এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • দিল দিল আফগানিস্তান 

    সৈকত বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    ০৭ নভেম্বর ২০২৩ | ৪৯৩ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • বিশ্বকাপ ক্রিকেটের দৌলতে চারদিকে এখন 'দিল দিল আফগানিস্তান'। দু বছর আগেই অবস্থাটা অন্য ছিল। তখন ছিল 'হায় হায় আফগানিস্তান'। দিল-দিল ছাড়ুন, তালিবান রাজত্বের আফগানিস্তান নিয়ে 'ততটা খারাপ অবস্থা নয়' বলার জন্যই এক কাবুল-ফেরতার কী হেনস্থা। আমিও লিখেছিলাম, যে, তালিবানকে মৌলবাদী হিসেবে দেখার সঙ্গে আমেরিকান সাম্রাজ্যবাদবিরোধী ভূমিকাটাও দেখা দরকার, তাতে লোকে প্রায় মারতে আসে আর কী। কারণ, টিভিতে জলজ্যান্ত দেখা যাচ্ছে, তালিবান দানবের ভয়ে লোকে ঝুলতে ঝুলতে প্লেনে যাচ্ছে, তারপর টপ করে পড়ে যাচ্ছে। মেয়েদের বোরখা পরা ছবি চতুর্দিকে। কিন্তু দুবছরেই পুরো খেলা ঘুরে গেছে। এখন স্রেফ 'দিল দিল'। যদিও এখনও ওখানে তালিবান রাজত্ব। এখনও মেয়েদের হাল একই। সেসব ছবি আর দেখা যায়না যদিও।
     
    এই অবধি পড়েই কেউ কেউ বলবেন, আরে এ তো খেলা, রাজনীতি না। ঠিকই। খেলোয়াড়দের কি ঢিল মারা উচিত, না রাষ্ট্রীয় নীতির জন্য শূলে চড়ানো উচিত? কোনোটাই না। বরং বাহবা দেওয়া উচিত। কিন্তু সঙ্গে এটাও  মনে করে দেখুন, গত বিশ্বকাপ ফুটবলের কথা। সেটাও ছিল খেলা। খেলছিল ইরান বলে একটা দেশ। নারীর অধিকার, মানবাধিকার,  সেখানেও ভুলুণ্ঠিত, তাই খেলার মধ্যেও সেটায় ফোকাস ছিল। কোন খেলোয়াড় বিড়বিড় করে কী বললেন, ইরানের শাসকদের বিরুদ্ধে কড়ি আঙুল তুলেও কিছু ভঙ্গী করে দেখালেন কিনা, এইসব। আফগানিস্তান নিয়ে এই বিশ্বকাপে সেই ফোকাসটাই দেখা যাচ্ছেনা।
     
    তালিবানরা কি মৌলবাদ ত্যাগ করেছে? প্রচণ্ড গণতান্ত্রিক এবং সমানাধিকারপন্থী হয়ে গেছে? নাঃ, তেমন কিছু শোনা যায়নি। ওসব কিছু নয়ই, আসলে এই ফোকাসের অভাবের একটাই কারণ, টিভিতে ওসব দেখাচ্ছেনা। টিভিতে দেখাচ্ছেনা কেন? কারণ ভারতীয় টিভি পশ্চিমী খবরের টুকলি করে, পশ্চিমে এসব নিয়ে আর হইচই নেই। কেন নেই? সেটাও সোজা। আমেরিকার সঙ্গে তালিবানদের কোনো একটা পর্যায়ে বোঝাপড়া হয়ে গেছে। যেমন আছে কাতার বা সৌদি আরবের সঙ্গে। ফলে এসব আর খবরে আসেনা। ইরান আসে। ইউক্রেন তো আসেই। পুরোটাই পশ্চিমী স্বার্থে। ভারতীয় মিডিয়ারও গাঁটছড়া আছে পশ্চিমে, তার উপর, আগেই বললাম, তারা মূলত টুকলি করে। উপকরণই না থাকলে টুকবে কী? ফলে তারাও দেখাচ্ছেনা। আমাদের চিন্তাশীল জনগণও ফুটেজের অভাবে আফগানিস্তানে মৌলবাদের উত্থান নিয়ে আর বিশেষ চিন্তিত না। কারণ, অন্ধ হয়ে থাকলেই প্রলয় বন্ধ থাকে। এরপর যখন আবার কিছু একটা কভারেজ হবে পশ্চিমী মিডিয়ায়, সবাই আবার লাফ-ঝাঁপ মেরে লাফিয়ে উঠবে। ঠিক যেন পুতুলনাচের খেলা। দড়ির ওধারের খেলোয়াড় যেমন নাচাবেন, তেমন আমরা নাচব। ইতিহাস-ভূগোলচর্চা, এই অন্তহীন দৃশ্যশ্রাব্য মাধ্যমের বোমাবর্ষণে স্রেফ ধ্বংস হয়ে গেছে। হামাস হঠাৎ একদিন বোম মারেনি, তালিবানদের উত্থান এমনি এমনি একদিন সক্কালবেলা হয়নি, এ খুবই সহজবোধ্য কথা, কিন্তু এসব বললে লোকে বলবে, ধুর ওরকম হয় নাকি। হঠাৎ একদিন বোম্বের হিরো যেমন কোথা-হইতে-আসিয়া মারদাঙ্গা করে তিনঘন্টা পরে উবে যান, সবই তাই। পৃথিবীটাই ওরকম।
     
    তা, এই যে কায়দা করে আমাদের কিছুর পক্ষে এবং কিছুর বিপক্ষে, বা ততটা-বিপক্ষে-নয় অবস্থানে নিয়ে চলে যাওয়া যাচ্ছে, আমরা পুতুল হয়ে নাচছি, এইটার নামই সম্মতি উৎপাদন। নোম চমস্কি সায়েব 'ম্যানুফ্যাকচারিং কনসেন্ট'এ পুরোটাই বিশদে লিখে গেছেন। কিন্তু মাঝে মাঝে স্মরণ করা দরকার, তাই লিখলাম।  

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 2402:e280:2141:1e8:c0ee:db55:836b:94d4 | ০৭ নভেম্বর ২০২৩ ০৯:২১525667
  • আমি ক্রিকেট বিশ্বকাপ দেখিনা, তাই ইন্ডিয়ান টিভিতে কি দেখায় জানিনা। তবে ওয়েস্টার্ন মিডিয়াতে আফগানিস্তানে মেয়েদের অবস্থা বা ইকোনমির খারাপ অবস্থা নিয়ে কিছু বেরোচ্ছে না, এটা পড়ে একটু অবাক হয়ে গেলাম। তালিবান আর আফগানিস্তান নিয়ে তো মাঝে মাঝেই পড়ি! চট করে ​​​​​​​গুগল ​​​​​​​সার্চ ​​​​​​​করে ​​​​​​​পেলাম
     
    বিবিসিঃ 
     
     
    ডিপ্লোম্যাটঃ 
     
    সিএনএন 
     
    এরকম আরও অনেক রিপোর্ট মাঝে মাঝেই পড়ি কিন্তু। (আবার লিখে দি, ক্রিকেট নিয়ে বহুকাল কোন খবর রাখি না।) 
  • Kanan Roy | ০৭ নভেম্বর ২০২৩ ০৯:৪৮525668
  • এই অন্তর্জালে পরিবেশিত কোন প্রতিবেদন বা কোন লেখাতেই অবাক হতেও ভুলে গেছি। গতকালও ফেসবুকে কারো কারো পোস্টে নারী শিক্ষা বাতিল করা (প্রাথমিক বা ক্লাস ফোরের পর মেয়েদের আর পড়ার দরকার নেই জাতীয় আইন-কানুন করছে তালিবান সরকার) আফগানদের ওয়ার্ল্ড কাপ খেলতে দেয়া উচিত নয় জাতীয় দাবি দেখা গেল। আর ইনি বলছেন...যাক...জয় তালিবান তন্ত্রের জয়!
  • আমার নাম? আমার নাম অরিত্র। | 103.77.139.39 | ০৭ নভেম্বর ২০২৩ ০৯:৫০525669
  • এমনকি কোন টপিক নিয়ে এই সপ্তাহে চিন্তা করবো, কোন টপিকগুলো এবার ভুলে যাবো সেটাও মিডিয়া বলে দেয়। কতটা হল্লা করবো সেটাও। অনেক সময় মিডিয়াও উত্তেজনা তৈরিতে ফেল মারলে পাড়ায় রাজনীতির দাদারা, অর্থাৎ ভাড়া খাটা সেলসম্যানেরা, বড় স্ক্রিনে খেলা চালিয়ে দেয় দাদার চুনোরা সামনে দাড়িয়ে হু হা করে, খেলা শেষে দাদার দেওয়া দু চারটে বাজি চুনোরা ফাটিয়ে পাড়ার সকলকে জানিয়ে দেয় বাড়িতে বাজারে ফেবুতে কি নিয়ে বক্স (বক বক বক..) করতে হবে। তাতে কাজ দেয়। অতিমারিতেও দাদারা চুনোরা কাজে আসে। তবে যারা স্পষ্ট না বললে কিছুই বোঝে না তাদের জন্য প্রতিদিন কোন টপিক আলোচনার জন্য রাখা হয়েছে সেটা জানিয়ে দিতে আমরা #মিডিয়া_বলে_দিয়েছে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি।
  • con | 2a0b:f4c2:1::1 | ০৭ নভেম্বর ২০২৩ ১৪:০৮525677
  • এখন তো দিল দিল ফিলিস্তিন। কনসেন্ট ম্যানুফ্যাকচারিং প্রজেক্ট ফর হামাস ইন ফুল সুইং।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন