এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • প্রিয় কবিতা-২

    b
    অন্যান্য | ২০ জানুয়ারি ২০১২ | ১৪৭৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | 125.20.82.164 | ২০ জানুয়ারি ২০১২ ১৫:৩৮514391
  • নির্দেশিকা অনুযয়ী নতুন টই খুলতে হল।
  • b | 125.20.82.164 | ২০ জানুয়ারি ২০১২ ১৫:৪০514392
  • হার্ট ক্রেন: চ্যাপ্লিনেস্ক

    We will make our meek adjustments,
    Contented with such random consolations
    As the wind deposits
    In slithered and too ample pockets.

    For we can still love the world, who find
    A famished kitten on the step, and know
    Recesses for it from the fury of the street,
    Or warm torn elbow coverts.

    We will sidestep, and to the final smirk
    Dally the doom of that inevitable thumb
    That slowly chafes its puckered index toward us,
    Facing the dull squint with what innocence
    And what surprise!

    And yet these fine collapses are not lies
    More than the pirouettes of any pliant cane;
    Our obsequies are, in a way, no enterprise.
    We can evade you, and all else but the heart:
    What blame to us if the heart live on.

    The game enforces smirks; but we have seen
    The moon in lonely alleys make
    A grail of laughter of an empty ash can,
    And through all sound of gaiety and quest
    Have heard a kitten in the wilderness

  • বিপ্লব রহমান | ১৩ জুন ২০২০ ১৭:৩৭732128
  • নোখের ভিতর নষ্ট ময়লা,
    চোখের ভিতর প্রেম,
    চুলের কাছে ফেরার বাতাস
    দেখেই শুধালেম,

    এখন তুমি কোথায় যাবে?
    কোন আঘাটার জল ঘোলাবে?
    কোন আগুনের স্পর্শ নেবে
    রক্তে কি প্রব্লেম?

    হঠাৎ তাহার ছায়ায় আমি যেদিকে তাকালেম
    তাহার শরীর মড়িয়ে দিয়ে
    দিগন্তে দুই চক্ষু নিয়ে
    আমার দিকে তাকিয়ে আমি আমাকে শুধালেম

    এখন তুমি কোথায় যাবে?
    কোন আঘাটার জল ঘোলাবে?
    কোন আগুনের স্পর্শ নেবে
    রক্তে কি প্রব্লেম?

    (একলা বাতাস, আবুল হাসান)

    বিপ্লব রহমান | 123.108.244.157 | ১১ জুন ২০২০ ০৭:৩৩732053

    "

    অবশেষে জেনেছি মানুষ একা!

    জেনেছি মানুষ তার চিবুকের কাছেও ভীষণ অচেনা ও একা!
    দৃশ্যের বিপরীত সে পারে না একাত্ম হতে এই পৃথিবীর সাথে কোনোদিন।

    ফাতিমা ফুফুর প্রভাতকালীন কোরানের
    মর্মায়িত গানের স্মরণে তাই কেন যেন আমি

    চলে যাই আজও সেই বর্নির বাওড়ের বৈকালিক ভ্রমণের পথে,
    যেখানে নদীর ভরা কান্না শোনা যেত মাঝে মাঝে
    জনপদবালাদের স্ফুরিত সিনানের অন্তর্লীন শব্দে মেদুর!

    মনে পড়ে সরজু দিদির কপালের লক্ষ্মী চাঁদ তারা
    নরম যুঁইয়ের গন্ধ মেলার মতো চোখের মাথুর ভাষা আর
    হরিকীর্তনের নদীভূত বোল!
    বড় ভাই আসতেন মাঝরাতে মহকুমা শহরের যাত্রাগান শুনে,
    সাইকেল বেজে উঠত ফেলে আসা শব্দে যখন,
    নিদ্রার নেশায় উবু হয়ে শুনতাম, যেন শব্দে কান পেতে রেখে :
    কেউ বলে যাচ্ছে যেন,
    বাবলু তোমার নীল চোখের ভিতর এক সামুদ্রিক ঝড় কেন?
    পিঠে অই সারসের মতো কী বেঁধে রেখেছ?

    আসতেন পাখি শিকারের সূক্ষ্ম চোখ নিয়ে দুলাভাই!
    ছোটবোন ঘরে বসে কেন যেন তখন কেমন
    পানের পাতার মতো নমনীয় হতো ক্রমে ক্রমে!

    আর অন্ধ লোকটাও সন্ধ্যায়, পাখিহীন দৃশ্য চোখে ভরে!
    দিঘিতে ভাসত ঘনমেঘ, জল নিতে এসে
    মেঘ হয়ে যেত লীলা বৌদি সেই গোধূলিবেলায়,
    পাতা ঝরবার মতো শব্দ হতো জলে, ভাবতুম
    এমন দিনে কি ওরে বলা যায়—?

    স্মরণপ্রদেশ থেকে এক একটি নিবাস উঠে গেছে
    সরজু দিদিরা ঐ বাংলায়, বড়ভাই নিরুদ্দিষ্ট,
    সাইকেলের ঘণ্টাধ্বনি সাথে করে নিয়ে গেছে গাঁয়ের হালট!

    একে একে নদীর ধারার মতো তারা বহুদূরে গত!
    বদলপ্রয়াসী এই জীবনের জোয়ারে কেবল অন্তঃশীল একটি দ্বীপের মতো

    সবার গোচরহীন আছি আজও সুদূরসন্ধানী!

    দূরে বসে প্রবাহের অন্তর্গত আমি, তাই নিজেরই অচেনা নিজে
    কেবল দিব্যতাদুষ্ট শোনিতের ভারা ভারা স্বপ্ন বোঝাই মাঠে দেখি,
    সেখানেও বসে আছে বৃক্ষের মতন একা একজন লোক,
    যাকে ঘিরে বিশজন দেবদূত গাইছে কেবলি
    শতজীবনের শত কুহেলি ও কুয়াশার গান!

    পাখি হয়ে যায় এ প্রাণ ঐ কুহেলি মাঠের প্রান্তরে হে দেবদূত!"

    (পাখি হয়ে যায় প্রাণ, আবুল হাসান)  

  • বিপ্লব রহমান | ১৩ জুন ২০২০ ১৭:৩৯732129
  • সে এক পাথর আছে কেবলি লাবণ্য ধরে, উজ্জ্বলতা ধরে আর্দ্র,
                                                                মায়াবী করুণ
    এটা সেই পাথরের নাম নাকি? এটা তাই?
    এটা কি পাথর নাকি কোনো নদী? উপগ্রহ? কোনো রাজা?
    পৃথিবীর তিনভাগ জলের সমান কারো কান্নাভেজা চোখ?
    মহাকাশে ছড়ানো ছয়টি তারা? তীব্র তীক্ষ্ণ তমোহর
    কী অর্থ বহন করে এই সব মিলিত অক্ষর?

    আমি বহুদিন একা একা প্রশ্ন করে দেখেছি নিজেকে,
    যারা খুব হৃদয়ের কাছাকাছি থাকে, যারা এঘরে ওঘরে যায়
    সময়ের সাহসী সন্তান যারা সভ্যতার সুন্দর প্রহরী
                                        তারা কেউ কেউ বলেছে আমাকে—
    এটা তোর জন্মদাতা জনকের জীবনের রুগ্‌ণ রূপান্তর,
    একটি নামের মধ্যে নিজেরি বিস্তার ধরে রাখা,
    তুই যার অনিচ্ছুক দাস!

    হয়তো যুদ্ধের নাম, জ্যোৎস্নায় দুরন্ত চাঁদে ছুঁয়ে যাওয়া,
    নীল দীর্ঘশ্বাস কোনো মানুষের!
    সত্যিই কি মানুষের?

    তবে কি সে মানুষের সাথে সম্পর্কিত ছিল, কোনোদিন
    ভালোবেসেছিল সেও যুবতীর বামহাতে পাঁচটি আঙুল?
    ভালোবেসেছিল ফুল, মোমবাতি, শিরস্ত্রাণ, আলোর ইশকুল?

    (আবুল হাসান) 

  • বিপ্লব রহমান | ১৪ জুন ২০২০ ০৭:১৬732144
  • লক্ষ্মী বউটিকে
    আমি আজ আর কোথাও দেখি না,
    হাঁটি হাঁটি শিশুটিকে
    কোথাও দেখি না,
    কতগুলি রাজহাঁস দেখি
    নরম শরীর ভরা রাজহাঁস দেখি,
    কতগুলি মুখস্থ মানুষ দেখি, বউটিকে কোথাও দেখি না
    শিশুটিকে কোথাও দেখি না!

    তবে কি বউটি রাজহাঁস?
    তবে কি শিশুটি আজ
    সবুজ মাঠের সূর্য, সবুজ আকাশ?

    অনেক রক্ত যুদ্ধ গেল,
    অনেক রক্ত গেল,
    শিমুল তুলোর মতো
    সোনারুপো ছড়াল বাতাস।

    ছোট ভাইটিকে আমি
    কোথাও দেখি না,
    নরম নোলক পরা বোনটিকে
    আজ আর কোথাও দেখি না!

    কেবল পতাকা দেখি,
    কেবল উৎসব দেখি,
    স্বাধীনতা দেখি,

    তবে কি আমার ভাই আজ
    ঐ স্বাধীন পাতাকা?
    তবে কি আমার বোন, তিমিরের বেদিতে উৎসব?

    (উচ্চারণগুলি শোকের, আবুল হাসান)   

  • r2h | 2405:201:8805:37c0:d1ba:78c0:c795:aeb7 | ১৫ জুন ২০২০ ১৭:৫১732185
  • এই লিংকটাও এখানে রাখি। আরো কয়েকটা টই ছিল, খুঁজে পেলাম না।

    https://www.guruchandali.com/comment.php?topic=11756
  • সুদীপ্ত | 2402:3a80:1984:a834:378:5634:1232:5476 | ১৯ মার্চ ২০২২ ১২:০৬736044
  • অনেকদিন পর এই টইটা খুলে দেখতে ইচ্ছে হল। একটা পছন্দের কবিতাও রাখি।
     
    সবাই মানুষ থাকবে না।
    মানুষের কেউ কেউ ঢেউ হবে, কেউ কেউ নদী
    প্রকাশ্যে যে ভাঙে ও ভাসায়।
    সমুদ্র সদৃশ কেউ, ভয়ঙ্কর তথাপি সুন্দর। 
    কেউ কেউ সমুদ্রের গর্ভজাত উচ্ছৃঙ্খল মাছ।
    কেউ নবপল্লবের গুচ্ছ, কেউ দীর্ঘবাহু গাছ।
    সকলেই গাছ নয়, কেউ কেউ লতার স্বভাবে
    অবলম্বনের যোগ্য অন্য কোনো বৃক্ষ খুঁজে পাবে।
     
    মানুষ পর্বতচূড়া হয়ে গেছে দেখেছি অনেক 
    আকাশের পেয়েছে প্রণাম। 
    মানুষ অগ্নির মতো
    নিজে জ্বলে জ্বালিয়েছে বহু ভিজে হাড়
    ঘুমের ভিতরে সংগ্রাম। 
    অনেক সাফল্যহীন মরুভূমি পৃথিবীতে আছে টের পেয়ে
    ভীষন বৃষ্টির মতো মানুষ ঝরেছে অবিরল
    খরা থেকে জেগেছে শ্যামল।
    মানুষেরই রোদে,
    বহু দুর্দিনের শীত মানুষ হয়েছে পার
    সার্থকতাবোধে।
     
    সবাই মানুষ থাকবে না। 
    কেউ কেউ ধুলো হবে, কেউ কেউ কাঁকর ও বালি
    খোলামকুচির জোড়াতালি। 
    কেউ ঘাস, অযত্নের অপ্রীতির অমনোযোগের
    বংশানুক্রমিক দূর্বাদল। 
    আঁধারে প্রদীপ কেউ নিরিবিলি একাকী উজ্জ্বল। 
    সন্ধ্যায় কুসুমগন্ধ, 
    কেউ বা সন্ধ্যার শঙ্খনাদ।
    অনেকেই বর্ণমালা
    অল্প কেউ প্রবল সংবাদ।
     
    মানুষের কেউ কেউ - পূর্ণেন্দু পত্রী (কাব্যগ্রন্থ : তুমি এলে সূর্যোদয় হয়)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন