এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সোমবারের বুলবুলভাজা (২)

    Guruchandali
    অন্যান্য | ২৭ ডিসেম্বর ২০১০ | ৪১০২৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 69.236.173.93 | ১৩ জুন ২০১১ ০৮:৫৫465614
  • ঠিক আছে, বাংলাদেশে সৈন্য পাঠিয়ে পাকিস্তানের থেকে বেশী সুবিধাজনক পরিস্থিতি পায় ভারত। কিন্তু, বাংলাদেশের ওপর ভারতের 'দাদাগিরি'-র ব্যাপারটা তাও ক্লিয়ার হলো না। হত, যদি ভারত নানা অছিলায় ভারতীয় সৈন্য বাংলাদেশে বহাল রাখতে চাইত, কিছুতেই বেরোতে চাইত না।
  • kallol | 220.226.209.2 | ১৩ জুন ২০১১ ১২:৫৫465615
  • ভারত খামোখা বাংলাদেশে সেনাবাহিনী রেখে দিতে যাবে কেন? সেটা করলে আবার আর একটা ঝামেলা ডেকে আনা হতো। তার চেয়ে - ""এই দ্যাখ তোদের কেমন স্বাধীন করে দিলাম"" গোছের স্ট্যান্ড অনেক নিরাপদ। না বলা কথা, বলে দেওয়া কথার চাইতে অনেক শক্তিশালী ও নিরাপদ। ""আমরা না থাকলে তো সেই পাকিস্তানের হাতে মার খেয়ে মরতি"" ইত্যাদি না বলা কথা তখন থেকেই রয়ে গেছে। যেই জায়গাটায় কুলদা, বিপ্লব, সরদারভাইদের আপত্তি।
    গত বিশ্বকাপের আগেরটায় যখন বাংলাদেশের কাছে হেরে গেলো ভারত - এমন কথা কেউই কি শোনেনি - ""আমাদের দয়ায় তো স্বাধীন হলি, আবার আমাদেরই টেক্কা দেওয়া!!!""
    বাংলাদেশ স্বাধীন হবার পরে ভারতীয় শিল্পপতিরা কি পরিমান চুষে খেয়েছেন বাংলাদেশের অর্থনীতিকে - একটা গামছর দাম সেই ৭১এ হয়ে গেছিলো ৪৫টাকা।
    ভারত সেনাবাহিনী পাঠিয়েছে শ্রীলঙ্কায়, কি না, শান্তি বাহিনী। দাদাগিরি ছাড়া আর কি?
    সার্ক / সাফ এসব প্ল্যাটফর্ম ভারতের দাদাগিরি বজায় রাখার কল ছাড়া আর কি?
    এতো রাষ্ট্রের লেভেলে। সাধারন মানুষের লেভেলে আসুন। আজও প:ব: আর ত্রিপুরার কিছু মানুষকে বাদ দিলে পাকিস্তানী, বাংলাদেশী আর মুসলমান সমার্থক।
    আজও প:ব:র শিল্পীত বাঙ্গালীর হজম করতে কষ্ট হয় যখন তাদের ঢাকার ছবিমেলার কথা বলি। সেটা যে কলকেতার গব্বো বইমেলার চাইতে অন্তত ১০গুণ বড় ব্যাপার, সেটা বললে লোকে অবাক হয়ে বলে - তাই নাকি?
  • lcm | 69.236.173.93 | ১৩ জুন ২০১১ ১৩:৪৮465616
  • - ভারতের জন্যে স্বাধীন হল
    - ক্রিকেটে হারালি কেন
    - গামছার বেশী দাম
    ...
    এগুলো যদি একটা দেশের আর একটা দেশের ওপর "দাদাগিরি'-র সিরিয়াস (রাষ্ট্রের লেভেলে) এগ্‌জ্যাম্প্‌ল হয় তাহলে বলার কিছু নেই!
    বিস্ময়ে তাই জাগে আমার প্রাণ...
  • q | 61.12.12.83 | ১৩ জুন ২০১১ ১৩:৫৫465617
  • এখন একটা গামছার দাম কত?
  • q | 61.12.12.83 | ১৩ জুন ২০১১ ১৪:০০465618
  • এদিকে দেখুন ক্ষি অবস্থা -

    "নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ সদস্যরা গত দুদিন ধরে নতুন গামছা ব্যবহার শুরু করেছে। রাস্তা থেকে হকার ধরে থানায় নিয়ে ১৬ হাজার টাকার গামছার ৭০ ভাগ পুলিশ সদস্যরা লুটপাট করে নেয়। বাকি ৩০ ভাগ গামছা শুক্রবার রাতে ফেরত দিতে চাইলে হকার সেন্টু তা ফেরত নেয়নি। ফলে সেন্টুকে রাস্তা থেকে ৫/৬ হাজার টাকার মালামালসহ পুলিশ আবার গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

    অভিযোগ উঠেছে হকার উচ্ছেদের নামে পুলিশ ঈদ-বাণিজ্য শুরু করেছে। নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেন, শহরের বঙ্গবন্ধু সড়কের হকারদের পুনর্বাসন করা হয়েছে। ফলে সিদ্ধান্ত হয়েছে বঙ্গবন্ধু সড়ক হকারমুক্ত রাখার। এ ব্যাপারে পুলিশের সহায়তা চাওয়া হয়েছে। উচ্ছেদকৃত হকারদের জব্দ করা মালামাল পৌরসভায় জমা দেয়ার নির্দেশ রয়েছে। কিন্তু মেয়রের কাছে অভিযোগ এসেছে, শহরের বঙ্গবন্ধু রোড ছাড়াও কালীর বাজার, টানবাজারসহ বিভিন্ন রোডের হকারদের মালামালসহ পুলিশ থানায় ধরে নিয়ে যাচ্ছে।

    কালীর বাজার সিরাজদৌল্লা রোডের এক হকার অভিযোগে জানায়, গত সপ্তাহে তার ১৬ হাজার টাকা মূল্যের গামছা পুলিশ জব্দ করে থানায় নিয়ে যায়। পরে তিনি ফেরত আনতে গেলে দেখেন প্রায় ৭০ ভাগ গামছা উধাও হয়ে গেছে। পরিমাণে অনেক কম থাকায় গামছা ফেরত না নিয়ে সেন্টু ফিরে যায়। এতে ক্ষুব্ধ হয়ে পুলিশ সন্ধ্যার পর সেন্টুসহ পাঁচ হকারকে মালামালসহ গ্রেপ্তার করে নিয়ে যায়। রবিবার দুপুরে তাদের আদালতে চালান দেয়া হয়।

    এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর থানার ওসি মাহফুজুল করিম বলেন, এসপির নির্দেশেই হকারদের মালামালসহ গ্রেপ্তার করা হচ্ছে। অপরদিকে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ করিম বলেন, থানায় গামছা লুট করে পুলিশ সদস্যরা ব্যবহার করছে এ অভিযোগ তদন্ত করে দেখা হবে। পাশাপাশি ঈদবাজারে ফুটপাতে যেন হকার বসতে পারে মানবিক দিক বিবেচনা করে সে বিষয়টিও দেখা হবে।"
  • kallol | 220.226.209.2 | ১৩ জুন ২০১১ ১৪:৫৬465619
  • লসাগু।
    আমাদের জন্য স্বাধীন হলি আর গামছার দাম এই দুটো রাষ্ট্রের লেভেলে।
    গামছার দাম একটা উদাহরণ মাত্র। অন্য সব নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম (যা যুদ্ধ/বিপ্লব বিদ্ধস্ত বাংলাদেশে ""বন্ধু"" ভারতের ব্যবসায়ীরা সাপ্লাই দিচ্ছিলেন) কল্পনা করে নিন।
    ক্রিকেটে হার নিয়ে মন্তব্য সাধারণ মানুষের লেভেলে।
    আমাদের জন্য স্বাধীন হলি - এই অনুচ্চারিত কথাটির কি ক্ষমতা, সেটা বাংলাদেশের মানুষে বোঝে।
    নিজেকে দিয়ে ভাবার চেষ্টা করুন। কোন বাইসেপ-ট্রাইসেপ ওয়ালা দাদা যদি পদে পদে আপনাকে বুঝিয়ে দ্যায়, আমার জন্যই তো করে কম্মে খাচ্ছিস। বেঁচেই আছিস তো আমার দয়ায়। আরে, তোকে শালা জম্মো দিলো কে অ্যাঁ? সেটা যদি আপনি মেনেও নেন, মানে মেনে নেওয়া ছাড়া গত্যন্তর নাই তাই, তবে কি দাঁড়ায়।
    দেখুন - ধারে কাছে কোন বাংলাদেশী মুক্তিযোদ্ধা দেখা যাচ্ছে ? http://defenceforumindia.com/gallery/image-64.html
    ভারত তো নেহাতই সহযোগী, তবে পাকিস্তানী সেনা ভারতের কাছে আত্মসমর্পন করলো কেন? আত্মসমর্পন তো করার কথা মুক্তিফৌজের কাছে।
  • lcm | 69.236.173.93 | ১৩ জুন ২০১১ ১৫:০৩465620
  • নাহ্‌, কল্লোলদা।
    আপনার দেওয়া উদাহারণ গুলোকে একটি রাষ্ট্রের আর একটি রাষ্ট্রের উপর "দাদাগিরি' হিসেবে মানতে পারছি না।
    একমত হতে পারলাম না। থাক, অমিল টুকু থাক।
  • kallol | 220.226.209.2 | ১৩ জুন ২০১১ ১৫:৪১465621
  • বেশ।
  • suddhasatya | 117.194.227.92 | ১৩ জুন ২০১১ ১৮:১৭465622
  • রঞ্জনবাবুর এই আলোচনাটা বেশ লাগলো। আমি দলটিকে জানিয়ে দিয়েছি এই আলোচনার কথা। আশাকরি ওঁরা এতে আরো উৎসাহিত হবেন।
  • nyara | 122.172.31.24 | ১৩ জুন ২০১১ ১৯:১৫465625
  • আশির দশকে 'চেনামুখ' গোষ্ঠির 'ইচ্ছেগাড়ি'-র সঙ্গে একটা তুলনামূলক আলোচনা হলে ভাল হয়।
  • Arpan | 122.252.231.10 | ১৩ জুন ২০১১ ২০:৪৬465626
  • কী মুশকিল, ভারতের ভূমিকা শুরুতে সহযোগী থাকলেও পরে তা পুরোদস্তুর ইন্দো-পাক যুদ্ধেরই আকার নেয়। পাকিস্তান যখন ইন্ডিয়ান এয়ারবেসগুলোতে হামলা করে।

    http://en.wikipedia.org/wiki/Operation_Chengiz_Khan

    তো, পাক বাহিনী ইন্ডিয়ান আর্মির কাছে আত্মসমর্পণ করাতে বিতর্কের কী আছে?

    আর, ভারতের দাদাগিরি দক্ষিণ এশিয়াতে আছেই। সে মুক্তিবাহিনী নিজেরা যুদ্ধ করে দেশ স্বাধীন করলেও থাকত।
  • r2h | 198.175.62.19 | ১৩ জুন ২০১১ ২১:১১465627
  • আর, আমার একটা জায়গাতে ধন্দ, ভারতের আদর্শ ভুমিকা তবে কি হওয়া উচিত ছিল? নির্বিকার দর্শকের?
  • Arpan | 112.133.206.18 | ১৩ জুন ২০১১ ২১:২০465628
  • বার্মা/মায়ান্মারে নির্বিকার দর্শকের ভূমিকা পালন করায় আন্তর্জাতিক মহলে ভারতের প্রভূত সমালোচনা হয়েছে।
  • kallol | 115.241.8.22 | ১৩ জুন ২০১১ ২১:৩০465629
  • ভারত নিরপেক্ষ না থেকেও অন্য ভূমিকা পালন করতে পারতো। যে ভূমিকা পালন করেছে চীন ও সোভিয়েৎ ভিয়েৎনাম-কম্বোডিয়া-লাওসে। তারা অস্ত্র-প্রশিক্ষণ-আন্তর্জাতিক রাজনৈতিক চাপ সব কিছুতেই সাহায্য করেছে, কিন্তু সৈন্য সামন্ত নিয়ে ভিয়েৎনাম-কম্বোডিয়া-লাওসে লড়তে যায় নি।

  • Arpan | 112.133.206.18 | ১৩ জুন ২০১১ ২১:৫২465630
  • দুটোর মধ্যে কি তুলনা চলে? এইসব ক্ষেত্রে কি মেনল্যান্ড চীন/সোভিয়েত আক্রান্ত হয়েছিল?
  • r2h | 198.175.62.19 | ১৩ জুন ২০১১ ২১:৫৬465631
  • আমি এমন দাবী করছিনা যে ভারত খুব মহানুভবতা করেছে। ভারতের নিজের স্বার্থ অবশ্যই ছিল। ভারত নিজের স্বার্থে সহায়তা করেছে, বাংলাদেশ (তখনো বাংলাদেশ নয়, মুক্তি সেনা, বা বাংলাদেশের সম্ভাবনা) নিজের স্বার্থে তা গ্রহণ করেছে। পরবর্তীকালে দুই দেশের কূটনীতি ও পররাষ্ট্রনীতি তাদের নিজের কূট পথে চলেছে। স্বাভিমান এবং দৃঢ় মেরুদন্ড অর্জন করতে গেলে দাম দিতে হয় খুব সত্যি কথা, একাত্তরের বীভৎসতা যেকোন অর্জনের পক্ষেই বড় বেশী মূল্য বলে আমি মনে করি। লক্ষ লক্ষ নিরক্ষর নিরন্ন মানুষের ছিন্ন ভিন্ন প্রত্যঙ্গ রক্ত অস্থি অশ্রু বড় বেশী করুণ। তার থেকে সদ্যোজাত দেশটিকে নতুন করে সাজিয়ে নেওয়ার প্রচেষ্টাই বাঞ্ছনীয় ছিল বলে মনে করি। যুদ্ধের মূল্যে স্বাধীনতা শ্রেয়তর হতে পারে, জেনোসাইডের মূল্যে হতে পারে কি? পরবর্তীকালে, পাকিস্তানী সেনাবাহিনীর যুদ্ধবন্দী প্রত্যর্পণ ইত্যাদিকে নিয়ে প্রশ্ন যদি থাকেও কারো, দেশের ভেতরের যুদ্ধবন্দী ইত্যাদিদের বিচার না হওয়ার পেছনে তো ভারতের হাত ছিল না।
    আর, সরাসরি যুদ্ধে নামার আগে মুক্তিবাহিনীর প্রশিক্ষণ শিবির ইত্যাদিতে ভারত "মুক্তহস্ত' ছিল, এ নিয়ে তো দ্বিধা নেই, তার পেছনে গূঢ় অভিসন্ধি যাই থাকুক, দৃশ্যত: সে "সহায়তা'ই ছিল। তা নিয়ে বিতর্ক অবশ্যই থাকতে পারে, আছেও। কিন্তু প্রমাণিত সত্য বোধয় নয়।

    অন্য প্রেক্ষিতে ভারতের দাদাগিরি নিয়ে আমার কোন বক্তব্য নেই, কিন্তু মুক্তিযুদ্ধকের প্রেক্ষিতে... মানতে পারিনা।
  • r2h | 198.175.62.19 | ১৩ জুন ২০১১ ২২:০২465632
  • স্যরি, যুদ্ধবন্দী নয়, যুদ্ধাপরাধী
  • Guruchandali | 117.194.43.183 | ১৩ জুন ২০১১ ২২:৩০465633
  • প্রকাশিত হল তিনটি নতুন লেখা:

    নতুন সরকার: কিছু প্রস্তাব -- খসড়া দুই
    শ্যাওলা
    বৈচিত্রে ভয়?

  • ranjan roy | 122.168.111.183 | ১৩ জুন ২০১১ ২২:৩৭465634
  • ঠিক কথা, অর্পণ।
    কিন্তু ভারত কখন আক্রান্ত হল? যখন একাত্তরে এক রাত্তিরে পাক বিমান বাহিনী একসঙ্গে পাঞ্জাবের একগাদা শহর ও সামরিক লক্ষ্যবস্তুতে হামলা করে।
    পাল্টা হামলায় ভারতীয় বিমান বাহিনী পশ্চিম ও পূর্ব পাকিস্তানের বিমানবাহিনীর বেশ বড় অংশকে রানওয়েতে দাঁড়ানো অবস্থায় শেষ করে দেয়।
    পাকিস্তানের স্ট্রাইকিং পাওয়ারে এই আঘাত সামরিক ভারসাম্যে বিরাট ফারাক করে দেয়। তাই পূর্ব পাকিস্তানে নিয়াজিদের বিরাট বাহিনীকে ভারতের সঙ্গে নির্ণায়ক লড়াইয়ের সময় এয়ার ফোর্সের লজিস্টিক সাপোর্ট হারিয়ে সহজে ঘেরাবন্দী হয়ে আত্মসমর্পণ করতে হয়।
    এত গেল ওই যুদ্ধের গতি পরিণতির একটা অতি সরলীকৃত বর্ণনা। কিন্ত পাকিস্তান পশ্চিম অংশে ওই অ্যাডভেঞ্চার করল কেন? ওরা কি পাগল?
    সত্তর থেকে প্রায় দেড় বছর ধরে ভারতের পূর্ব সীমান্ত জুড়ে তাজউদ্দিন আহমেদরা কোলকাতা কেন্দ্রিক স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালিয়ে যাচ্ছেন। তাতে রোজ কি ব্রডকাস্ট হত বুঝতেই পারছো।
    আবার ভারতের সেনাবাহিনীর মদতে বর্ডার থেকে রোজ টাইগার সিদ্দিকি এরা (মুক্তিবাহিনী) কুস্টিয়া, বগুড়া ইত্যাদি এলাকায় হামলা চালিয়ে হিন্টারল্যান্ডে ফিরে আসছেন।
    এর পর পাকিস্তান রেডিও ও টেলিভিশন বলতে লাগলো শুধু মুক্তিযোদ্ধারা নয়, ওদের লীড করছে ভারতের সেনার কিছু সোলজার। ভারত অভিযোগ অস্বীকার করলো। তখন পাকিস্তান কিছু ভারতের সৈন্যকে অ্যারেস্ট করে প্রেস কনফারেন্স করে ওদের দুনিয়াকে দেখাল যে ওদের নাম কি, কোন রেজিমেন্টের ইত্যাদি।
    ভাব।
    পাকিস্তানের এক জনগোষ্ঠীর মধ্যে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ফেটে পড়ছে।
    আমাদের সমর্থন ওই জনগোষ্ঠীর পক্ষে।
    তাবলে কোন দেশের বিচ্ছিন্ন হতে চাওয়া জনগোষ্ঠীকে প্রতিবেশি রাষ্ট্রের বিরুদ্ধে প্রত্যক্ষ সামরিক মদত দেওয়া দাদাগিরির যুক্তি ছাড়া কোন যুক্তিতে ন্যায়োচিত?

    উল্টো করে ভাব।
    আজ যদি কাশ্মীর প্রশ্নে পাকিস্তান নিজের ইনভলমেন্ট আরো কয়েক ডিগ্রি বাড়িয়ে ওদের জমিতে স্বাধীন কাশ্মীর সরকার চালায় আর ওদের বেতার কেন্দ্র খোলে এবং খোলাখুলি সামরিক ইনভলমেন্ট দেখায় তবে ভারত কি করবে?

    শ্রীলংকায় আই পি কে এফ পাঠানো কতদূর উচিৎ ছিল?
    কেন নেপাল, বাংলাদেশ,শ্রীলংকা সবাই ভারতের বিগ ব্রাদার রোল নিয়ে আঙুল তোলে?
    সিকিম কে ইন্দিরাজী যেভাবে গিলে ফেললেন সেটা ভারতের দাদাগিরি ছাড়া আর কি?
  • siki | 122.162.75.192 | ১৩ জুন ২০১১ ২৩:২৯465636
  • কিংবা হায়দরাবাদের অন্তর্ভুক্তি।
  • r2h | 198.175.62.19 | ১৪ জুন ২০১১ ০০:১৪465637
  • ন্যায়! এই তিন হতভাগ্য রাষ্ট্রের মানুষের প্রতি উনিশশো সাতচল্লিশের প্রতি কোন ন্যায়টা হয়েছে? রঞ্জনদা, আমি রাষ্ট্রনীতি বা কূটনীতি বুঝিনা, বারবার ফাটা রেকর্ডের মত একই প্রশ্ন করে যাচ্ছি, সবকিছু ন্যায়মত চললে বাংলার গ্রামের আরো লক্ষাধিক নিরন্ন নিরক্ষর মানুষের ছিন্ন দেহগুলি দাদাগিরি নিবারণের পক্ষে বড় বেশী মূল্য হতনা? যাঁরা যুদ্ধ করেছেন তাঁরা প্রণম্য, কিন্তু একাত্তরের গ্রামের পর দগ্‌ধ গ্রাম আর ছিন্ন ভিন্ন নারী শরীরের স্তুপ তো আন্তর্জাতিক রাজনীতির কূটকচালি বুঝতো না। তাঁরাও কি ন'মাসের যুদ্ধকে ন'বছর টেনে নিতে আগ্রহী ছিলেন?
  • bitongsho | 143.111.80.27 | ১৪ জুন ২০১১ ০৪:১৮465638
  • স্বাধীনতা কামী জনগোষ্ঠীকে সামরিক মদত দেয়া দাদাগিরি হলে, স্প্যানিশ সিভিল ওয়ার নিয়ে কি বক্তব্য?
    ওটা তো স্পেনের নিজেদের ব্যাপার।
    সামরিক মদত না দেয়া=ওদের লড়াই ওদের ওপরেই ছাড়া=লড়াই দীর্ঘস্থায়ী করা। এটা সমর্থনযোগ্য কিভাবে? আরো মৌলিক প্রশ্ন- দাদাগিরি মানে কি?
    প্লেন সামরিক মদত? অর্থনৈতিক দিকগুলো আপাতত ধরছি না। শুধু স্বাধীনতা-যুদ্ধে প্রত্যক্ষ সাহায্য করা ইন ইটসেল্ফ দাদাগিরি হতে পারে না।

    মিত্রশক্তি যদি (যুদ্ধের আগে) হিট্‌লার অধিকৃত দেশগুলিতে বিদ্রোহের মদত দিত, সেটাকে কি দাদাগিরি বলা যেত?
  • Guruchandali | 12.150.171.253 | ১৪ জুন ২০১১ ০৪:৫৭465639
  • ------------------------------------------------------------------------
    প্রকাশিত আরো একটি বুলবুলভাজা ,

    অপার বাংলা : ফতোয়া বিষয়ে আপিল বিভাগের সাম্প্রতিক ফতোয়া নিয়ে দু'চার কথা , লিখেছেন মুজিব মেহদী
    ------------------------------------------------------------------------
  • til | 165.12.252.211 | ১৪ জুন ২০১১ ০৬:৫৩465640
  • খসড়া নম্বর -২ পড়লাম। অনেক ধন্যবাদ গু-চ কে। অনেক পরিশ্রম এতে লেগেছে সম্পাদনা করতে।
    একটা সারংশ বা Executive summary হলে বোধহয় ভাল হতো কারণ মন্ত্রী বা আমলাদের হাতে কি এত ডিটেলে পড়বার সময় থাকে!
    একটা জিনিস বোঝা গেল না, খসড়া-২ মানে কি second draft?নাকি এটা প্রস্তাবের পার্ট -২ ।

  • aka | 24.42.203.194 | ১৪ জুন ২০১১ ০৭:৫০465641
  • খসড়া দুই দেখে অত্যন্ত হতাশ হলাম। হয় বিশেষজ্ঞ হিসেবে মতামত দিন নয়ত সাধারণ মানুষ হিসেবে নিজেদের দৈনন্দিন সুখ দু:খের কথা বলুন। দুয়ের মাঝামাঝি স্থানে আমার ব্যক্তিগত ভাবে আপত্তি, সবার হবে তার মানে নেই।

    উদাহরণ এক, আয় কম ব্যয় বেশি তাই সরকারী বিনিয়োগ সম্ভব নয়, কিন্তু ই-গভর্নেন্স হোক??? ই-গভরনেন্সের খরচ কত?

    উদাহরণ দুই, আয় কম ব্যয় বেশি তাই সরকারী বিনিয়োগ সম্ভব নয়, কিন্তু প্রতি দপ্তরে একজন করে প্রসেস অ্যানালিস্ট নিয়োগ করা হোক।

    উদাহরণ তিন, সোশাল নেটওয়ার্কিং মূলত ইংরিজি জানা শিক্ষিতদের জন্য, তাতে প:ব:য়ের সাধারণ মানুষ (স্বাক্ষরতার হার দেখতে হবে) কি করে লাভবান হবে?

    উদাহরণ চার, স্বাস্থ্য নিয়ে প:ব:য়ের প্রচূর ডেটা, অ্যানালিসিস ইত্যাদি অলরেডি রয়েছে। তার কোন উল্লেখ নেই অথচ অনেক ভারি ভারি পেপার দেখলাম। http://www.wbhealth.gov.in/

    বিশেষজ্ঞের রিপোর্ট যখন এসব প্রশ্নের উত্তর দেওয়াও বিশেষজ্ঞদের দায়িত্ব, আশা করি ডায়ালগ শুরু হবে।
  • aka | 24.42.203.194 | ১৪ জুন ২০১১ ০৮:১৮465642
  • উদাহরণ পাঁচ, সমান্তরাল অর্থনীতি সম্বন্ধে কোনো পেপারের রেফারেন্স দেখি নি, আবার মাঠঘাটের অভিজ্ঞতাও দেখি নি।

    কোন এক জায়গায় নতুন বাজার বসছে সেখানে জায়গা করে নিতে হলে টাকা দিতে হয়, কাকে? লোকাল দাদাকে। লোকাল দাদা যে রাজনৈতিক দল ক্ষমতায় তার ছাতার নীচে থাকে। মানে পরিবর্তনের আগের দিন অবধি যিনি সিপিএম ছিলেন পরিবর্তনের দিন থেকে তিনি তিনোমুল। লোকাল দাদা যে টাকা নিল তা কি পার্টির ঘরে যায়? না। যায় দাদার রোজগারে। পার্টি কি জানে এসব কথা? অবশ্যই। কিন্তু কিছু করতে পারে না কারণ এক এই লেভেলের ক®¾ট্রাল নেই, দুই এদের খচালে ভোটের মেশিনারি কি হবে? প্রসঙ্গত উল্লেখযোগ্য মুখ্যমন্ত্রীর হাজার ঘোষণা সঙ্কেÄও কি সিপিএম পেটানো বন্ধ হয়েছে। শুধু শহরের হকার আর অটো রিকশা দেখলে হবে কেন? প:ব:য়ে আর কটাই বা কলকাতা? গ্রাম, মফস্বলের রিকশা, বাজার, হাট এগুলোও দেখতে হবে। নইলে যেমন অন্যান্য অনেক পয়েন্টের ক্ষেত্রে হয়েছে তেমন পেপারের রেফারেন্স দিতে হবে। মানে অলরেডি হয়ে যাওয়া কিছু কাজের উল্লেখ।
  • aka | 24.42.203.194 | ১৪ জুন ২০১১ ০৮:৩০465643
  • ই-গভর্নেন্সের দিয়ে দক্ষতা বাড়িয়ে, করাপশন রুখে দেওয়ার কথা ভাবা হচ্ছে খুব ভালো এইটা একটু দেখতে বলব (অনেক ভারি ভারি পেপারের নাম রয়েছে এটা তত ভারি কিছু না, আমিও বুঝেছি)।

    http://india.gfip.org/

    India's underground economy is closely tied to illicit financial outflows. The total present value of India's illicit assets held abroad ($462 billion) accounts for approximately 72 percent of India's underground economy. This means that almost three-quarters of the illicit assets comprising India's underground economy—which has been estimated to account for 50 percent of India's GDP (approximately $640 billion at the end of 2008)—ends up outside of the country. (vii, 19)

    এর সাথে আর একবার আমার ওপরের পোস্টটাও পড়তে অনুরোধ করব।

    তাই ই-গভর্নেন্সের আর ও আই ও করে দেখা জরুরি। যদি এর একটাও সরকারে নেওয়া হয় তাহলে তা কিন্তু ট্যাক্স পেয়ার দের টাকা যাবে। কয়েকজন মিলে খেলা চ্ছলে বানিয়েছি বললে হবে কেন?

    তাই আশা করব ডায়ালগ শুরু হবে।
  • pi | 72.83.97.171 | ১৪ জুন ২০১১ ০৮:৫৬465644
  • ঐ সাইট থেকে প:বঙ্গের স্বাস্থ্য নিয়ে প্রচুর ডাটা, প্রচুর অ্যানালিসিসের রেফারেন্স খামোখা আসবে ক্যানো ? খসড়ার এই ভাগে তো শুধু জনস্বাস্থ্য নিয়ে কথা হয়েছে।

    আর তার রেসপেক্টে পুরো সাইটে কেবল একটা পাতাই আছে।
    http://www.wbhealth.gov.in/Health_Statistics1.asp?pass_file_id=25&stat_main_id=100
  • pi | 72.83.97.171 | ১৪ জুন ২০১১ ০৯:০১465645
  • আজ কনফারেন্সে ভারতের হেল্‌থ প্রোগ্রামের এক পূর্বতন ডায়রেক্টরের সাথে কথা হল।
    যা বল্লেন, যা সব তথ্য দিলেন, চক্ষু চড়কগাছ।
    ঐ ওষুধ নেই, ডাক্তার নেই, কর্মী নেই ... রাজ্য চাইলে যে কী কী হতে পারে তার কিছু নমুনা শুনলাম। আর প:বঙ্গ নিয়ে ওনাদের হাতেকলমে অভিজ্ঞতার কথাও।
    সময় পেলে লিখবো।

  • siki | 123.242.248.130 | ১৪ জুন ২০১১ ০৯:১২465647
  • খসড়া দুই-তে সমস্ত লিংক ফেটে গেছে। সেগুলোকে জোড়া হোক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন