এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • আধুনিক বাংলা গানের কথা

    Somen Dey
    গান | ২৪ এপ্রিল ২০১২ | ৪১৩০৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • tatin | 122.252.251.244 | ২৪ এপ্রিল ২০১২ ১০:৫৮542830
  • জীবনানন্দের কোনো কবিতা থেকে গান হয়েছে?
  • Somen Dey | 115.187.60.86 | ২৪ এপ্রিল ২০১২ ১১:০০542941
  • দেখতে দেখতে কুড়ি পেরোলো 'তোমাকে চাই'। কুড়ি বছর এমন কিছু বেশি সময় নয়। ভালো গানের আয়ু হেঁসে খেলে একশো পেরিয়ে যায় এতো আমরা অনেক দেখেছি। তা হলে একটি এলবামের কুড়ি বছরের জন্মদিন পালনে মেডিয়ার এমন আদিখ্যেতা কেন ? কারন বোধহয় এইটাই যে 'তোমাকে চাই' বাংলা আধুনিক গানের দীর্ঘ মন্দাক্রান্তা সরল রৈখিক প্রবাহকে এমন একটি জোরালো বাঁক দিয়ে ছিল , যা বাংলা গানের জগতে চিরকালের ইতিহাস হয়ে রয়ে যাবে।
    বাংলা আধুনিক গানের স্রস্টারা ভুলেই গেছলো সময়ের দ্রুত বদলে যাওয়ার সঙ্গে গানের আকৃতি প্রকৃতি কিছুটা না বদলাতে পারলে গান কে আর আধুনিক বলা যাবেনা না। বাঙ্গালি শ্রোতারা গানের জগতে আধুনিক বলে কিছু না পাওয়াটা অভ্যেস করে ফেলে ছিল। কারন তাদের তো অগতির গতি রবীন্দ্রনাথ আছেন আর আছে 'স্বর্ন যুগের গান ' যার শুধু মেলডি নিয়েই বেশ বুঁদ হয়ে থাকা যায়। তাই বাঙ্গালি নাটকে গল্পে কবিতায় আধুনিক হওয়ার চেস্টা চালিয়ে গেলেও গানে আধুনিক হওয়ার তাগিদটাই হারিয়ে ফেলেছিল।
    এমন সময়ে 'তোমাকে চাই' একেবারে বাঘের মতন লাফ দিয়ে সমকালটাকে জাপটে ধরলো । কে জানতো কিশোর রিক্সা চালকের ঘুড়ি ওড়াতে না পারার বেদনা নিয়ে গান বাঁধা যায়। কিম্বা জগত সংসারের সব কিছু থেকে বাতিল হয়ে যাওয়া জট পড়া চুল দাড়ি নিয়ে রাস্তার ধারে বসে থাকা পাগলটিও গানের বিষয় হয়ে উঠতে পারে। বাঙ্গালি শুনলো , প্রথমে হতবাক হল, পরে মজে গেল। এর পর বেশ কিছুদিন সুমন রাজত্ব করলেন দাপটের সঙ্গে।তৈরী হল একটি বিকল্প আধুনিক গানের আবহ। সেই আবহের সুযোগ নিয়ে নচিকেতা , অঞ্জন , প্রতুল মুখোপাদ্যায়, মৌসুমী ভৌমিক এবং পরে বেশ কিচু বাংলা ব্যান্ডের দল এলেন। আধুনিক গান আকৃতি প্রকৃতি পাল্টালো।
    কিন্তু সত্যিই কি তেমন করে এই কুড়ি বছরে বাংলা গান সময়ের সঙ্গে আধুনিক হল। এই সব গায়কদের হাতে গোনা কয়েকটি গানে দেখা গেল নতুন সমকালের বিষয়। বাকি সব কিন্তু নতুন বোতলে পুরোনো মদই রইল।
    নচিকেতার বৃদ্ধাশ্রম , যখন সময় থমকে দাঁড়ায় , নীলাঞ্জনা , অঞ্জনের ক্যালসিয়াম , ম্যারি আম , রঞ্জনা আমি আর আসবোনা ইত্যাদি গানে নতুন বিষয় ভাবনা শ্রোতারা আদর করে নিলেন। ব্যান্ডের মধ্যে চন্দ্রবিন্দুর গানে উজ্বল স্যাটায়ার একেবারে নতুন ধরনের ছিল। বাকি ব্যান্ডের একটি বা দুটি করে সিগনেচার গান সাড়া জাগালো বটে কিন্তু সেগুলি ছাড়া বাকি গান অন্তত বিষয়ের দিক দিয়ে নেহাতই চর্বিত চর্বন।নতুন এলবামের নতুন মোড়কে চমক থাকে তাই বাজারে কিছুদিন হৈ হৈ করে চলে। তা পর চলে যায় বিস্মৃতির অন্তরালে।
    এই কদিন আগে অবশ্য অনুপমের 'আমাকে আমার মত' একেবারে ফেনোমেনান হয়ে গেল। কারনাটা যে ঠিক কি তা নিয়ে সমীক্ষা করা যেতে পারে। তবে কারন আর যাই হোক তা যে সাঙ্গীতিক গুন নয় এ বিষয়ে আমি নিশ্চিত। অনুপমের এই একটি গানের সফল্যের জোয়ারে ওর আরো কিছু গান বাজারে চললো। 'যে ভাবে জলদি হাত মেখেছে ভাত নতুন আলুর খোসা আর এই ভালোভাসা ' এমন অভিনব লাইন লোকেরা গ্রহন করেছেন। কিন্তু সেটা কতটা হুজুগে কতটা অভিনবত্বে এটা নিয়ে সন্দেহ রইল।
    কাল একটি চ্যানেলে দেখছিলাম কলকাতার বিখ্যাত গান ব্যবসায়ীরা একবাক্যে স্বীকার করলেন এখনও বেস্ট সেলার এলবাম সেই রবি ঠাকুর। ব্যান্ড ও তথা- কথিত জীবনমুখী তোমাদের কি দিন গিয়াছে?

    তাহলে কি পেলাম এই 'তোমাকে চাই' পরবর্তী কুড়ি বছরে ? বাংলা গান কি আধুনিকতর হল নাকি আমরা গানের বানির দিক দিয়ে ফিরে চলেছি প্রেম-নির্ভর অতি রোমান্টিকতার দিনে ?
    আধুনিক বাংলা প্রেমের গানের কথায় আবার কবে আসবে আধুনিকতা - যেমন করে এনেছিল এই অমোঘ লাইন গুলি-
    'বিক্ষোভে বিপ্লবে তোমাকে চাই
    শান্তি অশান্তিতে তোমাকে চাই
    এই বিভ্রান্তিতে তোমাকে চাই'
  • lcm | 69.236.168.55 | ২৪ এপ্রিল ২০১২ ১১:০১543052
  • আবার আসিব ফিরে - লোপামুদ্রা বোধহয়
  • tatin | 122.252.251.244 | ২৪ এপ্রিল ২০১২ ১১:০৯543163
  • অনুপমের এধরণের লাইন লেখার একটা টেন্ডেন্সি আছে: 'অত শুকনো পেঁয়াজকলি রিজের শীতে, আমি ওবেলার ডালভাতে হারিয়ে গেছি, গেলাসের জলে ভাসবো না' বা এরকম কিছু লাইন।
    চন্দ্রবিন্দু যেরকম সচেতন ভাবে লেখে 'চুন খসা কলঘরে বালতি উপচে পড়ে' কিম্বা 'দড়িতে মেলা আছে ভিজে জামা', সেইটা অনুপমের গানে নেই।

    আর আমার মতে বাংলাগানের কথার ক্ষেত্রে একমাত্র কন্টেমপরারি প্রাপ্তি চন্দ্রবিন্দু, আর কিছুটা রূপম- বাকিরা, সুমন কে ধরে, প্রায় সবাইই রবীন্দ্রসংগীত লেখার চেষ্টা করেছেন
  • Sudipta | 69.132.108.212 | ২৪ এপ্রিল ২০১২ ১১:১৩543274
  • তিনি আমাদের শিয়ালদার কাছে অঙ্ক করাতে আসতেন, আমার খুব প্রিয় একজন শিক্ষক (অঙ্কের ব্যাপারে); ক্লাস নাইনে বিদ্যাপতি সেতুর নীচে মডার্ন থেকে সদ্য কেনা 'তোমাকে চাই' অ্যালবাম টা নিয়ে গিয়ে বন্ধুদের দেখাচ্ছি, স্যার দেখে মন্তব্য করলেন 'থার্ড ক্লাস গান'! শুনে প্রচন্ড মন ভেঙে গিয়েছিল; ভাগ্যিস তবু সুমনের গান শোনা বন্ধ করি নি :)

    'কবেকার কলকাতা শহরের পথে
    পুরনো নতুন মুখ ঘরে ইমারতে
    অগুনতি মানুষের ক্লান্ত মিছিলে
    অচেনা ছুটির ছোঁয়া তুমি এনে দিলে...'

    সেদিন স্যারের সঙ্গে তর্ক করতে পারি নি, অনেক কিছুই অজানা ছিল, অনেক ইতিহাস অচেনা ছিল, আজ যদি একবার দেখা হত, হয়ত প্রশ্ন করতাম
  • lcm | 69.236.168.55 | ২৪ এপ্রিল ২০১২ ১১:১৫543385
  • সোমেন,
    সুমন কি প্রথম? এর আগে কিন্তু সলিল চৌধুরী, হেমাঙ্গ বিশ্বাসেরা দৈনন্দিন জীবন নিয়ে অনেক গান করেছেন।
  • Jhiki | 182.253.0.99 | ২৪ এপ্রিল ২০১২ ১১:১৯543417
  • আমি শুকনো পেঁয়াজকলি ফ্রিজের শীতে,
    আমি অবেলার ডালভাতে ফুরিয়ে গেছি/ গেলাসের জলে ভাসব না...
  • apu | 122.248.183.1 | ২৪ এপ্রিল ২০১২ ১১:২৯543428
  • আমি একটু প্রাচীন পন্থী। এখান ও মান্না,হেমন্ত, লতা,আশা, সন্ধ্যা, হৈমন্তী,শ্যামল,পিন্টু,মানবেন্দ্র শুনি ঘন্টার পর ঘন্টা।

    এখনের কিছু কিছু গানের কথা খুব নাড়া দেয়। বা সুর। কিন্তু সামগ্রিক আপিল পাই না পুরোনো গানের মতো।

    কিছু কিছু নচিকেতা ভালো লেগেছে। কিছু কিছু অঞ্জন। অবশ্য ই সুমন।

    লোপামুদ্রা ভালো লাগে।শুভমিতা ভালো লাগে।
  • Jhiki | 182.253.0.99 | ২৪ এপ্রিল ২০১২ ১১:৩৩543439
  • নতুন গানের মধ্যে অটোগ্রাফের "উঠছে জেগে সকাল গুলো' বেশ ভাল লেগেছে.... কথা, সুর এমনকি শ্রেয়া ঘোষালও!
  • Kaju | 121.242.160.180 | ২৪ এপ্রিল ২০১২ ১১:৩৩542842
  • ওটা তো শ্রীজাত-র লেখা।
  • Kaju | 121.242.160.180 | ২৪ এপ্রিল ২০১২ ১১:৩৩542831
  • কবি সুমন হারিয়ে গেলেন কবীর হলেন যেই।
  • ppn | 202.91.136.71 | ২৪ এপ্রিল ২০১২ ১১:৩৫542853
  • অবেলা নাকি, কী সাংঘাতিক, আমিও তো ওবেলা জানতাম।
  • lcm | 69.236.168.55 | ২৪ এপ্রিল ২০১২ ১১:৩৬542864
  • আমার আবার একটু সুর ভালো না হলে, মানে একটু মেলোডিয়াস না হলে, ইয়ে মানে ঠিক... গান কবিতা পাঠের মতন হয়ে গেলে ...
  • Kaju | 121.242.160.180 | ২৪ এপ্রিল ২০১২ ১১:৩৯542886
  • যেভাবে জলদি হাত মেখেচে ভাত
    নতুন আলুর খোসা আর এই ভালোবাসা
  • Jhiki | 182.253.0.99 | ২৪ এপ্রিল ২০১২ ১১:৩৯542875
  • জানি..... গানের কথা বললেই আমার মনে শুধু গুলজার আসে, (আজকাল অবশ্য ইরশাদ কামিল একটু উঁকি দিয়ে যাছে)........... "এবার তোকে আদর চোখে দেখবে সে'........ একটু গুলজার ধরণের লেখা। শ্রীজাত তো অনেক উর্দু কবিতারও অনুবাদ করেছে।
  • apu | 122.248.183.1 | ২৪ এপ্রিল ২০১২ ১১:৪২542897
  • শ্রেয়া ঘোষাল র অসম্ভব ভালো গলা। অগ্নিপথের ঐ ভুলভাল গান টা যে কেন করলো :-((
  • Kaju | 121.242.160.180 | ২৪ এপ্রিল ২০১২ ১১:৪৫542908
  • তা গেয়েচে তো হয়েসে কী? অ্যাঁ? ক্ষী হয়েসে? শ্রেয়া তাতেও 'ফেরারী মন', 'সকাল আসে না', 'রূপকথারা'-র শ্রেয়াই থাকবে।
  • kallol | 119.226.79.139 | ২৪ এপ্রিল ২০১২ ১১:৪৭542919
  • জীবনানন্দের কবিতা থেকে গান:
    হায় চিল : (দুটো সুর একটা সম্ভবত: সলিল চৌধুরী অনুপ ঘোষালের গাওয়া। অন্যটা অনমী সুরকার - রাতুল দাস, কোলাজ নামে একটা ব্যান্ড গাইতো ১৯৮৮-৯০)
    আবার আসিবো ফিরে : (দুটো সুর লোপামুদ্রার গাওয়া কার সুর মনে নেই, অন্যটা অনামী সুরকার সংহিতা বন্দ্যোপাধ্যায়ের সুর ও গাওয়া)।

  • Jhiki | 182.253.0.99 | ২৪ এপ্রিল ২০১২ ১১:৪৯542930
  • শ্রেয়া আমার সবচেয়ে অপছন্দের গায়িকা, এই গানটা, গুরুর বর্ষো রে মেঘা মেঘা ইত্যাদি কয়েকটা ভাল লাগে :(
  • Jhiki | 182.253.0.99 | ২৪ এপ্রিল ২০১২ ১১:৫২542942
  • "জাতিস্মর' ও খুব ভাল গান, কবিতার মত হলেও ভাল, খুব ভাল।
  • Somnath | 59.160.210.2 | ২৪ এপ্রিল ২০১২ ১২:০২542953
  • লোপারটা সমীর চট্টোপাধ্যায়। অতি খাজা। কল্লোলদা, অন্যটা শোনা যায়?
  • kallol | 119.226.79.139 | ২৪ এপ্রিল ২০১২ ১২:০৬542964
  • আমার আবারও প্রতিবাদ থাকলো।
    সুমনের গান খুব ভালো। দারুণ কথা, কিছু কিছু সুর বেশ ভালো। কিন্তু সুমনের গান বাংলা গানের মোড় ফেরায় নি। তার অনেক আগেই বাংলা গানে বিপ্লব ঘটে গেছে। চাঁদ-ফুল-লতা-পাতা, ঘাড়ে পাউডার-হারমোনিয়ামোয়ালা বাংলা গানে সুমনের বহু আগে এসে গেছে মহীনের ঘোড়াগুলি (যদি বাণিজ্যিকভাবে প্রকাশিত গানের কথাই ধরি)।
    একদল ছেলে বেহালার পরিত্যক্ত রাণওয়ে নিয়ে গান গাইছে, ইউএফও নিয়ে গান গাইছে ১৯৭৬/৭৭ সালে। ইপি রেকর্ড বের হচ্ছে, কাবুলিওয়ালার থেকে টাকা ধার করে (ফোরেন ব্যাঙ্কের টাকা - ওরা ঠাট্টা করে বলতো)।
    রঞ্জনপ্রসাদ গাইছেন। রেকর্ড বের হচ্ছে ১৯৭৭/৭৮এ। প্রথম বাংলা হাইওয়ে ব্লুজ।
    অনেকে শোনেনি। তার দায় তো স্রষ্টাদের নয়।
    যদি বাংলা গান নিয়ে কথা হয় (বাণিজ্যিকভাবে প্রকাশিত বা প্রকাশিত নয়) তাহলেও প্রতুল মুখার্জি অনেক আগে থেকে গাইছেন ১৯৮০। সেই সময় বিনয় চক্রবর্তি সুর করছেন বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা, এছড়াও অন্য অনেকের কবিতা। সেগুলো ক্যাসেট হয়ে বের হয়েছে ১৯৮৪/৮৫।
    তার একটু আগে আসে নগর ফিলোমেল ১৯৮৩-৮৪। ওদের ক্যাসেটও বের হয়েছিলো ঐ সময়েই।
    সুমন নিজেই ঐ সময় নাগরিকের জন্য গান লিখছে গাইছে, ক্যাসেট বের হয়েছে - অন্য কথা অন্য গান।
    এগুলো লোকে শোনে নি, কারন এগুলো এইচএমভি থেকে বের হয় নি।
    তা, গান হতে হলে এইচএমভি থেকে প্রকাশিত হতে হবে - এমন তো জানিনা।
  • kallol | 119.226.79.139 | ২৪ এপ্রিল ২০১২ ১২:০৮542975
  • সোমনাথ।
    চেষ্টা করছি। হায় চিল আর আবার আসিবো ফিরে জোগাড় করতে।
  • yyy | 14.99.232.233 | ২৪ এপ্রিল ২০১২ ১২:০৯542986
  • সলিল বা হেমাঙ্গ বিশ্বাসের দৈনন্দিন জীবন নিয়ে কোনো গান তো মনে পড়ছে না। অবশ্যই শ্যামল গুপ্ত-পুলক বন্দ্যোপাধ্যায়-গৌরীপ্রসন্ন মজুমদারদের তুলনায় সলিলের ভাষাগত ইডিয়ম অনেক আধুনিক, যুগচিহ্নের সাক্ষ্যকে অনেক ভালোভাবে ধারণ করে। কিন্তু তাও সলিল কখনই "বেডকভারের প্রান্তে রাস্তা, সবুজ রাস্তা জঙ্গল/যখন তখন বেরিয়ে আসবে পাগলা হাতির দঙ্গল" লেখার কথা ভেবেই ওঠেন নি। বরং সলিল যখন আশির দশকে গান লিখছেন তখনও ষাটের দশকের ভাষা ত্যাগ করতে পারেন নি। কম্পোজিশন হিসেবে অসাধারণ "আর কত দূরে" বা "পুরানো দিন পুরানো মন" সেই গণ্ডী থেকে বেরোয় নি। গণনাট্যের গানে অনেক সময় গ্রামীণ ভাষা ধার করা হয়েছে। কিন্তু সেই গানেও প্রথম, একধরনের আরোপিত ভাব থাকত এবং দ্বিতীয়, মূলত: সমষ্টির গান হওয়ার জন্য কখনই নাগরিক ব্যক্তির সুখ-দু:খের গান হয়ে ওঠে নি। কিছুটা কাজ করেছিলেন গৌতম চট্টোপাধায়। কিন্তু ব্যক্তিগতভাবে মনে হয়েছে সেই লিরিকে কলমের মুন্সিয়ানার ধারাবাহিকতার একটা অভাব ছিল। সুমনের গান সেই হিসেবে বিংশ শতাব্দীর পাড়ে দাঁড়িয়ে থাকা একলা অথচ সামাজিক নাগরিকের প্রথম বাংলা গান।
  • Jhiki | 182.253.0.99 | ২৪ এপ্রিল ২০১২ ১২:১৩542997
  • সুমন তো আমাদের মফস্ব:লেও পৌঁছে গেছিল, বাকীদের নাম কলকাতায় আসার পরে জানলাম.........
  • kallol | 119.226.79.139 | ২৪ এপ্রিল ২০১২ ১২:১৮543008
  • আমার মনে হয় না মহীনের গানের কথায় ধারাবাহিকতার অভাব ছিলো। যারা আবার বছর কুড়ি পরে আর তার পরের গানগুলো নিয়ে ভাবছেন তাদের জানিয়ে রাখি ঐ সব অ্যালবামের সব গান মহীনের ঘোড়াগুলির নয়।
    মহীনের ১৯৬৭-৭৭এর সময়কার গানের কথা তখনকার সময়ে যুগান্তকারী বললে কম বলা হয়।
    চেষ্টা করছি গানগুলো দিতে।

  • kallol | 119.226.79.139 | ২৪ এপ্রিল ২০১২ ১২:২১543019
  • ঝিকি। তার দায় তো গানগুলোর নয়।
    মফ:স্বলে পৌঁছায়নি, কারন গানগুলো হয় স্রষ্টারা নিজে নয় এমন কোন কোং প্রকাশ করেছিলো যাদের সেই অর্থনৈতিক জোর ছিলো না।
    ঐ যে বল্লাম, তাহলে তো বড় কোংএ প্রকাশিত গান ছাড়া অন্যগুলো গানই নয়।

  • Somnath | 59.160.210.2 | ২৪ এপ্রিল ২০১২ ১২:২৩543030
  • HMV তথা বাণিজ্যিক সাফল্যকে অস্বীকার করা যাবে না তো। বাংলা গানের মোড় ঘোরাতে, অনেক বেশি লোকের কাছে পৌঁছতে হবে তো আগে। আধুনিক বাংলা গান যত আগে থেকেই তৈরি হোক, তোমাকে চাই -এর আগে বাংলার মানুষের কাছে সেভাবে পৌঁছয় নি। কুটির শিল্প থেকে ইন্ডাস্ট্রিতে "উন্নয়ন"। আর গান শুধু বানালেই হবে? ঠিকঠাক যন্ত্রানুষঙ্গে ভালো কোয়ালিটির রেকর্ডিং না হলে লোকে শুনবে কোথায়? কলেজ ফেস্টে? অফিস সোস্যালে? পাড়ার বিচিত্রানুষ্ঠানে? মার্কেটিং আর কোয়ান্টিটি প্রোডাকশন না হলে মিদিয়াকে কনভিন্স না করতে পারলে প্রচার হবে কী করে?

    কল্লোলদার এই কদিন আগের খোলা থ্রেডটাই বা থেমে গেল কেন?
  • tatin | 122.252.251.244 | ২৪ এপ্রিল ২০১২ ১২:২৮543041
  • জাতিস্মর সুমনের সবচেয়ে খাজ গানগুলোর একটা- কিছু শুনতে ভালো লাগে কথা বসিয়ে গান বানালেই ভালো কিচু হয় না। আমার জাতিস্মরকে বেদের মেয়ে জ্যোৎস্না টাইপের লাগে: যদিও বেদের মেয়ে অনেক বেশি সহজ নির্মাণ, কিন্তু বেসিকালি ব্যপারটা একই।
  • yyy | 14.99.232.233 | ২৪ এপ্রিল ২০১২ ১২:২৯543053
  • এখন "সেই সব" গানগুলিও শোনা যায় এবং সুমনের গানগুলিও। চল্লিশ বছর পরে পাশাপাশি শুনলেই স্পষ্ট হয় সুমন কেন সুমন। এইচেমভি থাক বা নাই থাক। নিধুবাবু টপ্পার সুন্দর প্রয়োগ করেছিলেন, জনপ্রিয়ও হয়েছিল কিন্তু নিধুবাবুর দুর্ভাগ্য তারপরে এসেছিলেন রবীন্দ্রনাথ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন