এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এই,এই উমা পোদ্দারের বিচ্ছিরি টইটা কবে শেষ হবে?

    Blank
    অন্যান্য | ২৫ জুলাই ২০১২ | ৭৫৭২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | 12.50.23.33 | ২৬ জুলাই ২০১২ ১২:০৩566163
  • শীৎকারতুল্য কিনা জানি না, তবে নিতান্তই আমার চাপাচাপিতে আমার পৈতে হয়েছিল। কারণ পৈতেয় আমি একটা নীল রঙের হিরো রেঞ্জার সাইকেল পেয়েছিলাম। মামাদের সাথে কথা হয়েছিল, পৈতে হলে ঐ সাইকেলটা আমি আব। সেই সময়ে ১৯৯৩ সালে হিরো রেঞ্জার ছিল লেটেস্ট ক্রেজ। বাংলার তথা ভারতের বাজারে প্রথম সোজা হ্যান্ডেল ওলা সাইকেল। ঐ সাইকেলের জন্য পৈতের সমস্ত নিয়মকানুন চুপ করে মেনে নিয়েছিলাম। হ্যাঁ, চড়ু বলত বোধ হয়, চড়ু খেতে হয়েছিল একদিন। আর কান ফুটোও হয়েছিল।
  • Toba Tek Singh | 131.241.218.132 | ২৬ জুলাই ২০১২ ১২:০৫566165
  • গিফ্‌টগুলো বেশ আনন্দের। আর তারপর প্রতি একাদশী আর পূর্ণিমাতে জম্পেশ খাওয়া - লুচি, ডাল, আলুদ্দম, বেগুনভাজা, পায়েস, দই, সন্দেশ...

    শীৎকারতুল্য কিনা মনে নাই।
  • san | 24.99.67.11 | ২৬ জুলাই ২০১২ ১২:০৫566164
  • কানে ফুটো হয় নাকি? তাইলে সুন্দর দেখে দুল
  • siki | 12.50.23.33 | ২৬ জুলাই ২০১২ ১২:০৯566166
  • সে ফুটো কবেই বুজে গেছে!

    হ্যাঁ, গিফটে পোচুর পোচুর বই পেয়েছিলাম। পেন পেয়েছিলাম। আমার তো জন্মদিন পালন হয় নি কখনও তেমন, তাই আমাকে উপলক্ষ্য করে বাড়িতে সেই প্রথম অনুষ্ঠান।

    তবে বাবা প্রচুর কেঁদেছিল। আমার পৈতের দিনই রাজীব গান্ধি পেরামবুদুরে বোম ফেটে মারা যান। ফটাফট দোকান বাজার সব বন্ধ হয়ে যায়, এদিকে অর্ধেক জিনিস তখনও কেনা বাকি। বাবার আক্ষরিক অর্থে হাতে হ্যারিকেন হয়ে গেছিল। নেহাত বাজারের লোকজন সব চেনা ছিল তাই বাড়িতে এসে জিনিসপত্র দিয়ে গেছিল।
  • Toba Tek Singh | 131.241.218.132 | ২৬ জুলাই ২০১২ ১২:১৩566167
  • আমার কানে ফুটো হয়ই নি। পুরুতমশাই কিসব বলে বাইপাস করে দিয়েছিলো। তবে মাথার আদ্ধেক চুল আর আদ্ধেক ফাঁকা একখান ছবি আছে।
  • san | 24.99.67.11 | ২৬ জুলাই ২০১২ ১২:১৪566169
  • কৈশোরে ছেলেদের কানে দুল দেখতে কেমন একটা লাগত। আজকাল দেখি অনেককেই মানিয়ে যায়

    তবে সেদিন একটি মেয়ের জিভে দুটো রিং দেখে গা শিউরে উঠেছিল
  • dukhe | 212.54.74.119 | ২৬ জুলাই ২০১২ ১২:১৪566168
  • প্রবলেম সলভড । উমা পোদ্দারকে বলা হোক মেয়েটিকে একটি সাইকেল কিনে দিতে ।
  • kc | 204.126.37.78 | ২৬ জুলাই ২০১২ ১২:২২566170
  • আমার সব হয়েছিল। আমাদের আবার কান ফোটো করে বেলের কাঁটা দিয়ে। ঐ যন্ত্রনাটা মনে আছে। চার দিন ঘরে বন্ধ থাকা, খ্ড়ম পরে চলাফেরা, অনেকগুলো ডিকশনারি, ঘড়ি আর আংটি পেয়েছিলাম। শুধু জেঠিমা সৈন্ধব লবণ ভেবে ফটকিরি গুঁড়ো করে রেখেছিল। একুগ্রাস ভাত তাই দিয়ে খেয়েছিলাম। কথা বলতেই সেদিনের মতন খাওয়া সেশ।

    বন্ধুরা দিয়েছিল একটা ফুটবল আর একটা ক্রিকেট ব্যাট আর ব্যাডমিন্টনের নেট। একবার দেখিয়েই নিয়ে চলে গেছিল। আর তার ভাগের টাকাও আমার কাছ থেকে আদায় করেছিল।

    দাদুর জোরাজুরিতে পইতে হয়েছিল। দাদুও নেই, বাবাও নেই, জেঠুরাও চলে গেছে। তাই ছেলের পইতে নিয়ে এখন ঘোর অনিশ্চয়তা।
  • Toba Tek Singh | 131.241.218.132 | ২৬ জুলাই ২০১২ ১২:২৭566171
  • পৈতের একটাই উপকারিতা (নিজের ক্ষেত্রে দেখেছি) - ওই এক বছর মাংস/ডিম/পেয়াঁজ বন্ধ বলে তরকারি খেতে শেখা। তবে আমাদের বাড়িতে ওটাই শেষ, আর কারো হবে না। অনিশ্চয়তার কোনো প্রশ্নই নাই।
  • bb | 127.195.183.70 | ২৬ জুলাই ২০১২ ১৫:৫০566173
  • আমার পৈতে কান ফুটো হয়েছিল, তিনদিন ঘরে বন্দী ছিলাম - কিছুই খারাপ লাগেনি।
    কিন্তু ভীষণ অবাক হয়ে ছিলান একটি নিয়মে ঐ তিনদিন কোন অ-ব্রাম্ভন ( বানানটা !!) কারুকে দেখা যাবে না শুনে। এইসব তালিবানী জিনিষ এই মুহুর্তে বন্ধ করে দেওয়া উচিত।
    অব্শ্য এই প্রজন্মে আমাদের পরিবারে এই নিয়মটা আর মানা হয় না। কিন্তু ভীষণ খারাপ লাগে এই নিয়ম টা
  • de | 190.149.51.66 | ২৬ জুলাই ২০১২ ১৫:৫৪566174
  • braahmaN = ব্রাহ্মণ
  • bb | 127.195.183.70 | ২৬ জুলাই ২০১২ ১৫:৫৫566175
  • ধন্যবাদ দেঃ)
  • চাণক্য | 127.194.247.199 | ২৬ জুলাই ২০১২ ১৬:৫১566176
  • অগ্রজ ও জ্যেষ্ঠা ভগিনীগণ

    চাণক্য সেন্টি খায়নি। যা খেয়েছিল, গুরুপাক (তা আর বলতে। পান ইনটেন্ডেড) বলে পরিপাকে বিলম্ব হয়েছিল। এখন হজম হয়েছে। ঐ পাতায় বিষ্ঠা ত্যাগও হয়ে গেছে। তবে আপনাদিগের তাহা পাঠ অনুচিত, এই ধারণা।
  • bb | 127.195.184.123 | ২৬ জুলাই ২০১২ ২৩:৫১566177
  • এতো সেই পাগল দাশুর কেস - আবার আসিয়াছে দূত ফিরিয়া
  • aka | 178.26.215.13 | ২৭ জুলাই ২০১২ ০০:১২566178
  • আমার পৈতেতে কান ফুটনো হয় নি, কানে ছুঁচ ছোঁয়ানো হয়েছিল, আমার দণ্ডীঘর একরাত হয়েছিল। দাদুর ধারণা ছিল আমি প্যালারাম টাইপ তাই কিছুই পারব না, তার নিয়ম টিয়ম মানা হয় নি। একবছর একাদশী করে ভেবেই পাই নি, বিধবাদের একাদশী করা নিয়ে এত ক্ষোভ কেন? সকালে প্রচূর মিষ্টি, দুকুরে গোটা কু্ড়ি লুচি, মিষ্টি, বিভিন্ন সুস্বাদু তরকারী আর রাতে ফলার। আহা সে খাদ্য স্বর্গীয়। একবছর বাইরে খাই নি, তাতে অবশ্য ভালই হয়েছে।
  • Tim | 108.249.6.161 | ২৭ জুলাই ২০১২ ০১:১৭566179
  • এক বছর মাছ-মাংস-ডিম না খেয়ে থাকার দুঃখ শুধু মিষ্টিতে ভোলা যায়?
  • aka | 178.26.215.13 | ২৭ জুলাই ২০১২ ০১:২১566180
  • ঐখানে ক্যাচ আছে। মাছ নয়, মাছ খাওয়া অ্যালাউড।

    আমাদের বাড়িতে এমনিতেই মাংস, ডিম হত না। দাদু খেত না বলে হত না। এমনকি প্যাঁজ, রসুনেরও চল ছিল না। দাদু বাইরে কোথাও গেলে সামান্য প্যাঁজ দেওয়া আলুরদমই অমৃত মনে হত। মাংস হলে তো কথাই নেই। তো সে বছরে কয়েকদিনের বেশি না। তাই একবছর মাংস, ডিম ইত্যাদি না খাওয়াটা আমার কাছে খুব বড় ব্যপার ছিল না।
  • Sibu | 84.125.59.177 | ২৭ জুলাই ২০১২ ০১:২৫566181
  • নিষিদ্ধ মাংস আবার নিষিদ্ধ হলে তো খেতে পারা উচিৎ। দুটো নেগেটিভে পজিটিভ হয় না!
  • pi | 138.231.237.8 | ২৭ জুলাই ২০১২ ০১:২৯566182
  • নিষিদ্ধ মাংস অ্যালাওড মানে, গোমাংস অ্যালাওড। তার মানে বোঝা গেল পৈতেতে এক্ষপ্লিসিটলি গোমূত্র পান ও ইম্প্লিসিটলি গো মাংস ভক্ষণের কথা বলা আছে।
  • siki | 96.98.42.150 | ২৭ জুলাই ২০১২ ০১:৩৮566184
  • মাছ অ্যালাওড। আর বেপাড়ায় গিয়ে ফুচকা আলুকাবলি সবই চলত। কেবল সন্ধ্যেবেলায় গেরুয়া ধুতি পরে গায়ত্রী জপ করতে হত। ঐটা ছিল রিয়েল চাপ। ঐ সময় থেকেই আমি আস্তে আস্তে নিরীশ্বরবাদী হয়ে যাই। ঃ)
  • Severus Snape | 131.241.218.132 | ২৭ জুলাই ২০১২ ০৯:৫১566185
  • ধুর, ওই সন্ধ্যেবেলায় দশবার গায়ত্রী জপ করতে আমার এক মিনিটের কম লাগতো। রেকর্ড ছিলো চল্লিশ সেকেন্ড।
  • গান্ধী | 213.110.243.22 | ২৭ জুলাই ২০১২ ০৯:৫৬566186
  • গুরুতে সব বামুন !!
  • de | 213.199.33.2 | ২৭ জুলাই ২০১২ ১০:৫৩566187
  • মোটেও না -- পৈতের টৈ বলে এত বামুং! ঃ))
  • গান্ধী | 213.110.243.22 | ২৭ জুলাই ২০১২ ১০:৫৮566188
  • তার মানে বামুনর উইচ হান্টিং করেঃ) এটা এই টইয়ের সারাংশ
  • maximin | 69.93.244.108 | ২৭ জুলাই ২০১২ ১১:২১566189
  • পৈতেয় কান বিঁধোনো হয় এটা আমি জানতাম না। আমারই তো কান বিঁধোনো হয় নি। নাকি ওটা দাসত্বের চিহ্ন। আগেকার দিনে দাস-শ্রমিকদের দুহাতে বড় বড় গর্ত করা হত আর তাতে দড়ি পরানো হত, সেই ট্র্যাডিশন। অত্যন্ত বাড়াবাড়ি।
  • ডিডি | 120.234.159.216 | ২৭ জুলাই ২০১২ ১১:৩৩566190
  • না বোধ হয়।
    ঠাকুর দেবতা, রাজা রাজরা সবাই কানে দুল পড়তেন। অহরহ বর্নণা আছে কুন্ডল শোভিত মুখের।

    দাস শ্রমিকটাও কেমন কেমন লাগছে। অমন বড়ো গর্ত্ত দু হাতে করে দিলে লোকটাকে দিয়ে খাটাবে ক্যামনে? প্লাস সে সময়ের চিকিৎসা শাস্ত্রে ইনফেকশন ছাড়া অমন অপারেশন করাও সম্ভব ছিলো - পেত্যয় হয় না।
  • Sibu | 118.23.96.4 | ২৭ জুলাই ২০১২ ১১:৩৭566191
  • তবে যে বলে জীবকের কপালমোচনী বিদ্যা ছিল?
  • ডিডি | 120.234.159.216 | ২৭ জুলাই ২০১২ ১১:৪৩566192
  • উপবীতের মেনশন তো বেদে আছে(এক্ষুনি বলতে পারবো না ঠিক কোথায়)। তার মানে খুব পুরোনো ঐতিহ্য। কিন্তু সবাই পরতো না কেউ কেউ অধিকারী ছিলো - সে সব লেখে নি।

    জীবকের ক মো বিদ্যেয় কি হোতো ? শিবু ?
  • maximin | 69.93.244.108 | ২৭ জুলাই ২০১২ ১১:৪৩566193
  • পিঠফোঁড়ের ছবি আমি নিজে দেখেছি। ছবিগুলো তুলেছিল আমার এক দাদা ওটা তার পি এইচ ডির কাজ। Anthropology-র প্রফেসর ছিল। লোকজন তাকে মান্য করে।
  • Sibu | 118.23.96.4 | ২৭ জুলাই ২০১২ ১১:৪৬566195
  • মাথার খুলির ভেতরে অপারেশন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন