এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • siki | ০৩ এপ্রিল ২০১২ ২১:০২ | 122.177.58.73
  • আরে সেই যে, হ্যান করুন ত্যান করুন অনেক কিছু জিজ্ঞেস করার পর জানা গেছিল ভদ্রলোক আসলে প্লাগটাই সকেটে লাগান নি।

    এটা কম্পিউটার, রেডিও, মিউজিক সিস্টেম, ফ্রিজ এ রকম অনেক নামে চলে।
  • kc | ০৩ এপ্রিল ২০১২ ২০:৫৯ | 178.61.96.29
  • আমিও জানিনা কলসেন্টারের জোকটা। এমনিতেই গেটেড কম্যুনিটিতে অনেকদিন জোক শুনিনি। ক্ষেউ লিখে দেবে? সিকি?
  • ppn | ০৩ এপ্রিল ২০১২ ২০:৫৬ | 112.133.206.22
  • কলসেন্টারের জোকটা সত্যি জানি না। কেউ লিখে দেবে?
  • Tim | ০৩ এপ্রিল ২০১২ ২০:৪৯ | 198.82.22.95
  • বুঝেছি। ঃ-)
  • siki | ০৩ এপ্রিল ২০১২ ২০:২৫ | 122.177.58.73
  • আর কাল (মানে আমার হিসেবে আজ সকালে) যে পোস্ট করেছি, তার গোড়াতেই লিখে দিয়েছিলাম, "শ্রমিক মৌমাছি হিসেবে কিছু কথা বলতে চাই। নিতান্তই নিজস্ব। গুরুর বক্তব্য নয়। আমি এডিটোরিয়াল বোর্ডে নেই, পাতি পাঠক।'
  • siki | ০৩ এপ্রিল ২০১২ ২০:২২ | 122.177.58.73
  • টিম, ঠিক তা নয়।

    আমি অ্যাডমিন হিসেবে বলি নি। নতুন গুরুর কাজ কিছুটা করেছি, সেই হিসেবে জানি। টেকনিকাল সাপোর্টের জনতা হিসেবে জানি।

    এ ছাড়া অফলাইনে কিছুকিঞ্চিত আলোচনা হয়েছে সম্পাদকের সাথে। সেই বেসিসে লেখা।
  • Tim | ০৩ এপ্রিল ২০১২ ২০:০৯ | 98.249.6.161
  • সিকির জন্যঃ
    আরেকটু কিলিয়ার করে জিগাই। তোর দুটো পোস্টে লিখেছিলি যে --কোনো সাইটের থেকেই সবটা নেবোনা, কিছু জিনিস নেবো, কিছু জিনিস আগের মতই থাকবে ইত্যাদি। কোট করছিনা কিন্তু মোটামুটি এরকমই কিছু একটা বলেছিলি মনে হয়। তো আমার প্রশ্নটা হলো (তুইই লিখেছিস) দিনের শেষে তো এটা অ্যাডমিন ডিসাইড করে। তুই কি সেইখান থেকে কথাটা বললি? না এমনি ইউজার হিসেবে পছন্দ অপছন্দ জানালি, আমার বুঝতে ভুল হলো?
  • Tim | ০৩ এপ্রিল ২০১২ ১৯:৪৮ | 98.249.6.161
  • ""সিকি কি সম্পাদকের মত জানাচ্ছে, না অ্যাডমিন হিসেবে এগুলো বলছে? ইউজার হিসেবে যে নয় সেটা বুঝতে পারছি, কারণ ইউজার তো ডিসিশন নেয়না, স্রেফ মতামত জানায়। জাস্ট কৌতূহল।""
  • Tim | ০৩ এপ্রিল ২০১২ ১৯:৪৮ | 98.249.6.161
  • কালকে টইতে তোর করা দুটো পোস্ট প্রসঙ্গে ....
  • siki | ০৩ এপ্রিল ২০১২ ১৯:৪৩ | 141.0.10.63
  • timi, mobile-e achhi. Tuke de.
  • pinaki | ০৩ এপ্রিল ২০১২ ১৯:২৯ | 122.164.113.198
  • মিঠুদির নাম্বার আমার কাছে নেই। ব্রতীন, মেল করে দাও পারলে।
  • bratin | ০৩ এপ্রিল ২০১২ ১৯:২৭ | 112.79.36.19
  • সইকত কে মিঠু র নাম্বারে পাবে
  • pi | ০৩ এপ্রিল ২০১২ ১৯:২৪ | 137.187.241.4
  • ডিসেগ্রির কিছু নেই তো। তোমার আর আমার সেই পোস্টের কনটেন্ট বোধহয় একই ঃ)

    তবে আরেকটা পোস্ট কাল লিখেও কাটিয়ে দিয়েছিলাম। করেই দি।
    সবাই তাদের খারাপ লাগা ইত্যাদি এত স্ট্রংলি এক্সপ্রেস করে। আমি বা বাদ থাকি কেন।
  • Tim | ০৩ এপ্রিল ২০১২ ১৯:২৩ | 98.249.6.161
  • ঠিক আছে। লেট আস এগ্রি টু ডিসেগ্রি। ঃ-)
  • kumu | ০৩ এপ্রিল ২০১২ ১৯:২২ | 122.160.159.184
  • শ্রাবণীর গোলমরিচ নেব বইকি,কিন্তু নেত্যর গোলমরিচ চাইনা,বাচ্চা মেয়েটা তার সংসারের জন্য এনেচে।

    আমাকে সবাই কী-ই ভাবে, অ্যাঁ?পাঁচফোড়ন তো গোলমার্কেটেই পাওয়া যায়,কিনেও মিশিয়ে নেয়া যায়,এইটুকু কি আর জানি না।
    কিন্তু নেতুকে আনতে বলেচি,নেতুই আনবে।ক্ষ্যানো আনবে না?ভুলে গেলেই হলো?
  • pi | ০৩ এপ্রিল ২০১২ ১৯:২১ | 137.187.241.4
  • ওটা তোমার ঐ রেড কার্পেট নিয়ে ইয়ার্কির উত্তরে ইয়ার্কি ছিল। এবার আমিও বোর হচ্ছি।
  • Tim | ০৩ এপ্রিল ২০১২ ১৯:২০ | 98.249.6.161
  • পাইকে,

    আমি কোন অসুবিধে ফেস করিনি। লোকজনকে অচেনা লাগতো, ওয়েলকামিং হবে কিনা জানতাম না সবই ঠিক আছে। যে দ্রুততায় অর্কুট-ফেসবুক বুঝেছি, গুরুর হালচাল বুঝতে তার চেয়ে সামান্য বেশি সময় লেগেছে স্বীকার করি। কিন্তু এও মনে করি যে যথেষ্ট দরকার ছিলো বলেই সেই সময়টা দিতে পেরেছিলাম। ঐ ইচ্ছে ও সময়টা না থাকলে, বা অন্যত্র লেখার অপশন থাকলে কেউ সেটা করবেনা। এখানে শাশুড়িসুলভ যুক্তি কোথায় পেলে?
    চূড়ান্ত বোর হচ্ছি এবার।

    সিকি কি আসেপাশে আছে? তাহলে প্রশ্নটা আবার টুকে দেবো এখানে।
  • Lama | ০৩ এপ্রিল ২০১২ ১৯:১১ | 117.194.228.206
  • সৈকতের কি হল আবার? অনেক পাতা পিছিয়ে পড়েও মিঠুর পোস্ট খুঁজে পেলাম না।

    আমাকেও দিও নাম্বারটা- shankhakarbhowmik অ্যাট জিমেল ডট কম
  • aka | ০৩ এপ্রিল ২০১২ ১৮:৫৭ | 168.26.215.13
  • সৈকতের নাম্বারটা আমাকে মেইল করবে?

    a r j o b h a t t a @gmail.com
  • pinaki | ০৩ এপ্রিল ২০১২ ১৮:৪৬ | 122.164.113.198
  • মিঠুদি, সৈকতদার খবরটা পেলাম। কি আর বলব! খারাপ লাগল খুব। কলকাতার কি কোনো নাম্বারে সৈকতদাকে ধরা যাবে? সম্ভব হলে সেটা কি [email protected] এ মেল করে দিতে পারবে?
  • Bratin | ০৩ এপ্রিল ২০১২ ১৮:১৯ | 122.248.183.1
  • টাটা ফোটন জাস্ট টু গুড। রণে,বনে ,ট্রেনে....
  • Netai | ০৩ এপ্রিল ২০১২ ১৮:১৮ | 121.241.98.225
  • দময়ন্তি সেনের প্রমোশন হচ্ছে। এখন উনি সম্ভবত ব্যারাকপুরের পুলিশ ট্রেনিং সেন্টারের ডিআইজি হবেন।
  • Ben Arfa | ০৩ এপ্রিল ২০১২ ১৮:১৭ | 121.241.218.132
  • আপিসের ল্যাপি। অনেক মেহন্নত করে ডুয়াল বুটের পারমিশন পেয়েছি। নইলে জানলা ছাড়া কাউকে কিসু দেয় না। তায় লোটাস নোটস বসাতে বেশ খাটতে হয়েছে। এখন আর পাল্টাবো না।

    তবে সিস্টেমসের লোকগুলোর সাথে কথা বলেছি - জানলা পার্টিশনটা যদি উড়িয়ে দেওয়া যায় (মানে পলিসিগত দিক থেকে অসুবিধা না থাকলে) সেই খালি জায়গাটাতে বসানো যেতে পারে।
  • sinfaut | ০৩ এপ্রিল ২০১২ ১৮:১৪ | 121.241.218.132
  • এ বাবা! জিনোম ৩ নিয়ে খারাপ খারাপ কথা শুনলাম। ইদিকে ইউনিটি নিয়েও তো ভালো কথা শুনলাম না। ডেবিয়ান লাগিয়ে ফেলো। কেতহীনের কেত।
  • Ben Arfa | ০৩ এপ্রিল ২০১২ ১৮:১২ | 121.241.218.132
  • ফেডোরাকে ডিচ করেছি। ফেডোরা ১৫-র জিনোম ৩ টা একদম পছন্দ হয়নি। উবুন্টু 11.10 রেখেছি - ইউনিটি + কায়রো ডক। বেশ ম্যাক ম্যাক দেখতে হয়ে গেছেঃ-)
  • ppn | ০৩ এপ্রিল ২০১২ ১৮:১১ | 204.138.240.254
  • আমার Belkin-এর রাউটার ভোগে গেছে। দোকানে বল্ল আড়াই বছর চলেছে অনেক। নতুন কিনে নিন।

    ভালো রাউটার কদ্দিন চলে?
  • sinfaut | ০৩ এপ্রিল ২০১২ ১৮:১১ | 121.241.218.132
  • আমি একটা ডিলিঙ্কের মোডেম কিনেছি। মালটার চাপ হলো হেব্বি গরম হয়ে যায়। তাই শুইয়ে না রেখে ব্যাটাকে দাঁড় করে রাখি।
  • Ben Arfa | ০৩ এপ্রিল ২০১২ ১৮:১০ | 121.241.218.132
  • তাই করবো ভেবেছিলাম। কিন্তু তখন লাইনে গোলমাল হলে বলবে আপনার মোডেমের দোষ।
  • sinfaut | ০৩ এপ্রিল ২০১২ ১৮:১০ | 121.241.218.132
  • বেন,
    এখন ফেডোরা কত চালাও? gnome না kde?
  • sinfaut | ০৩ এপ্রিল ২০১২ ১৮:০৯ | 121.241.218.132
  • নিজে কিনলে হবে না? আমি তো নিজেই কিনে নিয়েছি।
  • Ben Arfa | ০৩ এপ্রিল ২০১২ ১৮:০৮ | 121.241.218.132
  • ল্যাপি টু মোডেম - ওয়্যারলেস
    মোডেম টু বিএসএনএল - pppoe

    ব্রীজ মোডে থাকলে সুবিধা হয়, মোডেমের মধ্যে আইডি/পাসওয়ার্ড দিয়ে দিলে এদিক থেকে ওয়্যারলেস কানেকশন হলেই চলে। সে ব্রীজ মোডটা কোনো কারণে চলে না ঠিকঠাক। মোডেমটা পাল্টে দিলেই হয়ে যেত, কিন্তু তাও দেবে না।
  • ppn | ০৩ এপ্রিল ২০১২ ১৮:০৬ | 204.138.240.254
  • pppoe কেন চাই? ওয়ারলেসে চলছে তো। ফাস্ট হয় নাকি?
  • sinfaut | ০৩ এপ্রিল ২০১২ ১৮:০৫ | 121.241.218.132
  • যখন কেষ্টপুরে থাকতাম শুরুর ৬ মাস ল্যান্ডলাইন কানেক্সান দিতে পারলনা। এয়ারটেলও না। তখন bsnl evdo দিয়ে নেট কানেক্ট করতাম, ঐ wvdial দিয়ে। সে যে ক্ষী যন্ত্রনা। ঃ(( প্রতিটা লিঙ্কে ক্লিক করে ১ মিনিট অপেক্ষা করতাম, তারপরও আদৌ খুলতো না। অথচ জাস্ট খালের ওপারে সল্টলেকই সে জিনিস শুনেছি হু-হা চলত।
  • ppn | ০৩ এপ্রিল ২০১২ ১৮:০৪ | 204.138.240.254
  • আমার তো গত চার বছর ধরে রেলের কানেকশন চলছে। বিন্দাস।

    জয় বাবা মুকুলনাথ, জয় মা পাগলেশ্বরী।
  • Ben Arfa | ০৩ এপ্রিল ২০১২ ১৮:০৩ | 121.241.218.132
  • একে তো জানলা ছাড়া অন্য কিছু হলেই বিএসএনএলের লোকগুলো নাক কুঁচকিয়ে বলে আপনার ল্যাপির গোলমাল...
  • Kaju | ০৩ এপ্রিল ২০১২ ১৮:০১ | 121.242.160.180
  • আ®Çম্রা
  • sinfaut | ০৩ এপ্রিল ২০১২ ১৭:৫৯ | 121.241.218.132
  • বাব্বা, এসব যেন আমার না হয়। বিএসএনএল এ সব ভালোয় ভালোয় চলছে।
  • Ben Arfa | ০৩ এপ্রিল ২০১২ ১৭:৫৬ | 121.241.218.132
  • ডোকোমো ৩জি ই-স্টিকটা যে কবে কলকাতায় চালু হবে...

    বিএসএনএল-টা ভোগে গেছে। মোডেম নিয়ে এক্সচেঞ্জে গেলুম - দিব্যি চল্ল, এমনকি আমার ল্যাপিও কানেক্ট করে ফেল্ল। অথচ বাড়িতে ডিএসএল আলোটা দপদপ করে, মোডেমে কানেক্ট হয় ওয়্যারলেসে, কিন্তু pppoe সার্ভার খুঁজে পায় না। এক মাস হল ডাউন, বলেছে লাইনম্যান এসে জয়েন্ট বক্স চেক করবে - সে আর আসছে না।
  • Ben Arfa | ০৩ এপ্রিল ২০১২ ১৭:৫১ | 121.241.218.132
  • ফোটন+ মুড থাকলে বেশ ভালো, তবে ডেটা লিমিট ছাড়িয়ে গেলে ফোটন হুইজে ঢুকিয়ে দেবে - তাতে কানেক্ট করা এক চাপের ব্যাপার। কদিন তো কম্যান্ড লাইনে wvdial দিয়ে করতে হল, গুচ্ছ স্লো, তারপর বিলিং সাইক্ল শেষ হতে আবার ঠিক।
  • sinfaut | ০৩ এপ্রিল ২০১২ ১৭:৩৪ | 121.241.218.132
  • সাবধানে যাবেন। টাটা ফোটন বলতে গিয়ে টাটা ফুটুন বলে ফেললে আবার কেসটা ন্যানো হয়ে যাবে। ফোটন খুব নাজুক জিনিস।
  • sayan | ০৩ এপ্রিল ২০১২ ১৭:৩০ | 160.83.96.83
  • অচিন্ত্যদা', হ্যাঁ, টাটাফোটন নিও না। যদি মোবাইল ব্রডব্যান্ডই চাও তাইলে এয়ারটেল থ্রীজি স্টিক নিতে পারো, যদি হেভি ডাউনলোড কিছু না থাকে, মানে নর্মাল ব্রাউজিং এর জন্য।
  • sayan | ০৩ এপ্রিল ২০১২ ১৭:২৭ | 160.83.96.83
  • পাকা কলার চিপ্‌স যেটা খাঁটি নারকেল তেলে ভাজা, জাস্ট অসাধারণ খেতে। সাদা তেলে ঐ কেরালা ব্যাপারটা থাকে না। লুরুতে যে কলার চিপ্‌স পাওয়া যায় সেগুলো অখাদ্য খেতে। টাপিওকার চিপ্‌স বলে যেগুলো চালায় সেগুলো খেলে মুখের ভিতর ছড়ে যাবে।
  • shrabani | ০৩ এপ্রিল ২০১২ ১৭:২৬ | 117.239.15.27
  • আমি বিয়ের পরে কেরালায় গিয়ে প্রথম পাকা কাঁঠাল খাই, এখনও এদিকের কাঁঠাল খাইনা আমরা...ওদিকের কাঁঠাল একদম অন্যরকম, ঐ নীল মাছি বসা সাতদিন ধরে থাকা গন্ধটাই নেই....
    রোজ কুকি? নারকেল দেওয়া না ডিম দেওয়া? আজকাল তো আর বানানোই হয়না, বড্ড তেলের ব্যাপার...ঃ(((
  • Kaju | ০৩ এপ্রিল ২০১২ ১৭:২৫ | 121.242.160.180
  • মতামত

    দিলাম ওপরে।
  • achintyarup | ০৩ এপ্রিল ২০১২ ১৭:২৪ | 115.111.248.134
  • একটা টাটা ফোটন নিতে যাচ্ছি। কেউ কোনো মতামত দেবে?
  • ppn | ০৩ এপ্রিল ২০১২ ১৭:২১ | 204.138.240.254
  • আর লুরুতে যেইখানে থাকি, সেইখানে সব বেকারি আর হট চিপসের দোকান মালয়ালিরা চালায়।

    ইদানীং খুব রোজ কুকিজ খাচ্ছি। আমি আর মেয়ে ফ্যান হয়ে গেছি মোটামুটি।
  • ppn | ০৩ এপ্রিল ২০১২ ১৭:১৯ | 204.138.240.254
  • শ্রাবণীদি, আমার টিমের একটি মেয়ে ত্রিবান্দ্রামের। ওই ছুটিতে বাড়ি গেলে প্যাকেট প্যাকেট এইসব আনে।

    আর ইসে, গন্ধটা পাকা কাঁটালের। নারকেল তেলের না। ঃ)
  • shrabani | ০৩ এপ্রিল ২০১২ ১৭:১৭ | 117.239.15.27
  • খেয়েছি রে! এত বছরে না খাওয়া আর কিছুই নেই।ঃ( অর্পণ, কেরালায় চিপস কিনলে একটু বড় ভালো দোকানে বলবি সাদা তেলের চিপ্স দিতে, এখন অনেকেই রাখে ট্যুরিস্টদের জন্যে। আমি এবারে পাকা কলার চিপস এনেছিলাম অনেক (আমারও খুব প্রিয়) পড়শীরা খেতে চেয়েছিল...নয়ডার হট চিপস য়ে এখন এই সব নানা চিপস পাওয়া যায়, নারকেল তেলের নয়!
  • ppn | ০৩ এপ্রিল ২০১২ ১৭:১২ | 204.138.240.254
  • কাঁটালভাজা আম্মো খেয়েছি। তাতে ওই বিটকেল ওয়াক তোলা গন্ধ নাই।
  • sayan | ০৩ এপ্রিল ২০১২ ১৭:১০ | 160.83.96.83
  • ক্রাঞ্চি আপেলের মত ক্রাঞ্চি খাজা কাঁঠাল, অ-ল্প-ও নুন মাখিয়ে, উল্‌স, স্বর্গীয় ব্যাপার।

    শ্রাবণীদি', কেরলায় কাঁঠালভাজা পাওয়া যায়, খেয়েছো?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত