এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 2402:3a80:a02:24ef:0:6a:4244:fe01 | ০৫ জুন ২০২০ ১৭:১৯447235
  • মাছ প্রসঙ্গে আসি। ছিপ দিয়ে মাছ ধরা একটা ফ্যাশন।এরচে নৃশংস কিছু হয় না। বিদেশী চ্যানেল গুলোতে ফিশিং একটা বিরাট এন্টারটেইনমেন্ট। বড় হুইল ছিপে,মাছটাকে বোঁড়শি তে গেঁথে ঘণ্টার পর ঘন্টা চললো খেলা।মাছটা ক্লান্ত হয়ে এলিয়ে পড়ার পর,নৌকোয় তোলা হলো।নিয়ে আধঘন্টা ধরে, বিশ কেজি মাছটার গুণাগুণ বর্ণনা করে ;ছেড়ে দেওয়া হলো।

    এতো নৃশংসতা কেন?খাওয়ারg জন্য হলে, জাল দিয়ে ধরো।খেলানোর দরকার নেই।মুরগি কাটো,ছাগল কাটো, কষ্ট কম দিয়ে মারো।বিদেশে মুরগিকে কার্বন মনোক্সাইড চেম্বারে ঢুকিয়ে মারে,এমন টা শুনেছিলাম।

    সুতরাং বড় প্রাণী,ছোট প্রাণী কোন ব্যাপার নয়। খাওয়ার জন্য মারতে হলে কম কষ্ট দিয়ে মারো আর নৃশংসতার ডিসপ্লে কম করো।

    হাতি নিশ্চয় খাওয়া র জন্য মারা হয় নি

    যেটা করা হয়েছে,সেটা নৃশংসতা।যদিও পাগলা হাতি কে গুলি করে মারাই দস্তুর।

    জাপানিরা সবচে বড় প্রাণী,এই পৃথিবীতে,নীল তিমি --( যা,কিনা সবচে বড় ডাইনোসরের চাইতেও বড়),সেটিকেও হারপুন বিঁধিয়ে নৃশংস ভাবে মারে।অবশ্যই খাওয়ার জন্য।কিন্তু নীল তিমি শিকার টাই নিষিদ্ধ।

  • r2h | 49.37.12.149 | ০৫ জুন ২০২০ ১৬:০৬447234
  • এ ঘাঁটা ব্যাপার।
    হাতিকে বোম খাইয়েছে, খুবই নৃশংস কাজ। কিন্তু তাতে যারা মাছ মুর্গী পাঁঠার দোহাই দিচ্ছেন তারা ঠিক কী বলতে চাইছেন? আসলে হাতির ব্যাপারটা তত খারাপ নয়? তা বোধয় না। তাহলে কি তোমরা ঐসব মারো তাই হাতি নিয়ে ন্যাকামি ঠিক না? এ তো এখন বলছো তখন বলনি হয়ে গেল। তাহলে কি এঁরা চান মানুষ পারপিচুয়াল অপরাধবোধে ভুগবে আর প্রতিবার খেতে বসে মৃত পশুর আত্মার কাছে অশ্রুসজল ক্ষমা চাইবে? আদম ইভের আদি পাপের মত, পাপিষ্ঠ মানবশিশু। মানে হাতির আলোচনায় মাছ মুর্গী অপ্রাসঙ্গিক না, কিন্তু দাবিটা ঠিক কী?

    এমনিতে নৃশংসতা তো কম নেই, সেই যে হবু নার্স কুকুরে বাচ্চা মেরে ফেললো।

    অন্যদিকে আবার যেকোন জিনিসকে একটা পার্পাসের মোড়ক দিলে সুবিধে হয়। আমাদের দেশে অন্তত শুয়োর মারা হয় যে পদ্ধতিতে সেটা খুবই নৃশংস। বা কচ্ছপ। সে পিস করে কাটার সময়ও জীবিত থাকে। তো ওদের আমরা খাই।

    আবার ধরা যাক আত্মহত্যা। লোকজন বোর হয়ে বিষ খেয়ে ফেললো, সে খুবই কলঙ্কের ব্যাপার। কিন্তু গ্রেনেড হাতে শত্রুপক্ষের ট্যাঙ্কের মধ্যে ঝাঁপিয়ে পড়লে সেটা বীরত্ব। মানে, বীরত্ব তো বটেই, তাতে দ্বিমত নেই, কিন্তু পার্পাস না থাকলে ছিছি।

    তো ঐসব সাত পাঁচ। আবার পর্ক চপ খাওয়া আমার জন্যে গুরুত্বপূর্ণ তাই শুয়োর মারা ওকে, কিন্তু যাদের ফসল নষ্ট হয় তাদের শুয়োর গন্ডার হরিণ হাতি সবেতেই সঙ্গত ঝামেলা।

    মাছ মারা হয় জলের মধ্যে বোম ফাটিয়ে (জানি না ফান্ডাটা কি), বা বিষ দিয়ে। বোম খাইয়ে কচ্ছপও মারা হয়।

    সে যাই হোক, ঘটনাটা নৃশংস, এইটা মেনে নেওয়া ভালো, সচেতনতা দরকার, জঙ্গল টঙ্গল খেয়ে ফেললে এসব হবে; মানুষ যত অ্যাগ্রেসিভ, দখলদার হবে তত তার সেন্সেটিভিটিও কমবে (এইটা অবশ্য শিওর নই, আজ থেকে একশো বছর আগে মানুষ নির্বিকার শিকার করেছে, সার্কাসে খেলা দেখিয়েছে, দাস ব্যাবসা করেছে, কালো মানুষ পুড়িয়েছে, এখন বরং ভালোর দিকে)।

    দিনের শেষে সকলি তোমারই ইচ্ছা।
  • পশু হিংসা পরিমাপক | 52.66.211.131 | ০৫ জুন ২০২০ ১৫:৩৮447233
  • ন্যায্য কথা 
    কিন্তু বড়ো প্রাণী মানে ঠিক কত বড়ো ?

    11 কেজি র কাতলা তো সাড়ে সাত কিলো দুষ্টুমিষ্টি বেড়াল এর থেকে বড়ো 

  • S | 209.95.51.11 | ০৫ জুন ২০২০ ১৫:২২447232
  • মাছ ধরার কিছু নিয়ম কানুন আছে। কোথায়, কি দিয়ে, কতগুলো মাছ ধরা যাবে, কি ধরনের মাছ ধরা যাবে সেইসব নিয়ে বিভিন্ন জায়্গায় লিখিত নিয়ম আছে। হ্যাঁ, বরশিতে গাঁথা অসহায় মাছের চোখের দিকে তাকালে মনটা কেঁপে উঠবেই। তারপরেও বড় প্রাণী মারার সঙ্গে কিছু পার্থক্য থেকেই যায়। আমি যদি বলি যে কালকে ৬টা মাছ ধরেছি, যতটা না নৃশংস হবে, যদি বলি একটা হরিনকে শিকার করেছি তাহলে নৃশংসতা বহুগুণ বেড়ে যায়। দুটো কারণ আছে। এক, সোশাল কনস্ট্রাক্ট। দুই, ঐ ৬টা মাছ খেয়ে শেষ করার আগে আমি আর মাছ ধরবো না - কারণ সেটা আমি কনজিউম করার কারণে ধরেছি। কিন্তু হরিণ শিকার করতে আমি কালকেও আবার যেতে পারি - কারণ সেটা আমার শখ। আর শখের জন্য যারা মাছ ধরে, তারা ধরার পর মাছটাকে আবার জলে ছেড়ে দেয়।

    এবারে কেউ যদি প্রকৃত পশু প্রেমী হন, তাহলে অবশ্যই তিনি আমাকে মাছ, মুরগী, পাঁঠা, ভেড়া, শুওর, গরু, ভাগাড়, জলহস্তির রোস্ট খেতে বারণ করতেই পারেন। আশা করবো যে তিনি এই পশুপ্রেম জীবনের বাকি ব্যাপারেও মেনে চলেন। কিন্তু সেটা না হলে অনেক অন্য প্রশ্ন ওঠে।
  • b | 14.139.196.11 | ০৫ জুন ২০২০ ১৩:৩৭447231
  • বোঝো। আজকেই আবার হু রেকমেন্ড করেছে।
  • r2h | 2405:201:8805:37c0:19b3:8f2e:c121:72e9 | ০৫ জুন ২০২০ ১১:৫৯447229
  • ঘোড়া হবার জন্যে।
  • S | 2405:8100:8000:5ca1::19f:c15d | ০৫ জুন ২০২০ ১১:২১447227
  • হাতি মারার টইগুলোতে লোকে এত গাধামো করে বেড়াচ্ছে কেন?
  • Amit | 121.200.237.26 | ০৫ জুন ২০২০ ১১:২০447226
  • রাহুল গান্ধী আর বাজাজ এর ইন্টারভিউ ভিডিও টা দেখলাম বসে বসে. রাহুল গান্ধী একটা নতুন এপ্রোচ আনার চেষ্টা করছে পলিটিক্স এ, সব ফিল্ড এর লিডিং লোকেদের সাথে কথা বলে অল্টারনেট সল্যুশন কি হতে পারতো সেই কথা বলা. কন্সট্রাক্টিভ এপ্রোচ নিশ্চয় সন্দেহ নেই. কিন্তু নাজিদের এগেইনস্ট এ এই এপ্রোচ ইন্ডিয়াতে তো ছেড়েই দেওয়া যাক , এই মুহূর্তে আমেরিকা বা অন্য কোথায়ও দাঁড়াবে কিনা সন্দেহ.

    ইন্ডিয়াতে এখন পলিটিক্স এ যে পরিমান ঘৃণার চাষ হচ্ছে একতরফা, তাতে কেও অল্টারনেট সল্যুশন দেখাতে এলে আলোচনা দূরে থাক, তার গুষ্টির মা মাসি করে ছাড়বে আগে. নাজিসম এর পাল্টা আর যাই হোক, সুস্থ রাজনীতি হতে পারেনা. বিশেষ করে যেখানে দেশের সমস্যা থেকে নজর ঘোরাতে বর্ডার এ এতো সব হাতে গরম অপশনস.
  • ?? | 2402:3a80:a07:a64e:0:30:64a3:3c01 | ০৫ জুন ২০২০ ১০:৫৩447225
  • এই বাংলা নিয়ে যত চেঁচামেচি চলে, ন্যাশানাল মিডিয়াতেও ইউপি, এমপি, গুজরাতের কোভিড ম্যানেজমেন্ট, ডাটা লুকানো, কম টেসট নিয়ে তারা এত নীরব কেন? মানে সব বিরোধী দলের কথাই হচ্ছে।

    আম্পান বনাম নিসর্গ নিয়েও দেখাই গেল।
  • lcm | 2600:1700:4540:5210:ce8:9c9c:1217:ed47 | ০৫ জুন ২০২০ ১০:১৬447224
  • একদম একমত। এই পুশ-ফুশ, ওহ, আর পারা যায় না।
  • Tim | 2605:a000:d048:f400:102e:38d4:d24a:ba59 | ০৫ জুন ২০২০ ০৯:৫৬447223
  • গুরুতে ঢুকলেই প্রথম পেজ লোডে এই ট্রুপুশ পপটা কি কোনভাবে ডিজেবল করা যায়? এটা খুব ঘ্যানঘ্যানে জিনিস হয়েছে।
  • Du | 47.184.21.53 | ০৫ জুন ২০২০ ০৮:৪২447222
  • ঈয়ো ইয়োতে আমেরিকান ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন!!
  • রঙ্গ | 159.203.183.49 | ০৫ জুন ২০২০ ০৩:৪২447221
  • হ্যাঁ 
    ওই টৈ তো একেবারে যাকে বলে টইটুম্বুর 
    আরেকটা হাতি সম্বন্ধীয় টৈ তে কে যেন আবার ছবি বিশ্বাস ইত্যাদি নামিয়ে গ্যাছে 
     

    কতোই রঙ্গ দেখবো .........

  • syandi | 2a01:c23:807a:b800:c06e:4b38:df95:73bc | ০৫ জুন ২০২০ ০৩:৩৯447220
  • হাতীর শুঁড়টা বিশেষত শিককাবাব বানানোর জন্য একদম আদর্শ, ফুটো করার দরকার নেই। ফুটো একেবারে ইনবিল্ট।

  • Atoz | 151.141.85.8 | ০৫ জুন ২০২০ ০৩:১৫447219
  • ওদিকে এক "যত নষ্টের গোড়া ৩৪ বছর" পাব্লিক এসে গ্যাছে টইতে। হাতীর টইতে গিয়ে কমেন্টে কাপিপেস্ট মেরে চৌত্রিশ চালিয়ে দিয়েছে।
    এরাও কি ৭৫ পয়সা করে পায় পোস্ট প্রতি?
  • S | 69.146.151.28 | ০৫ জুন ২০২০ ০৩:০৯447218
  • হাসান মিনহাজের এপিসোডটা দেখলাম। এশিয়ান কমিউনিটিকে পুরো উলঙ্গ করে দিয়েছে। বেশ করেছে।
  • Atoz | 151.141.85.8 | ০৫ জুন ২০২০ ০৩:০৪447217
  • হাতির মাংস রান্না ও খাওয়া খুব ট্রিকি। আফ্রিকাতে ব্রহ্মচারী মশাই (উনি ধারাবাহিক লিখতেন তখন, "আফ্রিকার জঙ্গলে বারোবার") খেয়েছিলেন। নামমাত্র মশলা দিয়ে বার-বি-কিউ করে খাওয়া হচ্ছিল। খাদকরা বিশাল এক গ্রুপ, তাঁবু টাবু ফেলে কমুনিটি রান্না। হাতির মাংস খুব শক্ত , অনেকবার চিবিয়ে খেতে হয়। একজন সাহেব বলছিলেন তিনি বত্রিশবার চিবুতেন।
  • [#{%]} | 159.203.183.57 | ০৫ জুন ২০২০ ০২:৪৯447216
  •  এ আবার কি ?
    বেগুন আর সর্ষেবাটা দিয়ে হাতির ঝোল হচ্ছিলো নাকি?

  • S | 2405:8100:8000:5ca1::4e:5580 | ০৫ জুন ২০২০ ০২:৩৭447215
  • হাতীটাকে কি খাওয়ার উদ্দেশ্যে মারা হয়েছিল?
  • Atoz | 151.141.85.8 | ০৫ জুন ২০২০ ০২:৩৩447214
  • হাতী থেকে দেখি লোকে ইলিশমাছে চলে গ্যাছে ওই টইতে।
  • প্রত্যক্ষদর্শী | 3.112.92.162 | ০৫ জুন ২০২০ ০১:৫২447213
  •  ''We don't accept Trump as our president''

     ওরে ব্যাটা স্লোগান তৈরী করার আগে গাঁজা টা কম খা , তোরা আমেরিকায় নয় যাদবপুর এ আছিস 
     

    কি জ্বালা রে ভাই , এইট বি বাস স্ট্যান্ড এর পাশ দিয়ে আর যাতায়াত করা যাবেনা দেখছি 

  • এলেবেলে | 202.142.96.37 | ০৫ জুন ২০২০ ০১:১৩447212
  • সার্চ করলাম কিন্তু পেলাম না।

  • CoronaVirus | 208.184.143.184 | ০৫ জুন ২০২০ ০০:৩৬447211
  • https://ndl.iitkgp.ac.in/ তে Brian Hatcher লিখে সার্চ করেছেন নিশ্চয়।
  • Anirban | 86.20.255.32 | ০৪ জুন ২০২০ ২০:৪৩447210
  • a | 203.63.58.50 | ০৪ জুন ২০২০ ১৮:০৩447209
  • https://www.guruchandali.com/comment.php?topic=11033&page=4

    এই কোয়ালিটির কোন লেখা পড়িনি কতদিন হয়ে গেলো গুরুতে। সে গুরুও নেই সে সোসেন্দিও নেই
  • b | 14.139.196.11 | ০৪ জুন ২০২০ ১৭:৫৮447208
  • বাংলাদেশে অশনী সংকেতে যে বিষণের কোট দেওয়া হয়েছে, উনি বিষাণ বসু তো? পুরো লেখাটা পাওয়া যাবে?
  • b | 14.139.196.11 | ০৪ জুন ২০২০ ১৭:৫৫447207
  • এইটে জাস্ট মচৎকার হইসে।
  • খাওয়াদাওয়া | 103.216.221.5 | ০৪ জুন ২০২০ ১৭:১৫447206
  • খাওয়াদাওয়ার অভ্যেস নিয়ে একটা লেখা 

    মরাল হাই গ্রাউন্ড জায়গাটা দেখছি মোটে সুবিধের নয়। উপর থেকে ভিউটা চমৎকার, কিন্তু জায়গাটা ভারি স্লিপারি। 

    এই তো সেদিন মাছছাগমুরগিপিগুখেকোরা সেখানে চড়তে চড়তে গোখেকোদের গাল-টাল পাড়ছিল! এর মাঝে দূরে ইঁদুরবাদুড়সাপখেকোদের দেখতে পেয়ে গোমাছামুপি একসাথে মিলে মহাগ্রার টঙে উঠে সে কী গালাগালি! কিন্তু বলেছি কিনা জায়গাটা সুবিধের না।  গাছমাশরুমদুধডিমখেকোরা আজ তাদের ঠেলে ফেলে দিয়েছে। 

    গামাদুডিরাও অবশ্য আজ নয় কাল পড়বে। কারণ তাদের ঠেলে মহাগ্রায় সিংহাসন পাততে চাইবে হাওয়ায়দোলাগাছদুধভুকরা। হাদোগাদুরা মুহূর্তের স্বস্তিও পাবেনা বলে রাখলাম। লক্ষ্যই করবেনা ওদের ঠিক পিছন পিছন উঠে আসছে গাছমাশরুমসাপ্লিমেন্টখোরের দল। 

    তারপর তো মহাগ্রার মাঠে ভয়ানক যুদ্ধ হবে হাদোগাদু আর গামাসাদের। দুধ না মাশরুম, কে নেবে সিংহাসন? সে এক টানটান উত্তেজনা! বস্তা বস্তা কল্কে নিয়ে দেখতে উঠে আসবে শুকনোপাতাখোরের দল। কী দেখবে, কতক্ষণ দেখবে বলা মুশকিল। কারণ ততক্ষণে দেখা যাবে ওদের ল্যাজে ল্যাজে দলে দলে ওনলিসাপ্লিমেন্টভুক এসে পড়েছে বদলডটকমে লেখা বিরাট এক ম্যানিফেস্টো নিয়ে। 

    ওসাদের বিশাল ঠেলায় গড়িয়ে পড়বে হাদোগাদু আর গামাসারা। শুপারা নির্লিপ্ত, সদানন্দ। ফেলে দিলেও স্বভাবহাই। ওদের নিয়ে ওসারা মাথা ঘামাবেনা। তাছাড়া শুপাও একরকম সাপ্লিমেন্টই বলা চলে। 

    শুপাদের আসল বিপদ ঘনিয়ে আসবে যখন হাওয়াবাতাসভুকের গোষ্ঠী আসবে মহাগ্রার মাঠে। তবে হাবাদের পক্ষে মহাগ্রা অধিকার করে রাখা মুশকিল। এমনিতেই তারা সংখ্যায় কম। তার উপর কয়েকদিন শুধু হাওয়ার জীবাণু খেয়ে তারপর অটোফাজিতে নিজেরাই নিজেদের খেয়ে হাবাদের সংখ্যা আরও কম হয়ে যাবে।

    তারপর মহাগ্রায় যে কে থাকবে আর কে থাকবে না বলা মুশকিল। আমার ধারণা এবার মরালের ধার না ধেরে সর্বভুকের দল, বা নিদেন পক্ষে লেকটার ঠাকুরের অনুগামীরা মহাগ্রায় উঠে আসবে। আর নামবে না। অন্য কেউ উঠতে চাইলে ডিপ ফ্রাই করে খেয়ে ফেলবে। 

    আপনারা বলতেই পারেন, ওরা কি নিজেরাই নিজেদের খেয়ে সংখ্যাবল কমিয়ে ফেলবে না?

    হ্যাঁ, সে রিস্ক তো আছেই। তবে কিনা ওদের বহুদিন সে প্রয়োজন পড়বে না। মহাগ্রায় চড়তে চাওয়া লোকের অভাব হবে না কিনা। তাছাড়া তদ্দিন পৃথিবী থাকে কিনা দেখুন?

    (মহাগ্রা: মরাল হাই গ্রাউন্ড; গোমাছামুপি: গোমাছছাগমুরগিপিগুখেকো; গামাদুডি: গাছমাশরুমদুধডিমখেকো; হাদোগাদু: হাওয়ায়দোলাগাছদুধভুক; গামাসা: গাছমাশরুমসাপ্লিমেন্টখোর; শুপা: শুকনোপাতাখোর; হাবা: হাওয়াবাতাসভুক)

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত