এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃ-প-বু-ভু ৭

    aka
    নাটক | ১৫ মার্চ ২০১০ | ১৮৭০৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | 99.165.170.39 | ২৩ মার্চ ২০১০ ০৮:১৫443830
  • :-))

  • nyara | 203.110.238.16 | ২৩ মার্চ ২০১০ ০৮:২৪443831
  • শুধু ঐ ৪৯৮ না কি, সেটাই নয়। যা পড়লাম ভারতের কাস্টডি ল' মেয়েদের দিকে অসম্ভব স্কিউড।
  • nyara | 203.110.238.16 | ২৩ মার্চ ২০১০ ০৮:২৬443832
  • মিশটেক ।
  • Arijit | 121.242.15.238 | ২৩ মার্চ ২০১০ ০৯:৪১443833
  • সাত জার্মান একলা জগাই লাইনগুলো মনে পড়ে যায়। নিজেরা নিজেদের আলোকিত মনে করতেই পারি, কিন্তু বাইরে থেকে দাঁড়িয়ে দেখলে দেখবেন যুক্তির লড়াই থেকে নিজেরাই দূরে সরছি - পকাবু হই বা স্থিকাবু।
  • Sibu | 70.1.172.2 | ২৩ মার্চ ২০১০ ০৯:৫৯443834
  • অরিজিৎ,'

    তোমার কি মনে হল তোমার কথায় বাবুদের লজ্জা হল?
  • Arijit | 121.242.15.238 | ২৩ মার্চ ২০১০ ১০:০৭443835
  • এই পুরো সিরিজটার জন্যে একটা প্রাসঙ্গিক লেখা - http://tinyurl.com/yg8uase

    It's perhaps the biggest threat to the nation's mental wellbeing, yet it's freely available on every street – for pennies. The dealers claim it expands the mind and bolsters the intellect: users experience an initial rush of emotion (often euphoria or rage), followed by what they believe is a state of enhanced awareness. Tragically this "awareness" is a delusion. As they grow increasingly detached from reality, heavy users often exhibit impaired decision-making abilities, becoming paranoid, agitated and quick to anger. In extreme cases they've even been known to form mobs and attack people. Technically it's called "a newspaper", although it's better known by one of its many "street names", such as "The Currant Bun" or "The Mail" or "The Grauniad" (see me – Ed).

    In its purest form, a newspaper consists of a collection of facts which, in controlled circumstances, can actively improve knowledge. Unfortunately, facts are expensive, so to save costs and drive up sales, unscrupulous dealers often "cut" the basic contents with cheaper material, such as wild opinion, bullshit, empty hysteria, reheated press releases, advertorial padding and photographs of Lady Gaga with her bum hanging out. The hapless user has little or no concept of the toxicity of the end product: they digest the contents in good faith, only to pay the price later when they find themselves raging incoherently in pubs, or – increasingly – on internet messageboards.

  • kallol | 124.124.93.202 | ২৩ মার্চ ২০১০ ১১:০৫443836
  • অরিজিত - তোমার সাথে একমত। এই টইটা একটা যুক্তিহীনতা আর খিল্লির টই হয়ে গেছে।
    আমরা কি এই আলোচনা (যদি এটাকে আলোচনা বলা যায়) বন্ধ করতে পারি?
  • saikat | 202.54.74.119 | ২৩ মার্চ ২০১০ ১১:১২443837
  • কল্লোলদা, পারি তো। হাত নিশপিশ করলে "control, control" বলতে হবে । :-)
  • Arijit | 121.242.15.238 | ২৩ মার্চ ২০১০ ১১:১৩443838
  • shutdown -h দিলেই হয়।
  • PT | 203.110.243.21 | ২৩ মার্চ ২০১০ ১১:৪০443841
  • কসু আর মহাশ্বেতার রাজনৈতিক দর্শনের তীব্র বিরোধীতা করার জন্যই কি এই টইটাকে কারো কারো ""যুক্তিহীনতা আর খিল্লীর টই"" বলে মনে হচ্ছে? টই বন্ধ করে দেওয়ার প্রস্তাব যে ফ্যাসিস্ট সিদ্ধার্থশঙ্কর রায়ের যথার্থ উত্তরসুরী মমতার সমর্থকদের কাছ থেকেই আসবে তাতে বোধহয় বিস্মিত হওয়ার কিছু নেই।
  • Manish | 117.241.228.24 | ২৩ মার্চ ২০১০ ১১:৪৯443842
  • জিও PT
    আমি 12th ম্যান, তাই মাঠের বাইরে বসে খেলা দেখি।
  • lcm | 69.236.191.168 | ২৩ মার্চ ২০১০ ১১:৫৮443843
  • "রাজনৈতিক দর্শন' - এটা কি বস্তু। এটা যদি রাজনৈতিক নেতাদের দর্শন টাইপের কিছু হয় তাহলে আমার আমেরিকার রাজনৈতিক দর্শন হয়েছে। একবার বুশ সাহেবের সাথে দর্শন এবং করমর্দন হয়েছিল। সাহেবের "হাউ আর ইউ ডুয়িং?' এর উত্তরে আমার 'গুড' - সংক্ষিপ্ত কথোপকথন হয়েছিল।
    পশ্চিমবঙ্গেও রাজনৈতিক দর্শন-ও আছে আমার ঝুলিতে - দেবেশ বাবুর সাথে ওনার অফিসে বসে আধ ঘন্টা খানেক কথা হয়েছিল, চা-বিস্কুট সহ।
    সুতরাং, আমার কয়েকটা রাজনৈতিক দর্শন আছে :)
  • kallol | 124.124.93.202 | ২৩ মার্চ ২০১০ ১২:৩৫443844
  • পিটি - এমন একটা ভাব দেখাচ্ছেন যেন এই আলোচনাটা বন্ধ হয়ে গেলে, ২০১১এ বামফ্রন্ট হেরে যাবে। আরে, একটা নেট পত্রিকার মতামতের ফোরামে বে কাকে কতটা হ্যাটা দিলো, তাই দিয়ে যদি কোন দেশের বা প্রদেশের রাজনীতি ঠিক হতো, তাহলে তো ক্যাবাৎ।
    আমার আর ভাল্লাগছে না আপনার সাথে অর্থহীন, অন্তহীন আলোচনায় যেতে। কারন আমি যা বলিনি তাই আমার মুখে বসিয়ে যাচ্ছেন। ধরিয়ে দিলে মেনেও নিচ্ছেন। আবার পরক্ষণেই বলছেন কই মানিনি তো!!!

    আমি Date:22 Mar 2010 -- 08:56 PM পোস্টে লিখলাম :
    সুমন, মহাশ্বেতা, জয়, বিভাস এরা শিল্পী হিসাবে বড়। তাই বলে এরা রবীন্দ্রনাথ বা রঁল্যা নন যে নিজেরাই একটা দর্শনকে তুলে আনবেন।(মানে এরা রাজনৈতিক-দার্শনিক লড়াই শুরু করার যাঅয়্‌গায় নেই। আরে, ঋত্বিক ঘটকই সিনেমা দিয়ে পারেন নি। উনি এটায় বিশ্বাস করতেন। সিনেমা একটা তাত্বিক-রাজনৈতিক লড়াই শুরু করতে পারে।) সেই লড়াইটা যাদের লড়ার কথা (মানে রাজনৈতিক দল - এখানে সিপিএম) তারা ভোটের বাইরে কিছু দেখতে পান না। দর্শন-টর্শন আজকাল অন্য গ্রহের বিষয় হয়ে গেছে।
    এই যে কমিউনিষ্ট পার্টি আজ ভারতে স্রেফ আর একটা পার্টি হয়ে গেছে, তার দায় স্বীকার করেন? আপনি পারবেন না, কারন আপনার মাথায় শিকল আছে।
    আর আপনি লিখলেন Date:22 Mar 2010 -- 09:22 PM পোস্টে :
    যিনি একটি রাজনৈতিক দলের সাথে একজন লেখিক আর গায়ককে একাসনে বসিয়ে তুলনা করেন........
    আমায় দেখান কোথায় আমি রাজনৈতিক দলের সাথে একজন লেখিক আর গায়ককে একাসনে বসিয়ে তুলনা করেছি। আমি বরং লিখলাম ওরা এটা পারবেনই না। একটা রাজনৈতিক দলই পারে এটা করতে, কিন্তু করছে না।
    বরং পরের লাইনে আমি একটা রাজনৈতিক দলের প্রতিপক্ষ হিসাবে একজন ব্যাক্তির কথা বলেছি।
    লিখেছিলাম (ঐ পোস্টেই):
    সিপিএমএর বিকল্প আজ মমতা। এটা সিপিএমএর কত বড় পরাজয়, সেটা বোঝার মতো মনন আছে?
    আমার রাজনৈতিক বোধশক্তির মূল্যায়নের জন্য অনেক ধন্যবাদ। কিন্তু আমার প্রশ্নের জবাব পেলাম না।
    আপনি এবং অন্য সকলের কাছে আমার দাবী - বলুন আমি কোথায় রাজনৈতিক দলের সাথে একজন লেখিক আর গায়ককে একাসনে বসিয়ে তুলনা করেছি।
    এভাবে কোন আলোচনা হয় না। তাই পিটির কাছে এর জবাব না পেলে, আমি আর পিটির সাথে এই আলোচনায় নেই। এসবি আর অন্যদের সাথে আলোচনা যেমন চলছে চলুক।
  • kallol | 124.124.93.202 | ২৩ মার্চ ২০১০ ১২:৩৮443845
  • আর হ্যাঁ, আমি টইটা বন্ধ করতে বলিনি। এই আলোচনাটা বন্ধ করতে বলেছিলাম।
  • Arpan | 204.138.240.254 | ২৩ মার্চ ২০১০ ১২:৪০443846
  • দেবেশবাবুর সাথে কী কথা হল? আইটিতে বিনিয়োগ নিয়ে?
  • lcm | 69.236.191.168 | ২৩ মার্চ ২০১০ ১২:৪৪443847
  • না, বিনিয়োগ, বা, নিয়োগ নিয়ে নয়। তেমন কিছু না। এই এটা সেটা।
    অনেক আগে একবার প্রভাস ফাদিকার বলে একজন মন্ত্রী ছিলেন, তার সাথে সামান্য কথা হয়েছিল।
  • PT | 203.110.243.21 | ২৩ মার্চ ২০১০ ১৩:৪১443848
  • কসু আর মহশ্বেতা এই সময়ে সিপিএমের বিরুদ্ধে অতি অবশ্যই রাজনৈতিক চরিত্র। কসু সরাসরি তৃণমূলের লোক আর মহাশ্বেতা সিপিএমের রাজত্বের অবসানে মমতাকে মূখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। কাজেই রাজনীতির আলোচনাতে এঁরা -- ঠিক হোক ভুল হোক --তৃণমুলের প্রতিনিধিত্ব করেন। সেক্ষেত্রে আমি অতি অবশ্যই ধরে নেব যে আপাতত: দুজনই তৃণমূলের দর্শনের প্রচার করছেন। রাজনীতিতে জলে নামব বেণী ভিজাব না খুব বেশীদিন চলে না।

    আমার কাছে এই আলোচনাতে কসু-এবং মহাশ্বেতা রাজনৈতিক ব্যক্তিত্বমাত্র। কাজেই অন্য কেউ এঁদেরকে এই আলোচনাতে শিল্পী এবং লেখক হিসেবে ছাড় দিতে চাইলেও আমি সুচ্যাগ্র জায়গাও ছাড়তে রাজি নই। এই সময়ে এই দুজনের রাজনৈতিক বক্তব্যের সমর্থনে কোন কথা বললে সেটা তৃণমুলের পক্ষেই কথা বলা হবে। আমি এটাও ধরে নিতে পারি যে খুনো-খুনি নিয়ে দুজনের বক্তব্যই সাজানো ব্যাপার -- যাতে অনেকেই বলতে পারেন যে তৃণমুলের ভিতরে ব্যাপক গণতন্ত্র রয়েছে!!

    আবার বলি কেউ যদি ভাবেন কসু আর মহশ্বেতা কোন দর্শনের পক্ষে লড়ছেন না, তাহলে সেই মানুষটির বিচারবোধ সম্পর্কে আমার সন্দেহ আছে। এমনও হতে পারে যে কসু-মহা এমন একটা unsustainable দর্শনের পক্ষে লড়ছেন যে তাঁদের পক্ষে উচ্চস্তরে যাওয়াই সম্ভব নয়।

    আরো একটা কথা। কসু-মহার আলোচনাতে ঋত্বিককে না টানাই ভাল। তাঁর অনবদ্য ক্ষ্যাপামোতে উন্নিত হতে হলে কসু-মহাকে এই পঙ্কিল আবর্ত থেকে বেরিয়ে আরো কয়েকটা জন্ম ফিরে ফিরে আসতে হবে।
  • SB | 114.31.249.105 | ২৩ মার্চ ২০১০ ১৩:৫২443849
  • কল্লোলদা, লালগড়ে শুধুই পাতি মারপিট হচ্ছে বলে মনে হয়না। যেখানে সিপিএমের সাথে যে কোন ধরনের সম্পর্কের গন্ধ পেলেই তিণোমূলীরা দেখিয়ে দিচ্ছে টার্গেটদের আর কামাওবাদীরা খুন করে দিচ্ছে, সেখানে বেশ কয়েকটা রাজনৈতিক কাজকর্ম হয়েছে শেষ কয়েক মাসে। যেই শিক্ষককে কিছুদিন আগে কামাওবাদীরা ধরে নিয়ে গেছিল, কদিন পরে ছেড়েও দিল, এই কদিন আগের ঘটনা, তাঁর কাছেই শুনেছি অনেকটা, আরো অনেকের কাছেই শুনেছি। রেকর্ডিং ও আছে, কিন্তু তাঁদের স্ট্র্যাটিজীটা ওপেন করে দিয়ে তাদের মৃত্যুর কারণ হতে চাইনা বলে আপাতত বিস্তারিত ব্যখ্যাতে যাচ্ছিনা।

    তবে আপানার যেহেতু মাঠেঘাঠে রাজনীতি করার একটা অভিঞ্জতা আছে, আপনি নিশ্চই বুঝছেন যে এই অঞ্চলে কামাওবাদীদের গণভিত্তি দিনকেদিন কমছে। কিছু প্রমাণ করার দায় আমারও নেই, কিন্তু ঘটনাপ্রবাহ দেখে আপনিও বুঝবেন পিছনে কী ঘটে গেছে।

    ও হ্যাঁ! সিপিএমের দোষ তো আছেই, আমার লেখা তো আপনি পড়েছেন, রাখ ঢাক না করেই তো বলেছি। একটা কথা শুনেছিলাম, CPIM is one of the best things that could have happened to the Indian parliament, and Indian parliament is one of the worst thing that could have happened to the CPIM! :)
  • lcm | 69.236.191.168 | ২৩ মার্চ ২০১০ ১৩:৫৩443850
  • "... দুজনই তৃণমূলের দর্শনের প্রচার....' ----
    পিটি-কে দর্শনে পেয়েছে! এত দর্শন কোথায় দর্শন করছেন। সব দলেরই একটাই তো দর্শন - ভোট।
  • PT | 203.110.246.230 | ২৩ মার্চ ২০১০ ১৪:০২443852
  • আরেক পা এগোলেই "দর্শন""-টি বোঝা যাবে। সেটা ""জমি বাঁচানোর"" লড়াইএর সঙ্গী হয়ে জমির অধিকারি, অধিকারি পরিবারের এমপি, এমএলএ হওয়ার ঘটনাতে পরিষ্কার হচ্ছে। ক্রেমে ক্রেমে ভোটের বাইরের দর্শন আরও পরিষ্কার হবে.....
  • kc | 194.126.37.5 | ২৩ মার্চ ২০১০ ১৪:০৮443853
  • একমাত্র দর্শন ভোট হলে নিউক্লিয়ার ডিলের বিরোধিতাটা কি হত?
  • Manish | 117.241.228.24 | ২৩ মার্চ ২০১০ ১৪:৩৬443854
  • হলদিয়া বন্দরের মৃত্যু ঘন্টা বাজালেন মুকুল রায়।

    বাংলায় আসন্ন পরিবর্ত্তনের দিকে একটি বলিষ্ঠ পদক্ষেপ।

    http://www.anandabazar.com/23raj3.htm
  • kallol | 124.124.93.202 | ২৩ মার্চ ২০১০ ১৪:৪০443855
  • পিটি - একটু আগে 22 Mar 2010 -- 09:22 PM পোস্টে আপনি লিখলেন :
    যিনি একটি রাজনৈতিক দলের সঙ্গে একজন লেখিকা আর গায়ককে একাসনে বসিয়ে তুলনা করেন তাঁর রাজনৈতিক বোধশক্তি সম্পর্কে সন্দেহ প্রকাশ করার সময় এসেছে।
    আবার এক্ষুনি Date:23 Mar 2010 -- 01:41 PM পোস্টে লিখলেন :
    আমার কাছে এই আলোচনাতে কসু এবং মহাশ্বেতা রাজনৈতিক ব্যক্তিত্বমাত্র। কাজেই অন্য কেউ এঁদেরকে এই আলোচনাতে শিল্পী এবং লেখক হিসাবে ছাড় দিয়ে চাইলেও আমি সূচ্যাগ্র জাঅয়গাও ছাড়তে রাজি নই।
    কি লিখছেন নিজে ভুঝছেন কিছু। নিজেই আগেরদিন রাতে যে কথাটা বলছেন, পরের দিন বিকালে সেই কথাকেই ""সূচ্যাগ্র"" ছাড়বেন না লিখছে।
    আপনার সাথে কথা বলার কোন মানেই নেই। আমি আমার প্রশ্নের জবাব পাই তো নিইই, বরং এখন আপনিই উল্টো অবস্থানে চলে গেলেন। আপনি যাদের লেখিকা আর গায়ক বলে কোন রাজনৈতিক দলের সাথে তুলনায় যাওয়ায় বুল ভাবে ক্ষেপে গেলেন, এখন আপনি তাদেরই রাজনৈতিক ব্যক্তিত্ব বলে রাজনৈতিক দলের সাথে তুলনায় যচ্ছেন।
    আমার দিক থেকে আপনাকে এই শেষ কথা।
    ভালো থাকবেন।
  • PT | 203.110.246.230 | ২৩ মার্চ ২০১০ ১৪:৫৮443856
  • @ kallol

    সম্ভবত: বুঝেছি।

    আপনি কসুর কিছু কথাকে ছাড় দিতে চান নিজের পুর্ব-নির্ধারিত রাজনৈতিক সিদ্ধান্ত মত। যেমন, সুমনের পাঁচজন সিপিএম মারার কথাকে তুলনা করেন অনেক আগে কারো বলা নিরোধ পরানো বন্দুকের সঙ্গে (""বাজার গরম করা কথা"")। আর তৃণমূলের সমালোচনা করলে বলেন দারুণ মেরুদন্ড ওয়ালা লোক। সুমনের বক্তব্যকে ব্যবহার করে এর আগে কতবার তৃণমুলের আভ্যন্তরিন গণতন্ত্রের সঙ্গে সিপিএমের ""গণতন্ত্রহীণতার"" সঙ্গে তুলনা করেছেন খুঁজে দেখবেন। ওরা এইটাই চায়!

    আপনি কসু-মহাকে শিল্পী-লেখক হিসেবে দেখিয়ে (সেইজন্য রবীন্দ্রনাথ, ঋত্বিক ইত্যাদি) তাদের সুগার কোটিং লাগিয়ে বাজারজাত করার চেষ্টা করে যাচ্ছেন। আমি বরাবর কসু-মহাকে তৃণমুলের লোক হিসেবে ধরে আলোচনা করছি। কাজেই সিপিএমের রাজনীতির প্রেক্ষাপটে কসু-মহাকে আনতে গেলে রাজনীতিবিদ হিসেবেই আনতে হবে। contradiction-টা কোথায় দেখলেন?
  • saikat | 202.54.74.119 | ২৩ মার্চ ২০১০ ১৫:১৩443857
  • শুধু মহাশ্বেতা দেবী যখন 'প্রতিবাদী' সাহিত্য রচনা করছিলেন তখন তিনি 'আমাদের'লোক, এখন উনি তৃণমুলের লোক ! অবশ্য উনি এখনও ঐ সাহিত্যকর্ম চালিয়ে গেলে তা হোত দ্বিচারিতা।
  • Arpan | 216.52.215.232 | ২৩ মার্চ ২০১০ ১৫:১৯443858
  • এইটা নতুন শুনলাম। মানে ছিল হয়ত আগে জানতে পারিনি। নিউটনের সামনে আপেল খসে পড়ার মত!

    কে এই ফোরামে তৃণমূলের আভ্যন্তরীণ গণতন্ত্রকে সার্টিফাই করেছে একটু দেখাবেন? সময় আর তারিখ আর বক্তার নাম উল্লেখ করলেই হবে।
  • kallol | 124.124.93.202 | ২৩ মার্চ ২০১০ ১৬:০২443859
  • এসবি - তোমার পোস্ট পড়ে আবারও মনে হচ্ছে লালগড়ে যেটা চলছে সেটা পাতি মারপিট।
    সিপিএম করলেই তৃণমূলীরা মাওবাদীদের খবর দিচ্ছে। হয় তাকে খুন হতে হবে, নয় সিপিএম ছেড়ে দিতে হবে এমনভাবে যাতে মাওবাদীরা নিশ্চিত হয় যে সে সত্যিই ছেড়ে দিয়েছে। আবার সিপিএমও পাল্টা সংগঠন খুলেছে, যারা মাওবাদী সন্দেহ হলে পুলিশ/যৌথ বাহিনীকে খবর দিচ্ছে, দরকার হলে নিজেরাও পেটাচ্ছে। এর মধ্যে রাজনৈতিক লড়াই কোথায়? এখন লালগড়ে যা অবস্থা তাতে রাজনৈতিক লড়াইয়ের কোন জায়গাই নেই।
    সিপিএমএর পক্ষ থেকে যারা রাজনৈতিক লড়াইটাকে মাঠে নিয়ে যেতে পারতো, তারা তো অনুজ পান্ডেদের দাপটে অনেক আগেই বসে গেছে। মাওবাদীরা রাজনৈতিক লড়াইয়ের তোয়াক্কাই করে নি, কারন অবজেক্টিভ রিয়েলিটি তাদের পক্ষে ছিলো। ওদের শুধু স্থানীয় সিপিএমএর পেশীশক্তি কতৃত্বের বিরুদ্ধে দাঁড়াতে হয়েছে। সেটা ওরা করেছে পেশীশক্তি দিয়েই। ফলে দ্রুত সমর্থন পেয়েছে। কিন্তু ভাষাটার তো তফাৎ নেই। দুটই পেশীশক্তির ভাষা। তাই মানুষও তাদের কাছের হয়ে ওঠে নি। এতোদিন দুর্বল আর প্রচন্ড রকমের অপদার্থ পুলিশের মোকাবিলা মাওবাদীরা আক্রমনাত্মক ভাবে করতে পেরেছে। এবার যৌথ বাহিনী যখন হেলিকপ্টার নিয়ে নেমে পড়েছে, তখন ওদের পিছু হঠতে হচ্ছে। এবার ঝাড়খন্ডেও ততো আশ্রয় মিলছে না। এই অবস্থায় সমর্থন কমবেই।

    সিপিএম এখন বলে নয়, ৭০ থেকেই রাজনৈতিক লড়াইয়ের দৃঢ়তা হারিয়েছে। প্রথমদিকে নকসালদের পাল্টা রাজনৈতিক লড়াই কিছু শুরু হয়েছিলো। বিপ্লবী পরিস্থিতি, নৈরাজ্যবাদী কর্মসূচী এসব নিয়ে লেখা-কথা চলছিলো। ৭২এর ভোটে এই রকম ডাকাতি সিপিএম আঁচ করতে পারেনি। পারলে হয়তো একটা প্রতিরোধের চেষ্টা হতো। কারন তখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের কল্যানে এদিকে কান্তি গাঙ্গুলীরা, ওদিকে দশরথ বর্মনরা প্রচুর আধুনিক অস্ত্র যোগাড় করে ফেলেছিলেন। প্রশিক্ষণের সময় পেলেন না ওরা। ফলে ৭৩ সালে সল্টলেকের জলায় সব বিসর্জন হলো। পরে, ত্রিপুরায় বিজয় রাঙ্খালদের অস্ত্রের একটা বড় অংশ ঐ প্রাক্তন আদিবাসী সিপিএমদের থেকেই আসে।
    সে যাই হোক, ৭২এর ধাক্কায় সিপিএম হাল ছেড়ে দিলো। ততোদিনে নকসালরাও শেষ।
    ফলে রাজনৈতিক লড়ায়ের ওখানেই অবিচুয়ারী লেখা হয়ে গেলো।
    ইন্দিরা যে ভোটের মাধ্যমে হঠে যাবে। এমন আশা তখন বাম-ডান কেউই করতো না। ডানেদের তো নির্বাচন ছাড়া পথ্য নাই। মিলিটারী ক্যু আমাদের দেশে সম্ভব নয়। তাই তারা দিশাহারা। বেশিরভাগ নেতা জেলে। তখন আমিও জেলে, আর ওদের সাথে কথাবার্তা হতো। ওরা আশা করছিলেন সঞ্জয় ক্ষমতার ভাগ নিয়ে গন্ডোগোল পাকাবে, তাতে যদি কোন সুবিধা হয়।
    আর বামেদের তো সশস্ত্র বিপ্লব ছাড়া পথ নাই। নকসালদের কোমর ভেঙ্গে গেছে, সিপিএম বুঝতে শুরু করেছে বিপ্লব-টিপ্লব হবে না। তাই ঘাপটি মেরে থাকো।
    ৭৭এর নির্বাচনে, প্রফুল্ল সেনের জনতা যদি সিপিএমএর কথায় রাজি হয়ে জোট করতো, তো প্রফুল্ল সেন আবার মুখ্যমন্ত্রী, জ্যোতিবাবু আবার উপ। প্রফুল্ল সেনেরা ভাবলেন জনতা হাওয়ায় বেরিয়ে যাবেন। কিন্তু এটা প:ব:। তাই যা হবার হলো। বামফ্রন্ট ক্ষমতায় এলো। অপারেশন বর্গা আর পঞ্চায়েত অবধি একটা রাজনৈতিক লড়াইয়ের বাতাবরন তৈরী হলো। অপারেশন বার্গা আর পঞ্চায়েতের জন্যই সেই বাতাবরন চুলোয় গেলো। নেতারা হাল ধরতে পারলেন না। দুর্নীতি বা বলা ভালো নীতিহীনতা গ্রাস করলো ভারতের মার্কসবাদী কমিউনিষ্ট পার্টিকে।
  • PT | 203.110.246.230 | ২৩ মার্চ ২০১০ ১৭:৩১443860
  • মহাশ্বেতা সেই অর্থে কোনদিনই কারুর লোক ছিলেন না। আবাপ গোষ্ঠীর বাইরে থেকে সম্পুর্ণ নিজের কলমের জোরে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। তাঁর দৌপদী গল্পটি বিশ্বসেরা ছোটগল্পগুলির মধ্যে পড়ে এবং সম্ভবত: এই গল্পের ইংরিজি অনুবাদ বিদেশের ইউনিভার্সিটিতে পড়ানো হয়। ""প্রতিবাদী"" ইত্যাদি শব্দ ব্যবহার করলে লেখক মহাশ্বেতাকে ছোট করা হয়।
  • PT | 203.110.246.230 | ২৩ মার্চ ২০১০ ১৭:৩৮443861
  • @ Arpan

    Date:15 Mar 2010 -- 11:00 AM

    এই পোস্টিং-এর বাংলা লাইনটি পড়ে দয়া করে আমাকে জানান যে এই বাক্যটিতে ""এখানে আছে, ওখানে নাই""-এর অর্থ কি। আরও সরাসরি কথা ছিল -- খুঁজতে অনেক সময় লেগে যাবে।
  • saikat | 202.54.74.119 | ২৩ মার্চ ২০১০ ১৭:৪৩443863
  • যাক, উনি কোনদিনই কারুর লোক ছিলেন না, কিন্তু ইদানীং আলোচনা করার সময়ে তাঁকে তৃণমূলের লোক ধরে নেয়া হয়। কখন কে যে কাকে ছোট করে, কে জানে !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন