এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | 162.158.187.198 | ০৬ মে ২০২০ ২৩:০৭444456
  • মীটু যে কী ক্ষতিকর হয়েছে ভারতের মহিলাদের জন্য, সে কথা সেদিন একজন গ্রুপ থিয়েটারের মহিলার কথায় খানিকটা বোঝা গেল। এখন বাড়ির ক্ষমতাবানেরা "দেখেছিস, দ্যাখ শোন, ভালো করে শোন, ওখানে ওইসব হয়, ওখানে যেতে দেবো? ", বলে বহু ব্যাপারে আটকাচ্ছে মেয়েদের, বৌদের ও বোনেদের।
  • Atoz | 162.158.187.198 | ০৬ মে ২০২০ ২৩:০২444455
  • অথবা খাঁচায় ভরে রেখে কানের কাছে চব্বিশ ঘন্টা নামতা শোনানো হোক। ঃ-)
  • o | 162.158.62.238 | ০৬ মে ২০২০ ২২:৫৯444454
  • আরে হিউম্যান ইন্টার‍্যাকশন জিনিসটাই বালের। এটাকে এফিশিয়েন্ট করতে গেলে মেশিন লাগবে। অগমেন্টেড রিয়েলিটির মাধ্যমে ফ্রিডম ও সিকিউরিটি জিনিসদুটোকে ডিকাপল করার সময় এসে গেছে। লোকে নিজের নিজের ঘরে থেকে ভার্চুয়াল রিয়েলিটিতে আনলিমিটেড ফ্রিডম ভোগ করুক। কিন্তু একচুয়াল সোশ্যাল ইন্টার‍্যাকশন মনিটর করুক মেশিন। মানে ধরুন আমি আপনাকে তালের নাড়ু পাঠালুম। মেশিন ডিসাইড করবে সেটা একচুয়ালি আপনার কাছে যাবে কিনা।

    স্তালিন ফালিন দরকার, নইলে কি আর হবে এসব? ন্যাকা কবির দল বসেই আছে ইনএফিশিয়েন্ট হিউম্যান ইন্টার‍্যাকশনে ইমোশন মাখিয়ে পদ্য লেখার জন্য। আধুনিক সমাজে প্রেমকে গ্লোরিফাই করে কোবতে লিখলেই আন্টার্কটিকা পাঠিয়ে দেওয়া উচিত।

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 162.158.158.142 | ০৬ মে ২০২০ ২২:৫৮444453
  • it is like giving everything to a packer and mover, just because it packs and moves well and I need pack and move often. this is crazy.
    প্রাইভেসীর কনসেপ্ট কিছুই বদলায় নি, হ্যা মানুষ ধরুন নিজের শরীর দেখাতে লজ্জা পাছে কম, কিন্তু সেটা সামাজিক লিবারেশন এর ইচ্ছে বলে ধরতে হবে, সেটা কে আমি টরচার এর উদ্দেশ্যে ব্যবহার হতে দিতে পারি না। অ্যাকসেস এর কনসেপ্ট ও বদলায় নি, অ্যাকসেস বরাবরি ক্ষমতার হাতে, যেটা বদলেছে, সেটা নিয়ন্ত্রন এর ব্যাপকতা।

    বোধিসত্ত্ব দাশগুপ্ত
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 162.158.158.142 | ০৬ মে ২০২০ ২২:৪৪444452
  • গুগল কে ভরসা করবো কেনো, চোর সালা। ইট শুড বি ব্রোকেন।

    একজন ভালো খোঁজেন বলে আমার সব সম্পত্তি নিয়ে নিতে পারেন না, খুঁজতে সুবিধে হবার অজুহাতে ঃ-)))))

    বোধিসত্ত্ব দাশগুপ্ত
  • lcm | 172.68.141.111 | ০৬ মে ২০২০ ২২:৪৩444451
  • লিন্কন প্রজেক্ট - এদের উদ্দেশ্য ট্রাম্প-কে সরানো - এরা বলছে - We are Republicans, and we want Trump defeated
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 162.158.158.142 | ০৬ মে ২০২০ ২২:৪১444450
  • ও | ১৬২।১৫৮।৬২।১৫২ | ঃ

    ও, এসব আবার কি কথা। একেবারেই ভুল ভাল। রাষ্ট্রকে অ্যাকসেস দেবো মানে? বাল দেবো। রাষ্ট্র বদলালেও দেবো না। সে সব দিয়ে আমরা আগে অনেক বিপদে পড়েছি। আর মিটু রিভিলেশন কে কে এখন এফ আই আর এর আগের স্টেজ বলে ধরতে হবে, এ ছাড়া আমি প্রপার প্রসিকিউশন আর রাইট অফ ডিফেন্স কে কম্প্রোমাইজ করবো কেনো। ওয়াইন্স্টাইন কে বাঁচানো যায় নি, এদেরো অপরাধ থাকলে বাঁচানো র কথা না। একটা মেয়ে যদি জামা খুলে থাকে, সে প্রাইভেটলি খুলেছে, অথবা অভিযুক্ত কে প্রমান করতে হবে তার প্রাইভেসি সম্পর্কে মাথা ব্যাথা ছিল না। নইলে জেল হবে। এতে রাষ্ট্র র কাজ মূলত প্রসিকিউশন টা ঠিক ঠাক করা। ম্যাক্স ক্ষেত্র বিশেষে পিডোফেলিয়ার ক্ষেত্রে স্টুপ করতে পারে। তাও ম্যাজিস্ট্রেটের অনুমতি পেলে। ক্ষেত্র বিশেষ ইজ দ্য অনলি থিং উই হ্যাভ। স্পেসিফিসিটি একসেপশনালিজম না থাকলে জাস্টিস হয় না। বোধিসত্ত্ব দাশগুপ্ত
  • o | 162.158.62.152 | ০৬ মে ২০২০ ২২:১৫444449
  • ওসবে লাভ নেই। প্রাইভেসির কনসেপ্ট পুরো বদলে গেছে। প্রেম নামক হাজার বছরের পুরনো মডেলটা হাটিয়ে দিতে হবে। রাস্ট্রকে ফুল অ্যাকসেস দেওয়া হোক। জামাতিনের নভেলটার মত পার্টনার চুজ করবে সবাই। রাস্ট্রের অনুমতিতে সব ডকুমেন্টেড রেখে শোওয়া হোক। যেভাবে গুগল ইত্যাদির ওপর আমরা ভরসা রেখেছি, এক্ষেত্রেও তাই হোক। তারপর কমপ্লেন এলে রাস্ট্র দেখেশুনে ব্যবস্থা নেবে। আর রাস্ট্র কেম্ব্রিজ অ্যানালিটিকামার্কা কেস করলে মোমবাতি মিছিল ইত্যাদি বাওয়াল দেওয়া যাবে। এছাড়া কোন উপায় নেই। একমাত্র সঠিক অ্যালগোরিদমই আবালদের লাইনে আনতে পারে।

  • হুতোম | 162.158.158.126 | ০৬ মে ২০২০ ২১:৫৩444448
  • কারোর সাথে সেক্স করাতে সমস্যা নেই, কিন্তু তাকে ভালোবাসার আশ্বাস দিয়ে স্রেফ তার সাথে বারবার শারীরিক হতে চাওয়াতে সমস্যা আছে...

    দুজনের ইচ্ছেতে সেক্সচ্যাট করা নিয়ে সমস্যা নেই, কিন্তু পরবর্তী কালে সম্পর্ক খারাপ হলে সেক্স চ্যাটের স্ক্রিনশট পোস্ট করাতে সমস্যা আছে...

    নিজেদের ইচ্ছেতে নিজেদের ল্যাংটো ছবি পাঠানোতে সমস্যা নেই, কিন্তু সেই ছবি জাস্ট একজনের বিশ্বাসঘাতকতার কারণে পরে ভাইরাল হয়ে যাওয়াতে সমস্যা আছে। 

    নারী ও পুরুষ নির্বিশেষে চোদ্দ জনের সাথে শোয়াতে অসুবিধে নেই, কিন্তু একইসঙ্গে চোদ্দ জনের সাথে সম্পর্ক রেখে "ইটস মাই চয়েস" বলাতে অসুবিধে আছে....

    কাউকে দেখে কাম জেগে ওঠাতে সমস্যা নেই, কিন্তু সেটাকে কন্ট্রোল না করতে পেরে বাসে ট্রেনে নিজের নিম্নাঙ্গ বা স্তন একজনের গায়ে ইচ্ছে করে ঠেকানোতে অসুবিধে আছে....

    আমি কোনো পুরুষ বা নারীকে আলাদা করে খারাপ ভালো বলছি না, বরং সবাইকে এক ছাতার তলায় দাঁড় করিয়ে একটা কথা বলি, বয়স তো কম হলো না! প্রচুর প্রচুর ভুল করার পর এই বয়সে এসে এটুকু উপলব্ধি করেছি, 

    যৌনতা সুন্দর, প্রেম সুন্দর, কারোর শারীরিক সৌন্দর্যকে তার ইচ্ছেতে উপভোগ করাও সুন্দর কিন্তু সবকিছুর একটা আড়াল লাগে, একটা পর্দা লাগে....

    যে পর্দার ভেতর স্রেফ দুটো মানুষ থাকবে, কোনো হিডেন ক্যামেরা বা ফোনের ক্যামেরা নয়। একটা নেভা নেভা আলো থাকবে, একটা বন্ধ দরজা থাকবে, যে দরজার ওপার থেকে এপারের কোনো দৃশ্য কোনোদিন কেউ দেখতে পাবে না....

    খুব সহজ ভাষায় বলতে গেলে আমরা মানুষ, কুকুর তো নই। দুটো মানুষের ভেতর পর্দা থাকা দরকার, যে পর্দা সরে গেলে মানুষকে বড় কুৎসিত বিচ্ছিরি জঘন্য দেখায়....

    সম্পর্ক থাক, বা না থাক, সম্পর্ক ভেঙে গেলে একটা মানুষকে সম্মান করতে পারুন বা নাই পারুন, মানুষ হয়ে একজন মানুষের প্রতি ন্যূনতম সম্মানটুকু রাখা দরকার। অন্তত নিজেদের ভেতর প্রাইভেসি টুকু মেন্টেন করা দরকার....

    কিন্তু আসল প্রশ্ন হলো কজন এই প্রাইভেসি মেন্টেন করে! এমন দুটো সময় আসে প্রত্যেকের জীবনে, যখন নিজেকে কন্ট্রোল না করতে পারলে মানুষ আর মানুষ থাকে না, তার সমস্ত মনুষ্যত্ব হারায়ে ফেলে অতি ভয়ংকর কিছুতে পরিণত হয়, যাকে আটকানো যায় না....

    এক হলো, যখন সে অতিরিক্ত ভালোবেসেও ভালোবাসা পায় না, রিজেক্টেড হয়। আর দুই হলো, বারবার ঠকে গিয়ে নিজের ভেতর যখন প্রতিশোধ নেয়ার ভাবনা তৈরি করে ফেলে....

    তখন সে ভয়ংকর আত্ম অহংকারী হয়ে ওঠে, তার ঠিক ভুল বাস্তব অবাস্তব জ্ঞান থাকে না।

    সবচেয়ে দামি একটা কথা বলি! বিশ্বাস বড় অসুন্দর হয়, বড় ঠুনকো জিনিস, এই আছে এই নেই! মানুষ বড় সস্তা! আচ্ছা বুকে হাত রেখে বলুন তো, আপনি নিজেকে সম্পূর্ণ চিনতে পেরেছেন? 

    আজকের সিচুয়েশন দাঁড়িয়ে আপনি যেভাবে কথা বলেন, দুই বছর পর কি আপনার ভেতর কোনো পরিবর্তন আসবে না? খুব বকবক করা আপনি হয়তো শান্ত হয়ে যেতে পারেন, কিংবা খুব শান্তশিষ্ঠ থাকা আপনি হয়তো দারুণ বকবক করতে শিখে যাবেন, লোক হাসাতে শিখে যাবেন....

    মানুষ কোন অবস্থায় কিরকম রিয়াক্ট করবে কেউ জানে না! সে নিজেকেই ঠিক করে কোনোদিন চিনে উঠতে পারে না, তাহলে অন্য কাউকে চিনবে কিভাবে! আজীবনের মতো বিশ্বাস করবে কিভাবে!....

    নিজের গোপন থেকে গোপন কথা বলার পর ভরসা রাখবে কিভাবে যে কেউ সেটা পাব্লিক করবে না? নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি একজনের কাছে সুরক্ষিত কতদিন থাকবে সেটা অন্যজন জানবে কিভাবে!....

    এই এতকিছুর পরেও আমরা মানুষ, আমাদের বিশ্বাস করতে হয়, ভরসা রাখতে হয়, ঠকতেও জানতে হয়, ঠকাতেও জানতে হয়, অপমাম সইতেও জানতে হয়, অপমান করতেও শিখতে হয়....

    তবে ওইযে বলেছিলাম আড়াল! সেই আড়াল টা যতবেশি রাখবেন তত বেশি সুস্থ স্বাভাবিক থাকবেন, এবং ঠকে যাবেন না খুব সহজে...

    যত বেশি পর্দা সরাবেন, তত বেশি নগ্ন হবেন, প্রথমে আপনার পার্টনারের সামনে, তারপর বাইরের লোকের সামনে.....

    নগ্ন অবশ্যই হবেন কাছের মানুষের সামনে! কোনও ক্যামেরার সামনে নগ্ন হওয়াতে সৌন্দর্য নেই, বরং উৎশৃঙ্খলতা আছে, স্বেচ্ছাচারিতা আছে.....

    স্বাধীনতা সুন্দর, স্বেচ্ছাচারিতা নয়...

    নিজেদের মধ্যে নগ্ন ছবি আদান প্রদানের সময় একবার অন্তত ভাবুন, ভালোবাসার মানুষের সুরক্ষা নষ্ট করে দিচ্ছেন না তো কোনোভাবে!....

    নিজেও ভাবুন একবার, আজ যার সাথে সম্পর্ক আছে, কাল যদি সম্পর্ক নষ্ট হয়! তখন আপনার নগ্ন ছবি বা ভিডিও শেয়ার হয়ে ছড়িয়ে পড়বে না তো?

    আর যারা অন্য কারোর মুখ কেটে অন্য কারোর উলঙ্গ ছবিতে ব্যবহার করে, তাদের আমি মানুষের পর্যায়ে ফেলি না, কাজেই ওদের নিয়ে কোনো কথা বলছি না....

    যাকগে বাড়ি থাকুন, সেক্স করুন কিন্তু দুজনের ইচ্ছেতে, জোর করে নয়, সুস্থ থাকুন!....

  • S | 108.162.246.184 | ০৬ মে ২০২০ ২১:২৩444447
  • এটা তো রয়েইছে। আমি নিজে একটা ইন্টারভিউতে এক মেজর ফেমিনিস্ট (অন্তত তাঁর সিনেমাগুলো থেকে মনে হয়েছে) মেইনট্রিম অভিনেত্রীকে এরকম একটা ডিরগেটরি কমেন্ট করতে শুনেছি।
  • উল্টো মিটু | 172.69.134.50 | ০৬ মে ২০২০ ২১:২০444446
  • এসব ও ঘুরে বেড়াচ্ছে!
    ATTENTION PEOPLE !
    HERE'S A GIRLS ONLY VERSION OF " BOIS LOCKER ROOM " nobody's talking about.
    These girls objectify men , bodyshame them , share dick pics and other pictures without consent and pass on major derogatory comments.
    " If they dont reply u just consider them gay " such are the comments passed.
    Those boys from Delhi are criminals and these girls are too.
    When those group chats of " bois locker room" got exposed , it spread like wild fire.
    But why not in this case ?
    Every participant of that insta group was publicly called out and lynched but in this case no identities were revealed.

    Last day whenever I refreshed my feed , I saw every feminist bashing men and wrote stuff like " Men won't change ".
    Dear feminists , you think all girls are chaste and the direct descendants of Virgin Mary ?
    The whole society is perverted.
    IF YOU SUPPORT TRUE EQUALITY , CALL OUT EVERY BASTARD AND SPARE NONE.
  • S | 108.162.246.184 | ০৬ মে ২০২০ ২১:১৯444445
  • এটা বোধয় ইয়ার্কি মেরেছে। নইলে ছেলে তো বড় হয়ে ইম্যানসিপেশানের দাবী জানাবে। তাছাড়া বাবার যখন অত পয়সা।
  • Дж | ০৬ মে ২০২০ ২১:১৪444443
  • অ্যাবিউস তো মানসিক সমস্যা থেকে করে। ইনফিরিওরিটি কম্পলেক্স থেকে করে। নিজের হেরে যাওয়া মেনে নিতে না পেরে আক্রোশ থেকে করে। 

    বাড়ির শিক্ষাও ওরকমই পেয়েছে, তাই জানে ওটাই ক্রোধ আক্রোশ প্রকাশের রাস্তা। 

  • S | 108.162.246.184 | ০৬ মে ২০২০ ২১:১০444442
  • আমারও মনে হয়েছিল যে এইসব ব্যাপার এখন কমেছে। মানে সেক্স কি তাহলে এখনও অধরাই রয়ে গেল?
  • Дж | ০৬ মে ২০২০ ২১:১০444441
  • ও আচ্ছা। আমি বুঝতে পারি নি।

  • S | 108.162.246.184 | ০৬ মে ২০২০ ২১:০৯444440
  • আমি হুতোর পোস্টের প্রেক্ষিতে বলেছিলাম কথাটা।
  • আর ভাই | 172.69.134.50 | ০৬ মে ২০২০ ২১:০৯444439
  • এরা এত মুক্ত বলেই হয়ত এত কিছু।

    বা, এটা খুব বড়লোকদের ছেলেপুলের মধ্যে চালু ব্যাপার হয়ত তখনো ছিল, এখন সোশাল মিডিয়ার দৌলতে কিছু কম বড়লোকেরাও জড়াচ্ছে, এসব নিয়ে চর্চা করার সুযোগ বাড়ছে।

    তবে স্টার্ভড বলে বেশি হয় আগে মনে হত, এখন মনে হয় এক্সপোজড বেশি বলে।
  • Дж | ০৬ মে ২০২০ ২১:০৭444438
  • রগরগে কেন হবে?

    রগরগে হবার ভয়েই তো ভিক্টিমরা কমপ্লেইন করতে গিয়ে পিছিয়ে আসে। অ্যাবিউসের কেসকে রগরগে মনে করাটা যতদিন না কমবে, ততদিন এর সমাধান নেই।

    রেপসীন ওয়লা সিনেমা দেখতে যারা ভিড় করে সেক্স সীন এনজয় করতে, বা যারা দর্শক বাড়ানোর জন্য রগরগে দৃশ্য করে তোলে রেপসীনকে, তাদের এমপ্যাথি নেই, অ্যাপাথি আছে।

  • S | 108.162.246.184 | ০৬ মে ২০২০ ২০:৫৯444437
  • এসব নিয়ে মন্তব্য করা খুবই কঠিন। কখন যে ব্যাপারটা সীমারেখা ক্রস করে রগরগে গল্প হয়ে যাবে, সেটা বোঝা মুশকিল। ব্যক্তিগত অবজারভেশান লিখতে গেলে সেটা হওয়ার চান্স বড্ড বেশি।
  • @#$%^&* | 162.158.23.88 | ০৬ মে ২০২০ ২০:৩৫444436
  • হতো চিরকালই।
    গুরুতেই একটা গল্প শুনেছিলাম সরস্বতীপুজার প্রসাদ না কী বিতরনের সময় উৎকট নোংরামি নিয়ে, সে নব্বইয়ের দশকের গল্প। ঐসব পার্ভার্শন ছিলই।

    তবে আমার কেমন ধারনা ছিল আমরা তো একটু বুভুক্ষু প্রজন্ম, তখনো ছেলে মেয়েদের মেলামেশাতে কিছু বাধা কিছু ট্যাবু এইসব ছিল আবার ওদিকে এমটিভি কেবল ইত্যাদি; এখনকার ছেলেমেয়েরা হয়তো মুক্ত হাওয়ায় একটু অন্যরকম হবে।

    কীসের কী।
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 162.158.165.83 | ০৬ মে ২০২০ ২০:১১444435
  • আমাকে বড় মেসো বলে ডেকো। বড় দাদু বোলো না, পুঁটি র মা দুঃখ পাবেন
  • Дж | ০৬ মে ২০২০ ২০:০০444434
  • এমা! ছাগলদা এতো জুনিয়র?
    আই অ্যাম সরি।
    আর দা বলব না।
  • S | 162.158.107.96 | ০৬ মে ২০২০ ১৯:৫৫444433
  • ছাগলছানা তো তাহলে নেহাতই বাচ্চা। কিন্তু তার থেকেও বড় কথা হল যে ২০০৪এ মাধ্যমিক হলে তোমাদের কলেজকালে তো অনেককিছুই দেখে ফেলার কথা।
  • আরো মিটু | 162.158.166.58 | ০৬ মে ২০২০ ১৯:৪৩444432
  • এই ধরণের পোস্টে এখন ভরে যাচ্ছে৷ কী মানে করবেন করুন। সবার নাম ধাম দিয়েই আসছে। তাও নামগুলো সরিয়ে দেওয়া হল।
    এসব কি আগে হত না এখন এসব নিয়ে হইচই হয়?

    "হ্যাঁ,..।। যাদবপুর ইকোনমিকস পাস আউট। হ্যাঁ, আপনি যার কথা ভাবছেন, সে-ই। সেই বোদ্ধাই ইনি। আমারও ভাল বন্ধু ছিল। প্রথম ঘটনাটা জানার পর আমি যখন...কে হোয়াটস্যাপে র‍্যামপ্যান্ট খিস্তি করি, সে অনেকবার, অন্তত ১৫-২০ বার আমাকে ফোন করে, নিজেকে জাস্টিফাই করতে৷ ধরিনি, তারপরে আনফ্রেন্ড করে দেয়।

    ।।। এই দুটো বছর আমি সামনে থেকে দেখেছি। ও অত্যন্ত সাহসী তাই ফাইনালি এই ঘটনাগুলো সামনে এল। আরো অনেক ছোট ছোট ঘটনা বাদই গেল। জাস্ট এটুকুই বলার যে,...। নিজের ওরিয়েন্টেশন সম্পর্কে চিরকালই স্পষ্টবক্তা। তাতে কোন মদ খেয়ে চড় মারা পাবলিকের ইগো ফেটে চৌচির হয়ে গেলে বুঝতে হবে, সবটাই ফাঁপা, আদতে সে একটা পাতি পুরুষতান্ত্রিক শুয়োর।

    From

    TW : Physical Abuse, Consent Violation

    All the survivors sharing their share of betrayal, hurt, disgust and trauma have not only traumatised or angered me but have also triggered me to call out someone who holds quite a popular badge on social media for his political orientation and activities.

    *INCIDENT ONE*

    I met this person around two and a half years ago. We were engaged in a physical relationship that culminated oversensitive I don’t want to get into that because that is extremely personal and I would like to point out some specific incidents.

    On a certain November last year (probably 3rd), I was at Jheel Paar with my friends. He called me saying he wanted to meet, so I asked him to join us. By that time, a lot had happened between us which affected me emotionally and I decided to move on, a reason why I did not want to meet him alone. So he came and we all drank together. We had met after a long time and alcohol took upon us, making us going back to past memories and our growing distance. It is indeed a very personal conversation but I guess I just have to put forth certain incidents and experience because no matter how personal they are, they are abusive, they are politically incorrect and the people doing it are scums. So, he asked me if we could see each other to which I politely refused because I was moving on from all the pain and anxiety that I carried along with the relationship and I was seeing someone. We talked about what we did in those months of no contact and quite frankly, I told him about the men I engaged with, in that period of distance. It was very, very late and we had to leave. So we came out of jheelpar and I went ahead of him to meet my friends who were near the Suruchi canteen. I sat with them talking, when suddenly he calls me -
    "Ei akbar shon"
    I go to him and he slaps me hard and says,
    "How dare you sleep with four persons?"
    I am quoting him. I carry the trauma of his words and his slap with me, everyday, all the while. I couldn’t react. I couldn’t go up to him, and question why he raised his hands on me for my own personal choice. I wasn’t cheating on him because we weren’t involved in a relationship even. My friends asked him to leave but he did not. He stayed with me, like a leech, the entire night, despite my rejection, saying where would he go at such an odd hour (although I spoke to his friend and had arranged for his night stay) and that he had to stay and talk and explain and this entire time, he justified his action saying that that was the drunk him, the sober him would never do that.
    'Mod kheye erokom kore felechhi. Akhon nesha kete gachhe, ami ei obosthay thakle kortam naki! Tui ki korbi oboshhoi tor byapar, ami bolar ke?' and the like of justifications.
    He stayed till 8 in the morning with us, carrying no sign of guilt and assuming I have forgiven him for this because we were at the ledge when he came and dared to tickle me playfully. I was digusted. I was so disgusted that I couldn’t look him in the eye.

    It’s doubly difficult for me to overcome the trauma because he has always portrayed himself apparently as a sensitive guy who is a feminist. Well, you shouldn't trust anyone but you can't help but have faith on people like him to never raise questions on your choices or raise his hands for doing so because they carry with them a firm reassurance and a strong conviction of men who oppose the patriarchal society. Which again reminds me of his second wave of justification that 'Amra toh shobai patriarchal more or less, egulo akdiney jaay na'. Of course. But if practicing years of fight against gender injustice on social media and outside cannot take away your little urge to hit a woman because your male ego is hurt, what will? And, how?

    THAT IS...। FOR YOU.

    *INCIDENT TWO*

    I am extremely uncomfortable to bring out such personal details of my experience but I know, I have to. These scums are otherwise never identified, never questioned.

    We (me and Avik) went to Sillery Gaon last year, on January along with two of his friends. The trip and it's after effect led to the worsening of our relationship, which further led to complete pause on communication, which only resurfaced during Pujo around October and again on that blissful November evening. So, on our second night of stay in Sillery, he manipulated my consent and had sex with me. We had a big fight in the late afternoon and were not much on talking terms. In the evening, we drank alcohol. I remember, I had drunk so much that I fell down the stairs because I couldn’t keep my balance, on the way to dinner hall. After we came back to our rooms, we had a big fight again because of a nasty ruckus I had created ( which isn’t important here, so no point narrating). I lay on the bed and my vision was becoming blurry. I couldn’t move and I was falling asleep time to time. He came to the bed and pulled me and we had sex. I did not figure this out for a long time overlooking and wondering whether I am recalling the night properly or he might not need to ask for consent at all because we were sharing beds out of a similar interest. But I was drunk. I was extremely drunk and I did not say yes, and I remember, he had to fight his way a bit to make me have sex with him. How do I describe how difficult it is for me to write this as the image of that extremely cold night, that bed and his pulling me is playing over my head in a spin. I couldn't say No at that point. I failed in voicing because I prioritised his need. I don't know why. I don't really know. Well, that day, he ejaculated inside by accident. On next to next day, we arrived at Siliguri and I took an abortion pill which made me extremely sick for days, taking a toll on my mental condition. That was when things started worsening. He was never there for me. If he comes to me today saying he tried to confort me, he checked on me everyday even though he didn’t want to talk to me, I don’t know what I would do to him. Because being well aware of my mental being, if someone keeps on saying how he is trying to manage things up despite NOT wishing, literally all the time, everyday, he wasn’t doing me a favour. I had a great difficulty to overcome my physical and mental state, but I got by, with little help from my friends. Anyway, that led to our breach in contact and again on a November night when we met, he tried calculating how many men I had slept within the period of sickness, and raised his hands on me because he thought he could.
    I don’t want to go through this again. It is indeed very hard to see insensitive and morally corrupted people like Avik Kumar Mondal roaming around, preaching his political discourse against the fallacies of a patriarchal society. BJP is easier to identify than these people who are with us, within us, everyday on or off Facebook sharing social circles of the Progressive and the Left.

    (short note : carrying and practicing age old patriarchy and talking against it at the same time alongwith dreaming that the Left will oneday fight and oust the right is only a short cut to revolution. And a short cut to revolution is of no use)

    #metoo
  • ছাগলছানা | ০৬ মে ২০২০ ১৯:৩৫444431
  • "এই ধরণের বিকৃতি মোটেও আমাদের জেনারেশনে এইভাবে বুক ফুলিয়ে ছিলো না!"
    আমিও তাই ভাবতাম যতক্ষণ না আমার দিল্লী এবং জাট বান্ধবীদের কাছ থেকে শুনলাম এসব খুব ই কমন ওদের ওখানে চিরকাল ই. তারাও আমারি বয়েসী.

    (পুনশ্চ আমি 2004 এর মাধ্যমিক . রেফারেন্স হিসেবে)
  • এও হচ্ছে | 162.158.166.58 | ০৬ মে ২০২০ ১৯:৩২444430
  • A teenager from Gurugram in India died by suicide, late on May 4, after being accused by a girl of sexual assault. The police said on May 5 that the 14-year-old jumped from his house on the 11th floor of an apartment building. The suicide was witnessed by a close friend of the victim who lived in another building, reported Hindustan Times. The friend went to check on the teen but did not report the suicide.

    While the police did not find a suicide note, on further investigation, they did find messages in the boy’s phone from fellow students warning him of being questioned by the cops. As per reports, the girl posted that she was attacked by the deceased teen two years ago and “was tired of keeping it a secret”. She, then, proceeded to describe the incident that allegedly took place in the basement of her apartment complex. The officers said they will question the students—including the girl who posted and the other students who commented on the post.

    The #MeToo post of the girl came in the wake of the ‘bois locker room’ incident. The expose of the group chat made many other girls come forward with their own stories of sexual abuse. Meanwhile, some students have also started writing open letters to their educational administrative authorities asking for sex education and gender sensitisation programmes in schools to prevent further incidents like these.
  • de | 162.158.158.220 | ০৬ মে ২০২০ ১৮:৫৬444429
  • আপিসে যেতে শুরু করে গুরুর সময় পাই না -

    আমারো জমি কিনে অর্গ্যানিক ফার্মিং শুরু করার ইচ্ছে - তবে রিটায়ারমেন্টের পরে - ঃ-)

    আর পিছিয়ে পড়ে -

    বয়েজ লকার রুম নিয়ে ইন্স্টাগ্রামে অনেক দিন ধরেই টানাপোড়েন চলছে - আমি আমার মেয়ের থেকে শুনেছি -

    এই ধরণের বিকৃতি মোটেও আমাদের জেনারেশনে এইভাবে বুক ফুলিয়ে ছিলো না! আমি এদের ঠিকঠাক ডিটেক্ট করে বাবা-মা সহকারে কাউন্সেলিংয়ের পক্ষপাতী! আর মেয়েদের বাবা-মায়েদেরো অভিযোগ জানানো উচিত বলে মনে করি। এতো অবজেক্টিফিকেশন ছোটবেলা থেকে - আপব্রিংগিংয়েই প্রচুর গলদ!
  • Дж | ০৬ মে ২০২০ ১৮:২১444428
  • গোদরেজের ইস্কুলের বন্ধু (কেজি ওয়ান থেকে একসঙ্গে পড়েছে একই ক্লাসে একই সেকশনে) তাকে বহুবছর ধরে খুঁজছে। কীভাবে যোগাযোগ সম্ভব?

  • Дж | ০৬ মে ২০২০ ১৮:১৭444427
  • @dzh | 162.158.165.83 | ০৬ মে ২০২০ ১৮:১৩

    হ্যাঁ ইনিই।

    অসংখ্য ধন্যবাদ

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত