এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • ভাঙা প্রেম

    Paramita
    নাটক | ১৩ জুন ২০০৯ | ৩৬২৬২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Samik | 12.170.106.12 | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১৩:৫৬417087
  • M,

    টু বি মোর প্রিসাইজ, সমস্ত অ্যারোমেটিকই ছকোণায় ভর করা। অয়ালিফ্যাতিক নয়। :-)
  • r | 125.18.104.1 | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১৫:০০417088
  • এই প্রেমের দৈর্ঘ্য দেখে আমার বহু পুরোনো এক রসিকতা মনে পড়ল- সর্দারনী আর বনলতা সেনের প্রেমের নোট বিনিময়ের রসিকতা। বনলতা সেনের প্রেমের গল্প শোনার পরে সর্দারনী বলেছিল- হায় রাব্বা! ইৎনি টাইম মে তো ম্যাঁয় দো দো বার মেটার্নিটি হোম জা চুকা হুঁ।
  • tkn | 122.162.42.156 | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১৫:১০417089
  • তভি তো বাকি জিন্দেগী রোটিয়াঁ বানানি পড়ি :-)
  • T | 203.101.108.91 | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১৬:৫০417090
  • মানতেই হবে ব্যপারটা ক্রমশ: জটিল থেকে জটিলতর হচ্ছে..... এ যাবত দেখ সব বলিউডি টলিউডি মায় পরশুরামের প্রেমচক্রের চেয়েও ঘাঁটা কেস!
  • Samik | 12.170.106.12 | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১৭:১১417091
  • আজকের ইনস্টলমেন্টটা? ...
  • teman keu na | 122.162.42.156 | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১৮:৩৯417092
  • তিনদিন হল বাড়ি থেকে বেরোই নি আমি। গান শুনেছি আর ডোডো তাতাই পড়েছি। মৌ এসেছিল কাল। ঘুম পাচ্ছে বলে কাটিয়ে দিলাম ওকেও। নাড়ুগুলো অবশ্য রাখা আছে। মাও দেখছি বেশ বড় হয়ে গেছে। তেমন কিছু জিগাচ্ছে না। আজ খালি বলল "কি যে হয়েছে তোর! এই জন্যেই বলেছিলাম স্কুলেই থাকতে'
    বুঝছে তো কচু। ঢিল ছুঁড়ছে আন্দাজে। আমি উত্তর দিলাম না।
    বিকেলে টিউশন আছে। এটা কামাই করা মুশকিল। হয়ত দেখা হয়ে যাবে বিভাসের সঙ্গে। আমি ওর অসুবিধার কথা জেনেও কাগজ কলম টেনে নিলাম
    "জানি তুমি আমায় খুব ভালোবাসো। কিন্তু জানিনা তোমাকে আমি ভালোবাসি কিনা' - এর বেশি কিছু বলার নেই আমার। যে প্রশ্নের উত্তর নোবেল প্রাইজ পেয়েও খুঁজে বেড়াতে হয় মানুষকে সে প্রশ্নের উত্তর আমি জানব?? নো ওয়ে।
    মৌ আসেনি আজ। ওর আবার কি হল কে জানে। স্যার বললেন ফেরার সময় খোঁজ নিয়ে নিতে। পড়তে আসার সময় মাঠে কাউকে দেখিনি। ফেরার সময়ও দেখতে চাই না। কিন্তু দেখা হল। কিছু একটা হয়েছে ওদের মধ্যে। বেশ উত্তেজিত আওয়াজ রক থেকে উঠে আসছে। বিভাস বোধহয় দূর থেকে আমায় দেখতে পেয়েই এগিয়ে এল
    'আজ একা? মৌ যায় নি?'
    'না'
    'কি হয়েছে তোমার? কলেজ যাচ্ছ না? আমি কাল পরশু দুদিন তোমার কলেজে গিয়ে দাঁড়িয়েছিলাম
    চুপ করে রইলাম আমি। কি বলব ওকে? চিঠিটা আছে ব্যাগেই। কিন্তু দিতে পারছি না।
    "কি হয়েছে? দিয়ার কথাটা শুনে রাগ করেছ? আমার তো কোনো দোষ নেই। আমার সত্যিই ওর ওপর...'
    খুব কষ্ট হচ্ছে আমার। কিন্তু কষ্ট হচ্ছে বলেই চুপ করে থাকলে আরো বেশি কষ্ট দেব বিভাসকে। জানি।
    "এটা পড়ে দেখো। রাখতে হবে না। ফেলে দিও'
    হাত বাড়িয়ে চিঠিটা নিয়ে পকেটে রাখল বিভাস "তুমি এখনই বাড়ি যাবে? তাড়া আছে?'
    "হুঁ। তাড়া আছে (তোমার থেকে দূরে যাওয়ার)। কদিন একদম পড়াশুনো হয়নি। আজ বসতে হবে বেশিক্ষন
    'কাল কলেজের সামনে আসব তাহলে আমি। তোমার কটায় ক্লাস শেষ'
    "আমি এই উইকটা বাঙ্ক করব'
    "বাঙ্ক করবে? কেন? কিছু হয়েছে তোমার?'
    ইচ্ছা করছে ওকে বলে দিই সব। সৌরভের কথা, আমার ভাবনার টানাপোড়েন.. ওর মত করে আমিও সব বললে কি ও আমাকে বুঝতে পারবে? কিন্তু তাতে কি লাভ? এসবের বাইরে যাওয়া খুব জরুরী আমার। এই জটিলতা নেওয়ার মত বড় হই নি এখোনো। এটুকু বুঝছি যে বিভাস, সৌরভ এসবের আগের জগতটা খুব সুন্দর ছিল। খুব খুশির ছিল। যানি এখনকার এই চুপখুশি আর আনখুশিগুলো ছিল না তখন। এগুলোকেও মিস করব আমি। বিভাসের আমার দিকে মুগ্‌ধচোখে তাকানো আর দেখতে পাবো না নিশ্চই। কিন্তু এসবের বিনিময়ে নিজের কনফিউশন আর বিভাসের এলোমেলো হয়ে যাওয়াটা একটুও চাই না আমি। আর একদিনও না।
    "কথা বলবে না? রাগ করেছ আমার ওপর এত?'
    খারাপ লাগছে আমার। খুব। টের পাচ্ছিলাম কাউকে ভালোবাসার খুশির মতই তীব্র ভালো না বাসার কষ্টও।
    'তোমার ওপর না, নিজের ওপরেই খুব রাগ আমার.. তুমি যেমন করে দিয়াকে ভালোবাসো, আমিও তেমন করেই তোমাকে ভালোবাসি হয়ত....' এর বেশি আর কিচ্ছু বলার নেই। আমি পা চালালাম বাড়ির দিকে

    বিভাস তারপর কলেজে এসেছে বেশ কয়েকবার। কিন্তু আমি আর ওকে ঠকাইনি। কোনোদিন।
  • aishik | 122.166.22.73 | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১৮:৪১417093
  • আর সৌরভ? তার কি হল?
  • tkn | 122.162.42.156 | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১৮:৪৪417094
  • এই গল্পটার নাম তো আমি ও বিভাস :-)
    সৌরভের গল্প না এটা। সে একটি চরিত্র মাত্র :-)
  • vikram | 193.120.76.238 | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১৮:৫৪417095
  • যা দেখা যাচ্ছে - স্বামী অ্যান্ড ফ্রেন্ডস এর মতো, এর পরে আরো আরো গল্প মিলিয়ে এটি বেশ নধর কলেবর পাবে। এ তো চ্যাপ্টার ওয়ান গেলো। প্রচুর সময় নিয়ে বারো চ্যাপ্টারের গল্পের বইটি (আচ্ছ, বেশ - আট থেকে চোদ্দো) শেষ করা হোক। পোজেক্ট।
  • Samik | 8.4.8.12 | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১৯:৩০417097
  • এমন বল্লে তো খেলব না তেকোনা। আমার ফুলদির গালে হাসলেই টোল পড়ে। আমার কোনওদিনও পড়ে না বলে টোলের ওপর আমার একটা বিশেষ ব্যথা আছে, ফ্রাস্টু আছে। :-) ছোটোবেলায় আয়নার সামনে হাসিমুখে দাঁড়িয়ে দু-গালে আঙুল দিয়ে ঠেলে কতো যে টোল ফেলার চেষ্টা করেছি ...
  • Samik | 12.170.106.12 | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ২০:৫৮417098
  • লেখাটা কি সত্যি শেষ? আর হবে না?
  • tkn | 122.162.42.156 | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ২১:০০417099
  • আমি ও বিভাস- আর তো নেই। এর পরে লিখলে বিভাসের যন্ত্রণা ও আমার সেই যন্ত্রণার ভাগ নিতে না পারার কষ্ট আসবে এবং জনতা বোরডমের চূড়োয় উঠে আমায় ঢিল মারবে। তখন কে বাঁচাবে শুনি???
  • Samik | 8.4.8.12 | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ২১:০১417100
  • যা: ... বেশ হুক্‌ড হয়ে গেছিলাম বুঝতে পারছি ...
  • tkn | 122.162.42.156 | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ২১:০২417101
  • :-(

    লেখাটার নামকরণে সৌরভ ছিল না। ওর এপিসোড এখানে আনাটা বহোত না ইনসাফি হ্যায় ঠাকুর -
    অত: কিম?
  • rokreyaa | 203.110.246.230 | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ২১:০৫417102
  • প্রেমেড্ডিম!
  • papiya | 165.91.215.12 | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৩৩417103
  • তাহলে সৌরভ এপিসোড চালু হোক
  • ayan | 122.163.113.130 | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৩৬417104
  • আসলে এই গল্পটা চলতে থাকে, চলতেই থাকে। মৌ-বিভাস-দেয়া-সৌরভ-আর তেকোনা-এরা সবাই গল্পে ঢোকে, কিছুক্ষণ থাকে, নিজেদের পার্টটুকু বলে, তারপর ঠিক সেই সময়ে সেই সময়ে সরে পড়ে যখন তাদের সরে পড়বার কথা। তবু, আমরা, যারা কোনো একদিন মৌ-বিভাস-দেয়া-সৌরভ-আর তেকোনা ছিলাম, তাদের মিলিয়ে নিতে ইচ্ছা করে এর পর কি হল, কোথায় গেল এই চরিত্ররা।

    তাই তেকোণাদি, গপ্পটা চালিয়ে যান, প্লীজ। যতক্ষন আপনার মন চায়, যতক্ষণ মনে হয় কিছু বলবার ছিলো, ততক্ষণ... অন্তত:
  • anon | 202.3.217.125 | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ০৫:০৩417105
  • খুব ভালো লেগেছে। লাস্ট পর্বে এসে তাড়াতাড়ি শেষ করার চেষ্টার ভাবনাটুকু যেন বেশ বোঝা যাচ্ছে যেটা কোনোভাবে চাপা দিতে পারলে ভালো হতো। আরেকটা কথা যেটা শমীক আগে বলেছে আর আমারও সেরকম'ই লেগেছে যে পড়ার সময় কোথাও কোথাও যেন মনে হচ্ছে এটা শুধু "আমি' দিয়ে লেখা একটা গল্প মাত্র যা সত্যিই নিজের কথা নয়, এমনটা কেন লাগছে সেটা বলা মুশকিল তবে পাঠক হিসেবে যা মনে হয় তা হলো, এই লেখার স্টাইলটা অনেকটা ইন্টারনেটের চ্যাটিং স্ক্র্যাপিং বা নেটের আড্ডা-ভাটবাজির টুকরো লেখাগুলোর মতন যেমন স্মাইলিগুলো তারপর প্রায়ই ব্র্যাকেটে মনের চিন্তার ডিটেলস দেওয়া এছাড়া একই পাংচুয়েশন একসাথে অনেকগুলো ক'রে দেওয়া কিন্তু এসব কিছু দিয়ে এই ইনফরমাল স্টাইলটা তো আসলে নিজের কথাই আড্ডাছলে লেখার জন্যে বরং আরো বেশী স্বাভাবিক আর উপযোগী আর সেই জন্যেই আমরা ওভাবে লিখি নেটে আড্ডা দেবার সময় অথচ তা সত্বেও উল্টোটা মনে হবার কারণ হলো এই যে আমরা এমনিতে এভাবে যা লিখে অভ্যস্ত তা অনেক ছোট আকারের কয়েক লাইনের মেসেজ আর এখানে অনেকগুলো পর্বে ছড়ানো এই লেখাটার বেলায় প্রথম কিস্তি থেকেই সেই চ্যাটের বা স্ক্র্যাপের মেসেজ লেখার ইনফরমাল স্টাইলটাকে মনে হয়েছে যেন ইচ্ছা করেই বেছে নেওয়া হয়েছে গল্পের মধ্যে আড্ডার আমেজ ও বিশ্বাসযোগ্যতা আনার জন্যে, মানে এটাকে নিছক লেখার স্টাইল ব'লেই মনে হয়েছে শুধু লেখাটার আয়তনের জন্যে আর তাছাড়া এসবের সাথে আরেকটা ব্যাপার আছে যেটা হলো পাঠককে নতুন জোড়শব্দ অথবা চমকদার এক্সপ্রেশন পড়ানোর একটা চেষ্টা যেন রয়েছে যেটা সচেতন ভাবে দেওয়া হয়নি এটা ভাবতে পারলেই ভালো লাগতো কারণ এ'তে যেন খানিকটা পাঠক-টানার বুদ্ধির ধারে ঘষা লেগে আত্মকথা লেখার চেনা পরিচিত সরল সাধাসিধে অথচ শান্ত-গভীর ভাবটা একটু ক্ষয়ে গেছে যার জন্যে আগে একদিন কমেন্টে লিখেছিলাম যে কিছু জায়গায় মেয়েটাকে সুন্দর দেখতে মনে হবার বদলে মনে হয়েছে যে সুন্দর ক'রে সেজেছে .. এই সব কিছু মিলিয়েই হয়তো ওরকম লেগেছে যে এটা নিজের কথা নয়.. কারণ এর আগে এখানে বা অন্য সাইটে বা বইতে আত্মকথা বা স্মৃতিকথা টাইপের লেখা যা পড়েছি তা'তে এমন দেখিনি ।
  • arindam | 59.93.194.202 | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ০৭:৪৬417106
  • তেকোনোরা গল্পটা ভালই চলছিল শুধুমাত্র শেষটা কেমন জানি। সে যাই হোক, লেখক যা মনে করবেন সেইরকমই লিখবেন, শুধুমাত্র, আমি আর ওকে ঠকাইনি দেখে নিজের মনেই নিজে বলে উঠলাম- মেয়েরা কী ভাল হয়!
  • arindam | 59.93.194.202 | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ০৭:৪৯417108
  • তেকোনা
    এই পর্ব তো আমি ও বিভাস
    পরেরটা কী.....
    ম্যায় অর মেরী তানহাই
  • M | 59.93.217.217 | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৫৫417109
  • দিল মাঙ্গে মোর :P
  • Arpan | 122.252.231.12 | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ১০:১২417110
  • বাপরে কত লম্বা সেন্টেন্স।
  • Samik | 122.162.236.182 | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ১০:১৩417111
  • না ঠিক আছে। ওটা সত্যিই তেকোন নিজে, না নিজে নয়, সেটা জানাবার দরকার নেই তেকোনার। সেটা একটু বেশি ব্যক্তিগত জীবনে উঁকি-মারা হয়ে দাঁড়ায়। আমরা বরং পাঠক হিসেবে মনের মধ্যে ডিবেটটা চালিয়ে যেতে থকি, মনগোলাপের পাতা ছিঁড়তে ছিঁড়তে।

    তবে সৌরভের একটা গতি হলে খুব খুশি হতাম। কেমন যেন সাইড ক্যারেক্টার হয়ে গেল। ছেলেটাকে বেশ ভালোবেসে ফেলেছিলাম।
  • aishik | 122.166.22.73 | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ১০:২১417112
  • তেকোনা, শেষ হয়ে গিয়েছে শুনে খুব দু:খ পেলাম, কিন্তু আরেনটিস্যার র defination অনুযায়ী "শেষ হইয়াও হইলো ন শেষ" টাইপের একটা এফেক্ট আছে। খুব ভালো, কিন্তু রোজ আর কার লেখা পড়বো? প্রেম ঘটিত অন্য কোনো কিছু লেখোনা তেকোনা।
  • san | 121.50.4.34 | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ১১:৩০417113
  • কিরকম হুট করে শেষ হয়ে গেল তো !

    আরেকটা শুরু করুন না ! নট নেসেসারিলি প্রেমের টইতেই :-)
  • intellidiot | 220.225.245.130 | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ১১:৪২417114
  • শেষটা হুট করে হল ঠিকই, তবে এর কাছাকাছি সময়ে শেষ হওয়াটাও, অমার মতে, দরকার ছিল।
  • tkn | 122.162.42.156 | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ১২:১১417115
  • :-))

    খুব ভালো লাগছে ভাবতে যে লেখাটা এতোজনকে আগ্রহী করেছিল। হুঁ, গল্প জীবন থেকেই নেওয়া হয়। বলার ধরণে পার্থক্য আসে হয়ত। আননের বিশ্লেষন (ব্রেথলেস) বেশ লেগেছে। তবে আনন, খেলায় করে দেখবেন, আমি ভাটে এমনি কথাতেও বা ছোটোছোটো লেখাতেও ওভাবেই কথা বলি (লিখি)। মানে এক্সপ্রেশন বা ইনটোনেশনটা এমনিতেই লেখার মধ্যে দিয়ে প্রকাশ করার অভ্যেস আমার। এটা ভালো না খারাপ তা জানিনা, তবে প্রক্ষেপিত নয়। ওটাই স্বভাব আমার।

    অরিন্দম :-) বিভাস নেই মানেই তনহাই হয়ে গেল এমন তো না! ইনফ্যাক্ট তনহাই যদি আসেই তো বিভাস গেল কেন? উঁহু তনহাই কখোনোই না :-) অমিতাভ আর রেখা ছাড়াও অমিতাভ জয়া ও অন্যান্য এবং রেখা ও আরো অনেকে আছে/হয়েছে তো! :-))

    শমীক :-)))))))
    আমিও তো :-)। সৌরভের গতি করার জন্য অন্য একটা লেখা প্রয়োজন। বিভাসের গল্পে সৌরভের থাকার কথা ছিল না। দুটো অপশন আছে এখন। এক, সৌরভের কি হল তা পাঠক নিজে ভেবে নিন। দুই, সৌরভের গল্প বলে সর্দারণীকে আরো তিনবার মেটার্নিটি হোমে যাওয়ার সময় দিই :-))। ঠিক বুঝছি না কোনটা পাঠকের কাছে গ্রহণযোগ্য হবে :-))

    ঐশিক, আচ্ছা, আবার কখোনো, ঠিক... আপনার আগ্রহ মনে থাকবে আমার :-))

    স্যান :-)))
    বাঙালী মেয়েদের বদনাম আছে যে তারা "আচ্ছা আসি। তোমরা একদিন আমাদের ওখানে এসো... ইত্যাদি নিয়ে গেটের মুখে দাঁড়িয়েও লেট করে বেরোনোর সময় :-))। কিন্তু বাঁধন তো ওভাবে কাটে না। বাঁধন কাটার সময় খুব ঝট করেই কাটতে হয়। বিভাসকে নিয়ে মনের মধ্যে টানাপোড়েনটা যতটা হতে পারে ঐ বয়সে ততটুকু হয়নি? :-(( তাইলে আরো বোঝানোর দরকার ছিল (এটা মাথায় রাখতে হবে পরে কিছু লিখতে গেলে) তবে ১৫/১৬-র ছোট্টো মাথা আর কত চাপ নেবে বল? আর বেশি ভাবলে চুল পেকে যেত না??? তারচেয়ে চুলোয় যাক বলে কুলোর বাতাস দেওয়াই ওর কাছে ঠিক মনে হয়েছে বেচারীর :-)))

    শেষ পর্বের আগে অবধি যারা মতামত দিয়েছেন তাদেরকেও বড্ডা বড্ডাসা থ্যাঙ্কুউ। সকলের ভালো লাগছে জানলে ভোর তিনটে পঞ্চাশ অবধি লেখার তাগিদ এমনিই আসে (এটাই কি লিখব কেন লিখব-র থ্রেডে লিখলাম সেদিন। পাঠকের সঙ্গে ইন্টার‌্যাকশনটাই আমার মত অ-লেখকদের সাহস দেয়)

    র,
    :-)) থ্যাঙ্কু ফর দ্যা পিজে :-)

    বিক্রম :-))
    ঐ পোজেক্ট নামাতেই পারি। কিন্তু কোন টই আমায় সে ফুটেজ দেবে? ওটা তো একদম বড়সড় ধারাবাহিক হয়ে যাবে, না?

    ইন্টেল :-))))
    একমত
  • dipu | 207.179.11.216 | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ১২:১৮417116
  • যা:। কোন টই আবার কি! লিখব মনে হলেই একখান টই খুলে লিখতে লেগে যাবেন।
  • tkn | 122.162.42.156 | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ১৩:০৮417117
  • হুঁ, কিন্তু সেও তো ধারাবাহিক ভাবে চলবে। আমি তো মোটেই কম কথার মানুষ না দেখি :-((
  • Samik | 8.4.8.12 | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ১৫:০০417119
  • আমার ভাঙা পেমটা নিয়ে লিখতে যাচ্ছিলাম। তিন প্যারা লেখার পর দেখলাম জমছে না। তাই ডিলিটিয়ে দিলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন