এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৫ এপ্রিল ২০২৪ ২২:৪৯522854
  • কাচের স্বর্গ - দিলীপ মুখার্জী। 
     জেল হতে পারে। ফাইন ত অবশ্যই হওয়া উচিৎ। কিন্তু যে শ্রম গেছে  সেটার মুল্য তো শুন্য হতেই পারে না। 
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:2754:c43b:f012:2b46 | ২৫ এপ্রিল ২০২৪ ২২:৪৬522853
  • লসাগুবাবুকে। আইআরএস ট্যাক্স ফাঁকি দিলে ৮% সুদ নেয়। আমাকেও কেউ এত সুদ দেয়না।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:2754:c43b:f012:2b46 | ২৫ এপ্রিল ২০২৪ ২২:৪৩522852
  • আমি ভাবছি আমি যদি ডিপ্লোমা জাল করে বা অন্য কোন অনিয়ম করে হাসপাতালে বছর কয় ডাক্তারি করে তারপর ধরা পড়ি। তখন যদি এমপ্লয়ার পয়সা ফেরত চায় সেটা অন্যায় হয় কিনা। 
     
    সাধারণত চায়না। কিন্তু সেটা তো অন্য কথা।
  • lcm | ২৫ এপ্রিল ২০২৪ ২২:৪২522851
  • ১২% রেটটা আদালত কি করে ঠিক করল। এরকম সুদে আমি টাকা জমা রাখতে চাই, কেউ দেয় না, দেখি আদালতে চেনাজানা বের করতে হবে।
  • r2h | 134.238.18.211 | ২৫ এপ্রিল ২০২৪ ২২:০১522850
  • পুরো জিনিসটাই অতি ভয়ানক, এবং জনমতের ধরন আরও ভয়ানক।
    ন্যায় আর বিচার দুটি শব্দ একত্রে উচ্চারিত হয়, কলোনীর দান হিসেবে আদালতের বিচারকে ন্যায় বলে মেনে নেওয়া আমাদের অভ্যাস।
    কিন্তু এতে যে ভয়াবহ অন্যায়টা হল, হাজার হাজার সৎ মানুষকেও ভিলিফাই করে দেওয়া হল, এবং আদালতের এই রায়ে ও কর্মপদ্ধতিতে উদ্বাহু হয়ে পুরো প্রসেসটাকে ভ্যালিডেট করা হচ্ছে জনমনে- এই পুরো জিনিসটাই ভয়ানক।
    আর আরো ভয়াবহ মজা হলো, ত্রিপুরার ১০,৩২৩এর প্রসঙ্গ এলেই সব নন-বিজেপিরা না না, সে অন্য শেয়াল বলে প্রসঙ্গ এড়িয়ে যান।

    আর এই পুরো পদ্ধতিতে, বিচারকরা সব স্বর্গভ্রষ্ট দেবশিশু এমন মেনে নিলেও, পারিপার্শ্বিকের কারনেও বায়াস।
    এর থেকে তৃণমূলের ফায়দা হবে এটা অনেকে যুক্তিসহই বলছেন, যুক্তিগুলি ফেলনাও না।
    তবে সেইসব যুক্তিতে, কাল তৃণমূলের সব প্রার্থী জামানত বাজেয়াপ্ত হয়ে গিয়ে হেরে ভুত হয়ে গিয়ে উনিজীর নিরঙ্কুশ রামরাজ্য স্থাপিত হয়ে গেলেও সেটাকেও সেটিংই মনে হবে।

    সেটিং করে লোকজন হেরে গেলে সেটা অনেকটা শারুকখানের বাজিগরের মত হয়ে যায়। হার কর জিতনেবালা কো বাজিগর ক্যহতে হ্যায়। হুঁহুঁ (সৈকতদা লগুড় নিয়ে এলো বলে)।
  • | ২৫ এপ্রিল ২০২৪ ২১:৫১522849
  • অরিন একটা খুব ভাল পয়েন্ট লিখেছেন। এই যারা অযোগ্য হয়েও ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন তাদের মাইনে পুরো ফেরত + ১২% ইন্টারেস্ট দেবার ব্যপারটা। জেলের কয়েদীরাও যখন বিভিন্ন ক্ষেত্রে কাজ করে তার জন্য যৎসামান্য হলেও মজুরি পায়।  সেখানে সম্পূর্ন বিনা বেতনের খাটনিটা কিরকম ডিটেনশান সেন্টারে খাটানোর মত! ঘুষ দেওয়া আইনত দন্ডনীয়। তো আইনে কী দন্ড আছে জানি না, কিন্তু এদের ফাইন করা, হেফটি ফাইন করা যেতে পারত। 
  • | ২৫ এপ্রিল ২০২৪ ২১:৪৩522848
  • সুদীপ্ত লিখেছিল। আমিও মোটামুটি দায়িত্ব স্বীকার করে পদত্যাগের ঘটনা গত ২৫ বছরে মনে করতে পারলাম না। সেরকম হয়ে থাকলে কেউ মনে করাবে।
  • r2h | 134.238.18.211 | ২৫ এপ্রিল ২০২৪ ২১:৪১522847
  • দুঃখপ্রকাশ করা, স্যরি
  • dc | 2402:e280:2141:1e8:c8c3:5b4:2854:9ed | ২৫ এপ্রিল ২০২৪ ২১:৪০522846
  • "আলোকপ্রাপ্তদের তুলনায় পথে ঘাটে ঘোরা লোকেদের এজেন্ডা পরিষ্কার মনে হয়, দক্ষিন ভারতে অন্তত"
     
    সেটা আমারও মনে হয়েছে, অন্তত ব্যাঙ্গালোরে তো বটেই। 
  • r2h | 134.238.18.211 | ২৫ এপ্রিল ২০২৪ ২১:৪০522845
  • দমদির ক্ষমা প্রসঙ্গে মনে হল, কে যেন লিখলেন, বছর দশেক আগেও দায়িত্ব নিয়ে মন্ত্রীদের পদত্যাগের নজির...
    লাল বাহাদুর শাস্ত্রী রেলদুর্ঘটনার পর পদত্যাগে করে নজির স্থাপন করেছিলেন, সেই লাইনে শেষ বোধহয় নিতীশ কুমার। আর কিছু মেজর মনে পড়ছে না - কী কী আছে এরকম, গত বছর কুড়ি পঁচিশের মধ্যে?
  • r2h | 134.238.18.211 | ২৫ এপ্রিল ২০২৪ ২১:৩৫522844
  • হ্যাঁ, আমারও, সীমিত স্যাম্পল সাইজেই...

    আলোকপ্রাপ্তদের তুলনায় পথে ঘাটে ঘোরা লোকেদের এজেন্ডা পরিষ্কার মনে হয়, দক্ষিন ভারতে অন্তত।
    এই যে অরণ্যদা এটা শুনেই দুর্নীতি নিয়ে খুঁতখুঁত করে উঠলো, কিন্তু আসল পয়েন্টটা এড়িয়ে গিয়ে - এমন নেতা যে মোদিকে কাউন্টার করতে পারে।
    দীনেশবাবুর কিন্তু এজেন্ডা পরিস্কার। ভুল এজেন্ডা দিয়ে উস্কানো জালি পার্টি চাই না, তাকে যে আটকাবে তাকে সমর্থন করবো।

    তৈলাধার পাত্র না পাত্রাধার তৈল - এই বিচার করার সময় যে নেই, তা যদি প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ঘৃণাভাষণের পরেও স্পষ্ট না হয় তাহলে আর কথাবার্তা চলে না।
  • dc | 2402:e280:2141:1e8:c8c3:5b4:2854:9ed | ২৫ এপ্রিল ২০২৪ ২১:২৫522843
  • র২্হ ব্যাঙ্গালোরের কথা যেটা বললেন, সেটা খুব কমন। ওখানে গিয়ে বহুবার নানান জনের সাথে আলোচনায় এসব প্রসঙ্গ এসেছে, আর বিজেপি এসে "ওদের" টাইট দিচ্ছে, এই সেন্টিমেন্টটা দেখেছি একটা গ্রুপের মধ্যে ভীষন ভাবে ছড়িয়েছে।  বছর দুয়েক আগে একটা ভিসি মিটে গেছিলাম, সেখানে কয়েকজন এসেছিলেন। তাঁদের মধ্যে একজন বাইজুর আর্লি ইনভেস্টর ছিলেন, সেই দু বছর আগেই তিনি বলেছিলেন বাইজু উঠে যাবে। অন্যরাও ওরকম এদিক ওদিক ইনভেস্ট করেন, মেন্টর করেন, ইত্যাদি। তো মিটিং এর পর এমনি আলোচনা শুরু হলো, তখন দেখি সব্বাই "ওদের" ওপর ক্ষেপে আছে, এদিকে সব্বাই লন্ডন-প্যারিস ঘুরে বেড়াচ্ছেন আর গ্লোবাল লাইফস্টাইল লিড করছেন।  অবাক ব্যপার হলো, তামিল নাড়ুতে কিন্তু এই সেন্টিমেন্টটা এখনও এতোটা না। এখানেও অনেকে বিজেপির ফেভারে কথা বলেন, কিন্তু তামিল সিইও-রিসার্চার-ব্যাবসায়ী গ্রুপের ওপিনিয়ন এখনও বেশ ব্যালেন্সড (আমি যেটুকু দেখি আর কি, আমার স্যাম্পেল সাইজ খুবই ছোট)।    
  • | ২৫ এপ্রিল ২০২৪ ২১:০৮522842
  • *মনে করে 
  • | ২৫ এপ্রিল ২০২৪ ২১:০৭522841
  • একটু যদি মনে কথা রে রেফারেন্স দিতে পারেন খুব ভাল হয়।
  • aranya | 2601:84:4600:5410:192:8ae6:ba8e:411f | ২৫ এপ্রিল ২০২৪ ২০:৫৯522840
  • দুঃখপ্রকাশ তো পড়েছি, কারও কারও স্মৃতিচারণায়। কাদের লেখায়, মনে পড়ছে না 
  • | ২৫ এপ্রিল ২০২৪ ২০:৫৫522839
  • অন্য একটা কথা মনে হল। আচ্ছা প্রফুল্ল সেন স্টিফেন হাউস কিনেছেন এই রটনা তো এককালে খুবই চালু ছিল।  তো ভদ্রলোক শেষ জীবনে খুবই দু:স্থ  ছিলেন। উনি বেঁচে থাকতে বা মারা যাবার পরেও রটনাকারীরা কেউ দু:খপ্রকাশ করেছেন কখনো? ইনফর্মালিও কেউ বলেছেন?
  • aranya | 2601:84:4600:5410:192:8ae6:ba8e:411f | ২৫ এপ্রিল ২০২৪ ২০:৪৯522838
  • দিদি-কে নিয়ে আগ্রহ এখানেও দেখেছি, অবাঙ্গালী-দের মধ্যে। দুর্নীতির ব্যাপারটা বোধহয় লোকে অত পাত্তা দেয় না, বা জানে না 
  • | ২৫ এপ্রিল ২০২৪ ২০:৪৫522837
  • মমব্যান পুণেতেও ড্রাইভার, গিগ ওয়ার্কারদের মধ্যে বেশ পপুলার।  আমার হিন্দি তত না হলেও মারাঠি শুনে সবাই বুঝে যেত আমি বাঙ্গালি আর তারপরেই মম্্তাদিদি নিয়ে প্রশ্ন করত। 
  • &/ | 151.141.85.8 | ২৫ এপ্রিল ২০২৪ ২০:০৯522836
  • হায়্দ্রাবাদে বেশিরভাগ ঘোরাঘুরি অটোতেই করা হল, ভালো বেশ। বড়ো বড়ো দূরত্বের যাত্রাও ভালোভাবে করা যায়। বেশ সাশ্রয়কারীও। অটোচালকদের বেশিরভাগই দেখলাম 'পুরানা পার্টি আচ্ছা পার্টি' র আসার আশায়, তবে এইবারে আশা করতে পারছেন না, পরের টার্মে।
  • &/ | 151.141.85.8 | ২৫ এপ্রিল ২০২৪ ১৯:৪৯522835
  • 'বিজ্ঞান কীসে দেয় কাকে বলে বৈদিক'---এইসব নিয়ে কিছু বললেন না তেনারা? ঃ-)
  • r2h | 134.238.18.211 | ২৫ এপ্রিল ২০২৪ ১৯:১৪522834
  • একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম। রক্তচক্ষু উড়াল দিয়ে দিয়ে মাথা ঝিমঝিম করছে। একটু উত্তরে গেলাম একটু দক্ষিনে গেলাম।

    লুরু গেছিলাম আপিসের কাজে। নিজের দলবল ছাড়া এক ছটাক কাজের ও পাকী তিন পোয়া অকাজের খেজুর যাদের সঙ্গে হলো তাদের একজন একটা বহুজাতিক অ্যানালিটিকেল ইনস্ট্রুমেন্ট রিসার্চ ও ম্যানুফ্যাক্চারিং কোঙের ভারতীয় মাথা, দুইজন গবেষক/ বিজ্ঞানী, একজন কর্পোরেটের লোক। তো, সকলেই প্রচন্ড আলোকপ্রাপ্ত, হাতের মুঠোয় দুনিয়া, জেন এআই ছাড়া নস্যটুকু নেন না, বিজ্ঞান কিসে দেয় কাকে বলে বৈদিক সব একেবারে নখদর্পনে, সব দেশ বিদেশের বাঘা বাঘা জায়গা থেকে পড়াশুনো করা।

    অকাজের কথার মধ্যে অনুরূপঃ

    কলকাতায় তো দুর্গাপুজা খুব বড়, কিন্তু এখন তো নাকি বাংলাদেশ থেকে 'ওরা' এসে সব বন্ধ করে দিচ্ছে।
    সত্যি দেশভাগ না হলে যে কী সর্বনাশই হত।
    মানে, বিপুল জনসমখ্যার চাপ ভারতে... হ্যাঁ, ইউপি আর পাকিস্তানের জনসংখ্যা সমান কিন্তু ইউপিতেও তো 'ওরা'...
    কলকাতা থেকে তুমি আসতে পারলে? ওখান থেকে আসা যাওয়া করা যাচ্ছে?
    কলকাতায় ভোট কবে? ভোট এই যে শুনলাম কলকাতায় রাম মন্দির নিয়ে গোলমালের কারনে ভোট হবে না? ওরা...

    ইত্যাদি ইত্যাদি।

    আগে এসব শুনে অবাক হতাম। তবে এখন সয়ে গেছে। সেদিন ভাটের পাতাতেও ইনফর্মড আর আনইনফর্মড ধারনা নিয়ে কথা হচ্ছিল। পার্সেপশন আসলে অনেক সময়ই ব্যক্তিগত এজেন্ডাপ্রসূত। বিস্ময়ের টলারেন্স, থ্রেশহোল্ড ইত্যাদিও উদার হয়েছে আমার!

    ফেরার সময় গাড়িচালকের সঙ্গে কথা হচ্ছিল। বললেন, স্যর কিসকো ভোট দেতা? আমি মনে মনে বললাম, আমি বলি আর তুমি আমাকে ঘাড় ধক্কা দিয়ে নামিয়ে দাও, বোকা পায়া হ্যায় নাকি?
    তারপর বললেন, দিদিকো দেতা কে মোদি কো দেতা? আমি বললাম হুম হুম হুম।
    উনি বললেন দিদি তো কিতন স্ট্রং, আকেলা লেডি মোদিকো ফর্জি বোলতা। একটু সাহস পেয়ে বললাম, হ্যাঁ, মোদিকো তো বিলকুল নেহি দেতা। উনি বললেন, হাম কাংগ্রেসকো দেতা, পুরানা পার্টি আচ্ছা পার্টি।

    এই জিনিসটা আমি দক্ষিনের শ্রমজীবি মানুষের মধ্যে আগেও দেখেছি - মমতা ব্যানার্জির প্রতি ভক্তি, বোধহয় কিছুটা জয়ললিথার আভাস পান। মনে মনে বলি মাসতুতো বোন? তা হোক।

    গাড়ি থেকে নেম মনে হল বেশি আলোকপ্রাপ্ত হয়ে গেলে পেটে কৃমি হয়। চাড্ডি ভারতবাসী আমার ভাই না।

    আজ আবার দমদম থেকে... ট্যাক্সি চালক একটা দু'লিটারের জলের বোতল কিনলেন, বললেন কাল যা দাম ছিল আজ তার থেকে পাঁচ টাকা দাম বেড়ে গেছে।
    দু'তিন বছর আগে অনেক সরকারি জলসত্র দ্খেছিলাম, জিজ্ঞেস করে জানলাম সব খারাপ হয়ে গেছে, মেন্টেনেন্স হয় না, ফিল্টারে গাছ গজিয়ে গেছে।
    জল কিনে খাওয়া ছাড়া উপায় নেই।
  • বকলম -এ অরিত্র | ২৫ এপ্রিল ২০২৪ ১৩:৩৫522833
  • "নিয়ম না মানা যে নিয়ম মানার উল্টো পিঠ" – এটা ভালো! blush
  • অরিন | ২৫ এপ্রিল ২০২৪ ১৩:২১522832
  • "সেই ব্যক্তিকেও ভুলতে সাহায্য করে। তাহলেই restore হতে পারে।"
    অবশ্যই অরিত্র, অবশ্যই,  না হলে রিস্টোরের "রি"'র ব্যাপারটা হবে কি করে? 
    মানুষ ভুল করে, তাকে "শাস্তি" দেওয়া হয়, সে বোঝে যে অন্যায় করেছে, যাদের বিরুদ্ধে তার অন্যায়, তাদের সঙ্গে তার একটা বোঝাপড়া হয়। এখানে সে যদি রাষ্ট্র হয়, তাহলে অবশ্যই এমন একটা বোঝাপড়া হওয়া চাই যেখানে রাষ্ট্র আর তার বিরুদ্ধে তার পুরনো অপরাধের জের তুলে যেন তার বিকাশের পথ না গ্রাস করে। না হলে রিস্টোরেশনের প্রসেসটাই যে আর হয় না।
    নিয়ম না মানা যে নিয়ম মানার উল্টো পিঠ, সে সত্য যার হৃদয়ঙ্গম হয় নি, সে বুঝবে না। 
  • বকলম -এ অরিত্র | ২৫ এপ্রিল ২০২৪ ১৩:১২522831
  • কিন্তু এই সমস্ত যেন তার পরিচয়ের সঙ্গে জুড়ে না যায় আধার-এ না থেকে যায়। দোষ করেছ, ন্যায়বিচার হবে, তারপর সমাজ, ব্যবস্থা ও রাষ্ট্র যেন সেটা ভুলে যায় এবং সেই ব্যক্তিকেও ভুলতে সাহায্য করে। তাহলেই restore হতে পারে। ব্যক্তি তথ্য ইতিহাস ধরে রাখলে তার ব্যাপারে সমস্ত ভবিষ্যত সিদ্ধান্তে সেই অতীতের প্রভাব পড়বে। কোনো ব্যক্তি অতীত মুক্ত হতে পারবে না।
  • অরিন | ২৫ এপ্রিল ২০২৪ ১৩:০১522830
  • " তাকে এমন কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া উচিত (আর্থিক জরিমানা যদি না দিতে পারেন তাহলে অবৈতনিকভাবে কোনো কমিউনিটি সার্ভিস যেমন মিড্ ডে মিলের কাজ) যাতে তিনি তার অপরাধের গুরুত্ব বোঝেন, এবং তারপরে অন্য যারা সুযোগের অপেক্ষায় আছেন তাদের সাথে একই সঙ্গে, তাদের আগে নয়, জীবনে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেওয়া উচিত।"
     
    ১০০০০০০০% সহমত! 
  • বকলম -এ অরিত্র | ২৫ এপ্রিল ২০২৪ ১২:৫৮522829
  • এবি, আপনার উল্লেখ করা "restorative justice" টার্মটাকে আমার আরেকটু জেনে নিয়ে কথা বলা উচিত ছিল, তাহলে বোঝার ভুল হতো না। হ্যাঁ আপনি সেদিক থেকে ঠিকই বলেছেন/ছিলেন। আমিও কোনো প্রতিশোধ স্পৃহা থেকে যা লিখেছি তা লিখিনি, হয়তো 'দণ্ড' ইত্যাদি সাবেকী শব্দের ব্যবহারে তেমন মনে হয়েছে। আমার বক্তব্য ছিল অন্যায়ের একটা শাস্তির (সংশোধন মূলক) হওয়া উচিত, বা হয়তো 'ন্যায়বিচার' শব্দটি এখন বেশি উপযুক্ত, সঠিক দৃষ্টিভঙ্গি। আমার মনে হয় আর্থিক জরিমানা (তার অঙ্কটা বিচারালয় ঠিক করবে) সেইরকমই সংশোধনমূলক পদক্ষেপ। কাজের বিনিময়ে পাওয়া মাইনে/পারিশ্রমিক কাড়া যায় না, আমিও তাই বলেছি, কোনোই দ্বিমত নেই। ডিমোশন সাধারণত দায়িত্ব পালনে অকৃতকার্য হলে হয়, কিন্তু যিনি নিজেকে অনুপযুক্ত জেনেও এবং শিক্ষাব্যবস্থার ও বহু ছাত্রের ক্ষতি করে ফেলবেন জেনেও অন্যায় উপায়ে চাকরির নিয়োগ জোগাড় করেছেন তিনি শুধু "দায়িত্ব পালনে অকৃতকার্য" বিভাগে পড়েন না। আমার তার জীবন নষ্ট করার কোনো ইচ্ছে নেই, শুধু অসততাকে অপরাধ হিসেবে লঘু করতে চাইছিনা। তাকে এমন কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া উচিত (আর্থিক জরিমানা যদি না দিতে পারেন তাহলে অবৈতনিকভাবে কোনো কমিউনিটি সার্ভিস যেমন মিড্ ডে মিলের কাজ) যাতে তিনি তার অপরাধের গুরুত্ব বোঝেন, এবং তারপরে অন্য যারা সুযোগের অপেক্ষায় আছেন তাদের সাথে একই সঙ্গে, তাদের আগে নয়, জীবনে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেওয়া উচিত।
  • অরিন | 119.224.61.73 | ২৫ এপ্রিল ২০২৪ ১২:২৭522828
  • আজ, এই প্রথমবার, ANZAC সার্ভিসের দিনে যখন লাস্ট পোস্টের বিউগল বাজছিল, আমি অনুভব করলাম আমার চোখ ঝাপসা হয়ে এসেছে। সন্তর্পণে সেনোটাফের গোড়ায় একটা লাল পপি রেখে এলাম। 
    এই বছর আমি প্রথম আবিষ্কার করলাম যে আমার নিজের মামা, দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটি হ্যাভিলাণ্ড এয়ারক্রাফটে বম্বার পাথফাইণ্ডার হিসেবে কাজ করতে করতে যুদ্ধে মারা যান, খুব সম্ভবত সে আমলের একমাত্র বিলেতে ভারতীয় বাঙালী বৈমানিক। এডিনবরার বটানিকাল গার্ডেনে তাঁর একটা ফলক রাখা আছে।
    তাঁকে নিয়ে পরিবারে কখনো কথা হয়নি। এই বছর এখানকার এক বন্ধুর সঙ্গে আড্ডা দিতে গিয়ে কি কারণে কমনওয়েলথ ওয়ার গ্রেভস এর ডাটাবেস খুঁজতে গিয়ে এই চমকপ্রদ তথ্যটি আবিষ্কার করি। 
    তিনি যখন যুদ্ধে শহীদ হন, আমার মা তখন নেহাৎ শিশু, মা কিছুই প্রায় জানে না। আর তো কেউ বেঁচে নেই।
    সে এক মর্মস্পর্শী  আবিষ্কারের গল্প, এখানে পরে কখনো করব। 
    লাস্ট পোস্টের বিউগল যে সাংঘাতিক, আজকে মর্মে মর্মে অনুভব করলাম।
  • অরিন | 119.224.61.73 | ২৫ এপ্রিল ২০২৪ ১২:১৭522827
  • অরিত্র, আপনি যে কথাটা লিখেছেন তার পরিপ্রেক্ষিতে restorative justice এর ব্যাপারটা উঠছে ।https://en.m.wikipedia.org/wiki/Restorative_justice
    মানুষ অপরাধ করেছে মানেই যে তার আর কোন redemption এর পথ থাকবে না, তা তো হতে পারে না। বিচার এবং শাস্তি ন্যায়বিধানের অঙ্গ, সামাজিক ন্যায় তার সবচেয়ে বড় দিক।  ন্যায়বিচার কিন্তু প্রতিশোধ নয়। যেভাবে জি এন সাইবাবার মতন মানুষ রা শাস্তি পান, সেখানে রাষ্ট্র বা সমাজ প্রতিশোধমূলক আচরণ করেন সেটা তো সভ্য সমাজের অঙ্গ নয়। এরা যে আট বছর খাটল, তার যাবতীয় পারিশ্রমিক কেটে নেবার অধিকার কে কাকে দিয়েছে? 
    যদি 'শাস্তিই দিতে হয়', এমন ব্যবস্থা করা হোক, যারা। দোষী, যারা অপরাধ স্বীকার করবে, তাদের ডিমোশন হোক, তাদের পুনরবাসনের ব্যবস্থা হোক, ট্রেনিং হোক। 
    এটাই regenerative process, একবিংশ শতকের মানবতার প্রতীক।
    প্রতিহিংসা নয়, হোক মানুষের প্রতি বিশ্বাস এবং চেতনার উন্মেষ।
    মূল সমস্যার দিকটা নিয়ে বরং ভাবি। যে সিস্টেমটা একে জিইয়ে রাখবে, চলুন তাকে পাল্টাই। 
     
  • অরিন | 119.224.61.73 | ২৫ এপ্রিল ২০২৪ ১২:০৭522826
  • অরিত্র সউরভিআনি কথাটা ভেবে দেখা যেতে পারে।
  • বকলম -এ অরিত্র | ২৫ এপ্রিল ২০২৪ ১২:০৪522825
  • (lg)btqai+ বাংলা আলাদা আলাদা অনুবাদ যা খুঁজে পেলাম মোটামুটি: 
    সমকামী মহিলা/পুরুষ, উভকামী, রূপান্তরীত লিঙ্গ, বিচিত্রকাম (অভদ্র শোনাচ্ছে, 'ভিন্নকাম' বলা উচিত হয়তো), আন্তঃলিঙ্গ এবং নিষ্কাম
    স উ র বি/ভি ই নি
     
    এবার সাজিয়ে নিন। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত