এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • হিন্দু প্রেমী ক্লাইভ ও মীরজাফর বনাম হিন্দু বিরোধী সিরাজউদ্দৌলা 

    Eman Bhasha লেখকের গ্রাহক হোন
    ৩০ মার্চ ২০২৪ | ১০৫৪ বার পঠিত | রেটিং ৪.৫ (২ জন)
  • ক্লাইভ তথা ইংরেজরা এত হিন্দুপ্রেমী যে বাংলায় আগে দুর্ভিক্ষ ছিল না, দুর্ভিক্ষ নিয়ে এল।
    সিরাজউদ্দৌলাকে প্রতারণা করে হারিয়ে খুন করার ১৩ বছরের মধ্যে দুর্ভিক্ষ হল।
    এবং তিন কোটির মধ্যে এক কোটি লোক না খেয়ে মারা গেলেন।

    সিরাজউদ্দৌলা হিন্দু বিরোধী তাই তাঁর প্রধানমন্ত্রী করেন হিন্দু মোহনলালকে। অর্থের দায়িত্ব দেন জগৎশেঠ ও তাঁর ভাই স্বরূপচাদঁকে। আর দাদুর শ্রাদ্ধে সংস্কৃত মন্ত্র পড়ান। হুগলির ফৌজদার হিন্দু নন্দকুমার, ঢাকায় দেওয়ান হিন্দু রাজবল্লভ, দরবারে রেখেছিলেন ঘসেটি বেগমের কাছের দেওয়ান হিন্দু রায়দুর্লভকে। রায়দুর্লভ ছিলেন জানকীনাথের পুত্র। তাঁকে বর্গিরা মহারাষ্ট্রে ধরে নিয়ে গিয়েছিল, আলিবর্দি ও সিরাজের চেষ্টায় বাঁচেন, ঘুষ দিয়ে মুক্তিলাভ।  কলকাতায় মানিকচাঁদ, দরবারে উমিচাঁদ, পাটনার দেওয়ান রাম নারায়ণ।

    হিন্দু বিরোধীই বটে!!!!

    সিরাজউদ্দৌলা এতটা হিন্দু বিরোধী যে তাঁর আদর্শে বিশ্বাসী  মোহনলালকে হয়ে উঠতে হয় সন্ন্যাসী বিদ্রোহের নায়ক, ভবানী পাঠক (এটা জনশ্রুতি)।

    সিরাজউদ্দৌলা ছিলেন অবাধ বাণিজ্যের বিরোধী।
    ইংরেজরা বিনা শুল্ক বা বিনা করে দস্তকের অপব্যবহার করে বাণিজ্য করছিল, এতে আপত্তি করেন।

    আর জগৎশেঠ মিরজাফর রায়দুর্লভরা বেইমান ছিলেন, তাই তাদের অপমান করতেন, রাজ দরবারেই।

    ছেড়ে কথা বলার পাত্র ছিলেন না।

    ১৪ বছর বয়সের পর মদ্যপান করেননি একদিনও।

    খারাপ লোক তাই রাজা নবাবদের শত শত স্ত্রী থাকলেও তাঁর বউ একজনই। লুৎফা।
    এবং সিরাজ খারাপ লোক জেনেও অকাল বিধবা লুৎফা। মীরজাফর, মীরন সহ বহুজন বিয়ে করার প্রস্তাব করলেও আর বিয়ে না করে নির্জন জায়গায় কবরখানায় মেয়েকে নিয়ে পড়ে রইলেন।

    ক্লাইভের হেন দোষ ছিল না, ছিল না। 
    তিনি হলেন পরিত্রাতা।

    কৃষ্ণচন্দ্র প্রতারণা করেন রাজবল্লভকে। বিধবা মেয়ের বিয়ে দিতে দেন নি। বৈষ্ণবদের উচ্ছেদ করেন।
    তিনি হলেন ভালো।

    ষাট টাকা মাইনের নবকৃষ্ণ দেব দশ লাখ টাকা পান লুঠের ভাগ হিসেবে।
    লুঠ খুব ভালো!!!

    আর ইংরেজরা ভিক্টোরিয়ান শুচিবাদে এতই আসক্ত‌ যে, ভারতীয় নারীদের অবৈধভাবে ব্যবহার করে অ্যাংলো নামে একটা সম্প্রদায়ের জন্য দিয়ে ফেলল।

    ছি!
    ব্রিটিশ দালালরা।
     
    পুনশ্চ: সিরাজউদ্দৌলার সময়ে আরও কয়েকজন হিন্দু রাজপুরুষ ও নারী।
    মেদিনীপুরের ফৌজদার রাজারাম।
    বর্ধমানের রাজা তিলকচাঁদ।
    বীরভূমের রাজা
    কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র
    ফরাসডাঙায় জমিদার ইন্দ্রনারায়ণ
    নাটোরে রাণি ভবানী।
     
    ইংরেজ রাজত্ব কায়েম হওয়ার পর এদের দশা কী হয়েছিল, আশা করি জানেন।
    লাখ লাখ টাকার মালিকদের বংশধররা কয়েকহাজার টাকার জন্য ইংরেজদের গোলামি করেছে। আগে ছিল স্বাধীন।
     
    সিরাজ হিন্দু বিরোধী হলে বর্ধমান ও বীরভূমের রাজারা ১৭৫৭ তেই ইংরেজ সৈন্যদের বিরুদ্ধে লড়াই করতেন না।

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • গঙ্গারাম | 115.187.40.104 | ৩১ মার্চ ২০২৪ ০০:০৭530020
  • @এলেবেলেদা
    বেশ বেশ ,বুঝলাম। আর একটা প্রশ্ন
    চৈতন্যের সমসাময়িক সময়ে নিত্যানন্দ কি উদারতার দিক থেকে চৈতন্যের থেকে এগিয়ে ছিলেন? 
  • Eman Bhasha | ৩১ মার্চ ২০২৪ ১৫:০২530060
  • সিরাজউদ্দৌলার সময়ে আরও কয়েকজন হিন্দু রাজপুরুষ ও নারী।
    মেদিনীপুরের ফৌজদার রাজারাম।
    বর্ধমানের রাজা তিলকচাঁদ।
    বীরভূমের রাজা
    কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র
    ফরাসডাঙায় জমিদার ইন্দ্রনারায়ণ
    নাটোরে রাণি ভবানী।
     
    ইংরেজ রাজত্ব কায়েম হওয়ার পর এদের দশা কী হয়েছিল, আশা করি জানেন।
    লাখ লাখ টাকার মালিকদের বংশধররা কয়েকহাজার টাকার জন্য ইংরেজদের গোলামি করেছে। আগে ছিল স্বাধীন।
     
    সিরাজ হিন্দু বিরোধী হলে বর্ধমান ও বীরভূমের রাজারা ১৭৫৭ তেই ইংরেজ সৈন্যদের সঙ্গে লড়াই করতেন না।
     
     
  • দীপ | 2402:3a80:a03:c7cf:0:62:8713:4101 | ০১ এপ্রিল ২০২৪ ১৩:৪৯530106
  • সিরাজ দেবতা নন, দানব‌ও নন। 
    দোষে গুণে মানুষ।
    তবে আকবর, শিবাজী, রণজিৎ সিংহের মতো সাহস ও মানসিক দৃঢ়তা সিরাজের ছিলোনা!
    পলাশীর যুদ্ধে নবাবের সৈন্য‌ই যথেষ্ট সুবিধাজনক অবস্থানে ছিল, তারপরেও হেরে যায়। 
    সিরাজের অব্যবস্থিতচিত্ত এর মূল কারণ।
    সিরাজের অন্তিম পরিণতি অবশ্য‌ই আমাদের বেদনার্ত করে, কিন্তু সিরাজ নিজেও তার জন্য দায়ী! 
  • দীপ | 42.110.139.171 | ০১ এপ্রিল ২০২৪ ১৪:১১530107
  • রাজনীতিতে বিশ্বাসঘাতকতা আবহমানকাল থেকেই আছে।
    আলিবর্দী খান নিজেই সুজাউদ্দৌলার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করে বিদ্রোহ করেন ও তাঁকে নিহত করে বাংলার সিংহাসনে বসেন। 
    তবে আলিবর্দী সুশাসন ছিলেন, বিচক্ষণ কূটনীতিক ছিলেন। সিরাজ মাতামহের আদরে মানুষ হয়েছেন, তবে মাতামহের গুণগুলি আয়ত্ত করেননি। করলে এই পরিণতি হতো না! 
    পলাশীর যুদ্ধে ক্লাইভ যে সাহস ও মানসিক দৃঢ়তা দেখিয়েছেন, সিরাজ তা পারেননি! নয়তো নবাবের সৈন্য‌ হারতোনা। 
     
    ইতিহাস নিয়ে তথ্যনিষ্ঠ আলোচনা করতে হয়, গপ্পিবাজি দিয়ে ইতিহাস আলোচনা করা যায়না!
     
     
     
     
     
  • দীপ | 42.110.139.171 | ০১ এপ্রিল ২০২৪ ১৪:১৮530108
  • আলিবর্দী একদিন বিশ্বাসঘাতকতা করে প্রভুর বিরুদ্ধে বিদ্রোহ করে ক্ষমতা দখল করেন, পরে আশ্রিত মীরজাফর এক‌ইভাবে তাঁর দৌহিত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন।
    ইতিহাসের বিচিত্র পরিহাস!
  • দীপ | 2402:3a80:a15:d4ab:0:5c:c204:e701 | ০১ এপ্রিল ২০২৪ ১৯:৫৭530114
  • ধান্দাবাজরা সব জায়গায় হিন্দু-মুসলিম নিয়ে আসে!
    বঙ্কিম থেকে শরৎ, যদুনাথ থেকে রমেশ মজুমদার; সর্বত্র এরা সাম্প্রদায়িকতা খুঁজে পায়!
  • দীপ | 42.110.138.20 | ১৮ এপ্রিল ২০২৪ ১২:২৭530729
  • একটা মজার বিষয় লক্ষ্য করেছি। যারা কথায় কথায় ধর্মনিরপেক্ষতার কথা বলে, তারাই সবজায়গায় হিন্দু-মুসলমান নিয়ে আসে!
    পলাশীর যুদ্ধ ও ষড়যন্ত্র দুটি গোষ্ঠীর ক্ষমতাদখলের লড়াই, এখানে হিন্দু-মুসলমান কোনো বিষয় নয়। কিন্তু মহান ধর্মনিরপেক্ষ বিপ্লবীকুল (!!!) সবজায়গায় হিন্দু-মুসলমান নিয়ে আসে!
    মানুষকে তো এতোটাই গাধা ভেবেছে!
  • Touhid Hossain | ১৯ এপ্রিল ২০২৪ ২০:৫১530794
  • অনবদ্য
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন