![]() বইমেলা হোক বা নাহোক চটপট নামিয়ে নিন রঙচঙে হাতে গরম গুরুর গাইড । |
এই সুতোর পাতাগুলি
[1]
[2]
[3]
[4]
[5]
[6]
[7]
[8]
[9]
[10]
[11]
[12]
[13]
[14]
[15]
[16]
[17]
[18]
[19]
[20]
[21]
[22]
[23]
[24]
[25]
[26]
এই পাতায় আছে91--120
বিষয় : হরিদাসের বুলবুলভাজা
বিভাগ : গুরুচন্ডা৯
বিষয়টি শুরু করেছেন : Guruchandali
IP Address : 173.26.17.106 Date:15 Nov 2009 -- 11:46 AM
Name: a x Mail: Country:
IP Address : 143.111.22.23 Date:18 Nov 2009 -- 09:50 PM
আদিত্য নিগমের লেখা'র কমেন্টে আমার নেমসেক, আমি না।
Name: ranjan roy Mail: Country:
IP Address : 117.198.3.151 Date:19 Nov 2009 -- 04:33 PM
আদিত্য নিগমের লেখার কন্টেকস্ট এ অক্ষ এবং শৈবাল দুটো নামের পোস্ট দেখে আমি নিশ্চিত ছিলাম যে এরা আমাদেরই। বিশেষ করে "নেমসেক'' অক্ষ'র কনটেন্ট দেখে। শৈবাল ও কি অন্য কেউ?
তবে আদিত্যের বক্তব্য চিন্তা করতে বাধ্য করছে। আসলে হননপর্বের চক্র থেকে বাইরে আসার রাস্তা খোঁজা দরকার। খালি তুই খারাপ, মুই ভাল গোছের বক্তব্যে চলবে না।
Name: SB Mail: Country:
IP Address : 114.31.249.105 Date:19 Nov 2009 -- 04:41 PM
হ্যাঁ ওটা আমিই। বক্তব্যের ধার আছে বলেই পড়ার জন্যে লিংক দিয়েছিলাম।
Name: ranjan roy Mail: Country:
IP Address : 117.198.5.19 Date:19 Nov 2009 -- 04:47 PM
বিশ্বভাতারীর গাছের ডালে বসা হনু'র লেখা মন দিয়ে পড়ি।
ওর বাংলা/ইংরেজি নিয়ে ডিডি'র বক্তব্যের সঙ্গে একমত। গোটাকয়েক কলার খোসা আমার দিকে ছুঁড়ে মারলেও কিচ্ছু মনে করবো না।
Name: Guruchandali Mail: Country:
IP Address : 59.164.99.241 Date:22 Nov 2009 -- 09:45 AM
------------------------------------------------------------------------
প্রকাশিত হল তিনটি লেখা :
১) টুকরো গল্প - গিভিং থ্যাঙ্কস
২) হস্তিমূর্খের বিমান দর্শন
৩) পরমাণু বিদ্যুৎকেন্দ্র ও কাঁথির উপকূল
------------------------------------------------------------------------
Name: d Mail: Country:
IP Address : 117.195.34.161 Date:22 Nov 2009 -- 10:13 AM
কলির লেখাটা খুবই ভাল। এই ধরণের লেখা আমি গুরুচন্ডা৯ সাময়িকীতে পড়তে চাই।
পাঠক হিসাবে আমি বুলবুলভাজায় টুকরো গল্প, খাবলা কবিতা ইত্যাদি ইত্যাদি পড়তে চাই না।
Name: Sayantan Mail: Country:
IP Address : 76.160.41.66 Date:22 Nov 2009 -- 10:37 AM
হস্তিমূর্খের স্মৃতিচারণ খুব ভালো লাগল। শেষ প্যারাটা অসাধারণ।
Name: dipu Mail: Country:
IP Address : 59.164.189.155 Date:22 Nov 2009 -- 07:08 PM
টুকরো গল্প আর স্মৃতিচারণ ফ্যান্টা রকম ভালো লেগেছে।
Name: rokeyaa Mail: Country:
IP Address : 203.110.243.221 Date:22 Nov 2009 -- 09:59 PM
টুকরো গল্প পড়িনি, জমিয়ে রেখেছি। সাময়িকী তো বেরোবে না, এইরকম টুকরো-টাকরা জমিয়ে একসাথে পড়বো।
"বিমানযাত্রা যা ছিলেন, যা হইয়াছেন'-টা বেশ বেশ ভালো।
কাঁথি নিয়ে লেখাটায় আরো জোরালো যুক্তি আশা করেছিলাম।
Name: bitoshok Mail: Country:
IP Address : 76.113.141.128 Date:23 Nov 2009 -- 12:59 AM
পরমাণু বিদ্যুৎ নিয়ে লেখাটা একটু সরলীকৃত ও তরলীকৃত হয়েছে মনে হল।
Name: Guruchandali Mail: Country:
IP Address : 59.164.99.212 Date:29 Nov 2009 -- 08:10 AM
-----------------------------------------------------------------------------
প্রকাশিত হল দুটি লেখা -
১) বাকিংহ্যাম প্যালেসের সামনে একটা জুতো
২) মনু শর্মার প্যারোল নিয়ে যে দু-চার কথা আমরা জানি বা জানিনা
-----------------------------------------------------------------------------
Name: ST Mail: [email protected] Country: IN
IP Address : 84.215.122.249 Date:29 Nov 2009 -- 08:14 AM
ড: বিরিং এর "কাঁথিতে প্রস্তাবিত পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের" উপর লেখাটি সময়ানুপযোগি। রাজনৈতিক মতাদর্শের উপর মেরুকরণের পরিবর্তে উচিত প্রস্তাবের আসন্ন ও দীর্ঘ্যকালীন প্রভাবের উপর জনমানসে সঠিক সচেতনা গঠন।
এ কথা অনতিস্বীকার্য্য যে বিদ্যুৎ বা শক্তি'র জোগান ভবিষ্যত প্রজন্মের জন্য অত্যাবশ্যক - কিন্তু প্রথমত: অতীব ঝুঁকিপুর্ন পরমাণু বিদ্যুৎ তার এক মাত্র সমাধান কি না, দ্বিতীয়ত: জনবহুল কাঁথি - বিদ্যুৎ কেন্দ্রের সঠিক স্থান কিনা - তা প্রশ্নাতিত নয়।
রাজ্যের/দেশের রাজনৈতিক নেতৃত্ব, বিজ্ঞানী, প্রযুক্তি ও পরিবেশবিদ-দের একত্র হয়ে সাধারন মানুষের হিতার্থে সঠিক সিধ্বান্তের প্রয়োজন।
Name: d Mail: Country:
IP Address : 117.195.33.229 Date:29 Nov 2009 -- 09:00 AM
কতৃপক্ষ নয় কর্তৃপক্ষ। একটা রেফ আছে।
রোগমুক্তিপ্রাপ্ত সম্ভবত: ঠিক নয়। ওটা রোগমুক্ত।
শ্রাবণীর লেখাটা বেশ।
আসলে এই শীলা দীক্ষিতরা নেহাৎই আনাড়ি। এইগুলো সিপিএমের থেকে শিখতে নিতে পারে। ৭৭ সাল থেকে আজ পর্যন্ত প্যারোলে ছাড়া থাকা এবং মামলার কাগজপত্রই গায়েব হয়ে যাওয়া --- না: এরা এখনও নাদান।
Name: d Mail: Country:
IP Address : 117.195.33.229 Date:29 Nov 2009 -- 09:12 AM
বিক্রমের লেখাটা পড়ে একেবারে রবিবার রবিবার লাগল।
"জুতোটাই টেররিস্ট' :)))
Name: shrabani Mail: Country:
IP Address : 59.96.163.25 Date:29 Nov 2009 -- 01:35 PM
দ,
:)। আমি ভাবলাম ওটা ধরা পড়া ভুল শুধরে যাবে, প্রসেসটা তো ঠিক জানিনা।
আমি করেক্টেড টা পাঠিয়ে দিলেই হত!
আনাড়ি বা নাদান কেউই নয়, প্যারোলের রেকর্ড কোথাও ভাল নেই। কিন্তু জেসিকা লালের কেস এমনই দিল্লীর রাজনীতিতে যে এই দু:সাহসটা দেখাতে সাহস করছে সেটাই ইন্টারেস্টিং। ডিপি যাদব বা বিনোদ শর্মা রা মাথা চাড়া দিচ্ছে আবার, গতবারে ক্লীন ইমেজ বানাবার জন্য যে প্রচেষ্টা ছিল ম্যাডামের এবারে তার দরকার ফুরিয়েছে মনে হচ্ছে। মুখোশটুখোশ ফেলে আবার পুরনো জায়গায় এসে গেছে !
(ম্যাডাম মানে শীলাজী নন!)
Name: d Mail: Country:
IP Address : 117.195.36.189 Date:29 Nov 2009 -- 01:56 PM
শ্রাবণী,
প্রথম দুটো তোমাকে বলিনি। :)
Name: vikram Mail: Country: ireland
IP Address : 86.42.4.243 Date:30 Nov 2009 -- 02:47 AM
আচ্ছা, ড: বিরিং এর নাম কি ছেলেবেলা থেকেই ড: বিরিং ছিল?
Name: I Mail: Country:
IP Address : 59.93.219.77 Date:30 Nov 2009 -- 11:03 AM
ভিকির লেখা খাসা হয়েছে। অদ্ভুত একটা রস হয়েছে। তার নাম দিলাম ভ্যাঁপ্পোর ভ্যাঁপ্পোর ভ্যাঁপ্পোর ভোঁ।
Name: sinfaut Mail: Country:
IP Address : 203.91.193.50 Date:30 Nov 2009 -- 11:14 AM
জুতো আবিষ্কার হেব্বি লাগলো। ল্যালাপনার চূড়ান্ত।
Name: Guruchandali Mail: Country:
IP Address : 59.164.188.48 Date:06 Dec 2009 -- 04:34 AM
----------------------------------------------------------------------
প্রকাশিত হল দুটি লেখা :
১) হারানো হাঁস, ম্লান মুর্গী
২) আফিয়া সিদ্দিকি কে?
Name: Guruchandali Mail: Country:
IP Address : 59.164.188.48 Date:06 Dec 2009 -- 06:52 AM
------------------------------------------------------------------------
প্রকাশিত হল আরও একটি লেখা -
রূপান্তরকামিতা : একটি মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ
------------------------------------------------------------------------
Name: ranjan roy Mail: Country:
IP Address : 115.184.105.85 Date:06 Dec 2009 -- 03:33 PM
শর্মিষ্ঠা,
ডুয়ার্সের ডায়রি খুব মন্দিয়ে পড়ছি। আমার সশ্রদ্ধ অভিবাদন। কিছু প্রশ্নের উত্তর পেয়েছি মনেহয়।
আর মনের মধ্যে একটা হতাশা গুনগুনিয়েওঠে"
আমার জনম গেল বৃথা কাজে,
আমি কাটানু দিন ঘরের মাঝে।।
Name: I Mail: Country:
IP Address : 59.93.216.238 Date:06 Dec 2009 -- 07:21 PM
সামরানদি'র লেখা খুব ঝরঝরে। আমার মনের মধ্যে বুড়ো আংলা আর wonderful adventures of Niles -এর পাঙ্খা ঝটপট করে। পরের পর্বের জন্য বসে রইলাম।
Name: vikram Mail: Country: ireland
IP Address : 86.43.82.35 Date:07 Dec 2009 -- 06:05 AM
ইয়েস, সামরান - এইটাই হলো ভালো লেখা। তবে চলবে না লিখে অনেকগুলি লেখাই তো ভালো।
ইন্দোনিল ডাক্তার হয়েও কি করে এইটে বুইলো সেটাই পোশ্নের। চেহারাটা তো একদম হা ম্মানে ডাক্তারের মতো।
জাই হোক, পেশেন্ট মানুষ, সেরে উঠলে ঠিক হয়ে যাবে।
Name: Nina Mail: Country:
IP Address : 68.45.145.174 Date:12 Dec 2009 -- 09:27 AM
সামরান, দারুণ হচ্ছে লেখা। চীনে মুর্গী মানে টার্কি পাওয়া যেত বুঝি? আর একটু বেশি করে লেখ প্লিজ।
Name: tkn Mail: Country:
IP Address : 122.161.165.148 Date:12 Dec 2009 -- 03:31 PM
ভালো লাগল সামরানের লেখা।
বাকিংহাম প্যালেসের সামনে পড়ে থাকা জুতোর গল্প অন্যরকম , ভালো লেগেছে বলাই বাহুল্য
হস্তিমূর্খের বিমানদর্শনও ভালো লেগেছিল খুব, বলা হয়নি
আলাদা আলাদা করে না লিখে একসঙ্গেই বরং বলি, বুলবুলভাজা পড়তে খুব ভালো লাগে। লাগছে
Name: Guruchandali Mail: Country:
IP Address : 59.164.191.225 Date:13 Dec 2009 -- 08:39 AM
-------------------------------------------------------------------------
প্রকাশিত হল তিনটি লেখা :
১) হারানো হাঁস, ম্লান মুর্গী (প্রথম পর্বের পর)
২) হৃদয়
৩) দিল্লীর এলজিবিটি মিছিল ও কিছু কথা
-------------------------------------------------------------------------
Name: d Mail: Country:
IP Address : 117.195.35.224 Date:13 Dec 2009 -- 02:27 PM
শমীকের "হৃদয়' পড়ে একটু কনফিউজড হয়ে গেলাম। ফেসবুক অর্কুট ট্যুইটার কি দোষ করল, সেটা ঠিক পরিস্কার হল না। এটা তো প্রযুক্তিকে কে কীভাবে ব্যবহার করে, তার উপর নির্ভর করে। অনেকে তো অর্কুট বা ফেসবুকের সাহায্যে বহু পুরানো স্কুলের বন্ধুকে খুঁজেও পাচ্ছে এবং তাতে ভীষণ খুশীও হচ্ছে। নতুন জিনিষের প্রতি মানুষের আগ্রহ সহজাত। তাই প্রযুক্তি যখন নতুন নতুন বিনোদনের উপায় হাতে এনে দেয়, অধিকাংশ মানুষ তাকে পরখ করে দেখতে চায়, দেখেও। এটা অনেকটা ক্রেডিট কার্ড ব্যবহারের মত। খেয়াল করে ব্যবহার করলে দারুণ ভাল, কিন্তু মাত্রা ছাড়ালেই মুশকিল।
আর একাকীত্বে ভোগা মেয়েদের হৃদরোগের হার বেশী কিসের তুলনায়? একাকীত্বে না ভোগা মেয়েদের তুলনায় না পুরুষদের তুলনায়? পুরুষদের হলে আবার ঐ দুই ভাগ, একা এবং না-একা কাদের তুলনায়। লেখাটায় কিছু বক্তব্য একেবারে আপ্তবাক্যের মত এসেছে, কিন্তু তার স্বপক্ষে তেমন কোন তথ্য কিম্বা বিশ্লেষণ পেলাম না। ফলে একটু ধাঁধায় পড়লাম।
পরের কোন পর্বে আরও একটু পরিস্কার হলে ভাল লাগবে।
Name: kallol Mail: Country:
IP Address : 115.184.58.194 Date:13 Dec 2009 -- 06:45 PM
ফেসবুক, অর্কুট, ট্যুইটার দোষ করেনি। দোষ ব্যবহারের আর ব্যবহারকারীর মনের।
এই তো আমরা গুরুতে কেমন আড্ডা মারি, ঝগড়া করি। কিন্তু আশ মেটে না, তাই রিয়েল ভাটের আয়োজন হয়। আহা, ছাপা গুরুর এই এক উপকারীতা - প্রায় সবার সাথেই মাসে একবার দুর্দান্ত আড্ডা হয়।
Name: a x Mail: Country:
IP Address : 76.247.246.200 Date:13 Dec 2009 -- 08:34 PM
এই ধরণের লেখায়, যেখানে রেফার করা হচ্ছে কোনো সমীক্ষা বা স্টাডির, সেটার রেফারেন্সটা দিলে ভালো হয়।
আর কত শতাংশ মানুষের অ্যাক্সেস ইন্টার্নেটে? বাকি একাকীত্বে ভোগা মানুষেরা?
এই সুতোর পাতাগুলি [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] এই পাতায় আছে91--120
বিষয় : হরিদাসের বুলবুলভাজা
বিভাগ : গুরুচন্ডা৯
বিষয়টি শুরু করেছেন : Guruchandali
IP Address : 173.26.17.106 Date:15 Nov 2009 -- 11:46 AM
Name: a x Mail: Country:
IP Address : 143.111.22.23 Date:18 Nov 2009 -- 09:50 PM
আদিত্য নিগমের লেখা'র কমেন্টে আমার নেমসেক, আমি না।
Name: ranjan roy Mail: Country:
IP Address : 117.198.3.151 Date:19 Nov 2009 -- 04:33 PM
আদিত্য নিগমের লেখার কন্টেকস্ট এ অক্ষ এবং শৈবাল দুটো নামের পোস্ট দেখে আমি নিশ্চিত ছিলাম যে এরা আমাদেরই। বিশেষ করে "নেমসেক'' অক্ষ'র কনটেন্ট দেখে। শৈবাল ও কি অন্য কেউ?
তবে আদিত্যের বক্তব্য চিন্তা করতে বাধ্য করছে। আসলে হননপর্বের চক্র থেকে বাইরে আসার রাস্তা খোঁজা দরকার। খালি তুই খারাপ, মুই ভাল গোছের বক্তব্যে চলবে না।
Name: SB Mail: Country:
IP Address : 114.31.249.105 Date:19 Nov 2009 -- 04:41 PM
হ্যাঁ ওটা আমিই। বক্তব্যের ধার আছে বলেই পড়ার জন্যে লিংক দিয়েছিলাম।
Name: ranjan roy Mail: Country:
IP Address : 117.198.5.19 Date:19 Nov 2009 -- 04:47 PM
বিশ্বভাতারীর গাছের ডালে বসা হনু'র লেখা মন দিয়ে পড়ি।
ওর বাংলা/ইংরেজি নিয়ে ডিডি'র বক্তব্যের সঙ্গে একমত। গোটাকয়েক কলার খোসা আমার দিকে ছুঁড়ে মারলেও কিচ্ছু মনে করবো না।
Name: Guruchandali Mail: Country:
IP Address : 59.164.99.241 Date:22 Nov 2009 -- 09:45 AM
------------------------------------------------------------------------
প্রকাশিত হল তিনটি লেখা :
১) টুকরো গল্প - গিভিং থ্যাঙ্কস
২) হস্তিমূর্খের বিমান দর্শন
৩) পরমাণু বিদ্যুৎকেন্দ্র ও কাঁথির উপকূল
------------------------------------------------------------------------
Name: d Mail: Country:
IP Address : 117.195.34.161 Date:22 Nov 2009 -- 10:13 AM
কলির লেখাটা খুবই ভাল। এই ধরণের লেখা আমি গুরুচন্ডা৯ সাময়িকীতে পড়তে চাই।
পাঠক হিসাবে আমি বুলবুলভাজায় টুকরো গল্প, খাবলা কবিতা ইত্যাদি ইত্যাদি পড়তে চাই না।
Name: Sayantan Mail: Country:
IP Address : 76.160.41.66 Date:22 Nov 2009 -- 10:37 AM
হস্তিমূর্খের স্মৃতিচারণ খুব ভালো লাগল। শেষ প্যারাটা অসাধারণ।
Name: dipu Mail: Country:
IP Address : 59.164.189.155 Date:22 Nov 2009 -- 07:08 PM
টুকরো গল্প আর স্মৃতিচারণ ফ্যান্টা রকম ভালো লেগেছে।
Name: rokeyaa Mail: Country:
IP Address : 203.110.243.221 Date:22 Nov 2009 -- 09:59 PM
টুকরো গল্প পড়িনি, জমিয়ে রেখেছি। সাময়িকী তো বেরোবে না, এইরকম টুকরো-টাকরা জমিয়ে একসাথে পড়বো।
"বিমানযাত্রা যা ছিলেন, যা হইয়াছেন'-টা বেশ বেশ ভালো।
কাঁথি নিয়ে লেখাটায় আরো জোরালো যুক্তি আশা করেছিলাম।
Name: bitoshok Mail: Country:
IP Address : 76.113.141.128 Date:23 Nov 2009 -- 12:59 AM
পরমাণু বিদ্যুৎ নিয়ে লেখাটা একটু সরলীকৃত ও তরলীকৃত হয়েছে মনে হল।
Name: Guruchandali Mail: Country:
IP Address : 59.164.99.212 Date:29 Nov 2009 -- 08:10 AM
-----------------------------------------------------------------------------
প্রকাশিত হল দুটি লেখা -
১) বাকিংহ্যাম প্যালেসের সামনে একটা জুতো
২) মনু শর্মার প্যারোল নিয়ে যে দু-চার কথা আমরা জানি বা জানিনা
-----------------------------------------------------------------------------
Name: ST Mail: [email protected] Country: IN
IP Address : 84.215.122.249 Date:29 Nov 2009 -- 08:14 AM
ড: বিরিং এর "কাঁথিতে প্রস্তাবিত পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের" উপর লেখাটি সময়ানুপযোগি। রাজনৈতিক মতাদর্শের উপর মেরুকরণের পরিবর্তে উচিত প্রস্তাবের আসন্ন ও দীর্ঘ্যকালীন প্রভাবের উপর জনমানসে সঠিক সচেতনা গঠন।
এ কথা অনতিস্বীকার্য্য যে বিদ্যুৎ বা শক্তি'র জোগান ভবিষ্যত প্রজন্মের জন্য অত্যাবশ্যক - কিন্তু প্রথমত: অতীব ঝুঁকিপুর্ন পরমাণু বিদ্যুৎ তার এক মাত্র সমাধান কি না, দ্বিতীয়ত: জনবহুল কাঁথি - বিদ্যুৎ কেন্দ্রের সঠিক স্থান কিনা - তা প্রশ্নাতিত নয়।
রাজ্যের/দেশের রাজনৈতিক নেতৃত্ব, বিজ্ঞানী, প্রযুক্তি ও পরিবেশবিদ-দের একত্র হয়ে সাধারন মানুষের হিতার্থে সঠিক সিধ্বান্তের প্রয়োজন।
Name: d Mail: Country:
IP Address : 117.195.33.229 Date:29 Nov 2009 -- 09:00 AM
কতৃপক্ষ নয় কর্তৃপক্ষ। একটা রেফ আছে।
রোগমুক্তিপ্রাপ্ত সম্ভবত: ঠিক নয়। ওটা রোগমুক্ত।
শ্রাবণীর লেখাটা বেশ।
আসলে এই শীলা দীক্ষিতরা নেহাৎই আনাড়ি। এইগুলো সিপিএমের থেকে শিখতে নিতে পারে। ৭৭ সাল থেকে আজ পর্যন্ত প্যারোলে ছাড়া থাকা এবং মামলার কাগজপত্রই গায়েব হয়ে যাওয়া --- না: এরা এখনও নাদান।
Name: d Mail: Country:
IP Address : 117.195.33.229 Date:29 Nov 2009 -- 09:12 AM
বিক্রমের লেখাটা পড়ে একেবারে রবিবার রবিবার লাগল।
"জুতোটাই টেররিস্ট' :)))
Name: shrabani Mail: Country:
IP Address : 59.96.163.25 Date:29 Nov 2009 -- 01:35 PM
দ,
:)। আমি ভাবলাম ওটা ধরা পড়া ভুল শুধরে যাবে, প্রসেসটা তো ঠিক জানিনা।
আমি করেক্টেড টা পাঠিয়ে দিলেই হত!
আনাড়ি বা নাদান কেউই নয়, প্যারোলের রেকর্ড কোথাও ভাল নেই। কিন্তু জেসিকা লালের কেস এমনই দিল্লীর রাজনীতিতে যে এই দু:সাহসটা দেখাতে সাহস করছে সেটাই ইন্টারেস্টিং। ডিপি যাদব বা বিনোদ শর্মা রা মাথা চাড়া দিচ্ছে আবার, গতবারে ক্লীন ইমেজ বানাবার জন্য যে প্রচেষ্টা ছিল ম্যাডামের এবারে তার দরকার ফুরিয়েছে মনে হচ্ছে। মুখোশটুখোশ ফেলে আবার পুরনো জায়গায় এসে গেছে !
(ম্যাডাম মানে শীলাজী নন!)
Name: d Mail: Country:
IP Address : 117.195.36.189 Date:29 Nov 2009 -- 01:56 PM
শ্রাবণী,
প্রথম দুটো তোমাকে বলিনি। :)
Name: vikram Mail: Country: ireland
IP Address : 86.42.4.243 Date:30 Nov 2009 -- 02:47 AM
আচ্ছা, ড: বিরিং এর নাম কি ছেলেবেলা থেকেই ড: বিরিং ছিল?
Name: I Mail: Country:
IP Address : 59.93.219.77 Date:30 Nov 2009 -- 11:03 AM
ভিকির লেখা খাসা হয়েছে। অদ্ভুত একটা রস হয়েছে। তার নাম দিলাম ভ্যাঁপ্পোর ভ্যাঁপ্পোর ভ্যাঁপ্পোর ভোঁ।
Name: sinfaut Mail: Country:
IP Address : 203.91.193.50 Date:30 Nov 2009 -- 11:14 AM
জুতো আবিষ্কার হেব্বি লাগলো। ল্যালাপনার চূড়ান্ত।
Name: Guruchandali Mail: Country:
IP Address : 59.164.188.48 Date:06 Dec 2009 -- 04:34 AM
----------------------------------------------------------------------
প্রকাশিত হল দুটি লেখা :
১) হারানো হাঁস, ম্লান মুর্গী
২) আফিয়া সিদ্দিকি কে?
Name: Guruchandali Mail: Country:
IP Address : 59.164.188.48 Date:06 Dec 2009 -- 06:52 AM
------------------------------------------------------------------------
প্রকাশিত হল আরও একটি লেখা -
রূপান্তরকামিতা : একটি মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ
------------------------------------------------------------------------
Name: ranjan roy Mail: Country:
IP Address : 115.184.105.85 Date:06 Dec 2009 -- 03:33 PM
শর্মিষ্ঠা,
ডুয়ার্সের ডায়রি খুব মন্দিয়ে পড়ছি। আমার সশ্রদ্ধ অভিবাদন। কিছু প্রশ্নের উত্তর পেয়েছি মনেহয়।
আর মনের মধ্যে একটা হতাশা গুনগুনিয়েওঠে"
আমার জনম গেল বৃথা কাজে,
আমি কাটানু দিন ঘরের মাঝে।।
Name: I Mail: Country:
IP Address : 59.93.216.238 Date:06 Dec 2009 -- 07:21 PM
সামরানদি'র লেখা খুব ঝরঝরে। আমার মনের মধ্যে বুড়ো আংলা আর wonderful adventures of Niles -এর পাঙ্খা ঝটপট করে। পরের পর্বের জন্য বসে রইলাম।
Name: vikram Mail: Country: ireland
IP Address : 86.43.82.35 Date:07 Dec 2009 -- 06:05 AM
ইয়েস, সামরান - এইটাই হলো ভালো লেখা। তবে চলবে না লিখে অনেকগুলি লেখাই তো ভালো।
ইন্দোনিল ডাক্তার হয়েও কি করে এইটে বুইলো সেটাই পোশ্নের। চেহারাটা তো একদম হা ম্মানে ডাক্তারের মতো।
জাই হোক, পেশেন্ট মানুষ, সেরে উঠলে ঠিক হয়ে যাবে।
Name: Nina Mail: Country:
IP Address : 68.45.145.174 Date:12 Dec 2009 -- 09:27 AM
সামরান, দারুণ হচ্ছে লেখা। চীনে মুর্গী মানে টার্কি পাওয়া যেত বুঝি? আর একটু বেশি করে লেখ প্লিজ।
Name: tkn Mail: Country:
IP Address : 122.161.165.148 Date:12 Dec 2009 -- 03:31 PM
ভালো লাগল সামরানের লেখা।
বাকিংহাম প্যালেসের সামনে পড়ে থাকা জুতোর গল্প অন্যরকম , ভালো লেগেছে বলাই বাহুল্য
হস্তিমূর্খের বিমানদর্শনও ভালো লেগেছিল খুব, বলা হয়নি
আলাদা আলাদা করে না লিখে একসঙ্গেই বরং বলি, বুলবুলভাজা পড়তে খুব ভালো লাগে। লাগছে
Name: Guruchandali Mail: Country:
IP Address : 59.164.191.225 Date:13 Dec 2009 -- 08:39 AM
-------------------------------------------------------------------------
প্রকাশিত হল তিনটি লেখা :
১) হারানো হাঁস, ম্লান মুর্গী (প্রথম পর্বের পর)
২) হৃদয়
৩) দিল্লীর এলজিবিটি মিছিল ও কিছু কথা
-------------------------------------------------------------------------
Name: d Mail: Country:
IP Address : 117.195.35.224 Date:13 Dec 2009 -- 02:27 PM
শমীকের "হৃদয়' পড়ে একটু কনফিউজড হয়ে গেলাম। ফেসবুক অর্কুট ট্যুইটার কি দোষ করল, সেটা ঠিক পরিস্কার হল না। এটা তো প্রযুক্তিকে কে কীভাবে ব্যবহার করে, তার উপর নির্ভর করে। অনেকে তো অর্কুট বা ফেসবুকের সাহায্যে বহু পুরানো স্কুলের বন্ধুকে খুঁজেও পাচ্ছে এবং তাতে ভীষণ খুশীও হচ্ছে। নতুন জিনিষের প্রতি মানুষের আগ্রহ সহজাত। তাই প্রযুক্তি যখন নতুন নতুন বিনোদনের উপায় হাতে এনে দেয়, অধিকাংশ মানুষ তাকে পরখ করে দেখতে চায়, দেখেও। এটা অনেকটা ক্রেডিট কার্ড ব্যবহারের মত। খেয়াল করে ব্যবহার করলে দারুণ ভাল, কিন্তু মাত্রা ছাড়ালেই মুশকিল।
আর একাকীত্বে ভোগা মেয়েদের হৃদরোগের হার বেশী কিসের তুলনায়? একাকীত্বে না ভোগা মেয়েদের তুলনায় না পুরুষদের তুলনায়? পুরুষদের হলে আবার ঐ দুই ভাগ, একা এবং না-একা কাদের তুলনায়। লেখাটায় কিছু বক্তব্য একেবারে আপ্তবাক্যের মত এসেছে, কিন্তু তার স্বপক্ষে তেমন কোন তথ্য কিম্বা বিশ্লেষণ পেলাম না। ফলে একটু ধাঁধায় পড়লাম।
পরের কোন পর্বে আরও একটু পরিস্কার হলে ভাল লাগবে।
Name: kallol Mail: Country:
IP Address : 115.184.58.194 Date:13 Dec 2009 -- 06:45 PM
ফেসবুক, অর্কুট, ট্যুইটার দোষ করেনি। দোষ ব্যবহারের আর ব্যবহারকারীর মনের।
এই তো আমরা গুরুতে কেমন আড্ডা মারি, ঝগড়া করি। কিন্তু আশ মেটে না, তাই রিয়েল ভাটের আয়োজন হয়। আহা, ছাপা গুরুর এই এক উপকারীতা - প্রায় সবার সাথেই মাসে একবার দুর্দান্ত আড্ডা হয়।
Name: a x Mail: Country:
IP Address : 76.247.246.200 Date:13 Dec 2009 -- 08:34 PM
এই ধরণের লেখায়, যেখানে রেফার করা হচ্ছে কোনো সমীক্ষা বা স্টাডির, সেটার রেফারেন্সটা দিলে ভালো হয়।
আর কত শতাংশ মানুষের অ্যাক্সেস ইন্টার্নেটে? বাকি একাকীত্বে ভোগা মানুষেরা?
এই সুতোর পাতাগুলি [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] এই পাতায় আছে91--120