এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নিউজের নক্সীকাঁথা

    dri
    অন্যান্য | ০১ মে ২০১১ | ২৭৭০৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dri | 117.194.244.53 | ২৯ আগস্ট ২০১১ ০০:১০469872
  • হারিকেন আইরিন আসার আগে প্যানিক বায়িং হয়েছিল বিভিন্ন জিনিষের। নিউ জার্সিতে একটা বেস্ট বাইতে ২৪ প্যাক জলের বোতলের দাম হেঁকেছিল $40

    http://thechive.com/2011/08/27/not-cool-best-buy-1-hq-photo/
  • dri | 117.194.230.5 | ২৯ আগস্ট ২০১১ ২১:৫০469873
  • আইরিনে চাপ খেল নিউ ইয়র্ক। কিন্তু ভেসে গেল ভারমন্ট। মনে হল, ভারমন্ট ঠিক এতটা এক্সপেক্ট করে নি। কিছুটা কট অফ গার্ডস।

    এখনও পর্য্যন্ত ২১ জন মৃত্যুর খবর আছে।
  • dri | 117.194.230.5 | ২৯ আগস্ট ২০১১ ২১:৫৯469875
  • কান রিজাইন করলেন, নতুন প্রাইম মিনিস্টার পেল জাপান।

    http://www.cnbc.com/id/44309778
  • dri | 117.194.230.5 | ২৯ আগস্ট ২০১১ ২২:০৪469876
  • ইরানের ফরেন মিনিস্টার বললেন, সিরিয়ায় ইউ-এস ইজরায়েলি প্লট ব্যর্থ হয়েছে।

    http://www.chinadaily.com.cn/world/2011-08/29/content_13213404.htm
  • dri | 117.194.230.5 | ২৯ আগস্ট ২০১১ ২৩:২২469877
  • এসে গেল মাদার অফ অল কনস্পিরেসিজ: আর এফ আই ডি চিপ।

    মেক্সিকোয় একটা স্কেয়ার তৈরী করে লোকজনকে আর এফ আই ডি চিপ নিতে এনকারেজ করা হচ্ছে। এখন মেক্সিকোতে ড্রাগ রিলেটেড কিডন্যাপিং হচ্ছে খুব। বলা হচ্ছে তুমি যদি তোমার শরীরে এই চিপটি গেঁথে নাও, তোমাকে স্যাটেলাইট দিয়ে ট্র্যাক করে উদ্ধার করা সুবিধে হবে।

    Under-the-skin devices such as the one allegedly carved out of Boss Diego are selling here for thousands of dollars on the promise that they can help rescuers track down kidnapping victims. Xega, the Mexican company that sells the chips and performs the implants, says its sales have increased 40 percent in the past two years.

    http://inquisitionnews.amplify.com/2011/08/26/scared-mexicans-try-under-the-skin-tracking-devices/
  • dri | 117.194.230.5 | ২৯ আগস্ট ২০১১ ২৩:২৭469878
  • আর আর এফ আই ডি ব্রেসলেট থেকে এখন ফেসবুকও করা যায়।

    http://www.psfk.com/2010/08/rfid-bracelet-brings-facebook-to-the-real-world.html

    আর এফ আই ডি ব্যাপারটাকে এখন কনজিউমারের কাছে চোখ সইয়ে নেওয়া হচ্ছে। বলা হচ্ছে এটা কত সুবিধের, আর এটা কত কুল।

    এই পথের শেষে আছে ক্যাশলেস সোসাইটি এবং টোটাল ক®¾ট্রাল।
  • dri | 117.194.231.181 | ৩০ আগস্ট ২০১১ ২৩:০৭469879
  • চীন প্যালেস্টিনিয়ান স্টেটহুড সাপোর্ট করতে চলেছে। এটা আম্রিকার কাছে একটা বড় ধাক্কা।

    http://www.wnd.com/index.php?fa=PAGE.view&pageId=339217
  • dri | 117.194.231.181 | ৩০ আগস্ট ২০১১ ২৩:২২469880
  • উইকিলীকে ইরাকে আম্রিকান অ্যাট্রোসিটির কথা বেরোল। সিভিলিয়ানদের ওপর অত্যাচার।

    I have received various reports indicating that at least 10
    persons, namely Mr. Faiz Hratt Khalaf, (aged 28), his wife
    Sumay'ya Abdul Razzaq Khuther (aged 24), their three
    children Hawra'a (aged 5) Aisha ( aged 3) and Husam (5
    months old), Faiz's mother Ms. Turkiya Majeed Ali (aged 74),
    Faiz's sister (name unknown), Faiz's nieces Asma'a Yousif
    Ma'arouf (aged 5 years old), and Usama Yousif Ma'arouf (aged
    3 years), and a visiting relative Ms. Iqtisad Hameed Mehdi
    (aged 23) were killed during the raid.

    According to the information received, American troops
    approached Mr. Faiz's home in the early hours of 15 March
    ¶2006. It would appear that when the MNF approached the
    house, shots were fired from it and a confrontation ensued
    for some 25 minutes. The MNF troops entered the house,
    handcuffed all residents and executed all of them. After the
    initial MNF intervention, a US air raid ensued that
    destroyed the house.

    Iraqi TV stations broadcast from the scene and showed bodies
    of the victims (i.e. five children and four women) in the
    morgue of Tikrit. Autopsies carries out at the Tikrit
    Hospital's morgue revealed that all corpses were shot in the
    head and handcuffed.


    http://wikileaks.org/cable/2006/04/06GENEVA763.html#par2006
  • dri | 117.194.231.181 | ৩০ আগস্ট ২০১১ ২৩:২৬469882
  • লিবিয়ায় রেবেলদের অ্যাট্রোসিটির গল্প একটু একটু করে আসতে শুরু করছে। কিন্তু ইউটিউব ভিডিওগুলো হেভিলি সেন্সর করছে।

    http://www.businessinsider.com/libyan-rebels-war-crimes-2011-4#ixzz1JwTZ9ni7
  • dri | 117.194.231.181 | ৩০ আগস্ট ২০১১ ২৩:৩৮469883
  • ১৯৪০ সালে গুয়াটেমালায় ইউ এস মেডিক্যাল এক্সপেরিমেন্টের গল্প মিডিয়ায় এল।

    বহু মানুষকে অনুমতি না নিয়ে সিফিলিসে সংক্রামিত করা হয়েছিল।

    The researchers apparently were trying to see if penicillin, then relatively new, could prevent infections in the 1,300 people exposed to syphilis, gonorrhea or chancroid. Those infected included soldiers, prostitutes, prisoners and mental patients with syphilis.

    The commission revealed on Monday that only about 700 of those infected received some sort of treatment. Eighty-three people died, although it's not clear if the deaths were directly due to the experiments.


    http://www.guardian.co.uk/world/2011/aug/30/guatemala-experiments
  • pi | 128.231.22.133 | ৩১ আগস্ট ২০১১ ০০:০৪469884
  • এটা অনেকদিন আগেই এসেছে না ?
  • aka | 168.26.215.13 | ৩১ আগস্ট ২০১১ ০০:০৫469885
  • এটা আমিও আগেই শুনেছি। অক্ষ লিং দিয়েছিল? নাকি এনপিআরে শুনলাম?
  • pi | 128.231.22.133 | ৩১ আগস্ট ২০১১ ০০:১২469887
  • এটার কথা আমিও বোধহয় আগে বলেছি। এখানকার অ্যাকাডেমিক মহলে এটা বেশ চর্চিত (ও নিন্দিত ) ঘটনা।
  • dri | 117.194.231.181 | ৩১ আগস্ট ২০১১ ০০:১২469886
  • খবরটা যে আগে এসেছিল, সেটা এই নিউজও বলছে। কিন্তু মনে হচ্ছে এই সংক্রান্ত কিছু নতুন ডিটেল এসেছে।

    Shocking new details of US STD experiments in Guatemala

    Fresh revelations about 1940s medical tests come to light, including deliberately exposing people to sexually transmitted diseases

  • pi | 128.231.22.133 | ৩১ আগস্ট ২০১১ ০০:১৩469888
  • ডেলিবারেটলি এক্সপোজ করার তথ্যের কথাই বলছি।
  • dri | 117.194.231.181 | ৩১ আগস্ট ২০১১ ০০:২০469890
  • খবরটা গতকালের।

    নিউ ডিটেলের একটা এক্সাম্পল দেওয়া আছে।

    Shocking new details of US medical experiments done in Guatemala in the 1940s, including a decision to re-infect a dying woman in a syphilis study, have been disclosed by a presidential panel.

    অর্থাৎ এই কেসটা পাবলিক হলেও কিছু ডিটেল যেগুলো পাবলিক ছিল না সেগুলো এবার হল।

    ইতিহাসের কন্টিনুইটি থাকে। যেটা ১৯৪০ সালে হত সেটা আজও হতে পারে। (স্পেশালি, যদি যারা কর্ণধার তাদের ইডিওলজিটা অভিন্ন থাকে)।

    ইরাকে যা হয়েছে, লিবিয়ায় সেরকম কিছু হওয়া আমি এক্সপেক্টই করি।
  • aka | 168.26.215.13 | ৩১ আগস্ট ২০১১ ০০:২৫469891
  • কিন্তু দ্রি এটার তো অন্যদিকও আছে। আমেরিকায় ক্লিনিকাল ট্রায়াল খুব খরচ সাপেক্ষ আর লোকও পাওয়া যায় না সবসময়। তাই যেখানে অত রেগুলেশন নেই সেখানে এসব করো।

    এথিকাল অবশ্যই নয় কিন্তু অন্য ইডিওলজিকাল স্ট্যাণ্ড থেকে করছে নাকি শুধু লাভ বাড়ানো বা ক্ষতি কমানোর জন্য করছে সেটা বোঝা যাবে কি করে?
  • pi | 128.231.22.133 | ৩১ আগস্ট ২০১১ ০০:৩০469893
  • এটা তাহলে এখানে থাক।

    আমাদের মতন দেশে যে এরকম কতজন গিনিপিগ হয় !!

    এদেশে একটা ক্লিনিক্যান ট্রায়ালের খরচা আকাশছোঁয়া। যে পরিমাণে কমপেনসেশন ইত্যাদি দিতে হয়। সব রিস্ক সম্বন্ধে অবহিত তো করতে হয়ই।
    সেখানে আমাদের মতন দেশে হাজার টাকা ঠেকিয়েই কেল্লা ফে্‌ত। বহু ক্ষেত্রে তো তাও হয়না। জানানোই হয়না ট্রায়ালের ওষুধ দেওয়া হচ্ছে। আমাদের দেশের রেগুলেশনের অবস্থা খুব খারাপ। এখন একটু আধটু ঠিক করা হচ্ছে।


    http://www.deccanherald.com/content/170095/driven-poverty-ap-women-turn.html

    Driven by poverty, AP women turn ‘guinea pigs’
    JBS Umanadh, HYDERABAD, June 19, DHNS:

    Non-vegetarian food every day and payment in thousands on way home were the appeasements that led 25 women of Pidiguralla town in coastal Guntur district to become volunteers for a clinical trial for breast cancer.

    After a three-month sojourn at a posh hotel in Hyderabad, enjoying old Telugu movies and no burden of hard labour, these women are now repenting that they had to pay a huge price for the luxuries offered by the multi-national pharma companies.

    Women quarry and clamine workers of Adarshanagar and Lenin Nagar of Piduguralla, who were made to take trial doses of drugs after each blood sale, are now suffering from a series of diseases, including chest and joint pain.

    The historic town of Piduguralla is popular as the gateway of erstwhile Palnadu region known for its fierce warriors and red hot chilies. But poverty in the arid region had driven even its women to become guinea pigs for clinical trials.

    The women in the age group of 25 to 45 years were not aware of what drugs were given to them and opted to give blood in exchange of cash and became volunteers for a clinical trial. They were paid amounts ranging from Rs 5,000 to Rs 1 0,000 depending on the number of doses of drug they were ready to consume.

    Dhanalakshmi (30), who was a dancer, took up work in a stone crushing unit in Piduguralla after the society ostracised her. “My youngest son has congenital heart disease and I needed money for his treatment. I attended the selection round at the Miyapur-based firm and I received Rs 9,000. But the injections made me weak, and I am suffering from chest pain, body ache and nausea,” Dhanalakshmi says.

    While Ademma (55) traveled to Hyderabad where she was made to take tablets.
    “When I complained about giddiness, I was asked to go home and return only after gaining weight. Now I am not in a position to attend even to the routine household work,” Ademma rues. The story of 35-year-old Jakka Kumari is no different. Jakka Kumari managed to earn Rs 2,000 for the two visits she made to the clinic, but fell prey to many diseases.

    Luring victims

    The company brokers have spread a network to lure more women and they even accorded a warm reception to them at the railway station.

    The Director of Medical and Health (DMHO) Dr Gopi Naik and Jayaramaulu, municipal commissioner of Piduguralla said: “It is illegal to test drugs directly on human beings.

    We have started a probe into the incident.” Meanwhile, the investigation had driven brokers like Kommu Karunamma, Karimullah and other agents of the companies go underground. When contacted an official of Axis labs confessed to have roped in one woman from Piduguralla for the trial.

    “It is not a clinical trial of any new drug but only a a routine bioequivalence study of a drug that is already in the market by another company,” he claimed and refused to specify the name of the drug or the pharma company. The government action came after a complaint filed by the victims with the State Human Rights Commission, which took up the case suo-moto and directed the health authorities to file a report by July 18 on the status of clinical trials in the state.

    The SHRC observed that since trials of new drugs are usually done on guinea pigs or rats, the pharmacy company's action can be considered a basic violation of human rights.

    Meanwhile, medical and paramedical personnel were sent to the colonies for a door-to-door survey so as to send the needy to the government general hospital in Guntur.

  • dri | 117.194.231.181 | ৩১ আগস্ট ২০১১ ০০:৩৩469894
  • লাভ বাড়ানো, ক্ষতি কমানো ইত্যাদি ব্যাপার, গ্র্যান্ড ইডিওলজির সাথে টায়েড।

    যেমন, ইউজেনিস্টরা মনে করেন, কিছু কিছু মানুষ ডিসপেন্সেব্‌ল। শুধু তাই নয়, তাদের নির্মূল করলে পৃথিবীর লাভ। এ কথা তারা সত্যিই মনে প্রাণে বিশ্বাস করেন। কিসে লাভ, কিসে ক্ষতি এই নিয়ে প্রত্যেকেরই নিজস্ব কিছু কিছু ধারণা আছে।

    একজন মানুষের মনে কী আছে সে তো একদম সঠিক ভাবে বলা সম্ভব নয়। তার দীর্ঘদিনের অ্যাকশান দেখে গেস করা যেতে পারে মাত্র।

    আর এটা তো একমাত্র ইনস্ট্যান্স নয়। মিডিয়া বলার চেষ্টা করে এটা বুঝি একটা অ্যাবারেশান। একটা অড কেস। একেবারেই নয়।
  • pi | 128.231.22.133 | ৩১ আগস্ট ২০১১ ০০:৩৯469895
  • তালে তো এদেশের আফ্রিকান অমেরিক্যান কি হিস্প্যানিক পপুলেশনের উপরও ইউজেনিস্টরা এইসব চালাতেন।

    ভ্যাকসিন , বার্থ ক®¾ট্রাল এগুলো সাথে ইউজেনিস্টদের এইভাবে জড়িয়ে ফেলাটা একটু সিনিক্যাল, আমার মতে।

    এদেশের সরকারি টাকাতে যে ভ্যাকসিন গুলোর ট্রায়াল হয়, তার জন্য কী পরিমাণে খরচ হয়, এদেশে নয়, আফ্রিকাতেও, কতটা কী প্রি কশন নেওয়া হয়, অবহিত করা হয় তার কিছুটা নিজে চোখে দেখা বলেই বলছি। FDA র নিয়ম নীতি ভীষণ কড়া। এস্কেসিভ রকমের কড়া। সেগুলো তো মানতে হয়ই। বাইরে ট্রায়াল হলেও।
  • dri | 117.194.231.181 | ৩১ আগস্ট ২০১১ ০০:৪৪469896
  • কিন্তু গেট্‌স ফাউন্ডেশানের টাকা তো সরকারী টাকা নয়।
  • pi | 128.231.22.133 | ৩১ আগস্ট ২০১১ ০০:৪৮469897
  • বার্থ কনট্রোল যদি ইউজেনিস্টদের কন্সপিরেসিই হবে, তালে যে রেসটা ক®¾ট্রালড হোক চায় না, মানে সিলেক্টিভলি অন্যদের থেকে বেশি সংখ্যায় থাকুক, এটা চায়, তাদের মধ্যে এটা ই®¾ট্রাডিউস করা কেন? এতে করে ফলটা তো তাই হয়েছে। 'উচ্চ' রেসগুলিতে এই প্রোগ্র্যাম অতি সাকসেসফুল হয়ে জনসংখ্যা রীতিমতন কম, এত কম যে সেটাই তাদের চিন্তার কারণ !
  • dri | 117.194.231.181 | ৩১ আগস্ট ২০১১ ০০:৪৯469898
  • টিটেনাস ভ্যাকসিনের সাথে অ্যান্টি ফার্টিলিটি ভ্যাকসিন মিশে যাওয়া নিয়ে আপনার কী মনে হয়?

    অ্যান্টি ফার্টিলিটি ভ্যাকসিন বানানো শুরু হয়েছে সেই ১৯৭৩ সাল থেকে। এর কী স্ট্যাটাস? জানেন? এটা কাউকে নিতে শুনেছেন? এটা কিসে ব্যবহার হয়?

    বিল গেট্‌সের ভ্যাকসিন দিয়ে পপুলেশান ক®¾ট্রাল করার কমেন্টটা সম্বন্ধে আপনার কী মত?

    গদ্দাফির ইউ ভ্যাকসিনেশান টীমের সাথে ঝামেলা নিয়ে আপনার কি মত?
  • dri | 117.194.231.181 | ৩১ আগস্ট ২০১১ ০০:৫৩469899
  • শুধু উচ্চ রেস নয়। হোয়াইট রেসের মধ্যেও অনেক 'ভুলভাল' পাবলিক আছে বলে তারা মনে করেন।
  • pi | 128.231.22.133 | ৩১ আগস্ট ২০১১ ০১:০১469900
  • এই ড্রাগ ট্রায়াল আউটওর্স করার যা যা কারণ দর্শানো হচ্ছে, ভ্যাকসিন ট্রায়ালের জন্যও সেগুলো প্রযোজ্য। ইউজেনিক্সের থেকে সেগুলো অনেক যুক্তিযুক্ত কারণ মনে হয় ।

    .. from the point of view of the drug companies, it’s easy to see why moving clinical trials overseas is so appealing. For one thing, it’s cheaper to run trials in places where the local population survives on only a few dollars a day. It’s also easier to recruit patients, who often believe they are being treated for a disease rather than, as may be the case, just getting a placebo as part of an experiment. And it’s easier to find what the industry calls “drug-naïve” patients: people who are not being treated for any disease and are not currently taking any drugs, and indeed may never have taken any—the sort of people who will almost certainly yield better test results. (For some subjects overseas, participation in a clinical trial may be their first significant exposure to a doctor.) Regulations in many foreign countries are also less stringent, if there are any regulations at all. The risk of litigation is negligible, in some places nonexistent. Ethical concerns are a figure of speech. Finally—a significant plus for the drug companies—the F.D.A. does so little monitoring that the companies can pretty much do and say what they want...

    http://www.vanityfair.com/politics/features/2011/01/deadly-medicine-201101#gotopage1
  • pi | 128.231.22.133 | ৩১ আগস্ট ২০১১ ০১:০৭469901
  • ভ্যাকসিন দিয়ে পপুলেশন ক®¾ট্রাল এদের কতবড় এজেন্ডা জানিনা, কিন্তু হলে তো সেটা সবার জন্যই হবে !

    বেছে বেছে এই 'ভুল ভাল' লোকজনকে ঠিকঠাক খুঁজে নিয়ে ঠিক তাদেরকেই এই ভ্যাকসিন দেওয়া হবে কি ? নাকি, তাদের ভ্যাকসিনেই গণ্ডগোল বের হয় ? ( যে গণ্ডগোল কিন্তু বেশ রেয়ার)।

    আর আগের প্রশ্নটা রয়েই গ্যালো।

    বার্থ ক®¾ট্রাল পিল, অ্যাবর্শন কি এই বেছেবেছে এই ভুলভাল লোকেদের উপরেই প্রযুক্ত হয়েছে।
    'ঠিকঠাক' লোকেরা যে দলে দলে এগুলো স্বেচ্ছায় বেছে নিচ্ছেন, এতে তো গোটা কনস্পিরেসি ফুটো পাত্র হয়ে যাচ্ছে!
  • dri | 117.194.231.181 | ৩১ আগস্ট ২০১১ ০১:১৩469902
  • দেখুন এই আইন আর প্রফিট একটা কাভার। আমার যদি অনেক ক্ষমতা থাকে, আর আমি যদি মনে করি আমেরিকায় ট্রায়াল না করে নাইজেরিয়ায় ট্রায়াল করব, আমি আমেরিকায় এইসব ট্রায়ালের এগেনস্টে প্রোটেকশানের বিল সাপোর্ট করব, নাইজেরিয়ায় এই ধরণের বিল ওঠার কোন সম্ভাবনা দেখলে সেটাকে সমূলে উৎপাটন করার ব্যাবস্থা করব, এবং তারপর বলব দেখো এই ব্যাপারটা শুধুমাত্র প্রফিটই ড্রাইভ করছে।

    এবং পুরো দোষটা থার্ড ওয়ার্ল্ডের লীডারের ঘাড়ে চেপে যাবে (যাদের ম্যাক্সিমামই ওদের হ্যান্ডপিক্‌ড, বা ব্রাইব্‌ড)।
  • dri | 117.194.231.181 | ৩১ আগস্ট ২০১১ ০১:২১469904
  • আমার মনে হয় এবার ফালতু তক্কো বাড়ছে। বেশী কথা বললে যা হয়। এবং বক্তব্যের রিপিটিশানও হচ্ছে।

    'ঠিকঠাক' লোকেদের স্বেচ্ছায় বার্থ ক®¾ট্রাল চুজ করেন, সেটা তো আগেই বলেছি। কারণ তাদের লাইফ স্টাইলের সাথে সেটা সামঞ্জস্যপূর্ণ।

    কিন্তু আজকের দিনে বার্থ ক®¾ট্রালকে তো এভাবে বলা হয় না, যে এই তোমার চয়েস, তুমি যা ভালো বোঝো কর। ইনসিস্ট করা হয়। এক ধরণের ইনভেসিভ পার্সুয়েশান।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন