এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 47.39.151.164 | ২১ ডিসেম্বর ২০২১ ০৮:২১492553
  •  
    এ যে মোর আবরণ

              ঘুচাতে কতক্ষণ!


    নিশ্বাসবায়        উড়ে চলে যায়


              তুমি কর যদি মন॥


              যদি পড়ে থাকি ভূমে


              ধূলার ধরণী চুমে,


    তুমি তারি লাগি          দ্বারে রবে জাগি


              এ কেমন তব পণ॥


              রথের চাকার রবে


              জাগাও জাগাও সবে,


    আপনার ঘরে   এসো বলভরে


              এসো এসো গৌরবে।


              ঘুম টুটে যাক চলে,


              চিনি যেন প্রভু ব'লে--


    ছুটে এসে দ্বারে    করি আপনারে


              চরণে সমর্পণ ॥

  • bodhisattvagc dasgupta | ২১ ডিসেম্বর ২০২১ ০৮:০৫492552
  • অরিজিৎ মুখার্জি র বাড়িতে তৃণমূলের লোকজন ঝামেলা করতে এসেছিল। তার অপরাধ সে সিপিএম এর পোলিং এজেন্ট।  নিজেই সামলেছে। এবং প্রতিবারের মত ই এবারো ফল্স ভোটার ধরেছে। পরিবারের ছোট রা বড়রা হয়তো টেনশন করবে। 
    আশাকরি অরিজিৎ এর গুরুচন্ডালি র বন্ধু বান্ধব রা প্রতিবাদ করবেন,  গুরু চন্ডালি সহ অন্যান্য বাংলা‌ও ইংরেজি সামাজিক মাধ্যমে ও অন্যত্র। 
     
    না করলেও কিছু যায় আসে না ,  তবে এই উপলক্ষে আবার আ্যনোনিমিটির পক্ষে অথবা আরো বেশ কটি আত্মজীবনী মূলক , আমার উপর যা সয়েছি গোছের লেখা আসতেই পারে ::---))))) 
  • | 2601:247:4280:d10:f869:3eff:6466:a4c9 | ২১ ডিসেম্বর ২০২১ ০৮:০১492551
  • অভ্যু!!! তোমাদেরও নাকি ঠান্ডা পড়ে!!!
  • &/ | 151.141.85.8 | ২১ ডিসেম্বর ২০২১ ০৭:২৯492550
  • শীতের রোদ্দুরে বিকেলবেলা শোনা যাচ্ছে "জয়নগরের মোয়া আ আ"। দূর থেকে টিং টিং করে ধোসাওয়ালার আগমনও শোনা যাচ্ছে।
  • Abhyu | 47.39.151.164 | ২১ ডিসেম্বর ২০২১ ০৭:২২492549
  • জাঁকিয়ে শীত পড়েছে এখানে।
  • &/ | 151.141.85.8 | ২১ ডিসেম্বর ২০২১ ০৬:০৮492548
  • আচ্ছা, কেউ একটা টই খুলে লিখবেন বিশ্বব্যাপী ব্রিটিশ সাম্রাজ্যের কারণেই বিজ্ঞানের এত সব তত্ত্ব ও ব্যবহারিক প্রয়োগ যেমন কিনা বিবর্তনবাদ, মহাকর্ষতত্ত্ব, গতিবিদ্যা, স্টীম ইঞ্জিন, লৌহ আকরিক থেকে লৌহ নিষ্কাশনের কৌশল, ম্যাপ বানানোর বিদ্যা ইত্যাদি প্রভৃতি সব এত বেরিয়েছে কিনা ওদের হাত দিয়ে? যেখানে যত খুলি, হাড়, মমি, প্রাচীন প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র পাওয়া যেত, সবই নাকি বিনা দ্বিধায় ওরা তুলে নিয়ে যেত? আর নিতান্তই নিতে না পারলে, তার সমস্ত তথ্যাদি সব জমা করে তুলে নিত?
  • &/ | 151.141.85.8 | ২১ ডিসেম্বর ২০২১ ০৪:০৭492547
  • যা বাকী থাকবে, ভাগবন্টক করে নিজেরা খেয়ে নিন। ঃ-)
  • &/ | 151.141.85.8 | ২১ ডিসেম্বর ২০২১ ০৪:০১492546
  • মিষ্টি বসিয়ে বসিয়ে একটা বৃত্ত তৈরী করুন। আরো মিষ্টি বসিয়ে বসিয়ে সেই বৃত্তটারই ব্যাস তৈরী করুন। তারপরে হিসেব করুন। ঃ-)
  • &/ | 151.141.85.8 | ২১ ডিসেম্বর ২০২১ ০৩:০৯492545
  • ডিসি, কসমসে কি? কন্ট্যাক্ট বলে একটা সাই ফাই উপন্যাস আছে কার্ল সাগানের, তার শেষদিকে মেইন ক্যারেক্টার ডক্টর অ্যারো- ওয়ে পাইয়ের ভেতরে ওরকম একটা মেসেজ পেয়েছিলেন। বেস ইলেভেনে।
    এই দেখুন, তুলে দিলাম,
    "Acting on the suggestion of "Ted", Ellie works on a program to compute the digits of π to heretofore-unprecedented lengths. When Ellie looks at what the computer has found, she sees a circle rasterized from 0's and 1's that appear after 10^20 places in the base 11 representation of π. This not only provides evidence of her journey, but suggests that intelligence is behind the universe itself."
  • ki jinis guru | 38.91.106.110 | ২১ ডিসেম্বর ২০২১ ০৩:০৭492544
  • মলয় রায়চৌধুরীর প্রশ্ন : অজিত রায়ের উত্তর

     
    আজ সক্কাল-সক্কাল মলয়দা,  মলয় রায়চৌধুরী, বেমক্কা ধুড়কিঞ্জাস প্রশ্ন হেনে আমার বারমুডার নাড়া ঢিলে করে দিয়েছেন ---- "অজিত রায়, একটা কথা জানবার ছিল । নারীর যৌনতা নিয়ে লেখার সময়ে তুমি কি তার প্রেমে পড়ো ? এমন হয়েছে কি, যে লিঙ্গ দাঁড়িয়ে গেছে?"

    প্রশ্নটা আমার কাছে মোটেই অস্বস্তিকর নয়, তা তুমি তো বোঝোই, বোধায়ও বোঝে। স্রেফ গোদে না বোঝে, কী আর করা। বেশ সরাসরি কামিং টু দ্য বিষয়। তুমি ভদ্দরলোকদের মতো 'লিঙ্গ' লিখেছো কেন? 'বাণ্ড' বললে কিচাইন হবার চান্স বলে আমি সরাসরি নিজের ভাষায় নামি। 'বাঁড়া' সহজবোধ্য, স্বয়ংসিদ্ধ ও সর্বত্রগামী শব্দ। আধুনিক বিশ্বকোষ প্রণেতা বাঁড়ার নামকরণ করেছেন 'আনন্দদণ্ড'। নামটা খাসা। তবে, অনেকে বলবেন 'মদনদণ্ড'। কিংবা 'কানাই বাঁশি'। কলকাতার রকফেলার আর হাফ-লিটারেট গবেষকরাও এই যন্তরটিকে নিয়ে কম মেহনত করেননি। 'কলা' 'ডাণ্ডা' 'রড' 'কেউটে' 'ঢোঁড়সাপ' 'পিস্তল' 'যন্তর' 'ল্যাওড়া' 'ল্যাও' 'লাঁড়' 'লন্ড' 'মেশিন গান' 'মটনরোল' 'ঘন্টা' 'ঢেন্ঢেন্পাদ' 'খোকা' 'খোকার বাপ' 'ধন' ' নঙ্কু' 'পাইপ' 'তবিল' 'পেনসিল' 'ফাউন্টেন পেন' 'মেন পয়েন্ট' ---- আরও কী কী সব নাম দিয়েছেন ওই প্রতাপী মহাপ্রাণীকে! বিহার-ঝাড়খণ্ড-ইউপিতে 'ল্ওড়া' আর 'লন্ড' সুপার কোয়ালিটির স্ল্যাং, যা পূর্ব ভারতের সর্বত্র একই কিংবা খানিক বিকৃত উচ্চারণে ব্যবহার হয়ে থাকে। বাঙালি জবানে সেটা হয়েছে মিনমিনে 'ল্যাওড়া' 'ল্যাউড়া' 'ল্যাও' আর 'লাঁড়'। কিন্তু বাংলার নিখাদ 'বাঁড়া' বিহারে বোঝে না, পাত্তাও পায় না। ওপার বাঙলায়ও সর্বত্র বোঝে কি? ডাউট আছে। খোদ বর্ধমান আর বীরভূমেই বাঁড়াকে বলে 'বানা'। কুমিল্লায় ধনকে বলে 'দন'। কুমিল্লা, ঢাকা আর খুলনায় 'চ্যাট' শব্দটাও চলে। ময়মনসিংহে যেটা হয়েছে 'চ্যাম'। সিলেটে 'চ্যাম'। বাকরগঞ্জে 'চ্যাড' 'ভোচা'। বাকরগঞ্জের মোক্ষম স্ল্যাং হলো 'মদন কল'। 'ভোঁচান' আর 'ভুন' বলে রাজশাহীতে। এছাড়া রয়েছে 'ভুন্দু' 'ভুচা'। 'বিচা' বলে ঢাকা, কুমিল্লায়। কুমিল্লায় ফের 'শোল'ও বলে। বলে, 'নসকা'। 'সাঁও' বলে ফরিদপুরে, ময়মনসিংহে। 'প্যাল' আর 'বগা' চলে ময়মনসিংহ, রাজশাহী আর সিলেটে। চাঁটগেঁয়েরা বলে 'ফোডা'। যশোরের 'পাউন্ড' এসেছে খুবসম্ভব 'পিণ্ড' থেকে। 'বাচ্চা' বলে পাবনায়। 'পক্কি' চলে খুলনা, ফরিদপুর আর ময়মনসিংহে। 'পক্কু' শিশুদের শিশ্ন, এ-বঙ্গে যেটা 'নোঙ্কু' ব 'চেনকু' কিংবা ঝুটমুট 'পক'। ময়মনসিংহে বাঁড়ার অপর নাম 'থুরি'। আরেকটা প্রতিশব্দ 'শুনা'। কুমিল্লায় চল আছে। চট্টগ্রাম আর নোয়াখালিতে বলে 'সনা'। আসলে, 'সোনা'। কেউ কেউ বলে সোনা, সোনামণি। মদনার বউটা ভোরবেলা আদর করে টুলস দিত, --- ও জামাই, ওঠো, জাগো। শ্বশুরবাড়ি যাবা না? শ্বশুরবাড়ি ছিল ওর ওইটে, আর জামাই ছিল মদনের এইটে। শ্বশুরবাড়ি ভোগে গ্যাচে, ফলে এ ব্যাটা হামানচোদা জামাই এখন ঢোঁড়সাপ হয়ে স্রেফ জাবর কেটেই খালাস। 'জাবর কাটা' বোজো তো? একষট্টি-বাষট্টি। মানে, খুচরো গোনা।। মানে, হাতলেত্তি। মানে হ্যান্ডেল করা। সকলেই নাকি করে। মদনাই বলছিল, 'মেয়েরা আঙুল করে, শুনিচি বেগুনও করে।' সত্তিমিত্তে জানিনি বাপু।
    তো খালিপিলি এই ধন লইয়া পুরুষ কী করিবে? লিখিবেই বা কেন, আঁকিবেই বা কোন আহ্লাদে! ব্যাংক তাহার অচল যদি না তার বাঁড়ার উপযুক্ত একটি পার্স না থাকে। বলছি, যেহেতু, বলছি আমাদের চালুচরকি সমাজের দিকে একপাক ঘুরে তাকাও, হালিতেই চোখে পড়বে যৌনতা। এ সমাজে যৌনতা মানে কিন্তু নারীক্ষেত্র। পুরুষ গৌণ। বেচছে ছাতু, দেখাচ্ছে নারীর বক্ষপট। পটকা, টিভি, মোবাইল, ভটভটির কথা না-হয় ছেড়েই দাও, ----- অপথ্যপথটি বাদে সেখানে নারীদেহের সব পার্টসই হাজির।
     
  • Abhyu | 47.39.151.164 | ২১ ডিসেম্বর ২০২১ ০৩:০৪492543
  • সেই। কবে যে যাব?
  • 4z | 184.145.46.94 | ২১ ডিসেম্বর ২০২১ ০২:৫৪492542
  • এলেবেলে, এখনও ততটা বিদেশি হয়ে উঠতে পারিনি। তাই রাস্তার ধারে দাঁড়িয়ে সিঙ্গাড়া, মিষ্টি থেকে শুরু করে ড্রেনের জল দিয়ে বানানো ফুচকা কোনোটাই কোনবার বাদ যায় না। এই পাতার কিছু পুরনো ভাটুরে সাক্ষী আছে।
     
    শুধু দেশে কবে যাবো সেটাই এখনও জানিনা।
  • এলেবেলে | 202.142.119.154 | ২১ ডিসেম্বর ২০২১ ০০:৫৪492541
  • অজিত রায়ের মৃত্যুসংবাদ পেয়ে খারাপ লাগল। আমি তাঁর লেখা বইপত্তর তেমন কিছু পড়িনি, তবে গুরু থেকে প্রকাশিত তাঁর বইটি পড়েছিলাম। কিন্তু বাংলা স্ল্যাং-এর উদাহরণ দিতে গিয়ে নিজের একগুচ্ছের উপন্যাসের উল্লেখের বিষয়টি ভালো লাগেনি। ইদানীং মলাট গ্রুপে নিজেই একাধিকবার নিজের বইয়ের বিজ্ঞাপন দিতেন, সেটা দেখেছি।
  • এলেবেলে | 202.142.119.154 | ২১ ডিসেম্বর ২০২১ ০০:৫০492540
  • ফোজ্জি, বিদেশ থেকে এঁদো মফস্‌সলে এসে আপনার কি সিঙাড়া-মিষ্টি চাখতে ভালো লাগবে? যদি লাগে, তবে আমি একপায়ে খাড়া।
     
    দ-দি, সমুদ্রগড় ও ধাত্রীগ্রামের নিও-রিচ বসাকদের সম্পর্কে আমার তেমন একটা উৎসাহ নেই। যতটা আছে ঐতিহ্যশালী ফুলিয়াকে নিয়ে। আপনি শ্রীরামপুর থেকে কাটোয়াগামী গ্যালপিং লোকালে সমুদ্রগড়ে নামতে পারেন। কিংবা ব্যান্ডেল এসে কাটোয়া লোকালও ধরতে পারেন। তবে তাঁতিরা প্রধানত নবদ্বীপের উলটো দিকে শ্রীরামপুর থেকে সমুদ্রগড় অঞ্চলে ছড়িয়ে আছেন। তাঁদের দৌলতে প্রাচীন সমুদ্রগড়ে মনসা পুজো এখন একটা হ্যাপেনিং ইভেন্ট। এঁরা অবশ্য তাঁতি নয়, তাঁতমালিক। তাঁতিরা প্রধানত উত্তরবঙ্গ বিশেষত কুচবিহার থেকে আসেন। চাইলে নবদ্বীপে নেমে টোটোতে সেসব অঞ্চলে ঘুরতে পারেন। নির্দিষ্ট তাঁতি চেনা থাকলে এবং আপনার আপত্তি না থাকলে সেই টোটোতে আমি সওয়ারি হতেই পারি।
     
    মাজদিয়ায় এখনও ভালো মানের খেজুড় গুড় পাওয়া যাচ্ছে না। আপনাকে কতটা গুড় বা পাটালি কীভাবে পাঠাতে হবে জানালে য়ামি সানন্দে সেই দায়িত্ব পালন করতে পারি। ততদিন ধৈর্য না রাখতে পারলে আপনি এই সাইটে চোখ রাখতে পারেন। 
     
    এটি আমার অগ্রজ চালান, যদিও এ বাবদ আমি একটি কপর্দকও কমিশন দাবি করব না।
     
  • সম্বিৎ | ২১ ডিসেম্বর ২০২১ ০০:৪৭492539
  • আমি আছি, আমি আছি। অজিত রায় কিসুই পড়িনি। নামও জানতাম না।
  • সিএস | 49.37.32.64 | ২০ ডিসেম্বর ২০২১ ২৩:৫৩492537
  • ধানবাদ নিয়ে বইটা যোগাড় হল না, ওনার কাছেও বিশেষ ছাপা ছিল না মনে হয় !

    গুরু চেষ্টা করে ছাপতে পারে না ?
  • ইয়ে | 167.88.63.49 | ২০ ডিসেম্বর ২০২১ ২৩:৩৮492536
  • আপনি অজিত রায়ের কি কি লেখা পড়েছেন ?
  • | 2601:247:4280:d10:8b6:420b:7ee3:7ce7 | ২০ ডিসেম্বর ২০২১ ২৩:৩৩492535
  • এবার শীতে বেড়াতে যাবার কথা ছিলো।সে আর হবে না। আমার কাউন্টির আইসিইউ ৯২% ভর্তি।রোজই নতুন করে সংখ্যা  বাড়ছে। 
  • aranya | 2601:84:4600:5410:ccbd:bad3:decd:8298 | ২০ ডিসেম্বর ২০২১ ২৩:২৭492534
  • অজিত রায় - এমন মানুষেরা চলে গেলে, সত্যিই মন খারাপ হয় 
  • | ২০ ডিসেম্বর ২০২১ ২৩:১৫492533
  • আমার এদিকে খুবই স্বার্থপরের মত মনে হচ্ছে এই কোভিড কোভিড ভাবটা আরো ক'মাস চললে আরো কিছুদিন ওয়ার্ক ফ্রম হিমালয়ের একোণা সে কোণা করে নিতাম।
    কালিম্পঙ থেকে নামতে জাস্ট ইচ্ছেই করছে না। 
    (একটু একটু লজ্জিত ইমো)
  • | 2601:247:4280:d10:8b6:420b:7ee3:7ce7 | ২০ ডিসেম্বর ২০২১ ২২:২৫492532
  • শুয়ে শুয়ে ক্লান্ত হয়ে পড়েছি।বই,গানবাজনা,টিভি সব ক্লান্ত করছে। ২০১৯ এ কে জানতো জীবন এত বদলে যাবে! যা কিছু স্বাভাবিক বলে জেনেছি এতকাল আজ তাকে এমন অধরা মনে হবে।
  • π | ২০ ডিসেম্বর ২০২১ ২২:১২492531
  • ওদিকে অজিত রায় মারা গেলেন। ভাল খারাপের ঊর্ধ্বে।
  • π | ২০ ডিসেম্বর ২০২১ ২২:০৫492530
  • গুরুর মোটামুটি অর্ধেক বই ওই ২০০ টাকায় হয়ে যাবে।  সে অবশ্য এমনি দাম করে নিলেও তার থেকে খুব বেশি হবেনা। কৌশিকবাবু বইমেলায় গুরুর স্টলে এলেই বুঝবেন সেকথা ঃ) 
     
    আর দমদি,  আমি মোটামুটি প্রতিবার সিকিওরিটিতে খান ৭-৮ ট্রে জমা দিই। এখন আর কোন রিস্ক নিইনা,  ব্যাগগুলো মোটামুটি খালি করে সব জিনিস বাইরে।  এম্নিতে তো চেকিনের ওজন চক্করে আমার হ্যান্ডব্যাগগুলো ১৪-১৫ কেজি হয়ে থাকে। ওগুলোর ওজন ব্যাডলাক খুব খারাপ না হলে মাপেনা। মাপলেও এক দুটো ব্যাগ আমার পিঠের পিছনে কি শালের আড়ালে কমই দেখা যায়। 
     
    আজ তো দেখেও কাঁধে ঝোলানো হ্যান্ডব্যাগটা ছাড়ই দিয়ে দিল। বাকি দুটোর ওজনই ছিল ১১.৫.  হ্যান্ডব্যাগটা খুবই ডিসেপ্টিভ লুক দিতে পারে। নইলে ওটাও ওজনে ঢোকালে ১৫-১৬ তে দাঁড়াত।
    তো, আজ হ্যান্ডলাগেজ ওজন করে দেখলেও ব্যাডলাক খারাপের দিন বলব না ভাল, ভাবতে হবে।
    কারণ ব্যাগ খুলে একের পর এক স্লাইড বাক্স,  ফ্লাস্ক,  আর টিফিন ব্যাগ ( আর তারসঙ্গে আমার আউটব্রেক ইনভেস্টিগেশনের চিঠি)  দেখে ছাড় দিয়ে দিল!  
    এরপরেও ধন্দ রয়ে গেল, লাক ভাল বলব, না খারাপ। কারণ ফোনটা তারপরেই বেলটের তলায় ঢুকে পড়ে।
    আবার দুজন এয়ারহোস্টেসের অশেষ কেরদানিতে তিনি উদ্ধার পেলেন, এটা ভাল বলব, নাকি আহত হয়ে এলেন, সেটা খারাপ, সেও ধন্দের। 
    এই বিপুল হ্যান্ডলাগেজ নিয়ে হ্যা হ্যা করে হাঁপাতে হাঁপাতে ফ্লাইটে ঢুকতে গিয়ে উলটে পড়তে গিয়ে হাত ফোলালাম , সেটা খারাপ, নাকি সামনের সিটে বসিয়ে বিমানসেবিকাদের এত যত্নয়াত্তি পেলাম, সেইটা ভাল।
    কিম্বা সামনের সিট বলেই শেষ বিকেলের আলোর ছবি তোলার মনোমত ফ্রেম পেয়ে যাওয়া।  খারাপ, না ভাল? ভাল, না খারাপ? 
     
    সেই যেবার গর্ডন কনফারেন্সে আমার স্যুটকেস চুরি গেল,  ব্রাউন ইউনিভার্সিটি থেকে, তারপর ফেরার পথে একের পর এক ফ্লাইট ক্যান্সেল আর দেরি হয়ে হুজ্জুত হাঙ্গাম, সেবারে শেষমেশ সব দুঃখ ভুলেছিলাম, একটা পুরো অন্য রুটে  রাতের বেলা আসতে গিয়ে, র‍্যাদার ফ্লাইট একবার চলতে থাকা আর থেমে যাওয়ার চক্করে  অদ্ভত সব আলো আর তার ছবি তোলার নানারকম পরীক্ষা নিরীক্ষা করতে পেরে।  সেবার সেই আলো দিয়ে কত কিছু যে লিখতে পেরেছিলাম।  তো,  দিনের শেষে সেটা খারাপ আর বলব কী, ভালই। 
  • Abhyu | 47.39.151.164 | ২০ ডিসেম্বর ২০২১ ২১:৫১492529
  • এখানের লাইব্রেরীতে বাৎসরিক সেল হয়। অ্যাব্বড একটা ব্রাউন রঙের ব্যাগে যত বই ধরাতে পারবে - দাম দশ ডলার। আর সে যা ব্যাগ তাতে একটা বাচ্চা ছেলেকেও ধরানো যাবে :)
  • kk | 68.184.245.97 | ২০ ডিসেম্বর ২০২১ ২১:৩৮492528
  • মিঠু, সত্যি এই পুরনো বইয়ের মেলাগুলো একেকটা সোনার খনি।
  • | 2601:247:4280:d10:8b6:420b:7ee3:7ce7 | ২০ ডিসেম্বর ২০২১ ২১:৩৫492527
  • কেকে, আমাদের পুরোনো পাড়ার লাইব্রেরিতে একটা পুরোনো বইয়ের মেলা হতো।২৫ পয়সা থেকে বইয়ের দাম শুরু। সেখানেও লোকেরা বাক্স নিয়ে যেত।হিটলার থেকে কোয়েটজী অবধি সবাইকে পাওয়া যেত:-) 
  • kk | 68.184.245.97 | ২০ ডিসেম্বর ২০২১ ২১:২১492526
  • কৌশিক সা'ব (১৩:৫৬),
    সেন্ট লুইসে (মিজৌরি) পুরনো বইয়ের মেলা হয়। ঢোকার রাস্তায় প্লাস্টিকের ব্যাগ রাখা থাকে। যটা খুশি নিয়ে ঢুকুন। বেরোবার সময় দাম দিতে হয়। এক ব্যাগ বই পাঁচ ডলার। সে আপনি ব্যাগে যটা বইই পুরুন না কেন। লোকে সঙ্গে ট্রলি ব্যাগ, স্যুটকেস ইত্যাদি নিয়ে যায়। অতগুলো ব্যাগ হাতে করে বওয়া তো অসুবিধা!
  • | 2601:247:4280:d10:c4b:6029:70f4:beab | ২০ ডিসেম্বর ২০২১ ২০:৪৭492525
  • অভ্যুর রশিদ খানের অভিজ্ঞতা শুনে আমার দিল্লি এয়ারপোর্টের সিআইএসএফ জওয়ানদের অভিজ্ঞতা মনে পড়লো।২০১৩তে দিল্লি হয়ে বাড়ি আসছি। চেকিং এর জন্যে মেয়েদের লাইন থেকে বেরিয়ে দেখি টিনটিনকে আলাদা করে পাশে দাঁড় করিয়ে রেখেছে।কীসব সব প্রশ্নও করেছে,ছেলে একবর্ণও না বুঝে হাঁ করে তাকিয়ে আছে।আমি কথা বলে জানলাম যে ওর ব্যাকপ্যাকে একটা সন্দেহজনক বস্তু পাওয়া গেছে।সেটা নাকি স্ক্যানারে ধরা পড়েছে! একজন একটু উচ্চ পদস্হ আধিকারিক এসে আমাদের পাসপোর্ট দুটো নিয়ে নিলেন।ব্যাগটা আবার করে স্ক্যানারে ঢুকিয়ে সেই রহস্যময় বস্তুটি চিহ্নিত করা গেল।খুব সাবধানে সেটা ব্যাগ থেকে বের করা হলো।একটা মোয়ু কিউব।যাবার দুদিন আগে কিনেছিলো, প্যাকেটবন্দী নতুন।ব্যাগ থেকে গুপ্তধন উদ্ধারের মত  ছ-সাতটা  নানা ধরণের কিউব বার করে টেবিলের উপর রাখা হলো।'ছেলে যেখানে কিউব রা সেখানে' জীবন তখন।'ইয়ে কেয়া হ্যায় মেডাম' 'ইতনে সারে কিউ' জাতীয় কড়া প্রশ্নে ছেলে একটু হলেও ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে।নানা ভাবে বোঝানোর পর একজন নতুন কিউবটা বের করে ছেলেকে দিয়ে বললেন,খেলকে দিখাও।ন বছুরে ধরে প্রাণ ফিরে পেয়ে খেলকে দিখালো।সে তখন দিনরাত চার সেকেন্ড কমালেই বিশ্বরেকর্ড করে ফেলবে জাতীয় প্লেয়ার:-) খেলা দেখিয়ে সব ব্যাগে ভরে ফেলার পরও বোঝা গেল সন্দেহ যায় নি।আমার পাসপোর্ট নাম্বার এবং দেশের ফোন নাম্বার একটা স্পেশ্যাল খাতায় টুকে তারপরে আমাদের সে যাত্রা রেহাই মিললো। 
    পরের বছর থেকে প্রায় দু তিনবার দেশে আমাকে দ্বিতীয়  সিকিউরিটি চেকিং এর মধ্যে দিয়ে যেতে হয়েছে।সবকিছু হয়ে যাবার পর আবার সব কেঁচেগন্ডুষ করে নতুন করে সব করতে হয়েছে। এ সেই স্পেশ্যাল খাতার মহিমা কিনা কে জানে!
  • কৌশিক ঘোষ | ২০ ডিসেম্বর ২০২১ ১৯:১৬492524
  • উফ্ একক জ্জা দিলেন... চান্স পেলেই 'পেপার নেবে যাক', তাই না ? সব ঐ রেসিডেন্ট পন্ডিতদের কান্ড !! দ মাঝেমাঝে যেমন লেখেন 'ক্ষি কাণ্ড', ওমনি বলতে ইচ্ছে করছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত