এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  ভ্রমণ   যুগান্তরের ঘূর্ণিপাকে

  • কলকাতায় গিয়ে কী না দেখলেই নয়?

    K. M. Najib Hayder লেখকের গ্রাহক হোন
    ভ্রমণ | যুগান্তরের ঘূর্ণিপাকে | ০৭ জুলাই ২০২২ | ১৪৭৮ বার পঠিত
  • আমি ঢাকার লোক, জন্মের পর বাংলাদেশের গণ্ডি ছাড়া হয় নাই। পৈত্রিক নিবাস সাবেক ত্রিপুরাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা হওয়ায় সীমান্তের কাছাকাছি ছোট থেকে বড় হয়েছি। এই প্রথম কলকাতা যাচ্ছি। কলকাতা গেলে ভালো বইয়ের দোকান, কফিশপ ইত্যাদি এবং অবশ্যই ভালো দর্শনীয় স্থান কী কী আছে যা দেখতেই হবে? অগ্রীম ধন্যবাদ। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • a | 121.45.249.137 | ০৭ জুলাই ২০২২ ২০:১৭737693
  • আর যাই করুন হাইকোর্টটা মিস করবেন না
  • যোষিতা | ০৭ জুলাই ২০২২ ২০:৩৬737694
  • আপনাকে অবশ্যই বলব কী কী দেখবেন বলে আমি মনে করি। কিন্তু থাকবেন কোন অঞ্চলে সেটা বললে সুবিধে হতো। যাইহোক লিখছি।
     
    আলিপুরের চিড়িয়াখানা
    ইন্ডিয়ান মিউজিয়াম
    ভিক্টোরিয়া মেমোরিয়াল
    অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
    সেন্ট পলস ক্যাথিড্রাল
    পরেশনাথের মন্দির
    নাখোদা মসজিদ
    টিপু সুলতান শাহী মসজিদ
    কলেজ স্ট্রীট
    নিউ মারকেট
    ধর্মতলা
    প্রথম ও দ্বিতীয় হুগলি সেতু
    ...
     
    পরে আরও মনে পড়লে বলছি।
     
     
  • যোষিতা | ০৭ জুলাই ২০২২ ২০:৫৪737695
  • দুটো অনুরোধ।
    কোন চিত্রকল্প মনের মধ্যে নিয়ে যাবেন না। মিলবে না।
    কোলকাতা ভারতের একটি রাজ্য, কসমোপোলিটান শহর, অসংখ্য ভাষাভাষী মানুষের বসবাস। তাই বাংলা সকলে বলে না। হিন্দি, ইংরিজি, বাংলা মিলিয়ে মিশিয়ে চলে। কোলকাতায় বাংলায় টাকাকে টাকা বলে, রুপি বলে না। হিন্দিতে রুপয়া, ইংরিজিতে রুপি/রুপিজ। ভালোমন্দ সৎঅসৎ উপকারি পাজি সবরকমের মানুষই আছে। 
    কোলকাতার মেট্রোয় চলাফেরা করলে সস্তায় দ্রুত পরিবহনের সুবিধা পাবেন। সবকটি বগিই এয়ারকন্ডিশন্ড। মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে পারেন।
  • dc | 2401:4900:1cd0:a05d:d163:9e9c:c33:19d6 | ০৭ জুলাই ২০২২ ২১:০৫737696
  • আমার মনে হয়, আমাদের জীবনে সময় সীমিত, কাজেই ঘুরতে বেরোলে ভালো কোন জায়গায় ঘুরুন। 
     
    পশ্চিমবঙ্গে যদি ঘুরতেই যান তো কলকাতায় না ঘুরে বরং দার্জিলিং বা অন্যান্য অনেক ছোটছোট যেসব জায়গা আছে, সেখানে ঘুরতে পারেন। কলকাতায় কেউ নিতান্ত দরকার না পড়লে যায় না, কলকাতায় একমাত্র স্ট্রিট ফুড ছাড়া ভালো আর কিছুই নেই। আর পশ্চিমবঙ্গের বদলে ভারতের অন্য কোন রাজ্যেও ঘুরতে পারেন, যেমন সাউথ ইন্ডিয়ার রাজ্যগুলো। আর যদি ওয়েস্টার্ন ঘাটসে আসতে পারেন তো অনেক দিন মনে থাকবে :-) 
  • একক | 2409:4060:2d98:6d65::9d49:670f | ০৭ জুলাই ২০২২ ২২:৩৫737697
  • কোল্কাতা বাজে বোরিং জায়গা।  অন্য কাজে এসে যদি ঘুরে দেকতে চান ঠিকাচে,  নইলে মুরশিদাবাদ নবদ্বীপ বা উত্তরবঙ্গে গেলে অনেক বেশি উপভোগ করবেন।
  • aranya | 2601:84:4600:5410:2102:6116:ec94:de7a | ০৭ জুলাই ২০২২ ২৩:০৭737698
  • উত্তরবঙ্গ হাইলি রেকমেন্ডেড - পাহাড়, নদী, জঙ্গল ইঃ 
  • শঙ্খ | 116.206.220.68 | ০৭ জুলাই ২০২২ ২৩:১১737699
  • কলকাতায় না দেখলেই নয় এমন কি আছে, বলতে পারি না, তবে যদি দুটো ভালোমন্দ খেতে চান, তার সামান্য কিছু সুলুক সন্ধান দিতে পারি।
     
    একটা জিনিস মাথায় রাখবেন, পারলে কাছাকাছি জায়গাগুলো হেঁটেই ঘুরে নেবেন, এতে শহরটাও ভালো করে দেখা হবে আর অপ্রয়োজনীয় কিছু খরচাও কমবে। ওলা উবের এখন হলুদ ট্যাক্সির মত হয়ে গেছে, সার্জ বসিয়ে হয় পকেট কাটবে, নইলে ট্রিপ ক্যানসেল করে হয়রানি করবে। আর গুগল ম্যাপ হ্যান্ডি রাখবেন, যদিও কলকাতায় ভুল ডিরেকশান দিয়ে মনে হয়না কেউ মিস লীড করবে, তবুও গুগল ম্যাপে একবার যাচাই করে নিতে পারেন। মাথায় রাখবেন, কলকাতায় দূরত্ব  টাইম দিয়ে হিসেব করতে হবে, কিলোমিটারের হিসেবে না। তাহলেই আর অসুবিধে হবে না।
     
    শুরু করুন নাখোদা মসজিদের ওদিকটায়, মানে জাকারিয়া স্ট্রিটের দিক থেকে। ওদিকে গেলে যদি রয়্যালে মাটন বিরিয়ানি আর মাটন চাঁপ না খেয়েছেন তো ঠাকুর মস্ত পাপ দেবেন। ওখান থেকে কলুটোলা কাছেই হবে, আলাউদ্দিনের বত্তিশি হালুয়া আর অ্যাডামসের সুতা কাবাব আর ক্ষিরি কাবাব সাঁটিয়ে আসুন, তবে এরা শুধু সন্ধ্যেবেলাতেই বসে। 
     
    ধর্মতলা চত্বরে তো আসবেনই, চলে যান নিউ আলিয়া, মাটন বিরিয়ানি আর মাটন চাঁপ আর ফিরনি, ব্যাস আর কিছু না। বিফ খেতে মন চাইলে ইউপি বিহারে চলে যান। নিউ মার্কেটে টুকটাক ঘোরাঘুরি আর কেনাকাটিও করে নিতে পারেন। ঘুরতে ঘুরতে যদি দেখেন নিউ এম্পায়ারের কাছে এসে গেছেন, কুসুমে একটা এগ চিকেন রোল খেতে ছাড়বেন না।
     
    যদি কলেজ স্ট্রিট যান, কফি হাউসে অবশ্যই যাবেন, মরা হাতি লাখ টাকা। ওখানে চিকেন আফগানি খাবেন, বাটার দেওয়া পাউরুটির স্লাইস দিয়ে। আর একটা কোল্ড কফি। আর পারলে একবার প্যারামাউন্টে যাবেন, এদের অবস্থা খুবই শোচনীয় ইদানিং, তবুও আপনার কপাল ভালো থাকলে ডাব শরবৎ ভালো লাগলেও লাগতে পারে। আর এই তল্লাটে আছে দিলখুশা কেবিন, ওখানে রুটি মাটন কষা, আর কবিরাজি খেতে পারেন। এখানেও এলাহী ভরসা।
     
    চীনে খাবারের জন্য টেরিটি বা টিরেটা বাজারে আসতেই হবে। ভুলেও রঙচঙ দেখে ওয়াও মোমো বা চাওম্যান দোকান গুলোয় ঢুকবেন না। সবচেয়ে ভালো হয় ট্যাঙরায় চায়না টাউনে যেতে পারলে।
     
    পার্ক সার্কাস হয়ত অলরেডি নাম শুনে থাকবেন, ওটা একটা তীর্থস্থান। ওখানে ঠকবার কিছু নেই, আর্সালান বাদে।
     
    বিন্দাস ঘুরুন, ছবি তুলুন, আর অতি অবশ্যই ঘোরাঘুরির গল্প লিখুন এখানে। 
  • এলেবেলে | ০৭ জুলাই ২০২২ ২৩:১৩737700
  • কলকাতা একটি অর্বাচীন শহরের নাম, আপনাদের ঢাকার মতো ঐতিহ্যশালী কিছু নেই এখানে। থাকার মধ্যে আছে কয়েকটা ব্রিটিশদের তৈরি আখাম্বা সৌধ, ক্ষমতাহীন নবাবদের মসজিদ আর বইয়ের দোকান তো নৈব নৈব চ। তার থেকে আপনাদের নীলক্ষেত আর বাতিঘর, প্রথমা, পাঠক সমাবেশ ঢের ভালো। ঢাকাইয়া রান্না খানিক মির্জা গালিব স্ট্রিটে পাবেন কিন্তু সেসব খেলে আপনার পেট, পকেট এবং মন - তিনটেই খারাপ হবে।
     
    পশ্চিমবঙ্গে যদি কিছু দেখতেই চান স্থাপত্য কিংবা সৌধ তাহলে মুর্শিদাবাদ, গৌড়-পাণ্ডুয়া আর বিষ্ণুপুর। প্রকৃতি ভালোবাসলে ডুয়ার্স (দার্জিলিং মোটে যাবেন না) আর নদীনালা দেখতে চাইলে সুন্দরবন কিংবা ফের উত্তরবঙ্গ। ব্যস। 
  • lcm | ০৭ জুলাই ২০২২ ২৩:২২737701
  • এসব বেশি শুনবেন না।

    কলকাতা দারুণ জায়গা।

    বাবুঘাটে ফেরি বোটে নদী এপার ওপার করুন, পারলে হাওড়া ব্রিজের নীচ দিয়ে যে ফেরি বোট যায় তাতে চাপুন, তারপর এপারে এসে রাস্তার ধারের দোকানে এক কাপ চা খান। তারপর দেখুন... এদিক ওদিক... গাড়ি ভাড়া করে শহরে ঘুড়ুন... মেট্রো রেলে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যান... এছাড়া ডেইলি বাস ট্যুর আছে...

    স্ট্রিট ফুড খেতে চাইলে -- এগ/এগমাটন রোল খান, গড়িয়াহাটে বাদশা বলে একটা দোকান ছিল একসময়। কলকাতার আলু দেওয়া বিরিয়ানি খাবেন - আর্সালান/আমিনিয়া অনেক দোকান আছে। মোগলাই পরোটা খেতে পারেন। ... এই সব
  • এলেবেলে | ০৭ জুলাই ২০২২ ২৩:২৮737702
  • হে হে মশাই, বাবুঘাটের ফেরি পারাপার করলে আপনার ব্যাপক হাসি লাগবে এইডা দেখে যে হ্যারে এরা ফেরি কয়! আর কলকাত্তাইয়া মাংস? সে আপনি পার্ক সার্কাসেই খান আর নিউ মার্কেট চত্বরেই খান, মনে অইব খালি চামড়া চিবাইতাসি!! কাচ্চি বিরিয়ানি খাওয়া মুখে আলু দেওয়া বিরিয়ানি ক্যামন লাগব খোদায় মালুম!!! প্যাট ভরব না, খালি প্ল্যটটা ভরাট লাগব।
  • যোষিতা | ০৭ জুলাই ২০২২ ২৩:২৯737703
  • বাদশা নয়, বেদুইন ছিল/আছে গড়িয়াহাটে। তবে মৃতপ্রায়। কেউ যায় না, এবার গিয়ে দেখে এসেছি।
    তার বদলে রাস্তায় মোমো পাওয়া যাচ্ছে প্রচুর। সস্তা এবং টেস্টি।
  • lcm | ০৭ জুলাই ২০২২ ২৩:৩০737704
  • লাগুক হাসি। হাসি পাক। হাসুন। তাও যান। 
    আমি প্রত্যেক বার যাই। ফেরি চড়ি। চা খাই। বিরিয়ানির আলু খাই। 
  • :) | 2605:6400:30:f868:: | ০৭ জুলাই ২০২২ ২৩:৩১737705
  • গুরুরা কত্ত জানে! মানে ক-অ-ত্ত, ক-অ-অ-ত্ত জানে! কলকাতায় হিমালয় নেই, পশ্চিমঘাট নেই, জঙ্গল নেই, টেরাকোটার মন্দির নেই- গুরুরা না বললে কেউ জানত? হায়দারসাহেব নিশ্চয় কলকাতায় এসব আশা করে আসছিলেন, এবার ভুল ভাঙল তো?
  • এলেবেলে | ০৭ জুলাই ২০২২ ২৩:৩৪737706
  • ওহো বলতে বেবাক ভুইল্যা গেসি গিয়া। খবরদার জ্যাকারিয়া স্ট্রিট আর পার্ক স্ট্রিট যাইবেন না। ১৯২৬ সালে কলকাতায় যে রায়ট হইসিল, তহন এই রাস্তাগুলা থিক্যা মুসলমানদের হটায়া মারোয়াড়ি ব্যবসাদাররা সব দোকান-পশার করসিল।
     
    আপনাগো কবি তাই লিইখ্যা গেসেন -- কে হায় হৃদয় খুঁড়ে...। হ, জীবনানন্দ আপনাগোই কবি। আমরা লুকডার জন্য কিসুই করি নাই। ক্লিন্টন সিলির বইডা ছাপাইবারও মুরোদ হয় নাই আমগো।
  • lcm | ০৭ জুলাই ২০২২ ২৩:৩৬737707
  • ওসব ঝামেলার মধ্যে যাবেন না। কটা দিন কলকাতা দেখতে এসেছেন কলকাতা দেখবেন। দার্জিলিং মোটেই কলকাতা নয়। অনেকটা দূর। সমুদ্র/পাহাড়/গ্রাম দেখতে তো আর কলকাতা আসছেন না। ওসব পরে হবে।
  • lcm | ০৭ জুলাই ২০২২ ২৩:৩৯737708
  • এটা অনেকে জিগ্গেস করেন। দু-তিন দিনের জন্য কলকাতায়, কোথায় যাবো, কি করব ইত্যাদি।
  • গুরু | 5.45.102.119 | ০৭ জুলাই ২০২২ ২৩:৪০737709
  • কোথায় কোথায় ভুলেও যাবেন না সেটা বলে দিতে পারি , এছাড়া সব জায়গাই ভাল  -
    সোনাগাছি 
    ট্যাংরা /ধাপা 
    খিদিরপুর /মেটিয়াবুরুজ /পোর্ট 
  • aranya | 2601:84:4600:5410:2102:6116:ec94:de7a | ০৭ জুলাই ২০২২ ২৩:৫০737710
  • সুন্দরবন দেখতে চাইলে অবশ্য বাংলাদেশের সুন্দরবন দেখাই ভাল - অনেক বড় জঙ্গল 
  • reco | 2405:8100:8000:5ca1::56:851e | ০৭ জুলাই ২০২২ ২৩:৫২737711
  • আকাডেমিতে থিয়েটার
    নন্দনে সিনেমা
    সান্টাজ ফ্যান্টাসিতে ব্যাম্বু চিকেন, জাডো রাইস খান
    কফিশপ এখন অঢেল,কোনদিকে আছেন তার ওপর নির্ভর করবে
  • kk | 2601:448:c400:9fe0:7dad:243:7c2c:3b39 | ০৭ জুলাই ২০২২ ২৩:৫৪737712
  • সবার মধ্যে শঙ্খর পোস্টটা আমার সবথেকে ভালো লাগলো। এক্কেবারে আমার মনের মত পোস্ট। স্বাদ দিয়ে না চিনলে একটা শহর (বা দেশই) পুরোপুরি চেনা হয় নাকি কখনো? আমি বাড়িতে বা পাড়ার দোকানে যা খাই, বাইরে গিয়েও তাইই খেতে চাইবো কেন?!
  • lcm | ০৭ জুলাই ২০২২ ২৩:৫৫737713
  • এক দক্ষিণ ভারতীয় ভদ্রলোককে দুদিনের জন্য কলকাতা যেতে হবে, কি করবেন, ওখানে তো কিছুই নেই, একতূ নেগেটিভ সুরে এসব বলছিলেন যখন - তখন বললাম, গুগল করলেই তো পাবেন, এই লিংক দিয়েছিলাম, একটু বোধহয় ঘাবড়ে গেছিলেন
  • হজবরল | 193.189.100.196 | ০৮ জুলাই ২০২২ ০০:০০737714
  • সড়ক ট্রেন না প্লেন কিসে করে আসছেন ? সেটার ওপর ডিপেন্ড করে যেখানে থাকবেন সেখানে যাবার পথেই অনেক কিছু দেখতে/খেতে পাবার কথা । লোকাল ট্রেনে একটা সার্কুলার রেল ছিল ওটা ভালো , দ্বিতীয় হুগলি ব্রিজের নিচ দিয়ে যেত ।  
  • যোষিতা | ০৮ জুলাই ২০২২ ০০:৩৫737715
  • চক্ররেল এখনও আছে।
  • lcm | ০৮ জুলাই ২০২২ ০১:২৯737716
  • বেদুইন ছিল গড়িয়াহাটের থেকে গোলপার্কের দিকে যেতে, আর বাদশা ছিল গড়িয়াহাট থেকে বালিগঞ্জ ফাঁড়ির দিকে যেতে। বেদুইনে বসে খাওয়া যেত, বিরিয়ানিও পাওয়া যেত। বাদশায় শুধু রোল, নো বিরিয়ানি, আর বসার জায়গা ছিল না, ফুটপাথে দাঁড়িয়ে। আমি অবশ্য লেট এইট্টিস / আর্লি নাইন্টিজ এর কথা বলছি।
  • একক | 2409:4060:2d98:6d65::9d49:670f | ০৮ জুলাই ২০২২ ০২:০০737718
  • কোল্কাতার খাবার খাওয়া মানে,  এইচ পাইলোরিকে পান-সুপুরি দিয়ে নিজের সিস্টেমে ডেকে আনা। 
     
    ভারতে দুটো শহর ফুড এডাল্টারেশন ম্যাপে বেশ উপর দিকে থাকে, হায়দরাবাদ আর কলকাতা। 
     
    এখানে কেও গরম জলে বাসন ধোয় না। করনাটকের একটা রোড সাইড দোকানেও চামচগুলো ফুটন্ত জলে ডোবান থাকে। কলকাতায় বেশ দামী রেস্টুরেন্টেও চামচ থালা এসব অবহেলা করে ধুয়ে আবার পরম যত্নে একটা নোংরা তোয়ালে দিয়ে মোছা হয়। 
     
    বাইরের চাকচিক্য দেখে ঠকবেন না। রান্নাঘরে উঁকি দিন, পেটের ভাত উঠে আসবে এত লো সেন্স অব হাইজিন। 
     
    ভাগাড় কান্ড কোন গল্প নয়,  হিমশৈলের চূড়া  ছিল। বহুকাল ধরে কলকাতার মীট সাপ্লায়ার রা সারটেইন পারসেন্টএজ বাসী মাংস মেশায়। 
     
    কলকাতার স্ট্রিট ফুড হাবিজাবি এসব মিথ। অখাদ্য জিনিস আবার দাম আগে কম ছিল এখন তাও নেই। 
     
    অনেকে বলবে তারা এসব খেয়েই দিব্যি বেঁচে আচে। খ্যাল করে দেকবেন তাদেেরসবার পায়ের পাতা উল্টো বাগে।  রাদ্দিন গলা বুক জ্বালায় হেউ হেউ করে আর অম্বুলে কবিতা লেখে। সব থিওরি অম্বল করে ফেলেচে।
     
     
  • যোষিতা | ০৮ জুলাই ২০২২ ০২:৩৮737719
  • হেলিকোব্যাকটর খুব খারাপ জিনিস। আমার কখনও হয় নি। তবে কয়েকজনকে জানি যাদের হয়েছিল, হাই ডোজের অ্যান্টিবায়োটিক দিয়ে সারিয়েছে। এককের সঙ্গে একমত। রাস্তার খাবার খুবই নোংরা। জলও বাইরে খাওয়া একদম উচিত নয়। হেলিকেব্যাকটর, টাইফয়েড, আমাশা, পেটের সব রোগই জলবাহিত।
  • Amit | 121.200.237.26 | ০৮ জুলাই ২০২২ ০৪:০৮737720
  • আরে মশাই খাওয়া দাওয়া নিয়ে যেভাবে ভয় পাইয়ে দিচ্ছেন কেউ আর কলকাতায় বেড়াতে আসবে না  ভয়ে। পুরো সাবসিন্টিনেন্ট-এই তো ভিড় আর খাওয়া দাওয়া একটু ইয়ে হবেই , কলকাতা আলাদা করে কি দোষ করলো ? একটা মানুষ কলকাতায় বেড়াতে আসছেন  বলে একটু সাজেশন চাইলেন। সবাই তাকে ধরে কলকাতা বাদ দিয়ে উত্তরবঙ্গ সুন্দরবন মালদা - চাদ্দিকে যাওয়ার আইডিয়া দিয়ে চরকি পাক খাওয়াচ্ছেন। 
     
    এখনো গেলে তো দিব্যি সব জায়গায় খেয়ে বেড়াই। একটু সামলে খেলে কিচ্ছু হবেনা। যতবার ভুগেছি ততবার হয়েছে লোভে পড়ে বেশি বেশি খেয়ে। জলটা কিনে খেলেই বেটার যদিও। 
     
    অনেক পুরোনো দোকান উঠে গেছে , নতুন ভালো ও হয়েছে কয়েকটা-প্রতিবার গিয়ে চাখি। আমিনিয়া নিজাম চাচা র হোটেল ৱ্যালিজ এখনো দিব্যি আছে। আমার তো আরসালান ও ভালোই লাগে। আর কলকাতার বিরিয়ানি হায়দরাবাদি স্টাইল এর মসলাদার বিরিয়ানির থেকে আমার পার্সোন্যালি বেশি ভালো লাগে। অনেকটা লখনোই স্টাইল বেশি করে ঘি দিয়ে। আলু টা কলকাতার স্পেশালিটি। কফি হাউস বা প্যারামাউন্ট -এগুলো আমার ছোটবেলার বাড়ির খুব কাছে ছিল - এখনো গেলে একবার নিয়ম করে যাইই যাই - জাস্ট স্মৃতিটা ফিরে পেতে।  মেন্ল্যান্ড চায়না ও মোটামুটি ঠিক লেগেছে - কিন্তু ট্যাংরা র খাওয়া অন্য টেস্ট। 
  • Apu | 223.191.36.35 | ০৮ জুলাই ২০২২ ০৪:৫১737721
  • হাতে কত সময় ?
     
     
    কত টা সময়  নিয়ে কলকাতা কে দেখতে চান? 
     
    আমি বিদেশে থাকার বছর আষ্টেক লুরু র একবছর .
    মুম্বাই এর এক বছর ।মানে ১০ বাদ যাবে .
     
    ১০ বছর বয়েসে আমার মোটামুটি  বোধ শক্তি 
      বাদ দিলে মোটামুটি ২৯  বছর ধরে কলকাতা দেখছি মহায় .এখনো দেখি ।পুরনো হয় না তো ??
     
    বরং নতুন নতুন রূপে ধরা দেন আমার ৩০০ বছরের পুরোনো কলকাতা 
  • Apu | 223.191.36.35 | ০৮ জুলাই ২০২২ ০৪:৫১737722
  • হাতে কত সময় ?
     
     
    কত টা সময়  নিয়ে কলকাতা কে দেখতে চান? 
     
    আমি বিদেশে থাকার বছর আষ্টেক লুরু র একবছর .
    মুম্বাই এর এক বছর ।মানে ১০ বাদ যাবে .
     
    ১০ বছর বয়েসে আমার মোটামুটি  বোধ শক্তি 
      বাদ দিলে মোটামুটি ২৯  বছর ধরে কলকাতা দেখছি মহায় .এখনো দেখি ।পুরনো হয় না তো ??
     
    বরং নতুন নতুন রূপে ধরা দেন আমার ৩০০ বছরের পুরোনো কলকাতা 
  • r2h | 204.237.206.72 | ০৮ জুলাই ২০২২ ০৫:৫১737723
  • কলকাতায় এসে কী কী দেখা যায়, শরীফের ধারাবাহিক লেখাটা তার একটা চমৎকার ধারনা দিতে পারে। এইবার কেউ কেউ দ্রষ্টব্য স্থান দেখতে ভালোবাসেন, তাঁদের জন্যে তো ভিক্টোরিয়া যাদুঘর শহীদ মিনার বিড়লা তারামন্ডল সেন্ট পলস ক্যাথিড্রাল জোড়াসাঁকো এরকম হাজারগন্ডা জায়গা আছে। উৎসাহ হলে কলেজ স্ট্রিট কফি হাউসে ঢুঁ মেরে আসেন অনেকে। শরীফ গেছিল ন্যাশনাল লাইব্রেরি - ওটা সাধারনত বেড়ানোর লিস্টে থাকে না। শরীফ আরো গেছিল মুক্তিযুদ্ধের সময় অস্থায়ী সরকারের কার্যালয়ে, যদিও সেটা খুব উৎসাহব্যাঞ্জক হয়নি, কিন্তু বাংলাদেশের মানুষের জন্যে হয়তো তবুও আলাদা আবেগের জায়গা থাকবে।

    এছাড়া আজকাল নানান জায়গায় ওয়াকিং ট্যুর হয় বলে দেখি ফেসবুকে, সেসবও ইন্টারেস্টিং হওয়া উচিত। পুরনো গঙ্গার ঘাট, চীনে পাড়ার গলিঘুঁজি, বড়বাজার এসব ইন্টারেস্টিং।

    খাওয়া দাওয়া, কলকাতায় নামকরা বটে, কিন্তু ঢাকার থেকে বৈচিত্র‌্য কি বেশি হবে? রোল, কবিরাজি ঐগুলো খাওয়া যেতে পারে। একদিন খোঁজখবর নিয়ে ট্যাঙরায় খাওয়া যেতে পারে। বিরিয়ানিও খেয়ে দেখা উচিত, তবে গত কয়েকবছরে মনে হলো কলকাতা বিরিয়ানির ব্যাপারে সর্বভারতীয় হওয়ার দিকে ঝুঁকছে এবং নিজস্বতা হারাচ্ছে। এটা খুব দুঃখের বিষয়।

    শংখ কতগুলো জায়গার নাম মনে করিয়ে দিলেন, আহ। কুড়ি বছর আগে আলিয়াতে রেশমি কাবাব খাওয়ার স্মৃতি এখন স্পষ্ট না হলেও উপভোগ্য, এখন আর ভালো লাগবে না এই ভেবে আর খাওয়ার চেষ্টা করিনি যদিও।

    ডোভার লেনে একটা বাড়ির একতলায় একটা ছোট্ট রেস্তোঁরা ছিল, ওখানে চমৎকার লাচ্ছা পরোটা আর ডিমের কী একটা বানাতো। আর ডোভার লেনের মুখে দোকানটা উপাদেয় রোল বানাতো।

    কলকাতায় খারাপ জিনিস অনেক আছে, তবে কেউ যখন কোথাও বেড়াতে যাওয়ার কথা ভাবে তখন ভালো জিনিসগুলো দেখে। একটা জায়গায় কিছুই ভালো নেই তা কি আর হয়?
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন