এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • নির | 57.11.202.41 | ২০ এপ্রিল ২০১৮ ২১:২২374130
  • আচ্ছা, শ্রীমতী মাধবী মাগী, তুই কি ভেবেছিস বলতো? তোর সঙ্গে শুয়েছি বলেই তোকে বিয়ে করব? মানে, সিরিয়াসলি, দাবিটা কি? তুই প্রোটেকশন নিসনি সে কি আমার দায় নাকি? পেট বাঁধিয়েছিস! বাঁধিয়েছিস তো যা খালাস করে আয়! তা না তো দিনরাত ন্যাকা কান্না জুড়েছে! মেসেজের পর মেসেজ! মাইরি, কাল এত ইম্পর্ট্যান্ট মিটিং, তার আগে মুডটাই খারাপ করে দিল। দিই মালটাকে ব্লক করে— যা শালী ভাগ। আমার লাইফে তোর জরুরত খতম, থাক ব্লক হয়ে।
    .
    হা হা হা, ওফ্‌ যা হাসি পাচ্ছে না! মিটিংয়ে আজ অনুপমের মুখটা ছিল দেখবার মত। কি মনে করেছিলি উদগান্ডু? কাজটার জন্য তোকে ক্রেডিট দেব? ক্রেডিট তোর পেছনে ঢোকাচ্ছি। ওরে বোকাপাঁঠা, প্রোমোশন কি এমনি এমনি হয়? তোর মত গাধারা সারাজীবন খেটেই মরবে বুঝলি, ক্ষীর খাবে এই শর্মা। শালা কলেজ লাইফ থেকেই প্রচুর জ্বালিয়েছিস। দিনরাত বই মুখে করে বসে থাকতিস, তোর জন্য শালা আমাদের পারসেন্টাইল কমত। আজ শোধবোধ হল, বুঝলি। যা এবার কিউবিকলে বসে বইয়ে মুখ গোঁজ, হা হা হা— তুই তো আবার খুব ভদ্রতা মারাস, জানি মুখে কিছু বলতে পারবি না। আমি এখন চেম্বার পাব— ঢোকার আগে পারমিশন নিতে ভুলো না হে টপারমারানি, নয়তো লাথ খাবে।
    .
    ওহ, এই গোলাপখাস আমটা আবার কে? ও এর কথাই আজ শ্রীনিবাসন বলছিল রসিয়ে রসিয়ে? আমার নতুন সেক্রেটারি? মিস ইরেংবাম, মণিপুর থেকে এসেছে যে? বাহ্‌ দুদিনের মধ্যেই সেক্রেটারিও পেয়ে গেলাম। আর শ্রীনিবাসনটা যা অসভ্য শালা! কেলো তামিল, বাঁদর বললেই হয়, সভ্যতা শিখবে কোত্থেকে? ক্যাফেটেরিয়ায় একগাদা কলিগ, মাগীগুলোও আছে, সেখানেই হাত দিয়ে নোংরা সব ক্যারিকেচার করে দেখাচ্ছে, আরে ইডলি-সাম্বার, পাবলিক প্লেসে তো ভদ্রতা দেখা অ্যাট লিস্ট! তবে, ঘটোৎকচের বাচ্ছাটা খুব একটা ভুল বলেনি কিন্তু। মাল পুরো পেকে টসটস করছে... আর এই চিঙ্কিগুলো তো বেওয়ারিশ সব, নিজের মনে করে ইউজ করে নাও, দেন থ্রো অ্যাওয়ে... হা হা হা... ছিপ ফেলতে হবে, কিন্তু খুব হিসেব করে, আমি তো আর শ্রীনিবাসনের মত রামছাগল নই... আরে এদিকেই আসছে... হেঁ হেঁ হেঁ, ওয়েলকাম ওয়েলকাম, সো নাইস টু মিট য়্যু, মিস ইরেংবাম—
    .
    মানে, আমি শুধু ভাবি, দুনিয়ার কারো কি আমার একটুখানি সুখ সহ্য হয়না? এত দিন ধরে খেলিয়ে, তেলিয়ে, হাজার হিসেব নিকেশ করে কাল সাইট ভিজিটের ট্রিপটা ফাইনাল করলাম। দুদিনের ট্রিপ— শেষ পর্যন্ত আমি একাই যাব ঠিক হয়েছে—তবে সেক্রেটারিকে তো সঙ্গে যেতে হবেই— হে হে হে— (মাঝে আবার আগরওয়ালের বাচ্চা মুখ দিতে চলে এসেছিল। হারামির স্বভাব দেখ— নেট টাঙাব আমি আর খেলে যাবে ও, আবদার আর কি! যাক সে শালাকে হটিয়েছি) —এখন শুয়োর ড্রাইভারটা বলে কিনা মেয়ের শরীর খারাপ হ্যান ত্যান! সবকিছুর একটা লিমিট থাকা দরকার! আমি এমনিতে ভালো মানুষ, কিন্তু রাগলে ছেড়ে দিই না কাউকে— শুনিয়ে দিয়েছি সেরকমই— এখন আর বাছাধনের মুখ দিয়ে দুদিন কথা বেরোবে না। এই ড্রাইভারগুলো হয়েছেও সব হাড়হারামজাদা— আজ মেয়ের শরীরখারাপ, কাল বৌয়ের বাচ্চা হবে— দাঁড়া, ট্রিপ থেকে ফিরি একবার, তারপর মজা দেখাচ্ছি তোকে।
    .
    — কাম, কাম, মিস ইরেংবাম, বি কমফোর্টেবল... আরে এ তো দেখছি একগাদা ফাইল এনেছে সাথে। ও বোধহয় ভেবেছে সত্যিই বিশাল কিছু সাইট ভিজিট-ফিজিট হবে— হা হা হা— এই নতুনগুলোর সাথেই বেশি মজা— ভিজিট তো হবে মিস ইরেংবাম, কিন্তু সেটা সাইটে নয়, হোটেলের রুমে, ভেরি ইন্টিমেট ভিজিট... আরে ড্রাইভার তাড়াতাড়ি চালাও, এমনিতেই বেলা হয়ে গেছে, সন্ধ্যের মধ্যে পৌঁছাতে হবে— আজ দিল পুরো গার্ডেন গার্ডেন। সব একদম হিসেব মাফিক— সাধে কি চ্যাটার্জি আমাকে ছকুবাবু বলে...
    .
    ... উফ আবার কোথায় দাঁড়াল? গাড়োল ড্রাইভারটা না— শেয়ার মার্কেটের হালচাল একটু দেখি আইফোনটায়। হা হা, আদানির শেয়ার আজও চার পয়েন্ট উঠেছে— উঠবে না মানে, আমি কিনেছি যে, ওর বাপ উঠবে— রিলায়েন্সেরও দেখছি উঠছে টুকটুক করে। এইবেলা মোটা রকম কিনে রাখা ভাল... আরে, এত অন্ধকার হয়ে আসছে কেন? সন্ধ্যে হয়ে গেল এর মধ্যেই? এত কুয়াশা কোথা থেকে এল হঠাৎ? আরে আরে আরে, ড্রাইভার, ইরেংবাম— এরা গেল কোথায়!! মহা আজব তো! এসব কি ইয়ার্কি হচ্ছে নাকি? এটা কোন জায়গা? বুঝতে পারছি না— শুধু লাল একটা ক্রস জ্বলছে বাইরে—নার্সিং হোম-টোম হবে... অ্যাঃ, পচা গন্ধ আসছে একটা... গাড়ির কাঁচটা নামছে না কেন? হলটা কি?
    .
    ওটা আবার কি! মানুষের বাচ্চা একটা! বিরাট একটা মাথা... পায়ের আধখানা নেই... পেটের কাছে মোটা একটা নাড়ি জড়িয়ে আছে— সারা গায়ে রক্ত মাখা— বাচ্চা তো নয়, এ তো একটা ফিটাস! ইস কি বীভৎস! এ কি কান্ড! ড্রাইভার! ড্রাইভার! মিস ইরেংবাম!— আরে আরে, ওটা গায়ে এসে পড়ল যে! মাংসপচা গন্ধে বমি আসছে... চোখের জায়গায় বড় দুটো গর্ত... বড় বড় নখওয়ালা আঙুলগুলো সাপের মত হিলহিল করছে... এগিয়ে আসছে আমার গলার দিকে! মুখটা কি বিশাল হাঁ করল! লম্বা লম্বা দাঁতগুলো ভয়ঙ্কর ছুঁচলো... জিভটা লকলক করছে! ড্রা-ই-ভা-র! ...আঙুলগুলো পেঁচিয়ে বসছে গলায়... নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমার... জ্ঞান হারিয়ে ফেলছি... শুধু শুনতে পাচ্ছি হাড়-হিম-করা বিকৃত গলায় ওটা গোঙাতে গোঙাতে ডাকছে— বাপি, বাপি, বাপি, বা—
    ________________________________________
    (গল্পের নামঃ পিতৃঋণ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন