এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একলহমা | ০৮ মার্চ ২০২০ ১৫:০৭434101
  • Tapas Das | 172.69.135.15 | ০৮ মার্চ ২০২০ ১৪:৫১
    লিঙ্ক-টা পড়লাম। একমত। ধন্যবাদ।
  • তাপস | 162.158.167.117 | ০৮ মার্চ ২০২০ ১৫:০৩434100
  • সিপিএম হঠাৎ সমরেশ বসুকে ভাল লেখক বলে স্বীকৃতি দিচ্ছে নাকি! কী কাণ্ড মা।
  • PT | 162.158.159.77 | ০৮ মার্চ ২০২০ ১৪:৫৪434099
  • "মানে আপত্তিটা ঠিক কোথায়? **য়? মেয়েদের পিঠে লেখা **য়? রবীন্দ্রনাথের গানে **য়? মানে অন্যদের গানে হলে চলবে? ছেলেদের পিঠে হলে চলবে? **র বদলে চার অক্ষরের গালি হলে চলবে?"
    এর পরে (ক্ষমা করবেন) না জিগিয়ে পারলাম নাঃ
    বাড়ির লোকের সঙ্গে এই শব্দগুলো ব্যবহার করে কথা বার্তা চালাবেন? অতিথি এলে, "আয় বা আসুন **" বা আপিসে সকাল বেলা বসের সঙ্গে দেখা হলে, "শুভ সকাল **" (অথবা, "শুভ ** সকাল " কিংবা "**শুভ সকাল" ইত্যাদি) চালাবেন তো?

    অন্ধকার রায় নিশ্চয় তার বাবা-মা-বৌ-ছেলে-মেয়ে-মুদি-ধোপা-কাজেরমাসী সকলের সঙ্গে অনায়াসে এই সব শব্দ ব্যবহার করে কথা বলে? অন্ততঃ যে ছেলে-মেয়েরা বুকে-পিঠে এই শব্দ লিখেছে অনায়াসে তারাও তাদের বাবা-মা-ভাই-বোন-্মুদি-ধোপা-কাজেরদিদি সকলের সঙ্গেই অনায়াসে এই সব শব্দ ব্যবহার করে নিত্যদিন?

    যারা রবীন্দ্রনাথের originality রক্ষাকে প্রায় পূজো করার সমতূল্য ভাবে তারা হঠাৎ অন্ধকার রায়ের মত ভবিষ্যতের এক রবীন্দ্রতুল্য (নাহোক অন্ততঃ সমরেশ বসু) লেখককে ডিফেন্ড করতে শুরু করল কেন?
  • pi | 172.69.134.56 | ০৮ মার্চ ২০২০ ১৪:৫১434098
  • হুম্ম, কয়েকটা কারণ মিলে গেল, অনুমানের সংগ্র। এদেশেও তাই। এবং এগুলোর অনেকগুলিরই বদলানো মেয়েদের নিজেদের হাতে।
    সিলেবাস আলাদা, এটা কী ব্যাপার?
  • Tapas Das | ০৮ মার্চ ২০২০ ১৪:৫১434097
  • "বিরক্তি আর অস্বস্তিটা মনে আসছে, তা প্রকাশ করা যাচ্ছেনা দেখলাম।
    দু:খিত।"

    কবি বিমলকৃ্ষ্ণ মতিলাল একেই ইনএফেবল বলে বর্ণনা করেছেন।

    কিন্তু ফাজলামো করতে আসিনি। সৈকত বন্দ্যোর টাটকা লেখা, রোদ্দুর নিয়ে, খোলা পিঠ নিয়ে দিতে এসেছিলুম।

    https://bengali.indianexpress.com/literature/rabindra-bharati-roddur-roy-freedom-of-expression-whataboutery-democracy-199855/

    টাটা
  • pi | 172.69.134.56 | ০৮ মার্চ ২০২০ ১৪:৪৫434096
  • কোথা থেকে শেয়ার করেছি মানে?
  • ন্যাড়া | ০৮ মার্চ ২০২০ ১৪:৪০434095
  • "সব গুলো পড়ে জানাতে পারব।"

    @অর্জুনবাবু - এইগুলো পড়ে ঠিক কী জানাতে পারবেন, সে বিষয়ে উৎকণ্ঠা রইল। প্রসঙ্গতঃ ইন্দিরা দেবীর বইটা ঠিক 'পড়ার' নয়, রেফারেন্স মতন।
  • সে | 162.158.150.21 | ০৮ মার্চ ২০২০ ১৪:৪০434094
  • "

    • pi | 172.69.135.105 | ০৮ মার্চ ২০২০ ০৮:৫০434076
    • "মেয়েরা এমন বিষয় নিয়ে পড়ে যেসব ক্ষেত্রে পাশ করে বেরিয়ে চাকরি নেই বা থাকলেও মাইনে খুব কম।"

      এটা কেন হয়?"

    প্রচুর স্টাডি হয়েছে সাইকোলজি এবং সমাজতাত্বিক।

    মেয়েরা একটু হালকা বিষয় পড়তে চায়। তারা মেনে নিয়েছে তাদের বুদ্ধি কম।

    বাড়ির লোকের সাপোর্ট পায় না। মেন্টাল সাপোর্ট।

    গ্রামের দিকে মেয়েদের সিলেবাস ইস্কুলে অন্যরকম।

    মেয়েরা অনেকেই মনে করে তারা সংসারে প্রধান আয় করা মানুষ হিসেবে কোনওদিনও থাকতে পারবে না। 

    ভয়। সেল্ফ এস্টিম কম। এর জন্য পারিপার্শ্বিক দায়ি, মানসিকতা একদিনে তৈরি হয় না।

    সাজগোজে বেশি মন দেয়, পয়সাওয়ালা স্বপ্নের রাজপুত্তুরের কথাও ভাবে।

    ইত্যাদি।

  • অপু | 172.69.134.14 | ০৮ মার্চ ২০২০ ১৪:৪০434093
  • সরি সরি পলিটিক্যালি ইনকারেক্ট।

    রিফ্রেজ করছি " কোথা থেকে শেয়ার করেছো?'
  • সে | 162.158.150.131 | ০৮ মার্চ ২০২০ ১৪:৩২434092
  • “ এবার গোটা সমস্যাটাকে স্রেফ হেলথ ইনসিওরেন্সের প্রিমিয়াম অতএব নারীর বঞ্চনা এই বাঁধা গতে নিয়ে যাওয়া, ভীষণ আপত্তিকর। যদি কেউ নারী বেশি প্রিমিয়াম দেন, যদি দেন, বেশি দিন বাঁচাটা যে একটা প্রিভিলেজ, সেটা আগে ভাবুন।” — বুঝি নি। যুক্তি নেই।
  • pi | 172.69.135.15 | ০৮ মার্চ ২০২০ ১৪:২৯434091
  • ব্রতীনদা, টুকেছি মানে ?
  • T | 141.101.99.94 | ০৮ মার্চ ২০২০ ১৪:২৪434090
  • এহ আজ খাসির মাংস খেলে হ'ত। মনে পড়ে গ্যালো।
  • o | 108.162.219.7 | ০৮ মার্চ ২০২০ ১৪:২৩434089
  • দশটি বিধান মেনে চলুনঃ

    ১) সবসময় বুকপকেটে একটি সংক্ষিপ্ত গীতাঞ্জলি রাখুন। গুরুত্বপূর্ণ কাজে বেরোনোর আগে ওটাকে প্রণাম করুন।
    ২) প্যান্টের পকেটে একটি ছোট রবীন্দ্রনাথ রাখুন। বান্টুতে দাড়ির খোঁচা লাগলে মজবুত চাড্ডি পরুন।
    ৩) হাতের লেখা খারাপ হলে উদ্বেল হবেন না। গুরুদেব ওতেই নোবেল পেয়েছিলেন। তবে পেন নিয়ে হিজিবিজি কাটাকুটি করবেন না। ডুডুল আঁকুন।
    ৪) প্রাক্তন প্রেমিক/প্রেমিকার সঙ্গে মোলাকাত হলে ঘেমেনেয়ে একশা হয়ে হাকুলিবিকুলি করবেন না। গুরুদেবের বাণী স্মরণ করুন।
    ৫) দাম্পত্য আলাপ করার সময় হাতে রিমোট রাখুন। ঝগড়া হলে নীল আলোর বোতাম টিপুন, প্রেম জাগলে লাল।
    ৬) সঞ্চয়িতার কিছু কিছু কবিতায় গুরুদেবের ইন্টুমিন্টুর প্রতি আগ্রহ দেখা যায় (উদাঃ 'স্তন')। সেজন্য আমাদের কাছ থেকে সংস্কারি সঞ্চয়িতা কিনুন। নো ইন্টুমিন্টু।
    ৭) বাড়ির নাম চয়েস করুন সংস্কারি সঞ্চয়িতা থেকে। বুকক্রিকেট খেলার মত যেকোন একটা কবিতার নাম বের করলেই হবে।
    ৮) ইচ্ছেমত লোকজন, জিনিসপত্রের নাম বদলে দিন। গিন্নির নাম দিন আকাশবাণী, হুইটস্টোন ব্রিজের নাম দিন জোড়াসাঁকো ও পিএইচডি থিসিসের নাম দিন শেষের কবিতা।
    ৯) ম্যাগনিফাইয়িং গ্লাস দিয়ে রোজ ধুতি ও শাড়ী চেক করুন। ময়লা থাকলে রেওয়াজ বন্ধ।
    ১০) খোকাখুকি পায়ে চটি পরে রবীন্দ্রসংগীত গাইলে থাপ্পড় মেরে দাঁত ফেলে দিন।

    বি.দ্র. রঞ্জন বাঁড়ুজ্জে ও রোদ্দূর রায় থেকে দূরে থাকুন। নইলে হুলো কেস হয়ে যেতে পারে।

  • সে | 162.158.150.21 | ০৮ মার্চ ২০২০ ১৪:২১434088
  • aranya | 108.162.219.209 | ০৮ মার্চ ২০২০ ০৬:৪৩

    একদম ঠিক, কিন্তু মেয়েরা মস্তিষ্ক প্রক্ষালিত। মনে করে এটা নাকি প্রিভিলেজ।

    বুঝুন।

  • S | 162.158.106.71 | ০৮ মার্চ ২০২০ ১৪:২০434087
  • কপিরাইট।
  • sm | 141.101.69.100 | ০৮ মার্চ ২০২০ ১৪:১৭434086
  • আবার সেই এক পুনরাবৃত্তি।রোদ্দুর রায় স্বরচিত একটি গান লিখে সুর দিয়ে জনপ্রিয় হোন না কেন?
    ফালতু আগডুম বাগডুম যুক্তি পেশ হচ্ছে।
  • T | 141.101.99.184 | ০৮ মার্চ ২০২০ ১৪:০৬434085
  • ললিতলবংগলতাসুলভনেকুপুষুয়াতুপুতুপনা

    এই একটা শব্দ সক্কাল সক্কাল নিমের পাঁচন সমেত একশো আটবার বলালেই কাফি। এরকম অন্ধকারে চৌরাশিটা ইত্যাদি দাওয়াই না দিলে হবে না।
  • অপু | 162.158.167.117 | ০৮ মার্চ ২০২০ ১৪:০০434084
  • পাই এটা কোথা থেকে টোকা? উনি বেশ ভালো লিখেছেন :))))
  • একলহমা | ০৮ মার্চ ২০২০ ১২:৫৯434083
  • pi | 162.158.165.197 | ০৮ মার্চ ২০২০ ১২:৪৬

    যা বলেছেন। আর নেওয়া যাচ্ছে না। কি রকম গা বমি বমি করছে।
  • Nabanita | 162.158.227.55 | ০৮ মার্চ ২০২০ ১২:৫৫434082
  • মডারেট ভোটারের ভয়টা পুরোপুরি eye wash, establishment Democrat দের বার্নি বিরোধীতার কারণ establishment এর টাকা। বহুদিন আমেরিকার motto ছিল super pacs না হলে election জেতা যায় না, সেই ভাবনার মূল ধরে বার্নি টান দিয়েছেন। সাধারণ মানুষ যদি rule maker হয়ে যায় establishment এর অন্যায়গুলো কী করে হবে?

    Joe Biden এর বিরুদ্ধে Hunter Biden, underage কে টাচ করা ইত্যাদি তাস already Trump এর হাতে আছে। Biden এর পক্ষে জেতা almost impossible। বার্নি অল্প বয়সি ভোটারদের উদ্বুদ্ধ করতে পারেন, তারা আবার বিজ্ঞানের পক্ষে, ফলে সব ধর্মীয় ও conservative establishment বার্নির বিরুদ্ধে। এই জোচ্চুরির ফলে ডেমোক্রেটিক পার্টি আগের বারও হেরেছে। এবারেও সেই দিকেই যাচ্ছে ওরা। তবে ওবামার নাক গলানোতে অবাক হয়েছি- মানুষটিকে বড্ড শ্রদ্ধা করতাম।
  • S | 162.158.106.71 | ০৮ মার্চ ২০২০ ১২:৫০434081
  • "ললিতলবংগলতাসুলভনেকুপুষুয়াতুপুতুপনা"

    এইটাই কি বাংলা ভাষার সবথেকে বড় শব্দ?
  • S | 162.158.106.71 | ০৮ মার্চ ২০২০ ১২:৪৬434080
  • তাছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী কিসব বলেছিলেন না রবিঠাকুর সেক্ষকবি গান্ধিজী আর ফলের রস নিয়ে? সেসব কথায় বঙ্গ সমস্কিতি একেবারে ঝরে ঝরে পড়ছে।
  • pi | 162.158.165.197 | ০৮ মার্চ ২০২০ ১২:৪৬434079
  • মানে সিরিয়াসলি বলছি, ধুতিপঞ্জাবি পরে শাড়ি পরে ফুলবেলী চাপিয়ে বাবুবাবুসখীসখীভাব না করে রবীন্দ্রসংগীত গাওয়া যায়না, এসব বালের অভিজাত অনুষংগ গানের জন্য অপরিহার্য হলে তাকে রবীন্দ্রন্যাকামি বলে। আর এসব পড়ে যে কথা মুখে আসছে, পড়লে অনেকেরই খারাপ লাগবে। এসব শব্দ খুব কমই ব্যবহার করেছি, পাব্লিক স্পেসে তো আরোই না, কিন্তু ভেবে দেখলাম এই পরের পর পোস্টে গান গাওয়া, তার বিশুদ্ধতা নিয়ে ললিতলবংগলতাসুলভনেকুপুষুয়াতুপুতুপনা পড়ে পড়ে আর নানাবিধ ফতোয়া প্রদান দেখে যা মনে আসছে, তা একদম এই অপশব্দ সহ এই বাক্যটিই, কিন্তু এসব আমাদের বলা বারণ।
    বলতে ইচ্ছে করছে, গান ব্যাপারটা আপনারা বাল বোঝেন। গানে স্বত:স্ফূর্ততা, তার আনন্দ, শিল্পী আর শ্রোতার স্বাধীনতা, শিল্পী আর শ্রোতার মধ্যে যোগাযোগের সেতু, আর সবথেকে বড় কথা ভাললাগা না লাগা, পছন্দ অপছন্দ, গায়বভংি শৈলী যে অত্যন্তমাত্রায় আপেক্ষিক ও ব্যক্তিবিশেষে বদলে যেতে পারে, সেই রিলেটিভিটি আর সাব্জেক্টিভিটিকে যাঁ্রা পুরোমাত্রায় অস্বীকার করেন ( ভাল করে ভেবে দেখুন, কারুর রোদ্দুর রায় কেন খারাপ লাগে, ভাল লাগতেই হবে, এমন কোন বন্দুক কিন্তু ঠেকানো হচ্ছেনা, কিন্তু উল্টোটা হচ্ছে), তাঁ্রা সত্যি...

    সরি। গানটা আপনারা বোঝেন না বললে, যে বিরক্তি আর অস্বস্তিটা মনে আসছে, তা প্রকাশ করা যাচ্ছেনা দেখলাম।
    দু:খিত।
  • S | 162.158.106.71 | ০৮ মার্চ ২০২০ ১২:৪৪434078
  • সেকি? দিদি রাজত্ব করছেন। কথান্জলীর জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে ডিলিট দিলো। দুদিন পর দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী হবেন, যিনি মনে করেন গরুর দুধে সোনা থাকে। তারপরেও বঙ্গদেশ নিয়ে এত গব্ব?
  • অর্জুন | 162.158.227.55 | ০৮ মার্চ ২০২০ ১২:৩৪434077
  • 'আমার তো মানে হয় প্রথমটা ছিল বলেই আজ বঙ্গ সংস্কৃতি বলে আর কিছু আর রইলো না।' ভাগ্যিস 

    সেই জন্যেই বাংলা উত্তর প্রদেশ হয়ে যায়নি এখনো। 

  • o | 162.158.63.19 | ০৮ মার্চ ২০২০ ১২:৩৩434076
  • সকালে উঠে রোজ এক গেলাস নিমপাতার রস খান। গুরুদেব খেতেন।
  • অর্জুন | 162.158.227.55 | ০৮ মার্চ ২০২০ ১২:৩২434075
  •  @ন্যাড়া বাবু, ক্লাস ইলেভেন, টুয়েলভে বেনু বাবু নামে একজনের কাছে বাংলা পড়তাম। অসম্ভব ভাল শিক্ষক। ওঁর পাণ্ডিত্যে আমরা মুগ্ধ ছিলাম। রবীন্দ্র স্বরলিপি সম্পর্কে বেনু বাবু এ কথা বলেছিলেন। 

    আপনি এ বিষয়ে আমার চাইতে নিঃসন্দেহে ভাল জানবেন। এ বছর বইমেলায় টেগোর রিসার্চ ইন্সটিটিউট থেকে ১৯৮৫ র 'দীনেন্দ্র শতবার্ষিকী গ্রন্থ' কিনলাম। সেখানে পঙ্কজ মল্লিকের 'দিনেন্দ্রনাথের সঙ্গীত শিক্ষণ পদ্ধতি' ও নরেন মিত্রের 'রবীন্দ্রসংগীত সংরক্ষণে দিনেন্দ্রনাথের ভূমিকা ' দুটি প্রবন্ধ আছে।  

    এছাড়া আছে ইন্দিরা দেবী চৌধুরানীর বিখ্যাত বই 'রবীন্দ্র সংগীতে ত্রিবেণী সঙ্গম' । 

    সব গুলো পড়ে জানাতে পারব। 

    @এলেবেলে'ও কন্ট্রিবিউট করুন। 

    'তারপরে আস্তে আস্তে বিশ্বভারতী ও সঙ্গীত বোর্ডের কল্যাণে রবীন্দ্রসঙ্গীত নিয়মের অচলায়তনে ঢুকে দমবন্ধ হয়ে মারা গেল।' ঠিক। একটা সময় মিডিওক্রিটিরা মেজরিটি হয়ে যায় তখন এই অবস্থা হয়। কিন্তু ব্যাপার হল সুচিত্রা মিত্রের মত মানুষও এর প্রতিবাদ করেননি। 

  • এলেবেলে | 162.158.227.55 | ০৮ মার্চ ২০২০ ১২:৩০434074
  • এই মাইরি অর্জুনকে নিয়ে আর পারা যাচ্ছে না! এ লোকটার এত পিসি-কাকা-ঠাকুমা-দিদা-জেঠু এবং সবাই অসম্ভব রকমের অভিজাত যে গা থেকে কিছুতেই আভিজাত্যের বদগন্ধ তাড়াতে পারছে না। লিখেছে তো 'বাল' আর 'বাঁড়া'। একটা ছেলের বুকে, অন্যটা মেয়ের পিঠে। তাতেই সঙোস্কিতি ধসে পড়ল? আসলে ওটা ধসে পড়াই ছিল, ধরতে পারেন্নিকো। 

    আমি যে শহরে থাকি সেখানে এই নিরীহ শব্দদুটো লোকে কথার মাত্রা হিসেবে ব্যাভার করে। কলকাতাতেও করে। তাও এত হায় হায়!

    অঞ্জন দত্তের ছেলে যখন পাগলা হাওয়ার বাদল দিনে গানটায় উল্লাল্লা জুড়েছিল, তখন সেটা ইনোভেশন আর এটা বিকৃতি? মানে আপত্তিটা ঠিক কোথায়? বাঁড়ায়? মেয়েদের পিঠে লেখা বাঁড়ায়? রবীন্দ্রনাথের গানে বাঁড়ায়? মানে অন্যদের গানে হলে চলবে? ছেলেদের পিঠে হলে চলবে? বাঁড়ার বদলে চার অক্ষরের গালি হলে চলবে? 

    এত সংরক্ষণ কেন? এসব গিমিকে রবীন্দ্রগানের বালও ছেঁড়া যাবে না। অন্তত রবীন্দ্রপ্রেমীরা তাই বিশ্বাস করেন। 

    সরি, মানে যাঁরা এলেবেলের লেখায় এসব 'অপশব্দ অ্যাদ্দিন দেখেননি, তাঁদের কাছে আগাম মাফ চেয়ে নিলাম।

  • pi | 162.158.167.193 | ০৮ মার্চ ২০২০ ১২:২৭434073
  • সত্যি বলছি আমারো হুতোর মত রোদ্দুর রায়ের অনেক গানই পোষায় নি। কিন্তু এই যা সব মরাল মেসোজেঠুদের ছড়ি ঘোরানো দেখছি, মনে হচ্ছে আর কিছু না, শুধু এইসব পাব্লিকের জন্য রোদ্দুর রায়ই ট্রিটমেন্ট। অন্য কিছুতে হবেনা।
  • dc | 162.158.167.117 | ০৮ মার্চ ২০২০ ১২:১৭434072
  • প্যারোডি না হলেই বা কি? কেউ তার নিজের ইচ্ছে মতো গেয়েছে বা লিখেছে। সেটা সাহিত্য না হতে পারে, প্যারোডি না হতে পারে, কোন কিছুই না হতে পারে। তাতে কি হয়েছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত