এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃণশক্তি

    ppn
    নাটক | ২৭ ফেব্রুয়ারি ২০১২ | ৬০৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | 194.126.37.78 | ১৯ মার্চ ২০১২ ১৪:০১528504
  • পিটিদার কিছু কিছু পোস্ট দেখলে মনে হয় আমাদের থেকে হয়তো তিনচার বছরের বড় হবেন, আবার কিছু কিছু পোস্ট দেখলে মনে হয় কাবলেদার মত না হলেও নিদেন পক্ষে ডিডিদার মতনতো বটেই। বড় কনোফুশন।
  • lcm | 69.236.163.198 | ১৯ মার্চ ২০১২ ১৪:০১528503
  • সিপিএম সমর্থক বলবেন, আমরা ভাল, বাকীরা বাজে।
    কংগ্রেস সমর্থক বলবেন, আমরাই কাজের, বাকীরা অকাজের।
    মোহনবাগান বলবে ইস্টবেঙ্গল ফাল্‌তু।
    ঘটিরা বলবে বাঙালগুলো রাঁধতে জানে না।
    ...
    এতে আর আশ্চর্য হবার কী আছে। এসব করেই তো গুরুর হাজার হাজার বাইট খরচা হবে। নইলে এত স্পেস হবে কি?
  • Bratin | 122.248.183.1 | ১৯ মার্চ ২০১২ ১৪:০২528505
  • আহা। পরে তারাই আবার সফটওয়ার কোম্পানী ধরতে ছোটে। কারণ তত দিনে নীতি পাল্টে গেছে।

    আর ইংরেজী তুলে দেবার সপক্ষে কী বক্তব্য PT দা?

    বাম দল ভুল করেছে এমন তিন টে বিষয় বলো। এরকম কী কোন বিষয় আছে PT দা?
  • S | 99.26.200.89 | ১৯ মার্চ ২০১২ ১৪:২৬528506
  • কম্যুদের ভুলটা কোথায় জানেন, আমি বলছি:

    ১। আমেরিকার গুস্টির তুস্টি করবে আর নিজের ছেলেকে সেই দেশেই পাঠাবে, মেয়ের জন্যে এনারাই জামাই যোগাড় করবে।
    ২। ক্যাপিটালিজমকে গালি দিয়ে বাড়িতে বিদেশি টিভি, ফ্রিজ, গাড়ি পুষবে।
    ৩। সকলেই সমান, কিন্তু আমি যখন রাস্তা দিয়ে যাই তখন যেন সেলামটা ঠুকতে ভুলো না।
    ৪। আমি কি গান শুনবো, কি পেপার পড়বো, কি পোশাক পরবো, সেটাও কম্যু লিডার বলে দেবে।

    প্লিজ মান ধাম চাইবেন না। খুব কাছ থেকে নিজের চারপাশেই এইসব ছোটো থেকে দেখেছি।
  • S | 99.26.200.89 | ১৯ মার্চ ২০১২ ১৪:২৯528507
  • *নাম

    আর এলসিয়েম আপনার লিস্টে বাঙ্গালরা দুবারই গালাগাল খেলো কেন? ৪ নং টাতো উল্টো হবেই।
  • PT | 203.110.247.221 | ১৯ মার্চ ২০১২ ১৪:৩৫528508
  • ব্রতিন:
    যে কম্পু চাকরী খায় আর যে কম্পু চাকরী তৈরি করে তার মধ্যে আকাশ পাতাল ফারাক আছে। কেন্দ্রীয় সরকার যে কম্পু ব্যবহারের বিরোধী ছিল সেগুলো এলে ৮০-৯০এর দশকে কেরানীকুল নিশ্চিহ্ন হয়ে যেত। কেন সে বিষয়ে এখানে যারা লেখে তারা আমার থেকে বেশী জানে। আমি ৮৫/৮৬ সালে কোন বিশেষ শিক্ষা ছাড়াই ম্যাকের ৬ইনx৬ইন স্ক্রীনের কম্প্যু ব্যবহার করি কেননা সেই কম্পু ""কম্পু-অশিক্ষিত"'-দের জন্য তৈরি হয়েছিল। সেইজাতীয় কম্প্যু চাকরি সৃষ্টি করেছে এদেশে আরও প্রায় দু-দশক পরে।

    ইংরিজি ""তুলে"" দেওয়া নিয়ে মাসের পর মাস তক্ক হয়েছে গুরুতে। সেগুলো খুঁজে পড়ে নিও। আমি স্কুলের 6th-7th std পর্যন্ত মাতৃভাষায় শিক্ষা দেওয়ার পক্ষে। ইংরিজি ""তুলে"" দেওয়া একটা অর্থহীন বাক্যবিন্যাস। আমার জানা কোন বামপন্থী শিক্ষক কখনই ইংরিজি শিক্ষা ""তুলে"" দেওয়ার কথা বলেননি। 6th-7th std পর্যন্ত মাতৃভাষায় শিক্ষা দেওয়ার চল অ-ইংরিজিভাষী দেশগুলোতে দিব্য চালু আছে। আর মাতৃভাষায় শিক্ষার কথা বামেরা জন্মানোর অনেক আগে রবীন্দ্রনাথ বলেছিলেন। সত্যেন বোস অনেক উঁচু ক্লাশেও কঠিন physics বাংলায় পড়াতেন। আরও অনেক ঘোর বাম-বিরোধী (যেমন অসিমা চাটুজ্জে) বাংলায় উচ্চশিক্ষা প্রচারের জন্য ব্যাপক চেষ্টা করেছিলেন।

    বামেরা কিছু ভুল তো করেইছিল। নাহলে প্রায় একই সময়ে মাও ক্ষমতা দখল করলেন চীনে আর এদেশে বামেরা তিনটের বেশী রাজ্য দখল করতে পারল না!!
  • SC | 96.235.41.90 | ১৯ মার্চ ২০১২ ১৪:৪৪528510
  • বামেরা কি কি ভুল করেছে, তাই নিয়ে লিখতে গেলে তো থিসিস হয়ে যাবে, আর যাই বলা হবে, বামপন্থীরা সে ব্যাপারে কোনো আলোচনা করতেও চাইবেন কিনা জানিনা। হয়ত, না কোনো ভুল হয়নি, এই প্রমাণের চেষ্টাতেই পাতার পর পাতা কেটে যাবে।

    বামেরা কি ভুল করেছে? কোটি কোটি ভুল আছে। মূলত দুটো ভুল দিয়ে শুরু করি। আমি মনে করি ভারতের বিভিন্ন দল, যারা নিজেদের মার্ক্সবাদী বা মাওবাদী তকমা লাগিয়ে ঘুরে বেড়ায়, তাদের একটা বিরাট বড় ভুল, তারা মার্ক্সবাদের ধারণা, যেটা মূলত একটা ইউরোচেϾট্রক আদর্শ, সেটাকে এই বিরাট ভারতের রাজনৈতিক গ্রাউন্ড রিয়ালিটির সাথে মেলাতে পারেননি। একেবারে পাশের দেশে মাও সে তুং যেটা অনেকাংশে পেরেছিলেন (এর মানে এই নয় যে মাওয়ের কোনো ভুল ছিলো না ইত্যাদি,সেই সব বিষয়ে এখানে ঢুকছি না)।
    একবারেই যে বামদলগুলি পারেনি, বা কোনোদিনও পারেনি, এরকম নয়। নিজেদের মতো করে চেষ্টা করেছে। কিন্তু মূলত প:ব:, কেরালা আর ত্রিপুরাতে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে সেই চেষ্টাতেও ভাঁটা আসতে থাকে। ভারতের বিস্ত্রীর্ণ অঞ্চলে সংসদীয় গণতন্ত্র মানা সিপিআই,সিপিআইএম ইত্যাদি দলগুলো কার্যত অদৃশ্য। গো বলয়ে একটা অনুবীক্ষণ যন্ত্র নিয়ে খুঁজতে হবে। অন্ধ্রপ্রদেশে, যেখানে ঐতিহাসিকভাবে বামেদের একটা বিরাট অবদান, সেখানেও এই দলগুলি ঐ টিম টিম করছে।

    সমাজতন্ত্রের এক্সপেরিমেন্ট একা বামেরা করেছেন এমন তো নয়। ভারতের মাটিতে মার্ক্সবাদী নামধারী পার্টিগুলোর বাইরেও সমাজতন্ত্র নিয়ে বিস্তর চিন্তাভাবনা হয়েছে। তারা ঠিক কি বেঠিক, কে বেশী ঠিক, এই নিয়ে দিস্তে দিস্তে লেখাও আছে। কিন্তু সত্য এটাই, যে রামমনোহর লোহিয়া বা জয়প্রকাশ নারায়নের দেখানো পথেই কিন্তু গোবলয়ের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ ভরসা রেখেছেন। তথাকথিত মার্ক্সবাদী দলগুলি সেখানে মানুষের কাছে পৌঁছতে ব্যার্থ।

    কিছুটা পৌঁছতে পেরেছে মাওবাদীরা। অনেক ত্যাগ শিকারের ইতিহাস সেখানে, গ্রামে গ্রামে ঘাঁটি গেড়ে বছরের পর বছর মানুষের সাথে মিশেছেন, সেখানকার লোকাল ইস্যুর চারিধারে আন্দোলনকে চালানোর চেষ্টা করেছেন। কিছু কিছু যায়গায় তারা ভীষণ ভাবে সফল, বিশেষত সেই সমস্ত জায়গায়, যেখানে ভারতের গণতান্ত্রিক ব্যাবস্থা মানুষকে কিছুই দিতে পারেনি। কিন্তু ছত্তিশগড়, বা লালগড়ের মতো এইরকম কিছু অঞ্চলের বাইরে, যেখানে একটা ফাংশানিং ডেমোক্রাসি আছে, সেখানে তাদের কোনো জনসমর্থনই নেই প্রায়।অগণতন্ত্রের মধ্যে সামিল না হওয়ার লাইনে গোঁ ধরে বসে থাকলে এনারাও এরকম প্রান্তিক শক্তি হিসেবে থেকে যাবেন বলে আমার বিশ্বাস। মাওকে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত, এমন দেশে লড়াই করতে হচ্ছিলো না, এইটে মাওবাদীদের বুঝতে হবে।

    সিপিএম এই জায়গায় এক্কেবারে সঠিক। তাহলে তারা কেন পারলো না? অনেক কারণ আছে। কয়েকটা ছোট্ট করে লিখি। এক, অতিরিক্ত তাত্বিকদের উপরে নির্ভরতা। বুঝতে হবে রাজনীতি মানে মানুষের সুখ দু:খ বঞ্চনা নিয়ে কারবার। সেটা লাইব্রেরীতে বসে হয় না। পাড়ার চায়ের দোকানে ঢুকতেই হবে। না হলে মার্ক্সবাদের মোটা মোটা বই, বিশ্লেষণ, সেমিনার ইত্যাদি সবই কোনো কামে লাগবে না। মার্ক্সবাদী একাডেমিকদের নিজস্ব জায়গা অবশ্যই আছে, কিন্তু তারা রাজনৈতিক পার্টি চালাতে গেলে ল্যাজেগোবরে হবেন (এবং ভাইস ভার্সা)। সিপিএম দলে ধীরে ধীরে জননেতার অভাব ঘটতে লাগলো। যারা ছিলেন, অনেকেই সাইডলাইন হলেন, সুভাষ থেকে আরম্ভ করে অধুনা রেজ্জাক মোল্লা, এগুলো উদাহরণ। অন্যদিকে পার্টির দায়িত্ব পেলেন যারা, অনেক বেশী পালিশওয়ালা শহুরে শিক্ষিত, "সংস্কৃতিবান" কিন্তু জননেতা একেবারেই নন। ফলে যা হওয়ার হলো, অনেক তত্বের কচকচি, কিন্তু মানুষের কাছ থেকে দূরে সরে গেলেন। শিক্ষিত ভদ্রলোকের পার্টি হয়ে গেলো সিপিএম। ফল যা হওয়ার তাই হলো, বিপ্লবের পথ থেকে একদম একশো আশি ডিগ্রি ঘুরে গেলো দল। কি করে ক্ষমতায় থাকা যায়, এই হয়ে গেলো মূল চিন্তা। প: ব: তে ৩৪ বছর ক্ষমতায় থাকার ফলে সেই পচনটা একদম চোখের সামনে পরিষ্কার হয়ে গেলো। কিন্তু এ পচন অনেক দিনের। মোদ্দা কথা হচ্ছে মানুষের কাছে পৌঁছনোর জননেতা দরকার। শিক্ষিত ভদ্রলোকের পার্টি হয়েই সিপিআইএমের সর্বনাশ হয়েছে বলেই মনে করি।

    যাইহোক, রাত অনেক হলো, পরে আবার বিস্তারিত লিখব।

  • Papiss | 121.241.218.132 | ১৯ মার্চ ২০১২ ১৪:৪৪528509
  • এই রাজনৈতিক তক্কোগুলোতে ব্রতীন কেন যে ঢোকে...
  • siki | 155.136.80.36 | ১৯ মার্চ ২০১২ ১৫:০২528511
  • :)

    ম্মু-কে বড় মিস করি। কেন যে আসেন না।
  • PM | 86.96.160.39 | ১৯ মার্চ ২০১২ ১৫:৩১528513
  • বাঙালীদের সমস্যা হোলো সবকিছুকে মরো লেভেল এ নিয়ে গিয়ে পুরো ব্যপার্টাকে ঘেঁটে দেওয়া। বিশ্ব কোমুনিস্ম, স্টালিন কি করেছিলো, হিট্‌লার কি করেছিল, আমেরিকা ভিয়েতনামে কি করেছিলো। এই সব।

    ২০১২ তে প:ব: এ দাড়িয়ে আমার মনে হয় হয় আলোচনাটা শুধু বেসিক জিনিষে-ই হোয়া উচিত। প:ব: এ বসবাসাকরী মানুষের জান আর মাল এর রক্ষা কিভাবে হবে? খবরের কাগজ আর চেনা পরিচিতের কাছ থেকে যা খবর পাচ্ছি ততে মনে হচ্ছে এ দুটো ব্যপার-ই সমস্যায়। আর দিন দিন পরিস্থিতি আরো খারাপ হচ্ছে।

    আমি দেশে ফিরছি সিগ্গির । এ দুটি ব্যাপারেই আমি সব থেকে বেশী চিন্তিত। অর্থনীতি ইত্যাদি বড় বড় ব্যাপার নিয়ে পরে ভাবা যাবে। দিদি আপাতাত: বেসিক জায়্‌গাটা ঠিক ঠাক রাখলেই বাঁচি
  • Bratin | 122.248.183.11 | ১৯ মার্চ ২০১২ ১৬:৩৬528514
  • এখন হসপিটালে যাচ্ছি। এসে লিখবো। ( অরি অলরেডি বকে দিয়েছে :-(()
  • Bratin | 122.248.183.11 | ১৯ মার্চ ২০১২ ১৬:৩৭528515
  • ম্মু বলে আলাদা কেউ আছেন? তিনি তো আমদের মধ্যেই । তাই না?
  • Bratin | 122.248.183.11 | ১৯ মার্চ ২০১২ ১৬:৩৮528516
  • PT দা বলেচেন : বাম রা ভুল করেছিল আর কিছু চাই না।
  • Netai | 121.241.98.225 | ১৯ মার্চ ২০১২ ১৬:৪৩528517
  • তৃণশক্তির এই পলিট্রিক্স কলামটা বেশ সরেস আর উপাদেয় হয়।
    পড়তে ভুলবেন না।
    http://epratidin.in/Details.aspx?id=7336&boxid=24127406
  • ranjan roy | 14.97.34.203 | ২০ মার্চ ২০১২ ০০:২৩528518
  • S এর বক্তব্য ট্যানজেনি্‌শয়াল। বেশকিছু সন্ন্যাসীর অপকর্মের উদাহরণ দিয়ে কি এই সাধারণ সিদ্ধান্তে আসা যায় যে সন্ন্যাসী মাত্রেই ভন্ড বা লম্পট? অথবা এটাই সন্ন্যাসীদের ভুল!
    দরকার বামদের রাজনৈতিক এবং সাংগঠনিক লাইনের ত্রুটি / সীমাবদ্ধতা তুলে ধরা।
    SC শুরু করেছেন। আমি ওনার সমর্থনে দুটো উদাহরণ দেব। অবশ্যই বাজারী পত্রিকা পড়ে জানলাম।
    রাজস্থানে সিপিএম এর বিধায়কের সংখ্যা, ক্ষমতায় আসা ছাত্র ইউনিয়নের সংখ্যা, অন্য ফ্রন্ট সংগঠনের বিশেষত: কৃষক সভার শক্তি ক্রমশ: চোখে পড়ার মত বাড়ছে।
    আবার ইউপি এবং উত্তরাঞ্চলে তলানিতে এসে ঠেকেছে।
    এখন পার্টি থেকে রাজস্থানের দায়িত্বে ছিলেন রেজ্জাক মোল্লা আর ইউপি এবং উত্তরাঞ্চলের দায়িত্বে কারাত ও বৃন্দা!
    পিটি,
    এটা কোন ব্যক্তিকে দোষারোপণ নয়, বরং দুটো আলাদা স্টাইল অফ ফাংশনিংকে তুলে ধরা। ষাটের দশকে এন বিএ একটা চটি বই সার্কুলেট করতো: পার্টির স্টাইল অফ ফাংশনিং নিয়ে জর্জি ডিমিট্রভ, কাগানোভিচ এবং মাওয়ের বক্তব্য।
    তাতে মোদ্দা কথাটা এই ছিল যে রণনীতি/ রণকৌশল/প্রোগ্রাম সঠিক হলেও ভুল কাজ করবার স্টাইল সব কিছু গুবলেট করে দিতে পারে। এ ব্যাপারে মাও ছিলেন একেবারে প্রিসাইজ। উনি বলেছিলেন," একজন কমরেড খুব কথায় কথায় মার্ক্স-এংগেলস্‌-লেনিন আওড়াতে পারেন, মোক্ষম সব কোট করতে পারেন, কিন্তু একটাও বাস্তব সমস্যার বাস্তব সমাধান বের করতে পারেন না। তাঁকে আমি গোল্লা দেব, এদের জ্ঞান একেবারে গোবরের তুল্য; না:। তাও নয়, কারণ গোবরও কিছু কাজে লাগে।(হাসি)।
    কিন্তু কোন কোন কমরেড্‌স অত থিওরি পড়েন নি। কিন্তু যতটুকু পড়েছেন তা কাজে লাগিয়ে বাস্তব সমস্যার সমাধান করতে চেষ্টা করেন। তাঁদের আমি কিছু নম্বর অবশ্যই দেব'।
    মন্তব্য নিÖপ্রয়োজন।
  • Netai | 121.241.98.225 | ২১ মার্চ ২০১২ ১৬:১৪528521
  • পড়ছেন ই যখন তখন সাথে এই লেখাটাও পড়বেন।
    কুঘোর ধন্যবাদ জ্ঞাপন
    http://epratidin.in/Details.aspx?id=7364&boxid=23919609
  • gandhi | 203.110.246.25 | ২১ মার্চ ২০১২ ১৬:২২528522
  • নেতাই দা

    আপনি বলবেন না পিলিজ।।।

    কু ঘো না পড়লে হয় !!!!
  • PM | 86.96.160.12 | ২১ মার্চ ২০১২ ১৬:২৯528524
  • দুটো লেখাতেই মা-মাটি -মানুষ-এর গন্ধে ম ম করছে। আর কয়েকদিন লেগে থাকলেই বিষু বাবুর পদ্ম ভুষন আর কুনাল বাবুর পদ্মবিভুষন আটকায় কে ?
  • PT | 203.110.247.221 | ২১ মার্চ ২০১২ ১৯:৩০528526
  • CU থেকে শুধু B.Sc (Part I) পাশ করা যায় - কেউ কখনও জানত? সেটা আবার ছাপার অক্ষরে ফলাও করে দেশবাসীকে জানানো হচ্ছে? He did his B.Sc (Part I) from Calcutta University.- এর মানে কি? cb-র দেওয়া লিং থেকে এই পরম বিস্ময়কর খবরটি পাওয়া গেল।
  • PT | 203.110.247.221 | ২১ মার্চ ২০১২ ১৯:৩২528527
  • ও ভাই বোতিন কিচু একটা বল-ও-ও-ও---
  • kc | 178.61.96.29 | ২১ মার্চ ২০১২ ২০:২১528528
  • তিন বছরের কোর্সের প্রথম দুবছরটাকে পার্ট ওয়ানইতো বলত। তার মানে ওই পরীক্ষাটায় উনি পাস দিয়েছেন। তাতে অসুবিধা কোথায়? সিরিয়াস ইস্যু ক্ষী ক্ষম পড়িয়াছে? ভারতের রাজনীতিতে কে কটা পাস দিয়েছে বা না দিয়ে এমনিই লিখে দিয়েছে, এনিয়ে বেশী হুল্লোর হয়না।
    এসবের বাইরে সত্যি সত্যি সিরিয়াস ইস্যু গাদা গাদা আছে।
  • umesh | 80.254.147.148 | ২১ মার্চ ২০১২ ২০:২৫528529
  • তোমরা হাসা-হাসি করছো, কিন্তু বিশ্বজিৎ বাবু সত্যি কথা-ই তো লিখেছে।
    বাধিয়ে রাখার মতো বাক্য,
    "মুকুলের সফলতার বীজমন্ত্র: আনুগত্য।"

    এরপর ও বলবে এটা নির্মল আনন্দ!
  • PT | 203.110.247.221 | ২১ মার্চ ২০১২ ২০:৩২528530
  • আর মানে তিনি BSc পাশ করেন নাই। বল্লেই হত যে তিনি হায়ার সেকেন্ডারি পাস - ল্যাঠা চুকে যেত।

    আর সিরিয়াস ইস্যু নিয়ে গত তিন বছরে কে মাথা ঘামিয়েছে প: বঙ্গে? নাকি কেউ ঘামাচ্ছে? এখন তো এই সব আনন্দলোকিয় আলোচনাই চলবে।
  • kc | 178.61.96.29 | ২১ মার্চ ২০১২ ২০:৩৭528531
  • তা বটে!! তবে পার্ট ওয়ান পাস দিলে বলা হয় বিএসসি পাস গ্র্যাজুয়েট। পার্ট ওয়ান ফেল কল্লে হেইচএস পাশ। এক্ষেত্রে কোনটা সেটা জানা যাচ্ছেনা। আর জেনে হবেটাই বা কী?
  • tatin | 122.252.251.244 | ২১ মার্চ ২০১২ ২০:৪২528532
  • পার্ট ওয়ান টা না লিখলে তাও একটা তথ্যগোপন ইস্যু করা যেত। মাকুদের ইস্যু সত্যিই কমে অসিতেছে
  • siki | 122.177.11.185 | ২১ মার্চ ২০১২ ২৩:৩৩528533
  • হ্যাঁ, পার্ট ওয়ান পর্যন্ত তো পাশকোর্স ধরা হয়। পার্ট টু কমপ্লিট করলে হনার্স হয়।

    এখন বোধ হয় দুটোই তিন বছরের হয়ে গেছে।
  • Suvajit | 59.177.194.96 | ২২ মার্চ ২০১২ ০০:৪৯528535
  • ইয়ে, মানে মুকুল রায়ের দিদির প্রতি আনুগত্য আর লালপার্টির ক্যাডারদের দলের প্রতি আনুগত্যের মধ্যে কোন কোন পয়েন্টে ফারাক আছে, সেটা যদি কোন বিদগ্‌ধ বামপন্থী বুঝিয়ে বলেন, তবে আলোকিত হই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন