এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • মেসি, এবার তোমার ঘুরে দাঁড়ানোর পালা 

    সৈকত বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    ১৩ নভেম্বর ২০২২ | ৫৮৬ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • এবার বিশ্বকাপে আমি মেসির সমর্থক। জিতিয়েই ছাড়ব। 
    ফাঁকা আওয়াজ ভাববেন না। এর আগে শচীনের ক্ষেত্রেও একই জিনিস করে ফল পেয়েছি। শচীনকে আমি ছোটো থেকে চিনি। মানে টিভিতে দেখে আর কি। আমি, সৌরভ আর শচীন মোটামুটি একই ব্যাচ। ওরা ক্রিকেট খেলে আর আমি খেলিনা। তা, আমি যখন কলেজে পড়ি, তখন সৌরভও পড়ে। আমি চাকরি খুঁজছি, সৌরভও রঞ্জি খেলছে। সবই একসঙ্গে। কেবল শচীন ব্যতিক্রম। আমার জ্ঞান হবার আগে থেকেই সে ক্রিকেট খেলে চলেছে। কপিলদেবের সঙ্গে খেলেছে, আজহার-জাদেজার সঙ্গে খেলেছে, সৌরভ দ্রাবিড়ের সঙ্গে খেলেছে। সৌরভও অবসর নিয়ে নিল, তখনও খেলে চলেছে। 
    বাংলা মিডিয়াম গাঁয়ের স্কুলে এরকম কিছু ছেলে থাকত, যারা বাবার সঙ্গেও পড়েছে, ছেলের সঙ্গেও। তাদের জ্ঞানও দুর্ধর্ষ। খালি পরীক্ষায় পাশ করতে পারতনা। শচীনেরও প্রায় সেই কেস। বিশ্বকাপ না জিতে ক্রিকেট ছাড়বেনা। তাতে ষাট বছর হয়ে গেলে যাবে। রিটায়ারমেন্ট এজ হল, ষাট বছর বা বিশ্বকাপজয়, যেটা আগে হবে।
    এই পরিস্থিতিতে ২০১১ না কোন সালে একটা বিশ্বকাপ হল, তখন আমি শচীনের জন্য কায়মনোবাক্যে প্রার্থনা করি। ভগবান, কার্ল মার্ক্স, শনিঠাকুর, অর হুয়েভার ইজ কনসার্নড (শুধু মার্ক্সে ভরসা রাখা যাচ্ছিলনা, সেবারই সিপিএম হারছে), ছেলেটার একবার টেনিস এলবো, হাড়মুড়মুড়ি হয়েছে, এরকম যদি চালিয়ে যায় তো এবার তো নুলো হয়ে যাবে, দয়া করো। মমতা ব্যানার্জি, কার্ল মার্ক্স, যেই হোন, প্রার্থনায় সাড়া দেন, বিশ্বকাপ জেতা হয়, শচীনের ভালোয় ভালোয় অবসর হয়ে যায়। আমায় কেউ কোনো স্বীকৃতি দেয়নি, কিন্তু সে ঠিক আছে। প্রতিষ্ঠানবিরোধীদের ওইরকমই কপাল।
    তা, কথা হল, মেসির এখন এর চেয়েও খারাপ হাল। সেই সেবার পলাশীর যুদ্ধের পর বাংলায় মন্ত্বন্তর হল, আমেরিকায় স্বাধীনতা-যুদ্ধ হল, তারপর ফ্রান্সে ফরাসী বিপ্লব হল, এ বেচারি সেই আমল থেকে খেলে যাচ্ছে। মারাদোনা কোচ হলেন, ছেড়ে দিলেন, তারপর মারাও গেলেন, মেসি খেলে চলেছে। বিশ্বকাপের পর বিশ্বকাপ। আর মুখ চুন করে ফিরছে। বয়সও হচ্ছে। কোন একটা বিশ্বকাপের ফাইনাল দেখেছিলাম, নড়ছেও না চড়ছেও না, কে কবে বল দেবে বলে পেনাল্টি বক্সের সামনে দাঁড়িয়ে আছে। বছরের পর বছর, দশকের পর দশক, এ দৃশ্য আর চোখে দেখা যাচ্ছেনা। স্রেফ বিশ্বকাপ পায়নি বলে একটা ছেলে ষাট বছর বয়স পর্যন্ত এই অমানুষিক পরিশ্রম করে চলবে, এ কী বিচার? 
    তাই এবার আমার কায়মনোবাক্যে প্রার্থনা, হে ফ্রিডরিক এঙ্গেলস, হে স্লাভো জিজেক, হে বরিস ইয়েলৎসিন, হে সর্বশক্তিমান আল্লাতালা, হে দীনবন্ধু কৃপাসিন্ধু, হে করুণাঘন নওলকিশোর, একটু কৃপা বর্ষণ করো। পুত্রং বিশ্বকাপং দেহি। ওকে বিশ্বকাপ দাও, শান্তি দাও, ঘুরে দাঁড়াতে দাও। 
    এর পরে মেসির আর না জিতে উপায় নেই। কারণ আমি মেসির সমর্থক। এবার না জিতলে জিজেকের উপর থেকে মানুষের ভরসা উঠে যাবে। তাই মেসি, মাভৈঃ, এবার তোমার ঘুরে দাঁড়ানোর পালা।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সুকি | 49.206.130.5 | ১৩ নভেম্বর ২০২২ ০৮:১১513735
  • সৈকত-দার প্রায় সব লেখাই আমি পড়ি। মন্তব্য করা হয় না - কারণ সৈকত-দার দেখার দৃষ্টিভঙ্গির সাথে আমার নিজের দেখার অনেক পার্থক্য আছে। তাছাড়া বহু বিষয়েই একমত না, প্রধান দুটি হল হিন্দীর আগ্রাসন এবং বলিউডি সিনেমা।
     
    যাই হোক, এক পাঠক হিসাবে কয়েকটা কথা লিখি ভাবলাম। সৈকত-দার লেখায় যেটা আমার সবচেয়ে ভালো লাগে তা হল অ্যানালিটিক্যাল ব্যাপারটা - জিনিস-কে তলিয়ে দেখার ব্যাপারটা। এটা মনে হয় আগেও আগে এখানে কেউ উল্লেখ করেছিলেন।  নান প্রবন্ধে এটা প্রমাণিত যে লেখক চাইলে সত্যি করেই ব্যালান্সড লেখা উপহার দিতে পারেন, যা আমরা অনেকেই হয় পড়ে ভাবব, বাহ; এমনটা তো আগে ভাবি নি।
     
    কিন্তু ইদানিং যেটা মনে হচ্ছে তাতে মনে হচ্ছে সৈকতদা জেনেশুনে বা অজান্তেই সেই চিরপরিচিত এক ফাঁদে পা দিয়েছে - 'সিলেক্টিভ পিকিং'।  এই করে বহু ভালো রিসার্চার-কে আমি হারিয়ে যেতে দেখেছি - ব্যাপার খুবই সহজ, আগে থেকে কনক্লুশন ঠিক করে নিয়ে তার পর তাকে সমর্থন করে এমন সব তথ্য খুঁজে বেড়ানো এবং ফোর্স ফিটিং। তথ্য ভুল এমন নয় - কিন্তু ওই যে পুরো একদিকের গল্প।  এই চেরিপিকিং নতুন কিছু না - দ্বিতীয় স্তরের লেখক/প্রাবন্ধিক/গবেষক এই সব করে থাকেন, কারণ তাঁদের অন্যটা করার ক্ষমতা নেই। তো সেখানে শক্তিশালী এক প্রবন্ধকার, যিনি ইচ্ছে করলেই পারেন - তিনি সেটা করছেন না - এটা দেখে বেশ হতাশা জাগে।
     
    এটা নিতান্তই ব্যক্তিগত মতামত - আর একটা ব্যক্তিগত মতামত জানিয়ে রাখি। সৈকত-দার হিউমার গুলো কেমন যেন কাঠ কাঠ মনে হয় - মনে হয় আরোপিত, ন্যাচারাল আসছে না। তো এই ব্যাপারে লেখকটা ভেবে দেখতে পারেন যদি মনে হয় আমার মন্তব্যে কোন সারবত্তা আছে।   
  • :|: | 174.251.162.133 | ১৩ নভেম্বর ২০২২ ১২:২৬513737
  • আপনি আলাদা লেখা হিসেবে পড়ছেন বলে এমন মনে হচ্ছে। এগুলো মানে লাস্ট কয়েকটি লেখাই বেসিক্যালি ভাটের পাতায় যাবার কথা ছিলো -- ওখানেই এমন লেখা উনি দিতেন। কিন্তু যেকোনও কারণেই হোক ওখানে আর লেখেননা। তাই এটা ভুল পাতায় পোস্টিত ভেবে নিলেই দেখবেন -- আর সমস্যা নাই।  আটটা এগারোকে বল্লাম। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন