এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 151.141.85.8 | ১৮ এপ্রিল ২০২৪ ০২:২১522524


  • চতুর্মাত্রিক, ডিসি, অরিন, কেকে, হুতেন্দ্র ও অন্যেরা, একটা ছবি দিলাম। এর থেকে কোনো সাইফাই আইডিয়া আসছে আপনাদের মনে?
  • &/ | 151.141.85.8 | ১৮ এপ্রিল ২০২৪ ০১:৫৯522523
  • সমুদ্রতীরে বাচ্চা সীলের মৃতদেহের কাছে মা সীল দিনের পর দিন পড়ে আছে, নিজে খায় না দায় না, এরকমও পর্যবেক্ষণ করেছেন কেউ, সেই ভিডিও দেখেছিলাম। পরে কী হল কেজানে! হয়তো সীলেদের মধ্য থেকে কোনো তথাগত ইকুইভ্যালেন্ট এসে মা সীলকে পাঠালেন থাকে যদি কোথা অশোক মা সীল, তার কাছ থেকে ক'টি সী উইড নিয়ে এসো।
    হাতির বাচ্চার মৃতদেহের কাছে মা হাতি আর অন্য আত্মীয়রাও শোক করে। ওরা নাকি মৃতদেহ কবরও দেয়, মাটি আর রাশি রাশি পাতা চাপা দেয়।
  • অরিন | 119.224.61.73 | ১৮ এপ্রিল ২০২৪ ০১:০৮522522
  • @kk, পশুপাখীর শোক কখনো সখনো হৃদয়বিদারক। 
     
    আমাদের বাড়ির rafter এ বছরের এই সময়টায় পাখীর অত্যাচারে প্রাণ ওষ্ঠাগত। বছর তিনেক আগে এক সকালে ঘুম থেকে উঠে দেখি দুটি পাখী আমাদের ছাতের স্নো গাটারের ধারে চুপ করে বসে রয়েছে, কিছুতেই তাদের তাড়ানো যায় না, আর ঘাড় নীচু করে কি দেখছে, অনেকটা শোকার্ত মানুষের ঔদাসীন্যের মতন। আমরা ঘর থেকে বেরিয়ে দেখলাম রাতের হালকা তুষারপাতের মাঝখানে একটি ছোট্ট মৃত পাখীর ছানা পড়ে আছে। আর তার দিকে ওপর থেকে চুপটি করে চেয়ে রয়েছে দুটি পাখী। 
  • অরিন | 119.224.61.73 | ১৮ এপ্রিল ২০২৪ ০১:০১522521
  • @দ, "আমি কোথাও একটা পড়েছিলাম যে কোন কোন অঞ্চলে হিমবাহ কিছুটা বাড়ছেও।"
     
    ঠিকই তো।
    এটা দেখলে দেখা যাবে যে যদিও সারা পৃথিবী জুড়ে উষ্ণায়ণের জন্য গ্লেসিয়ার পশ্চাদপসরণ করছে, তাদের মাস ব্যালানস নেগেটিভ, কয়েকটি, যেমন বেশীর ভাগ নরডিক গ্লেসিয়ার আবার বাড়ছেও নর্থ অ্যাটলান্টিক oscillation এর জন্য। এমনকি এদের মধ্যে একটি ভারতীয় উপমহাদেশেও রয়েছে।
    "  আরো একটা জিনিষ পড়েছিলাম যে টেকনিকালি আমরা মানে পৃথিবী হিমযুগের শেষপ্রান্তে আছি ফলে তাপমাত্রা বাড়া খানিকটা অবধারিতই। সেক্ষেত্রে মানুষের অতি লোভ কমালে এবং প্রিকশনারি মেজার নিলেই কি বিপর্যয় ঠ্যাকানো যাবে? সহায়ক প্রশ্ন প্রিকশানারি মেজার কী কী? "
     
    একেবারেই তাই।
    আমরা যেহেতু যাকে বলে anthropocene যুগ ডেকে এনেছি, তাই আর আলাদা করে গ্রীণহাউস gas না বাড়লে বহুযুগ পরে হয়ত তাপমান কিছুটা settle করবে, হিমবাহগুলো আবার বাড়তে থাবে ইত্যাদি, তবে সেসবের কোন নিশ্চয়তা নেই। বিশেষ করে হিমালয় অঞ্চলে মোরেন লেক যেখানে তৈরী হচ্ছে, সেখানে নতুন করে বাঁধ বা বড় কনস্ট্রাঅশন না করাই বেশীর ভাগ জিওওলজিস্ট বলেন বলে পড়েছি। যাতে বিপর্যয় ঠেকানো যায়।
     
    "এই প্রসঙ্গেই লিখে রাখি সোনম ওয়াংচুক কৃত্রিম হিমবাহ তৈরী করেছেন। কিন্তু ওইভাবে কৃত্রিম হিমবাহ হঠাৎ করে তৈরী করে দিলে সেটা সামগ্রিক পরিবেশে অন্য কোন বিপর্যয় ঘটাবে না তো? "
     
    সোনম ওয়াংচুক যেটা করেছেন সেটা বরফের স্তুপ, আমরা সাধারণত হিমবাহ বলতে যা বুঝি (হিমায়িত অতি ধীরে প্রবহমান নদী, এ তা নয়)। 
    শীতকালে এরা এক ধরণের engineering করে বরফ জমান, বাকী সারা বছর তার জল ব্যবহার করেন। এমনিতে পড়ে মনে হল এর থেকে খুব বিপদজনক হয়ত কিছু নাও হতে পারে, তবে প্রকৃতির আর মানুষের পারস্পরিক ব্যাপার, কে জানে কি হতে পারে। 
     
  • গান  | 165.225.8.117 | ১৭ এপ্রিল ২০২৪ ২২:৪৮522518
  • বহু বহু দিন হয়ে গেল পছন্দের কাওয়ালি গান শোনা হয় না! এখানে অনেক দিন আগে একটা দেওয়া হয়েছিল, সেটা বোধয় উটুব মুছে দিয়েছে।
  • kk | 172.58.190.241 | ১৭ এপ্রিল ২০২৪ ২২:৪৩522517
  • ডিসির গল্পটা পড়ে আমার খুব মনাখারাপ হয়ে গেলো। শোক অবশ্যই সবারই হয়। কুকুরদের মধ্যে আমি সব রকম ইমোশনেরই খুব স্পষ্ট প্রকাশ দেখেছি। মানুষের থেকে কোনো অংশে কম নয়। পাখিদের মধ্যেও দেখেছি।

    অ্যান্ডর, হ্যাঁ পড়লাম আম-রার ঝোলের গল্পটা :-)
  • dc | 2402:e280:2141:1e8:504b:55b7:29a:599a | ১৭ এপ্রিল ২০২৪ ২২:৩৬522516
  • আজ বিকেলে হাঁটতে গিয়ে দেখি এক জায়গায় একটা কুকুর রাস্তার ধারে কুঁই কুঁই করে কাঁদছে। আরেকটু তাকিয়ে দেখি মা কুকুর, সামনে একটা মরা ছানা পড়ে আছে, আর মা কুকুরটা কাঁদছে। আমি পাশে গিয়ে দাঁড়াতে একবার আমার দিকে তাকালো। তখন আস্তে করে ওর মাথায় হাত বুলিয়ে দিলাম। খানিক পর ছানাটা মুখে করে নিয়ে পাশের দোকানের পেছন দিকে চলে গেল। শোক সবারই হয়। 
  • &/ | 107.77.234.182 | ১৭ এপ্রিল ২০২৪ ২২:৩০522515
  • ডেলিশিয়াস রাউন্ড রাউন্ড আম- রার ঝোল ---লেখাটা পড়লে ? :)
  • &/ | 107.77.234.182 | ১৭ এপ্রিল ২০২৪ ২২:১১522514
  • কেকে আর হুতেন্দ্র, অনেক ধন্যবাদ। কেকের  "ছায়ার পাখি' আমার অনেক উপকার  করেছে, কঠিন সময়ে সঙ্গ দিয়েছে সাহস দিয়েছে। হুতেন্দ্রর  কবিতার বইটার নাম কী ছিল? 
  • kk | 172.58.190.241 | ১৭ এপ্রিল ২০২৪ ২০:২০522513
  • বইয়ের জন্য অ্যান্ডরকে আমার তরফ থেকেও অভিনন্দন।
  • r2h | 134.238.15.50 | ১৭ এপ্রিল ২০২৪ ১৯:২৪522512
    • &/ | ১৭ এপ্রিল ২০২৪ ০১:৪০
    • রঞ্জন...বইটার নাম কিন্তু ঠিকঠাক দেন নি।
     
    রঞ্জনদার কথা আর বলে লাভ নেই। সেবার অস্তগামী মধ্যবয়সে আমার প্রথম ও একমাত্র এক ফর্মার কাব্যগ্রন্থ বেরুলো, রঞ্জনদা গুরুর তর্কে সেই বইয়ের নাম চটকে মাখিয়ে চব্বিশ করে দিলেন।

    সে যাই হোক, রঞ্জনদার হারিয়ে যাওয়া কোলকাতার জলছবি বইটা কেউ হাতে নিয়ে দেখলেন/ পড়লেন? আমাদের অনেকের খুব প্রিয় লেখা ও বই (আমি যদিও এখনও বইটার কাগুজে রূপ চোখে দেখিনি, শিগ্গিরি দেখতে পাবো আশা করছি)। কেউ পড়ে থাকলে একটা পাঠ প্রতিক্রিয়া লিখুন না।
     
    মোবিয়াস স্ট্রিপের জন্য অ্যান্ডরকে অভিনন্দন। ফেবুতেও আপডেট দেখেছিলাম। কল্পবিশ্ব চমৎকার কাজ করছে ধারাবাহিক ভাবে, যা দেখতে পাই। কল্পবিজ্ঞান ঠিক আমার বিশাল পছন্দের জঁর না, কিন্তু চেনা লোকের বই, অবশ্যই চেষ্টা করবো জোগাড় করে পড়ার!
  • রামকৃষ্ণ ঝা | 2406:b400:b4:9c86:29fb:75e1:40e6:7eec | ১৭ এপ্রিল ২০২৪ ১৪:৪০522511
  • রামনবমীর দিন সানাই শুনুন। 
     
     
  • :|: | 174.251.160.92 | ১৭ এপ্রিল ২০২৪ ১০:১৮522510
  • ২টো ২১: না: সিরিজ দেখিনি। বইয়ের খবরের জন্য ধন্যবাদ এবং অভিনন্দন। আর পথের পাঁচালী বই বনাম চলচ্চিত্র বিষয়ে একমত। 
  • | ১৭ এপ্রিল ২০২৪ ১০:১৮522509
  • * বিষয়ে
    দেখেছেন
    একসাথে
    হতে পারে।
  • :|: | 174.251.160.92 | ১৭ এপ্রিল ২০২৪ ১০:১৬522508
  • ৯টা ৪৪: "বেশী সম্মানজনক মনে করেন।" এই দাবীর কোনও ভিত্তি আছে? মনে করাটা ​​​​​​​কি ​​​​​​​জাস্ট ​​​​​​​আপনার ​​​​​​​মনে ​​​​​​​হওয়া? ​​​​​​​
    ঠিক হোক ভুল হোক পবতে বাংলায়, দিল্লীতে বা পবর বাইরে হিন্দি / ইংরিজি বলাই তো উচিৎ। উনি এর অন্যথা করেন বলে তো মনে পড়ছে না। 
  • | ১৭ এপ্রিল ২০২৪ ১০:১৫522507
  • এইটা নিয়ে অরিন বা অন্য কেউ যাঁর এই বিষতে ডোমেন নলেজ আছে,  একটু বিস্তারিত বলবেন।  এঁরা যা দেকগেছেন নথিবদ্ধ করেছেন সে ঠিক আছে। কিন্তু আমি কোথাও একটা পড়েছিলাম যে কোন কোন অঞ্চলে হিমবাহ কিছুটা বাড়ছেও।  আরো একটা জিনিষ পড়েছিলাম যে টেকনিকালি আমরা মানে পৃথিবী হিমযুগের শেষপ্রান্তে আছি ফলে তাপমাত্রা বাড়া খানিকটা অবধারিতই। সেক্ষেত্রে মানুষের অতি লোভ কমালে এবং প্রিকশনারি মেজার নিলেই কি বিপর্যয় ঠ্যাকানো যাবে? সহায়ক প্রশ্ন প্রিকশানারি মেজার কী কী? 
     
    এই প্রসঙ্গেই লিখে রাখি সোনম ওয়াংচুক কৃত্রিম হিমবাহ তৈরী করেছেন। কিন্তু ওইভাবে কৃত্রিম হিমবাহ হঠাৎ করে তৈরী করে দিলে সেটা সামগ্রিক পরিবেশে অন্য কোন বিপর্যয় ঘটাবে না তো? 
    সোনমের অনশন তো শেষ, কোন ইতিবাচক ফল ছাড়াই। আমার মতে  এ ভদ্রলোক পার্সোনাল অ্যাসপিরেশান আর সোশ্যাল কজ একজন সাথে মেশাতে গিয়ে ঘেঁটে ফেলেছেন। ৩৭০ রদের সময় হেব্বি নাচানাচি করেছিলেন ইনি। অথচ ৩৭০ রদের সময় সরকারের তরফে স্পষ্টই বলা হয়েছিল 'উন্নয়ন' হবে, লাদাখ কাশ্মীরের বাইরের লোক গিয়ে সেখানে ইনভেস্ট করতে পারবে। তা উনি এত বুদ্ধিমান মানুষ এই বাইরের লোকের ইনভেস্টমেন্ট অপশানের ফলাফল কী হতে পাতে বোঝেন নি!?  না বুঝে থাকলে তো ওঁকে বোকা বললেও অর্ধেক বলা হয় আর ন্যাকা বললেও অর্ধেক বলা হয়। 
     
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:713a:bceb:145e:cda1 | ১৭ এপ্রিল ২০২৪ ০৯:৪৪522506
  • নিজের ভাষার প্রতি বাঙালীর টান বহুদিনই নেই। প্রাথমিকে ইংরেজি তুলে দেওয়া নিয়ে বাঙালী মধ্যবিত্ত কি পরিমান নেচেছিল সে ভোলার নয়। আর সেই উদ্দন্ড নৃত্য দেখে বাংলার তখনকার শাসকেরা কি পরিমান ভয় পেয়েছিল সেটাও ইতিহাসে লেখা আছে। এখনো বাংলার মুখ্যমন্ত্রী বাংলা বলার বদলে ভুল ইংরেজি বা হিন্দী বলাকে বেশী সম্মানজনক মনে করেন।
     
    এয়ারপোর্টে হিন্দী শুনতে হবে তাতে আশ্চর্য কি?
  • র২হ | 2405:201:8005:9947:1d99:2abe:8d19:80c5 | ১৭ এপ্রিল ২০২৪ ০৯:০৭522505
  • প্লেনে অনেক বাঙালী যাত্রী ছিলেন। দুজন বিমানসেবিকা দেখলাম পরিস্কার বাংলা বলেন, বেশ কিছু বয়স্ক যাত্রী যারা অন্য ভাষায় স্বচ্ছন্দ নন তাঁদের সঙ্গে বাংলায় কথা বলে মেনু বেছে নেওয়া থেকে টিভি চালানো - সবেতে সাহায্য করছেন। খুব ভালো লাগলো - আন্তর্জাতিক উড়ানে যাত্রীদের নিজের ভাষায় পরিষেবা পেতে দেখে।

    কলকাতায় নেমে ইমিগ্রেশন ডেস্ক। দুজন কর্মচারী - হিন্দি ছাড়া একটি অক্ষরও বলেন না। বাংলা ইংরেজি - যে ভাষাতেই কথা বলা হোক - সরকারি লোক দুজনের তরফ থেকে কেবল হিন্দি। 

    চন্দ্রবিন্দুর গান মনে পড়লো, পাখি ফাখি থাকে নাকি / তুমি শালা আনলাকি/ নিজভূমে অন্তরীন।
  • &/ | 151.141.85.8 | ১৭ এপ্রিল ২০২৪ ০৮:০০522503
  • ডিসি, ভালো কিছু সিনেমা টিনেমা দেখলেন সম্প্রতি ? বা কোনো ভালো বই পড়লেন?
  • dc | 2402:e280:2141:1e8:f1eb:1768:aa89:dc8f | ১৭ এপ্রিল ২০২৪ ০৭:২১522502
  • অমিতাভদা :-)
     
    গান শুনুন একটা 
     
  • অমিতাভ চক্রবর্ত্তী | ১৭ এপ্রিল ২০২৪ ০৪:০৮522501
  • dc | 2402:e280:2141:1e8:c0fd:9cb4:2e24:765a | ১৬ এপ্রিল ২০২৪ ১৫:৫৭
    এর মানে হচ্ছে, তোমার ছক্কা-চৌকাগুলোর কোন জবাব নেই! laugh
  • &/ | 151.141.85.8 | ১৭ এপ্রিল ২০২৪ ০৩:২৪522500
  • এমনকি 'পথের পাঁচালি'ও, যখন পড়ি তখন অন্যরকম অনুভূতি হয়। অমন বিশ্ববরেণ্য সিনেমা হয়েছে, খুবই ভালো সিনেমা, কিন্তু বই পড়ে যে অপুকে পাই, কল্পনায় মহাভারতের যুগে ভেসে যাওয়া বালক, দূর যাকে ডাকে , 'নীল রঙের আকাশটা অনেক দূর'- সেই অপুকে সিনেমায় পাই না। দুর্গাকেও না, অপুর যাকে দেখে মনে হত দিদির যেন কেউ কোথাও নেই, কোথা থেকে সে এসেছে একা একা পথ হারিয়ে। সেই দুর্গাকে সিনেমায় পাই না। অবশ্য সিনেমাতে এসব দেখানোও যায় না সেভাবে।
  • অরিন | 119.224.61.73 | ১৭ এপ্রিল ২০২৪ ০৩:০৫522499
  • @&/, বইগুলো  পড়েছি, সিরিজ দেখিনি।
  • &/ | 151.141.85.8 | ১৭ এপ্রিল ২০২৪ ০২:২১522498
  • চতুর্মাত্রিক, আপনি দেখছেন থ্রী বডি প্রব্লেম সিরিজ?
    ( সিনেমায় সিরিজে টিভিতে সব কীরকম যেন কর্পো কর্পো হয়ে যায়, বইতে কিন্তু অন্যরকম, অনেকটাই অন্যরকম। অনেক ভাবনার অবকাশ থাকে, কল্পনার পক্ষবিস্তারের উপায় থাকে। )
  • &/ | 151.141.85.8 | ১৭ এপ্রিল ২০২৪ ০১:৪০522497
  • রঞ্জন, আপনি সত্যি সত্যি বইটা কিনলেন নাকি? বইটার নাম কিন্তু ঠিকঠাক দেন নি। ঃ-) ছবি দিলাম ।
  • &/ | 151.141.85.8 | ১৭ এপ্রিল ২০২৪ ০১:৩৬522496
  • অরিন, বাহ, চমৎকার সিনেমার নাম বললেন। দেখতে হবে। ট্রেইলার দেখে নিই আগে। ঃ-)
    'থ্রী বডি প্রব্লেম' নামের সিরিজটা দেখেছেন নাকি?
  • অরিন | 119.224.61.73 | ১৭ এপ্রিল ২০২৪ ০১:২৬522495
  • &/ আর :|: এর কথোপথন পড়তে গিয়ে everything everywhere all at once বলে একটা সিনেমার কথা মনে পড়ল। ২০২২ এর ছবি। 
    মিশেল ইয়োর অনবদ্য অভিনয় :-)
    কে কে দেখেছেন?
    মোবিয়াস স্ট্রীপ থেকে প্যারালেল ইউনিভারস থেকে কোয়ান্টাম মেকানিকস সব নিয়ে চমৎকার সিনেমা। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত