এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অঞ্জন ঘোষ(ডাক হরকরা) | 24.99.51.15 | ২৯ আগস্ট ২০১৩ ০৯:২৪619630
  • [সুকুমার রায়কে নিয়ে নিত্যনতুন কাজ কর যায়।সব কাজেই আনন্দে ভরে ওঠে মন। আবোল-তাবল আমার গীতা।এবার সেই আবোল -তাবলের চরিত্রেরা কে কি খায় বা কার কী খাদ্যাভাস,তাই নিয়ে লিখে ফেললুম একটা ছড়া।আবোল-তাবোলের উপর আরো কাজ পোষ্টিং করব।আপনাদের মতের ওপর আমার আবোল-তাবোল নিয়ে বড় ধরণের কাজ নির্ভরকরছে]
    সুকুমার-খাবার
    ডাক হরকরা

    কেউ কি জানো সারা বছর করেছি কত খোঁজ
    সুকুমারের চরিত্ররা কে কী খায় রোজ?
    আবোল-তাবোল ভর্ত্তি করা হরেক রকম খাদ্য
    তাদের নিয়ে লিখব ছড়া এমন কি আর সাধ্য!!

    হাঁড়ি নিয়ে দাড়িমুখো সে এক কাঠ বৃদ্ধ
    রোদে বসে খায় সে চেটে ভিজে কাঠ সিদ্ধ।
    দুর্ভাগ্য গঙ্গারামের পায়না খেতে কিছু
    পিলের জ্বর,পান্ডুরোগ ছাড়েনা তার পিছু।

    সেই যে ছিটেল্ ‘কল’-এর জনক চন্ডীদাসের খুড়ো
    মুখের সঙ্গে ছুটছে খাবার নাস্তানাবুদ বুড়ো।
    পাঁচ ঘন্টার রাস্তা যাবে দেড় ঘন্টায় বোলে
    ইচ্ছে মত খাবার ঝোলাও ঘাড়ে আঁটা কলে।।
    ঝোলাতে পারো খাবার-দাবার যার যেরকম রুচি
    মন্ডা মিঠাই চপ্ কাটলেট খাজা কিংবা লুচি।
    খাবার গন্ধে পাগল হয়ে আসবে জিভে জল
    জোয়ান-বুড়ো সবাই বলে ধন্য খুড়োর কল।

    সব খাদ্য সুখাদ্য যে এমন কথা নাই
    কামানের গোলা খেয়ে মল্লো যে জগাই!
    হালকা মেঘের পানসে ছায়া চাটতে লাগে বেশ
    নানা রকম ছায়া খেলেই সকল ব্যমোর শেষ।
    আমড়া গাছের নোংরা ছায়া কামড়ে যদি খায়
    ল্যাংড়া লোকের ঠ্যাং গজাবে সন্দেহ নেই তায়।
    হপ্তা খানেক তেঁতুল তলার তপ্ত ছায়া খেলে
    আষাঢ় মাসের বাদলা দিনে বাঁচবে অবহেলে।

    তিনটি বেলা উপোষ করে কুমড়োপটাশ থাকে
    ছেঁচকি শাকের ঘন্ট বেটে মাথায় মলম মাখে।
    বাড়িতে বসে কুলপি করে কাতুকুতু বুড়ো
    খেলেই পরে পেটের নাড়ী ছিড়তে পারে কারও।
    চালভাজা আর মুড়ির ভক্ত থুরথুরে সেই বুড়ি
    বদ্যি জানে আলু খেলে বুদ্ধি হবেই চুরি।

    আকাশ টোকো থাকে নাকো হলে পরে বৃষ্টি
    তখন যে কেউ চাটতে পারো,এক্কেবারে মিষ্টি
    টিয়ামুখো গিরগিটিটা ভেবেই মরে রোজ
    পোকা ছেড়ে কাঁচা লঙ্কার করতে হবে খোঁজ?
    কিমাকার কিম্ভূতটার একটি ভাবনা আজ
    বাঁচবে কি আর ক্যাঙ্গারুটা খেলে কলাগাছ!
    ভুল করেও ঘুমাও যদি টিফিন হবার আগে
    ভীষণ হারে কমে যাবে তোমার খাবার ভাগে।
    তিনটি গন্ডা লুচি আর খান পাঁচ কাটলেটে
    জিভে গজা মন্ডা-মিঠাই যাবে অন্যের পেটে।
    আর যা থাকবে তোমার পাতে আলু ভাজা ঘুঘনি-
    ঘুমের থেকে দেখবে উঠে পাতখানা শূণ্যি!

    বাবুরাম সাপকে শুধু খাওয়ায় দুধু ভাত
    হুঁকোমুখো কাঁচাকলা খেলেই কুপোকাৎ।
    ঠোঙা ভরা বাদামভাজা খায়না কেন রাজা
    ছবির ফ্রেমে থাকবে কেন আমসত্ত্ব ভাজা!
    কেতাবেতে সব সংবাদ লিখছে ফলাও ক'রে
    চাটনি আর পোলাও সবাই রাঁধে কেমন ক'রে।

    ডানপিটেটা খাবেই দেখ শিলনোড়াটা শেষে
    মোমবাতিা আর দেশলাই সে নিয়ম করে চোষে।
    কপ্ কপিয়ে মাছি ধরে দিচ্ছে মুখে পুরে
    দুধভাত দেখলে ভাগে যোজন খানেক দূরে।
    আহ্লাদীরাও বসে থাকে ডানপিটেটার পাশে
    এসব দেখে সবাই মিলে সোডার মত হাসে।।
    ওইযে আমার হামান ছেঁচা যষ্টি মধুর মিষ্টি
    রান্না হাঁড়ির কান্না হাসির ফোড়নদারের গুষ্টি।

    নন্দ খুড়ো ছাড়ল হুঁকো ,পাত্র নিল নস্যি
    কোটাল এসে নস্যি ঝাড়ে এমনতর দস্যি।
    গালফোলা ঐ নেকীর মুখে মালপোয়াটা ঠাসা
    কাঁদুনে কাঁদে খিদের সময় মায়ের আদর খাসা
    দেওয়াল ঠেসে খাবি খায় ট্যাঁশগরুটা রোজ
    দানা পানি-ঘাস- বিচালির করে না তো খোঁজ।
    খায়না সে যে ছোলা ছাতু ময়দা কিংবা পিঠা
    রুচি নাই আমিষেতে,পায়েসও গেল ছাঁটা
    সাবানের সুপ আর মোমবাতিতে লোভ
    ন্যাকড়া ফালি ফেলল খেয়ে কী জানি কী ক্ষোভ!

    কেউবা আবার নোটে লেখে আরশোলা কী খায়
    ঝোলাগুড় কিসে দেয় ?সাবান না পটকায়?
    জোয়ানের আরক কেন এতটা ভাই ঝাঁঝায়
    তেজপাতায় তেজ কেন?ঝাল কেন লঙ্কায়?
    পালোয়ানের বরাদ্দ রোজ তিনটি ধামা পেস্তা
    চৌদ্দ হাঁড়ি দৈ কি মালাই মুড়কি কয়েক বস্তা।

    দুপুর হ'লে খাবার আসে কাতার দিয়ে ডেচকি
    বরফ দেওয়া উনিশ কুঁজো সরবত থাকে বৈকি!
    বিকেল হলে খায় সে শুধু গন্ডা দশেক মন্ডা
    সন্ধ্যা হ'লে দিস্তা লুচি করতে পারে ঠান্ডা।
    একটা কথা এবার বলি পোলাও কিম্বা কোর্মা
    খাস্তা লুচি বেলতে গিয়ে দেখাও হাজার ফর্মা
    পটলের দোলমাতে দাও না যতই মাছের পুর
    সবাই জেনো শ্রেষ্ট খাবার পাঁউরুটি আর ঝোলা গুড়।।[০৫.০৮.২০১৩]
  • অঞ্জন ঘোষ(ডাক হরকরা) | 24.96.24.206 | ২৯ আগস্ট ২০১৩ ১৮:৩৪619631
  • সৎপাত্র
    ডাক -হরকরা

    শুনতে পেলাম পোস্তা গিয়ে
    গঙ্গারামের হয়েছে বিয়ে।
    স্ত্রী-পুত্র- বিশাল বাড়ি
    সম্প্রতি সে কিনেছে গাড়ি।
    ছিল ব্যাটা ম্যাট্রিক ফেল
    পান্ডুরোগেই লাইফটা হেল।
    বৌটি ধমক দিল যবে
    কবে তুমি মানুষ হবে?
    টিকতে হলে ধরা ধামে
    যাওনা ভিড়ে ডান বা বামে!
    অযোগ্য যে সকল কাজে
    রাজনীতি তো তারই সাজে।
    যাওনা কেন বনগ্রামে-
    শ্যাম লাহিড়ী অনেক জানে।
    সেই থেকে শ্যাম বনগ্রামের
    বুদ্ধিদাতা গঙ্গারামের।
    শিখিয়ে দিল দেওয়াল লেখা
    নেতা-গজার সঙ্গে থাকা।
    দেয়াল লেখায় জীবন শুরু
    পাকড়ে নিল আসল গুরু ।
    সূচনাতে জমির দালাল
    সংসারেতে ফিরল যে হাল।
    জিতল ভোটে তারই দল
    গঙ্গা কিনল ধানের কল।
    এরপরেতে ইমারতি
    বুঝল এটাই পরম গতি।
    মোটা সুদে দিচ্ছে ধার
    ঝুলছে গলায় সোনার হার।
    সত্যি এখন উচ্চ ঘর
    ধনকুবেরের বংশধর।
    এই ছেলেটাই দেখবে কবে
    ইলেকশনে টিকিট পাবে।
    গঙ্গারামের বুদ্ধি জোরে
    ভাইগুলো সব ব্যবসা করে।
    জীবনটাকে করছে ভোগ
    উধাও পান্ডু-পিলের রোগ।
    এমন ঘরের পাত্র পেলে
    বলবে কি কেউ মন্দ ছেলে?[২১.০৮.১৩]
  • অঞ্জন ঘোষ(ডাক হরকরা) | 24.96.254.65 | ০১ সেপ্টেম্বর ২০১৩ ২০:৫১619632
  • ট্যাঁশগরু
    অঞ্জন ঘোষ(ডাক হরকরা)
    পত্রিকা 'সন্দেশ' খুলে দেখি প্রথমে
    চমকিয়ে ওঠে পিলে ট্যাঁশগরু নিলামে!
    হারুদের অফিসের গণভিড় হাটাতেই
    দিয়েছে এড-খানা পত্রিকা পাতাতেই-
    'কারো যদি শখ্ থাকে ট্যাঁশ গরু কিন্তে,
    সস্তায় দিতে পারি, দেখ ভেবে চিন্তে ।'
    আমি ভাবি ক্ষতি কি আছে টাকা দেরাজে
    এই বেলা তুলে রাখি নিজেরই গরজে
    নেই কোনো ঝামেলা পোষা যায় আয়াসে
    সাবানের সুপ আর মোমবাতি খায় সে।
    নেই কোনো বায়না না ছুঁলেই মিটে যায়
    ঝামেলা হবে যদি ন্যাকড়ার ফালি খায়
    সেটুকু চোখে চোখে রাখলে পায় কে
    আর যা করুক না ও নিজের বাতিকে
    ধর যদি কিনতে লাগে মোট আট আনা
    টকিটের দাম হবে মেরেকেটে আধ আনা
    একদিনে উঠে যাবে অনায়াসে কেনা দাম
    খাওয়াতে এক আনা তার সাথে ধরলাম।
    এইবার কথা হ'ল থাকবে কি মাচাতে
    এতবড় পাখি তাই ধরবেনা খাঁচাতে
    যদি তাকে আটমাস সার্কাসে লিজ দিই
    বেশ কিছু টাকা কড়ি একবারে তুলে নিই
    তবু আছে মুশকিল জোরে যদি ধমকায়
    লট্খটে হাড়গোড় একেবারে ন'ড়ে যায়,

    চমকিয়ে পরে গেলে ল্যাগব্যাগ পাকাবে
    ঠ্যাস দিয়ে খাবি খাবে কি বা খেলা দেখাবে!

    অথবা সে রেখে আসি চিড়িয়াখানাতে
    মাসে মাসে ভাড়া দিলে পারি টাকা বানাতে
    তবে কিনা সেখানেও দর্শকে আছে ভয়
    কেউ যদি দানাপানি ছাতু ছোলা ছুঁড়ে দেয়
    সেইসব খেলে খেলে যদি কাশি ওঠে খক্খক্,
    সারা গায়ে ঘিন্ ঘিন্, কাঁপে ঠ্যাং ঠক্ঠক্

    আধমরা হ'য়ে যদি শুয়ে থাকে বালিশে
    টাকা পাওয়া ছেড়ে দাও, মরে যাবো নালিশে

    বাড়িতেই রাখি যদি দেখভাল করে কে
    দুম করে যায় যদি বেড়িয়ে সড়কে
    গাড়িচাপা খেলে পরে মিডিয়া কী ছাড়বে
    পশুপ্রেমী যারা আছে ভয়ানক মারবে

    তার চেয়ে এই ভালো সুখে আছি দিব্যি
    খাটে শুয়ে পান মুখে করে যাই কাব্যি।[২৫.০৮.১৩]
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন