এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • হাওয়া হাওয়া

    সৈকত বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    ৩০ অক্টোবর ২০২২ | ৬১৯ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • আমি হাওয়া দেখিনি। হাওয়া নিয়ে প্রবল হাওয়া বাংলা ভাষাটার জন্য খুবই ভালো, কিন্তু পশ্চিমবঙ্গের জন্য আলাদা করে আনন্দদায়ক কিছু দেখতে পাচ্ছিনা। "বাংলা সিনেমার এখনও দর্শক আছে" এটা কোনো কথাই না, এটা প্রমাণ করে কলার তোলার কোনো মানেই নেই। যদ্দিন না বাংলা ভাষাটা বাংলার পশ্চিমদিক থেকে উঠে যাচ্ছে, ততদিন বাংলা সিনেমার দর্শক থাকবে। কথা হল, পশ্চিমবঙ্গবাসী মূলধারার সিনেমানির্মাতারা দর্শকের জন্য কিছু কি দিচ্ছেন? সিনেমায় আমি একটু ধীরে চলি, ওটিটিতে না এলে কিছুই দেখা হয়না, ফলে গত ছমাসের রিলিজগুলো দেখিনি। অপরাজিত সমেত। তা বাদে, ওটিটিতে যা দেখেছি, সে অতি ভয়াবহ। নেটফ্লিক্স বা অ্যামাজন বাংলা সিরিজ বা সিনেমার পিছনে পয়সা ঢালেনা, বাঙালিদের তুলে নিয়ে গিয়ে দরকারে হিন্দি বিষয়বস্তু বানায়। এ এক রাজনীতি, এবং জানা কথা। আর বাংলার নিজের যে মঞ্চগুলো আছে, তাদের উৎপাদন, নেহাৎ মোলায়েম করে বললেও, জাস্ট চোখে দেখা যায়না। একদম সাধারণীকরণ করেই বললাম, এবং ইচ্ছে করেই, কারণ, গত এক বছরে যে কটা সিরিজ দেখেছি, তার মধ্যে প্রতিযোগিতা কেবল কে কতটা খারাপ হতে পারে এই নিয়ে। তাও, বাণিজ্যিক কারণে খারাপ হলে বুঝতাম। যেমন, একটা সময় এই অমিতাভ বা শাহরুকের বা প্রসেনজিৎ-ঋতুপর্ণার সিনেমা নিচের তলার লোককে লক্ষ্য করে, তাদের সাংস্কৃতিক জ্ঞানগম্যি খারাপ ধরে নিয়ে, বানানো হত। ওটিটি বা মাল্টিপ্লেক্সেও আর সেই শ্রেণীর কোনো জায়গা নেই। ফলে এখন খারাপটা হয় "হেবি কেত করছি" এই ভানের আড়ালে। উৎকট স্মার্ট ডায়লগ, ততোধিক ঝকঝকে লোকেশন, তেমনি দামী ক্যামেরা, কিন্তু অন্তর্বস্তু ঢুঢু। দুর্বোধ্য সিনেমা কিছু খারাপ জিনিস না, কিন্তু অক্ষমতাকে ঢাকার জন্য একটু চাদ্দিক ধোঁয়া করে দিলাম, এর চেয়ে খারাপ জিনিস আর কিছু হয়না। এর চেয়ে সোজাসাপ্টা অক্ষমতা ভালো জিনিস। তদুপরি আছে, রহস্যের জ্বালা। গোয়েন্দা গপ্পো, থ্রিলার, খুব ভালো জিনিস। কিন্তু সব্বাই তাই বানাচ্ছে। ইকি রে ভাই, গোয়েন্দা আর থ্রিল, ব্যোমকেশ আর কাকাবাবু, এর বাইরে আর কি কিছু নাই দুনিয়ায়? কাকাবাবু আর ফেলুদা, এ তো মূলত কিশোরপাঠ্য। কিন্তু বাকিগুলো এত খারাপ, যে, এগুলোই এখন প্রাপ্তবয়স্কদের জন্যও বেঞ্চমার্ক হয়ে গেছে। আর ফাঁকতালে আমরা সব্বাই চিরকিশোর হয়ে গেছি।
    তা, এই কথাগুলো কেন? না, ওটিটিতে অন্তত আমি পশ্চিমবঙ্গের জন্য আলাদা করে কিছু দেখতে পাচ্ছিনা। না, আমি উচ্চমানের শিল্প দেখতে চাইনা ওটিটিতে। শুক্রবার একটা জমজমাট সন্ধ্যে চাই। ব্যস। কিন্তু পয়সা দিয়ে গ্রাহক হয়েও সেটুকুও দেখার উপায় নেই। হিন্দি তো রাজনৈতিক কারণে দেখিনা। সেই ইংরিজি ফরাসি স্প্যানিশ দেখতে হয়। হইচইয়ে শেষ পশ্চিমবঙ্গীয় জমাটি সিরিজ দেখেছিলাম, মন্দার। ব্যস। তাহলে গ্রাহক হয়ে বসে আছে কেন? একটাই কারণ। বাংলাদেশী সিরিজগুলো দেখব বলে। আবারও, শিল্প-টিল্প হলে ভালই, নইলে স্রেফ জমাটি হলেই চলবে, প্রত্যাশা এটাই। বাংলাদেশী সিরিজগুলো মোটের উপর সেই প্রত্যাশা পূরণ করতে সক্ষম। সেই একই প্রযোজক, সেই একই বাজেট, কাঁটাতারের ওপারে কি দারুণ স্বাস্থ্যকর আবহাওয়া নাকি কে জানে, নাকি এদিকে কোনো সিস্টেম আছে, যে, বাংলায় কেবল খারাপ জিনিসই বানাতে হবে। তো মোদ্দা কথা, কর্তাব্যক্তিরা জানেন কিনা জানিনা, আমার মতো অনেকেই স্রেফ এই জন্যই হইচই এখনও রেখে দিয়েছে। ভালো বিজনেস মডেল হবে, যদি কর্তারা গ্রাহকত্বের মূল্য অর্ধেক করে দেন, আর কোনো পশ্চিমবঙ্গীয় বস্তু না রেখে, স্রেফ বাংলাদেশী সিরিজ টিরিজ রাখেন। খদ্দেরও বাড়বে, আর সেটা সব মিলিয়ে বাংলা সিরিজের পক্ষে ভালোই। কিন্তু পশ্চিমবঙ্গের জন্য ভালো কিছু না।
    পুঃ যদিও হাওয়া দিয়ে শুরু করলাম, কিন্তু এর পুরোটাই ওটিটি নিয়ে লেখা। সিনেমার ক্ষেত্রে গপ্পোটা এত সোজা না। মাল্টিপ্লেক্স ছাড়া আর তো কিছু নেই। সেখানেও শুনেছি জায়গা পাওয়া যায়না। তাছাড়া, আগেই লিখেছি, অপরাজিত, মহানন্দা, বল্লভপুর, কোনোটাই এখনও দেখিনি। না দেখে এমনিও লেখা ঠিক না।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • হজবরল | 199.249.230.167 | ৩০ অক্টোবর ২০২২ ১৫:৫৪513319
  • 'অপরাজিত' zee5 এ আছে , ওটা হৈচৈ তে আসবে না। এমনিতেও ওটা বেকার হয়েছে , না দেখাই বেটার। আর বল্লভপুর নিয়ে একটা হিন্দি সিনেমা নাকি আগেই হয়ে গেছে, এমন অবস্থা -
     
    শুধু বাংলাদেশী সিরিজ আর সিনেমা দেখতে চাইলে বেস্ট ওটিটি হচ্ছে chorki । ওখানে শাটিকাপ, উনলৌকিক কয়েকটা ভালো সিরিজ আছে।
  • ar | 108.26.161.231 | ৩১ অক্টোবর ২০২২ ০৪:০০513341
  • নেটফ্লিক্সের browse by languages, original language অপশনের মধ্যে বাংলা দিয়ে সার্চ নেই!!
    প্রথম পাঁচে যথাক্রমে আরবী, ক্যান্টনিস, ডেনিশ, ডাচ, ও ইংরাজি।
    লম্বা লিস্টে, হিন্দী, মালায়লী, মারাঠী, তামিল এবং তেলুগু আছে। না, বাংলা ভাষার কোন অপশন নেই।
    [অবশ্য নেটফ্লিক্সের পোর্টালটা সব দেশের জন্য একই রকম নাও হতে পারে। তাহলেও....]
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন