এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হলুদ বসন্ত

    Ishani
    অন্যান্য | ০১ আগস্ট ২০১৪ | ১২৪৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishani | 24.99.75.126 | ০১ আগস্ট ২০১৪ ১২:৪৯644639
  • হলুদ বসন্ত
    ................

    এই নামটা দিলাম কেন ? টুকলি | কারণ , কী আশ্চর্য ! এই গল্পেও ওদের নাম নয়না আর ঋজু |

    প্রথমে নয়না | ছিপছিপে রোদ্দুররেখা | তার কাজল- না -পরা কাজল চোখ , পিঠে এলিয়ে কৃষ্ণসর্প দীঘল বেণী , নিখুঁত দাঁতের সেটিং , হাতের আঙুলগুলো দেখলেই মনে হয় ছুঁয়ে দেখি ..মোটমাট বহুর ভীড়েও নজরকাড়া | নয়নার প্রধান শখ তিনটে | বই , গান আর শাড়ি | এবং তিনটি ক্ষেত্রেই সে অশেষ যত্নবতী | তার প্রতিটি বই পরিপাটি মলাট দেওয়া , ক্যাটালগিং করা ; তার ক্যাসেট আর সি ডি-র সংগ্রহ হিংসে করার মতো | আর শাড়ি ? তার শখ শুধু রেশম আর হ্যান্ডলুম | ভারতবর্ষের প্রত্যেকটি প্রদেশের বাছাই করা শাড়ি তার আলমারিতে | ও হ্যাঁ , চটি আর হাতব্যাগটা বলতে ভুলেছি | তবে সে প্রসাধন বিমুখ | এমনি এমনি নয় , নয়নার কাছে এটি বাহুল্যমাত্র | তাই |

    কি গান জানে ? জানে | তবে তার গান শোনে গভীর রাতে আলসেতে ঝুঁকে থাকা চাঁদ , শ্রাবণ আকাশের ঝুপসি মেঘ আর চিলেকোঠার গা বেয়ে ওঠা ওই লতানে জুঁইফুলের গাছটা ..ওই যে..যেটা নির্লজ্জের মতো বছরভর ফুল দেয় | আর কেউ শোনে কি ? জানি না | তবে জানব |

    নয়নাদের ছিমছাম সংসার | মা , বাবা , দাদা , ঠাকুমা আর ..নয়না | আরও আছে | একটা হিংসুটে হুলো বেড়াল ..সেটা নয়না বাড়ি থাকলে ওর কোলে সারাক্ষণ গ্যাঁট হয়ে বসে থাকে (যে কারণে নয়নার দাদার বন্ধুরা বেড়ালটাকে বিষনজরে দেখে ..ঈশ্বর ! মার্জারজন্মেও এত সুখ ! ) | নয়না ওকে আদর করে নাম দিয়েছে "বাজবাহাদুর" | এই নিয়ে হাসাহাসি করে নয়নার বেস্ট ফ্রেন্ড তিতির | সে নয়নাকে খেপায় "রূপমতী "বলে |

    এই গল্পে তিতির আসবে | ওর একটা অন্য ভূমিকা আছে | আগে ঋজু |

    ঋজু | ঋজু বাসু | নয়নার ভাষায় "তে-এঁটে নচ্ছার ছোঁড়া !" খালি চিমটিকাটা কথা ! ও:, বাবু রাইফেল শুটিং ক্লাবের মেম্বার আর দু'চার কলি গান গাইতে পারে বলে নতুন পাড়ায় এন্ট্রি নিয়ে ইস্তক বড্ড রেলা !

    আজকালকার মেয়ে বটে ; কিন্তু নয়না খুব শাড়ি পরতে ভালোবাসে | অন্য ড্রেস পরে বটে , কিন্তু শাড়ি তার অবসেশন | নয়নার বয়স কত ? মাত্রই উনিশে পা | ইংরিজি সাহিত্যের ছাত্রী | কিন্তু যখন বাংলায় কথা বলে , একটিও ইংরিজি শব্দ ব্যবহার না করতে চেষ্টা করে | তিতির ফিজিক্স নিয়ে পড়ে | দুজনের সেই ইস্কুলের সময় থেকেই লেপটালেপটি বন্ধুত্ব | আর....শাড়ি তিতিরের চক্ষুশূল |

    এই ঋজু বাসু ! একটা মুহূর্ত শান্তিতে থাকতে দেয় না নয়নাকে | দাদাভাইও হয়েছে তেমনি | ঘরশত্রু বিভীষণ ! কেন..বন্ধুবান্ধব কম কিসের তোর , যে নতুন ছেলে দেখলেই উজিয়ে গিয়ে আলাপ করতে হবে ? ভারী এলেন বন্দুক চালানেওয়ালা হীরো ! চেহারাখানা ভালো ..সে ঠিক আছে..তা বলে অমন চ্যাটাংচ্যাটাং কথা ? বাজবাহাদুরকে ঠিকঠাক ট্রেনিং দিতে হবে ; যাতে ওকে দেখলেই ফ্যাঁশ করে আঁচড়ে দেয় | বাজবাহাদুর খুব স্মার্ট | বলার আগেই সব কথা কেমন বুঝে নেয় |

    তিতিরটাও আজকাল খুব পালটি খেতে শিখেছে | ওকে উকিল পাকড়েছে ঋজু | দিনরাত্তির তেনার হয়ে ওকালতি |

    " দেখেছিস নয়ন , ঋজুদা কী হ্যান্ডু , ঋজুদা কাল সাড়ে বারোটা বটের মেরেছে ( বারোটা পাখি নাকি একবারেই মরেছে আর একটা গুলি খেয়ে লাট খেতে খেতে কোন ঘাসবনে গিয়ে পড়েছে ..সেটাকে খুঁজে পাওয়া যায়নি ), ঋজু দা হেব্বি গান করে ...."

    হুঁ:, ওই তো মাচা আর্টিস্ট , তার আবার কত্ত ঘ্যাম !

    তিতির এসব গাওনা গায় যখন, বিরস মুখে নয়না আকাশ দেখে ( ছাদে থাকলে ) বা কড়িকাঠ গোনে (ঘরে থাকলে ) | অমন কত ঋজু বাসু আসবে যাবে.....

    ঋজু বাসু | অর্জুন দেখে শুধু মাছের চোখ | জল কাঁপে | হাত কাঁপে না | মেয়েটা এত অন্যরকম ! শাড়িতে এত অন্যরকম ! ঋজু নজর করে যায় | তিতিরটা হাবলি টাইপ | ওটার কাছ থেকে কায়দা করে যদি নয়নার মোবাইল নম্বরটা হাতানো যেত ! তারপর একবার ওই ব্যারিটোন ভয়েসে .... কত মামণি কাত হয়ে গেল ! কিন্তু না:, এই মেয়েটা অন্যরকম |

    তিতির এসে হামলে পড়ল |

    " ও নয়ন , ঋজুদা তোর ফোন নম্বর চেয়েছে | দেব ?"
    "খবরদার তিতির | একদম দিবি না | ওকে দেখলেই গায়ে চিড়বিড়ানি ধরে আমার | আর আমার মোবাইল নম্বর দিয়ে ওর কিসের দরকার ? তুই কি আজকাল বিন্দে দূতীর রোল টোল করছিস নাকি ?"

    তিতির ঠোঁট ফোলাল |

    " তোর সব সব সময় বড্ড ঠেস দিয়ে কথা ! খুব গুমোর তোর , না ? ঋজুদাকে দুচ্ছাই করছিস ; জানিস মার্কেটে ওর ফ্যান ফলোয়িং কত ? "
    " হি হি , ওর ফেস কাটিংটা দেখে বুঝলি...ইয়ে..আমার বাজবাহাদুর ওর চেয়ে ঢের বেশি পার্সোন্যালিটি ধরে |"
    " তুই ওই বাজবাহাদুরকেই বিয়ে কর | ওই অলপ্পেয়ে হুলোটাকে |"

    তিতির রাগ করে বাড়ি চলে গেল | একটু মুচকি হাসল নয়না |

    রতিপতি অলক্ষ্যে পুষ্পধনুটিতে শর সংযোজন করতে প্রস্তুত হলেন |

    বাজবাহাদুরের মন ভালো নেই | আজকাল সে উড়তে , থুড়ি ছোঁকছোঁক করতে শিখেছে | দুনিয়ার খোকাখুকু প্রেম করছে...সে কি বুড়ো বয়স পর্যন্ত আইবুড়ো নাম ঘোচাতে পারবে না ? সেদিন ও বাড়িতে হালফ্যাশনের বেতের ঝাঁপি করে কী ফুটফুটে ফর্সা মেনী বেড়াল এল একটা ! উফ , গলায় গোলাপী সাটিনের ফিতে , তাতে সোনালী ঘুঙুর | টুংটাং টুংটাং | বাজবাহাদুরের বুকের ভেতরটা এমন হাঁচোড়পাঁচোড় করছিল , যে ভাবতে গেলেই কান্না পেয়ে যায় | বিধুমুখী রাজকন্যে এল বাসু ভিলায় | তিতির বলেছে , ওর নাম রাখা হয়েছে "মেমসাহেব " | আহা, হবেই তো ! হবেই তো ! কী চোখ ঝলসানো রূপ ! বাজবাহাদুর মনের দু:খে থাবা চেটে চেটে একসা |

    নয়না প্রায় শয্যা নিয়েছে | নাওয়া খাওয়া বন্ধ | বাজবাহাদুর নেই | না না , অক্কা পায়নি..স্রেফ কর্পূরের মতো উবে গেছে | অথচ রোজকার মতোই কলেজে গিয়েছিল নয়না | সব রুটিনমাফিক | শুধু ফিরে এসে ...কোল খালি | নয়নার চোখ ফুলেছে কেঁদে কেঁদে , আঁচল লুটোয় ধুলোয় | কেউ কিচ্ছু বলতেই পারে না কোথায় নিরুদ্দেশ হল হুলোটা |

    আটচল্লিশ ঘন্টা পর তিতির এল হাঁপাতে হাঁপাতে |
    " ও নয়ন , তোর বাজবাহাদুর তো মেমসাহেব বিয়ে করেছে ..কালিঘাটে গিয়ে...হি হি ...ফুসলে নিয়ে গেছে ..."
    " বাজে ইয়ার্কি করিসনি তিতির | দেখছিস আমার মন মেজাজ ভালো নেই.."
    " দূর বাবা, দেখে আয় গিয়ে ঋজুদা-দের ছাদের ট্যাঙ্কির নীচে | আহা..দুজনে মুখোমুখি গভীর দুখে ..থুড়ি ..গভীর সুখে সুখী | উফ , ইলোপ করে যেন সোজা দীঘার হোটেলে | রুম উইথ রুম সার্ভিস | এক্কেরে ঘর থেকে বেরোনো নেই..ওয়েটার হামেহাল হাজির... ওই ঋজুদা আর কী ! বেচারী ! সারাদিন বেড়ালদের ফুটফরমাশ খাটা...পাহারা দেওয়া ..যাতে কেউ জানতে না পারে...এ কি চাট্টিখানি কথা ?"
    "মানে ? বাজবাহাদুর ওই মেনীটার পায়ে মাথা মুড়িয়েছে ? আমার বাজবাহাদুর ?"

    নয়নার যেন কিছুতেই বিশ্বাস হচ্ছিল না |

    তিতির ভেংচি কাটল একটা |

    " উফ , ন্যাকাশশী আমার ! উনি হার্টলেস বলে যেন ওনার বেড়ালও হার্টলেস হবে ! কিছু মনে করিসনি নয়ন , মাইরি..বাজবাহাদুর তোর চেয়ে ছটাকখানেক বুদ্ধি বেশি ধরে | ওর কাছে বরং তুই ট্রেনিং নে ! "
    " আমি আমি...এইসা আনসান বলে দেব ফোনে ওই তোর ঋজুকে ...কী ভাবে ও নিজেকে ?"
    " কিছুই ভাবে না তো ! জামাই আদরে রেখেছে তোর বাজবাহাদুরকে | বিশ্বাস না হয়...ফোন করে জেনে নে !"
    " বয়ে গেছে আমার ওকে ফোন করতে যেচে যেচে | হতচ্ছাড়া হ্যাংলা হুলো কোথাকার ! "
    " কে ? ঋজুদা ?"
    " উফ, না | বাজবাহাদুর |"
    " বেশ তো ! তুই নাহয় ফোন নাই করলি | ঋজুদাকে তোর নম্বরটা দিই ? ও করবে তোকে ফোন |"
    " না | একদম দিবি না | যেচে পড়ে এক্কেবারে দিবি না তুই | মানে...দিস...তবে ও যদি নিজে থেকে চায় .... তখন | আবার চায় যদি | আজ..কাল..পরশু...কখনও ...."

    নয়না মনে মনে হলুদ বসন্ত পাখি হয়ে উড়ে যাচ্ছিল | ঋজুদের ছাদে | ট্যাঙ্কের পাশে | ঋজু যেখানে দাঁড়িয়ে | লাল স্পোর্টস গেঞ্জি আর ফেডেড জীনসে ...|

    নয়না জানে | ফোনটা আসবেই | আজ | নয়তো কাল | নয়তো পরশু |

    আসবেই |
  • joldip | 134.125.50.16 | ০২ আগস্ট ২০১৪ ১২:১৩644640
  • মিস্টি প্রেমের গল্প। এমন প্রেম আজকাল আর হয় না গো। এখনকার প্রেম শালপাতায় আলুকাবলী খাওয়ার মত। খুব ভালো লাগল।
  • kiki | 127.194.71.178 | ০২ আগস্ট ২০১৪ ২০:০৭644641
  • :D :P
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন