এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ar | 96.230.106.154 | ০৪ এপ্রিল ২০২১ ২৩:১৬476695
  • ইতি: বিশ্বকোষ

  • T | 103.151.156.66 | ০৪ এপ্রিল ২০২১ ২৩:১০476694
  • হ্যাঁ, কারেক্ট। স্ত্রীলিঙ্গে ঈ।

  • b | 14.139.196.12 | ০৪ এপ্রিল ২০২১ ২৩:০৮476693
  • মীণের  অক্ষির ন্যায় অক্ষি যাহার ( যে মহিলার )অক্ষি শব্দ ক্লীবলিঙ্গ। ওটা কোনো ছেলে হলে মীণাক্ষ হত। স্ত্রীলিঙ্গে ঈ আসছে। (আন্দাজে বললাম )। 

  • Abhyu | 47.39.151.164 | ০৪ এপ্রিল ২০২১ ২৩:০১476692
  • এলেবেলে বাবু, মীনাক্ষী তে দীর্ঘ-ঈকার কেন হচ্ছে বলবেন? এণাক্ষী তে দীর্ঘ-ঈ হয় মনে পড়ছে, একই কারণে মীনাক্ষী হবে। কিন্তু কেন? সমাসের কোনো নিয়ম?

  • Abhyu | 47.39.151.164 | ০৪ এপ্রিল ২০২১ ২২:৫২476691
  • অ!
    আর পাঁচ ছ কোয়া রসুন কিন্তু আমেরিকার জাম্বো রসুনের হিসেবে বলা। দেশের পুচকি রসুন হলে বেশি কোয়া লাগবে। মানে এক কেজি মুরগীতে যেমন লাগা উচিত আর কি! সবই নুনের মতো, আন্দাজমতো।

  • dc | 122.174.82.168 | ০৪ এপ্রিল ২০২১ ২২:৪৯476690
  • আমি তো চেন্নাইতে থাকি, এখানে সব স্টোরই এশিয়ান স্টোর :-) 

  • Abhyu | 47.39.151.164 | ০৪ এপ্রিল ২০২১ ২২:৪০476688
  • সেজুয়ান পেপারকর্ন একটা এসেনশিয়াল ইনগ্রেডিয়েন্ট - ওটা ছাড়া হবে না। এশিয়ান গ্রসারী স্টোরে পাবেন। (গ্রীনটা নেবেন না, ব্ল্যাকটা নেবেন।)

  • dc | 122.174.82.168 | ০৪ এপ্রিল ২০২১ ২২:৩৪476687
  • সেজুয়ান পেপারকর্ন পাওয়া যায় কিনা দেখি। এখানে নাটস অয়ান্ড স্পাইসেস নামে একটা দোকান আছে, সেখানে গিয়ে দেখবো।  

  • Abhyu | 47.39.151.164 | ০৪ এপ্রিল ২০২১ ২২:২৮476686
  • বেকড বা গ্রিলড পট্যাটোর অনেক মজা আছে। কেকের ব্লগটা খুঁজে পাচ্ছি না, একটু লিংক দাও তো। ওখানে আলুর অনেক কিছু থাকবে।

    আলু নিয়ে একটা টই ছিল, এই সব জিনিস সেই টইতে লিখে রাখা উচিত।

    সেজুয়ান পেপারকর্ণটা চাইনীজ দোকান থেকে নিয়ে আসুন। একটু প্রসেস করতে হবে। আগে একটু রোস্ট করে নিয়ে তারপরে ভিতরের কালো বীজটা ফেলে দিতে হবে। এটা স্ট্যাণ্ডার্ড প্রসেস।

  • Abhyu | 47.39.151.164 | ০৪ এপ্রিল ২০২১ ২২:২৮476685
  • বেকড বা গ্রিলড পট্যাটোর অনেক মজা আছে। কেকের ব্লগটা খুঁজে পাচ্ছি না, একটু লিংক দাও তো। ওখানে আলুর অনেক কিছু থাকবে।

    আলু নিয়ে একটা টই ছিল, এই সব জিনিস সেই টইতে লিখে রাখা উচিত।

    সেজুয়ান পেপারকর্ণটা চাইনীজ দোকান থেকে নিয়ে আসুন। একটু প্রসেস করতে হবে। আগে একটু রোস্ট করে নিয়ে তারপরে ভিতরের কালো বীজটা ফেলে দিতে হবে। এটা স্ট্যাণ্ডার্ড প্রসেস।

  • dc | 122.174.82.168 | ০৪ এপ্রিল ২০২১ ২২:২২476684
  • উরেব্বাস এই রেসিপিটা তো অসাধারন মনে হচ্ছে! নেক্সট উইকেন্ডে এটা ট্রাই করবো। চিকেন আর গ্রিলড টমেটো ব্যপক জমবে মনে হচ্ছে, সাথে বেবি পটেটো আর খানিকটা লেটুস গ্রিল করে নেবো। 

  • Abhyu | 47.39.151.164 | ০৪ এপ্রিল ২০২১ ২২:১৬476682
  • কেকে একবার দেখে নাও। পছন্দ হলে টইতে তুলে দেব।

    গোটা ধনে - ২ চামচ
    লেমন জেস্ট - একটা মাঝারি সাইজের লেবুর
    ড্রাই টাইম লীভস - এক চামচ
    ড্রাই অরিগ্যানো লীভস - এক চামচ
    গোলমরিচ - ১৫টা
    বীচি ফেলা শুকনো লঙ্কা - দুটো
    চাইনীজ পেপারকর্ণ - ১০টা
    রসুন - বড় পাঁচ- ছয় কোয়া
    এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল - ছয় চামচ
    লেবুর রস - একটা বড় লেবু অর্ধেকটা
    বোনলেস চিকেন থাই - ২ পাউণ্ড
    নুন আন্দাজমতো

    গোটা ধনে, অনেকটা লেমন জেস্ট, ড্রাই টাইম লীভস, শুকনো লঙ্কা, গোলমরিচ আর চাইনীজ পেপারকর্ণ - সব একসাথে খলনোড়ায় পিষে নাও। তারপরে গ্রেটেড রসুন, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আর লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নাও। নুন দাও। বেশ সময় দিয়ে এই ম্যারিনেডটা বানাতে হবে।

    বোনলেস স্কিনলেস চিকেন থাই সরু লম্বা করে কেটে নাও। তারপরে ম্যারিনেড মিশিয়ে ক্লিংর‌্যাপে ঢেকে আট থেকে আটচল্লিশ ঘন্টা ফ্রিজে রেখে দাও।

    আমাদের একটা কাস্ট আয়রনের গ্রিলিং প্যান ( আছে। তাতে অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে গরম করে তার উপরে ঐ ম্যারিনেটেড চিকেন দিয়ে ভেজে নিই। আলাদা করে তেল লাগবে না। আর এই গ্রিলিং প্যানেই সুন্দর কালো কালো দাগ হয়ে যাবে।

    মুরগী ভাজা হয়ে গেলে ঐ পাত্রেই দুটো অন দ্য ভাইন টম্যাটো গ্রিল করে নাও। এর সাথে পট্যাটো ওয়েজ দিয়ে গরমাগরম খাই।

    (পট্যাটো ওয়েজ বানানোর অন্য রেসিপি, সে পরে একদিন হবে। শুধু বলে রাখি, ওভেনে ঢোকানোর আগে আলুটাকে নুন জলে পার বয়েল করে নিতে হবে।)

  • ইতিহাস | 2001:bc8:1824:1e10::1 | ০৪ এপ্রিল ২০২১ ২২:১২476681
  • নন্দীগ্রামে চণ্ডীপাঠ

    • অশোক মুখোপাধ্যায়
     

    তবে ইতিহাস অনেক সময় সাহায্য করে। বামফ্রন্টের ৩৪ বছরের ক্যালেন্ডার যাঁদের স্মৃতিতে উজ্জ্বল, তাঁরা নিশ্চয়ই মনে করতে পারবেন, প্রথম তিনটে মেয়াদে বামফ্রন্টও একই রকম ভাবে প্রুধোমাফিক রিলিফ কর্মকাণ্ড চালিয়েছিল। বেকার ভাতা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, ইত্যাদি। তারপর—১৯৯১ সালে মনমোহন দিল্লিতে যখন নিয়ে এলেন উদার অর্থনীতি, প্রণব মুখার্জী সই করলেন ডাঙ্কেলের নাকখতে, বিশ্বায়নের সেই ডামাডোলের বাজারে প্রভাত পট্টনায়কের বহুজাতিক লগ্নিপুঁজি বিরোধী থিসিস পড়তে পড়তেই সিপিএমও ঢুকল শিল্পায়নের অ্যাজেন্ডায়।

    আর কী সাংঘাতিক সেই শিল্প বিপ্লবের শ্লোগানের গমক!

    এক দিকে দমদম থেকে কল্যাণী পর্যন্ত বিটি রোড হয়ে ঘোষ পাড়া রোডের দুধারে এবং হুগলি নদীর পশ্চিম পাড়ে বিশাল বিশাল কারখানাগুলো ঝাঁপ বন্ধ করতে শুরু করল, সেই সব কারখানার দেওয়ালের ভেতরে বড় বড় আবাসন শিল্প গড়ে উঠতে লাগল, শিলিগুড়িতে চাঁদমনি চা বাগানের জমি জলের দরে কিনে সোনার দামে বেচে নেওটিয়ারা ফুলে ফেঁপে উঠল; জ্যোতির বসুর বিশেষ বন্ধু তোদির হাতে রবীন্দ্র সরোবর প্রায় চলে যেতে যেতেও থমকে গেল স্রেফ প্রাতর্ভ্রমণকারীদের একটানা জেদি বিক্ষোভের ফলে। ন্যানোর অঙ্কুরোদ্গমের মুখে বিড়লাদের হিন্দমোটর—এত বছরের মোটর কারখানা—বন্ধ হয়ে গেল। আলিমুদ্দিনের দপ্তরে কেউ তা নিয়ে প্রশ্ন তুললেন না। বরং শিল্পায়ন এগিয়ে চলল ভয়ঙ্কর গতিতে।

    কল্যাণী শিল্পাঞ্চল সেই ১৯৬০-এর দশকে তৈরি হয়ে আজও তিন ভাগের দুভাগ ফাঁকা পড়ে আছে। সেখানে রেল যোগাযোগ আছে শিল্পাঞ্চল ভেদ করে হুগলি নদীর ধার পর্যন্ত। কল্যাণী এক্সপ্রেস রোড তখনই ব্যারাকপুর নিলগঞ্জ পর্যন্ত সম্পূর্ণ হয়ে গিয়েছিল (এখন বেলঘরিয়ার নিমতার কাছে পৌঁছে গেছে)। ওদিকে নদীর উপর দিয়ে সেতু বয়ে রাস্তা চলে গেছে ত্রিবেণী হয়ে দিল্লি রোডের গায়ে। রতনদাকে সেই শিল্পাঞ্চলে জমি দেখানো বা দেওয়া গেল না। সালেম সান্তোসাকেও অদ্দুর ধরে আনা গেল না। তিন নদী ডিঙিয়ে নন্দীগ্রামই বোধ হয় কাছে মনে হল ওদের। যে কারখানাগুলো উঠে গেল, বন্ধ হয়ে গেল, তার একটাতেও ওদের ডেকে এনে জায়গা করে দেওয়া গেল না।

    এই অবস্থায় সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে এত হামলে পড়া কেন—প্রশ্ন তো উঠবেই। এর পেছনেও চক্রান্ত তো ছিল অবশ্যই।

    যদি শুভেন্দু-মমতার তর্জার কারণ কর্পোরেট মহাকর্ষ হয়ে থাকে, তবে সিপিএম-নেতৃত্বের পক্ষেও তা অস্বস্তির কারণ। কেন না, এই পলিমাটি বিধৌত বঙ্গভূমিতে আঞ্চলিক দল হিসাবে তাদের দল ছাড়া আর কেউ কর্পোরেটের নেক নজরে পড়ে যায়, তারা তা চাইতে পারে না। তখন টিএমসি সেই মহাকর্ষে বাঁধা পড়েনি প্রমাণ করার দায় তাদের কাঁধে এসে পড়ে বৈকি! একমাত্র এই দিক থেকেই সিপিএম-নেতাদের উল্লসিত হওয়ার কারণ বুঝবার মতো একটা ফাঁক দেখতে পাচ্ছি।

    নন্দীগ্রামে সেই বছর যারা শহিদ হয়েছিলেন, খেজুরিতেও যারা মারা পড়েছিলেন, এমনকি সিপিএম-এরও যারা সেই সময় দলের প্রতি আনুগত্য দেখাতে গিয়ে জনরোষের আগুনে আত্মাহুতি দিয়েছিলেন, তাঁদের সকলের পক্ষ থেকেই এই চক্রান্তের পর্দা ফাঁস করা দরকার।

    ভুল করে ভুল স্বীকার করতে পারলে দোষ কেটে যায়। বামপন্থী আন্দোলনের শক্তি বৃদ্ধি পায়। ভুলটাকে আঁকড়ে ধরে রাখলে ভুলের আয়তন বেড়ে যায়! বামপন্থার সামর্থ্য কমতে থাকে।

    সিঙ্গুর নন্দীগ্রাম শুধু পশ্চিম বঙ্গ নয়, শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর শোষিত নিপীড়িত মানুষের কাছে গণসংগ্রামের একটা মাইলফলক। তাকে কালিমালিপ্ত করার বিরুদ্ধে সমস্ত বামপন্থী কর্মীদের সোচ্চার হতে হবে। সিপিএম কর্মীদের সামনেও এটা একটা সুযোগ, জনগণ এবং কর্পোরেটের মধ্য থেকে পক্ষ নির্বাচনের।

    https://sahomon.com/welcome/singlepost/why-is-cpim-so-elated-about-nandigram

     

  • dc | 122.174.82.168 | ০৪ এপ্রিল ২০২১ ২২:০২476680
  • সে তো আমি পাশ করে যাওয়ার পর আমার আর আমার ব্যাকরণ শিক্ষক, দুজনেরই ঘাম দিয়ে জ্বর ছেড়েছিল। কে যে বেশী খুশী হয়েছিল কে জানে। 

  • র২হ | 136.185.162.143 | ০৪ এপ্রিল ২০২১ ২১:৫৮476679
  • জটিল ব্যাপার। তবে ব্যাকরণ নিয়ে হাসি তামাশা করা উচিত না। প্রাচীন কালে একবার ব্যাকরণ শিক্ষককে নিয়ে পদ্য লিখেছিলাম বলে কাজু ভয়ানক রেগে গেছিল আমার ওপর। কাজু আসে না অনেক দিন।

  • S | 2405:8100:8000:5ca1::8f:5b6e | ০৪ এপ্রিল ২০২১ ২১:৫৭476678
  • হারিনি? 


    হরিনকে কাজল পড়ানোটা আজকাল অ্যানিমাল ব্রুটালিটির মধ্যে পড়বে।

  • dc | 122.174.82.168 | ০৪ এপ্রিল ২০২১ ২১:৫৬476677
  • বেশ তবে এলেবেলে সাহেবের জন্য এই গানটা হয়ে যাকঃ 


  • মীনাক্ষী | 2620:7:6001::104 | ০৪ এপ্রিল ২০২১ ২১:৫৫476676
  • মীনাক্ষী- মাছের মত সুন্দর চোখ যার।

  • b | 14.139.196.12 | ০৪ এপ্রিল ২০২১ ২১:৪৩476675
  • শুধু চঞ্চল কেন?  কালো হরিণচোখ ইত্যাদি। 

  • র২হ | 136.185.162.143 | ০৪ এপ্রিল ২০২১ ২১:৩৯476674
  • তবে আরেকটা কী যেন ফান্ডা আছে, হরিনের মত চঞ্চল চোখ; সেই হিসেবে হরিনের মত চোখও হয়।


    তাহলে মাছের চোখেরও কিছু একটা ভালো ব্যাপার খুঁজে পাওয়া যাবে হয়তো।

  • b | 14.139.196.12 | ০৪ এপ্রিল ২০২১ ২১:৩৬476673
  • ঐ হল। কাগবাসা বললে বুদ্ধদেব বসু ধুতি খুলে তাড়া করতেন সেই ভয়ে পাখির নীড় ইত্যাদির শাক।


    অভ্যু আজকাল বড় সোজা সোজা ধাঁধা দিচ্ছে। 

  • র২হ | 136.185.162.143 | ০৪ এপ্রিল ২০২১ ২১:৩৬476672
    • এলেবেলে | 202.142.96.152 | ০৪ এপ্রিল ২০২১ ২১:৩০476670
    • ... এণাক্ষী কি হরিণের মতো চোখ নাকি হরিণের চোখের মতো চোখ? ...

    হরিণের চোখের মতো চোখ।

  • kk | 97.91.195.43 | ০৪ এপ্রিল ২০২১ ২১:৩১476671
  • অভ্যু,
    সুকির লঙ্কার টইয়ে তোমার মন্তব্যের উত্তরে এখানে লিখছি (ঐ টইতে শুধু লেখার বিষয়ে বক্তব্য থাকাই ভালো )। রেসিপিটা দিয়েই দাও। মুর্গীর বদলে কিছু একটা টুর্গী আমি ঠিক জোগাড় করে ফেলবো।

  • এলেবেলে | 202.142.96.152 | ০৪ এপ্রিল ২০২১ ২১:৩০476670
  • ওফ, ডিসিজনাব লাজবাব। তা এণাক্ষী কি হরিণের মতো চোখ নাকি হরিণের চোখের মতো চোখ? কোই চতুরাননজি কো বুলাও।

  • দূ | 47.184.33.160 | ০৪ এপ্রিল ২০২১ ২১:২৮476669
  • পুলিশের টেপের বদলা সিবিআইয়ের টেপ - দুটো একেবারে সংবিধান, আচরণ বিধি না মানা দল দেশটাকে ব‍্য্আনানা বানিয়ে তুলেছে

  • নিও লেফট, উগো শাভেজ ও বাংলার মুলো | 198.7.58.79 | ০৪ এপ্রিল ২০২১ ২১:১৬476668
  • গৌতম ভটচাজের মুখোমুখি ব্রাত্য বসু


  • dc | 122.174.82.168 | ০৪ এপ্রিল ২০২১ ২১:১৬476667
  • মীনের মতো অক্ষি, মীনাক্ষি। কর্মধারয় সমাস। উদাহরণ মীনাক্ষি শেষাদ্রি। 

  • Abhyu | 47.39.151.164 | ০৪ এপ্রিল ২০২১ ২১:০৯476666
  • এইত্তো ঠিক বানান Mee আর kshi

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত