এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • জয় হনুমান 

    সৈকত বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    ০৭ আগস্ট ২০২৩ | ২৬২২ বার পঠিত | রেটিং ৫ (২ জন)
  • হনুমান খুব বড় বীর। পুরোনো বাংলা পুঁথিতে লেখা আছে, পবনের ছেলে বজরংবলি হেলায় লঙ্কা করিল জয়। উপনিষদে লেখা আছে, ন হন্যতে হনুমান, অর্থাৎ, হনুমানকে মারা কঠিন না, অসম্ভব। পুরোনো সংস্কৃত শ্লোকে আছে, স্বদেশে পূজ্যতে রাজা / হনুমান সর্বত্র পূজ্যতে। অর্থাৎ, দেশের বাইরে প্রধানমন্ত্রীকে কেউ পাত্তা না দিলেও, হনুমানমন্দির আমেরিকাতেও আছে।
    হনুমান খুব বড় বিজ্ঞানী। হনুমানই প্রথম ইন্টারনেট আবিষ্কার করেন। ইলেকট্রনের গতিতে লঙ্কায় তিনি আগুনকে ভাইরাল করে দিয়েছিলেন। ইন্টারনেটের চোটেই স্বর্ণলঙ্কা পুড়ে ছাই হয়ে যায়। এরপর প্রযুক্তি নিয়ে গবেষণার জন্য পৃথিবীতে চালু করেন হনুমানমন্দির। সেগুলিকে ছোটো করে, মানমন্দির বলা হয়। সেখানে আগে গ্রহ, তারা, এসব নিয়ে গবেষণা হত, পরে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আবিষ্কৃত হয়।
    শিল্পসংস্কৃতিতেও হনুমানের অবদান সরস্বতীর চেয়ে বেশি। বাংলা প্রবাদ আছে, "অ্যাই হনুমান কলা খাবি" - এখানে কলা মানে সিঙ্গাপুরী কলা নয়, শিল্পকলা। বীণা না থাকলেও তাঁর ল্যাজ ছিল। বিভিন্ন কম্পাঙ্কে ল্যাজ নাড়িয়ে বড়বড় সুর তুলতে পারতেন। তাঁর সবচেয়ে বিখ্যাত গান হল হনুমান-চালিসা, যা এখন টিভি, রেডিও, ইন্টারনেট, ডিজে বক্স ইত্যাদি নানা মাধ্যমে শুনতে পাওয়া যায়।
    হনুমানকে নানা জায়গায় নানা নামে ডাকা হয়। উত্তরপ্রদেশের হিন্দুরা ডাকেন হনুমাঞ্জি । মুসলমানরা বলেন হনুমান আলি, হিমাচলের সব চেয়ে বিখ্যাত তীর্থস্থানের নাম ছিল হনুমানালি, পরে বদলে হয়েছে কুলুমানালি। সেখানে বছর বছর প্রচুর বাঙালি যান। চিনেরা আগে কথা বলতে পারতনা, হনুমানই তাদের ভাষা শেখান, হনুমানদার-ঋণ থেকেই তাদের ভাষার নাম হয়েছে মান্দারিন। চিন থেকে তিনি লাফ মেরে যেখানে ল্যান্ড করেন, সেই জায়গার নাম ছিল হনুমানদার মনি। এখনও সেই মন্দারমনি, বহু মানুষ দর্শন করতে যান।
    হনুমানের কীর্তির কথা নতুন করে বলার কিছু নেই। রবীন্দ্রনাথ বলেছেন, হনু মানে না মানা। আধুনিক গানে আছে, হনু মান কোরো না। এখন সিনেমাহলে হনুমান, ইন্টারনেটে হনুমান, মানুষের দলের নাম হয় বজরং দল। খালি ডারউইন নামের এক বাজে প্রকৃতির সায়েব হনুমানকে মানুষের চেয়ে নিচু স্তরের বলেছিলেন। সেই অপরাধে তাঁকে সিলেবাস থেকে কেটে ফেলা হয়েছে। মানদামঙ্গলকাব্যের কবি ভবিষ্যদ্বাণী করেছিলেন,
    জল হবে কোকাকোলা
    পাখি হবে আরশোলা
    যখন আসিবে কলি।
    ভূলোক, দ্যূলোক, ভবে
    জাতির নায়ক হবে
    বজরংবলী।।
    এখন কলিকাল এসে গেছে। এখন হনুমানযুগ। জ্জয়বজ্রংবলী।
    ----------
    তা, এই কারণেই আমরা গুরুচণ্ডা৯তে, সামনের ১৫ ই আগস্ট, একটি বিশেষ সংখ্যা করতে চলেছি, যার নাম হনুমান সংখ্যা। পাড়ায় গজিয়ে ওঠা হনুমানমন্দির, ছাদে দাপাদাপি করা হনুমান, হনুমানের দাঁত খিঁচোনো, বা অন্য কিছু বিষয়ে যদি কারো কিছু লেখার থাকে, অবশ্যই লিখে পাঠান। [email protected] এই ঠিকানায়। রাজনীতি-ফাজনীতি নিয়ে ভাববেননা। পার্সোনাল ইজ পলিটিকাল, অর্থাৎ কিনা যাহাই হনুমান সংক্রান্ত, তাহাই রাজনৈতিক।
    পুঃ কেউ কপি করলে অনুগ্রহ করে শেষাংশটা সমেত করবেন। জ্জয়গ্গুরু।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Murshidul Arefin | ০৭ আগস্ট ২০২৩ ১৪:৫৬522208
  • হিজাব, হনুমান এবং হিজিবিজবিজ্ (অডিও ভিস‍্যুয়াল মিডিয়ার সাংবাদিক/উপস্থাপক, নামটা সুকুমার রায়ের থেকে নেওয়া) সম্পর্কে বলা যাবেনা। এদের অনুগামী অনেক এবং ভীষন রকমের সৎ ও কর্তব‍্যপরায়ণ।
  • Angsuman Ghosh | ০৮ আগস্ট ২০২৩ ১৫:২৮522267
  • আপনার বক্তব্যের সঙ্গে হনুমত .
  • aranya | 2601:84:4600:5410:51d2:cd7b:862f:dce4 | ১৩ আগস্ট ২০২৩ ২২:০০522394
  • ভারতের অনেক মানুষ হনুমান-কে  দেবতা মনে করেন ।  অনেকে তাকে দেবতা না ভাবলেও রামচন্দ্রকে দেবতা ভাবেন, এবং হনুমানকে তার পরম ভক্ত হিসাবে  পূজা করেন। বজরং দল ​​​​​​​হনুমানের ​​​​​​​নামে ​​​​​​​হিংসা ছড়াচ্ছে, ​​​​​​​তার ​​​​​​​দায় ​​​​​​​কি ​​​​​​​শ্রী ​​​​​​​হনুমানের? 
    পাকিস্তানের ​​​​​​​কথা ​​​​​​​ছেড়েই ​​​​​​​দিলাম, ঘরের ​​​​​​​পাশে ​​​​​​​বাংলাদেশে ​​​​​​​সংখ্যালঘুদের ​​​​​​​ওপর ​​​​​​​অত্যাচার ​​​​​​​হয়েই ​​​​​​​চলে। ​​​​​​​শরীফ ​​​​​​​গুরুতে ​​​​​​​লিখেছিল এ ব্যাপারে। প্রথম ​​​​​​​আলো ​​​​​​​ইঃ ​​​​​​​মূল ​​​​​​​ধারার ​​​​​​​মিডিয়াতেও ​​​​​​​প্রায়ই ​​​​​​​খবর ​​​​​​​হয়। ​​​​​​​তো ​​​​​​​আমরা ​​​​​​​কি ​​​​​​​এবার ​​​​​​​অত্যাচারী-দের ​​​​​​​সমালোচনা ​​​​​​​না ​​​​​​​করে ​​​​​​​আল্লা ​​​​​​​বা ​​​​​​​মহম্মদ-কে ​​​​​​​দায়ী ​​​​​​​করে তাদের ​​​​​​​নিয়ে ​​​​​​​খিল্লি ​​​​​​​করব ​​​​​​, ​​​​​​​আল্লা ​​​​​​​সংখ্যা ​​​​​​​বার ​​​​​​​করব ​​​​​​​? 
    মেরি টাইলর ​​​​​​​-এর ​​​​​​​যে ​​​​​​​অনুবাদটা ​​​​​​​বেরোচ্ছে ​​​​​​​(অপূর্ব লেখা ) তার  ​​​​​​​একটা এপিসোডে ​​​​​​আছে  ​​​​​​​চীনে ​​​​​​​ইঁদুর, বানর ​​​​​​​ইঃ ​​​​​​​খাওয়া ​​​​​​​হয়, ​​​​​​​ভারতের ​​​​​​​বহু মানুষের ​​​​​​​কাছে ​​​​​​​এরা পবিত্র। 
    কোন পশু বা গাছ কে পূজা করার রীতি আছে, বিভিন্ন জনগোষ্ঠীতে। আশা করি তা নিয়ে আমাদের কোন সমস্যা নেই, নাকি সেটা যথেষ্ট এলিট নয়? 
    লক্ষীর পাঁচালি পড়া গেলে হনুমান চালিশা কি দোষ করল ? 
    এটা যদি বিজেপি বা হিন্দুত্ববাদ বিরোধী প্রচারের অংশ হয়, সেক্ষেত্রে এটুকুই বলার যে কৌশল হিসাবেও এটা খুব একটা সেফ বেট নয়, বুমেরাং হতে পারে, কারণ হনুমান কে পুজো-আচ্চা বাঙালীরাও অনেকেই করেন, এবং তারা সবাই বিজেপি সমর্থকও নন। 
    ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার মানে বুঝি। ধর্ম বা কোন দেবতাকে খামোখা আক্রমণ করব কেন? 
     
  • সিএস | 2405:201:802c:7838:641f:768c:747b:ad0b | ১৩ আগস্ট ২০২৩ ২৩:৫১522404
  • ক'দিন আগে যখন আর পি এফ- এর লোক ট্রেনে গুলি করে 'ওদের' মারল তার আগের দিনই একটা ভিডিও টুইটার ইত্যাদিতে ঘুরছিল।

    ট্রেনের ভেতরের ছবি, ওপরের বাংকে দাড়িওয়ালা বৃদ্ধ মুসলমান নিঃশব্দে নানা পড়ছেন বলে, নীচের বাংকে কিছু অল্পবয়সী ছেলে মোবাইল ফোন থেকে জোরে জোরে হনুমান চালিশা পাঠ করছে। এখন অনেক অনেক লোক আছে (আমার অনুমান অরণ্যবাবুর বন্ধুদের মধ্যে আছে) যারা ঐ চালিশা পড়াকে ঘোরতরভাবে সমর্থন করতে, এবং উল্টে ঐ মুসলমানাকেই দায়ী করবে প্যাচাল পেড়ে যে যেখানে সেখানে তারা নামাজ পড়বেই বা কেন।

    তো, এখানে চালিশা পড়ার সাথে লক্ষ্মীর পাঁচালির কোন তুলনাই আসে না, চালিশা দিয়ে অন্য কিছু লোককে চুপ করিয়ে দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে।

    আর যারা পড়ছে, ঐ ছেলেগুলি, তারাই আজকের দিনের 'বীর' হনুমান, যাদের নিয়ে এই সংখ্যাটি করা হবে বলে মনে হয়। এদ্দিন বাদেও লোকজনকে হনুমান চালিশার উদ্দেশ্য বুঝিয়ে দিতে হচ্ছে, এ বড় আশ্চর্য্যের কথা !
     
     
  • সিএস | 2405:201:802c:7838:641f:768c:747b:ad0b | ১৩ আগস্ট ২০২৩ ২৩:৫৩522405
  • ** নিঃশব্দে নামাজ পড়ছেন বলে
     
     
  • রমিত চট্টোপাধ্যায় | ১৪ আগস্ট ২০২৩ ০০:০০522407
  • সবাই জানে স্বস্তিক চিহ্নের কোনো দোষ নেই। সে নিজে নিজে চলতে বা কথা বলতে পারে না। কিন্তু ইহুদি নিপীড়নকারীরা যখন সেটা ব্যবহার করে, তখন সেটাই অত্যাচারের প্রতীক হয়ে দাঁড়ায়। আর লোকে সেই চিহ্নের বিরুদ্ধে ম  গর্জে ওঠে     
     
  • রমিত চট্টোপাধ্যায় | ১৪ আগস্ট ২০২৩ ০০:০৩522408
  • বাকি অর্ধেক লেখা উড়ে গেছে কোনো কারণে, আর  টাইপ করতে পারছি না। বিরক্তিকর।
  • aranya | 2601:84:4600:5410:996d:fb7e:d1fe:808 | ১৪ আগস্ট ২০২৩ ০০:০৪522409
  • হনুমান চালিশা এমন অনেকে পড়েন, যারা বিজেপি আরেসএস সমর্থক  নন ।  মুসলমান - বিদ্বেষী নন।  এমন ​​​​​​​মানুষদের ​​​​​​​আমি ​​​​​​​ব্যক্তিগত ​​​​​​​ভাবে চিনি। 
    আল্লাহো আকবর বলে খুনোখুনি কিছু কম হয় না। 
     
    হনুমান, শ্রী রাম, আল্লা, মহম্মদ - এরা এ সব খুনোখুনির জন্য দায়ী নন। এদের কিছু ভক্ত দায়ী। 
     
    এগুলো ও  বুঝিয়ে দিতে হয়, এ বড় আশ্চর্য্যের কথা
  • সিএস | 2405:201:802c:7838:641f:768c:747b:ad0b | ১৪ আগস্ট ২০২৩ ০০:০৬522410
  • ছাদে দাপাদাপি করা হনুমান, হনুমানের দাঁত খিঁচোন ইত্যাদি নিয়ে লেখা চাওয়া হয়েছে।

    পড়ে মনে হচ্ছে এই হনুমান আর শ্রীহনুমান এক অথবা হনুমানঠাকুরকে নিয়ে মজা করার জন্য লেখা ছাপানো হবে ?

    পাড়ায় গজিয়ে ওঠা হনুমানমন্দির নিয়ে লেখা চাওয়া হলে মনে হবে হনুমানজীকে নিয়ে মজা করা হবে ? নাকি হনুমান মন্দির বানানোর যারা মদত দিচ্ছে বা কিছুদিন পরে ঐসব মন্দির যে অন্য কাজে ব্যবহার হবে সে নিয়ে লেখা চাওয়া হচ্ছে ?
     
     
  • দীপ | 42.110.136.144 | ১৪ আগস্ট ২০২৩ ০০:১৩522411
  • বৃদ্ধ ভদ্রলোকের সামনে যারা চিল্লিয়ে হনুমান চালিশা পাঠ করে , তাদের সবকটাকে ধরে চাবকানো উচিৎ। কোনো সন্দেহ নেই।
    তবে এই পশ্চিমবঙ্গে আরো অনেক কিছু দেখেছি। একজন ধর্মোন্মাদ ব্যক্তি বিধর্মীর কল্লা কাটতে চায়, শার্লি হেবদোর অফিসে আক্রমণকারী কে পীর বলে সম্বোধন করে, কোনো অভিনেত্রীকে গাছে বেঁধে পেটাতে চায়! 
    তখন কিন্তু মহাবিপ্লবীদের গলা দিয়ে একটা কথাও বের হয় না!
     
  • দীপ | 42.110.136.144 | ১৪ আগস্ট ২০২৩ ০০:২০522412
  • বানর সেনাদের বাঁদরামি নিয়ে অবশ্য‌ই প্রতিবাদ করা উচিৎ, সম্পূর্ণ সহমত।
    তবে গত পঁচাত্তর বছরে এক কোটিরও বেশি মানুষ পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ থেকে চলে এসেছেন। গত শতাব্দীর অন্যতম অভিপ্রয়াণ
    নিয়ে কিন্তু মহাবিপ্লবীদের গলা দিয়ে একটা কথাও শোনা যায়না! 
    বরং এই নিয়ে লেখালেখি করলে কুৎসিত গালাগালি শুনতে হয়! নামে বেনামে আক্রমণ আসে! 
    বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে কোনো ব‌ই প্রকাশিত হলে অত্যন্ত খুশি হব।
  • dc | 122.164.80.75 | ১৪ আগস্ট ২০২৩ ০০:২৬522413
  • অরণ্যদা, মহায়ন মনে নেই? সেই কোন ছোটবেলায় ইস্কুলে পড়ার সময়ে আমরা মহায়ন আবৃত্তি করতাম। সেখানেও তো হনুমানকে নিয়ে বেশ কয়েক লাইন ছিল। কাজেই হনুমানকে নিয়ে বাঙালি দের বহুযুগের পুরনো অভ্যাস কিন্তু :-)
  • দীপ | 42.110.136.151 | ১৪ আগস্ট ২০২৩ ০০:২৯522414
  • ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক পশ্চিমবঙ্গে তসলিমার অভিজ্ঞতা নিয়েও আলোচনা করা যেতে পারে। বাংলাদেশে একের পর এক ব্লগারদের উপর আক্রমণ নিয়ে আলোচনা করা যেতে পারে।
  • dc | 2401:4900:1cd0:908e:a1:9ff1:5cff:f6ff | ১৪ আগস্ট ২০২৩ ০০:৩০522415
  • মানে এই না যে খিল্লির ট্র‌্যাডিশান না থাকলে খিল্লি করা যবেনা। যাস্ট সেয়িং :-)
  • দীপ | 42.110.136.151 | ১৪ আগস্ট ২০২৩ ০০:৩১522416
  • একটি মৌলবাদী শক্তিকে তোষণ করে আরেকটি মৌলবাদী শক্তিকে আটকানো যায়না, বরং সেই শক্তি আরো বেশী শক্তিশালী হয়ে ওঠে।
    অনুগ্রহ করে ভেবে দেখবেন।
  • Aranya | 2601:84:8500:9100:2c6a:a2e8:b35b:b450 | ১৪ আগস্ট ২০২৩ ০০:৩৫522417
  • ডিসি , মহায়ন অবশ্যই মনে আছে. খুবই ক্রিয়েটিভ
  • Aranya | 2601:84:8500:9100:2c6a:a2e8:b35b:b450 | ১৪ আগস্ট ২০২৩ ০০:৩৭522418
  • কিন্তু গুরু মহায়ন সণ্খ্যা বার করুক , তা আমি চাই না 
  • Aranya | 2601:84:8500:9100:2c6a:a2e8:b35b:b450 | ১৪ আগস্ট ২০২৩ ০০:৪০522419
  •  ব্যক্তিগত ভাবে গুরুতে টই খুলে কেউ মহায়্ন লিখতেই পারে 
    সে তো রামকৃষ্ণ, বিবেকানন্দ, নিবেদিতার থ্রি সাম নিয়েও গুরুতে লেখা হয়েছে 
  • dc | 2401:4900:1cd0:908e:a1:9ff1:5cff:f6ff | ১৪ আগস্ট ২০২৩ ০০:৪০522420
  • আমার অবশ্য তাতে আপত্তি নেই laugh
     
    তাছাড়া খিল্লির সাবভার্সিভ পাওয়ার নিয়ে তো আপনি জানেনই। হনুমান থেকে বিবুদা, খিল্লি করার লোকের কি কিছু অভাব আছে? 
  • Aranya | 2601:84:8500:9100:2c6a:a2e8:b35b:b450 | ১৪ আগস্ট ২০২৩ ০০:৪৩522421
  • অবশ্যই , প্রফেট মহম্মদকে নিয়েও খিল্লি সণ্খ্যা বেরোক
  • সিএস | 2405:201:802c:7838:641f:768c:747b:ad0b | ১৪ আগস্ট ২০২৩ ০০:৪৩522422
  • তাহলে আর কী, শার্লি হেবদো নিয়ে সংখ্যা বা বাংলাদেশে ধর্ম দিয়ে বজ্জাতি সংক্রান্ত সংখ্যা গুরু থেকে বার হচ্ছে না বলে, ফ্রান্স বা বাংলাদেশ থেকেই হনুমান সংখ্যা বার হোক। গুরুর লোকজন নয় সেখানে আমন্ত্রিত সম্পাদক হবে।
     
     
  • Aranya | 2601:84:8500:9100:2c6a:a2e8:b35b:b450 | ১৪ আগস্ট ২০২৩ ০০:৪৬522423
  • দীপ | 42.110.136.151 | ১৪ আগস্ট ২০২৩ ০০:৪৬522424
  • সেতো পাঁঠার অভাব কোনোকালেই নেই।
    বিদ্যাসাগর, বঙ্কিম, বিবেকানন্দ নিয়ে একলাইন না পড়েও পাঁঠা মাতব্বরি মারতে ছুটে আসে।
    রবীন্দ্রনাথকে নিয়ে আক্রমণ করা অবশ্য সহজ নয়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মহাকবিকে নিয়ে উল্টো পাল্টা লিখলে গোবেড়েন খাবার সম্ভাবনা আছে।
    তবে কোনো কোনো বাঁদর সেটাও করে।
  • dc | 2401:4900:1cd0:908e:a1:9ff1:5cff:f6ff | ১৪ আগস্ট ২০২৩ ০০:৫৮522426
  • বিটিডাব্লু, হনুমান সংখ্যায় বেশ কিছু ভালো কার্টুন যে দেখতে পাবো সে নিয়ে আমার কোন সন্দেহ নেই :-)
  • &/ | 151.141.85.8 | ১৪ আগস্ট ২০২৩ ০১:১০522427
  • রামায়ণের হনুমানকে সুপারম্যানের পূর্বসুরীও বলা যায়। উড়তে পারেন, পাহাড় ঘাড়ে করে আনতে পারেন, আরও নানারকম ব্যাপার করতে পারেন, যা আর কেউ পারেন না, এমনকি চেষ্টাও করেন না। কথাবার্তায়ও খুব পালিশ ছিল শোনা যায়। বড়ো বড়ো গুরুদের কাছ থেকে শাস্ত্রবিদ্যা, সঙ্গীত, শস্ত্রবিদ্যা ইত্যাদি আরও অনেককিছু শিখেছিলেন।
    (সন্দেহ হয় এই চরিত্রটাকেই পালিশ করে মানুষরূপ দিয়ে মহাভারতে ভীষ্ম গড়েছেন বেদব্যাস। অবশ্য এ ধারণা ঘোর বিতর্ক-সম্ভবা ঃ-) )
  • দীপ | 42.110.137.178 | ১৪ আগস্ট ২০২৩ ০১:২২522428
  • দীপ | 42.110.137.178 | ১৪ আগস্ট ২০২৩ ০১:২৩522429
  • পাঁঠা কোনোদিকেই কম পড়ে নাই!
    আর পাঁঠারা এগুলোকেই নির্মোহ বিশ্লেষণ বলে লাফায়!
  • সিএস | 2405:201:802c:7838:641f:768c:747b:ad0b | ১৪ আগস্ট ২০২৩ ০১:৪০522430
  • ও এই সেই লেখা ? বুঝি না, এইসব লেখা নিয়ে এত হারাকিরি করার কী আছে ? রামকৃষ্ণর যৌনতা নিয়ে, মৃগীরোগ নিয়ে মতামত আছে, চৈতন্যদেবের যৌনতা নিয়ে আছে। এই পোস্টের প্রথম অংশে যদি বা প্রচলিত সেই মতের অনুসরণ থাকে, পরের অংশে, থ্রীসাম ইত্যাদি পুরোটাই conjecture। দাঁড় করাতে গেলে শাক্যজিতকে আরো প্রমাণ দিতে হত। তো সে নিয়ে চেপে ধরা যায় নিশ্চয় যে তথ্য - প্রমাণ ইত্যাদি কোথায়। তা না করে এই ক'লাইন নিয়ে হেদিয়ে যাওয়া যে গুরুতেও তো এইসব লেখা বেরিয়েছে, যাদের অ্যাজেন্ডা আছে তাদের কথা নয় বুঝি, কিন্তু যারা লিবারেল তাদের ডিফেন্সিভ হওয়া কেন ? হিন্দু মিথোলজির বিবিধ গল্পের ফ্রয়েডিয়ান ব্যাখ্যা ইত্যাদি চলত, লেখা বেরোত জার্নালে, সেসব নিয়ে ডানপন্থীদের সমালোচনা ছিল, সেখান থেকে রাগ তৈরী হয় ,এখন আর সেসব লেখা বেরোবার সুযোগ নেই, ফ্রয়েডেরও দিন গেছে। এই পোস্টটা সেই লাইনের, কিন্তু অসম্পূর্ণ।

    সমস্যা হল, কিছু লোক কিছু পড়েছে টড়েছে, সেগুলো ব্যবহার করে কিন্তু পুরোটা করতে পারেনা, আর বেশীরভাগ লোকের কোন ধারণাই নেই ব্যাখ্যা - বিশ্লেষণ নিয়ে।
     
     
  • সিএস | 2405:201:802c:7838:641f:768c:747b:ad0b | ১৪ আগস্ট ২০২৩ ০১:৪৬522431
  • ডিসি কার্টুন চাইলে শার্লি হেবদোর সাথে যোগাযোগ করুন। পত্রিকাটা এখনো আছে মনে হয়।
  • দীপ | 2401:4900:3827:7669:586b:63da:c346:4d9a | ১৪ আগস্ট ২০২৩ ০১:৫৩522434
  • তা সে প্রমাণ দিলেই কৃতার্থ হ‌ই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন