এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ২২ ডিসেম্বর ২০২৩ ২৩:০১519574
  • মোয়া নয়, কিন্তু ভোটে হেরে গেলে এত অ্যানালিসিসের মুড়ি-মিছরিতেই তে মিডিয়া বোঝাই। ভোটের পর মিডিয়া অ্যানালিসিস নিয়ে অনির্বান বলেছিল - ভোট পালালে বুদ্ধি বাড়ে।
  • dc | 2a02:26f7:d6c1:680d:0:1e9c:916e:2619 | ২২ ডিসেম্বর ২০২৩ ২২:৫৭519572
  • এইত্তো সলিউশান পাওয়া গেলঃ আন্তর্জাতিক বলিষ্ঠ হাতের সমর্থন। 
  • বকলম -এ অরিত্র | ২২ ডিসেম্বর ২০২৩ ২২:৩৯519571
  • আরএসএস 
     
    "সব দল আরএসএস আছে" – আছে তো বটেই, আচ্ছা গুরুতে কতজন আছেন? 
     
    আরএসএস কিভাবে কাজ করে তার কিছুটা আমি শুনেছি। শুনেছি সদস্যতা আনুষ্ঠানিক ভাবে নেই অন্তত একেবারে নিচের পদাতিকদের জন্য নেই। তাবুতে যাওয়া আসা করলে তারা কাজকর্ম দিতে থাকে, টাকা নেই স্বেচ্ছাসেবা। তবে মনে হয় পালে থাকার সুবিধে অনেক পাওয়া যায়। আবার নজরে রাখা হয়, ছেড়ে গেলেও। ওপরের দিকে আনুষ্ঠানিক সদস্যতা থাকতে পারে, তেমন কারুর সাথে পরিচয় হয় নি।
     
    যাই হোক, আরএসএস উদ্দেশ্যগত ভাবে বহু স্তর বিশিষ্ট সংগঠন পেঁয়াজের খোসার মতন। কোনো স্তর তারও ভেতরের স্তরের উদ্দেশ্য ভালো করে জানে বোঝে বলে মনে হয় না। বাইরের স্তরে হিন্দুত্ব ইত্যাদি মনে হলেও, গভীরে কাজ করে পশ্চিম ভারতীয় পুঁজি স্বার্থ এবং বৈশ্য সম্প্রদায় স্বার্থ। 
     
    আরএসএসের উত্থান
     
    আমি জানি না রাজনীতি চিন্তা করার সময় আমরা ভারতের মধ্যে থেকেই কেন চিন্তা করি। ঠিক যেমন রাজ্য রাজনীতির চর্চায় দিল্লি বোম্বের প্রভাব কলকাঠি কাউকে আলোচনা করতে দেখিনি। যাই হোক ভারতের রাজনৈতিক অভিমুখ ও ক্ষমতা পরিবর্তনের সঙ্গে বিশ্ব দুই মেরু থেকে একমেরু বিশিষ্ট হয়ে যাওয়ার ঘটনাক্রম সময় বেশ মেলে। আডবাণী বাবরি না ঘোড়ার ডিম, সোভিয়েত না ডুবলে এইগুলো কোনো কাজে দিত না। আরএসএস এর উত্থান ভারতের মধ্যে সলতে পাকানোর শুরু আর একই সময়ে সোভিয়েতের মধ্যেও গন্ডগোল শুরু। পরেরটির পতন আর এদিকে মনমোহন বাবরি। আমেরিকা যেসমস্ত দেশে প্রভাব ফেলেছে সব দেশেই অস্থিরতা বাড়ানোর মতন শক্তি বা মৌলবাদী শক্তির উত্থান ঘটিয়েছে। শেষমেশ দেশটিকে নষ্ট করে চলে গেছে।
     
    ওই আন্তর্জাতিক বলিষ্ঠ হাতের সমর্থন পেলেই আর রাগা কে আনস্মার্ট মনে হবে না, মোশাকে ধুরন্দর মনে হবে না। রাগাকে ক্যারিশম্যাটিক আর মোশা কে ক্যাবলা মনে হতে থাকবে।
  • সিএস | 2405:201:802c:7838:b4a5:e1aa:8eb1:5c86 | ২২ ডিসেম্বর ২০২৩ ২২:৩৯519570
  • সল্যুশন ? এ তো আর মোয়া নয়, সবাইকে, মানে দলগুলোকে ধরলে একজোট হয়ে লেগে থাকতে হবে । যদি কিছু দাঁড়ায়। চট করে হবে নাকি কিছু ? ২০২৪ তো ভাজপা নিয়ে নিয়েছে না ভেবেটেবে যদি চেষ্টা করে। তো সেসবও হবে কিনা সন্দেহ আছে।
  • lcm | ২২ ডিসেম্বর ২০২৩ ২২:৩১519569
  • সেটাই তো, সল্যুশনটা কেউ বলে না...
  • b | 117.194.77.185 | ২২ ডিসেম্বর ২০২৩ ২২:২৫519568
  • তিতিও  বিস্সোজুদ্ধো 
  • তো | 103.76.82.41 | ২২ ডিসেম্বর ২০২৩ ২২:১৬519567
  • তার প্রতিকার বা তার থেকে মুক্তি পাওয়ার উপায় কি?
  • সিএস | 2405:201:802c:7838:b4a5:e1aa:8eb1:5c86 | ২২ ডিসেম্বর ২০২৩ ২১:৩১519566
  • ব্যাপার হল, ভাজপা আর এস এস ইত্যাদিরা ওরাই তো খারাপ, ওরাই তো বদমাইশ, মিডল ইস্ট কেন এরকম, বাংলাদেশে কেন জেনোসাইড ইত্যাদি বলে নিজেদের শক্তিশালী করে তুলল, অনেক লোক ঠিক ঠিক বলে মাথা নাড়ল, এসবের পরে যা সব আইনপত্তর আনা হয়েছে, পরের জেনারেশন সেই সব দিয়েই কেস খাবে। কার ছেলেমেয়েরা কোথায় গিয়ে প্রতিবাদ করবে বা জড়িয়ে পড়বে সে আর কে জানে। তো এটা ঠিকই আছে, এক জেনারেশন high তে থাকলে, পরের লোকেরা ভুগবে। শুধু ধর্ম সংক্রান্ত নয়, অনেক দিক দিয়ে বিষ গেলানোর ব্যবস্থা হয়ে চলেছে।
  • | ২২ ডিসেম্বর ২০২৩ ২১:২৫519565
  • ভারতে কি হায় সেদিন কখনোই আসবে?
  • dc | 2401:4900:1f2a:424f:45ff:996d:88f2:3c0f | ২২ ডিসেম্বর ২০২৩ ২০:৫৮519564
  • একদম একমত। আরেসেস এই সময়ে যে পরিমাণ বিষ ঢালছে, তার থেকে মুক্ত হতে হয়তো অনেক দিন লাগবে। হিন্দুত্ব প্রোজেক্ট পুরোদমে এগিয়ে চলেছে, যদি কনস্টিটিউশান পাল্টে ফেলে তাহলেই বা কি হবে তাও জানিনা। হয়তো বহু বছর লাগবে। তবে জার্মানির কথায়, একটা খবর মনে পড়লো। কিছুদিন আগে পড়েছিলাম যে জার্মানদের মধ্যে চার্চে যাওয়ার প্রবণতা কমছে, ক্যাথোলিক চার্চের প্রভাব কমছে, এথেইজম বাড়ছে। ক্রিসমাস ইত্যাদি আগের মতোই সেলিব্রেট করে, কিন্তু সেটা অনেকটা সামাজিক উৎসব হিসেবে। খবরটা পড়ে মনে হয়েছিল হয়তো ইন্ডিয়াতেও একদিন এরকম হবে! আশা করতে দোষ কি? 
  • r2h | 165.1.172.197 | ২২ ডিসেম্বর ২০২৩ ২০:৪৮519563
    • dc | ২২ ডিসেম্বর ২০২৩ ১৯:১৭
    • ...একসময়ে আরেসেসও তাই হবে, এখনকার এই বোলচাল, হিন্দুত্ব ইত্যাদি কিছুই থাকবে না। বিজেপি গিয়ে অন্য পার্টি আসবে। 
     
    হ্যাঁ, তা তো অবশ্যই।

    তবে এই ক'বছরে আমাদের অন্তর্লীন ধর্মভিত্তিক হিংস্রতা যেমন নর্মালাইজড ও মেনস্ট্রিম হয়ে গেল - তার থেকে মুক্তি কীভাবে পাওয়া যেতে পারে সেটাই চিন্তা। 
    রাজনৈতিক দল আসে যায়, কিন্তু আরএসএস এম্পাওয়ার্ড বিজেপি নিছক একটা রাজনৈতিক দল না বলে মনে হয়। চিন্তা ভাবনার গতিপথ পাল্টে গেছে বড় স্কেলে। আগে ভেতরে যতই চাড্ডি হোক, মুখে বিবিধের মাছে দেখ মিলন মহান বলাটা দস্তুর ছিল, এখন আর সে দায় নেই।

    আমার সবসময় মনে হয়, জার্মানিও তো নাজি চিন্তাধারা থেকে মুক্ত হয়েছে।
    কিন্তু একটা বিশ্বযুদ্ধ দিয়ে তার দাম দিতে হয়েছে।
  • dc | 2401:4900:1f2a:424f:45ff:996d:88f2:3c0f | ২২ ডিসেম্বর ২০২৩ ১৯:১৭519562
  • আরেসেস ভগবানপ্রদত্ত অর্গানাইজেশান নয়, এ ব্যাপারে আমি একমত। আরেসেস সেই কোন দাদুর দাদুর আমল থেকে কাজ করে এসেছে, কিন্তু সত্যিকারের ইম্প্যাক্ট ফেলতে শুরু করেছে মোটামুটি আশির দশকের পর থেকে, রাজীব গান্ধীর ভুলের পর থেকে। তাও বাজপেয়ীর মতো মুখোশ আর আদবানীর মতো রাইট উইং ওয়ারমংগার না পেলে হয়তো বাবরি মসজিদ ধ্বংস অভিযান সার্থক হতো না, সেটা না হলে হয়তো আজও আরেসেসের এই রমরমা সম্ভব হতো না। 
     
    তাছাড়া আমার মনে হয় পৃথিবীতে অনেক আইডিয়া বা অর্গানাইজেশানই একটা সময় অবধি বাড়ে, তারপর আস্তে আস্তে প্লেটো হয়ে যায়, আর তারপর মিলিয়ে যায় (অবশ্য এই ব্যাপারে আমি ভুলও হতে পারি)। যেমন এক সময়ে ভারতে বামপন্থা খুব বাড়ছিল, তখন অনেকে ভেবেছিল দেশটা কমিউনিস্ট হয়ে গেল বলে। পবতেও একসময়ে সিপিএম ছিল দোর্দন্ডপ্রতাপ শাসক, তাদের ছিল সুসংগঠিত ক্যাডার বাহিনী, ফান্ড কালেকটিং ড্রাইভ, পার্টি ক্লাসরুম ইত্যাদি ইত্যাদি। তখন কেউ ভাবতেও পারতো না সিপিএম পব থেকে একেবারে বিলীন হয়ে যাবে, কিন্তু একসময়ে তাই হলো। আমি মনে করি একসময়ে আরেসেসও তাই হবে, এখনকার এই বোলচাল, হিন্দুত্ব ইত্যাদি কিছুই থাকবে না। বিজেপি গিয়ে অন্য পার্টি আসবে। 
     
    কে আসবে জানিনা। সোনিয়া আর রাহুল গান্ধী যতোদিন কংগ্রেসের মালিক থাকবে ততোদিন দলটার কিছু হবে না। এদের সরিয়ে নতুন নেতা উঠে এলে ভালো ফাইট দিতে পারবে, বা কংগ্রেসের বদলে অন্য কোন দল যদি উঠে আসে তো সেও ফাইট দিতে পারবে। ২০২৪ এ হয়তো বিজেপিই ক্ষমতায় আসবে, সেই সম্ভাবনাই বেশী মনে হচ্ছে, কিন্তু তারপর বিজেপিকে আরও শক্তিশালী অপোজিশান ফেস করতে হতেও পারে।  
  • সিএস | 106.221.123.116 | ২২ ডিসেম্বর ২০২৩ ১৮:৫৩519561
  • আর এস এস সম্বন্ধে লিখে মনে হয়েছিল, এত যে মহতোমহীয়ান সামাজিক সংগঠন না কি যেন, দু'দিন পেছনে ইডি ছেড়ে দিলে তিন দিনের দিন উঠে যাবে।

    কিন্তু সে তো আর হওয়ার নয়।

    আর এস এস যে বলে, সব দলেই ওনাদের সমর্থক আছে, সে অকারণ বলে না। লাইন টাইন করা আছে, যাতে কেউই বিশেষ কাঠি না করে।
  • D | 2409:4060:2d96:68e2:95f2:1f24:104a:a263 | ২২ ডিসেম্বর ২০২৩ ১৮:৪৪519560
  • মাল্টিপ্লেক্স এ পাঁচজন না হলে শো হয়না। আমি প্রথম ব্যক্তি। অপেক্ষা করার পর আর কেউ আসেনি। তাই ছবি না দেখে চলে আসতে হয়েছে।
  • রাস্তা | 103.76.82.41 | ২২ ডিসেম্বর ২০২৩ ১৮:৩৯519559
  • তাহলে বিজেপিকে ২০২৪ এ সরাতে হলে কী করিতে হইবে?
    আরেসেস চিরকালই সর্বত্র কাজ করে এসেছে। তা সত্ত্বেও সর্বত্রই নিরঙ্কুশভাবে বিজেপিই ক্ষমতায় নেই বা চিরকাল থাকবে না নিশ্চয়।
    সব ক্ষেত্রে ধর্ম ও আধ্যাত্মিকতাকেই প্রধান প্রায়োরিটি ও বেস ন্যারেটিভ করে তোলা আটকানোরও রাস্তা থাকবেই নিশ্চয়।
  • :|: | 174.251.160.145 | ২২ ডিসেম্বর ২০২৩ ১৮:৩৭519558
  • কিন্তু একজনও হয়নি বলছেন কেন? আপনি কি একজন দর্শক নন? আপনিই তো দেখতে গেসলেন! নাকি দুজন দর্শক দরকার? 
  • r2h | 165.1.172.197 | ২২ ডিসেম্বর ২০২৩ ১৮:৩২519557
  • @ এলসিএমদা ১৩ঃ১৩, হয়তো এমন বলা যায় যে স্ট্র‌্যাটেজিটা ঢপের, ভুলভাল।
    ভোট না পেলে, নীতি নির্ধারনকে প্রভাবিত করতে না পারলে, ক্রমাগত, বছরের পর বছর - রাজনিতিক দলের উদ্দেশ্য ব্যর্থ।

    একেকজন নেতা উঠে আসে, মনে হয় এই তো নতুন লোকেরা আসছে, তারপর পুরো হাওয়া হয়ে যায়। কানহাইয়া কুমার কংগ্রেসে গেল, তারপর কী হলো কে জানে।
    সিপিআইএমের মীনাক্ষী, দীপ্সিতা, আরও দুয়েকজনের নাম শুনেছিলাম, ওরা আশা করি এখনো ফুল টাইম রাজনীতিতে আছে।
    আর মেনস্ট্রিম মিডিয়াও তেমনি।

    ওদিকে ইন্ডিয়া জোট নিয়ে কোন ঐকমত্য নেই। থাকার কথাও না।

    ***

    কাবুলিওয়ালায় (নতুন সিনেমা, মিঠুন চক্রবর্তী নামভূমিকায়) দর্শক না হওয়াতে শো ক্যানসেল শুনে খারাপ লাগলো।
    কলকাতার বাইরে চলছে কিনা জানতে উৎসুক।

    ***

    ব্যানারের ছবি দেখছি ৪৫৬ কেবি। ও আর এমন কী... তবে আরও কম করা যায়, কিন্তু জাম্পটা কি একেবারে যাবে তাতে? দেখা যাক।
  • D | 2409:4060:2d96:68e2:e4f:b28d:bd72:537a | ২২ ডিসেম্বর ২০২৩ ১৫:৫৭519556
  • ক্রিসমাস সিজন। Multiplex গুলি এক ধাক্কায় টিকিটের রেট বাড়িয়ে দিয়েছে।  "সালার" দেখতে গিয়ে টিকিটের দাম শুনে মাথায় হাত। কলকাতার সব চেয়ে সস্তা মাল্টিপ্লেক্স RDB Cinemas এ টিকিট প্রায় ৩০০ ।
  • D | 2409:4060:2d96:68e2:e4f:b28d:bd72:537a | ২২ ডিসেম্বর ২০২৩ ১৫:৫৩519555
  • "কাবুলিওয়ালা" দেখতে গেছিলাম। একজন দর্শকও হয়নি। তাই শো ক্যান্সেল। 
  • সিএস  | 103.99.156.98 | ২২ ডিসেম্বর ২০২৩ ১৫:৩০519554
  • আর আরএসএস যেখানে যা করে, বম্বের হাইরাইজ থেকে হরিয়াণার গাঁ - গেরাম, কোন সংগঠন সেসব ছুঁতে পারবে না। একটা নেটিভিস্ট সংগঠন, ব্যক্তি মানুষের আর কমিউনিটির বিবিধ রকমের ক্রাইসিসকে ব্যবহার করে কাজ করে, মানুষকে এটা সেটা বোঝায়, কিছুতে হেলান দিয়ে ক্রাইসিস থেকে মুক্তি পাওয়ার জন্য তাকিয়ার ব্যবস্থাও করে, ওসবের সাথে সরাসরি পাল্লা দেওয়া যাবে বলে মনে হয় না। ওরা ওরকম সংগঠন করে বলে, পাল্টা একটা সংগঠন করলাম, কাজ করবে না মনে হয়। কোনভাবে পলিটিকাল ক্ষমতা দখল করলে, তাদের হয়ত কন্ট্রোলে রাখা যায় যদি লোকাল লেভেলে সংগঠন থাকে।
  • dc | 2401:4900:1f2a:424f:45ff:996d:88f2:3c0f | ২২ ডিসেম্বর ২০২৩ ১৪:৩২519553
  • রাজস্থান, এমপি, ছত্তিশগড়, তেলেঙ্গানা - চার রাজ্যেরই ভোটের অ্যানালিসিস আর হার / জিতের কারন ওয়্যারে বেশ কয়েকটা আর্টিকেলে বেশ ভালো কভার করেছে। 
  • সিএস  | 103.99.156.98 | ২২ ডিসেম্বর ২০২৩ ১৪:২৯519552
  • তিন রাজ্যের ভোটে মনে হয় কং-এর মূল স্ট্রাটেজিটা ছিল, যদি সেগুলোতে জেতে, অন্তত দুটোতেও, তাহলেই INDIA জোটের তারা নেতা হয়ে যাবে এবং রা - গা হয়ে যাবে পিএম ক্যাণ্ডিডেট ! INDIA জোটের বলাকওয়া তো ভোটের আগে থেমেই গেছিল, সেই মুম্বইতে একটা মীটিং-এর পরে। অন্যদিকে কং - এর নেতাদের হয়ত যুক্তি ছিল, কমলনাথ ইত্যাদিদের যে রাজ্যের ব্যাপারটা আমাদের সামলাতে দাও, জোটটোট ঢুকিও না। এসবে যুক্তিও থাকতে পারে, স্বার্থও থাকতে পারে। তো এইগুলো নানারকমের কন্ট্রাডিক্শন বা INDIA জোট নিয়ে স্ট্রাটেজির অভাব, কং -এর স্ট্রাটেজির অভাব বা স্বার্থ ইত্যাদি প্রভৃতি।
  • dc | 2401:4900:1f2a:424f:45ff:996d:88f2:3c0f | ২২ ডিসেম্বর ২০২৩ ১৪:২৫519551
  • এই মুহূর্তে একটা ঘটনা ঘটে চলেছে, কুস্তি ফেডারেশানের ইলেকশান নামের ফার্স আর সাক্ষী মালিকের রেসলিং থেকে সরে যাওয়া নিয়ে। এটা নিয়ে কংগ্রেস একটা পাড়ার জনসভাও করতে পারলো না, ব্রিজ ভূষণের পদত্যাগ চাওয়া তো দূরের কথা। স্ট্যালিন বা পিসির মতো অপোজিশান পলিটিশিয়ানদের যদি ন্যাশনাল লেভেলে আউটরিচ থাকতো, তাহলে আমার মনে হয় এতোদিনে সরকারকে কাঁপিয়ে দিতে পারতেন। হরিয়ানা, ইউপি, এমপি থেকে প্রচুর লোক জড়ো করে ফেলতে পারতেন, যেভাবে আরেসেস দিল্লিতে জড়ো করতো ২০১৪ তে অ্যান্টি করাপশান র‌্যালির সময়ে। কিন্তু হায়, রাহুল গান্ধীর সেই সাংগঠনিক ক্ষমতা নেই। 
  • lcm | ২২ ডিসেম্বর ২০২৩ ১৩:৪৮519550
  • মুখ্যমন্ত্রী বা মন্ত্রী না হলে পলিটিক্যাল অ্যাকুমেন নেই - এটা আবার কি করে হল, তা হলে তো সোনিয়া গান্ধী থেকে বিমান বসু - এদের কোনো রাজনৈতিক প্রজ্ঞা নেই।
  • dc | 2401:4900:1f2a:424f:45ff:996d:88f2:3c0f | ২২ ডিসেম্বর ২০২৩ ১৩:৪৪519549
  • "রাগা ২০০৪ থেকে লোকসভায় আছে ,  এতদিনে কি গোয়া দিল্লি বা হিমাচলের মত ছোট রাজ্য থেকে ওকে মুখ্যমন্ত্রী করে আনা যেত না ?"
     
    এটাই তো ক্রিটিকাল প্রশ্ন! আর উত্তর হলো না, রাহুল গান্ধীকে এমনকি মুখ্যমন্ত্রীও করানো যাচ্ছেনা। স্ট্যালিন, পিসি, নীতিশ কুমার, বিজু পটনায়েকদের মধ্যে যে পলিটিকাল আকুমেন, সাংগঠনিক অভিজ্ঞতা বা লেগে থেকে কাজ করার ক্ষমতা আছে, রাহুল গান্ধীর সেটাও নেই। আর পলিটিকাল ম্যাচিউরিটি তো নেইই, ফলে সঠিক জায়গায় সঠিক লোক দেওয়ার ক্ষমতাও নেই। এগুলোর কোনটাই রাহুল গান্ধীর ক্রিটিসিজম না, ব্যপার হলো, হি ইজ জাস্ট নট মেড ফর পলিটিক্স। এবং উনি নিজেও খুব সম্ভবত সেটা জানেন, কিন্তু আটকা পড়ে গেছেন। 
     
    এই ভারত জোড়ো যাত্রাটাও কিন্তু একটা ভালো পরিকল্পনা ছিল, আমার মতে এটা ভারতের বিভিন্ন জায়গায়, ছোট শহরে, গ্রামে নিয়ে যেতে পারলে ভালো ফল হতো। দক্ষ পলিটিশিয়ান হলে তাই করতেন। কিন্তু রাহুল গান্ধী মাঝে মাঝেই কোথায় যেন ঘুরতে চলে যান, ফলে ওনার পক্ষে কন্টিনিউ করা সম্ভব না। (আবারও, ঘুরতে যাওয়াটা রাহুল গান্ধীর ক্রিটিসিজম না, কিন্তু ন্যাশনাল লেভেলের পলিটিকাল লিডার হতে গেলে, যাকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে প্রোজেক্ট করা হচ্ছে, ওরকম অন এগেইন অফ এগেইন পলিটিক্স করা যায় না)। 
  • lcm | ২২ ডিসেম্বর ২০২৩ ১৩:৩৩519548
  • দেখুন ব্যাপারটা হল স্ট্র্যাটেজি সবার আছে, একটা প্ল্যান তো থাকেই, সব পার্টিরই থাকে, পুরো ইলেকটোরাল প্রসেসটার মধ্যে দিয়ে যাওয়া - একটা স্ট্র্যাটেজি ছাড়া হয় নাকি।
    এমনকি ধরুন, ছোট পার্টি এসইউসিআই, এরা ২০২১ এর পশ্চিমবঙ্গ বিধানসভা ইলেক্শনে মোট ২৯৩ টা সিটের মধ্যে ১৮৮ টায় প্রার্থী দিয়েছিল, এদের অবশ্যই একটা স্ট্র্যাটেজি ছিল।
    সম্প্রতি তিন রাজ্যের যে ইলেকশন হল তাতে কংগ্রেসেরও ছিল (যেমন কিছুটা সিএস লিখেছেন), হেরে গেলেই কোনো স্ট্র্যাটেজি নেই, ভিশন নেই, ইমাজিনেশন নেই - দ্য ওয়্যার এর প্রতিবেদনের বক্তব্যের মতন, ওগুলোর কোনো ভিত্তি নেই।
    যে পার্টি ভোটে জিতছে শুধু তারই স্ট্র্যাটেজি আছে বাকিরা সব র‌্যান্ডম - এমন ভাবার কোনো কারণ নেই।
  • সিএস  | 103.99.156.98 | ২২ ডিসেম্বর ২০২৩ ১৩:১০519547
  • ওটাই তো রা - গা ও কং-এর সমস্যা, যা নিয়ে ভাজপা খোঁটা দেয়। রা - গাকে একেবারে প্রধানমন্ত্রী বানানোর চেষ্টা, মনমোহন আমলে তো দিল্লীতে মন্ত্রীও হতে পারত, সেসবও করেনি।
  • Arindam Basu | ২২ ডিসেম্বর ২০২৩ ১৩:০৯519546
  • lcm, "প্রথম পাতাটা ইমেজ হেবি, ওটা অনেকটা অপটিমাইজ করা হয়েছে, আরও দেখতে হবে।"
     
    সমস্যাটা মনে হয় একেকটা অপারেটিং সিস্টেম আর ব্রাউজারের, অপটিমাইজ কত করবেন। সকলের মনে হয় না এই সমস্যাটা হয় । আমি যেমন কখনো দেখিনি, যোষিতা বা র২হ যে সমসার কথা লিখেছেন (আমি সিলিকন ম্যাক, ইনটেল ম্যাক, Windows, Void Linux, Archlinux, NixOS) এ প্রায় নানারকম ওয়েব ব্রাউজারে যেমন ক্রোম, ফায়ারফক্স, ব্রেভ, ভিভালডি, এজ, আর্ক, -- আমি কোথাও এই সমস্যা দেখিনি। প্রথম পাতার ইমেজ সব মিলিয়ে যে খুব বড় সাইজের, তাও তো মনে হয় না।  
  • দীমু | 223.191.51.79 | ২২ ডিসেম্বর ২০২৩ ১২:৫০519545
  • ভাজপা কংগ্রেসের মত হলেও আরএসএস তো পুরো রেজিমেন্টেড সংগঠন। আরএসএসের প্রচারকরা বাম হোলটাইমারদের মত সারাবছর তলায় তলায় কাজ করে। 
     
    রাগা ২০০৪ থেকে লোকসভায় আছে ,  এতদিনে কি গোয়া দিল্লি বা হিমাচলের মত ছোট রাজ্য থেকে ওকে মুখ্যমন্ত্রী করে আনা যেত না ? সরাসরি প্রধানমন্ত্রীই হতে হবে? 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত