এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গণতন্ত্র ঃ আমেরিকা বনাম ভারত

    বিপ
    অন্যান্য | ২৫ এপ্রিল ২০১৬ | ৪৩১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বিপ | 81.244.130.85 | ২৫ এপ্রিল ২০১৬ ০৮:৪০707175
  • আজ কোলকাতায় ভোট। কালকে আমাদের এখানে প্রাইমারির ভোট। শুধু হিলারী বনাম স্যান্ডারস না। রাজ্য সেনেট থেকে শুরু করে শিক্ষা কাউন্সিল-অনেকগুলো ভোট দিতে হবে। এদিকে তাদের কাউকেই প্রায় চিনি না। ৯০ মিলিয়ান ডলারের শিক্ষা বাজেট আমাদের হাওয়ার্ড কাউন্টিতে -সব মিলিয়ে বারোটা হাইস্কুল আর শখানেক প্রাইমারী স্কুল। স্কুলবোর্ডে দেখলাম অনেক পার্থী। কিন্ত কে যে কি- কোনকিছু জানার উপায় নেই। কারন কারুর নামে একটা পোষ্টার ও দেখছি না কোথাও। শুধু তিনজন একটু ফেসবুকে পুশ বিজ্ঞাপন দিচ্ছেন।

    প্রেসিডেন্সিয়াল প্রাইমারী সব নিউজ আউটলেট কভার করে-সেখানে সমস্যা নেই। এখানে হিলারী প্রায় ২০% বেশী ভোটে জিতবে। কিন্ত এই লোক্যাল ইলেকশনগুলো-যেখানে আগামী দিনে স্থানীয় কংগ্রেসম্যান বা সেনেটর হবে ডেমোক্রাটিক পার্টি থেকে, তাদের কাউকেই কোন প্রচার করতে দেখি নি। কোন মিছিল নেই। মিটিং কিছু ছিল-তাও সেটা হচ্ছে টিভি ডিবেট দেখার জন্য সমর্থকদের বাড়িতে "ডিনারে" বা স্ন্যাক্সে আমন্ত্রন। সেখানে বিয়ার সেবন। সেখানেও কেউ কিছু বলে না-শুধু রিপাবলিকানদের গালাগাল দেওয়া হয় ( ডেমোক্রাটদের পার্টি)-আর প্রাইমারীতে কাকে ভোট দেওয়া ঠিক-এটা নিয়ে কোন তর্ক বিতর্ক নেই। কাউকে দিলেই হল টাইপের ব্যাপার। তবে প্রেসিডেন্সিয়াল প্রাইমারী ছাড়া। এখানে হিলারী এবং বার্নির লোকজনের আদায় কাঁচকলায় সম্পর্ক এখন। এই সব পার্টিগুলো সবই পটল্যাক। উৎসাহী সমর্থকরা বিয়ার, চিকেন নিয়ে এসে টিভি ডিবেট দেখে-ম্যাক্সিমাম মাঝে সাজে ক্যাম্পেইন অফিস থেকে কেউ কেউ আসে।

    ভারতে এসব ভাবতে পারতাম না। প্রতিটা ভোটের আগে সিপিএম , কংগ্রেস এমনকি বিজেপি থেকেও পার্থীরা বাড়িতে আসতেন। হার্ডকোর সিপিএম ফ্যামিলি জানা সত্ত্বেও। এখানে কেউ আসে না। তবে বাড়ি বাড়ি ক্যানভ্যাসিং এখানেও হয়। কিন্ত খুব কম।

    এখানে স্থানীয় নির্বাচনে আসলে পার্থীদের এত আনাগোনা নেই-কারন নির্বাচনে জিতে টাকাপয়সা করার চান্স নেই একদম । ফলে খরচ করবে কি করে-বা কেনই বা করবে? হ্যা দুর্নীতি তারা করতেই পারে। কিন্ত ধরা পরলেই শ্রীঘরে। এসে থেকে দেখি প্রতি বছরই কোন না কোন গর্ভনর বা মেয়র শ্রীঘরে যাচ্ছেন। সুতরাং দুর্নীতি আছে বোঝা যাচ্ছে-কিন্ত ঘুস খাওয়ার জন্য, রাজনীতিবিদদের ধরে ধরে শ্রীঘরে ঢোকানো-এখানে নিত্য ঘটনা। ফলে এখানে দুর্নীতিটা কিছুটা আইন মেনেই করতে হয়। যেমন পার্থী নিজে টাকা নিতে পারে না-কিন্ত তার পলিটিক্যাল ক্যাম্পেইন ফান্ডে যে কেউ টাকা দিতে পারে এবং তার থেকে সুবিধাও নিতে পারে। কিন্ত কোন পার্থী যদি তার পলিটিক্যাল ক্যাম্পেইন ফান্ড নিজের ব্যক্তিগত খরচের জন্য ব্যবহার করেন-শ্রেফ জেলে যাবেন। যা এখানে ক্রিমিন্যাল অফেন্স।

    ফলে এখানে স্থানীয় নির্বাচনে কোন তাপ উত্তাপ নেই। স্থানীয় নির্বাচন নিয়ে কারুর কোন উৎসাহ নেই। অধিকাংশ ভারতীয় আবার ভোটার রেজিস্ট্রেশনটা পর্যন্ত করান নি। একমাত্র ভেস্টেড পার্টি স্থানীয় বিজনেস ক্লাস-লোকাল সেলস ট্যাক্সের খাতিরে।

    তবে এর একটা বড় কারন শহর ভিত্তিক নিউজ মিডিয়ার মৃত্যু। ক্রেগ লিস্ট, ব্যাক পেজের দৌলতে এখন যেকোন ক্ল্যাসিফায়েড বিজ্ঞাপন, বাড়ি ঘরের বিজ্ঞাপন চলে ওয়েবে নইলে মোবাইলে। ফলে আমেরিকাতে স্থানীয় নিউজ মিডিয়া মৃত। সুতরাং স্থানীয় নির্বাচন কভার করবেই বা কে?

    আমেরিকাতে থেকে এটা বুঝেছি-ভাল রাজনীতিবিদ আসবে-ভাল পার্টি জিতবে-এসবে অলীক কল্পনা-এগুলো দিয়ে কিস্যু হবে না। "ভাল" থাকার রহস্য-সিস্টেমকে সারাতে হবে। রাজনীতিতে দুর্নীতি কমাবেন কি করে? সিপিএমকে ভোট দিয়ে? কোন পার্টিকে ভোট দিলেই দুর্নীতি কমবে না খুব বেশী। দুর্নীতি কমাতে আমেরিকার মতন ক্ষমতার বিভাজন করতে হবে-যেখানে এটর্নি জেনারেল অনায়াসে মুখ্যমন্ত্রীকে বা যেকোন মন্ত্রীকে জেলে ঢোকানোর ক্ষমতা রাখবেন।

    রাজনীতি দুর্নীতিমুক্ত হলে ভোট করাতে ৯০,০০০ সেনার দরকার হবে না। ইনফ্যাক্ট পার্থীরাও এত খেটে খেটে সবার বাড়ি যাবে না। এত লাশ, রক্ত, এত ভীতিপ্রদর্শনের কোন দরকার হবে না।

    সিস্টেমকে ফিক্স করা জরুরি। লঙ্কার সিংহাসনের মধু না সরালে, যে যাবে লঙ্কায়-সেই হবে রাবন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন