এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • হুতের গোল্পো

    shiladitya
    বইপত্তর | ২৭ ডিসেম্বর ২০১০ | ১৮০৪৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kd | 59.93.245.142 | ২৭ ডিসেম্বর ২০১০ ১০:৩৩465891
  • বেজায় সমিস্যে! হুতোর গপ্পো না ভুতের গপ্পো?
  • kd | 59.93.245.142 | ২৭ ডিসেম্বর ২০১০ ১০:৩৪466002
  • আরে তাইতো! হুতেরই বা কেন নয়?
  • pi | 72.83.86.24 | ২৭ ডিসেম্বর ২০১০ ১০:৩৭466106
  • আরেকটা অপশন, ভুতো। সেট হলেও আবার দুজনের গপ্পো হবার অপশন থাকছে। লোকজনকে অত অপশন দিয়ে কনফিউজ করে লাভ কী, তুমি বরম তোমার ভুতোর গপ্পো শুরু করে দাও। শিলাদিত্যবাবু নাহয় হুতের গপ্পো টা শোনাবেন। আর হ্যাঁ, ভূতের গপ্পো শোনাতে চাইলে এই সুতোতে চলে আসতে পারেন :)

    http://www.guruchandali.com/guruchandali.Controller?font=unicode&portletId=8&porletPage=2&contentType=content&uri=content110
  • shiladitya | 115.118.45.247 | ২৯ ডিসেম্বর ২০১০ ১০:১৯466117
  • ন ন ক্‌দ , ভুতের গোল্পো ই বোলে্‌ত চইচি । লেখর সোমৈ ভুল হোয়ে গেচে ।।।জই হোক ই এর দেঅও লিন্‌ক এ এক্ত গোল্পো সুরু কোর্চি , পোরে দেখুন
  • r.h | 203.99.212.53 | ০৭ জানুয়ারি ২০১১ ১৩:৩২466128
  • ধন্য আশা কুহকিনী।
    আমি ভেবেছিলাম এই টইটা আমাকে নিয়ে,সবাই মিলে বেশ করে আমার পিঠ চুলকে দেবে- কোথায় কি। কবির সমাদর কবে করতে শিখবে এই পৃথিবী। একটা নোবেল না পেলেই নয়।
    ২০১১য় চাই নতুন নোবেল।
    তারপর আপ্নেরা, হ্যাঁ, এই আপ্নেরাই টই খুলবেন "শ্রীমৎ রবাহুতানন্দের জীবনী ও বানী (সঙ্গে সম্পুর্ন বিনামূল্যে সচিত্র শ্রীমহান পালনহার মর্মপীড়ের উপদেশামৃত)"।
  • kd | 59.93.242.254 | ০৭ জানুয়ারি ২০১১ ১৩:৪৮466139
  • হাতের কাছে নোবেল নাই, কিন্তু বেল আছে। ফিলাডেলফিয়ার 'ফাটা বেল'এর কপি।
  • r.h | 203.99.212.54 | ২৭ জানুয়ারি ২০১১ ১২:৪৫466150
  • নোবেল তো কেউ দিলনা, এটা কিসের টই তাও পোস্কার হলো না। তো এখানেই লিখি। আমি ভাবছিলাম একটা টই খুলি, যার নাম হবে 'তোমায় তো কেউ বলবে নাকো/ ব্যাখ্যা করে চিত্র আঁকো'। কিন্তু আমি আবার পরিবেশসচেতন, রিসাইকিলিঙে বিশ্বাসী, এমনকি বুকে পাথর চেপে যাবতীয় মিতব্যায়িতাকে অগ্রাহ্য করে গ্রিনপিসকে একবচ্ছর দুশোটাকা প্রতিমাহিনা চাঁদা দিয়েছিলাম- তবেই বুঝুন। তো পথভ্রষ্ট টইগুলোকে টার্গেট করা শ্রেয় মনে করলাম।

    উ:, আমি বড় ভনিতা করি।

    পোশ্নো হলো, ওয়েল্কাম টো সজ্জনপুর ভালো লাগলে কি গুরুতে স্ট্রেট ৫ ? আমার যে বিয়াপ্পোক লেগেছিল।

    যেটা হয়েছিল, অমৃতা রাওয়ের কিশোরী সুলভ বিধুমুখানি, সাইকেল চাপা নায়ক গাঁ দেশের সব্জি দোকান ইত্যাদি দেখে এট্টু খুশি হয়েছিলাম।
    তারপরেই প্রবল দু:খ হতে লাগলো, আহারে এই অপরিনামদর্শী অবিমৃশ্যকারী হেড ওভার হিলস প্রেমে পড়ার টিন এজ বয়েস যে পেরিয়ে এলাম এক যুগেরও বেশী সময় হয়ে গেল- আর তো হবে না, আর তো হলো না এই প্রলাপমূলক পত্র লেখা (টইতে লেখা আর চিঠি লেখা কি এক নাকি? প্রলাপমূলক- নয়, পত্রই এখানে কিওয়ার্ড)। তো, ওভার আ বটল অফ হুইস্কিল, এইসব দেখতে দেখতে, রাত নিঝুম ঘুমোয় শহর, আমার গজদন্তমিনারের বারান্দায়, মর্মপীড়ের কিরে, আমি পুরো আঁসু আঁসু হয়ে গেলাম এই দু:খে। মানে, সিরিয়াস, কি চরম নোংরা খিটকেল কুৎসিত ট্র্যাজেডি- আর হবে না? কোনদিনও আর হবে না- সেইসব কিশোর বয়স আর প্রবল প্যাশন নাকি হুজুগ? সেইসব লোকজন, সেইসব ভুঁড়িহীন চপল গমন?
    কুড়ি কুড়ি বছরে পার, তোমার আমার, দেখা হবার কোন সিনই নেই... সে কবি যতই ভাটকি দিন। উফ।

    যাগ্গে, একটু গান শুনি, 'সিয়ারাম সিয়ারাম জয় জয় রাম সিয়ারাম/ চিটঠি আয়ি না পত্রী আই আয়া না টেলিগ্রাম রে"
  • kumudini | 59.178.50.207 | ২৭ জানুয়ারি ২০১১ ১৩:৩২466161
  • হ্যাঁ,এই দুক্কুটা আমারো খুব হয়,তুমুল,সাংঘাতিক,রক্ত টগবগ এট্টা পেরেম যা শেষ হবে চিরবিচ্ছেদে -হায় এ জীবনে আর হবে না।
  • kumudini | 59.178.50.207 | ২৭ জানুয়ারি ২০১১ ১৩:৪০466172
  • হুতো তোমারে চুপি চুপি কই,কাউরে কইয়ো না,কোনো TDH,খুব গম্ভীর ডাগদারের সাথে পেরেম করার যে ক্ষী ইচ্ছা ছিল!
    :-(
  • n | 202.54.102.201 | ২৭ জানুয়ারি ২০১১ ১৭:৩১465892
  • কুমুদি, তাই উজান ডাক্তার মোটা হওয়াতে তোমার দু:খ হয়েছিল।
  • kumudini | 59.178.50.207 | ২৭ জানুয়ারি ২০১১ ১৭:৩৮465903
  • বা-আ-আ ব্বা-আ-আ,এমন স্মৃতিশক্তি দেখা যায় না!!
    ন্না,উজান ডাক্তার তো মায়া,সে তো আর বাস্তব নয়।
  • kumu | 59.178.145.75 | ২৭ জানুয়ারি ২০১১ ১৮:০০465914
  • আর উজানের চরিত্রটা শেষের দিকে অত্যন্ত ন্যাকা,বোকা,আনস্মার্ট, যাচ্ছেতাই হয়ে গেছিল।আমি ওরকম চাই না,আর এখন চাওয়া-না চাওয়ার পর্ব শেষ।
    এবারের মত বসন্ত গত জীবনে!
  • Nina | 68.84.239.41 | ০৬ মার্চ ২০১১ ২৩:৩৪465925
  • সুতোর টই থাকলে হুতোর টই থাকবে না কেন? কেন?
    হুতো কাল মাঝরাত্রে আম্রিগা পৌছে, বেশ রহিসি কায়দায় ট্যাস্কি চেপে ভুল হোটেলে নেমে পড়ল (হেঁসোনা , এই অম্রিগায় এক নামে এক হাজার জায়্‌গা) তা রাতটা সেখেনে কাটিয়ে সকাল বেলা ঠিক হোটেলে ডেরা গেড়েছে। মানে ওর জন্যি অ্যাসাইনড হোটেলে নয়তো হোটেলের আবার ঠিক ভুল কি!
    সক্কাল সাড়ে দশটায় কবি-হুতোর ফোনে আমার ঘুম ভেঙেছে আজ-- বেশ জমিয়ে এট্টু গপ্পসপ্প হল--বড় বাজে ওয়েদার আজ , লন্ডন-ওয়েদার --এক একবার ভাবচি ল্যাদ ঝেড়ে বেরিয়ে পড়ি , হুতোটাকে নিয়ে লাঞ্চ খেতে যাই , আবার এই বিদ্‌ঘুটে আকাশ/বাতাস সেই সঙ্গে আমার স্পেশাল জুতো পর পা আর বিদিকিচ্ছিরি রকমের busy 73 তে গাড়ী নিয়ে উঠতে ভরসা পাচ্ছিনা--বরটাও গতকাল গেছে ট্যুরে নইলে এতক্ষণে রওনা দিতা হুতো-উদ্দ্যেশে --দেকি।
    ও হ্যাঁ , তার হোটেলের ঘরে ফ্রিজ মাইক্রো সব আছে তাই হুতো প্যাকেটের খাবার কিনে ফেলেছে, গরম করে করে খাবে --এক্কেবারে প্রো!
    তা আমি আমাদের গুরুর নোবেল-কবির হালচাল দিলাম--কেউ চিন্তা কোরোনা --আর ল্যাপটপ সুতো দিয়ে বাঁধা তাই আজ আর হুতো গু চ তে আসতে পারবেনি।

    চলবে----------------
  • Lama | 117.194.228.247 | ০৭ মার্চ ২০১১ ০০:৪০465936
  • হুতো এর আগেরবার যখন শিকাগো গিয়েছিল, সেবার রান্না করতে ল্যাদ লাগছিল বলে সাতদিন শুধু আপেলের রস আর দুধ (দুটো একইসঙ্গে) খেয়ে কাটিয়েছিল
  • til | 220.253.71.144 | ০৭ মার্চ ২০১১ ০১:০৯465947
  • নিনা হল গুরুর রেসিডেন্ট কনসাল-জেন্যারাল ইন ইউএস। আমার মতন অপদার্থকেও (পাতি কাকের ভাষায় ছাগল) যা খাতির করেছে, ভাবা যায় না!
  • achintyarup | 59.93.241.10 | ০৭ মার্চ ২০১১ ০৪:৩১465958
  • আপডেট?
  • ranjan roy | 122.168.218.199 | ০৭ মার্চ ২০১১ ১১:০০465969
  • কুমু,
    কিইবা বয়েস! এখনই এত হাহুতাশ! একেবারে ""প্রেম এসেছিল চলে গেল সে যে খুলি দ্বার, আর কভু আসিবেনা!"" মোডে চলে এসেচ?
    বলি মনেরো তো একটা বয়েস আছে?
    আপাতত: "" শরীর, শরীর! তোমার মন নাই কুসুম?"" এই মন্ত্র সকাল-সন্ধে কফি খেতে খেতে জপ কর।
  • siki | 123.242.248.130 | ০৭ মার্চ ২০১১ ১১:০৪465980
  • মন্ধুয়ে কি জল খাবো?
  • kumudini | 59.178.133.232 | ০৭ মার্চ ২০১১ ১৭:১৬465991
  • রঞ্জনদা,আপনি স্নেহ করেন বলে ভেবেছেন কুমুর বয়েস কম,তা মোটেই নয়।সিকি,ফরিদা এরা আমাকে দেখে অবধি দিদিঠাম্মি ডাকে।
  • suto | 117.194.229.20 | ০৭ মার্চ ২০১১ ২২:০২466003
  • আপডেট .....

    হুতো এবার ভালো ছেলের মতো সুতোর কথা শুনে চাল,ডাল,ঘি ... এসব নিয়ে গেছে next weekend এর আগে বাজার করার কোনো উপায় নেই বলে। ডাল ভাত ঘি দিয়ে বেশ ভালো ভাবেই যাত্রা করল ওখানকার দিন।
  • d | 14.99.15.170 | ০৭ মার্চ ২০১১ ২২:১১466014
  • যাক! চালের প্যাকেট যে ফাটে নি সেই অনেক। আমার সেই হোটেলের ঘরে নিলডাউন হয়ে স্যুটকেস থেকে চালের দানা কুড়ানো ... ওফ!
  • siki | 122.162.75.173 | ০৭ মার্চ ২০১১ ২২:২৪466036
  • :)
  • suto | 117.194.229.20 | ০৭ মার্চ ২০১১ ২২:২৪466025
  • হুতো যখন অফিস থেকে তার আপাতত খোঁড়া বৌকে বেলা তিনটের সময় খবর দিল যে রাত ২:৫০ এ উড়ে যাবে.... তখন খাটে বসে খুব যত্ন করে সব গুছিয়ে দেয়া হয়েছে।তাই ফাটে নি কিছু ই।:) রাত নয়টায় অফিস থেকে বাড়ি ফিরে হুতো বাক্স হাতে আবার বেরিয়ে পড়ল।মুখে জানতে ছেয়েছিল যে কি কি দেয়া হয়েছে; ওখানে ধরবে কি না....
  • d | 14.99.15.170 | ০৭ মার্চ ২০১১ ২২:৩৩466047
  • গুড! হুতোর লক্ষ্মী বৌ। এই হচ্ছে বৌ থাকার উপকারীতা।
  • suto | 117.194.229.20 | ০৭ মার্চ ২০১১ ২২:৩৭466058
  • হুম্‌ম্‌ম্‌ম্‌ম্‌
  • siki | 122.162.75.120 | ০৭ মার্চ ২০১১ ২৩:৩৩466069
  • হ্রস্ব-ই হবে।
  • Nina | 68.84.239.41 | ০৮ মার্চ ২০১১ ০৮:১২466080
  • আজ কা তাজা খবর:-
    হুতোর বউ যত্ন করে চালডাল ঘী মুড়িচানাচুর সব বেঁধে দিয়েছে --হুতো কাল ওভেনে চালেডালে ফুটিয়ে ঘী দিয়ে খেয়েও ছে --শুধু বউ মনে করে চিরুনীটা দেয়নি--তা হুতো সকালে চান করে আঙুল দিয়ে চুলে বিলি কেটে আপিশ গেছে :-)))
    আজ হুতো ডোনাট আর লাজানিয়া দিয়ে ডিনার সারবে , আর বল্ল সকালে ব্রেকফাস্টে চাড্ডি ভাত খেয়ে নেবে--মানে ঐ যেটা কালকে বেঁচেছে!
    আপিশে পোচ্চুর বাঙালী , আমিও কাল পশ্‌শুতে পৌছুব।

    চলবে---------
  • a x | 99.188.84.89 | ০৮ মার্চ ২০১১ ০৮:২৬466091
  • কি অবোস্তা! এই বাঙ্গালী ছেলেগুলানরে আগে মা, পরে বৌগুলান পুরো কচি করে রেখে দেয়! এই জন্যে আমি যখন জনতা বড় বড় বাণী দেয় যে হোস্টেলে গেলেই নাকি ছেলেছোকরারা সব মানুষ হয়ে যায় - তখন চুপচাপ বসে মৃদু হাসি ছাড়া কিছুই দেওয়ার থাকেনা আমার।
  • Abhyu | 97.81.82.11 | ০৮ মার্চ ২০১১ ০৯:০৫466102
  • হ্যাঁ লং ডিসট্যান্স ম্যারেজটা ঐ জন্যে খুব দরকারী।
  • rimi | 24.42.203.194 | ০৮ মার্চ ২০১১ ০৯:১৮466107
  • হ্যাঁ, শরৎ চাটুজ্জে এই কান্ডটি ঘটিয়েছেন, সব লেখায় মেয়েদের নিজে না খেয়ে পুরুষকে খাওয়ানো (যথা, শ্রীকান্ত রাজলক্ষ্মী, বিজয়া কিম্বা সাবিত্রী), পুরুষের সেবা করা নিজেদের স্বাস্থ্যের দিকে না তাকিয়ে (রাজলক্ষ্মী কিম্বা বিলাসী), জিনিষপত্তর গুছিয়ে দেওয়া (ললিতা) ইত্যাদি ব্যপারকে এমন ধন্য ধন্য করেছেন যে মেয়েরা গ্যাস খেয়ে গেছে, আর ছেলেরাও দিব্বি সুযোগ কাজে লাগিয়েছে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন