এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • বারফি

    মৌ
    সিনেমা | ১১ অক্টোবর ২০১২ | ৫১০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • মৌ | 233.223.141.85 | ১১ অক্টোবর ২০১২ ১৬:৫৭575264
  • যদিও একটা রিভিও বেরিয়ে গেছে তবুও...

    বারফি, আনুরাগ বসুর অনান্য ফিম্ল থেকে বারফির মিল অনেকটা তেল আর জলের মতন, কোন মিলই নেই। অনেক বিতর্ক, অনেক সমালচনা, অনেক হা হা’কার করা প্রশ্ন- কেন বারফি অস্কারে পাঠানোর জন্য নির্বাচিত হল? কপি পেস্ট মার্কা ফিম্ল। চার্লি চ্যাপলিন থেকে জ্যাকি চ্যেন কাউকে রেহাই দেয় নি মারফি, উরফে বারফি। তবে ‘স্লাম ডগ’ অস্কার জিতলে সব কিছুই সম্ভব। বারফিকে অস্কারে পাঠানো উচিত কি উচিত না তাতে আমার কিছু মাথা ব্যাথা নেই। অনুরাগ বাসু, যার প্রায় সব ফিম্লে সেক্স, প্যাশান একটা বড় অংশ জুড়ে থাকে, সে হঠাৎ বারফির মতন নিরামিষি ফিম্ল করলো সে বিশয়েও আমার আশ্চর্য হবার কারন নেই। তবে বারফি আমার ভাল লেগেছে। কেন ভাল লেগেছে, তার বিশ্লেষণ করতে আমি পারবো না। বারফি একটা কপি মার্কা ফিম্ল, হ্যাঁ নির্দ্বিধায়ে স্বীকার করব। বারফির গল্প খুব বড় আর হ্যাজানো, হ্যাঁ অস্বীকার করবো না। তবুও বারফি আমার বেশ লেগেছে। হয়তো আমি একটা নতুন দার্জিলিং দেখেছি। মমতা ব্যানার্জী কোলকাতাকে লন্ডন করতে পারবেন কি না জানি না তবে সোত্তর দশকের দার্জিলিং দেখে আমার চল্লিশ দশকের ইউরোপের কথা খুব মনে পড়েছে। হয়তো আমি আগে এমন কোন ফিম্ল দেখিনি যেখানে হাওড়া ব্রিজকে এতো সুন্দর দেখানো হয়ছে। কিংবা হয়তো ব্ল্যাক দেখে যারা বলেছিলেন ‘এক মাত্র রানি মুখার্জী ছাড়া আর কারো সাহস নেই বিনা মেকআপে ক্যামারের সামনে আসার’ তাদের ভাল জবাব দিয়েছেন প্রিঙ্কা চপড়া। হয়তো বা আরও কিছু...।

    মূক ও বধির বারফি। তবে তার কোন আফসোস নেই। তার কোন কষ্ট নেই, অভিযোগ নেই যে সে বলতে পারে না শুনতে পারেনা। সে পারে না ভাবেতে কি হলে কি হয়, সে পারে না ছকে বাঁধা জীবনের হিশাব করতে। সে বুঝতে পারেনা এক বোবা কালা বেকার ছেলের সাথে ছকে বাঁধা জীবনের হিশাব নেয়ে চলা পরিবারের মেয়ের বিয়ে সম্ভব নয়। একটা সুন্দর প্রেমের গল্প। ‘প্রেম’ শব্দটা ব্যাবহার করার চাইতে একটা সুন্দর নিঃস্বার্থ নামহীন সম্পর্কের গল্প বলা ভাল। লোকে বলে প্রথম প্রেম ভোলা যায় না। হাজার কষ্ট, অহংকার, বিদ্বেষ, হিংসা থাকলেও প্রথম প্রেম ভোলা মুশকিল। যেমন ভুলতে পারেনি শ্রুতির মা। গাড়ি নিয়ে প্রায়ে চলে যান তার গরীব প্রাক্তন প্রেমিককে লুকিয়ে লুকিয়ে দেখতে। প্রেম ভেঙ্গে যায়ে, সম্পর্ক ভেঙ্গে যায়ে হিশাবের খাতায়ে পড়ে, অদৃশ্য ভবিষ্যতের কথা ভেবে। এর পর কি হবে, ইলেকট্রিক বিল না দিলে লাইট চলে যায় যদি, ছেলে মেয়েরা কোন স্কুলে পড়বে, কোথায়ে থাকব, কি খাবো...। এই ধরনের সম্পর্কের গল্প যত্রতত্র। নুচিকেতার নিলাঞ্জনা বা পৌলমি অথবা অঞ্জন দত্তের মেরী বা বেলা বোস শুনে দাদা কাকাদের উদাস নয়ন দেখলে বোঝা যায়। বাবা মা’রা এইসব চিন্তা করে ছেলে মেয়েদের প্রেমর পথে ক্যাকটাস বিছিয়ে দেন, বলাবাহুল্য আমারাও এই সব চিন্তা করে প্রেম করি, ভাঙ্গি। শ্রুতির মা’ও হিশাব করে প্রেম ভেঙ্গেছেন। নিজের গরীব প্রেমিককে দেখে সান্ত্বনা দিয়েছেন- ঐ প্রেম না ভাঙ্গলে তিনি গাড়ি চালাতে পারতেন না, নিজের মেয়েকে একটা সুন্দর জীবনও দিতে পারতেন না। তবে বুঝতে পারেননি ঐ লুকিয়ে লুকিয়ে প্রাক্তন প্রেমিককে দেখতে যাওয়ার কারন নিজেকে বাহবা দেবার জন্য না। তার সিধান্ত যে সঠিক তা তার মেয়েকে বোঝানর জন্য নয়। মাথার অ্যাকশানের কাছে যখন মন হেরে যায় এটা তারই রিয়াকশান। তিনি আজও ঐ গরীব ছেলেটিকে ভালবাসেন।

    বারফি, শ্রুতি আর জিলমিলের প্রেম বা সম্পর্ক হিশাবের খাতা ছাড়িয়ে গেছে। এ সম্পর্ক দেখে না তুমি বেকার না কি বড়লোক। দেখে না আগামী কাল। যৌনতা, রূপ লাবণ্যের ভেল্কী দূর এই সম্পর্ক দেখে না তুমি কতটা বুদ্ধিমান, শিক্ষিত বা বোধ বুদ্ধি চেতনা সমৃদ্ধ। এমন একটা সম্পর্ক যে হাত ধরতে ভয় পায় কিন্তু পাঞ্জাবির পকেট ধরে নির্দ্বিধয়ে যেখানে ইচ্ছা সেখানে চলে যায়। হাজার চিৎকার যখন পাশে বসে থাকা সম্পূর্ণ সুস্থ মানুষের কানে ঢকে না তখন মূক বোধির বারফি এক মানসিক রোগীর মনের কথা এক মুহূর্তে বুঝে যায়। ঝিলমিলের না আছে রূপ না আছে গুণ, না আছে কোন পুরুষকে আকর্ষণ করবার মতন ব্যাক্তিত্ব, মানসিক রুগী যার মনটা পাঁচ বছরের বাচ্চা। তবুও বারফি ঝিলমিলকে ভালোবাসে, অন্তত ঝিলমিলই প্রথম যে বারফির পাঞ্জাবির পকেট ছেড়ে সরে যায়নি মাথার উপর লাইট পোস্ট ভেঙ্গে পরতে দেখেও।
    শ্রুতি, হিশাব কষে যে বারফিকে বিয়ে করতে পারেনি, সেও তার ছয় বছরের দাম্পত্য জীবন ছেড়ে চলে যায় বারফির কাছে। কি করবে, কি খাবে কিছুই আর হিশাব করে না। এমনকি বারফি ঝিলমিলকে ভালোবাসে তা জানা সত্তেও। নিঃস্বার্থ ভাবে বারফির দেখা শুনা করে।

    বলাবাহুল্য এই ধরনের গল্প কাউকে শোনালে পাত্তা পাবে না। বাস্তব বা ভবিষ্যতের চিন্তা আমাদের বর্তমানের হিশাবের খাতায়ে থাকে। ভবিষ্যৎ ছাড়া আমাদের বর্তমান চলে না। হ্যান্ডসাম প্রেমিক দরকার, বড়লোক ইন্টুলেকচুয়াল বর দরকার, সুশ্রী গৃহকর্মে নিপুণা শিক্ষিতা বউ দরকার। বন্ধু মহলে মুখ দেখানোর জন্য ফ্যাট দরকার। ছকে বাঁধা জীবনে আমারা সবাই ছক করি।

    ডাইরেক্টার-রাইটার- অনুরাগ বাসু।
    বারফি- রানবির কাপুর।
    ঝিলমিল- প্রিঙ্কা চোপড়া।
    শ্রুতি- ইলিনা ডি’ ক্রুজ।
    শ্রুতির মা- রূপা গাঙ্গুলি।
    এ সি পি- সৌরভ শুক্লা।

    Original Barif--
  • manoj bhattacharya | 24.99.120.57 | ২১ অক্টোবর ২০১২ ১৬:৩৯575265
  • বারফি একটা কার্টুন ছবি মনে হলো ! শুধু মুধু সময় নস্ট করবো না আলোচনা করে ! বলতে গেলে পাতার পর পাতা ভরে যাবে ।
    আমার একটাই সান্ত্বনা - ছবিটা অনুরাগ বসুর। আরো একটা কারন অবশ্য আছে। কোলকাতার ওপর ছবিটা তোলা হয়েছে - যদিও কখন কোলকাতা কখন ঘুম - সেটা সঠিক বুঝতে পারিনি ।
    বই হিসেবে খুবই কাঁচা ! তা শ্লামডগের চেয়ে ভালো মনে হয় !
    আর একটু মানবিক দিকও আছে !

    মনোজ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন