এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • মানস নাথ | 74.233.173.53 | ২১ এপ্রিল ২০১৬ ২০:২১707208
  • নিছক ভূতের গল্প

    দিনটা পরিষ্কার মনে আছে আমার, তারিখ গোলাতে পারি। তবে সেই দিনের কথা নিশ্চয় অনেকেরই মনে থাকবে অন্তত দক্ষিণ কলকাতার মানুষের তো বটেই। ওই দিন থেকেই টালিগঞ্জ থেকে যাদবপুর যাবার অনোয়ার শা রোড জাতে উঠে যায়।হ্যাঁ, ওই দিন সাউথ সিটি মলের উদবোধন হয়। ঝাঁ চকচকে বিশাল মল, আলো পিছলে যাচ্ছে, চলন্ত সিঁড়ি সোঁ করে পৌছে দিচ্ছে আলো ঝলমলে বিপণীর পেটে এমনটা এই বুড়ি কলকাতা আগে দেখেনি.... পিছনে পঁইতিরিশ তলা ফ্ল্যাটবাড়ি!!আশেপাশের রিফিউজি কলোনি আর পোদ্দার নগর, কাটজু নগরের ঘিঞ্জি পাড়াগুলোর মাঝে এক ময়দানবের খেল। চোখে ধাঁধা লেগে যাবার মত। তার আগের দিন অব্ধি স্টপেজটার নাম ছিল ঊষা গেট। সেইদিন থেকে নাম হয়ে গেল সাউথ সিটি!! রাতারাতি!! বিরাট বড় ঊষা ফ্যান কম্পানি, অনেক পরিচিত জন কাজ করত। বাবার খুব ঘনিষ্ঠ এক বন্ধু ছিলেন ওখানে।স্কুলের অনেক সহপাঠীর বাবাও ওই কোম্পানিতে। বাবা প্রথম চাকরির প্রথম মাইনেতে একটা ঊষার টেবিলফ্যান কিনেছিলো। সেটা এখন বাড়িতে আছে.... কোন কাজে লাগে না, বেকার। একটা সেলাই মেশিন সেটাও ঊষার!! ঠাকুমা চালাত, এখন পড়ে আছে। তবু বাবা বেচতে দেয় না!! ওলেক্সে দিলেই হয়, দেবে না! ঘরে জমিয়ে রেখেছে।
    যাকগে যে কথা বলছিলাম, তা যেদিন সেই ঊষা কোম্পানি পুরোপুরি সাউথ সিটি হয়ে গেল মানে বাস কন্ডাকটরা অবধি ডাকতে শুরু করল সেদিন আমি ওইখানে।এটা ২০০৯-১০হবে, সারাদিন এডিটিং রুমে ;সন্ধ্যের মুখে বের হয়ে দেখি জনসমুদ্র!! সাউথসিটির গেট খুলে গেছে, ভাঙ্গাচোরা জঙ্গলে ঢেকে যাওয়া কারখানা বদলে গেছে ঝাঁ চকচকে মলে... সবাই একবার ঘুরে দেখতে চাইছে। তা ওখান থেকে লর্ডসের মোড়ের দিকে হাঁটতে শুরু করলেই কটা ঝুপড়ি চায়ের দোকান। আমি আর বিজয়দা, একটু গলা ভিজিয়ে নেওয়া যাক। সামনের ডেচকিতে ঘুগনি আর কয়লার আঁচে পাউরুটি সেঁকাও চলতে পারে। তা ভিতরের তেলচিটে বেঞ্চিতে বসেই দেখি পাশে আজিজুল হক। সেই সাদা ঢোলা পাজামা আর পাঞ্জাবি মোটা ফ্রেমের চশমা আর হাতে লাঠি। আজকালে বের হওয়া উত্তর সম্পাদকীয় গুলোর কারনে তখন ওনাকে বিলক্ষণ চিনি। হাফ সেলিব্রিটি তো বলাই যায়। এক্স নক্সাল মানেই বেশ একটা রহস্য রোমঞ্চ ব্যাপার!! এদিকে দেখি বিজয়দার সাথে পূর্বপরিচিত!!! বেশ ঘনিষ্ঠ আলাপ। হাতে তখন নোকিয়ার নতুন মোবাইল, উইথ ক্যামেরা। চায়ের কাপ ঘুগনির ডেচকি স্যাটাস্যাট সবার ছবি উঠে যাচ্ছে। খচাখচ আজিজুল হকেরও কটা ছবি তুলে নিলাম। নাহঃ ঝুপড়ীর তেলচিটেতে ভাল আসছে না!! রিকোয়েস্ট একটু বাইরে আসুন না ভাল করে পাশে দাঁড়িয়ে কটা ছবি তুলি। তখনো ফ্রন্ট ক্যামেরা সেল্ফি এই সব শব্দ বাজারে আসে নি। তা যথারীতি না না আমার ছবি তুলে কি হবে আমরা তো ফুরিয়ে যাওয়া লোক এই সব চলছে তা মাথায় হঠাৎ গোদারীয় দুস্টু বুদ্ধি ভর করল। বিজয়দাকে বলতেই লাফিয়ে উঠল। চলুন আজিজুল দা একটু হেঁটে আসি। আরে চলুন না..... এতো আপ্নারই পাড়া। সেই শীর্ণকায় কঙ্কালসার দীর্ঘ শরীরটাকে দুদিক দিয়ে ঠেকনা দিয়ে আমরা চায়ের দোকান থেকে বের হয়ে সাউথসিটির গেটে পৌছালাম। চারিদিকে গতরজব্দ রগুড়ে পাব্লিক তার মাঝে আজিজুল হক সে যে কি বিরাট কনট্রাস্ট!!! এই মলকে পেছনে রেখে আপনার একটা ছবি নেব আজিজুল দা। বিভ্রান্ত হতচকিত মানুষটাকে সামনে রেখে মোবাইলে খ্যাচাখ্যাচ ছবি তোলা হল। যেন গ্লস্তনস্ত আর সোভিয়েত পতনের পর লেনিন মূর্তি ভাঙ্গার আনন্দ। আবার ধরে ধরে দুপা দুরের চায়ের দোকানের বেঞ্চি। বিড়বিড় করে বললেন এছবি তোমরা না তুললেও পারতে। বড় অপমানিত বোধ করল্লুম। এই ঊষা গেটের সামনে হরিদাস মালাকার, কমরেড বিজয় মালাকারের সাথে রাত জেগেছি পুলিশের লাঠি খেয়েছি.........। আমাদের কাজ হয়ে গেছে। এবারে..... আরে আজিজুলদা কি যে সব বলেন চা খান টোস্ট খান.... সে সব কবেকার কথা এখন আর মনে করে কি করবেন... এপাড়াটাই বদলে গেল.... লোকে কত খুসি দেখেছেন এই সব বলে কেটে পড়লাম।
    রাতে বাড়ির ডেস্কটপে মোবাইল কানেক্ট করে ছবিগুলো সব নামালাম। একি!!! মল আছে আলো আছে হাসিমুখ পাব্লিক আছে কিন্তু আজিজুল হক কই!!! অদ্ভুত ব্যাপার!! জাস্ট ভ্যানিস!! এর কি ব্যাখ্যা!! কোন ছবিতে আজিজুল হক নেই!!! অনেক ভেবেও এর কোন ব্যাখ্যা আমার কাছে ছিল না!

    ( লেখাটা শেষ করে দেখলাম খুব ছড়িয়েছি! মানে কিস্যুই হয়নি... না ভূতের গল্প না নকশাল ভেউভেউ!! এক্কেরে বালছাল নামিয়েছি একটা। ভাব্লাম বইয়ের র‍্যাকে আজিজুল হকের লেখা কারাগারে ১৮ বছর থেকে কটা লাইন কোটেশনের মত লিখে দি। দুটো ভলিউমই ছিল খুঁজতে শুরু করলাম এই তো আজিজুলেরই মনু মহম্মদ হিটলার আছে, শৈবাল মিত্র আছে, মার্কেজ আছে দেবেশ আছে, রতন ভট্টাচার্য অবধি পেয়ে গেলাম!!! সন্দীপনের হ্যাঁ প্রিয়তমাটা পর্যন্ত তাকের কোনে অনেকদিন বাদে দেখতে পেলুম কিন্তু কারাগারে ১৮ বছর নেই!!! বিলকুল ভ্যানিশ। কি জানি!!! )
  • | ২১ এপ্রিল ২০১৬ ২২:৪২707212
  • :-))

    কিন্তু জ্যান্ত মানুষের কি ভুত হয়?
  • ঈশান | ২১ এপ্রিল ২০১৬ ২২:৪৮707213
  • এইটা বাসুকে পড়ানো দরকার। :-)
  • :) | 132.177.100.240 | ২১ এপ্রিল ২০১৬ ২২:৫৪707214
  • এবারে বাসুর সাথে আলাপ হল কিন্তু কথা হল না। লেখাটা পড়েই আমারও বাসুকে মনে পড়ে গেল।
  • Robu | 11.39.36.10 | ২১ এপ্রিল ২০১৬ ২২:৫৭707215
  • বাব্বা, আজকে দুবার সোশাল মিডিয়াতে বাসুর নাম শুনলাম। কল্যাণীতেই ছিলাম কাল থেকে।
    আহা, অত ঘুরে বেড়ানো, খেলা, টিউশন, স্কুল, ক্যারম পেটানোর মাঝে বাসুর আমাদেরকে প্রতিক্রিয়াশীল, শোধনবাদী সিপিয়েম এসব বলে গালাগাল দেওয়া।
    প্রায় আর্ধেক জীবন আগের কথা।
  • dc | 132.164.236.159 | ২২ এপ্রিল ২০১৬ ০৮:০৯707216
  • আহ কতোদিন পর আজিজুল হক! ওনার লেখাগুলো বড়ো মিস করি। একটা সময় ছিল যখন আজকাল খুলেই ওনার লেখা পড়তে পারলে পুরো দিনটা মনে বেশ একটা ফুরফুরে ভাব থাকত।
  • pi | 192.66.30.29 | ২২ এপ্রিল ২০১৬ ০৮:১৪707217
  • ব্যাপক লাগলো !

    আজিজুলের সাথে গুরুর উচ্ছেদ সংখ্যা বেরোনোর পর বইমেলায় সেটা দেওয়া আর তৎপরবর্তী তক্কাতক্কি মনে পড়ে গেল ঃ)। সেই লিটল ম্যাগ প্যাভিলিয়নে।
    ও হ্যাঁ, উচ্ছে সংখ্যায় ঊষা থেকে সাউথ সিটি ছিল ঃ)
  • | ২২ এপ্রিল ২০১৬ ০৮:২১707218
  • 'উচ্ছে সংখ্যা'??
    :-))) বেগুন সংখ্যা কুমড়ো সংখ্যা এইসবও বেরোলে পারে।
  • pi | 192.66.30.29 | ২২ এপ্রিল ২০১৬ ০৮:২৩707219
  • উচ্ছের পাশে তুমি বসে পড়লেই ঠিক হয়ে যাবে ঃ)
  • | ২২ এপ্রিল ২০১৬ ০৮:২৭707209
  • :-D
  • sosen | 184.64.4.97 | ২২ এপ্রিল ২০১৬ ০৯:৩৯707210
  • আমার টিনিটাকে আজিজুল হকের বৌএর কাছ থেকে এনেছিলুম
  • de | 69.185.236.52 | ২২ এপ্রিল ২০১৬ ১১:০১707211
  • ভালো লাগলো -

    উচ্ছে সংখ্যা ঃ))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন