এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রমিত চট্টোপাধ্যায় | ১৫ জানুয়ারি ২০২৪ ১৯:১৪520144
  • @ইন্দ্রাণী, ওটা কবে হবে জানাবেন। তাহলে ঐ দিনে যাওয়ার অবশ্যই চেষ্টা করব।
  • তা ​​​​​​​বেশ  | 165.225.8.85 | ১৫ জানুয়ারি ২০২৪ ১৮:১৩520143
  • লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের উইকিপিডিয়া পেজ বলছেঃ Nationality - Indian
    শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উইকি পেজ বলছেঃ 
    Nationality        British Indian (1935–1947)
                              Indian (1947–present)
  • dc | 2401:4900:7b79:b794:90c6:6acf:b4a7:ed48 | ১৫ জানুয়ারি ২০২৪ ১২:১১520142
  • বকলম এ অরিত্র নানা, আমি কিনেসিয়ান ক্যাপিটালিস্ট, আমি মনে করি সরকারের ইনফ্রার পেছনে খরচ করা উচিত আর শিক্ষা আর স্বাস্থ সেক্টরে খরচ করা উচিত। আর আমি শুধু নিজের কথা ভাবি, আর কারুর না laugh
  • বকলম -এ অরিত্র | ১৫ জানুয়ারি ২০২৪ ১২:০৩520141
  • বইমেলা, হ্যাঁ বেনফিশ দেখলেই খেতে ইচ্ছে হতো কিন্তু ভীড়। আর মাদার ডেয়ারির মিষ্টি দই খেয়েছিলাম সেই ময়দানের বইমেলায়। যে যাই বলুক আমার বইমেলায় গিয়ে খেতে খুব ভালো লেগেছিল। আমার ময়দানের বইমেলা ভালো লাগতো, সায়েন্স সিটি বা সেন্ট্রাল পার্ক অত ভালো লাগে না। 
  • dc | 2401:4900:7b79:b794:90c6:6acf:b4a7:ed48 | ১৫ জানুয়ারি ২০২৪ ১২:০২520140
  • কাককাহিনী 
     
    পাখি নিয়ে দেখলাম অনেকে পোস্ট করেছেন, তাই কাকের গল্প শুনুন। আমার কম্পিউটার রুমের জানলা আর রান্নাঘরের জানলা পাশাপাশি, মানে মাঝে একটা দেওয়াল, তার এপাশে কাজের রুম আর ওপাশে রান্নাঘর। আর এই দুটো জানলার পাশ দিয়ে কিছু পুরনো কেবল আর টেলিফোনের তার ঝুলে আছে। তারগুলো এখন আর কাজে দেয়না, কিন্তু ফোন কোম্পানি আর খোলে নি, সেগুলো দিয়ে মাঝে মাঝে কাঠবেড়ালিরা ছোটাছুটি করে। তো দুতিন মাস আগে একটা কাক মাঝে মাঝে তারের ওপর উড়ে এসে বসতো আর জানলা দিয়ে আমার ঘরে উঁকিঝুঁকি মেরে দেখত। জানলার কার্নিশেও এসে বসতো, আমি যদি জিগ্যেস করতাম কি চাই, তো ঘাড় ঘুরিয়ে আমার কম্পুর স্ক্রিনের দিতে তাকাতো আর উড়ে যেতো। 
     
    কোন এক রোববার সকালে আমার মেয়ে কাকটাকে দেখতে পেয়ে রান্নাঘরের জানলার কার্নিশে খেতে দেয়। ব্যাস, তারপর থেকেই ব্যাটা রেগুলার রান্নাঘরের সামনে উড়ে এসে বসতে আর যাবতীয় খাবার খেতে শুরু করেছে। পাউরুটি থেকে বিস্কুট, সসেজ, মাংস কোন কিছু বাদ দেয় না, তবে অমলেট ওর খুব প্রিয় খাবার। কিছুদিন হলো আবার একটা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড জুটিয়েছে, এখন দুজনেই এসে খায় আর পাশের জানলায় এসে আমাকে দেখে। আর কাঠবেড়ালিগুলোর সাথে ঝগড়া করে। 
  • পলিটিশিয়ান | 117.211.65.202 | ১৫ জানুয়ারি ২০২৪ ১২:০১520139
  • বইমেলায় তো লোকে খেতেই যায়। সেটা আবার আলাদা করে বলার কি আছে? প্রায়োরিটি লিস্ট হল
     
    1. খাওয়া
    2. আড্ডা মারা
    3. আবার খাওয়া
    4. বিখ্যাত লেখকদের পেছনে ধাওয়া করা
    5. আবার খাওয়া
    6. সই সংগ্রহের জন্য বই কেনা
    7. আবার খাওয়া
    8. বিখ্যাত লেখকদের সই সংগ্রহ
    9. আবার খাওয়া
    10. উপরোধে ঢেঁকি গেলা, অর্থাৎ ফেবু লেখকদের বই কেনা
    11. আবার খাওয়া
  • বকলম -এ অরিত্র | ১৫ জানুয়ারি ২০২৪ ১১:৫৮520138
  • ডিসি, 
    ব্যবহার থেকে টাকা তুললে সামাজিক ন্যায় ঠিক রাখা মুশকিল এইজন্য বললাম কারণ এর ফলে কোনো প্রকল্প অনুমোদন পাওয়ার একটা বাইপাস রাস্তা তৈরি হয় সরকারি / করের টাকার চেকস অ্যান্ড ব্যালান্স এড়িয়ে। হয়তো খুব বড়লোকদের জন্য তুলনায় অদরকারি একটা প্রকল্প হল, তার টাকা ব্যবহার থেকে তুলে নেওয়া হল, কিন্তু হয়তো করতে হত অন্য একটি প্রকল্প যেটা আপামর জনসাধারণের জন্য আশু প্রয়োজনীয়। টাকা ছাড়াও অন্যান্য যে শ্রম মেধা ও উদ্যোগ ব্যয় হয়েছে সেগুলো প্রায়োরিটি ফলো করেনি (এই প্রায়োরিটির ব্যাপারটা কে যেন আগেই উল্লেখ করেছেন)। তাছাড়া যেখানে খুব সাধারণ প্রাথমিক প্রয়োজন হয়তো মিটছে না সেখানে অদরকারি একটা জিনিস মুষ্টিমেয়দের জন্যে তৈরি হলে সেটা সামাজিক ন্যায় লঙ্ঘন করে। আমি অদরকারি কথাটা এইজন্যে উল্লেখ করেছি, কারণ দরকারি হলে করের টাকা থেকেই ফান্ডিং পাওয়া অসুবিধে হওয়ার কথা নয়।
     
    আপনাকে ক্যাপিটালিস্ট (ক্যাপিটালিজম এর সমর্থক অর্থে) মনে হল না। ক্যাপিটালিসম কমিউনিসম এই শব্দগুলোর নির্দিষ্ট মানেও হয় না বোধহয়। যেমন কেউ বলবেন ক্যাপিটালিসম মানেই বাজার সম্পূর্ণ বাজার নির্ভর ব্যবস্থা, এবার তাহলে পরিকাঠামোই বা সরকার করবে কেন, বাজার করে নিক, সরকারের তো শুধু আইন শৃঙ্খলা দেখার কাজ। আবার একজন মার্ক্সিস্ট বলবেন ক্যাপিটালিজম মানে সারপ্লাসের অন্যায় বণ্টন, সোজা কথায় কেউ বেশি খেটে কম পাচ্ছেন কেউ কম খেটে বেশি, এবার যে কম পাচ্ছে তার আর এই ব্যবস্থা ভালো লাগবে কেন, আর যে বেশি পাচ্ছে তার ভালো লাগবে তো বটেই কিন্তু সেটা স্বীকার করবে কেন। প্রায়ই ক্যাপিটালিস্ট আর কমিউনিস্ট এর মানে হয়ে দাড়ায় বেসিক্যালি আমেরিকা সমর্থক না রাশিয়া সমর্থক, এখানে আপনি আমেরিকা সমর্থক হতেই পারেন আমি সেটা জানি না। আরও আছে। তবে আমার পর্যবেক্ষণ যারা কমিউনিস্ট বা সোশ্যালিস্ট তারা যখন কথা বলেন সকলের দিক থেকে ভেবে বলেন, আর ক্যাপিটালিসম এর সমর্থকরা মোটামুটি নিজের দিক থেকে ভেবে বলেন। আপনাকে তো প্রথম দিকেরই মনে হল।
  • dc | 2401:4900:7b79:b794:90c6:6acf:b4a7:ed48 | ১৫ জানুয়ারি ২০২৪ ১১:৪৫520137
  • আমিও বইমেলায় খাবার লোভেই বেশী করে যেতাম, বিশেষ করে বেনফিশের স্টলে ফিশ ব্যাটার ফ্রাই, আর কি যেন একটা মিষ্টির দোকানের স্টলে যেখানে পেল্লায় সাইজের ল্যাংচা পাওয়া যেত। বন্ধুদের সাথে খালি প্ল্যান করতাম কি কি খেতে হবে আর কোন স্টলে সেসব পাওয়া যাবে :-( তবে সেসব অনেক বছর আগের কথা। 
  • র২হ | 96.230.215.15 | ১৫ জানুয়ারি ২০২৪ ১১:৩১520135
  • * গাইছিলেন
     
    আপদ কীবোর্ড আজব আজব অটোকারেক্ট করে।
  • র২হ | 96.230.215.15 | ১৫ জানুয়ারি ২০২৪ ১১:৩০520134
  • বইমেলা নিয়ে অনেকেই বলেন আজকাল নাকি সংস্কৃতির খুব খারাপ অবস্থা, সবাই পিকনিক করতে আর ভাজাভুজি খেতে যায়।
     
    এই শুনে আমার খুব গ্লানি হয়। কী মুশকিল আমার যে পঁচিশ বছর আগেও ওইটা একটা বড় আকর্ষন ছিল। 
    একটা তেলেভাজা কোম্পানীর কুপন দিয়ে গীতবিতান না কী যেন লটারিতে পাওয়া যাচ্ছিল একবার। ওখান থেকে মুড়ি তেলেভাজাও খেয়েছিলাম, আর কী লজ্জার কথা, লটারিতে গীতবিতান জেতার ইচ্ছে পর্যন্ত ছিল না, শুধু অহৈতুকী তেলেভাজা। 
     
    তবে তখন হঠাৎ হঠাৎ ভালো গান শুনতাম। একবার মনে আছে কাজি কামাল নাসের আর পিলু ভট্টাচার্য গাড়ছিলেন। তখন নিতান্ত ছোকরা।
     
    আর এই তিন বছর আগে ন'নম্বর গেটের বাইরে ডাল বাটার ব্যাটার দিয়ে আলুভাজার দোকান আবিষ্কার করে যা মজা পেয়েছি তার তুলনায় মেলার ভিড়ে কান্নিক কাটার তুলনা করা কঠিন। তবে এখন তো স্বীকৃত ডেকাডেন্স তাই ও ঠিক আছে।
     
    আর হলো আড্ডা। বই তো দোকানে গেলে পাওয়া যাবে কিন্তু আড্ডার সুযোগ হল পদ্মপত্রে জল।
     
    হ্যাঁ রমিতবাবু কলকাতায় থাকলে অবশ্যই চলে যান! আমি যদিও নেই তবে তাতে কিছু না। অধরা জামবাগানের মত ব্যাপার।
  • ইন্দ্রাণী | ১৫ জানুয়ারি ২০২৪ ১১:১১520133
  • কুমুদি পুরস্কারের দিন রমিতবাবু যেন অবশ্যই আসেন। ব‍্যক্তিগত অনুরোধ র‌ইল ।
  • র২হ | 96.230.215.15 | ১৫ জানুয়ারি ২০২৪ ০৯:৪১520132
  • ওদিকে গিল্ড নাকি ঘোষনা করেছে বইমেলায় ১০% এর বেশি ছাড় দিলে প্রকাশককে বাটাম দেওয়া হবে।
    সেই নিয়ে খুব হইচই হচ্ছে।
  • dc | 2401:4900:7b79:b794:90c6:6acf:b4a7:ed48 | ১৫ জানুয়ারি ২০২৪ ০৯:২২520131
  • ইনফ্লেশান :-(
  • রমিত চট্টোপাধ্যায় | ১৫ জানুয়ারি ২০২৪ ০৯:১৮520130
  • @ রঞ্জন রায়, 
    বইমেলায় যাওয়ার তো ইচ্ছে আছেই। দেখা যাক কবে যাওয়া হয়।
  • Arindam Basu | ১৫ জানুয়ারি ২০২৪ ০৮:৫৩520129
  • "আমিও তো তাই জানতাম! গুগল করে দেখলাম ভারতের বেশীরভাগ হাইওয়ে, এক্সপ্রেসওয়ে, ব্রিজ, টানেল ইত্যাদিগুলোয় টোল নিচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, যারা এগুলো বানাচ্ছে। NHAI এই টোলের টাকায় রাস্তাগুলো বানানোর খরচ, রক্ষণাবেক্ষনের খরচ তুলছে।"
    টোল এনএইচএআই এর আওতায়ই পড়ে।
    এদের একটি Macroeconomic Assumptions Document আছে, তাতে ২০০৭-২০০৮ সালে বিভিন্ন ক্যাটেগরির গাড়ির টোল রেট লেখা আছে, আজকালকার দিনের সঙ্গে মিলিয়ে দেখলে অবাক হতে হয়, :-)
     
     
  • dc | 2401:4900:7b79:b794:2910:c624:15c7:b80b | ১৫ জানুয়ারি ২০২৪ ০৮:৩১520128
  • "হাইওয়ে ব্রিজ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ খরচ করের টাকা থেকে না করে আলাদা টোল নিলে ডিসি কেন বলছেন দূষণ, দুর্ঘটনা বা ট্রাফিক কমে আমি বুঝিনি"
     
    শুধু টোল নিয়েই যে রক্ষণাবেক্ষণ করতে হবে আর তার ফলে দুর্ঘটনা বা ট্রাফিক কমবে, তা বলিনি। আমি টোল নেওয়ার পক্ষে বলেছি, কিছু বিশেষ ব্রিজ বা অ্যাক্সেস কনট্রোলড এক্সপ্রেসওয়ের ক্ষেত্রে, যেগুলোর অপরচুনিটি কস্ট খুব বেশী। অন্যরা টোল নেওয়ার বিপক্ষে বলেছেন, যেমন অরিন্দমবাবু আর র২্হ। আর টোল নিলে ট্রাফিক কমবে, সেকথা একেবারেই বলিনি কিন্তু! টোল নিলে কখনো ট্রাফিক কমে না, বরং টোলের টাকায় রাস্তাটা ভালোভাবে মেন্টেন করলে ট্রাফিকের গতি বাড়ে।   
     
    "ব্যবহার থেকে টাকা তোলা হলে বৈষম্য, সামাজিক ন্যায় ঠিক রাখা মুশকিল বলে আমার মনে হয়"
     
    আমার উল্টোটা মনে হয়, কারন যিনি দিতে পারছেন তার থেকে টোল নেওয়া হয়, বাকিরা টোল না দিয়ে বাসে যাতায়াত করতে পারেন। 
     
    "টোল নেওয়ার মূল কারণ কিন্তু আমার মনে হয়, আমি জানতাম, যখন কোনো সরকারের প্রকল্প বেসরকারি টাকায় (আংশিক বা সম্পূর্ন) করা হয় তখন বেসরকারি কোম্পানি কিছুদিন টোল নিয়ে তার নির্মাণ ও রক্ষণাবেক্ষণ বাবদ টাকা কিছু লাভ সমেত তুলে নেয় চুক্তি অনুযায়ী। এরপর প্রকল্প পুরোপুরি সরকারি মালিকানায় আসে, এবং টোল উঠে যায়।"
     
    আমিও তো তাই জানতাম! গুগল করে দেখলাম ভারতের বেশীরভাগ হাইওয়ে, এক্সপ্রেসওয়ে, ব্রিজ, টানেল ইত্যাদিগুলোয় টোল নিচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, যারা এগুলো বানাচ্ছে। NHAI এই টোলের টাকায় রাস্তাগুলো বানানোর খরচ, রক্ষণাবেক্ষনের খরচ তুলছে। 
     
    বিটিডাব্লু, টোল নিয়ে এতো সবের কিছুই আমি জানতাম না, লাস্ট দুয়েক দিনে এই আলোচনা করতে গিয়ে গুগল করে জানলাম। এসবই আমার কয়েকদিনের বানানো পার্সোনাল ওপিনিয়ন ধরতে পারেন :-) তবে হ্যাঁ, আমার ওভারল ইকোনমিক আউটলুক হলো ক্যাপিটালিস্ট, কাজেই সেই প্রেক্ষিতে এসব বলেছি। 
  • Ranjan Roy | ১৫ জানুয়ারি ২০২৪ ০৩:১৩520127
  • রমিত কি বইমেলায় আসছেন?
  • π | ১৫ জানুয়ারি ২০২৪ ০০:৪০520126
  • কুমুদির জন্যেও রমিত ফাটিয়ে এঁকেছেন! এই বইও বেরচ্ছে এবার। সব অলংকরণ সহ।
     
     
     
     
  • Arindam Basu | ১৫ জানুয়ারি ২০২৪ ০০:৩৭520125
  • "পাখিদের মতিগতি আজব। সাধে কী আর ডাইনোসরের মাসতুতো।"
     
    চূড়ান্ত রকমের আজব!
     
    আমাদের বাড়ির চারপাশে প্রচুর বড় গাম আর পাইন গাছ রয়েছে, বলতে গেলে  আমার বাড়ির বাগানের সীমানার পুরোটাই পাইন গাছের জঙ্গল, সেখানে যে পাখির দল জটলা করে না, তা নয়, কিন্তু শীতের শেষে ঠিক দেখে দেখে রাজ্যের স্টারলিং পাখী কিভাবে যেন বাড়ির ছাতের চার পাশের gutter আর ফলস সিলিং এর মধ্যে ঢুকবেই। এর মধ্যে কয়েকটা কেমন করে যেন দেখে দেখে চিমনির মধ্যে দিয়ে গলে ফায়ারপ্লেসে মধ্যে ঢুকে পড়ে, তাদের বার করে নিয়ে এসে  বাড়ির বাইরে উড়িয়ে দেওয়া আরেক সমস্যা। একেকটা পাখী বাড়ির মাথায় এমন গ্যাঁট পাকিয়ে বসে থাকে তাড়াত পারবেন না, তখন বোঝা যায় পরিবার নিয়ে rafter এ বাসা বানিয়েছে। তারপর গরম পড়ার ঠিক আগে সবকটা উড়ে চলে যায়। 
  • আঁকা  | 173.62.207.237 | ১৫ জানুয়ারি ২০২৪ ০০:২০520124
  • সত্যি বলতে কি, যদিও বুঝতে পারছিলাম গল্পটা মনে হচ্ছে ছোটবেলা ফিরিয়ে আনতে সক্ষম, তবু এত এত গুরুবই এখনও পেন্ডিং আছে, এ বইটা কেনার কথা ভাবিনি। কিন্তু, খানিকটা দেবাশীষ দেব ষ্টাইলে রমিতবাবুর আঁকা দেখে সিদ্ধান্ত পাল্টাতে হচ্ছে। 
  • বকলম -এ অরিত্র | ১৫ জানুয়ারি ২০২৪ ০০:১৯520123
  • টোল নেওয়ার মূল কারণ কিন্তু আমার মনে হয়, আমি জানতাম, যখন কোনো সরকারের প্রকল্প বেসরকারি টাকায় (আংশিক বা সম্পূর্ন) করা হয় তখন বেসরকারি কোম্পানি কিছুদিন টোল নিয়ে তার নির্মাণ ও রক্ষণাবেক্ষণ বাবদ টাকা কিছু লাভ সমেত তুলে নেয় চুক্তি অনুযায়ী। এরপর প্রকল্প পুরোপুরি সরকারি মালিকানায় আসে, এবং টোল উঠে যায়।
  • r2h | 165.1.200.97 | ১৫ জানুয়ারি ২০২৪ ০০:১৭520122
  • শীতের দেশের পাখিদের কি স্থায়ী বাসার অভ্যাস কম? আমাদের ওদিকে যেমন দুয়েক ঘর কাক চিল শালিখ চড়ুই বুলবুলি ঘুঘু সারা বছরই এক পাড়ায় থাকে। এতদঞ্চলে ওরকম দেখি না, হঠাৎ দেখা যায় এক ঝাঁক এল, দুদিন মহা লম্ফ ঝম্প করে আবার উধাও হয়ে গেল।

    তো, ঠান্ডা পড়ার পর তো এমনিতেই ঝাঁকের পাখি আর তেমন দেখি না। আজ একটু আগে সামান্য দুয়েক কুচি বরফ পড়তে দেখি এক ঝাঁক কী পাখি কোথা থেকে এসে মহা উৎসাহে ঘাসের মধ্যে কী খুঁটতে শুরু করেছে।
    বরফ পড়লে কোন পোকা টোকা মাটির তলা থেকে বেরোয় নাকি কে জানে।

    ভাবলাম একটু তাকিয়ে দেখি, জানলা খোলা মাত্র সব হাউমাউ করে উড়ে গিয়ে গাছের ডালে বসলো।
    কিন্তু একটি বীর পাখি দেখি ভ্রুক্ষেপ না করে অকুতোভয় ঘাস খুঁটে চলেছে।
    পাখিদের মতিগতি আজব। সাধে কী আর ডাইনোসরের মাসতুতো।
  • বকলম -এ অরিত্র | ১৫ জানুয়ারি ২০২৪ ০০:০৮520121
  • হাইওয়ে ব্রিজ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ খরচ করের টাকা থেকে না করে আলাদা টোল নিলে ডিসি কেন বলছেন দূষণ, দুর্ঘটনা বা ট্রাফিক কমে আমি বুঝিনি। যদি টোল দেওয়ার সামর্থ্যের অভাবের কারণে আসাযাওয়া করা গাড়ীর সংখ্যা কমে তাহলে তো উদ্দেশ্যই ব্যাহত হল, আর যদি তাদের জন্য বিকল্প টোলহীন রাস্তা থেকে তাহলে সমস্যাটা সেই রাস্তায় সরে যায়। অর্থাৎ যাদের সামর্থ্য আছে তারা কম দূষণ, দুর্ঘটনার আশঙ্কা ও ভিড়ভাট্টা এড়াবে আর যাদের নেই তাদের এইগুলো সঙ্গে নিয়ে চলতে হবে। সামগ্রিকভাবে কিছু কম বেশি হবে না।
     
    ব্যবহার থেকে টাকা তোলা হলে বৈষম্য, সামাজিক ন্যায় ঠিক রাখা মুশকিল বলে আমার মনে হয়। আবার সবার করের টাকায় কয়েকজনের জন্য কিছু করা হলে একের টাকায় অন্যের ভোগের একটা ব্যাপার ঘটে বটে কিন্তু সেটা যতক্ষণ সবলের থেকে দুর্বলের জন্য ব্যয় হয় সরকার নিজের কাজ করছে ধরতে হবে (উল্টোটা হলে সরকারে জি ভর করেছে বুঝতে হবে)। তাছাড়া আখেরে সব্বাই কোনো না কোনো প্রকল্পের ক্ষেত্রে ওই কয়েকজনের মধ্যে পড়ে যাবে যেখানে অন্যরা তার জন্য টাকা দিয়েছে। যেমন আমি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়িনি কিন্তু তার পরিচালনা বাবদ খরচে আমার করের অংশ গেছে, আবার যে সাধারণ সরকারি স্কুলে পড়েছি তার পরিচালনার খরচের খুব সামান্যই আমায় দিতে হয়েছে, রাজ্যবাসী কর দিয়ে সেই খরচের দায় নিয়েছিল। দিবে আর নিবে মিলাবে মিলিবে হলো তো।
     
     
  • π | ১৫ জানুয়ারি ২০২৪ ০০:০০520120
  • আরেকটা রইল :)
     
  • সমরেশ মুখার্জী | ১৪ জানুয়ারি ২০২৪ ২৩:১৮520119
  • রমিতবাবুর রঙিন প্রচ্ছদ খাসা লাগলো।  r2h এর সাথে সহমত  - আঁকা‌র কিছুই না জেনে‌‌ও মনে হোলো - সময় ও যত্ন নিয়ে আঁকা। ডানদিকে নীচের কোনে টাকে দুগাছি চুল‌ওয়ালা পিস্তল নাচানো দস‍্যু‌টা ফাটাফাটি হয়েছে। সাদাকালো অলঙ্করন‌ও বেশ লাগলো। 
     
    আঁকতে পারিনা বলে কারুর ভালো আঁকা দেখলে মিশ্র অনুভূতি হয় -  ভালো‌ও লাগে blush  আবার মন‌ও খারাপ হয়  crying
  • দীমু | 182.69.177.150 | ১৪ জানুয়ারি ২০২৪ ২২:৩৬520118
  • The MMRDA decided to scrap the PPP model for the project in August 2013, and instead execute it on a engineering, procurement, and construction (EPC) basis. Subsequently, the Japan International Cooperation Agency (JICA) expressed interest in providing funds for the project. In January 2014, Ashwini Bhide, the then MMRDA additional metropolitan commissioner, told The Indian Express that the state government had sent a formal proposal to the DEA for its approval to get funds from JICA
     
    In February 2016, JICA agreed to loan 80% of the total cost of the project to the state government at an annual interest rate of 1–1.4%. The MMRDA will bear 1.2% of the project cost, and the remaining amount will be borne by the state government.[64] As JICA was unwilling to loan directly to the state government, the Union Government stood as a guarantor of the loan.
     
  • kc | 37.39.150.119 | ১৪ জানুয়ারি ২০২৪ ২২:২৫520116
  • কিন্তু 'অটল ব্রিজ' ফাইন্যান্স কারা কারা করেছেন? GOI অথবা মহারাষ্ট্র গভঃ? আনলাইকলি।
    dc ধরুন 
  • dc | 171.79.52.232 | ১৪ জানুয়ারি ২০২৪ ২২:২৪520115
  • আচ্ছা একটা গান শুনুন। মাইকেল মান যে মিয়ামি ভাইস সিনেমা অ্যাডাপ্টেশান বানিয়েছিলেন তার টাইটেল সং 
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত