীর সাজে আপাদমস্তক গয়নায় ঝলমল করে ধৃতরাষ্ট্রকে বলছিস"নিবেদন আছে শ্রীচরণে,অনুনয় রক্ষা করো তাত"

    "তাত?সে আবার কী?নাথ তো।আমার চেয়ে ছইঞ্চি বেঁটে ঐ কোহিনূর সান্যালকে আমি নাথ ফাথ বলতে পারব না।তোর তো হাইট নামে জিনিস নেই,তোর সঙ্গেই ওকে বেশ মানাবে।"
    'আরে আমি নিয়মিত রিহার্সালে আসতেই পারব না,সংসারের ঊনকোটি চৌষট্টি সামলে,তার ওপর মেয়ের পরীক্ষা।"
    "আমিও পারব না,আমারো ছেলের পরীক্ষা"
    কী এক কায়দার চুন্নী পরেছিল,এমন সিরিয়াস আলোচনার মধ্যে কেবলি উড়ে উড়ে যাচ্ছিল।
  • byaang | 132.172.192.72 | ০৩ আগস্ট ২০১৪ ২৩:৩৯647985
  • খুব জমেছে। ঃ))
  • nina | 78.37.233.36 | ০৪ আগস্ট ২০১৪ ০০:২৭647986
  • তাপ্পর তাপ্পর?? গান্ধারী তো লম্বা ই নইলে ১০০ টি আঁট তো?
  • kumu | 132.161.238.139 | ০৪ আগস্ট ২০১৪ ০০:৪০647987
  • হাতে সময় নেই মোটে,ছেলেকে ক্যারাটে ক্লাশ থেকে তুলতে হবে,ইদিকে অর্পিতার গোঁয়ার্ত্তুমির জন্য সামান্য একটা জিনিসের সমাধান তো হচ্চেই না,বরম আলোচনা কেমন একটা সহিংস রূপ নিচ্চে।
    দুজনেরি আপেল কেনা কখন হয়ে গেছে,তাই ফলওলার সামনে থেকে একটু ডানদিকে সরে এসে হাত মুখ নেড়ে আমরা তক্কো করছিলাম।এবং এটাও ডকুমেন্টেড থাকা উচিত যে অত উত্তেজনার মধ্যেও আমি ৩ বার অর্পিতাকে বলেছিলাম ঐ হতচ্ছাড়া চুন্নী কোমরে বা মাথায় বেঁধে নিতে,যাতে বারে বারে উড়ে আমার গায়ে না পড়ে।
    নিয়তির কুটিল চক্রান্ত- পাশেই এক ভালোমানুষের-দিন-নেই চেহারার বিজাতীয় গরু মন দিয়ে ছোলে বাটুরে খাচ্ছিল,নিজেদের সমস্যায় অতিরিক্ত ভারাক্রান্ত থাকায় আমরা তার ফোঁস ফোঁস দীর্ঘশ্বাস,হিংস্র চাউনি,কঠিন ভ্রুকুঞ্চন কিছুই খেয়াল করিনি।
    "অত লম্বা লম্বা ডায়্লগ মুখস্ত করব বসে বসে?আমাকে পেয়েছিস কী?"
    "এইসা দেব একটা কানের গোড়ায়, টেপ বাজবে তো,মুখস্ত করতে লাগে?"
    সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে যা ঘটল বর্ণনার অতীত। অর্পিতা বোধহয় ভাবল আমি সত্যি মারব,রিফ্লেক্সে হাত ছুঁড়ল,কী করে কে জানে চুন্নী উড়ে গিয়ে গরুর মাথায় পড়ল,শুধু শুনলাম ভয়ংকর হাড়হিম করা এক গর্জন আর ,ফলওলার চিৎকার ভাগো,ভাগো জলদি ভাগো ও ও--
  • kumu | 132.161.238.139 | ০৪ আগস্ট ২০১৪ ০১:০০647988
  • অতজোরে জীবনে কোন দিন ছুটিনি,সেও শাড়ি পরে।প্রাণ হাতে করে দৌড় কাকে বলে সেদিন বুঝলাম। নীল চুন্নী মাথায় গরুর চেহারা যতবার মনে আসছে তত স্পীড বেড়েযাচ্ছে,এদিকে দুহাত ভর্ত্তি বাজার।রাস্তার লোকেরা হৈহৈ করে উঠেছে,কিন্তু কোনদিকে তাকাতে বা থামতে পারছিনা,এদিকে দম ফুরিয়ে আসছে।
    পাড়ায় এক বিপুলবপু কমলাচুলের ডাক্তার ছিলেন,তিনি অ্যাসিস্ট্যান্ট রেখেছিলেন এক ইঞ্জেকশনপটু তরুণীকে। ফলে অসুখ যত সামান্যই হোক ,ওনার কাছে গেলেই অন্তত ৫ টি ছুঁচ অবধারিত।মহল্লার সকলেই এটি জেনে যাওয়াতে রুগীপত্র বিশেষ হত না,যদিও চেম্বার রোব্বারেও খোলা থাকত।ডাক্তার আর সুঁইকুমারী রাস্তায় দাঁড়িয়ে লোকজন দেখে সময় কাটাতেন।
    সেদিনো দুজনে হাসি হাসি মুখে দাঁড়িয়েছিলেন-চোখে পড়তেই কেউ কিছু বোঝার আগেই অর্পিতা একহাতে আমাকে টেনে নিয়ে ফুটবল খেলার কায়দায় দুজনের মাঝখান দিয়ে গলেগিয়ে চেম্বারে ঢুকে ধড়াম করে দরজা বন্ধ করে দিল। ডাক্তার আর সুঁইকুমারী বাইরে রয়ে গেলেন।
  • Abhyu | 107.81.97.76 | ০৪ আগস্ট ২০১৪ ০১:৪৪647989
  • কুমুদি আপনার বান্ধবী ঠিক কতটা বেঁটে?
  • kumu | 132.161.238.139 | ০৪ আগস্ট ২০১৪ ০১:৪৯647990
  • সংসার করিয়ে গিন্নীরা যেখানে যে অবস্থায় যত প্যাঁচের মধ্যেই থাকুক তাদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকে ঐ সাংসারিক ডিউটির ছবিটি(ঠাকুরও মনে হয় এইধরনের কিছু বলেছিলেন।)
    বাইরে ডাক্তার -সুঁইকুমারীর গগনভেদী আর্ত্তনাদ, লোকজনের হৈচৈ,পুলিশ পুলিশ রব-
    চেম্বারে প্রথমেই নজরে পড়ল ডাক্তারবাবুর ফোনটি- ততক্ষণে আমরা নিজেদের মধ্যে ফিরে এসেচি ,এ দরজা ভেঙে ঢোকার ক্ষমতা গরুর হবে না। অকম্পিত হাতে ফোন তুলে বাড়ীতে ফোন করে বলেদিলুম,বাচ্চাদের নিয়ে আসতে।কর্ত্তা সামান্য প্রতিবাদ করছিলেন,তোমরা কোথায় আছ?আমি তো ঠিক চিনি না ক্যারাটেম্যাডামের বাড়ী এইসব।তার উত্তরে জানিয়ে দিলাম যে আমাদের গরু
    তাড়া করেছে,বাড়ী ফেরার কোন নিশ্চয়তা নেই।ফিরতে না পারলে সবুজ ব্যাগে ব্যাংকের বই ও টাকা রাখা আছে।
    বাইরের ডাক্তারের চ্যাঁচামেচি ক্রমেই ভয়ানক রূপ নিচ্ছিল,যেন আমরা ওনার সব ওষুধ ইত্যাদি খেয়ে নেব,শরণাগতকে আশ্রয় দেবার কনসেপ্টই আর নাই।কিন্তু বেরোবার সাহসও ঠিক পাচ্ছিলাম না।হেনকালে কাকে দেখে যেন ডাক্তার প্রায় কেঁদে ফেল্লেন,"দেখিয়ে না,দো বংগালী ছোকরী মেরা চেম্বারকা সত্যনাশ কর দিয়া,হাউমাউ হাউমাউ,পেশেন্ট ওয়াপসি চলা গিয়া(১০০% মিথ্যে কথা) ।"
    "বংগালী ছোকরী?" ক্লাবের প্রেসিডেন্ট বর্মন জেঠুর গভীর বিস্মিত প্রশ্ন শোনা গেল।
    জেঠুর আওয়াজ পেয়ে গুটি গুটি দুজনে বেরোলাম,কিন্তু আমাদের দেখেই তিনি মহারাগে ফেটে পড়লেন"দেখা আপলোগোনে?আজকালকা বচ্চোঁ -কোই দায়িত্বজ্ঞান নেহী।এগারো বজে রিহার্সাল আর ইয়ে দোনো ইধার ঘাপটি মারকে বৈঠা হ্যায়!!!!
    এত্ত লোকজন,অপমানের একশেষ।
    তবে শেষ কথা বলল ফলওয়ালা-"গায় তো উহাঁপরই ব্যয়ঠা থা।আপলোগ বেকারমে ভাগী"।
  • Abhyu | 107.81.97.76 | ০৪ আগস্ট ২০১৪ ০২:২০647992
  • আর গান্ধারী কে হল শেষ পর্যন্ত?
  • kumu | 132.161.238.139 | ০৪ আগস্ট ২০১৪ ০২:৩০647993
  • অর্পিতা।সে আরেক গল্প।
  • Atoz | 161.141.84.164 | ০৪ আগস্ট ২০১৪ ০২:৩১647994
  • আহা, উড়ে পড়া ঐ নীল ওড়না মাথায় দিয়ে ঐ গরুর রূপ খুলেছিল অনেক। ঃ-)
  • Abhyu | 107.81.97.76 | ০৪ আগস্ট ২০১৪ ০৬:১০647995
  • কুমুদি, 01:44 AM?
  • pharida | 52.104.24.167 | ০৪ আগস্ট ২০১৪ ০৬:২০647996
  • আহা। সিনেমার মতো দেখা গেল যেন।।
  • nina | 78.37.233.36 | ০৪ আগস্ট ২০১৪ ০৭:০০647997
  • হা হা হা হা ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস য়াক য়াক য়াক
    :-)))))))))))
    কুমু মন ভরে হেসে নিলুম---দারু ণ---থেমো না প্লিজ --আরও শুনতে চাই--
  • byaang | 52.104.60.207 | ০৪ আগস্ট ২০১৪ ০৭:৪২647998
  • আহা! মন ভরে গেল, প্রাণ জুড়িয়ে গেল। সপ্তাহটা ভালো-ই কাটবে নিশ্চয়ই। যার শুরু ভালো, তার সব ভালো হবেই।

    হ্যাঁ গো কুমুদি, তারপর গরুর মাথা থেকে ওড়নাটা খুলল কে? আর কীভাবে? অর্পিতা কি আর কখনও ঐ ওড়না ব্যবহার করেছিলেন?
  • kumu | 132.161.238.139 | ০৪ আগস্ট ২০১৪ ০৭:৫৩647999
  • ওড়নার খোঁজ আর নেয়া হয়নি।
    অর্পিতা ৫ ফুট মত লম্বা,আমরা বেথুন স্কুলে একসঙ্গে পড়েছি।পরে দিল্লীতে একই পাড়ায় দুজনে দুজনকে আবিষ্কার করে উলুতপুলুত হয়ে পড়ি।
  • Abhyu | 107.81.97.76 | ০৪ আগস্ট ২০১৪ ০৭:৫৭648000
  • আমার সবচেয়ে ভালো লাগল "গরু তাড়া করেছে,বাড়ী ফেরার কোন নিশ্চয়তা নেই।ফিরতে না পারলে সবুজ ব্যাগে ব্যাংকের বই ও টাকা রাখা আছে।" আর সুঁইকুমারী নামটা।
  • | ০৪ আগস্ট ২০১৪ ০৯:২৯648001
  • :-)))))
    \স্রেফ হাম্বাআআ শুনেই তোমরা অমন দিগবিদিক ভুলে দৌড়ালে? :-)))
  • b | 135.20.82.164 | ০৪ আগস্ট ২০১৪ ১০:২১648003
  • ব্লাড প্রেসার স্বাভাবিক হয়ে গেলো। আরো লিখুন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন