এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভোটের পূর্বাভাস মিলল কি?

    Ishan
    অন্যান্য | ১৪ মে ২০১১ | ১০১৫৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 132.162.196.216 | ১৭ মে ২০১৬ ১১:৪৫475066
  • একক ঠিক বল্লে! দু'দশক আগে ছত্তিশগড়ে প্রবাসী বাঙালীর দল নিজের মনে মাধুরী মিশিয়ে দিদিকে প্রায় এনে ফেলেছিল। আমি যতই বলি-- এমন নয়; বাম সরকার একক মেজরিটি পাবে। আমাকে বল্ল-- দূর মশাই! কোন খবরই রাখেন ন্না!
    তারপর আমার পাতে মাংসের পিস কম দিলো।ঃ(((

    ঈশান/অর্পণ,
    চাবি মিলিবে ১৯ তারিখ বৈকালে। ততক্ষণ সবাই দারা-পুত্র-পরিবার মিলিয়া টিভি দ্যাখেন!
    একটা কথা কই, তারানন্দের আলোচনায় আমার বিজন সরকারকে বেশ পছন্দ। চেঁচায় না, অন্যের কথা শোনে, নিজের বক্তব্যটারে গুছাইয়া কয়। অর উকিলের মত যুক্তি শুইন্যা অনেক বাম বাক্যবীরও রাষ্ট্রভাষায় " বগল ঝাঁকনে লগতে হ্যায়"।
    ও একটা কথা কইসে! এইবার ৮০/৮৫% ভোট হইছে। লোকে দলেদলে ঘর থেইক্যা বাইরইয়া এত এত ভোট কখন দ্যায়? হয় সরকার বদলাইতে নয় বাঁচাইতে।
    হক কথা। কাজেই ২০১১-১৪- ১৫'র প্যাচাল বাদ দেন।
    বেশি ভোট পড়ছে। শুভ শুভ ভাবেন।
  • pinaki | 90.254.154.105 | ১৭ মে ২০১৬ ১২:২৬475067
  • এই অনিশ্চয়তাটাই এবারের ভোটের প্রাপ্তি। প্রথম যেদিন ফেবুতে এটা লিখেছিলাম, সেদিনই কমঃ অপ্পন ফুঃ করে উড়িয়ে দিয়েছিলেন। এখন দ্যাখেন। বাঘা বাঘা এক্সিট পোল-অলারাও ঘোল খেয়ে যাচ্ছে। বেঁচে থাক আমার স্কুলের হোয়াটসয়্যাপ গ্রুপ। ঃ-)
  • d | 144.159.168.72 | ১৭ মে ২০১৬ ১২:৪২475068
  • রঞ্জনদার ফাইলে কি 'কাঁচকলা খাও' লেখা?
    ১৯ তারিখ সক্কা সক্কাল শেয়ার করে দিন, নাহলে ঠিক ফেয়ার হয় না ব্যপারটা।
  • ranjan roy | 132.162.196.216 | ১৭ মে ২০১৬ ১২:৪৭475069
  • তাই?
    ঠিক আছে; ১৯ তারিখ সক্কালেই হবে। এই কলমে গুরুর পাতায় লিখে দেব। সকাল আটটার আগে সবাই দেখে নেবেন।
    ও কে?
  • d | 144.159.168.72 | ১৭ মে ২০১৬ ১২:৫৩475070
  • ওক্কি
  • d | 144.159.168.72 | ১৭ মে ২০১৬ ১২:৫৮475071
  • j'র 10:01 প্রসঙ্গে
    আজকের আবাপয় সম্পাদকীয় কলামে দুইখান ভিউজ দেখে নাও, দেবাশীশ ভট্টাচার্য্য আর জয়ন্ত বসুর। মজা পাবে। :-)
  • Byaang | 113.2.135.143 | ১৭ মে ২০১৬ ১৩:০৮475072
  • রঞ্জনদা,
    একটু আগে আপনার পোস্টগুলো সব দেখালাম বাবাকে। বাবা আপনাকে প্রবল সাপোর্ট দিল। ঃ)
  • kc | 204.126.37.130 | ১৭ মে ২০১৬ ১৩:১৪475073
  • রঞ্জনদা, যদি কাঁচকলা খাও লেখা থাকে, তাইলে কিন্তু আফনার খবর আছে।
  • T | 165.69.198.140 | ১৭ মে ২০১৬ ১৩:২৪475074
  • উফফ্‌, হায় খোদা, যেন সত্যিই কাঁচকলা খাও লেখা থাকে। :)
  • j | 134.6.144.99 | ১৭ মে ২০১৬ ১৩:২৬475076
  • দেখেছি দদি ;-)
  • cm | 127.247.98.211 | ১৭ মে ২০১৬ ১৩:৩৭475077
  • ১৯তারিখ সকাল আটটায় ট্রাফিকের চোটে না সাইট ক্র্যাশ করে যায়।
  • de | 24.139.119.174 | ১৭ মে ২০১৬ ১৩:৪০475078
  • ফাইল খোলার চাবি এখেনেই দেওয়া হবে তো?
  • cm | 127.247.98.211 | ১৭ মে ২০১৬ ১৩:৪৩475079
  • সব বাবারাই সাপোর্ট দিচ্ছে তবে ওতেই যদি হত!
  • Arpan | 233.227.107.149 | ১৭ মে ২০১৬ ১৪:০৫475080
  • পিনাকী, আমি কোনটা ফুঃ দিয়ে উড়িয়ে দিয়েছিলাম? সত্যি মনে নাই, প্লিজ টাইমস্ট্যাম্প দাও।

    আমার প্রেডিকশন এখনো ১৬০-১৬৫ ইন ফেভার অফ টিএমসি।
  • Arpan | 233.227.107.149 | ১৭ মে ২০১৬ ১৪:০৮475081
  • ও, তোমার হোয়াটস্যাপ গ্রুপকে বায়াসড বলেছিলাম, সে তো চরিত্রগত ভাবে তাই। সব হোয়াটস্যাপ গ্রুপই তাই।
  • j | 134.6.144.99 | ১৭ মে ২০১৬ ১৪:৩১475082
  • আরেকবার

    (মনে রাখবেন লোকসভায় মিলে গেছিল ;-) )

    টিএমসি ২১০

    জোট ৭৯

    বিজেপি - ২

    গোজমুমো - ৩
  • b | 135.20.82.164 | ১৭ মে ২০১৬ ১৪:৩৫475083
  • "রঞ্জনদার ফাইলে কি 'কাঁচকলা খাও' লেখা?"

    অতিরিক্ত কৌতূহল ভালো নয়।
  • | 233.196.4.5 | ১৭ মে ২০১৬ ১৪:৫০475085
  • # যা হবার তা তো ইভিএমে প্রসবের অপেক্ষায় আছে।। ..... সুস্থ সবল নাকি এইডস আক্রান্ত বিকলাঙ্গ শিশুর জন্ম হবে, তা জন্মদাতা ও দাত্রীরাই (ভোটারগণ) ঠিক করেছেন।
    # সুতরাং এক্সিট পোল দেখিও না বা শুনিও না। আর তা নিয়ে চর্চাও করি না। ...
    ফল যাই হোক, নিজের অবস্থান আগেও বদলাইনি, ভবিষ্যতেও বদলাব না। ............. কারন আমার বিশ্বাসটাই একমাত্র সত্য .................
  • | 233.196.4.5 | ১৭ মে ২০১৬ ১৪:৫০475084
  • # যা হবার তা তো ইভিএমে প্রসবের অপেক্ষায় আছে।। ..... সুস্থ সবল নাকি এইডস আক্রান্ত বিকলাঙ্গ শিশুর জন্ম হবে, তা জন্মদাতা ও দাত্রীরাই (ভোটারগণ) ঠিক করেছেন।
    # সুতরাং এক্সিট পোল দেখিও না বা শুনিও না। আর তা নিয়ে চর্চাও করি না। ...
    ফল যাই হোক, নিজের অবস্থান আগেও বদলাইনি, ভবিষ্যতেও বদলাব না। ............. কারন আমার বিশ্বাসটাই একমাত্র সত্য .................
  • T | 165.69.198.140 | ১৭ মে ২০১৬ ১৫:২৫475087
  • j র প্রেডিকশন এবং টুডেজ চাণক্যর প্রেডিকশন একই।
  • Ranjan Roy | ১৭ মে ২০১৬ ২১:০৯475088
  • kc,
    মাইরি না! আমার কাঁচকলা পছন্দ নয়!
    একি T, ?
    আমাকে ক্যাল খাওয়াতে উৎসাহ?

    একমাত্র Etv দুদিন ধরে সীট বাই সীট এগজিট পোল নিয়ে আলোচনা করেছে। তাতে কল্লোলের একসময়ের কারাসাথী দেবাশিস ভট্টাচার্য্যও আছেন।
    ওদের প্রেডিকশন যা দেখছি-- জোট ১০৫- ১১০, তিনো ১৭৫-১৭০,। বিজেপি-৬।

    কমরেডস্‌,
    হতাশ হবেন না। পন্ডিতদের কথা ছাড়ুন। আগে বাড়ুন, আগে বাড়ুন।
    আমি জ্যোতিষ নই। ভুল হতেই পারে। এবং আমি বায়াসড্‌। প্রাণপণে বদল চাইছি। এবং সেন্টি খাচ্ছিঃ
    বীরের এ রক্তস্রোত, মাতার এ অশ্রুধারা,
    এর যত মূল্য, সে কি ধরার ধূলায় হবে হারা?
    স্বর্গ কি হবে না কেনা? বিশ্বের ভান্ডারী,
    সে কি শুধিবে না ঋণ?
    রাত্রির তপস্যা , সে কি আনিবে না দিন!

    হও উন্নত শির নাহি ভয়, ইত্যাদি। ১৯ আগত ওই!!!

    ২০ তারিখ কী হবে?
    ক) যদি আমার প্রেডিকশন সফল হয় (এখনও চান্স আছে, মাইরি বলছি!); তবে কমরেডসরা কোলকাতায় সোনার বাংলায় এবং দিল্লিতে নতুন করিমস্‌ এ খাওয়াবেন।
    খ) যদি ভুল হয়, তবে দুইখান কথা আছে।

    একদল বুক চাপড়াইয়া কইবেন-- হায় হায়! জোট কইর‌্যা আম- ছালা দুইই গেল!
    ইলোপ কইর‌্যা বদনামের ভাগী হইলাম, বিয়া হইল না।
    কিন্তু আমি কইয়াম-- এর মানে এখনও মাইনষের আগের রাগ যায় নাই। এখনও রাত্রির তপস্যা অনেকখানি বাকি। আন্দোলন দরকার, খালি ইলেক্শনের সময় ও সেই ইসুতে না, রোজকার সমস্যা লইয়া।
    সবচেয়ে দরকার-- নম্র হওয়া, নিজেদের কংক্রিট ভুলগুলি স্বীকার করা। (কেসির লাইনে)।
    আর এইটা কোন শেষ যুদ্ধ নয়, জোট ১০০ পার করলেই অনেক। জোট আন্দোলন সোশ্যল ডেমোক্র্যাসির লাইনে ২০১৯ অব্দি চলুক। দিল্লিতে কং ফিরতে আছে, আপও আছে।মিউনিসিপাল বাই ইলেকশনের ফল দেখেন।
    অতঃ, খালি ১৯ মে নয়, ২০১৯ এর জইন্য জোট বাঁধো, তৈরি হও!!!
  • Arpan | 24.195.228.213 | ১৭ মে ২০১৬ ২১:২৯475089
  • রঞ্জনদা, নিউজ টাইমও আসনভিত্তিক পূর্বাভাস দিচ্ছে।

    তাতে এইরকম দেখালঃ

    টিএমসি ১৭০
    জোট ১১৮
    বিজেপি ৩
    গোজমুমো ৩
  • Arpan | 24.195.228.213 | ১৭ মে ২০১৬ ২১:৩৩475090
  • বাকিটায় ক্ক।

    নিউজ টাইমের প্রেডিকশন অনুযায়ী বর্ধমান, বাঁকুড়া এবং উচপতে তিনো ভালো আসন হারাবে। অতটা না হলেও দচপ আর হুগলিতে রেজাল্ট খারাপ হবে।
  • s | 77.59.60.122 | ১৭ মে ২০১৬ ২২:১০475091
  • ২০১১ য় তিনোর আসন ছিলো ১৮৪। এবার বলছে ১৭০। এত কিছু করে মাত্র ১৪ আসন হাতছাড়া হবে?
    ২০১১য় বাম ৬২, কং ৪২ মোট ১০৪। এবার বলছে জোট ১১৮। অর্থাৎ ঐ ১৪ আসন জোটের ঘরে ঢুকছে।
    মাত্র ১৪ আসনের এদিক ওদিক?
  • ব্যাসদেব | 24.139.196.6 | ১৭ মে ২০১৬ ২২:৩১475092
  • তৃণমূলেষু ঢাকবাদ্যি ইঞ্চ্যাদি পরিমাপ চ
    সুর্যমিশ্ররধীরশ্চৈব মহাঘোঁটেষু গচ্ছতঃ
    সিন্ডিকেটায় গুড়বারিঃ অনুব্রতস্য হুঙ্কার
    তদা নাশংসে বিজয়ায়-----
    রঞ্জন।
  • sm | 53.251.91.253 | ১৭ মে ২০১৬ ২২:৫৭475093
  • এটা গোলা হয়েছে -)))
  • PT | 213.110.242.5 | ১৭ মে ২০১৬ ২৩:৪১475094
  • নিউজ টাইমের মতে তিনো আর জোটের মোট ভোট শতাংশ একই। অর্থাৎ কিনা জোট কম সংখ্যক আসন জিতছে বেশী মার্জিনে আর তিনো বেশী সংখ্যা সিট জিতছে কম মার্জিনে.....
    কিন্তু ঐ সাংবাদিক (পার্থ?) জানালেন যে বেশীর ভাগ মানুষই নাকি প্রশ্নের উত্তর দিতে চায়নি। "অদ্ভুত" হাসি হেসে চলে গিয়েছে.....
    এমনকি তিনোমুখী চ্যানেলটাও (ঐ রজত আছে) বলছে ৫০-৫৫ টায় হাড্ডাহাড্ডি লড়াই.......

    তবে কি RR-এর সত্যিই "এখনও চান্স আছে"?
  • Ranjan Roy | ১৭ মে ২০১৬ ২৩:৪৬475095
  • পিটি,
    এখনও আছে বলে মনে হয়।
    ওই রজত আছে--কোন রজত? কোন তিনোমুখী চ্যানেল?
  • PT | 213.110.242.5 | ১৮ মে ২০১৬ ০০:০৬475096
  • ইটিভি-নিউজ বাংলা। যে রজত দিদির সঙ্গে সঙ্গে ঘুরে বেড়ায় প্রায় সব অনুষ্ঠানে......... শেষ পর্যন্ত তারাও ১৮০ পেরোতে পারল না। আর ১০ টা আসনে অমিমাংসিত বলে ছেড়ে দিল।

    কিন্তু আমার কাছে শতাংশের হিসেব বেশ গোলমেলে ঠেকছে। ২০১১-র পরে কোন ভোট ঠিকঠাক হয়নি। তিনোর 39.8% ভোটটা জল মেশানো। তাই অত মারামারির প্রয়োজন হচ্ছিল। ওটা আসলে ৩৫-৩৬%। "উন্নয়ন" ও ২ টাকা চালের ভিক্ষের জন্যে ৫%-আচ্ছা ৬% দিলাম-তালে কিনা তিনোর ভোট দাঁড়াল ৪১-৪২%। বিজেপি ও অন্যান্যকে দিলাম ১২%।
    বাকি ৪৬-৪৭%-এর হিসেবের কড়ি কোন বাঘে খাচ্ছে?

    অবিশ্যি যদিনা অস্বাভাবিক কিছু-যেমন কিনা সব কং ভোটার মরিচঝাঁপী/সাঁইবাড়ীর দুঃখে তিনোকেই ভোট দিয়ে দিল!! অথবা এই ৪৫-৪৬% শুধু কিছু পকেটে সীমাবদ্ধ আছে........কিংবা সকলের মাথায় বজ্রাঘাত করে বিজেপি ২০%-এ উঠে গেল।
  • Arpan | 24.195.228.213 | ১৮ মে ২০১৬ ০০:২৬475098
  • ইটিভি নিউজ এখানে মেলে না। এখানে মানে ভিডিওকন ডিটুএইচে। বৃথা এতক্ষণ হাতড়ে মরলাম।

    নিউজ টাইমে তো দেখাল তিনো আর জোট উভয়েই ৪২% ভোট পাচ্ছে। কম সিট পাবার ব্যাখ্যা দিল উঃবঙ্গে কম সংখ্যক আসন বেশি মার্জিনে জোট জিতেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন