এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 173.33.234.215 | ২৫ অক্টোবর ২০০৯ ২১:৫০561685
  • ""এ আমির অন্তরালে ...বীভৎস বিষয়"" ভালো লাগল। কতকিছুই না জানা থাকে।
  • dipu | 59.164.99.103 | ২৫ অক্টোবর ২০০৯ ২২:০০561686
  • ধরপাকড়ের রাজনীতির টাইপো ঠিক করে দেওয়া হয়েছে।
  • I | 59.93.207.45 | ২৫ অক্টোবর ২০০৯ ২২:২০561687
  • গৌর চক্রবর্তী সম্বন্ধে এইরকম অ্যাসেসমেন্টের কারণ ঠিক বোঝা গেল না। হয়তো আমি তেমন ওয়েল-ইনফর্মড নই। কিন্তু কয়েক জায়গায় গৌর চক্রবর্তীর যা কথাবার্তা শুনেছি, তাতে তো তাঁকে কখনো ""মাওবাদীদের হিংসার রাজনীতি ছেড়ে গণতান্ত্রিক কাঠামোয় অংশগ্রহণ করানোর" ভূমিকাগ্রহণকারী বলে মনে হয় নি। আর উনি যদি সত্যিই সিপিআই(মাওয়িস্ট)-এর প্রকাশ্য মুখপাত্র হয়ে থাকেন, তাহলে ওঁকে ঐ ভূমিকায় দেখে ফেলাটা একটু বেশী চাপের হয়ে যায় না? একটু বেশী মাত্রায় কল্পনাপ্রবণ হতে হয় তাহলে, তার জন্য। ভারতবর্ষের মাওবাদীরা গণতান্ত্রিক কাঠামোয় অংশ নিতে ইচ্ছুক , এরকম কোনো লক্ষণ কোথাও দেখা গেছে কি?
    দিনকাল যা পড়ে গেছে, আগেভাগে একটা ডি: দিয়ে রাখাই ভালো : এতদ্বারা আমি ইউএ পিএ এবং গৌরবাবুকে ঐ আইনে আটক করা একবারের জন্যেও সমর্থন করি না।

    আর তৃণমূলের কাছে কী মোহ নিয়ে গিয়েছিলেন , কমরেড? যে, তারা সকল গণতান্ত্রিক বিরোধীপক্ষের জন্য মহার্ঘ , মজবুত ছাতা প্রস্তুতির বরাত নিয়েছেন? অফ অল পার্সন্স, মমতা ব্যানার্জি? ছত্রধর-লালগড় পিঠে ভাগাভাগির খেলা একটু অস্বস্তিকর জায়গায় পৌঁছে গেলে, লাভের গুড় লাল পিঁপড়েতেই খেয়ে নিলে দিদির আর কী করার আছে দাদা, মাইক্রোশিল্ড দিয়ে হাত ধুয়ে ফেলা ছাড়া?

    না: এইরকম কোনো মোহ আপাতত: পুষি না। আমার মত আরো কেউ কেউ হয়তো পোষেন না। বেশী কিছু আশা করিনা, তবু অভ্যাসে বাঁচি, টেকন ফর গ্রান্টেড হতে দেখলে মাঝেমধ্যে সুখী গৃহকোণ শোভে গ্রামোফোনের মধ্যেও বিশ্রী রাগ হয়, এক-আধ বার মিছিলে হেঁটে ফেলি; এবং এত বছর দেব না দেব না করে ঠেকিয়ে রাখলেও এবার উল্টো লোককে ভোট দিয়েই ফেলি। আর যাঁরা ফ্যাসিবাদের পুনরুত্থান, সত্তরের প্রত্যাবর্তনের জন্য মাইক-ম্যারাপ বেঁধে আমাদের গাল দিয়েই যাচ্ছেন, তাঁরা ভেবে দেখুন পুনরুত্থান যদি সত্যিই হয় তাহলে তার জন্য তাঁরা কতটা দায়ী। এছাড়া, একথা তো কখনৈ বলব না, কলকাতা এবং তাবত শহরকুলের ছায়া এড়িয়ে, কোনাঘুপচিতে, যেথায় মিডিয়া মাইক পৌঁছয় না, সেখানকার টুকটাক-ছোট-বড় সত্তর যে হয়েই চলেছে তার কথা। সেখানে যদিও দিদি নেই।

    অঙ্কে সত্তর পাব না একশো, সেকথা জানিনা, কিন্তু কিছু আশাও করিনা। আশার প্রতিবাদই না এটা, এ আমাদের হতাশার জিনিষ। কিন্তু তাই বলে দিদিকে নিয়ে কোনো মোহ নেই। কবীর সুমনকে নিয়েও না।
  • I | 59.93.207.45 | ২৫ অক্টোবর ২০০৯ ২২:৩২561688
  • তিস্তা দাশের লেখাটি ভালো লাগল বললে জাস্ট কিছুই বলা হয় না। কিন্তু বাংলা ভাষা অথবা আমার দুর্বলতাজনিত কারণে আর কিছু বলতে পারলাম না।
    সম্পাদকদের ধন্যবাদ।
  • tatin | 70.177.57.163 | ২৫ অক্টোবর ২০০৯ ২২:৩৪561689
  • প্রত্যাশা ফোত্তাশা না- সিচুয়েশনটাকে নিজের যেরম মনে হলো, তৃণমূলের বন্ধুদের সেরকম ভাবে দেখতে বলা আর কি!

    তাঁদের পাঁঠা তাঁরা ন্যাজে কাটেন না দাড়িতে কাটেন সেইটা ডিফারেন্ট ইস্যু, দু বছর পরে তাঁদের-ই সামলাতে হবে এইটুকু বলা
  • tatin | 70.177.57.163 | ২৫ অক্টোবর ২০০৯ ২২:৩৭561690
  • *সামলাতে হবে ভেবে-ই
  • shyamal | 24.117.233.39 | ২৫ অক্টোবর ২০০৯ ২২:৫৩561691
  • সংবাদমাধ্যমের স্বাধীনতা রচনাটিতে একটি গুরুত্বপূর্ণ ভুল আছে। স্বাধীনতার লিস্টে যেখানে ভারতের স্থান ১০৫ সেখানে বলা হয়েছে অথরিটেরিয়ান চীন ১০০।
    আমি লিঙ্কটিতে গিয়ে দেখলাম চীনের স্থান ১৬৮। (১৭৫ টি দেশের মধ্যে)। তার কাছাকাছি আছে আরো যত রিপ্রেসিভ রেজিম : উ: কোরিয়া, বার্মা, কিউবা, ইরান।
  • I | 59.93.207.45 | ২৫ অক্টোবর ২০০৯ ২২:৫৭561692
  • @ তাতিন,
    অত সিওর হয়োনি দাদা, আরো দুবচ্ছর বাকী। কোথা হইতে কী হইয়া যাইবে, দীপকের হাতে পিস্তল ও বক্ষে তন্দ্রা (তন্দ্রা-ই তো?) উঠিয়া আসিবে।
  • shyamal | 24.117.233.39 | ২৫ অক্টোবর ২০০৯ ২৩:০৪561693
  • ধরপাকড়ের রাজনীতি লেখাটিতে লেখকের বক্তব্য যে ২০০৬ এর ফল যেখানে ২৩৫-৩৫ , তখনই বোঝা গেছে মমতা অস্তমিতপ্রায়। এটা হল যাকে বলে কনভেনশনাল উইসডম। কিন্তু কংগ্রেস ও প্রণববাবু ঠিক হিসেব করেছিলেন। যদি ২০০৬ এর বিধানসভার ফলের থেকে প্রতি লোকসভা কেন্দ্রের ভোট গণনা করেন তো দেখা যাচ্ছে ২০০৬ এ ৪২ টির মধ্যে ১৩ টি লোকসভা কেন্দ্রে তৃণমূল + কংগ্রেস ভোট বামফ্রন্টের ভোটের চেয়ে বেশী। আরো ছটি কেন্দ্রে খুব কাছাকাছি।

    ২০০৯ এ জোটের ফলে এই ১৯ টি কেন্দ্রের প্রতিটিতে কংগ্রেস+তৃণমূল জোট জেতে। এটা কোন হাওয়ার জন্য নয়, শুধু মাত্র বিরোধী জোটের ফল। বাকী সাতটি বলতে পারেন মমতা+নন্দিগ্রাম+সিঙ্গুর+কারাট ইত্যাদি হাওয়ার ফলে।
    কাজেই ২০০৬ এ মমতা অস্তমিত হয়ে যাননি আবার ২০০৯ এও তিনি মধ্যগগনে নন। তবে অবশ্যই তৃণমূল প: বঙ্গে প্রধান বিরোধী পার্টি কারণ ২০০৬ এও বেশিরভাগ সীটে তারা দ্বিতীয় স্থানে ছিল।
  • d | 59.161.10.171 | ২৫ অক্টোবর ২০০৯ ২৩:১৯561695
  • গত সপ্তাহ থেকে কোন লেখার শেষে তারিখ থাকছে না।
  • san | 123.201.53.3 | ২৫ অক্টোবর ২০০৯ ২৩:২৪561696
  • তিস্তা দাশের লেখার অন্তিম পর্বও অসাধারণ লাগল।
  • d | 59.161.10.171 | ২৫ অক্টোবর ২০০৯ ২৩:৫৩561697
  • তিস্তা দাশ-এর লেখাটা ..... সত্যি কিচ্ছু বলার নেই।

    আচ্ছা এই "স্বীকৃতি' পত্রিকাটি কোথা থেকে কিরকম ফ্রিকোয়েন্সীতে বেরোয়?
  • pinaki | 67.43.241.179 | ২৬ অক্টোবর ২০০৯ ০৩:২৬561698
  • তিস্তা দাশ অনবদ্য।

    তবে ঐ নক্সাল নেতাটি কে সেটা বুঝলাম না। :-( ভাস্কর কে - সেটাও। :-(

    মম টা মমতাশংকর মনে হল। আসলে সৈয়দ মুস্তাফা সিরাজের নাম করা হল যখন তখন বাকিদেরও নামগুলো দিলেই ভালো হত। লোকের জানা দরকার গল্প উপন্যাস নাটক রাজনীতিতে প্রতিদিন যাঁরা প্রগতিশীলতার ফুলঝুরি ছোটান - তাঁদের সেন্সিটিভিটির নমুনাগুলো কিরকম।
  • a x | 143.111.22.23 | ২৬ অক্টোবর ২০০৯ ০৬:০৯561699
  • তিস্তা দাস'র লেখা পৌঁছে দেবার জন্য লেখিকা ও সম্পাদকমন্ডলী উভয়কেই আন্তরিক ধন্যবাদ। আরও আরও এরকম কত অপমান পার হয়ে তারপর সমাজ একচুলও বদলায় কে জানে!
    আপনার জুতোয় কোনোদিনও নিজের পা রাখতে পারবনা তিস্তা এবং অসংখ্য স্যালুট জানানো ছাড়া আর কিছুই জানাতে পারবনা। হয়ত আপনি লিখছেন এবং লিখবেন বলে আরও আরও মানুষ ভরসা পাবে নিজের জীবন নিজের মত করে বাঁচার। হয়ত এই ভরসাতেই একদিন একটুকু হলেও কিছু বদলাবে।
  • tkn | 122.163.79.7 | ২৬ অক্টোবর ২০০৯ ০৭:৫৭561700
  • তিস্তা দাসের লেখা..... অনেক ভাবায়, জানায়.... সত্যিই যে মানুষ এতটাই ইনসেন্সিটিভ হয় তা জানি, দেখেছি আগেও। তবু প্রতিবারই অবাক হই... স্তব্ধ হই।

    তিস্তা, আপনাকে বোঝা ছাড়া আর কিছুই করার নেই ভাবছিলাম প্রথমে, পরে মনে হল, আছে। এই বোঝাটুকু যদি আমার পরিচিত কিছু বন্ধুস্বজনের মধ্যে চারিয়ে দিতে পারি, তাহলে হয়ত আরো ক'জন, এই আমাদের মতই, আপনার পাশে থাকবে। চেনাজানা অনেককে লেখাটা পাঠালাম।
    লড়তে থাকুন। নিজের জন্যই না শুধু, আরো অনেক কাবেরী, তোর্সা ও মহানন্দাদের জন্যও।
  • 0 | 194.3.18.6 | ২৬ অক্টোবর ২০০৯ ১৪:১৬561701
  • তিস্তার লেখা খুব ভালো লেগেছে। আরও লেখার জন্যে অনুরোধ রইলো।
  • Du | 65.124.26.7 | ২৭ অক্টোবর ২০০৯ ০৩:২৪561702
  • নন্দীগ্রাম আর লালগড় আন্দোলনের মিল অমিল নিয়ে একটা লেখা হতে পারে?
  • pi | 128.231.22.89 | ২৮ অক্টোবর ২০০৯ ০৫:৩৫561703
  • ওরে তাতিন রে , এটা পড়লি ?
    MamataBanerjeetodayaskedtheCentretodeploythearmyagainstMaoistsinsteadofajointoperationwithBengalpoliceinLalgarh, thechangeofstandcomingonadayaRajdhaniExpresswasblockedbyaMaoist-backedoutfit.

    TheTrinamulCongresschief, whoistherailwayminister, saidshehadtoldUnionhomeministerP.Chidambaram: "Don'tusetheassistanceofthestategovernmenttocombatMaoists.Onlyusethearmyforthetask."

    এব ,ং TrinamulhadopposedjointoperationsbycentralparamilitaryforcesandBengalpoliceinLalgarhfromtheverybeginning, arguingthattheoffensivewouldleadtohumanrightsabuses. "Thesecurityforcesaretorturingvillagersinthenameofajointoperation," MamatahadsaidinJuly.

    SourcesinTrinamulsaidthechangeinstandwastriggeredbyMamata'srealisationthattheparty'scurrentpositiononMaoistswasindirectlydrawingtheCongress, whichisherally, andtheCPM, herarch-enemy, closer.

    অতএব ধর-পাকড়ের রাজনীতি কে সোচ্চারে সমর্থন করবে, কে প্রতিবাদ, কে নীরব দর্শক হয়ে তহকবে সব ই আল্টিমেটলি নির্ধারিত হবে ভোটের রাজনীতি দিয়ে।
    কারুর ই কোনো স্ট্যান্ড বলে কিস্‌সুটি নাই।
    আপাতত সিপিএম তিনু চিদু সকলে ভাই ভাই ।
  • vikram | 193.120.76.238 | ২৮ অক্টোবর ২০০৯ ১৯:১৪561704
  • তিস্তার লেখা। ডবোল শাবাশ। গুরুচন্ডালি তইরি সফল হলো।
  • P | 93.107.213.55 | ২৯ অক্টোবর ২০০৯ ২৩:১৮561706
  • তিস্তা দাশ , আপনার লড়াই কে লাখ সেলাম জানিয়ে গেলুম ।

    আর অন্তরিক ধন্যবাদ এ লেখা লেখার জন্যেও ।
  • Guruchandali | 59.164.188.4 | ০১ নভেম্বর ২০০৯ ২০:০০561707
  • -----------------------------------------------------
    প্রকাশিত হল নতুন বুলবুলভাজা : নমুনা সমীক্ষা
    -----------------------------------------------------
  • NP | 115.240.170.196 | ০১ নভেম্বর ২০০৯ ২০:৪৪561708
  • শিবব্রতবাবুর লেখা খুব ভালো লাগল বললেও কম বলা হয়।
    যতটুকু যা অভিজ্ঞতা তাতে ওনার সঙ্গে একেবারে একমত।
  • aga | 24.42.203.194 | ০২ নভেম্বর ২০০৯ ০০:০৮561709
  • শিবুদা খামোকা সিপিএমের হয়ে না লড়ে দু চারটে বুলবুলভাজা লিখলে পারে। অন্যটা হোপলেস কেস। এটা ভালো হইছে। :)))

    তবে স্ট্যাটিসটিক্সের ছাত্র হয়ে এসব লিখলে? এরপর তো যেটুকু মান ইজ্জত বাজারে ছিল সেটুকুও গেল। :)

    একটা কথা স্ট্যাটিসটিক্স কথাটির দুটো মানে একটা ডেটা যে অর্থে মার্ক টোয়েন লিখেছিলেন ""...লাই, ড্যাম লাই অ্যান্ড স্ট্যাটিসটিক্স""। আর একটা হল 'রাশিবিজ্ঞান' যেটা আমরা পড়েছি। (একটু বাজারদর বাড়ানোর চেষ্টা করলাম)।
  • boo radley | 67.80.19.0 | ০২ নভেম্বর ২০০৯ ১০:২১561710
  • তিস্তা দাশের লেখা অসম্ভব ভালো লাগল। এরকম বলিষ্ঠ লেখা আরো ছাপানোর অনুরোধ রইলো। একটু উদ্যোগ নিয়ে মেইনস্ট্রীম কাগজে বের করতে পারলে ভালো হত। গুরু বা স্বীক্বতি যারা পড়েন, তারা তবু তুলনায় কন্‌শাস, তার বাইরেও পৌঁছনোটা খুব দরকার।
  • Abhyu | 97.81.85.99 | ০২ নভেম্বর ২০০৯ ১৮:৩৯561711
  • শিবুদা, ভালো হয়েছে লেখাটা।
  • Tim | 198.82.23.211 | ০৩ নভেম্বর ২০০৯ ০০:৩৭561712
  • অ্যাদ্দিনে ব্যাকলগ কাটিয়ে উঠলাম। বুলবুলভাজা বেশ ভালো হয়েছে।
  • Du | 65.124.26.7 | ০৪ নভেম্বর ২০০৯ ০০:২৩561713
  • dekhi
  • Du | 65.124.26.7 | ০৪ নভেম্বর ২০০৯ ০০:২৮561714
  • দেখি
  • kd | 59.93.193.39 | ০৫ নভেম্বর ২০০৯ ১৬:০৩561715
  • কল্লোলের দেওয়া খবর পড়ে খুব আনন্দ পেলুম। সত্যি মধ্যপ্রদেশ সরকার কি ভালো, তাই না? ওরা থাকার জায়গার আবদার করলো, সঙ্গে সঙ্গে ঘরের ব্যবস্থা। আর জাস্ট জমি কেন, দিচ্ছে একেবারে রান্না করা খাবার!
    :(
  • Guruchandali | 59.164.189.232 | ০৭ নভেম্বর ২০০৯ ২২:৩৮561717
  • -------------------------------------------------------------------------
    প্রকাশিত হল তিনটি লেখা :
    ১) প্রসঙ্গ হিংসা
    ২) চিনি উহারে
    ৩) কথোপকথন তিন
    -------------------------------------------------------------------------
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন