এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শিশুদিবস গুরু স্পেশাল

    Guruchandali
    অন্যান্য | ১৪ নভেম্বর ২০১০ | ২২৪৮২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | 122.172.45.189 | ১৮ নভেম্বর ২০১০ ১০:০৭468408
  • তোমরা কিন্তু কেউ বললে না, এইবারের বুলবুলভাজায় ছোটরা যেগুলো লিখেছে, সেগুলো শিশুপাঠ্য হিসাবে কোনটা, কতটা সার্থক?
  • dukhe | 122.160.114.85 | ১৮ নভেম্বর ২০১০ ১০:১১468409
  • আকাবাবুর 'এরকম বই' কথাটা একটু খোলসা হলে ভালো হয় । ইরেজি বইয়ের প্যাকেজিং সচরাচর ভালো - সেটাই বলছেন কি ? বারবার বর্ণপরিচয়ের কথা বলছেন- হাসিখুশি বা সহজ পাঠ বাদ কেন ? কোথায় এ ফর অ্যাপেল আর কোথায় অ-ইয়ে জগর আসচছে তেড়ে - দুটোর সাহিত্যগুণ দেখুন । ছোটদের বইয়ে সুখলতা রাও আবোল তাবোল যোগীন্দ্রনাথ দক্ষিণারঞ্জন - সবই কি অপাঠ্য ? বাংলায় রাশি রাশি রাশিয়ান বই ? Caterpiller ভালো কথা - লালকালো কী দোষ করল ? বা সন্দেশের 'প্রকৃতি পড়ুয়ার দপ্তর'? শিশু সাহিত্য সংসদ বা দোয়েলের বই এর প্যাকেজিং ও তো দিব্বি লাগে ।
    না: - সত্যিই বুড়ো হলাম ।
  • pi | 137.187.177.188 | ১৮ নভেম্বর ২০১০ ১০:১৩468410
  • বুলবুলভাজার লেখাগুলোকে কেবল শিশুপাঠ্য হিসেবে ই আলোচনা করা হবে নাকি ?
  • Tim | 173.163.204.9 | ১৮ নভেম্বর ২০১০ ১০:১৪468411
  • আরে ব্যক্তিগত ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলো ধরলে মুশকিল। সে তো শীতের ছুটিতে ট্রান্সলেশন করার গা-ছমছমে গল্প আছে আমারো।

    গতবার বইমেলা গিয়ে কিন্তু আমিও বেশ কিছু ভালো ছোটদের বই দেখলাম। কাজ একেবারে হচ্ছেনা তা নয়।
  • aka | 24.42.203.194 | ১৮ নভেম্বর ২০১০ ১০:১৫468412
  • আরে এগুলো খুব ভালো হয়েছে। পড়তে ভালো লাগছে। কিন্তু ভাষা শেখার চ্যালেঞ্জ হল একটা পদ্ধতি মেনে এগোতে হবে এবং তার সাথে ইন্টারেস্টিং করতে হবে। যেটা বিদ্যাসাগর করেছিলেন।

    এই প্রথম বুকসের কথা সত্যিই জানতাম না। ভালো উদ্যোগ।

  • Arpan | 204.138.240.254 | ১৮ নভেম্বর ২০১০ ১০:১৭468414
  • বই না, সিডিও আছে বাজারে। এইবারে কিছু নিয়ে আসব।
  • tatin | 130.39.149.32 | ১৮ নভেম্বর ২০১০ ১০:১৭468413
  • আকাদা, সব বাচ্চা বাইলিঙ্গুয়াল হবে এমনটা তো শুরুতে ধরে নিইনি, যখন ভার্জিনিটির প্রশ্ন করেছি- গুরুতে যারা লেখে সকলেই বাংলার বাইরে থাকে এরকম জান্তুম না কিনা! ভার্জিনিটির প্রশ্নও করিনি সেভাবে, ভাষাটা পালটে যাচ্ছে দেখে খারাপ লেগেছিল- তবে বাংলার বাইরে থেকে আমার নিজেরই ভাষা পাল্টেছে, যারা জন্মাচ্ছে বড়ো হচ্ছে তাদের তো মিশ্রিত বাংলা হবেই।

    আর, শেখানো প্রসঙ্গে, বাচ্চাদের আমার কাছে তাদের বাবা মায়েরা শিখতে দ্যায় না :(. কিন্তু, প্রবাসীদের মধ্যে একটু বড়ো যারা, মানে ভাই-দিদিদের স্তরে যারা ছোটবেলা থেকে প্রবাসী তাদের বেশির ভাগেরই বাংলা পড়তে পারা-না পারাটা ডিপেন্ড করেছে তাদের বাবা-মায়েরা কতটা চাপ নিয়েছেন তার ওপরে।

  • byaang | 122.172.45.189 | ১৮ নভেম্বর ২০১০ ১০:১৯468415
  • না পাই, এখানে তো আপাতত ছোটদের পড়ার জন্য বাংলায় নতুন কোনো কাজ হচ্ছে কি হচ্ছে না সেই নিয়ে কথা চলছে। তাই সেই আলোয়ে লেখাগুলো ফেলে দেখতে বললাম।
  • aka | 24.42.203.194 | ১৮ নভেম্বর ২০১০ ১০:২১468416
  • দুখেবাবু ছোটদের বলতে ০-৪-৫-৬ এই বয়স বুঝিয়েছি। প্যাকেজিং নয় ভিজুয়ালকে ইগনোর না করার কথা বুঝিয়েছি।

    অক্ষর চেনার জন্য সাহিত্য গুণের থেকেও বেশি দরকার যার সাথে বাচ্ছা রিলেট করতে পারে। তাই অজগরের থেকেও অ্যাপেল অনেক বেশি উপযোগী - রোজ অজগর দেখে না কিন্তু অ্যাপেল খায়, ঐ তে ঐরাবত কারণ ঐ দিয়ে আর কোন সহজ শব্দ মনেই পড়ে না। এ তে এক্কাগাড়ি, কবে উঠে গেছে। অথচ অক্ষর চেনার সময়ে টাইম মেশিনে পাড়ি দিয়ে ছোট বাচ্ছাকে রিলেট করতে হবে কারণ সাহিত্য গুণ বেশি।
  • tatin | 130.39.149.32 | ১৮ নভেম্বর ২০১০ ১০:২৩468419
  • অর্পণ, ঐটাই বলছি- ঐ শুন্য থেকে শুরু করে এমন কী চৌহদ্দিতে ওয়ার্ল্ড দিস উইক ছাড়া ইংরেজি শোনা যায় না, লার্ণিং ইংলিশ গাঁতিয়েও একভাবে ইংরেজি দিয়েই তো আজ করে খাচ্ছি- (আমার বহুবার ইংলিশে ফেল করার ইতিহাস আছে :()

    সেইখান থেকে মনে হয়, সামান্য একটু চাপ নিয়ে শেখাতে পারলে কি ঘরের মধ্যে যে ভাষাটায় কথা হচ্ছে সেটা লিখতে-পড়তে অবধি পারা যায় না?

    অরণ্যবাবু, লিখতে পড়তে অবধি না পারার কথা বলেছিলেন বলে টপিকটা এলো, নইলে গল্প উপন্যাস কবিতা লেখা-পড়ার সঙ্গে ভাষা জানা না জানার বিশেষ সম্পর্ক দেখিনা!
    বরঞ্চ, রাস্তায় বেরিয়ে দেওয়াল লিখন, দোকানের হেডিং, অটোর রুট, বাসস্ট্যান্ডের নাম এইসব পড়তে পারাটা তাও মাপকাঠি করা যায়।
  • Arijit | 61.95.144.122 | ১৮ নভেম্বর ২০১০ ১০:২৩468418
  • সুখলতা রাও, দক্ষিণারঞ্জন - সবই ভালো। দুটো পয়েন্ট আছে - এক, প্যাকেজিং। এবং দুই - স্টাইল। প্যাকেজিং নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে স্টাইলটা নিয়ে বলি।

    আমার ছোটবেলায় ঠাকুমার ঝুলি পড়তে আমার তেমন কিছু মনে হয়নি (মনে পড়ছে না)। কিন্তু আমার ছেলে পড়তে গিয়ে বলেছে "কেমন কেমন করে লেখা' - কারণ ওই ভাষায় আজ কেউ কথা বলে না।

    হ্যারি পটার যখন জনপ্রিয় হল তখন বাঙালী লেখক/লেখিকাদের মধ্যে অনেকে দু:খ করেছেন যে বাঙালী ছেলেমেয়েরা ঠাকুমার ঝুলি ফেলে হ্যারি পটার পড়ছে। বাংলায় তো এসব অনেক কাল আগে থেকেই আছে, তাও...ইত্যাদি। হ্যারি পটার নিজে পড়ে বুঝেছি কেন জনপ্রিয় হয়েছে এই সিরিজটা। মোদ্দা কারণ হল হ্যারি/রন/হারমায়নির সাথে দশ-এগারো-অনওয়ার্ডস বাচ্চারা নিজেদের আইডেন্টিফাই করতে পেরেছে। সেই ইস্কুল-জীবন, বন্ধুবান্ধব, খেলা ইত্যাদি, তার সঙ্গে খুব সাধারণ রোজকার ভাষায় ভালো এবং খারাপের লড়াই ইত্যাদি। এই আইডেন্টিফাই করতে পারাটা জরুরী।

    হ্যারি পটার ছাড়েন - ওটা বছর দশেকের ওপরের জন্যে। কিন্তু থমাস? বা পিটার র‌্যাবিট? একটু থমাস বা পিটার র‌্যাবিটের বইগুলো ঘেঁটে দ্যাখেন।

    এখানে কয়েকটা নতুন বইয়ের কথা শুনলাম - কলেজস্ট্রীট পাড়ায় গেলে খুঁজে দেখবো। কিন্তু এতদিন অবধি সে শিশু সাহিত্য সংসদই বলো আর যাই বলো, সবেতেই এই দুটো সমস্যা আমি পেয়েছি। এই প্রসঙ্গেই এর আগে একবার মিকি মাউসের গপ্পোটা বলেছিলুম - সব দেশের সব বাচ্চাদের ক্ষেত্রে ওটা খাটে।
  • i | 137.157.8.253 | ১৮ নভেম্বর ২০১০ ১০:২৫468421
  • আকার ১০: ২১ এর পোস্টের প্রেক্ষিতে-
    সেরকম বাংলা শেখার বই-ও আছে। যেখানে-ক-এ ক্রিসমাস। কোনো এক টই এর সুতোয় দীর্ঘদিন আগে সেই বই এর বিশদ দিয়েছিলাম।
  • Tim | 173.163.204.9 | ১৮ নভেম্বর ২০১০ ১০:২৫468420
  • আহা, ইংরেজির এইটাই তো মুশকিল। সবই হাতের কাছে এনে দিতে হবে। কল্পনা টল্পনার কোন সিন নাই। ;-)
  • i | 137.157.8.253 | ১৮ নভেম্বর ২০১০ ১০:২৭468423
  • ব্যাং,
    বিশদে লিখব শিশুদিবস স্পেশাল নিয়ে। একটু সময় দিন।
  • Arijit | 61.95.144.122 | ১৮ নভেম্বর ২০১০ ১০:২৭468422
  • বর্ণপরিচয় নিয়ে সেদিন যা বলেছিলুম...
  • Arijit | 61.95.144.122 | ১৮ নভেম্বর ২০১০ ১০:৩১468424
  • বেসিক্যালি বাংলা বইয়ে সেরকম ইনভেস্টমেন্ট নেই। দু চারটে বড় পাবলিশার আছে, তারা বাচ্চাদের বইয়ে খুব একটা আগ্রহী নয় বলেই মনে হয়। পয়সা না থাকলে ভালো প্যাকেজিং অসম্ভব। বাইরে বিবিসির মত কোম্পানিও শুধু বাচ্চাদের জন্যে একাধিক আস্ত চ্যানেল নামিয়ে দিয়েছে...অন্যান্য চ্যানেলে টুক্‌টাক্‌ প্রোগ্রাম বাদই দিলাম। আর এক্ষেত্রে আমি কার্টুন নেটওয়ার্ক বা পোগো জাতীয় চ্যানেলের কথা বলছি না - এগুলোর কোনোটাই সিবিবিজের হাজার মাইলের মধ্যে আসে না (বাচ্চাদের কথা উঠলে)।
  • byaang | 122.172.45.189 | ১৮ নভেম্বর ২০১০ ১০:৩২468425
  • আগেই তো বললাম, ঐ ভাষায় আজ আর কেউ কথা বলে না, তাই উপেন্দ্রকিশোর বা দক্ষিণারঞ্জন আজকাল ছোতরা পড়তে চায় না। অরিজিৎএর অভিজ্ঞতা আমারও হয়েছে, ওগুলো পড়াতে গিয়ে ঢোঁক গিলেছি। কিন্তু অয়ে অজগরের পরেও নতুন বই লেখা হয়েছে, হচ্ছে, সিডিও আছে। মাঝে নেটগুরু খুব ভালো কাজ করছিল। কিন্তু ঐ যে ফার্স্ট এডিশন শেষ হয়ে যাওয়ার পরে আর বাজারে পাওয়া যায় না।
  • aka | 24.42.203.194 | ১৮ নভেম্বর ২০১০ ১০:৩৩468426
  • তাতিন, বাবা-মা চাপ নিতে না পারাটা লজ্জার নয় বরং প্র্যাকটিকাল রিয়ালিটি। সারা সপ্তাহ পেটের দায় সামলে, সপ্তাহের শেষে স্কুলের হোমওয়ার্ক, পিয়ানো, এন্টারটেইনমেন্ট সামলে, পরের সপ্তাহের রান্না বান্না সামলে তারপরেও কাউকে নিয়ে সহজ পাঠ আর প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ গাঁতানো শুধু বাবা-মার ওপরে টর্চার নয়, যাকে শেখানো হচ্ছে তার ওপরেও টর্চার। ইন্টারেস্ট তৈরি করতে গেলে যা করতে হয় সেটা আমার বউ করে থাকে, তাই নিয়ে আমার সাথে তার দ্বিমত থাকলেও সহযোগীতা করার চেষ্টা করে থাকি। আর তাতে মোটামুটি উইকেন্ডে সময় চোখে দেখতে পারি না রাত এগারোটার আগে। ভাষার মেটিরিয়াল তৈরি করে ভাষা শেখানো বহুত চাপের বিষয়। একবার করলেই বুঝবা। :)
  • byaang | 122.172.45.189 | ১৮ নভেম্বর ২০১০ ১০:৩৫468427
  • আকা, সহজ পাঠ নিয়ে না গাঁতিয়ে এবার কোলকাতায় এসে সংসদের সহজ পড়া ১ম আর ২য় নিয়ে চেষ্টা করে দেখে আমাকে বলিস।
  • lcm | 69.236.169.74 | ১৮ নভেম্বর ২০১০ ১০:৩৬468430
  • চাপ। বড় চাপ।
    চাপ দিয়ে বাংলা।
  • Arijit | 61.95.144.122 | ১৮ নভেম্বর ২০১০ ১০:৩৬468429
  • ওইটাই। কন্টিনিউয়াস ইনভেস্টমেন্ট লাগবে। পহা থাকলে সিবিবিজের মতন একটা চ্যানেল খুলতাম। এক একটা চরিত্র এক একটা ইন্ডাস্ট্রী।
  • byaang | 122.172.45.189 | ১৮ নভেম্বর ২০১০ ১০:৩৭468432
  • ইন্দ্রাণী, অপেক্ষায় রইলাম। :-)
    বাকিরাও একটু বিশদে লিখলে ভালো হয় না? ""লজ্জা'' নিয়ে মাথা না ঘামিয়ে। :-)
  • Arijit | 61.95.144.122 | ১৮ নভেম্বর ২০১০ ১০:৩৭468431
  • পাঠ ভবনে কেলাস ওয়ান না টু-তে "সহজ পড়া' পড়ায়। কনটেন্ট মোটামুটি, কিন্তু ইন্টারেস্টিং নয়। এবং প্যাকেজিং...
  • dukhe | 122.160.114.85 | ১৮ নভেম্বর ২০১০ ১০:৩৯468434
  • এই রে - আমার মেয়ে আবার টুনটুনির বই বলতে অজ্ঞান । রিলেট করছে কী করে - নির্ঘাত কিছু গণ্ডগোল করে ফেলছি !
  • byaang | 122.172.45.189 | ১৮ নভেম্বর ২০১০ ১০:৩৯468433
  • ইন্টারেস্টিং নাকি নয় সেটাও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ব্যাপার। কিন্তু গড়গড়িয়ে শেখে, গাঁতাতে হয় না।
  • aka | 24.42.203.194 | ১৮ নভেম্বর ২০১০ ১০:৪০468436
  • আপনার মেয়ে কোথায় বড় হচ্ছে?
  • Paramita | 202.3.120.9 | ১৮ নভেম্বর ২০১০ ১০:৪০468435
  • এখনকার বই নিয়ে আমার প্রচুর লেখার আছে - বেসিকালি বিগিনারদের জন্য কনটেম্পোরারি কিছু নেই। অথচ বই পড়া ভালোবাসানোর জন্য প্রথমে ঐ ব্রেকটা দরকার। কাঁচা কার্টুনগুলোর দ্বারস্থ হতে হতে পারে অগত্যা। একটু এগোলে হয়তো কিছু আছে। কিন্তু এখন আর লেখা যাবে না। সন্ধেবেলা।
  • tatin | 130.39.149.32 | ১৮ নভেম্বর ২০১০ ১০:৪১468438
  • আচ্ছা, একটা অফ দ্য ট্‌র্‌যাক প্রশ্ন, আজকাল বাচ্চাদের না পড়লে পেটান না কেউ? কিম্বা খাওয়া-বন্ধ খেলা বন্ধ?
    হেভি পলিটিকালি ভুল প্রশ্ন হলো, কিন্তু অনেক বাবা-মারা আছেন দেখলাম, মাথার মধ্যে ঘুরঘুর করছিল এইটে।
  • dukhe | 122.160.114.85 | ১৮ নভেম্বর ২০১০ ১০:৪১468437
  • চাপ দিয়ে বাংলা । ডবল চাপের ইঞ্জিরি । বড় হয়ে আমি ভাষাহীন আরশোলা হব ।
  • Samik | 122.162.75.97 | ১৮ নভেম্বর ২০১০ ১০:৪৪468441
  • আকা। রিমিরে কইয়ো আমায় মেল করতে। :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন