এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃণশক্তি

    ppn
    নাটক | ২৭ ফেব্রুয়ারি ২০১২ | ৬০৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | 178.61.96.29 | ১৭ মার্চ ২০১২ ২০:১৪528436
  • হোপ এইট্টিসিক্স কি কোনও পার্টির বা বামফ্রন্টের প্রোগ্রাম ছিল নাকি? শ্রীমান দুখের স্মৃতি ক্ষি এতই পলকা?
  • dukhe | 117.194.239.121 | ১৭ মার্চ ২০১২ ২০:১৬528437
  • সে তো আমার প্রতিপক্ষকে ধরে ধরে শহীদ বানানোতেই আপত্তি আছে ।
  • dukhe | 117.194.239.121 | ১৭ মার্চ ২০১২ ২০:১৮528438
  • হোপ এইট্টি সিক্স কাহাদের প্রোগ্রাম ? বুদ্ধবাবু উহা বয়কট করিয়াছিলেন কেন ? পাঁচ নম্বর ।
  • kc | 178.61.96.29 | ১৭ মার্চ ২০১২ ২০:২১528439
  • সেতো দেশের সরকারেরও আপত্তি আছে, প্রতিপক্ষকে ধরে ধরে শহীদ বানানোয়। তাই বলে কি শহীদ বানানো থেমে আছে নাকি? শুধু লোকের স্মৃতিই থেমে থাকে দেখি।
  • dukhe | 117.194.239.121 | ১৭ মার্চ ২০১২ ২০:২৩528440
  • বুঝি নাই । বক্তব্য কি সরকারের এনকাউন্টার ডেথ নিয়ে ?
  • kc | 178.61.96.29 | ১৭ মার্চ ২০১২ ২০:২৪528441
  • হোপ এইট্টিসিক্স কাহাদের প্রোগ্রাম? বুদ্ধবাবু উহা বয়কট করিয়াছিলেন কেন? প্রমাণসহ লিখ। ২০ নম্বর
  • dukhe | 117.194.239.121 | ১৭ মার্চ ২০১২ ২০:২৮528442
  • শহীদ দিবস কাহাদের প্রোগ্রাম ? বুদ্ধবাবু উহা বয়কট করিয়াছিলেন কেন ? নম্বর নাই ।
  • whom | 42.108.135.94 | ১৭ মার্চ ২০১২ ২০:৪০528443
  • না উনি জানেন বলেও মনে হয়। এত জানেন আর ঐটা জানেন না
    এই ধরেন বাম ব্রিগেডে যদি পাগলু নাচত তখন শ্রী শ্রী কি দিলো আটানা কিলো !

    তারপর আলিমুদ্দিন ছেড়ে খোলামনে ভাবুন ইত্যাদি সাজেশন

    খালি হরিশ চাটুজ্জের যন্তরমন্তর অর মিশনের ব্যাপারে কিছু কথা হলেই ওনার দখিন খোলা মনে কে যেন চাবি লাগিয়ে দেয়! সত্যি ম্যাজিক
  • dukhe | 117.194.239.121 | ১৭ মার্চ ২০১২ ২০:৫০528444
  • ধুর । ওটা শ্রী শ্রী নয় । শ্রীদেবী । উনিই নেচেছিলেন বোধহয় । মানে হোপে ।
    আর কত শেখাব !
  • bb | 117.195.162.119 | ১৭ মার্চ ২০১২ ২৩:০৬528446
  • ভীষ্‌ণ তাড়াতাড়িই দুখে রাজ্যসভায় যাবেন মনে হচ্ছে
  • lcm | 69.236.163.198 | ১৭ মার্চ ২০১২ ২৩:৪৮528447
  • ওহ্‌, পিটি মিডিয়া এবং বামেদের নিয়ে কিছু বলছে।
    দেখো ক্ষমতায় থাকলে চাটুকর আসে, যেই ক্ষমতায় থাকুক। জ্যোতি বসু-র সময় আনন্দবাজার লিখত না, কারণ তাদের কাস্টমার বেস্‌ ছিল শহরে। অল্টারনেটিভ চাটুকর মিডিয়া কিন্তু তৈরী হয়ে গেছিল - আজকাল থেকে শুরু করে ২৪ ঘন্টা টিভি।
    বুদ্ধদেব ভট্টাচার্য-র আমলে শুরু থেকেই আনন্দবাজারে বুদ্ধ-বন্দনা তো ইতিহাস, শহুরে মিড্‌ল ক্লাসকে বুদ্ধ-সংস্কৃতি খাওয়ানো, ব্র্যান্ড বুদ্ধ।
    ১৯৬৯-এ পশ্চিমবঙ্গে যখন প্রথম নন-কংগ্রেস সরকার তৈরী হয় (অজয় মুখার্জি মুখ্যমন্ত্রী, জ্যোতি বসু পুলিশমন্ত্রী) তখনও মিডিয়া কম বাইট খরচা করে নি।
    ক্ষমতার কাছাকাছি থাকার সময় (ইউপিএ-র শরিক) , হিন্দুস্তান টাইম্‌স্‌ প্রকাশ কারাট-এর মাহাত্ম্য নিয়ে অনেক পাতা খরচা করেছে।
    কালকে যদি বামেরা দিল্লীতে ক্ষমতায় আসে, দেখবে টিওআই থেকে সিএনেন সবাই ঝাঁপিয়ে পড়বে বাম-বন্দনায়। মিডিয়ায় এমন হয়, এর সাথে ডান-বামের কিস্যু সম্পর্ক নাই।
  • ranjan roy | 14.97.99.90 | ১৮ মার্চ ২০১২ ০০:২৯528448
  • এল সি এম,
    আনন্দবাজার মমতার নেগেটিভ রাজনীতি নিয়ে বুদ্ধের দ্বিতীয় অবতারের সময় সম্পাদকীয় লিখেছিল মনে আছে।
    আজকে তারানন্দ/ আকাশ/ ই-টিভি যেভাবে মমতাকে রোজ এক্সপোজ করছে বা মমতা নাম করে করে চব্বিশ ঘন্টারও বেশি তারানন্দকে গাল পাড়ছেন-- এই ফেনোমেননকে পিটি কি করে ব্যাখ্যা করবেন?
  • Shubha | 59.93.193.174 | ১৮ মার্চ ২০১২ ০৮:৩৯528449
  • PT দার মত নির্ভেজাল বামপন্থিকে বমেদের রজ্যসভায় প্রার্থী কোর উচিত ছিল। Lcm দা কে ক মিডিয়া এই রকম ই হয়। তা থাকুক না সোব্বারি কোথ বোলর লোক থকুক থতে কি এসে গেলো? কু: ঘো: তো স্বভাব সিদ্ধ ভাবেই জাতিয়তাবাদি বা ত্রিনো পন্থি হোতেই পারেন জেমোন বি: মু: বামপন্থি ছিলেন।
  • cb | 202.156.10.227 | ১৮ মার্চ ২০১২ ০৯:১৬528450
  • লেখাপড়া করে যে গাড়িঘোড়া চড়ে সে :)

    http://www.anandabazar.com/18cal1.html
  • dukhe | 117.194.228.10 | ১৮ মার্চ ২০১২ ১২:৪৫528451
  • আহা bb, আপনার মুখে চপ কাটলেট পড়ুক । রাজ্যসভা হলে ভালো, রেলমন্ত্রী করলেও চলবে । আমার ছোটবেলার শখ ।
    তবে আজ এটা পড়ে পোচোন্ডো মুগ্‌ধ হলাম । আপনারাও পড়ুন, শরীরমন ভালো থাকবে ।
    http://epratidin.in/Details.aspx?id=7320&boxid=25120437
    সাংবাদিক-বাগানের তিনটি ফুল তুলে নিয়েছেন দিদি ! ওয়া: ওয়া: । কুঘো একটি ছোট্ট ফুল, কুঁড়ি থেকে বেরিয়ে এসেছেন । সাব্বাস ।
    তাহলে কি সাংবাদিক হওয়ার চেষ্টা করব ? নাকি বিশ্বজিৎ সিংহই আসলে দুখে ? কিছুই বলা যায় না ।
  • kc | 194.126.37.78 | ১৮ মার্চ ২০১২ ১৩:০৪528452
  • ন্যাড়াদা দুটো হেব্বি নাম আবিস্কার করেছে। ছেনাল ঘোষ, আরএকটা ক্ষমতা গন্ধপায়াহ্যায়।
  • PT | 203.110.246.230 | ১৮ মার্চ ২০১২ ১৩:০৫528453
  • আনন্দবাজার, যুগান্তর ঘোর বাম তত্বের (শুধু সিপিএম বিরোধী নয়) বিরোধী - ছিল - এই তথ্যটা অস্বীকার করার কেন চেষ্টা করে যাচ্ছেন lcm?

    কুঘ সম্পর্কে জাতীয়তাবাদী ইত্যাদি বলে তোল্লাই দেওয়ার কোন কারণ নেই। টুটূ বোসের কাগজে, চ্যানেলে চাকরী করতে গেলে মমতার চাটুকারীতা করতেই হবে না হলে চাকরী যাবে। আর যেহেতু mamata is Trinamool (= Indira is India) তাই কুঘ বা প্রতিদিনের কোন সমস্যা নেই।

    সেই সমস্যাটা বুদ্ধবাবুকে নিয়ে আবাপর ছিল। right person in the wrong party-যেটা বাজপেয়ীকে নিয়েও সর্বভারতীয় মিডিয়া শুরু করেছিল - সেই লাইন আবাপ নিয়েছিল। খানিকটা কাজও হয়েছিল-পার্টি আর বুদ্ধর মধ্যে ফারাক দেখাও যাচ্ছিল। বুদ্ধ কিছু নির্বোধ কথা বলেও ফেলে ছিলেন। কিন্তু সিপিএম আবাপ-র ওপরে নির্ভর করে রাজনীতি করছিল এটা বোঝানোর চেষ্টা না করাই ভাল। সর্বোপরি কোনভাবেই সিপিএম আবাপর কোন সাংবাদিককে রাজ্যসভায় পাঠাত না। বুদ্ধবাবুর-ও সে ক্ষমতা ছিল না -এখানেই ফারাক, এটা বুঝতে না চাইলে সত্যকে অস্বীকার করা হবে।

    আর মিডিয়া ক্ষমতাশীল সরকারের চাটুকারিতা করে এটা আংশিক সত্য। জ্যোতি বাবুর আমলে প্রবাসী আনন্দবাজার দিব্য অর্ধসত্য, অপসত্য অথবা নির্জলা মিথ্যে কথা লিখত সেটা আমি বিদেশে বসে পড়েছি। আর ২৪ ঘন্টা এখনো দিব্য তৃণমূ
  • dukhe | 117.194.233.47 | ১৮ মার্চ ২০১২ ১৩:১৯528454
  • আজ তো দেখলাম আবাপ লক্ষ্মণবাবুর গ্রেপ্তারেও বুদ্ধের জয় দেখেছে । সাধের ব্র্যান্ড বুদ্ধকে ফেলে দেবে নাকি ? হুঁ হুঁ বাওয়া - এরে কয় আবাপ । আর কয় আদর্শানুরাগ ।
  • lcm | 69.236.163.198 | ১৮ মার্চ ২০১২ ১৩:৩৪528455
  • পিটি,
    বামতঙ্কÄটা ঠিক কি জিনিস্‌? বামেরা কি ক্লিয়ারলি জানেন?
    সেটা না জানলে তো তার বিরোধিতার বা সমর্থনের প্রশ্ন ওঠে না।
    আর, যদি বলেন যে বামতঙ্কÄ হল সোস্যালিজ্‌ম, তাহলে তো আরও মুশকিল। কেননা নেহেরুকেই লোকে বলে সোস্যালিস্ট, Nehru advocated Democratic socialism/Fabian Socialism , আর "নেহেরুভিয়ান সোস্যালিজ্‌ম' বলে একটি টার্মই তো তৈরী হয়ে গেল....
    এখন তো সব ঘেঁটে লাট - মমতা হল লেফ্‌ট , আর বাম দল হল রাইট।
  • PT | 203.110.246.230 | ১৮ মার্চ ২০১২ ১৩:৪২528457
  • lcm: যদি সত্যিই কিছু না বোঝেন তাহলে ব্যক্তিমালিকানার পক্ষে-বিপক্ষে কে বা কারা তাই দিয়ে শুরু করতে পারেন। আমি য্‌খনকার কথা বলছি মনে সেই ৬০-৭০-এর দশকে তখন এই তক্কটা অনেক অবেশী সাদা-কালোয় করা যেত।
  • PT | 203.110.246.230 | ১৮ মার্চ ২০১২ ১৩:৪৫528458
  • সংযোজন: আপনার শেষ লাইনটা প্রসঙ্গে। আমার কাছে কিছু ঘাঁটেনি। মমতা রাজনীতি-অর্থনীতিতে ময়ূরপুচ্ছধারী কাক - এইকথা এই নিয়ে আমি বহুবার লিখলাম।
  • ranjan roy | 14.97.201.214 | ১৮ মার্চ ২০১২ ১৩:৫৩528459
  • পিটি, ৫০ এবং ৬০ এর দশকে ভারত সরকার আর সমস্ত প্রতিষ্ঠিত মিডিয়া বাম বা লাল আতঙ্কে ভুগত এ নিয়ে কোন সন্দেহ নেই। কিন্তু আপনি যেটা দেখতে চাইছেন না তাহল একদিকে ইন্দিরার প্রিভি পার্স খারিজ বা ব্যাংক ন্যাশনালাইজেশন, সোভিয়েত সাহায্য গ্রহণ, আমেরিকার বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে মৈত্রী চুক্তি, আর অন্যদিকে জরুরী অবস্থায় সিপিআইয়ের ইন্দিরাকে নি:শর্ত সমর্থন,সিপিএম এর বিপ্লব, এবং আন্দোলন ছেড়ে পার্লিয়ামেন্টারি ডেমোক্রাসিকে মজবুত করার রাস্তায় হাঁটা, নিজেদের শাসন ক্ষমতায় দেশি- বিদেশি প্রাইভেট পুঁজিকে ডেকে আনা, এস ই জেডের জন্যে আবেদন দেয়া, সিপিআইয়ের থেকে ভারতে কেন্দ্রীয় হোম মিনিস্টার হওয়া, সিপিএমের বাইরে থেকে কংগ্রেস সরকারকে দিল্লিতে সমর্থন দেয়া---- এরপর বাম-ডান অর্থনীতি/ রাজনীতির কয়েকদশক আগের সুস্পষ্ট বিভাজনরেখা প্রায় অদৃশ্য হয়ে যায় নি কি? এই খানেই মমতা জায়গা বানিয়েছেন , এককালের বাম শ্লোগানগুলো হাইজ্যাক করে। ভাবুন দেখি- লোন এর জন্যে ব্যাংক চাষীর জমি নিলাম করতে পারবে না, কোন কারণেই রেলের ভাড়া বাড়ানো চলবে না, এফ ডি আই বিরোধিতা, ইনফোসিসকে এস ই জেড এর বিশেষ সুবিধা দিতে অস্বীকার করা-- বাম দলের থেকেও আপাতত: বেশি বাম দেখাচ্ছে না কি? মিডিয়ার কি দোষ, বামেরাই ক্রমশ: নিজেদের মিডিয়ার কাছে বেশি গ্রহণযোগ্য করে তুলেছে।
    ক্ষমতাসীন অবস্থায় বামদলগুলোর পার্টি অফিসের বৈভব দেখুন! মিডিয়ার দোষ কি!
  • lcm | 69.236.163.198 | ১৮ মার্চ ২০১২ ১৩:৫৯528460
  • পিটি,
    সবাই তো কাক, কোকিল আর কোথায়! এক গাদা কাকের মধ্যে কোনো কাক যদি ময়ূর্পুচ্ছধারী হয় তো হোক না, কিই বা এসে যায়।

    ১৯৪৭-১৯৯০ -- ভারত সরকার ব্যক্তি/প্রাইভেট মালিকানার বদলে সোভিয়েত ধাঁচে চালু করতে থাকে ন্যাশনালাইজেশন (ব্যাংকিং, স্টিল, হেভি ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি থেকে কটেজ ইন্ডাস্ট্রি), সোভিয়েত ইউনিয়নের সে¾ট্রাল প্লানিং এর ধাঁচে তৈরী হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা।
  • Siddhartha | 131.104.241.62 | ১৮ মার্চ ২০১২ ১৪:০১528461
  • সকলে এত হৈ হৈ করছেন, দেখে মনে হচ্ছে মমতার কাছ থেকে অন্য কিছু এক্সপেক্ট করেছিলেন :)
  • lcm | 69.236.163.198 | ১৮ মার্চ ২০১২ ১৪:১০528463
  • রঞ্জনদা,
    নেহেরুর সোস্যালিস্ট ভারতে কম্যুনিস্ট পার্টির রোল চিরকালই ছিল কনফিউজিং। সোভিয়েত/চায়না থেকে যে সাপোর্ট আসত বাম দলগুলিতে, তা খুবই ভেগ্‌, দুর্বল, অনেক সময় পরিষ্কার নেগলেক্টেড হয়েছে আন্তর্জাতিক কম্যুনিষ্ট সাপোর্ট থেকে।

    ১৯৯০-র পরের ভারতবর্ষে লেফ্‌ট পার্টির ভূমিকা হওয়া ছিল গুরুত্বপূর্ণ, এবং, এখনও হওয়া উচিত। কিন্তু, আজও আগের কনফিউশন আছে। কারণ, ভোটে জিতে পাওয়ারে থাকার ইকুইশনে থাকতে গিয়ে সব গুবলে যায়, যখন যা সুবিধের মনে হয় তাই করতে হয় বামদল গুলিকেও (অন্যান্য দলের মতন), প্রশয় দিতে হয় দুর্নীতিকে, কোকিল/কাক এক হয়ে যায়। এতে কোনো অসুবিধে নেই, কিন্তু মুশকিল হল এটা স্বীকার করে নেওয়া। বেশীর ভাগ মানুষই জানেন। পিটি-র মতন কিছু মানুষ এখনও ঘোরের মধ্যে আছেন যে, বাম হল অন্যদের থেকে আলাদা।
  • Siddhartha | 131.104.241.62 | ১৮ মার্চ ২০১২ ১৪:১০528462
  • দেখুন শেষ কয়েক বছরে বামেরাও লুটে পুটে খেয়েছে। হয়ত প্রগতিশীল উপায়ে লুট করেছে।

    তৃণমুল সেখানে প্রতিক্রিয়াশীল উপায়ে লুট করছে।

    তা কি আর করা যাবে! রাইটিস্টদের সাথে এটুকু তফাত যে এখনো এই বাজারে বাঁচিয়ে রেখেছেন তাতেই বেংগল পার্টিকে ধন্যবাদ দেওয়া উচিত :)

  • PT | 203.110.246.230 | ১৮ মার্চ ২০১২ ১৪:১৬528464
  • এইবারে আলোচনাটা জটিল হয়ে যাবে। সে আমার বুদ্ধির বাইরে। ইন্দিরা socialism-socialism বলে খেলা করেছিল। মাধবরাও সিন্ধিয়ার এখনো কত সম্পত্তি আছে সেটা হিসেব করলে বোঝা যাবে যে ইন্দিরা effectively কতটা কি করেছিল। তার সঙ্গে আন্তর্জাতিক রাজনীতির কি সম্পর্ক ছিল সেটাও বিবেচ্য-তাতে কয়েকটা থিসিস লেখা হয়ে যাবে। আর ধাঁচাটাই সোভিয়েতের ঢঙে ছিল - মানুষের কত উপকার হয়েছিল সেটা UNDP-র রিপোর্ট দেখলে বোঝা যায়। সামান্য ভুমিসংস্কারটাও ভারত জুড়ে করানো যায়নি বা করা হয়নি।

    আর মমতার পুরোটাই আমার কাছে ঢপ। বামেরা নির্বোধের মত কয়েকটা কাজ করেছিল - সেই ফাঁক দিয়ে মমতা ঢুকে পড়েছে। মমতা সিঙ্গুর-নন্দীগ্রামে মোটেই কৃষক আন্দোলন করেনি আর এখন ছদিন আগে পণ্যপরিবহন মাশুল বাড়ানোতে চুপ করে থেকে ২-৩ তিন টাকা টিকিটের দাম বাড়ানোর জন্য নাটক করছে। সবটাই ঢপ -এটাকে কেউ বামপন্থা বললে তিনি রাজনৈতিকভাবে একেবারেই ""নাইভ""।

    যিনি গরীবের জন্য কেঁদে আকুল তাঁর কোন পলিসি আছে দেশ থেকে দারিদ্র দূরীকরণের জন্য? আর এই বামপন্থী কিনা কিনা শেষপর্যন্ত বিবেক দেবরায়কে দিয়ে vision document তৈরি করান আর ফিকির প্রেসিডেন্টকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেন?
  • PT | 203.110.246.230 | ১৮ মার্চ ২০১২ ১৪:১৮528465
  • lcm: পিটি ঘোরের মধ্যে আছে আর আপনি খুব স্বচ্ছতার সঙ্গে সব কিছু দেখতে পাচ্ছেন এই জাতীয় ব্যক্তিগত তত্ব প্রচার না করাই ভাল।
  • dukhe | 117.194.233.47 | ১৮ মার্চ ২০১২ ১৪:২২528466
  • পণ্য পরিবহন মানে তাতিন যাতে করে কেজিতে তিন পয়সা দাম বাড়ার হিসেব দিল, সেইটা ?
  • lcm | 69.236.163.198 | ১৮ মার্চ ২০১২ ১৪:২৭528468
  • সরি পিটি, আমি ঠিক আপনাকে ব্যক্তি বিশেষ হিসেবে বলতে চাই নি। আমার বলাটা ঠিক হয় নি। আমি বলতে চেয়েছি যে আমি অনেককে জানি যারা এখনও বিশ্বাস করেন যে লেফ্‌ট পার্টি, এখন ভারতে যে অবস্থায় আছে তারাই আসল লেফ্‌ট, আগেও ছিল, এখনও তারাই।
    আমার বক্তব্য ভারতে লেফ্‌ট পার্টি বরাবরই সার্বিক নীতি নিয়ে কনফিউজ্‌ড। এখনও। আর গত ৩০/৩৫ বছরে লেফ্‌ট আর অন্য পার্টি গুলির মধ্যে তফাৎ উনিশ/বিশ। এই মূহুর্তে কোনো তফাৎ নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন