এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১৮ জুলাই ২০২৩ ০৩:০২515836
  • এটার শুরু করেছেন, যথারীতি বিকাশরঞ্জন ভট্টাচার্য। টিভিতে বলেছেন, পুনর্নির্বাচনে তৃণমূলের খুবই খারাপ অবস্থা। যেটা এখানে এলেবেলেও লিখেছেন, সম্ভবত ওখান থেকে শুনেই। তারপর সৌরভ পালোধি একটা তালিকা প্রকাশ করেছেন। যেহেতু গরম খবর, তাই প্রচুর হইহই করে ছড়িয়ে গেছে। ফল আসতে দেখা যাচ্ছে, অন্য ফল।
     
    এগুলো মূলত ডিলিউশন। মিডিয়া এমন পাম্প দিয়েছে, যে, ফলটা বিশ্বাস হচ্ছেনা। ফল আদতে কিছুই খারাপ হয়নি কিন্তু। কোনো বাস্তববুদ্ধিসম্পন্ন লোক ভাবেনি যে এবার সিপিএম জিতে যাবে। কিন্তু  মিডিয়া তো অন্য একটা ছবি দেখিয়েছে।প্রচুর কোর্টে দৌড়েছেন, মামলা করেছেন,  ওঁকে আনন্দবাজার তো বিকল্প মুখও বলে দিয়েছে। যেরকম এককালে ব্র‌্যান্ড  বুদ্ধ বলে দিয়েছিল।   
     
    বিজেপি বা তৃণমূলের কেউ কিন্তু বাস্তব সম্পর্কে এরকম অলীক ধারণা রাখেনা। খোঁজ নিয়ে দেখুন, মমতা ঠান্ডা মাথায় কার সঙ্গে নেগোশিয়েট করবেন হিসেব করছেন। আর বিজেপির আইটি সেল মমতা-ইয়েচুরির হাত-ধরা ছবিটা কবে ছাড়বে তার যোগ-বিয়োগ অঙ্ক  কষছে।    
  • &/ | 151.141.85.8 | ১৮ জুলাই ২০২৩ ০১:৫৭515835
  • ফেবুতে তিনটে লিস্ট পেলাম, নানা জনের ওয়ালে, পাব্লিক পোস্ট। তিনটেতে তিনরকমের আসনসংখ্যা বিভিন্ন পার্টির। সবই নাকি পুনর্নির্বাচনের পরে। আরও কত যে লিস্ট আছে কেজানে।  
    যেন মর্জিনার কেস। সব বাড়িতে মার্ক করে দিয়েছে, এবারে খোঁজ ব্যাটারা কোনটা আলিবাবার বাড়ি!
  • র২হ | 2607:fb90:ac99:9e4b:8596:3034:3d2c:41b9 | ১৮ জুলাই ২০২৩ ০০:৪৬515834
  • অরণ্যদা আর অমিতাভদাকে থ্যাংকিউ :)
     
    এদিকে আপনারা দীপের পোস্টের মানে খুঁজছেন। আপনাদের কী পেঁচো বা ভুলোয় পেয়েছে? দীপবাবুর পোস্টের কোন মানে হয় না। উনি কেবল স্প্যাম বপন করেন। কোন এক মঙ্গলবার দেখে জঙ্গল সাফ করে দিলে আবর্জনা বিদেয় হয়।
    খালি এখান ওখান থেকে কপি পেস্ট, যত আপদ। এই ছবিটা গ্রাফিকেল কুরুচি, কিন্তু অন্যত্র হাজার হাজার স্প্যামের কন্টেন্ট এর থেকে আলাদা কিছু না।
  • π | 14.139.221.129 | ১৭ জুলাই ২০২৩ ২৩:১০515833
  • তা ইনি কি নিজের ফেবু প্রোফাইলেও এসব সাঁটেন নাকি নোংরা খালি গুরুর উঠোনেই ছড়ান? 
  • π | 14.139.221.129 | ১৭ জুলাই ২০২৩ ২৩:০৯515832
  • কী অসভ্য লোক রে বাবা এই দীপ!  আসা হয় কম, আর এলেও দিকে দিকে দীপ দীপ, দেখলে কাটিয়েই দি। তো দেখলে তো এইসব দেখতে হবে!! 
  • দীপ | 42.110.137.79 | ১৭ জুলাই ২০২৩ ২২:৫১515829
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১৭ জুলাই ২০২৩ ২২:২৪515827
  • আরে ভোট সম্পূর্ণ আনফেয়ার ভোট হয়েছে এটা একেবারেই মনে করিনা। যা খবর পাই। চব্বিশ পঃ এর কিছু পকেটে, মুর্শিদাবাদ, মালদা, এবং নদীয়ার  কিছু এলাকায় আনফেয়ার ভোট হয়েছে। উল্টোদিকে বাঁকুড়া থেকে বর্ধমান হয়ে পূর্ব হুগলী, প্রত্যাশিতভাবেই গোলমাল ছাড়া হয়েছে। গুরুতেই দুটো প্রত্যক্ষদর্শীর লেখা বেরিয়েছে। আমি নিজেও লিখেছি, নিউটাউন (চঃপঃ) এ 'ভোট বয়কট' এর কথা। আবার সিঙ্গুরের শান্তিপূর্ণ ভোটের কথা। 
     
    ফলে চিত্রটা মিশ্র। পঞ্চায়েতে শাসক দলের সর্বগ্রাসী ভোটদখল হলে চিত্রটা অন্যরকম হয়। ধরুন আসাম বা ত্রিপুরায় ৮০ বা ৯০ শতাংশ আসনে শাসক দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। ভোটের শতাংশও ওই রকমই। কাছাকাছি একটা চিত্র ছিল পশ্চিমবঙ্গের ২০১৮র নির্বাচনে। এবার চিত্রটা আলাদা। সম্পূর্ণ দখল হলে বিরোধীরা ৪৩-৪৪ শতাংশ ভোট পায়না। আবার কিছুই না হলে শাসকদলের ৫২% পাওয়াও বেশ মুশকিল। 
     
    এবার ব্যাপারটা সেই ২০০১ এর ভোটের মতো হয়েছে। সালটা ভুল করতে পারি, কিন্তু যেবার কংগ্রেস-তৃণমূল 'মহাজোট'  হল। রঞ্জন বন্দ্যোপাধ্যায় মমতার সফরসঙ্গী হলেন। এমন একটা হাওয়া তুলেছিল মিডিয়া, যে, এবার সিপিএম হারছেই। কিন্তু কোথায় কী। কজেই বলি কী, মিডিয়ার লাপালাপিতে কান দেবেননা। ঐতিহাসিকভাবে পশ্চিমবঙ্গে মিডিয়া যার পিছনে দাঁড়িয়েছে, সেই হেরেছে। ৮২-৯৬ কংগ্রেস,  ২০০১ এ মমতা, ২০১১ তে বুদ্ধবাবু। এই ঐতিহ্য থাকবেই। 
     
    ওহো, এটা নেহাৎই আমার মনে হওয়া। কিছু খবর, ও কিছুটা তথ্য মিশিয়ে। এলেবেলের টাও তাইই।  ভুল থাকতেই পারে, দুজনেরই।  এলেবেলেই যেমন গত বিধানসভায় বিজেপিকে জিতিয়ে দিয়েছিলেন। সেটা ভুল ছিল। একটুও ভাববেননা, দোষ দিচ্ছি। সাবজেক্টিভ বিশ্লেষণ নাই মিলতে পারে। আমি  সাম্প্রতিককালে বিশেষ ভুল করিনি। কিন্তু এবারই হয়তো দেখলাম, ভুল হয়েছে।  
  • অমিতাভ চক্রবর্ত্তী | ১৭ জুলাই ২০২৩ ২২:১১515826
  • ভোট যদি ছাপ্পাভোট নির্ভর হয়, তবে ভোট বিশ্লেষণ ক‍রা হচ্ছে কিসের ভিত্তিতে, আর তার থেকে সিদ্ধান্ত নেওয়ার মানেই বা কি? 
  • aranya | 2601:84:4600:5410:88c5:76a:21a6:bc05 | ১৭ জুলাই ২০২৩ ২২:০৫515825
  • তবে রাধিকার তালুক মুলুক সকল ই শোভন -এর কুক্ষিগত ​​​​​​​হল, ​​​​​​​এ ​​​​​​​ফেয়ার ​​​​​​​না। ​​​​​​​অবিশ্যি বৈশাখী খুশী ​​​​​​​হবেন :-)
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১৭ জুলাই ২০২৩ ২২:০২515824
  • পশ্চিমবঙ্গের বিশেষ ব্যাপারটা হল, বিজেপি ছাড়া সব্বাই চায় সিপিএম ভোট পাক। আমরা যারা বিজেপি-বিরোধী, তারা চাই, অন্তত বিরোধী পক্ষে বিজেপি না, সিপিএম থাক। মমতা, আমার সঙ্গে কথা বলেননি যদিও, কিন্তু চান সিপিএমের ভোট কিছু বাড়ুক, বিরোধী ভোট ভাগাভাগি হোক। টিভির হাঁই-মাই  বাদ দিয়ে নির্মোহভাবে দেখলে দেখবেন, তৃণমূলের জন্য এরকম সুখের সময় এর আগে আসেনি। বিরোধীদের ভোট মোটামুটি সমভাবে বিভাজিত, আর কী চাই। 
     
    এই  চিত্র অবশ্যই পঞ্চায়েতের। বিধানসভা বা লোকসভা ভোটে এরকম থাকবেনা। পশ্চিমবঙ্গে মেরুকরণ খুবই বেশি, তার উপর লোকে ভোট নষ্ট করতে চায়না। যে জিততে পারে, সেই হিসেবেই ভোট দেয়। সিপিএম-কংগ্রেস এখন বাড়তির দিকে, তাদেরই ভোট আরও বাড়ার কথা। কিন্তু সমস্যা হল, সামনে আবার লোকসভা। সেখানে, সিপিএম-তৃণমূল বা তৃণমূল-কংগ্রেস, জোট হোক বা না হোক, লোকসভায় মূল তৃণমূল বিরোধী শক্তি আবার বিজেপি। ফলে সেই হিসেবে আবার তাদের ভোট বাড়ার কথা। এই দাঁড়িপাল্লার খেলায়, যেই এগিয়ে থাকুক, কিছু ভাগাভাগি হবেই। ফলে তৃণমূলের ভালই সুবিধে থাকবে। 
     
    এই হল অ্যানালিসিস। অনেকদিন বাকি, এর মধ্যে অনেককিছু বদলাবে। কিন্তু আপাতত মমতা সুখে। এই আর কি।   
  • অমিতাভ চক্রবর্ত্তী | ১৭ জুলাই ২০২৩ ২১:৫৭515823
  • রাধিকা প্রসঙ্গ এসে গেলে আমি একেবারে ধূলিতলে গলেমত হয়ে যাই, অতএব শেষ পংক্তিতে বড়ই প্রীতি অনুভব কল্লেম‌। laugh
    @হুতেন্দ্র কবিরত্ন
  • aranya | 2601:84:4600:5410:88c5:76a:21a6:bc05 | ১৭ জুলাই ২০২৩ ২১:৪৯515822
  • মারহাব্বা :-)
  • র২হ | 2607:fb90:e3ea:759c:75a4:536b:b0fa:65b2 | ১৭ জুলাই ২০২৩ ২১:৪৫515821
  • ওহো। এই বিষয়েও প্রাচীন পদ্য আছে। তবে হ্যাঁ কাল চমতকার মিনিময় হয়েছে বটে অনেক কাল পর।
    ~~~
     
    আজ নয় চাঁদ ফুল হোক একটুখানি
    এমনিতে বড্ড গরম ভোটের বাজার
    দেরাজে স্পষ্ট অলস অ্যালকোহলিক
    পড়ে থাক আজকে খানিক স্মৃতির বিলাস

    অক্ষরে ওষ্ঠে এবং পুকুরঘাটে
    আমাদের নিদ্রাহারা খুব পুরাতন
    বনতল গঞ্জ শহর পাখপাখালি
    আমাদের একলা থাকা, চক মিলানো

    দেরাজে বন্ধুস্বজন ধূলপরিমান
    ইনল্যান্ড নীলচে ঘুমে অন্যদেশে
    আমাদের নষ্ট চিঠির আবোলতাবোল
    আজ থাক হৃদমাঝারে, পুনর্বাসন 

    তরিবৎ সুর সেধেছে যন্ত্রগণক
    নেহায়েৎ অপাত্রে দান বসন্তদিন
    জোরজার চকমিলানো শব্দ এবং
    রাধিকার তালুক মুলুক সকল শোভন
     
    ~~~
    ২৪ এপ্রিল ২০১১ 
    ~~~
    (২০১১তে ফুল খেলবার পদ্য - কী সাংঘাতিক)
  • aranya | 2601:84:4600:5410:88c5:76a:21a6:bc05 | ১৭ জুলাই ২০২৩ ২১:৩৭515820
  • গতকালের ভাট সেশনে হুতেন্দ্রকে মিস করেছি। বহু দিন , বছর পর পুরাতনকালের মত অবাধ মিনিময় হচ্ছিল :-)
  • aranya | 2601:84:4600:5410:88c5:76a:21a6:bc05 | ১৭ জুলাই ২০২৩ ২১:৩৩515819
  • খুবই অপরূপ পদ্য। মেঘাতুপাহাড় দেখে সাতশ পাহাড়ের দেশ সারান্ডার কথা মনে পড়ল, সেখানে আছে মেঘাতাবুরু 
  • র২হ | 2607:fb90:e3ea:759c:75a4:536b:b0fa:65b2 | ১৭ জুলাই ২০২৩ ২১:২৫515818
  • চার্দিকে খুব গোলমাল। এদিকে কুসুমের মনের মত আমার নতুন পদ্য। সুতরাং পুণরাবৃত্তি। তবে তাতে দোষ নেই, বিস্মরণের থাউকা দ্রব্য নতুনের মতই।
     
    ~~~
     
    সকলেই যার যার ধান্দা
    নিয়ে আছে ব্যস্ত সমস্ত
    রথ দেখে আর বেচে বান্দা
    কলাফল, ছাগলের গোস্ত
    (বাণিজ্যে, অনেকেই দক্ষ)।
    উত্তরে হাওয়া মৃদু মন্দ
    পূর্বেও কতিপয় দোস্তো
    মেঘাতুপাহাড়ে, মধু গন্ধে,
    হ্যাশ টেনে থেকে যায় চোস্ত
    (পপিক্ষেত, কবিদের মোক্ষ)।

    ~~~

    মেঘাতুপাহাড় শিবাংশুদার শব্দ, তবে সে আমি বহুকাল নিজের করে নিয়েছি।
  • aranya | 2601:84:4600:5410:88c5:76a:21a6:bc05 | ১৭ জুলাই ২০২৩ ২১:২৪515817
  • মমতার জনমুখী প্রকল্প গুলো বহু মানুষকে সাহায্য করছে, সন্দেহ নেই। তাতেও  ৫২% ভোট শেয়ার হয় না। সিপিআইএম এর এক নেতা বলেছেন , ফেয়ার ভোট হলে তৃণমূল ৩০-৩২% ভোট পায়। সত্য হয়ত ৩০ আর ৫২-র মাঝামাঝি কিছু, কখনো জানা যাবে না। 
    ভোটের আগে মমতা বলেছিলেন, বিরোধী প্রার্থীরা কিছু পঞ্চায়েত আসনে জিতলেও এই প্রকল্প গুলোর জন্য টাকা দিতে পারবে না, তাই তাদের দলবদল করে তৃণমূলে আসতে হবে। আমার ধারণা ছিল, প্রকল্পের টাকা পঃ বঙ্গ সরকার দেয় এবং নির্বাচিত যে কোন পঞ্চায়েতকেই তা দিতে বাধ্য, এর সাথে দলের কোন সম্পর্ক নেই। 
  • এগিয়ে বাংলা | 107.189.7.144 | ১৭ জুলাই ২০২৩ ২১:১৭515816
  • অমিতাভ চক্রবর্ত্তী | ১৭ জুলাই ২০২৩ ২০:১০515815
  • নিজে একসময় নির্বাচন-এ যুক্ত থেকেছি, পঞ্চায়েত থেকে লোকসভা, পোলিং/প্রিসাইডিং সব অভিজ্ঞতাই আছে, এমন অভিজ্ঞতা হয়নি কখনও।
  • অমিতাভ চক্রবর্ত্তী | ১৭ জুলাই ২০২৩ ২০:০৭515814
  • তা হলে ত এই নির্বাচন থেকে রাজনৈতিক মতের প্রতিফলন পড়তে পারার চেষ্টার কোন মূল্য নেই বলেই মনে হচ্ছে। 
  • এলেবেলে | ১৭ জুলাই ২০২৩ ১৯:৫৮515813
  • অমিতাভদা, একেবারেই নয়। আমার স্কুলের ১৪ জন শিক্ষক এই কাজে নিযুক্ত ছিলেন। তাঁদের কারও কারও অভিজ্ঞতা ভয়াবহ। ডিসটিঙ্গুইশিং মার্কের কথা নাহয় ছেড়েই দিলাম। কিন্তু ব্যালটের পেছনে প্রিসাইডিং অফিসারের সই না থাকলেও যে সেটা বৈধ ব্যালট হয়, এমন আজব কথা এবারেই প্রথম শুনলাম।
  • অমিতাভ চক্রবর্ত্তী | ১৭ জুলাই ২০২৩ ১৯:৫২515812
  • এলেবেলে ওনার যে নির্বাচনী অভিজ্ঞতা জানালেন সেটা কি একেবারে ছোট একটি অংশের ছবি? তা যদি না হয়, তবে এই ফলাফল জনগণের মতামত যাচাইয়ের জন্য কতটা কার্যকর?
  • এলেবেলে | ১৭ জুলাই ২০২৩ ১৯:৪৮515811
  • হ্যাঁ, আমিও দেখেছি। 
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:7cb4:d176:265b:98b5 | ১৭ জুলাই ২০২৩ ১৯:১৩515810
  • রাজীব আবার বদলে ফেলেছে!!
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১৭ জুলাই ২০২৩ ১৮:৫৮515809
  • আচ্ছা। উপনির্বাচনের ফলাফলটা ওয়ালে পেলাম। এলেবেলে যেটা শুনেছিলেন, সেটা ঠিক না।
  • পুরনো পাপী | 2405:8100:8000:5ca1::a:810 | ১৭ জুলাই ২০২৩ ১৪:১২515808
  • জয়শ্রীর আম  পেরথম বলিচিলেন ট বেশ ক বচর আগে।  অমিতচাড্ডি ত্যাকন লজর করে নি গায়ে মাকে নি একন হঠাৎ জেগে উটচে কেন?
  • aranya | 2601:84:4600:5410:d082:4f51:1b64:e52 | ১৭ জুলাই ২০২৩ ১০:১২515807
  • মতামত মহাশয় যে খুবি সরল, গোলগাল পাঠক, জাস্ট ঘুরতে এসেচেন, তা বোঝাই যায়। নাহলে আর বড় ডোনার, টাকার থলি এসব কথা মাথায় আসে  wink
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত