এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • শচীন তেন্ডুলকর - একটি নির্মোহ ব

    Ben Arfa
    নাটক | ১৬ মার্চ ২০১২ | ১১৪৯৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 144.160.226.53 | ১৭ মার্চ ২০১২ ০৯:৪০534649
  • একথার মানে অবশ্যই এই নয় যে আমি শচীনকে দূর্দান্ত ক্রিকেটার মনে করি না।
  • dukhe | 117.194.228.5 | ১৭ মার্চ ২০১২ ০৯:৪০534648
  • আরে অবতার কি কখনো স্লো খেলতে পারে ? মানুষ ভাবলেই ওসব চোখে পড়ে। চোখের দোষ।
  • aranya | 144.160.226.53 | ১৭ মার্চ ২০১২ ০৯:৪১534650
  • ক্রিকেট ট্যালেন্টের দিক থেকে শচীনকে অবতার বলাই যায়, ঠাট্টা নয়।
  • aka | 75.76.118.96 | ১৭ মার্চ ২০১২ ০৯:৪২534651
  • অরণ্যদা কিছু এসে যায় না। একই পেসে খেলে যাওয়া দেখে কি হবে? ওভারঅল স্ট্রাইক রেটই কি আসল না? কেউ প্রথম দিকে ধরে খেলে, কেউ ৯০ এর ঘরে। খেলার ওপর ইম্প্যাক্ট পরে ওভারঅল স্ট্রাইক রেটে।
  • lcm | 69.236.163.198 | ১৭ মার্চ ২০১২ ০৯:৪৩534652
  • নিজের জন্যে, দেশের জন্যে -- এ বেশ জটিল ইকোয়েশন। ৭০ এ আউট হয়ে গেলে, টিমের রান আরও ৪৪ কম হত, টিম টোট্যাল ও কমে যেতে পারত - এক যদি না নিশ্চিন্তভাবে বলা যায় যে, বাকীরা সাংঘাতিক ভালো খেলে বাকী সময়ে ৪৪ এর বেশী রান করে ফেলত। মুশকিল হল, বাকীদের নিয়েও তো সেরকম গ্যারান্টি নেই। শচীন স্লো খেলেছে বলে একজন অতি নির্ভরযোগ্য ব্যট্‌সম্যান চান্সই পেল না ব্যাট করতে - সেরকম হলে তবু...
  • lcm | 69.236.163.198 | ১৭ মার্চ ২০১২ ০৯:৪৫534655
  • ফাস্ট খেলুড়ে তো নেই, সে তো বোস্টনে অপারেশন করাতে গেছে। আর এক জন ফাস্ট ওপেনারকে তো বাদই দিয়ে দিয়েছে।
  • aranya | 144.160.226.53 | ১৭ মার্চ ২০১২ ০৯:৪৫534654
  • আমি জাস্ট এই টুকুই বলতে চাইছিলাম যে অবতারও কখনও কখনও দেশের কথা না ভেবে নিজের কথা ভাবে, যেমন আজকের ইনিংসে সেঞ্চুরির আগে। আফটার অল মানুষ তো। তাতে শচীনের ক্রিকেটীয় কীর্তি কোন ভাবেই ছোট হয়ে যায় না।
  • dukhe | 117.194.228.5 | ১৭ মার্চ ২০১২ ০৯:৪৫534653
  • দেশের জন্য তেমন স্লো হলে কি আর ডবল সেঞ্চুরির অপেক্ষা না করে ক্যাপ্টেনকে ডিক্লেয়ার করতে হয় ?
  • lcm | 69.236.163.198 | ১৭ মার্চ ২০১২ ০৯:৪৭534656
  • ওভাবে হবে না। পরে কারা আছে দেখতে হবে তো। তুমি চালিয়ে রিস্ক নিয়ে কেন খেলবে না, যদি দেখো তোমার পরে ব্যাট হাতে ভিভিয়ান রিচার্ডস্‌ বা বীরেন্দ্র শাগ অপেক্ষা করছে।

    আর দুখে টেস্টের কথা বলছে, ধুস, টেস্টে আর কি আছে, ঐ পাঁচ দিন ধরে কোথায় আর নিজের আর দেশের।
  • aka | 75.76.118.96 | ১৭ মার্চ ২০১২ ০৯:৪৮534658
  • শচীন স্লো খেলেছে এটা একটা জাজমেন্টাল বক্তব্য কোন যুক্তি নাই।

    সেরাকে ধুর বলা, জনপ্রিয়তা কে হ্যাঠা মারা একটা হাল্কা ফ্যাশন বই আর কিসুই নয়।

    ক্রিকেটের দেবতা থাকলে সে শচীন। বলেইছিলাম ব্র্যাডম্যান এখনও সেরা যেমন বাড়িতে দাদুরা সব সময়ে ঠিক কথা বলে।
  • lcm | 69.236.163.198 | ১৭ মার্চ ২০১২ ০৯:৫০534659
  • না সেরকম দেবতা টেবতা কিছু নয়। তবে মোটামুটি ভালো ব্যাটিং করে ছেলেটা। যেমন, লতা মঙ্গেশকর গান খারাপ গায় না। :)
  • aranya | 144.160.226.53 | ১৭ মার্চ ২০১২ ০৯:৫১534661
  • আকার এই যুক্তিটা পুরো মানছি না - ওভার অল স্ট্রাইক রেট ছাড়াও খেলার বিভিন্ন সেগমেন্টের স্ট্রাইক রেটেরও ইমপ্যাক্ট খেলায় পড়ে।
    এলসিএমের যুক্তিটা বরং প্রণিধানযোগ্য।
    তবে আজকে শচীনের আউটটা ভারতের মাত্র চতুর্থ উইকেট, তাও ৪৬.৫ ওভারে। আজকে সেঞ্চুরির আগে স্লো খেলাটা আমি শচীনের স্বার্থপরতাই বলব, আজকের ইনিংসের ক্ষেত্রে এলসিএমের যুক্তিট প্রযোজ্য নয়, তবে অন্য অনেক ইনিংসে ঐ যুক্তি খাটবে।
  • dukhe | 117.194.228.5 | ১৭ মার্চ ২০১২ ০৯:৫১534660
  • অবতারের বিরুদ্ধে যুক্তি হয় না । ধোঁয়ায় ঢেকে যায় ।
    একদিনে তিনশো করা আর ৯৯ অ্যাভারেজওয়ালা লোকের সঙ্গে কারো তুলনায় না যাওয়াই বুদ্ধিমানের কাজ।
  • aka | 75.76.118.96 | ১৭ মার্চ ২০১২ ০৯:৫২534662
  • তবে সিরিয়াসলি শচীনের অনেকগুলো ফুটো আছে। সে ফুটোয় ফ্ল আছে কিনা অবশ্য জানি না। কে জানে? যারা ছিদ্রগুলো দেখেছে। :)
  • lcm | 69.236.163.198 | ১৭ মার্চ ২০১২ ০৯:৫৪534663
  • কেন হবে না যুক্তি, অবতার রাজেশ খান্নার সিনেমা। কাহানির বিরুদ্ধে যদি এত যূক্তি থাকতে পারে, তাহলে অবতারের বিরুদ্ধে আরো কত যূক্তি হবে।
    আর, বুদ্ধিমানের কাজ গুরুর লোকেরা করতে যাবে কেন, সেটা বুদ্ধিমানদের কাজ। অন্যের কাজ বয়ে করে দেবার দরকারই বা কি?
  • aranya | 144.160.226.53 | ১৭ মার্চ ২০১২ ০৯:৫৬534665
  • আকা, এটা কিন্তু জাজমেন্টাল বক্তব্য বলে অহেতুক দাগিয়ে দেওয়া হল :-(
    আজকের ম্যাচে পড়েছে মাত্র পাঁচ উইকেট, শচীন নিজে ৪৬.৫ ওভারে আউট, তুমি নিজেই বল আজ শচীনের নব্বই-এর ঘরে ডট বল খেলে যাওয়ার কি যুক্তি, একশতম সেঞ্চুরিটা করা ছাড়া?
  • aka | 75.76.118.96 | ১৭ মার্চ ২০১২ ০৯:৫৬534664
  • দুখে আবাপ না পড়ে পিছিয়ে পড়েছে।

    দিকে দিকে কত বোকাই যে ছড়িয়ে আছে। :)

    http://www.anandabazar.com/17khela5.html
  • dukhe | 117.194.228.5 | ১৭ মার্চ ২০১২ ০৯:৫৭534667
  • আহা কহানি হল সেমসাইড কেস । সেখানে পরমব্রতই তাঙ্কিÄকদের গোল দিয়ে গেছে । চ্যাংড়া ছেলে ।
    রাজেশ খান্না অমন ফক্কড় না ।
  • Ishan | 50.82.180.165 | ১৭ মার্চ ২০১২ ০৯:৫৭534666
  • শচীন আরও বছর কুড়ি খেলবে। ষাট না আটান্ন, কেন্দ্রীয় সরকারি চাকরিতে অবসরের বয়স কত?
  • lcm | 69.236.163.198 | ১৭ মার্চ ২০১২ ০৯:৫৯534669
  • সকাল থেকে সন্ধে ঐ বাঁটুল গাভাসকারের ঠুক ঠুক তো তোমরা দেখো নি, আর তার সঙ্গে তাল দেবার জন্যে চেতন চৌহান থেকে রবি শাস্ত্রীরা লাইন দিয়ে আছে। ভাগ্গিস তখনও রঙীন টিভি আসে নি। ব্রিজেশ প্যাটেল আর কপিলদেব ছিল উত্তেজনার আর এক নাম।
    সেই যন্ত্রণার মধ্যে দিয়ে যারা গেছে তারা বুঝবে শচীন-সেহাগ-যূবরাজ কতটা অবিশ্বাস্য।
  • dukhe | 117.194.228.5 | ১৭ মার্চ ২০১২ ১০:০০534671
  • আবাপ পড়ি তো । তবে ৪৩৪ করলেও হারতে পারি বলে ৩৪ তোলাই যথেষ্ট মনে করব - এইটা বুঝি নাই ।
    যদিও আজকের ইনিংস নিয়ে ডিসকাউন্ট দিতেই চাই । কারণ ছেলেটাকে দেবতা নয়, মানুষ ভাবি ।
  • aka | 75.76.118.96 | ১৭ মার্চ ২০১২ ১০:০০534670
  • অরণ্যদা, আপনাকে বলি নি। ওটা ইন জেনারাল শচীনের স্লো খেলা নিয়ে যারা বলে তাদের বলেছি, স্ট্যাট তা বলে না।

    আজকে প্রথম দিকে বল পড়ে থমকে আসছিল। শচীন, গম্ভীর, কোহলি প্রত্যেকের স্ট্রাইক রেট বেশ খারাপ। পরের দিকে রায়না, ধোনি, বাঙলাদেশের প্লেয়ার এদের স্ট্রাইক রেট অত্যন্ত বেশি।

    আর শচীন বলে কি মানুষ না, আজকেও না করলে কালকে কোন একটা কাগজে কিছু বেরত।
  • dukhe | 117.194.228.5 | ১৭ মার্চ ২০১২ ১০:০৩534672
  • আর এটাও মনে করি বারবার ঐ আলট্রা-ডিফেন্সিভ মোডে না চলে গেলে সেঞ্চুরিটা আগেই পেত ।
    কিন্তু, মানুষ তো ।
  • aka | 75.76.118.96 | ১৭ মার্চ ২০১২ ১০:০৫534673
  • আমার তো মনে হয় শচীনের বকলমে দু একজন বিশেষজ্ঞকে নামিয়ে দিলে কবেই ১৫০টা সেঞ্চুরি হয়ে যেত। :)
  • Ishan | 50.82.180.165 | ১৭ মার্চ ২০১২ ১০:০৫534674
  • আহা সেই গপ্পোটা মনে পড়ে যাচ্ছে।

    ক্যারিবিয়ান দ্বীপে ম্যালকম মার্শাল তেড়ে বল করছেন। সামনে টুপি পরা গাভাসকার। দুম করে বাউন্সার খট করে মাথায় লাগল। আওয়াজ শুনে দর্শকরা অবধি চিৎকার করে উঠল লোকটার খুলি ফেটে গেল নাকি। নন স্ট্রাইকার এন্ড থেকে জিমি অমরনাথ দৌড়ে এলেন। স্ট্রেচার ফেচার লাগবে নাকি? আদৌ বেঁচে আছে তো?

    কাউকে কিছু করতে না দিয়ে উঠে দাঁড়ালেন তিনি। শান্ত, ধীর স্থির। চোখের পলক অবধি পড়ছেনা। চুপচাপ স্ট্যান্স নিলেন। অনেক দিন পরে জিমি তাঁর স্মৃতিকথায় লিখবেন, উপরে যতই শান্ত দেখাক, ভিতরে-ভিতরে লোকটা যে নড়ে গেছে সে নিয়ে আমার কোনো সন্দেহই ছিলনা। আমি নিশ্চিত ছিলাম, পরের বলটাই ও চালাবে। জবাব বলে তো একটা ব্যাপার আছে।

    কিন্তু কোথায় কি। পরের বল, আবার আগুনে ডেলিভারি। সামনের পা এগিয়ে গভাসকার আবার ফরোয়ার্ড খেললেন। বল ব্যাটের মাজখানে লেগে পিচের ঠিক মাঝখানে এসে থমকে গেল। ব্যস।

    এই হল স্থৈর্য।
  • Ishan | 50.82.180.165 | ১৭ মার্চ ২০১২ ১০:০৮534676
  • দ্রাবিড়কে ষোল বছর থেকে টানা খেলতে দিলে পঁচিশ বছরে টেস্টে গোটা ষাটেক সেঞ্চুরি করে ফেলত। আমি বিশেষজ্ঞ না হয়েও বলতে পারি। গ্রান্টি।
  • dukhe | 117.194.228.5 | ১৭ মার্চ ২০১২ ১০:০৮534675
  • এই গল্পটা আমারও বেজায় পছন্দ ছিল ।
  • aka | 75.76.118.96 | ১৭ মার্চ ২০১২ ১০:১১534677
  • ক্রিকেট খেলা কোন বামপন্থী রাজনীতি নয়। এখানে কোন পাইয়ে দেওয়া নেই, জায়গা করে নিতে হয়। দ্রাবিড়ও ষোল বছর বয়সে খেলত। শচীনের মতন ট্যালেন্ট থাকলে নিশ্চয়ই জায়গা পেত। গ্রান্টি।
  • aranya | 144.160.226.53 | ১৭ মার্চ ২০১২ ১০:১২534678
  • থ্যংকস আকা।
    শচীন সর্বকালের সেরা, ব্র্যাডম্যানের চেয়েও বড় ব্যাটসম্যান হতে পারে, সিরিয়াসলি বলছি, হতেই পারে, রিচার্ড যেমন লিখেছে।
    দূ:খটা হচ্ছে সেই বিচারটা কখনই করা যাবে না, নিচের কারণগুলোর জন্য:
    ব্র্যাডম্যানের সময়ে -
    ১। হেলমেট ছিল না, চেস্ট গার্ড, থাই গার্ড ই: ছিল না
    ২। পিচ ঢাকা থাকত না
    ৩। বোলার, ফিল্ডারদের ওপর নানাবিধ রেস্ট্রিকশন ছিল না। যত খুশী বাউন্সার দেওয়া যেত।
    ৪। বোলাররা পিছনের পা ক্রিজে রেখে, সামনের পা অনেক বাইরে নিয়ে গিয়ে বল করতে পারত।

    ঠিক বললাম তো, পয়েন্টগুলো ?

  • aka | 75.76.118.96 | ১৭ মার্চ ২০১২ ১০:১৫534681
  • ব্র্যাডম্যানের সময়ে এগুলোও ছিল না

    ১। প্রতি বছরে ১০০ টা করে খেলা এবং সেই করেও ২৫ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলে যাওয়া

    ২। প্রতি টিমে একজন করে স্ট্যাট অ্যানালিস্ট, ফ্রেম বাই ফ্রেম দেখে প্রতি প্লেয়ারের খুঁত ধরা

    ৩। ১২০ কোটি লোকের প্রত্যাশা সামলে ১০০ র ওপর স্টআইক রেট রেখেও স্লো খেলেছে শুনে যাওয়া।

    ইত্যাদি ইত্যাদি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন