এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • নিরাপদ পাখিরা | 184.57.128.64 | ২১ এপ্রিল ২০১৩ ০১:২৪601353
  • নমস্কার
  • নিরাপদ পাখিরা | 184.57.128.64 | ২১ এপ্রিল ২০১৩ ০১:২৮601364

  • -----------------------------------
    কাকা আমায় দুটি পয়সা দিবি
    নেচে দেখাই কেমন নাচে
    বনের ময়ুর শহর জোড়া লোক
    তাদের কেমন থাকে ধড়াচূড়া
    কেমন থাকে মনের খুশি
    কেমন তাদের সাহেবপানা ঝোঁক
    ওরে আমায় দুটি পয়সা দিবি
    বেঁচে দেখাই কেমন বাঁচে
    মানুষপ্রাণী সব
    কেমন করে তিন বেলা খায়
    কেমন করে ফেলা ছড়ায়
    বাচ্চারে দেয় খেলনাপাতি
    শীতের আলোয়ান
    কেমন করে তরাস ঢাকে
    কেমন করে সোহাগ করে
    কেমন তাদের নিকানো চাঁদমুখ
    কাকা আমায় দুটি পয়সা দিবি
    বেঁচে দেখাই কেমন বাঁচে মানুষপ্রাণী
    বনের পাখি চকচকানো লোক
    -----------------------------------

    -----------------------------------
    দুই পয়সার মাল খেয়েছি
    পাঁচ পয়সার হল্লা
    দুইটাকাতে পেটের আরাম
    তার ভিতরে জল্লাদ
    পান খাইয়া তুই ঠোঁট রাঙালি
    ভুখ মিটে না রঙে
    ঘর গিয়াছে জল ফুলেছে
    তোর মাঝি ভেসেছে কোন গাঙে

    কোন গাঙে তার ডিঙ্গি গেল ভেসে
    তার মন ভরে না
    পেট ভরে না
    গান খেয়েছে মান থুয়েছে
    মাঝি ডুবেছে কোন গাঙে
    তার বুকের ভিতর পেটের ভিতর
    হরেক কিসম ঘর বাহিরের জল্লাদ
    কেবল নৃত্য করে রঙ্গে
    -----------------------------------

    -----------------------------------
    তোদের দালান বাড়ী ট্যাক্সি গাড়ি
    চলবে আমার ক্ষেতের আলে আলে
    আমার গোহাল ঘরে থাকবে তোদের
    চাকর পোলা ইলেকট্রিকের তলে
    তোদের পুলিশ খুড়া লাথ মারিছে
    আমার ঘরে বাঁধনা গেছে খুলে
    তোদের শহর খেল বেবাক জুড়ে
    হাতেও মারে ভাতেও মারে
    পাকশালা আর হাঁসের খামার
    বাস্তুভিটা শোয়ার কোঠা
    কন্যা ছাওয়াল ঘরের বহু
    বেবাক দিল তুলে
    তোদের শহর খেল এই কূলে ঐ কূলে
    বিজলী বাতির খাম্বা বসে
    আহা আমার ক্ষেতের আলে আলে
    তোদের শহর খেল এই কূলে ঐ কূলে
    -----------------------------------

    -----------------------------------
    বুলবুলিতে ধান খেয়েছে
    ছাওয়াল খাবে ভাত
    ভোটের ঠাকুর রক্ত খাবে
    ক্ষুধার ঠাকুর লাথ
    বসত গেছে কারখানাতে
    ছাওয়াল যাবে ঘুম
    তার পেট টেনেছে ক্ষুধার ঠাকুর
    আগুনে নাই উম
    আগুন নিভা চুলায় চাপা
    মানুষ মর মর
    কাকা মানুষ কোথা
    পিঁপড়া পোকা
    পড়ছে চাপা
    দেখো শহর বাড়ার ধুম
    -----------------------------------

    -----------------------------------
    ফর্সা জামায় রক্ত নিয়া
    চোঙায় ফোঁকো কী
    আমার গোহাল ঘরে বলদ দিবে
    পান্তা ভাতে ঘী
    নেতা চোঙায় ফোঁকো কী
    গাঁয়ের মণ্ডপেতে মিশলা ছিল
    বন্ধু বেবাক লোক
    নেতা ভোটের কলে জবাই দিলা
    পয়সা দিলা থোক
    পোলার বদল চাকরী দিলা
    দলের বদল শোক
    শ্মশান কবর ভাগ দিয়াছো
    আসে ছবি তোলার লোক
    নেতা চোঙায় ফোঁকো কী
    এবার নিজের ক্ষুধা বুঝতে শিখেছি
    কেমন করে পেট ভরে খায়
    বন্ধুস্বজন বেবাক ছেলেপিলে
    খুড়া রক্ত মোছ ফর্সা জামায়
    জল ঢালো গা শহর গড়ার কলে
    তোমার ঝান্ডা গাঢ়া
    হাঁড়িকাঠের তলে
    তোমার শহর গড়ার কলে
    -----------------------------------

    -----------------------------------
    পীরিত কথা পেটেই থাকে
    তাহার পাশে ক্ষুধা
    ডানদিকে আজ পেট ভরেছে
    বামদিকে তাই সুধা
    রাধে, বড়ই ভালোবাসী
    এমন পাগলপারা হাসি
    ডাইনে যেদিন পেট ভরেনা
    বামদিকে হয় বিষ
    রাধে ঘিন্না করে দিস
    তখন রক্তে জাগে বিষ
    ডানদিকে আজ পেট ভরেছে
    চিন্তা করে চাও
    রাধিকে পোকরা পেটে জোস্না মরে
    আঁধার করে দিন
    সেদিন চক্ষু মুদে ঘিন্না করেও
    মাপ করিয়া দিস
    -----------------------------------

    -----------------------------------
    টিনের চালে রোদ জমেছে
    রং লেগেছে ধানে
    ফুল ধরেছে কুমড়া মাচায়
    গান লেগেছে কানে
    রেডিওতে গান দিয়াছে
    উদাস লাগে প্রাণে
    দূরের টানে রেলগাড়ি যায়
    মানুষরে ঘর টানে

    মধুর টানে ভোমরা নাচে
    জলের টানে ধান
    সবার থেকে বিষম টানে
    তোমার অভিমান
    ঘর ফিরে যাই বা'র ছেড়ে যাই
    রোদ লেগেছে পথে
    বুকের ভিতর ডাক দিয়াছে
    তোমার চোখের টান
    ও তোর চিঠির অভিমান
    -----------------------------------

    -----------------------------------
    এইখানে তুই বইসা আছিস
    কোনখানে তোর ঘর
    এইখানে তোর সন্ধ্যা হল
    কালকে হবে ভোর
    তুই ফিরনা কেন ঘর
    এইখানে তো পয়সা আছে
    কোনখানে তোর ঘর
    এইখানে তোর চাকরখাটা
    সবাই যে তোর পর
    তুই ফিরনা কেন ঘর
    ঘরে ধান গিয়াছে চাল গিয়াছে
    নাইকি ভিটা তর
    তোর কি সুজন গেছে স্বজন গেছে
    ছিল কেমন তরো ঝড়
    তুই বাঁধ না কেন ঘর
    জলের ধারে বৃক্ষ আছে
    নদীর বুকে চর
    পথের ধারে কেমন আছে
    এবার ঠাহর কর
    ফের বাঁধনা কেন ঘর
    তুই বাঁধ না কেন ঘর
    -----------------------------------

    -----------------------------------
    ঘরের দিকে টানবি আমায়
    দেড়ব্যাটারির কল
    আমার ঘর কোথা তুই বল
    আমার ঘর খেয়েছে তোর শহরে
    বন খেয়েছে কল
    কারখানাতে ধান খেয়েছে
    দলান বাড়ির তল
    আমার ঘর গিয়াছে নিজ গিয়াছে
    তুই তো আমার পর
    আরে গান শোনাবার কল
    ঘরের কথা শোনাস কারে
    ঘর কোথা তুই বল
    পুকুর খেল ঘাটলা খেল
    মানুষ মারা কল
    কাজলা দিঘীর ভর্সা গেছে
    তর শহরের তল
    তুই ঘর ফিরানোর গান শুনালি
    ঘর কোথা তুই বল
    -----------------------------------
    ১০
    -----------------------------------
    আমি বাণিজ্যে যাই গতর বিকাই
    মন্দ বলিস কারে
    টাকায় বাপ খেয়েছে ভাই খেয়েছে
    ঘরে চাল ছেয়েছে ধারে
    আমি শরীর বিকাই আটপ্রহরে
    চক্ষু মুদে থাকি
    তার টাকায় খাবে গুষ্টি মুলুক
    ত্যাগ দিয়াছে যারে
    আমি গতর বিকাই বাণিজ্যে যাই
    মরণ বিকাই রাতে
    আমার শরীর কিনে বেবাক লোকে
    মাথা বিকাই কারে
    আমায় নষ্ট বলিস তাতে
  • কল্লোল | 111.63.236.157 | ২১ এপ্রিল ২০১৩ ০৯:৫৩601365
  • চলুক। বেশ হচ্ছে।
    আমি বাণিজ্যে যাই গতর বিকাই - ভালো লাগলো।
  • sosen | 125.241.83.202 | ২১ এপ্রিল ২০১৩ ১০:০০601366
  • দারুণ লাগছে। সাথে ছবি হোক।
  • নিরাপদ পাখিরা | 78.45.73.54 | ২২ এপ্রিল ২০১৩ ০৩:১৮601367
  • আপনাদের অনেক ধন্যবাদ মতামত দেওয়ার জন্যে
    আরো যাঁরা পড়েছেন তাঁদেরও

    -নিরাপদ পাখিরা
  • aranya | 154.160.5.25 | ২৩ এপ্রিল ২০১৩ ০৯:৪৪601368
  • এ টই-টা মিস করে গেছিলাম। সুন্দর হচ্ছে।
  • rabaahuta | 172.136.192.1 | ২৪ এপ্রিল ২০১৩ ২৩:০৭601369
  • ওরে কেউ পয়সা দিলিনা দুটো পয়সা দিলিনা
    আমি জুড়ি গাড়ি হাঁকিয়ে যেতুম
    গরম খানা জুড়িয়ে খেতুম
    হুইস্কিতে বরখ দিতুম পায়ের পরে পা

    আমার আপিস দোকান শকার বকার
    মন্দ গালি গুছিয়ে দিতুম
    পাতা ফেলে অহর্নিশি
    মাথার ওপর পা
    কেউ পয়সা দিলিনা

    একটা তহবিলের চাবি কাঠি
    এইবাজারে খুঁজে পেলে
    তছরুপেতে গুষ্টি নেড়ে
    পায়ের ওপর পা
    কেউ পয়সা দিলিনা
  • নিরাপদ পাখিরা | 172.136.192.1 | ০৭ জুন ২০১৩ ২১:৪৭601370
  • এ মনে বড়ই বদের বাস

    তারে কান ধরে কই গীত লেখ সে
    কেমনতর বাদলা হল দেখো
    কেমনতরো মনোহরণ দৃশ্য চারিদিকে
    বৃষ্টি পড়ে পাহাড় ঘিরে
    মেঘের চাদর পড়েছে সব দিক
    গীত লেখ সে এমন ধারা দিনে

    সে বলে আহা হারাই কলিকাতা।

    বলি, কেমন দেখ সাগর জলে ঢেউ
    দেখ কেমন তর আকাশ মেলে
    সাগর জলে কেমন দেখ নারী
    তাদের বসন ভূষন চিত্তচমৎকারী
    এমন দেখনশোভা বয়ান কর
    একটা মধুর গীত লেখ হে চাই

    সে বলে আহা সুদূর কলিকাতা।

    বলি কেমন দেখ মধুর হাওয়া
    সুভদ্র সব লোক- নাইকো ধোঁয়া
    নাইকো ধুলা সমস্কৃতি চৌদিকে ডগমগ
    দেখো বৃক্ষে পাখী হরিণশিশু
    ঘাসের বনে কেমন খেলা করে
    লেখো হে গীত লেখো হে এই যে সোনার দেশ

    সে বলে আহা ধূলার কলিকাতা।

    বলি কেমন দেখো চড়ছো গাড়ি
    কেমন দেখো কিনছো আলিশান
    দেশের বাড়ি মুছছো মফস্বল
    কেমন দেখো লাভের কড়ি উঠছে ঝাঁপি ভরে
    সে যদি পানসা লাগে হায় বেয়াকুল মন
    বরং কলিকাতায় গীত লিখি রে চল

    সে বলে আহা টাকায় লেখা গান।

    এ মনে বড়ই বদের বাস।
  • | 24.97.17.95 | ০৭ জুন ২০১৩ ২২:১০601371
  • যদিও কইলকাতা নিয়া আমার কুনো আদিখ্যাতা নাই, তবি এইটে আহা বড় ভাল।
  • nina | 78.34.162.175 | ০৮ জুন ২০১৩ ১০:১৯601354
  • জব্বর হইসে--খাসা হইসে রে হুতো--এক্কেরে দুরন্ত লিখেছিস !!
  • কল্লোল | 116.77.160.164 | ১০ জুন ২০১৩ ০৭:৫৭601355
  • নিরাপদ ও হুতো।
    তোমাদের কিছু কবিতা গান করতে সাধ যায়।
    অনুমতি পেলে বড় পুলক হয়।
  • nirapad pakhira | 78.224.201.112 | ১০ জুন ২০১৩ ০৮:৩৬601356
  • কল্লোলদা, আ'ন্চাবো কোথায়?ঃ)
  • Ishan | 60.82.180.165 | ১০ জুন ২০১৩ ০৮:৩৭601357
  • ক্কী মিস ক্কী মিস। হেবি হচ্ছে তো। হুতোর গানে একটা স্প্যানিশ টিউন হোক কল্লোলদা। :)
  • ন্যাড়া | 213.83.248.37 | ১০ জুন ২০১৩ ০৮:৪০601358
  • আমিও ভাবছিলাম অনুমতি-টনুমতি না নিয়েই এই সব লাল গানে নীল সুর লাগিয়ে দেব।
  • Ishan | 60.82.180.165 | ১০ জুন ২০১৩ ০৮:৪৭601359
  • হ্যাঁ, ফেকগীতি নামটাও একঘর। বড়ো হয়ে যখন কম্পোজার হব, তখন এই নামটি ঝেড়ে দেব। :)
  • niraapad paakhiraa | 78.224.201.112 | ১০ জুন ২০১৩ ০৮:৫৮601360
  • বিলক্ষন, অনুমতি আবার কিসের, যে যা খুশি করুন, খুবই আনন্দ পাবো।
  • তমিজ মিঞা | 132.172.209.47 | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:০৮601361
  • মাঠের ওপর চিলের ছায়া ঘাসের প্রজাপতি
    কলের লাঙল সগর্জনে সমান করছে মাটি
    শুকনো ডালে শুকনো পাতায় আগুন জ্বেলে ধোঁয়া
    নতুন দোকান নতুন দালান নতুন বসত ঘাঁটি

    বানাচ্ছে সব নতুন শহর নতুন বাসা বাড়ি
    নতুন মানুষ নতুন কাজে এদিক ওদিক পাড়ি
    দিচ্ছে কেমন এদেশ ওদেশ শহর থেকে দূরে
    গড়ছে শহর গুটিয়ে নিয়ে পুরনো পাততাড়ি

    দূরের থেকে আসছে মানুষ নতুন ছেলে মেয়ে
    ইঁট্পাথরের নানান মজা বানাচ্ছে মিস্তিরী
    নিয়মছাড়া হোঁচট ঢিপি সমান ধুলোয় ছেয়ে
    দেওয়াল ঘিরে ছাদ বানালো ছাদের ছাদের দিকে সিঁড়ি

    রাস্তা জুড়ে মেঘের ছায়া রাস্তা জুড়ে গাড়ি
    কলের করাত কাটছে সমান ঝাউ গাছেদের সারি।
  • তমিজ মিঞা | 132.172.209.47 | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:০৯601362
  • জোৎস্নায় ডেকে যায় রাতচরা পাখি
    ঝোপে ঝাড়ে জেগে থাকে জোনাকির ঝাঁক
    ঘুমের গল্পগুলি রাতের শিয়রে
    গাড়ির মতন ছোটে রাস্তার ডাক।

    হিম পড়ে হাওয়া দেয় পলাশের বনে
    চুপ করে ঝিঁঝিপোকা কান পেতে আলো
    ফোঁটে নাকি গুণে গেঁথে রাখে রাত্তির
    ঝুঁকে দেখে কারা জাগে কে যারা ঘুমালো।

    ঝাঁক বেঁধে তারাগুলি গ্রামে ও শহরে
    চেয়ে দেখে কোন পথে মানুষেরা হাঁটে
    এখনো এমন রাতে কারা ফেরে ঘরে
    কাদের সন্ধ্যে ভোর ইতি উতি কাটে।

    রাত চরা পাখি জাগে পূর্ণিমা ধরে
    এখন অনেক রাত, আলোরা ঘুমালো।
  • কুশান | 015612.107.231223.109 | ০১ নভেম্বর ২০১৮ ১৯:৪৬601363
  • চমৎকার। দারুণ অভিজ্ঞতা প্রথম পাঠে। আরো পাঠ প্রয়োজন।
  • নিরাপদ পাখিরা | 134.238.14.27 | ১৯ এপ্রিল ২০২২ ২১:৪২736300
  • বলছিলাম যে, ব্যাপারটা কি ঠিক হলো? আমাকে কি নামের কপিরাইট নিতে হবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন