এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • লেখকের নিজস্ব কালেক্টিভ: মেধা শ্রমের মজুরি আত্মসাৎএর বিকল্প মডেল #লেখারপারিশ্রমিক 

    upal mukhopadhyay লেখকের গ্রাহক হোন
    ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ৮৯৬ বার পঠিত
  • বাংলা পুজো সংখ্যা এবার কত বের হল? আগে তো গুটি কয়, এখন যেন বান ডেকেছে। বড় কাগজগুলো তো আছেই, সঙ্গে মাঝারি থেকে ছোট প্রকাশনার বিজ্ঞাপন সংগ্রহের ভেঞ্চারের লেজুড় সাহিত্যের ডালি। উল্টো দিক থেকে দেখলে বাংলায়  সাহিত্যের নেড়া বনে হঠাৎ টুনি বাল্বের সজ্জা। এসব এতো কাগজ  কি কালচার ইন্ডাস্ট্রির বাড়বাড়ন্তের ফল - কারা বের করে? লেখেই বা কেডা? আর ফুলটুস বাণিজ্য মেলায়  লিখে কজনা টাকা পায়? কত পায়? নূন্যতম কত পেতে পারে?  কজনই বা শুধু লবডঙ্কা?  এর কোন সার্ভে হয়েছে কি? এমনিতে বাংলা প্রকাশনার তস্য বাংলা বাজার সেই মান্ধাতার আমলের মার্কেন্টাইল চিটিংবাজির জন্য কুখ্যাত। তার ওপর এই পুজো বুমে শুধুই বুম বুম বুম - লেখকের জন্য জিরো ক্যাশ! লেখক কী করে? সে বলে আমার আর কী করার। সারাদিন চাকরি বাকরি, ব্যবসা পত্তর ভাত যোগাবে আর লেখা যোগাবে গুমোর। সমাজে পেস্টিজ বাড়বে। এই ভাবনায় কচি থেকে বুড়ো সবাই, সব লিঙ্গের কলমচি কানে তুলো আর পিঠে কুলোর ঐতিহ্য বজায় রাখে। সে মনকে বোঝায় জলকে যেতে গেলে কাদা ডিঙিয়েই যেতে হবে। আর প্রকাশক ত্রৈলোক্যের গোমস নামের ব্যাঙ সাহেবের মতো ছোট মাঝারি ব্যবসার ডোবায় ফোলে, ফুলতেই থাকে। কেউ কেউ তো অনামা লেখকদের সৌজন্য সংখ্যা দিতেও অজানা কারণে ভুলে বলে - বলতে পারতেন তো! লেখক আরো ভ্যাবাচ্যাকা মেরে বসে পড়ে, তাকে বসিয়ে দেওয়া হয়।

    এই যাচ্ছেতাই নিয়তিবাদের বিকল্প মডেল কী - যেথায় বাংলা  লেখক নামের হতচ্ছাড়া মেধা শ্রমিকগণ নৌকো ভেড়াবে? সেকি তার নিজস্ব নন প্রফিট কালেক্টিভে সমবেত হবার কথা ভাববে না? সমাজতন্ত্রের সোভিয়েত মডেলে অনেক কিচাইন ছিল কিন্তু ইউরেশিও ওই মডেলগুলোর বৈশিষ্ট্য ছিল লেখক সংঘের প্রবল উপস্থিতি। পরে ক্রোনি ক্যাপিটালিজম দিয়ে সে মডেলকে কুলোর বাতাস দিতে, ঝাড় খায় লেখককূল, তারা এখন মোড়লির ধারে কাছে নেই, নতুন ক্ষমতার বিন্যাসে উল্টে আস্তাকুঁড়ে ময়লা কুড়োয়। আমাদের ক্রোনি ক্যাপিটালিজম তো আরো এক কাঠি সরেস, সে তো লেখার মেধা শ্রমের মজুরিটা পর্যন্ত মারে। এই আত্মসাৎএর জঘন্য রাজনীতি ছিন্ন করতে এগিয়ে আসুক লেখকের নিজস্ব কালেক্টিভ, দাবি করুক তার মেধা শ্রমের মর্যাদার। 
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tanima Hazra | ২৭ সেপ্টেম্বর ২০২৩ ০০:৫৩523959
  • একেবারে সহমত। কিন্তু লেখকদের মধ্যে ঐক্য কোথায়? 
  • &/ | 151.141.84.156 | ২৭ সেপ্টেম্বর ২০২৩ ০৪:৩৯523960
  • অন্য পেশায় রুজিরোজগার করেন আর জাস্ট হবি হিসেবে ফ্রীতে লেখালিখি করেন এমন বেশ কিছু মানুষের একটি সংঘবদ্ধ দলের কথা জানতাম। এঁরা নিজেদের অর্থে কনফারেন্সের আয়োজন করতেন, আলোচনা, পাঠ, ইন্টার-অ্যাকশন ইত্যাদি হত সেখানে। কিন্তু লেখকদের মেধাশ্রমের মূল্য বিষয়ে কিছু উত্থাপিত হতে দেখিনি কখনও। এঁদের মধ্যে কেউ কেউ নিজের বইপত্রও প্রকাশ করেছেন নিজের অর্থে বা প্রকাশকের অর্থে, তবে সেইসব বইয়ের বিক্রি থেকে কোনো আর্থিক প্রাপ্তি আদৌ হয় কিনা সেসব উল্লেখমাত্র করেন নি। সম্ভবতঃ হয় না বা হলেও এত কম যে প্রাসঙ্গিক হয় না। এঁরা নিজেদের সদস্যদের লেখাপত্র নিয়েও একটি বার্ষিক সংকলন প্রকাশ করতেন, তবে সেই সংকলনে যাঁরা লেখা দিতেন তাঁরা বিনামূল্যে তো দিতেনই, কোনো সৌজন্য কপিও পেতেন না। যাঁরা নিতান্তই চাইতেন, সংকলনটির একটি কপি কিনে নিতেন। এভাবে কি আর সিরিয়াস সাহিত্য হয়? ওই হবি পর্যন্ত।
  • | 2405:8100:8000:5ca1::28f:1ba6 | ২৭ সেপ্টেম্বর ২০২৩ ০৬:৫৬523961
  • শিলাইদহের জমিদারি সামলে সখের লেখালিখি আর কি।
  • রমিত চট্টোপাধ্যায় | ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৫৯523963
  • একটা পত্রিকায় লেখার বিজ্ঞাপনে লেখা সৌজন্য সংখ্যা দিয়ে থাকি। লেখা পাঠানোর পর ফোন চলে আসে পেজ পিছু তিনশ টাকা গ্যাটের কড়ি খসাতে হবে নাম ছাপতে। ভাবুন কান্ড টা !
     
    এক পত্রিকা বুক বাজিয়ে বলেই দিচ্ছে গদ্য ছাপতে হলে হাজার টাকা জমা দিতে হবে। উপন্যাস, বড় গল্প, প্রবন্ধ যায় হোক না কেন। মানে, পারিশ্রমিক তো দূর অস্ত, সৌজন্য সংখ্যাও নেই, উল্টে লেখকের থেকেই টাকা চাইছে। 
     
    আর কিছু লেখকও আছে যাদের নাম ছাপানোর এমন উদগ্র বাসনা যে তাই দেখেই হাই হাই করে ছুটছে। এমনিতে তাদের লেখা ঠোঙাতেও ছাপা হত না। এখন লেখকই পাঠক, পাঠকই লেখক। এর বাইরে ক্রেতা নেই এইসব ম্যাগাজিন গুলোর।
  • [email protected] | 116.193.136.78 | ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৪৬523964
  • পুরোটাই সম্রাট অশোকের যুগের ব্যাপার। কেউ কিছু বলেও না। বললে যদি ছাপানো বন্ধ হয়। এ চলতে পারে কি?
  • একক | ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৫১523967
  • পয়সা দিয়ে ছাপানো আগেও ছিলো।  তারাশঙ্কর প্রথম নভেল ছাপাচ্ছেন নিজের পয়সায়। 
     
    যে যার দমে নিগোশিএট করে নেবে। কেও জবরদস্তি তো করেনি।
  • [email protected] | 116.193.136.78 | ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৫৯523972
  • সেই নেগোশিয়েশনটা একা করতে পারবে না আজকে। সব শখের করতে গিয়ে পুরোটাই শখেরবাজার হয়ে গেছে। এমকি জাতীয় পুরষ্কারপ্রাপ্ত লেখকরাও এক্সপ্লয়টেড হচ্ছেন। এই লেন দেন করতে গিয়ে কেউ লেনিন হচ্ছেন না। তার জন্য দরকার কালেকটিভ। 
  • রমিত চট্টোপাধ্যায় | ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৭:২৬523973
  • @একক, নিজের বই লোকে পয়সা দিয়ে ছাপতেই পারে। কোনো অসুবিধা নেই তাতে। অনেক লেখকই নিজের বই পয়সা দিয়ে ছাপিয়েছেন। কিন্তু পত্রিকাতেও পয়সা দিয়ে ছাপানো ব্যাপারটা বোধয় আগে এতটা ছিল না। 
  • নাম প্রকাশে অনিচ্ছুক | 138.121.203.146 | ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৩১523974
  • সবই মশাই সাপ্লাই-ডিম্যান্ড ইকোনোমিক্স। বাংলাতে ডিম্যান্ড নেই, কিন্তু গুচ্ছ গুচ্ছ লোক লিখে চলেছে। কেউ পড়ে না।
     
    আগে বাংলায় লিখতুম। কয়েকবছর বাংলা ছেড়ে ইংরিজিতে লেখা ধরিছি। গোটা দেশে অনেক সুজোগ। 
     
    কিছু কিছু পেমেন্ট পাচ্ছি। ইংরিজিতে লিখুন। চেষ্টা করলেই পারবেন। 
     
    বিদেশে লেখা ছাপাতে পারলে তো দেদার টাকা।
  • :-)) | 2405:8100:8000:5ca1::43:96a5 | ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৮:০১523975
  • সু্যোগ বানানটাও ঠিক করে যে লিখতে পারে না  তার  লেখা আমি তো বাপু কিনে পড়ব না। ফ্রিতে দু একবার নেড়ে দেখতে পারি।  তা ইংরিজি লেখা যাতে দু পহা আসছে তার নাম টাম শুনি একটু? নাহয় ভগবানের নামে কটাকা ঢেলেই দেখব সে কেমন প্রোডাক্ট।
  • &/ | 151.141.85.8 | ২৭ সেপ্টেম্বর ২০২৩ ২২:২৯523992
  • "সার, সার, মাই হাউস মর্নিং অ্যান্ড ইভনিং টোয়েন্টি লীভস ফল, লিটল লিটল পে, হাউ ম্যানেজ?"----মনে আছে? ঃ-)
  • kk | 2607:fb91:140e:8383:829a:6df1:8046:c59b | ২৭ সেপ্টেম্বর ২০২৩ ২২:৫২523993
  • হয়তো  "সুজোগ" টা অনিচ্ছাকৃত বানান ভুল। তাড়াতাড়িতে লেখার সময় অনেক সময় আঙুল ফস্কায়। আমি তো গুচ্ছের বানান ভুল করি! 
    হ্যাঁ, ইংরেজিতে লেখা বইগুলোর নাম জানতে পেলে মন্দ হয়না। খুঁজে পেতে একটু পড়ে দেখতাম।
  • Kuntala | ২৮ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৪৬524022
  • একটা মূল্যবান প্রসঙ্গ তুলে এনেছেন। 
    আমি অ্যাকাডেমিক জগতের লোক; এখানে মাত্র কয়েকটি গ্লোবাল প্রকাশন সংস্থার খপ্পরে আছে সমস্ত গবেষণার লেখালেখি। কিন্ত এর বিরুদ্ধে অনেকেই সক্রিয়ভাবে কাছ করে চলেছেন। আমি নিজে যে দুটি জার্নালের সম্পাদনার কাজে নিযুক্ত, সে দুটোই ওপেন অ্যাকসেস, অর্থাত বিনামূল্যে লেখা ছাপায়। আমার বেশ কয়েকটি বই এরকম ওপেন অ্যাকসেস প্রকাশন ANU Press থেকে ছাপানো - একটু গুগল করে দেখতে পারেন বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় এই প্রকাশন কত বিনামূল্যে বই উপস্থাপন করেছে। 
    তবে বাংলায় প্রকাশন শিল্প পুরোটাই প্রায় লেখকের বৌদ্ধিক শ্রম থেকে উদ্বৃত্ত আহরণের ওপরে গড়ে উঠেছে। টেক্সট বই গুলো ছাপানো নিয়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যেভাবে শুষে নেওয়া হয়, তার তুলনা কমই আছে। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন